একজোড়া আগুন পাখি পর্ব ১৬
রনীতা তুশ্মি
সারা রাত আনায়ার নানা চিন্তা ভাবনায় চোখে ঘুম আসেনি। সবসময়ই তার মস্তিষ্ক একটাই চিন্তা করেছে যে কেনীথ কি করে তার নাম জানতে পারলো। ঠিক কি করে, আবার অতিরিক্ত চিন্তায় তার একটা সময় পর মনে হয়েছে যে কেনীথ তাকে এই নামে হয়তো কিছুই ডাকেই নি। হয়তো অন্যকিছু বলেছে। আর তার মনে এখন সন্দেহ জাগছে।
কখনো এটা মনে হয়েছে তো কখনো ওটা৷ সবকিছু মিলিয়ে গুলিয়ে ফেলার অবস্থা হয়েছিলো তার। একসময় অতিরিক্ত মাথা ব্যাথা নিয়ে ভোর রাতের কিছুক্ষণ আগে ঘুমাতে পেরেছে। কারন তখন তার মনে আরো কিছু সন্দেহ এক হয়ে জেগে উঠেছিলো। সেই শুরুর দিকের ঘটনায় তার জামা আর কেনীথকে নিয়ে এক বিদঘুটে কল্পনা। আনায়া সবসময় সেই বিষয়টিকে তার অতিরিক্ত চিন্তা আর কল্পনা হিসেবেই নিজেকে বুঝ দিয়েছে।
তবে এখন যখন কেনীথের ছোটখাটো বিষয়গুলোকে সে এক করতে চায় তখনই মাথাটা পুরো গুলিয়ে যায়। কিভাবে যেন মনে হতে থাকে সবকিছু সত্যি আর কেনীথ কোনো সাধারণ মানব নয়। সে নানান রহস্যে ঘেরা এক মানব।
আর পরক্ষণেই সেইদিনে র*ক্তের বাথটাবে ডুবে থাকা বিষয়টি মাথায় আসতেই ভাবতে থাকে সে যা যা ভাবছে সব ভুল। এসবও কি কখনো হয় নাকি। সেই কল্পনায় তো সে কেনীথকেও চা*পাতি বসে থাকতে দেখেছিলো, এসব সত্যি হলে নিশ্চয় সে আজ বেঁচে থাকতো না।আর সবচেয়ে বড় বিষয় কেনীথ একজন নামকরা রকস্টার হয়ে এমন পি*শাচদের মতো কোনো কাজ করবে কেনো।
সারারাত এতো চিন্তা ভাবনা করেও কোনো লাভ হয়নি। শেষমেশ কোনো না কোনো ভাবে কিছু সন্দেহ থেকেই যায়। এজন্য আনায়া বাধ্য হয়েই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি বন্ধ করে দিয়েছে।
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
এমনিতেই সারারাত ঠিক মতো ঘুম হয়নি আর এখন সকাল সকাল ইনায়ার অত্যাচার। সেদিন রাতে বাধ্য হয়েই আনায়া ইনায়ার ইচ্ছে মানতে রাজি হয়েছে। প্রমিজ করছে যে, তাকে ভিকের কাছে নিয়ে যাবে দেখা করানোর জন্য। আর সে অনুযায়ী কথা ছিলো ভিকে যখনই অফিসে আসবে সেদিনই যেন তাকে নিয়ে যাওয়া হয়।
সকাল সকাল আনায়া মুখ ফসকে কেনীথের অফিসে ফেরার কথাটা ইনায়াকে বলে ফেলেছে আর এতেই শুরু হয়েছে ওর ঘ্যানঘ্যান।
আনায়া প্রচন্ড বিরক্ত হচ্ছিলো বিধায় বলে দিয়েছে ভার্সিটি থেকে ফিরে এসে তাকে সঙ্গে করে অফিসে নিয়ে যাবে।
আনায়া ভার্সিটির জন্য তৈরি হবে এরই মাঝে শিকদার বাড়িতে হঠাৎ ইমনের আগমন। ইমনকে দেখে আনায়া কিছুটা অবাক হলো কারণ ইমনের ফিরতে আরো কিছুদিন লাগার কথা ছিলো। কিন্তু এখন দেখায় খুশিই হলো।
ইমনকে বসতে দিয়েই আনায়া খেয়াল করলো যে ও আজ এমনি আসেনি বরং হাতে কিছু গোলাপ ফুলের তোড়া আর ছোট একটি গিফট বক্সও রয়েছে। ইমন সেগুলো আনায়াকে দিতেই আনায়া বললো,
—“ভাইয়া এসব কি? ”
ইমন মুচকি হেসে বললো,
—“এসব আমি নই তোমার বিলাতী জামাই পাঠিয়েছে। আই মিন, গিফটটা ও পাঠিয়েছে আর ফুল গুলো আমাকে কিনে দিতে বলেছে। ”
আনায়া কিছুটা কপাল কুঁচকে বললো,
—“হঠাৎ এইসব…. কেনো? ”
ইমন হেসে বললো,
—“আজ আনায়া ম্যামের জন্মদিন তাই! ”
আনায়া কিছুটা অবাক হলো এটা শুনে। আজ যে তার জন্মদিন এটা তো তার মাথাতেও ছিলো না আর এদিকে রেহান সেই সূদুর থেকে তার জন্য এতোকিছু ব্যবস্থা করেছে, ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আনায়া পাশে ফিরে তাকিয়ে দেখলো ইনায়া মিটমিট করে হাসছে তা দেখে আনায়া বললো,
—“হাসছিস কেনো, তুই না প্রতিবছর ঢং করে বারোটা বাজতেই উইশ করিস তা এই বছর কি হলো শুনি। ”
ইনায়া মুচকি হেসে অকপটে বললো,
—“এই বছরটা বিলাতী দুলাভাইএর জন্য ছাড় দিয়েছি। বেচারা বিলাতী দুলাভাই কাল রাতে ফোন করে বলেছিলো আমায়, যেন এবার সবার আগে বার্থডে উইশটা সেই করতে পারে৷ আর এজন্য তাকে সুযোগ করে দিতে হবে। ”
আনায়া ভ্রু কুঁচকে তাকাতেই পাশ থেকে ইমন বললো,
—“সরি বোন, তোমার বিলাতী জামাই এইসব গিফট কাল রাত বারোটার আগেই দিতে বলেছিলো আর ও তখনই তোমাকে উইশ করতো কিন্তু আমার বাহির থেকে ফিরতে ফিরতে ভোর হয়ে গিয়েছে এজন্য আর এসব দিতে পারিনি। আর এখন তোমাকে কোনো উইশও করতে পারলাম না। কারণ এটা আমার শাস্তি, ঠিক সময়ে কাজ করতে পারিনি বলে। ”
আনায়া কপাল কুঁচকে বললো,
—“এসব কেমন ছেলেমানুষী কাজকর্ম। ওকে এসব করতে বলেছেটা কে, ওয়েট করেন আমি এখনই ফোন করছি৷ ”
ইমন আনায়ার ঝগড়া বাঁধানোর প্রস্তুতি দেখে সে অপ্রস্তুত সুরে বললো,
—“আরে… আনায়া…
ইমন বলতে দেরী আর আনায়া রেহানকে ফোন করতে দেরী নেই। রেহানকে ফোন করতেই ওপর প্রান্ত থেকে আওয়াজ এলো,
—“হ্যাপি বার্ড ডে জান….! গিফট পছন্দ হয়েছে,রাতেই উইশ করতাম কিন্তু দুইবার ফোন করেও পাইনি আর পরে ভাবলাম একেবারে গিফট দিয়েই উইশ করবে। একমিনিট, আমার আগে তোমাকে আবার কেউ উইশ করেনি তো? ”
আনায়া একনাগাড়ে বলা কথাগুলো শুনে হালকা কপাল কুঁচকে বললো,
—“না কিন্তু এসব কি রেহান। এসব কেনো করতে গিয়েছো আমি আগেও……
রেহান আনায়াকে থামিয়ে বললো,
—“তোমার ধমকা ধমকি রাখো, আগে বলো গিফট পছন্দ হয়েছে কিনা! ”
আনায়া নির্বিকারে বললো,
—“এখনো খুলে দেখিনি।”
রেহান অবাক সুরে বললো,
—“খুলে দেখার আগেই ফোন দিয়ে ঝাড়া ঝাড়ি শুরু করে দিতে চাচ্ছো, ওটা খুলে দেখার পর কি করবে কে জানে। ”
—“কেনো কি পাঠিয়েছো তুমি? ”
আনায়া কপাল কুঁচকে কথাটা বলতে বলতেই জিনিসটার গায়ে থেকে রেপিং পেপারটা সরাতেই পাশ থেকে ইনায়া অবাক সুরে বললো,
—“আই ফোন ফিফটিন প্লাস….!!! ”
ইনায়ার দিকে তাকিয়েই আনায়া আইফোনর বক্সটা দেখে গম্ভীর মুখে টেবিলের উপর রাখলো। কন্ঠস্বর গম্ভীর করে রেহানকে কিছু একটা বলতে যাবে তার আগেই রেহান বললো,
—” ফোন কি লাউডস্পিকারে?”
আনায়া নিজেকে দমিয়ে বললো,
—“নাহ, কেনো? ”
এটা শোনা মাত্রই রেহান ত্বরিত বলতে লাগলো,
—“প্লিজ আমার সাথে আর রাগারাগি করবে না। তোমাকে আগে যখন ফোন দিয়েছিলাম তখন তুমি নেওনি। শুধু ফোন কেনো তুমি কোনো কিছুই নেও নি। কারণ তুমি এসব পছন্দ করো না। কিন্তু এখন কোনো মানা করতে পারবে না।আমি এটা তোমার বার্থডে গিফট হিসেবে পাঠিয়েছি তো এখন তোমাকে নিতেই হবে!”
আনায়া কিছুক্ষণ গম্ভীর মুখে চুপ থেকে বললো,
—“সবই ঠিক ছিলো কিন্তু এতো দামী ফোন দিতে কে বলেছিলো? ”
রেহান হেসে বললো,
—“আমি আমার বউ কে যেন তেন বার্থডে গিফট দেবো নাকি? দিলে অবশ্যই বেস্ট কিছুই দেবো। ওহ হ্যাঁ,আরেকটা জিনিসের কথা তো ভুলেই গিয়েছি। ফোনটাকে যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি সেটার সাথে কিন্তু একটা কাগজও আই মিন চিঠিও আছে। একটু দেখো তো পেয়েছো কিনা? ”
আনায়া খেয়াল করে গিফট পেপারটা হাতে নিয়ে দেখলো সেখানে একটা চিঠি ভাজ করে স্কচটেপ দিয়ে আঁটকে রাখা। আনায়া ওই স্কচটেপ টা খুলতে খুলতে বললো,
—“এটাতে আবার কি দিয়েছো? ”
আনায়ার কথা শুনতেই রেহান তৎক্ষনাৎ বলতে লাগলো,
—“আনায়া!আনায়া! ওটা প্লিজ এখন খুলে পড়তে যেও না।”
রেহানের কথা শুনে আনায়া থেমে গিয়ে কপাল কুঁচকে বললো,
—“কেনো! ”
—“বুঝই তো, হবু বউয়ের জন্য লিখেছি। আশেপাশে হয়তো তোমার ভাসুর আর আমার শালীকাও রয়েছে। তুমি ওটা একটু আলাদা ভাবে পড়ে নিও।”
রেহানের কথা শুনে আনায়া কেশে একবার ডানে-বামে তাকিয়ে ইমন আর ইনায়াকে দেখে বললো,
—“ঠিক আছে। ”
—“আচ্ছা শোনো, তোমাকে তো এখন ফোনে ঠিকমতো পাওয়াই যায় না।আর তুমি যখন ফ্রী থাকো তো আমি তখন ব্যস্থ। এখনও একটু প্যারাতে আছি, তোমাকে আমি সময় করে রাতের দিকে ফোন করবো।প্লিজ একটু লাইনে থেকো। ”
রেহানের এই ছোট্ট আবদার শুনে আনায়া আর মানা করলো না। রেহানের সাথে আরো কিছু সৌজন্যে মূলক কথা বলা শেষে ওকে বিদায় দিয়ে ফোন রেখে দিলো। ফোন রেখে দিতেই তার দুপাশ থেকে ইনায়া আর আনায়া চিৎকার করে তাকে জন্মদিনের উইশ করলো। সঙ্গে ইনায়া ওকে একটা একটা রিং আর ইমন একটা ঘড়ি উপহার দিলো। আনায়াও হাসি মুখে সেসব গ্রহন করলো।
এরপর আবার আনায়ার নতুন ফোনে তার সিম সহ বাকি ডিটেইলস গুলো এড করে আনায়াকে ফোনের খুটিনাটি বিষয় গুলো বোঝালো।
সবশেষে যাওয়ার আগে ইনায়ার সাথে ইমনের কথায় লেগে গেলো। ইমন যে এতোদিন তার কাছে থেকে কেনীথের পিএ এর বিষয়টি গোপন করেছে এটাই হলো মূল কারণ। এরপর ইমন তাকে কিছু একটা বুঝিয়ে সুজিয়ে ম্যানেজ করলেও শর্ত হিসেবে আজ তাকে কেনীথের সাথে দেখা করাতে হবে এটাই ফাইনাল হয়। আনায়া আর ইমনও আর তর্ক না করে ওর শর্তে রাজী হয়ে যায়। বাকিটা কি হবে তা ইনায়া নিজেই ওখানে গেলে বুঝে যাবে।কেনীথ ইনায়ার সাথে তো দেখা করতে চাইবে না এটা তো সিওর, বাকি না হয় ওকে ওখান থেকে একটু ঘুরিয়ে আনলে আর তেমন কি সমস্যা হবে।
আনায়া, ইনায়া আর ইমন ;আজ তিনজনে মিলে একসাথে কেনীথের অফিসে এসেছে। আনায়া আর ইনায়ার সাথে ইমনও ভাবলো আজ একটু দেখা করে যাবে পুরোনো কলিগদের সাথে। সেই উদ্দেশ্যেই দুজনকে সাথে নিয়ে আসা।
ইনায়াকে যদি কেনীথের সাথে দেখা করানো যায় তবে তো ভালোই আর তা না হলে কিছুই করার নেই। ইনায়া কেনীথের জন্য যতই পাগলামো করুক না কেনো, ওর ইচ্ছে পূরণ না হলে নিশ্চয় কোনো সিনক্রিয়েট করবে না।এমন মেয়ে অন্তত ইনায়া হয়।
ইনায়ার পরণে সাদা রংএর এক সিম্পল গাউন। বড় বড় চুল গুলো ফ্রান্স বিনুনি করা৷ এমনিতে ইনায়া কখনো প্রসাধনী জিনিস ইউজ করে না কারণ তার ওসব মেকআপ করতে কখনোই ভালোও লাগে আবার তার এসবের প্রয়োজনও পড়ে না। ন্যাচরাল লুকেই অসম্ভব সুন্দর লাগে ওকে।
অন্যদিকে আনায়াও সিম্পল সাদা রং এর একটা লং কুর্তি আর সাধারণ ভাবেই পরিপাটি হয়ে এসেছে। চোখে মুখে কিছুটা ক্লান্তির ছাপের পাশাপাশি কিছুটা টেনশনও হচ্ছে।
ইমন এসেই পুরোনো কলিগদের সাথে গল্প জুরে দিয়েছে। এজন্য আনায়া শুধু ইনায়াকে নিয়েই উপরের ফ্লোরে চলে গেলো কেনীথের সাথে আনায়াকে দেখা করাতে।
আশেপাশে বিকেলের সময় ফুরিয়ে সন্ধ্যা হতে চললো। আনায়া প্রথমে ইনায়াকে কেনীথের খোঁজ নিতে গিয়ে জানতে পারলো কেনীথ এখনোও আসনি৷ সঙ্গে আবার এটাও বললো যে উপরের ফ্লোরে কি কোনো একটা কাজ রয়েছে যা আনায়া এসেই যেন সম্পন্ন করে ফেলে। এজন্য সে ইনায়াকে নিয়ে নিজের কেবিনে চলে গেলো।
–“ইরা! আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আমি না আসা পর্যন্ত কিন্তু, তুই এখানেই থাকবি।”
ইনায়াও বোনের কথায় খুশি মনে রাজি হয়ে গেলো।এদিকে আনায়াও দেরী না করে নিজের কাজে চলে গেলো। কিন্তু তার মাথার মধ্যে এখনও একটাই চিন্তা ঘুরছে যে সে কেনীথকে কি বলবে। এটা বলবে যে, ওর বোন তার সাথে দেখা করতে এসেছে। এটা বললে কেনীথ রাজি হবে? নাকি….. এই কেনীথ আবারও রেগে উল্টো পাল্টা রিয়েক্ট না করে বসে।
আনায়া এসব বিরবির করতে করতেই উপরে চলে গেলো। আর এদিকে বেচারি ইনায়া একা একা রুমের মধ্যে থেকে বোর হতে লাগলো। মন তো তার ছটফট করছে কেনীথ না আসা পর্যন্ত একবার পুরো অফিসটা ঘুরে দেখার কিন্তু রুম থেকে বের হলেই তো তার বোন রেগে আগুন পাখি হয়ে যাবে।
আনায়া নিজের কাজ শেষ করে তার কেবিনে আসতেই চমকে গেলো। আশেপাশে তাকিয়ে দেখলো ইনায়া রুমের কোথাও নেই। আনায়া মাথা হাত দিয়ে ভাবতে লাগলো এই মেয়ে আবার কোথায় গিয়েছে। আসার সময়ে তো আশেপাশে কোথাও নজরে পড়লো না। তবে কি নিচে ইমন ভাইয়ের কাছে চলে গিয়েছে?
এছাড়া আবার কোথায় যাবে। আচ্ছা যদি বেশি ছটফট করতে করতে আশেপাশে কোনো গোলমাল করতে থাকে তবে…..আয়ানা তুই তো শেষ।
মনে মনে এসব ভেবেই ত্বরিত রুম থেকে বেড়িয়ে আর ইনায়ার খোঁজ করতে যাওয়ার সুযোগ হলো না। তার আগেই একজন এসে তাকে জানিয়ে গেলো, কেনীথ নাকি চলে এসেছে। আর এসেই তাকে ডেকেছে।
আনায়া একটি ছোট দীর্ঘ শ্বাস ফেলে কেনীথের কেবিনের দিকে এগোতে লাগলো অথচ তার মন ছটফট করছে ইনায়ার খোঁজ নিতে। একবার ইমনকে ফোনে জানালে ভালো হতো। কিন্তু এটা ভাবার আগেই খেয়াল করলো সে কেনীথের রুমের সামনে চলে এসেছে।
বাধ্য হয়েই নিজের মনকে কিছুক্ষণ শান্ত করে সিন্ধান্ত নিলো কেনীথের সাথে দেখাটা করেই ইনায়াকে খুঁজতে যাবে। আর এটাও ভেবে নিলো যে ইনায়াকে এবার পেলে সোজা ইমনের সাথে বাড়ি পাঠিয়ে দেবে আর মন,মুখ, মস্তিষ্ক থেকে এই কেনীথের নামটাই গায়েব করে দেবে। ওর সাথে দেখা করানোটা তো এখন বহু দূরের কথা। দুমিনিট কোনো কিছু তে ধৈর্য নেই মেয়েটার, দিন দিন যেন উচ্ছন্নে যাচ্ছে।
দরজা যেহেতু খোলাই ছিলো তাই আনায়া সামান্য আওয়াজ করেই দরজা খুলে আওয়াজ করলো,
—“স্যার, আসবো? ”
—“ইয়েস!”
আনায়া উত্তর পাওয়া মাত্রই সম্পূর্ণ দরজা খুলে আবার পুরনোয় চাপিয়ে দিয়ে সামনে তাকাতেই তার চোখ ছানাবড়া। আদোও সে যা দেখছে এসব কি সত্যি নাকি তার ভ্রম। আনায়া চোখে মুখে অবাধ বিস্মিয়।
কেনীথের ডেস্কের একপাশে এক পা ফ্লোরে ভর দিয়ে উল্টো করে বসে রইছে আর কেনীথের পাশেই তার চেয়ারে বসে থেকে আনায়ার গুনধর বোন মনের সুখে চকলেট খাচ্ছে।আবার টেবিলের উপরও কয়েক রকমের চকলেট সীমিত পরিষরে ছড়িয়ে রইছে।
ইনায়াকে দেখে প্রচন্ড হাসিখুশি মনে হচ্ছে। হয়তো কেনীথের সাথে কোনো কিছু নিয়ে কথা বলছিলো। তবে আনায়া ভেতরে প্রবেশ করতেই চোখেমুখে প্রফুল্লতা নিয়ে বললো,
—“আপু, তুমি এসেছো? ”
ইনায়ার কথায় কেনীথ পিছনের দিকে তাকিয়ে নির্বিকারে একবার আনায়াকে দেখে আবারও সামনের দিকে ইনায়ার দিকে তাকালো তবে কোনো কিছু বললো না। এদিকে আনায়া এখনো নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। কি বলবে তাও বুঝে উঠতে পারছে না তবুও নিজেকে তটস্থ করে নরম সুরে বললো,
—” ইনায়া তুই এখানে…. আমাকে না জানিয়ে…কখন….?
—“আমি যাস্ট রুম থেকে বেড়িয়ে আশপাশটা ঘোরাঘুরি করছিলাম হঠাৎ ভিকে কে দেখে ডাক দিলাম তো পরে ভিকের সাথেই এখানে চলে এসেছি। প্লিজ আমাকে বকবে না।”
ইনায়া ওভাবেই বসে বসে চকলেট খেতে খেতে কথাগুলো বললো। ওর কথাবার্তা দেখেও আনায়া কিছুটা অবাক হলো। অন্যান্য সময় হলে ইনায়া নিশ্চিত তার কাছে এসে সরি বলে মানানোর চেষ্টা করতো কিন্তু এখন তো পুরো ভিন্ন কিছু দেখছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মনে কোনো ভয়ডর নেই আর থাকলেও সেটা কেনীথের সান্নিধ্যে এসে উড়ে চলে গিয়েছে। মনে হচ্ছে যেনো কেনীথই ওর প্রটেক্ট করার জন্য বসে রইছে।
আনায়া কিছু বলতে যাবে তার আগেই ইনায়ার পাশেই ডেস্কে বসে থাকা কেনীথ ইনায়ার উদ্দেশ্যে বললো,
—“তোমার বোন তোমাকে বকাও দেও! ”
এটা শুনে ইনায়া যেন কিঞ্চিৎ আহ্লাদী সুরে বললো,
—“শুধু কি আমাকে বকে! ইউ নো হোয়াট ভিকে, আমার সাথে সাথে রাতদিন তোমাকেও বকতে থাকে। ”
আনায়ার যেন এটা শুনতেই মাথা গরম হয়ে গেলো। এই মেয়ে কি নিজের মায়ের পেটের বোনকে সিংহের মুখে ফেলতে চাচ্ছে। অন্যদিকে কেনীথ আনায়ার দিকে তাকালো না বরং কিঞ্চিৎ বাঁকা মুচকি হেসে বললো,
—“আমাকে কি কি বলে বকে? ”
ইনায়া যেন নিজের কথার ঝুলি নিয়ে বসার প্রস্তুতি নিলো। উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো,
—“কি কি বলে বকে না সেটা বলো! সবসময় বলতে থাকে তুমি নাকি আমাদের মতো ছোটখাটো কচি কচি ছেলেমেয়ের মাথা খাচ্ছো। দিনদিন মাথায় ভেতর তোমার নেশা ঢুকিয়ে দিচ্ছো।তুমি নাকি নিজেই একটা তার ছেঁড়া পাগল সঙ্গে আমাদেরও নাকি তার ছেঁড়া পাগল বানিয়ে দিচ্ছো। শুধু তাই নয়, একটি সিক্রেট বলি। আপু কিন্তু তোমাকে ইদানীং তার ছেঁড়া বড় ভাই বলে থাকে। আমি কয়েকদিন এটা বলতে শুনেছি। ”
ইনায়ার কথার মাঝে কেনীথ কয়েকবার পিছনে ফিরে আনায়ার দিকে তাকিয়ে বাঁকা হেসেছে। আর এবার তার ছেঁড়া বড় ভাইয়ের কথা শুনে শেষ বারের মতো আনায়ার দিকে ফিরে ভ্রু উঁচিয়ে বাঁকা হেসেছে।
আনায়া বেচারীর যেনো এবার “ছেড়ে দে মা কেঁদে বাঁচি ” এর মতো অবস্থা। পারলে গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে ওর। জানে না বাড়িতে গিয়ে ইনায়ার কি অবস্থা করবে কিন্তু আপাতত নিজের অপ্রস্তুত আর অসহায় চেহারাটাকে স্বাভাবিক করতে হবে। তাই ইনায়াকে বললো,
—“বোন আমার, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। ইমন ভাই ওয়েট করছে আরো কি দেরী করার ইচ্ছে আছে তোমার। ”
ইনায়ার যেন এবার বোনের কথার ধরন আর চেহারার ভঙ্গি দেখে কিছুটা ধ্যান ভাঙ্গলো। কি বলতে গিয়ে কতদূর বলে ফেলেছে। কে জানে তার এই বোন আজ তার কি অবস্থা করবে। তবুও যেন কেনীথের নেশা ছাড়ছে না। এতোদিন পর নিজের সপ্ন পূরণ হয়েছে আর এই উল্লাসে সে নিজেকেই ভুলে গিয়েছে। সঙ্গে আনায়া আসার আগে আরো যে কি কি কেনীথকে বলেছে সেসব জেনে তো তার বোন তার আ*গুনে ঝ*লসে দেবে।
আনায়া নিজেকে তটস্থ করে কেনীথের উদ্দেশ্য বললো,
—“আচ্ছা ভিকে আমি বরং চলে যাই এখন।পড়ে কখনো সময় সুযোগ করে আসবো।”
এই বলেই ইনায়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হতে নিলেই আবারও পাশে ফিরে কেনীথের দিকে তাকিয়ে বললো,
—“ভিকে! লাস্ট একটা রিকুয়েষ্ট রাখবে প্লিজ। ”
কেনীথ ওর দিকে তাকিয়ে বললো,
—“হুম! ”
—“একটা অটোগ্রাফ দিবে। স্মৃতি হিসেবে রেখে দেবো। ”
কেনীথ মুচকি হাসলো, যার অর্থ বুঝে নিয়ে ইনায়া এখন কাগজ টাইপে কিছু খুজতে লাগলো। গাধীর মতো আসার সময় কিছুই আনেনি। এখন কেনীথ অটোগ্রাফটা দেবে কিসে।
ইনায়া উপায় না পেয়ে কেনীথের দিকে ইনোসেন্ট চেহারা নিয়ে বললো,
—“গাধীর মতো কিছুি আনিনি, ইট’স ওকে এবার না হয় থাক। পড়ে কখনো সময় পেলে নিয়ে আসবো।”
ইনায়ার ইনোসেন্ট চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেনীথ ইনায়াকে সামনের দিকে উদ্দেশ্য করে বললো,
—“ওই সেল্ফটায় রেড-গোল্ডেন কালারের যে ছোট গিটার এওয়ার্ডটা রয়েছে, ওটা নিয়ে এসো।”
ইনায়া ওর কথা শুনে ত্বরিত কেনীথের ইশারা করা জিনিসটাকে নিয়ে এলো। গিটারটা অন্যকোনো ধাতুর তবে নিচের স্টেজ অংশটুকু গাঢ় কালচে লাল রং-এর কাঠের। সঙ্গে সামনে সোনালি স্টিল প্লেটের উপর কেনীথরে নাম লেখা। কেনীথ ওটা হাতে নিয়ে উল্টিয়ে ডেস্কে থাকা একটা পেন দিয়ে নিচের অফ হোয়াইট অংশটায় আবারও নিজের নামের সাইন একে দিলো। এরপর সেটা ইনায়ার দিকে এগিয়ে দিতেই ইনায়া বিস্মিত হয়ে কেনীথের দিকে তাকালো আর বললো,
—“এটা আমার জন্য? ”
—“হুম! পছন্দ হয়েছে? ”
ইনায়া প্রফুল্ল চিত্তে বললো,
—“ভিকে! ইউ আর দ্য বেস্ট। আপু আমাকে বলেছিলো তুমি নাকি অনেক রা*গী, ভ*য়ংকর আমার সাথে নাকি তুমি কখনো দেখাই করবে না।কতশত ভয় দেখালো অথচ তুমি…….. তুমি অনেক ভালো। থাংক ইউ সো মাচ। ”
কেনীথ নির্বিকারে বাঁকা হেসে বললো,
—“ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট.. মাঝেমধ্যে বড়দের কথা বিশ্বাস করে নিতে হয়। চোখে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। ”
ইনায়া ওর কথায় কি বুঝলো জানা নেই তবে সে খিলখিল করে হেসে ফেললো সঙ্গে কেনীথের কাছ থেকে বিদায় নিয়ে আনায়ার কাছে গিয়ে বললো,
—“চল আপু, যাওয়া যাক। ”
এদিকে আনায়া তো পুরো তব্দা খেয়ে বসে আছে, কেনীথের এতো ভালো রুপ দেখে। সে নিজের মন প্রাণ, আত্না কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না যে এটাই সেই রাগী গ*ম্ভীর কে*নীথ কিনা। একটা মানুষ এতোটা পরিবর্তন কিভাবে। সঙ্গে আবার ইনায়ার জন্য চকলেট সাথে নিজের এওয়ার্ডটাও দিয়ে দিলো। কিভাবে সম্ভব, এই লোকটি এতো রহস্যময় কেনো। এতোকিছুর মাঝে আনায়াও কেনীথের সব কথাও ঠিক ভাবে খেয়াল করেনি। করলে হয়তো তার সন্দিহান মনে হুট করে নতুন সন্দেহ ঢুকে যেতো।
আনায়া নিজের বোনের ডাক শুনে নিজেকে তটস্থ করলো। আপাতত নিজেকে স্বাভাবিক করাটা জরুরি, এই ইনায়াকে না হয় পরেও ঠিক করা যাবে।তাই কিছুটা অপ্রস্তুত সুরেই বললো,
—“হুম,চল। ”
আনায়া আর ইনায়া দুজনেই চলে যেতে নিলে পেছনে ঘুরে বসে থাকা কেনীথ ওমন অবস্থাতেই বললো,
—“স্টপ! ”
কেনীথের কন্ঠস্বর শুনে ইনায়া আনায়া দুজনে কেনীথের দিকে তাকালো। কেনীথ পেছনে ঘুরে তাকিয়ে বললো,
—“ইনায়া! তুমি স্ট্রং গার্ল, রাইট? ”
ইনায়া মাথা ঝাকিয়ে বললো,
—“হুম! ”
—“তবে নিচ পর্যন্ত নিশ্চয় একাই যেতে পারবে, যদি কোনো প্রবলেম না থাকে। তোমার বোনের কাজ এখনো শেষ হয়নি। সো……..
ইনায়া হয়তো বাকিটা বুঝতে পেরে মুচকি হেসে বললো,
—“ঠিক আছে, আমি একাই যাচ্ছি। আর আপু তুমি মন দিয়ে কাজ করো। আমি তাহলে যাই, বাই বাই!”
ইনায়া তো নাচতে নাচতে চলে গেলো এদিকে আনায়া পড়লো মাইনকার চিপায়। হঠাৎ কেনীথ কেনো তাকে এখানে থাকতে বললো। কিছু আবার করবে না তো? তার সম্পর্কে যে আনায়া এতোকিছু বলে তা শুনে তো এবার কিছু করাটাই স্বাভাবিক। নিশ্চয় এতোক্ষণ ইনায়াকে ভুজংভাজাং বুঝিয়ে সব শুনেছে আর ভালোমানুষীর রুপ ধরে ছিলো। এবার নিশ্চয় নিজের আসল চেহারা দেখাবে।
কেনীথ উল্টোদিকে ঘুরে বসে আর আনায়ার এদিকে টেনশনে অবস্থা নাজেহাল। এখন কি আদোও তার কিছু করার আছে। ইচ্ছে করছে দুনিয়া থেকেই চলে যেতে। শুধু শুধু এইসব আ*তংকের দুনিয়ায় ফেঁসে গিয়েছে।
তবুও আনায়া নিজেকে কিছুটা স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে গিয়ে বললো,
—“স্যার কিছু করতে হবে। ”
কেনীথ আনায়া দিকে নির্বিকারে তাকিয়ে বললো,
—“হুম! ”
এরপর সোজা ডেস্ক থেকে নেমে আনায়া দিকে এগিয়ে আসতে লাগলো। আনায়া কেনীথের চেহারা ভঙ্গি দেখে কিছুই বুঝতে পারছে না।একদম স্বাভাবিক, একটু আগে যেমন বাঁকা হাসি হাসছিলো তেমন কিছুই নেই। উল্টো পাল্টা চিন্তায় একবার ঢোক গিললো। কিন্তু কিছু বললো না।এদিকে ওর একদম সামনে এসে দাঁড়িয়ে পকেটে হাত গুঁজে আনায়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। হয়তো সেই নজর অনেক কিছুই বলছিলো তবে আনায়ার সেসব বোঝার সামর্থ্য হলো না।
আনায়া ভেবেছিলো কেনীথ কিছু না করলেও কঢ়া কথা আজ শুনিয়ে ছাড়বে কিন্তু তেমন কিছুই হলো না । উল্টো আনায়ার দিকে তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শুধু বললো,
—“কিছু না। যাস্ট লিভ নাউ।
কেনীথ কথাটা বলেই আবারও উল্টো ফিরে ডেস্কের দিকে চলে গেলেও আনায়া বুঝলো না হঠাৎ এটা কি হলো। তাকে তো কিছুই বললো না। কিন্তু এখন যেহেতু চলে যেতেই বলেছে তবে এখানে থাকার কোনো মানেই নেই। আপাতত এখান থেকে সরতে পারলেই হলো।
আজ কেনীথের জন্য এক অপ্রত্যাশিত ঘটনা ঘটায় সে কিছুটা বিরক্ত হলো। তবে সহজে উল্টো পাল্টা কাজ করার লোক তো সে নয়। রুহির কেসটাকে নিয়ে ইনভেস্টিগেটেশন দ্বায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার যেনো আদা জল খেয়ে এই কাজে নেমেছে। যে করেই হোক রুহির সন্ধান তার পাওয়াই চাই।
তাই তো আজ রাত নয়টা নাগাদ হঠাৎ সে আর তার একজন এসিস্ট্যান্ট নিয়ে ভিকের অফিসে হাজির। হুটহাট এমন ঘটনা ভিকের অফিসে খুব দূর্লভ বিষয়। কেনীথের সাথে দেখা করতে হলে আগে তার পারমিশন নিতে হয় এছাড়া কেনীথ এসব বিষয়ে কখনো নিজেকে জড়ায় না। বেশি প্রয়োজন হলে এইসব কাজ তার পি.এ. এর দায়িত্বে থাকে।
কিন্তু আজ কিছুটা ভিন্ন ঘটনা ঘটেছে। হঠাৎ গার্ড কেনীথের ল্যান্ড লাইনে ফোন করে জানালো দুজন পুলিশ এসেছে সিভিল ড্রেসে তার নিজেদের আইডি কার্ড দেখিয়েছে। কিন্তু গার্ড তাদের ভেতরে যাওয়ার পারমিশন না দিলেও তারা কেনীথের সাথে দেখা না করে যেতে রাজি নয়।
কেনীথ বিষয়টি নিয়ে ঘাবড়ালো না বরং বিরক্তিতে কিছুটা কপাল কুঁচকালো। সঙ্গে গার্ডকেও বললো তাদের যেন ভেতরে আসতে দেওয়া হয়।
যেহেতু অফিসের সকল এমপ্লয়িদের ফোন নম্বর কেনীথের কাছে রয়েছে তাই কেনীথ গার্ডের ফোন রেখেই আনায়াকে ফোন করলো। এই মূহুর্তে ওকে রুহির কেবিন থেকে কিছু ফাইল আনার জন্য সঙ্গে কেনীথের সঙ্গে থাকতেও হবে তাই। কিন্তু কয়েকবার ফোন দিয়েও যখন আনায়ার ফোন ব্যস্থ দেখালো তখনই হঠাৎ কপাল কুঁচকে গিয়ে মেজাজটা কিছুটা বিগড়ে গেলো। এমন কি কথা বলছে যে, তার ফোনটাই ধরতে পারছে না। চোখে দেখে না নাকি!
কেনীথের চোখমুখ গম্ভীর হলো। সে রুম থেকে বেরিয়ে আনায়ার রুমের দিকে অগ্রসর হতে নিলেই দুজন লোকের কন্ঠস্বর শুনে আর সামনে এগোতে পারলো না। কেনীথ রুম থেকে বেরিয়ে যেই না দরজাটা অতিক্রম করেছে অমনি পাশ থেকে এক মধ্যে বয়স্ক লোকের কন্ঠস্বর শোনা গেলো,
—“কি মিঃ ভিকে! আমাদের আসতে বলে এখন নিজেই পালিয়ে যাচ্ছেন। ”
কেনীথ ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে পাশে তাকালো। এরপর সম্পূর্ণ ভাবে সেই দুজন লোকের দিকে ঘুরে ঘাড় কিঞ্চিৎ কাত করে থাকা অবস্থাতেই বাঁকা হেসে বললো,
—“আমার অফিস থেকে আমিই পালাবো? পুলিশ ইন্সপেক্টর আহসান, আ’ম রাইট৷ ”
লোকটি কিঞ্চিৎ হেসে বললো,
—“আপনার মতো এতো বড় মাপের মানুষ আমার নাম জানে এটাই তো অনেক। কিন্তু আমার প্রফেশন তো এতোটুকুতেই খুশি নয়। তাহলে চলুন, যে কাজে এসেছি তা আগে সম্পূর্ণ করি। ”
লোকটির তাচ্ছিল্যের সাথে বলা কথা গুলো শুনে কেনীথ মুচকি হেসে বললো,
—” এই প্রফেশনে ধৈর্যটা খুব ম্যাটার করে, এতো অধৈর্য হলে চলবে? ”
এই বলেই কেনীথ আবারও নিজের রুমে দিকে অগ্রসর হলো। তবে যেতে যেতে একবার একহাতে আবারও আনায়াকে কল করলো কিন্তু লাভ হলো না।
—“আপনার তো দিনের বেলায় দেখাই মেলে না। এজন্য শেষমেশ রাতে আসতে হলো। ”
চেয়ারে বসতেই সামনে পায়ের উপর পা তুলে নির্বিকারে বসে রুবিক্স কিউব ঘোরাতে থাকা কেনীথের উদ্দেশ্য কথাগুলো পুলিশ অফিসার আহসান বললো। তবে তার কথার উত্তরে কেনীথ শুধু মুচকি হাসলো। তা দেখে লোকটি কিছুক্ষণ নিরব থাকার পর চোখমুখ গম্ভীর করে বললো,
—“আপানার অফিসেরই এমপ্লয়ি রুহি! তাকে চেনেন তো? ”
—“না চেনার কি রয়েছে! ”
—“যাক ভালো কথা। শুনে খুশি হলাম। তা সে যে নিখোঁজ এটাও নিশ্চয় জানেন। ”
—“হুম! ”
কেনীথের আনমনে রুবিক্স কিউব ঘোরানো দেখে লোকটির বিরক্ত লাগলো। কিন্তু বাধ্য হয়েই এসব সহ্য করলেও এবার কিছুটা কঢ়া কন্ঠে বললো,
—“তার খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা করেছিলেন? না মানে আপনার অফিসেরই একজন আপনার এমপ্লয়ি এভাবে নিখোঁজ তার খোঁজ খবর…….
আহসানের কথা শেষ হওয়ার আগেই কেনীথ অকপটে বললো,
—“পুলিশ অফিসারদের কমন সেন্স যে এমন তা জানা ছিলো না। সাধারণ এক এমপ্লয়ির খোঁজ নিতে শেষে আমার কাছে কাছে?”
কেনীথের তাচ্ছিল্য যেন লোকটির গায়ে লাগলো না বরং কেনীথের এতো এ্যাটিউট তার সহ্য হলো না। তবুও কিছু ভেবে একটা মুচকি হেসে বললো,
—“কি আর করি বলুন, আপনাদের মতো বড় মাপের মানুষদের মতো তো আর বড় মাপের ব্রেইন নেই। আমরা ছোটখাটো ব্রেইন নিয়ে চলা মানুষজন। তাই আপনার কাছে এসেছিলাম, যদি আপনার সান্নিধ্যে এসে আমাদের ছোট ব্রেইনটা যদি আরেকটু বড় হয়ে যায়। ”
আহসানের মতো কেনীথরও এই লোকটিকে বিরক্ত লাগছে। সাধারণ অফিসারের চেয়ে একটু বেশিই ইঁচড়েপাকা টাইপের। কিন্তু এইসব বিষয়ে রিয়েক্ট করার লোক কেনীথ তো নয়। খুব ঠান্ডা মাথাতেই এসব ছোটখাটো বিষয়কে সামলে নিতে হয়।
কেনীথকে কিছু বলছে না বিধায় লোকটি বললো,
—“রুহিকে লাস্ট দেখতে পাওয়া যায় শহরের নামকরা সেই লাভলী নাইট ক্লাবে। রুহি প্রায়ই এসব জায়গায় যাওয়া আসা করতো। অন্যান্য দিনের চেয়ে সেদিন রুহি অনেকটা আগেই নাইট ক্লাব থেকে বেড়িয়ে পড়ে। তবে সে সেদিন একা ছিলো না। তার সাথে এক বড়সড় দেহের গড়নের কালো ড্রেস পড়া ছদ্মবেশী লোকও ছিলো। দেখতে নাকি অনেকটা আপনারই মতো। আমি নিজে এসব বলছি না, সেখানে আধমাতাল হয়ে থাকা লোকের কথা অনুযায়ী বানানো স্কেচ থেকে বলছি। শুধু একটা স্কেচ নয় কয়েকটা স্কেচ থেকে একই রকম ছবি পেয়েছি।”
আহসান এবার হেসে কথাগুলো বলা শেষ করে কেনীথের সামনে ডেস্কের উপর কিছু স্কেচ করা আঁকা ছবির কাগজ রাখলো। ছবিতে একটি একটি মেয়ে আর কেনীথের মতে বলিষ্ঠ দেহের একজন লোককে দেখা যাচ্ছে। যদিও রুহির চেহারা স্পষ্ট হলেও তার পাশে থাকা লোকটিকে সম্পূর্ণ মাক্স, ক্যাপ দিয়ে ঢাকা। শারীরিক গঠন ব্যতীত চেহারা বোঝার কোনো উপায় নেই। কেনীথ আবারও হাসলো সঙ্গে কেনীথ এবার নিজের রুবিক্স কিউবটা ঘোড়ানো বাদ দিয়ে আহসানের দিকে তাকালো। এবং মুচকি হেসে বলতে লাগলো,
—“যেখানে রকস্টার ভিকের এক কনসার্টে যেতে পারাটাই কারো কাছে ভাগ্যের বিষয় সেখানে এই ভিকেই কিনা শহরের ওই লো ক্লাস নাইট ক্লাবে যাবে, রিডিকিউলাস! ”
কেনীথ এই ইগো, এ্যাটিটিউট বরাবরের মতোই লোকটির পছন্দ হলো না।তবুও মুচকি হেসে বললো,
—“এটা আপনি না হলে তো অন্য কেউ হবে। ভালো করে দেখুন তো কোনো ভাবে লোকটাকে চিনতে পারেন কিনা?”
কেনীথ কিঞ্চিৎ বাঁকা হেসে বললো,
—“ঘুরিয়ে পেচিয়ে কথা বলে সময় নষ্ট করাটা আমার পছন্দ নয়। আর যাস্ট ফাইভ মিনিট সময় দেবো বাকিটা….. ”
লোকটি চোখমুখ কঠিন করে বললো,
—” অফিসে থাকা, মিস রুহির সকল ডিটেইলস চাই।”
কেনীথ নির্বিকারে বললো,
—“আজ পসিবল নয়! ”
—“কেনো পসিবল নয় মিঃ ভিকে। ”
—“কারণ সেসব এখনো গোছানো নেই।”
লোকটি হেসে বললো,
—“নতুন করে কিছু এড করে গুছিয়ে দেবেন নাকি। যেন আমাদের চোখ এড়িয়ে অনেক কিছুই গায়েব হয়ে যায়। ”
লোকটির কথা শুনে কেনীথ শুধু মুচকি হাসতো তবে কিছুই বললো না।যে-কারণে আহসান এবার তীক্ষ্ণ কন্ঠে বললো,
—“আমরা সকল ইনফরমেশন নিয়েই যাবো। আপনি আপনার লোকদেরকে বলুন যা যা গোছানোর তা যেন গুছিয়ে আমাদের সবকিছু দিয়ে দেয়। ”
কেনীথের চেহারায় এবার কিছুটা গাম্ভীর্যের ছাপ দেখা গেলো। কিছুটা তাচ্ছিল্য আর রাগী কন্ঠে এক ভ্রু উঁচিয়ে বললো,
—“এখানের আসার আগে আমার সম্পর্কে কিছুটা হলেও জেনে আসা উচিত ছিলো। এই সুযোগ সবাই পায় না, আর যে একবার পেয়ে যায় সে দ্বিতীয়বার সুযোগ পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এন্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কেনীথের উপর জোড় খাটিয়ে কোনো লাভ নেই। উল্টো এই দুঃসাহসিকতা করলে তার পরিমাণ মোটেও ভালো হয় না। ”
আহসানের সাথে কেনীথের সংলাপ আর বেশি দূর এগোলো না। কেনীথের কথা মতো পাঁচ মিনিট সময় পেরিয়ে যেতেই আহসান আর তার এসিস্ট্যান্টকে কেনীথ খানিকটা তাচ্ছিল্যের সাথে চলে যেতে বলেছে। আর তারাও কেনীথের এতো ইগো, এ্যাটিটিউট সহ্য না করে গম্ভীর মুখে অফিস থেকে চলে যায়।
দুজনের চলে যেতেই কেনীথ সেই অতি পরিচিত নম্বরে ফোন করলো। মূহুর্তেই ওপাশ থেকে কোনো আওয়াজ আসার পূর্বেই কেনীথ বললো,
—“পুলিশ ইন্সপেক্টর আহসান হক। ”
নামটা শুনতেই ওপাশ থেকে কিছু সময় নিয়ে তড়িঘড়ি করে কেউ বললো,
—“বস! ইনি তো পোস্টিং হয়ে আপনার ওখানে নতুন এসেছে। আগে রাজশাহীতে ছিলো। কিছু করেছে নাকি? ”
কেনীথ সেসব কথায় পাত্তা না দিয়ে অকপটে বললো,
—“এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখ। যদি আগের কিংবা বর্তমানে কোনো ভেজাল করে থাকে তবে শেষ করে দে। দেশের মধ্যে এতো সুন্দর কীটদের থাকার প্রয়োজন নেই। আর যদি সত্যিই উত্তম পুরুষ হয়ে নিজের প্রফেশনের প্রতি দরদী হয়ে থাকে তবে শেষ করার প্রয়োজন নেই৷ শুধু মিঃ রেহানের মতো দুদিন পর একটা বড় এক্সিডেন্টে করিয়ে বছর খানেকের জন্য হসপিটালে থাকার ব্যবস্থা করে দে। ঠিক দুদিন পরই কিন্তু, এখনই করার কোনো প্রয়োজন নেই। তাহলে নতুন করে আবার সন্দেহের উৎপত্তি হবে।”
ওপর প্রান্তের লোকটা সামন্য ঢোক গিললো। মাঝেমধ্যে তার নিজেকে দোষারোপ করতে ইচ্ছে করে, কোন আক্কেলে যে এই কেনীথের সঙ্গ ধরেছিলো কে জানে। মৃ*ত্যুর আগ পর্যন্ত এখন এই সঙ্গ ছাড়তেও পারবে না। এই চিন্তা করলেই মৃ*ত্যু তার এমনিতেই নিশ্চিত করে ছাড়বে কেনীথ। কেনীথের কথা শেষে শুধু ছোট করে এইটুকুই বললো,
—“ওকে, বস। যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। ”
রাতের বেলায় অফিসের অনেকেই এখন বাড়ি ফিরতে শুরু করেছে। আর এদিকে নিজের কেবিনে বসে বসে আনায়া সেই কখন থেকে রেহানের সাথে কথা বলছে। কিছুক্ষণ আগে ভিডিও কলে কথা বলেছিলো আর এখন অডিও কলে। ফোন সম্পর্কে ধারনা যতটা কম তার চেয়ে বেশি রেহানের সাথে কথা বলাতে আসক্ত থাকায় কেনীথ যে তাকে কতবার ফোন দিয়েছে এতে তার হুসই নেই।
এদিকে কেনীথের মেজাজ মোটেও কমেনি। নিজের কেবিন থেকে বের হয়ে আশেপাশে তাকাতেই দেখলো অনেকেই বাড়ি চলে গিয়েছে। আশেপাশ থেকে নজর সরিয়ে কেনীথের নজর সরাসরি আনায়ার কেবিনে দিকে পড়লো। কেনীথ বড়সড় পা ফেলে সেখানে গিয়ে দেখলো দরজা চাপিয়ে রাখা আর ভেতর থেকে হেসে কথা বলার আওয়াজ আসছে।
কেনীথ মূহুর্তেই কপালটা কুঁচকে ফেললো। কিন্তু সে সরাসরি ভেতরে প্রবেশ না করে দুবার দরজায় নক করলো। কিন্তু কোনো কাজ হলো না, উল্টো ভেতর থেকে আনায়ার হেসে হেসে কথা বলার আওয়াজ গুলো শুনতে পেয়ে মেজার আরো বিগড়ে গেলো। কেনীথ শেষ বারের মতো আরেকবার দরজায় নক করলো কিন্তু তাতেও কোনো কাজ হলো।
বাধ্য হয়েই তৎক্ষনাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই তার নজর পড়লো দূরে জানালার কাছে দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলতে থাকা আনায়ার দিকে।
আনায়া জানালার দিকে ফিরে থাকায় ও আর কেনীথকে প্রথমেই দেখতে পেলো না। এদিকে কেনীথের চোখমুখ লাল হয়ে গিয়েছে। তার আর বুঝতে বাকি নেই যে আনায়া রেহানের সাথেই এতোক্ষণ ধরে কথা বলছে। আর এইজন্য দিন দুনিয়া ভুলে এখানে পড়ে রইছে।
কেনীথ দরজাটা সরোজে লাগিয়ে লক করে দিতেই আনায়া শব্দ শুনে চমকে পেছনে ফিরে তাকালো। কেনীথের এমন রুপ দেখে আনায়া হঠাৎ অনেকটাই চমকে উঠলো। ত্বরিত ফোনটা কানে ধরে নিচু স্বরে বললো,
—“রেহান আমি একটু পড়ে ফোন করছি। ”
এই বলেই কল কেটে দিয়ে সোজা কেনীথের দিকে তড়িঘড়ি করে এগিয়ে এসে অপ্রস্তুত সুরে বললো,
—“স্যার,কিছু হয়েছে আপনাকে এমন……..
কেনীথ আনায়ার দিকে তীক্ষ্ণ নজর ফেলে বললো,
—“যাস্ট চেক ইউর ফোন! ”
আনায়ার মস্তিষ্কে কথাটার অর্থ বুঝতেই অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে নিজের ফোন চেক করতে লাগলো। সে কি চেক করবে প্রথমে না বুঝতে পারলেও হুট করে কল লিস্টটা চেক করতেই গলা শুকিয়ে গেলো। এতোবার কেনীথ তাকে ফোন করেছো অথচ আনায়া একটুও টের পাইনি। এমনি এমনি তো কেনীথ তাকে ফোন করবে না। নিশ্চিত কোনো ঘটনা ঘটে গেছে। কিন্তু এখন সে কি করবে।
আনায়া ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে তার আগেই কেনীথ বললো,
—“এটা কাজ করার জায়গা, কারণ এটা অফিস। কোনো কমিউনিটি সেন্টার নয়৷ ”
আনায়া কেনীথের কথায় ঢোক গিললো অন্যদিকে কেনীথ তীক্ষ্ণ সুরে আবারও বললো,
—“আমি এখানে কাউকে বসে বসে থাকার জন্য নিজের পি.এ. বানাইনি। অফিসের এমপ্লয়ির নিখোঁজ হওয়ার জন্য পুলিশকে জবাবদিহি করার কাজটা আমার নয়। এসব কিছু হ্যান্ডেল করার দায়িত্বটা ভিকের পিএকে করতে হয় আর যদি সেটা না পারে তো এখানে তার কাজের কোনো প্রয়োজন নেই। ”
কেনীথ ডেস্কের পাশে দাড়িয়ে আর এটা বলতে না বলতেই কেনীথ ডেস্কে থাকা গ্লাসের পেন হোল্ডারটা হাতে নিয়ে কাঁচের ডেস্কেটায় সজোর আঘাত করতেই সেটা তো ভাঙ্গলো সঙ্গে ততক্ষণে কিছু কাঁচের টুকরো ঢুকে গিয়ে হাতের তালুর বিভিন্ন অংশ কেটে গেলো।
হঠাৎ এমন কিছু যে কেনীথ করবে তা আনায়া বিন্দুমাত্রও বুঝতে পারেনি। সে তো এটাও বুঝতে পারছে না কেনীথ আসলে কিসের কথা বলছে। হঠাৎ এখানে পুলিশ আসলো কখন। যদিও কেনীথের রাগ আনায়ার পি.এ. হওয়া সত্বেও ঠিকমতো কাজ করেনি এই কারণে নয়।বরং অন্যকিছুও রয়েছে।
কেনীথের হাত শক্ত করে মুঠো করে রাখায় র*ক্ত যেন আরো চুয়ে চুয়ে গ্লাসের টেবিলটার উপর পড়ছে। আনায়া হঠাৎ এমন কিছু দেখে বিচলিত হলো। এমনিতেও তার হালকা পাতলা হিমোফোবিয়া রয়েছে। হুট করে একটু বেশি র*ক্ত দেখে ফেললে মস্তিষ্ক নাড়াচাড়া দিয়ে ওঠে। যদিও বিষয়টি খুব গুরুতর নয়, আনায়া সবসময় এসব বিষয়কে ম্যানেজ করে নেয়। তাই খুব একটা সমস্যা না হলেও একনাগাড়ে র*ক্তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলে তার গা গুলাতে শুরু করে।
আনায়া কেনীথের ওমন অবস্থা দেখে তড়িঘড়ি করে কেনীথের কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরতে চাইলে কেনীথ বাঁধা দিলো। যদিও আনায়াও কনফিউজড সে কি করবে। তবুও কিছুটা জোড় করে হাত ধরে পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে কেনীথের মুষ্টি করা হাত পরিষ্কার করতে লাগলো আর অনুনয় করে বলতে থাকলো,
—“স্যার সরি! আমি সত্যিই কিছু বুঝতে পারিনি। প্লিজ হাতটা এভাবে মুষ্টি বেঁধে রাখবেন না। তাহলে আরো বেশি ব্লাড বের হবে। কাঁচের টুকরো গুলোও পরিষ্কার করা হয়নি এভাবে মুষ্টি করে রাখলে তো ওসব ভেতরে ঢুকে যাবে।”
আনায়া বারবার কেনীথের দিকে আর ওর হাতের দিকে তাকিয়ে কাজ করছে আর তড়িঘড়ি কথা গুলো বলছে। যদিও কেনীথের নজর সম্পূর্ণ নিচের দিকে। না সে আনায়ার দিকে তাকাচ্ছে না নিজের হাতের দিকে। শুধু এক ধ্যানে আনায়ার কথা শুনে যাচ্ছে।
—“স্যার, আ’ম রিয়েলি সরি। আর কখনো এমন ভুল করবো না।আমি রেহানের সাথে আই মিন আমার ফিয়্যান্সের সাথে………
এবার আনায়ার সম্পূর্ণ কথাটুকু শেষ হলো না।তার আগেই কেনীথ এমন এক কাজ করে বসলো যে আনায় দুঃস্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি। আনায়া মূহুর্তেই হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়লো। মস্তিষ্কের সবকিছু যেন গড়মিল হয়ে গেলো।
আনায়া কেনীথের হাতের র*ক্ত পরিষ্কার করতে করতেই কথাগুলো বলছিলো হঠাৎ রেহান আর ফিয়্যান্সের কথা বলতেই যেন সেটা তার কাল হলো। কেনীথ ঠিক ঐ মূহুর্তেই নিজের বলিষ্ঠ বাম হাত দিয়ে আনায়ার পিঠে হাত দিয়ে আঁকড়ে নিজের সঙ্গে মিশিয়ে নিলো। অন্যদিকে তার র*ক্ত মাখা ডান হাত দিয়ে আনায়া মাথার পেছনে চুলের অংশটুকু শক্ত করে হাত ছড়িয়ে আঁকড়ে ধরে ততক্ষণে নিজের কাছে নিয়ে এসে দুই ওষ্ঠকে মিলিত করলো।
ঘটনাটা এতো তাড়াতাড়ি ঘটলো যে আনায়া কিছুই বুঝতে পারলো না।কেনীথ যত সহজেই খুব দ্রুত আঁকড়ে ধরেছিলো ঠিক তত দ্রুতই আবারও এক পৈশা*চিক কাজ করে আনায়াকে ছেড়ে দিলো।
পৈশাচিক এই কারণে বলা হলো কেননা আনায়াকে কেনীথ ছেড়ে দিতেই সে বিস্মিত চোখে কেনীথকে দেখতে দেখতে তার হাত নিয়ে তার ঠোঁটে ছোয়ালেই কিছু তরল পদার্থ নিজের আঙ্গুলের ডগায় অনুভব করতে লাগলো। সঙ্গে ধীরে ধীরে মস্তিষ্ক ঠিক ভাবে সক্রিয় হতেই নিজের ওষ্ঠে ব্যাথা অনুভব করলো। তার যেন মনে হচ্ছে এই মূহুর্তেই এক নি*কৃষ্ট জা*নোয়ার তার ওষ্ঠকে ছিড়েখুঁড়ে দেয়ার পরিকল্পনায় ছিলো।
একজোড়া আগুন পাখি পর্ব ১৫
আনায়া কেনীথের দিক থেকে চোখ সরিয়ে নিজের কাঁপতে থাকা আঙ্গুলের ডগায় লেগে থাকা র*ক্ত গুলো একবার দেখে নিয়ে আবারও কেনীথের দিকে বিস্মিত নজরে তাকাতেই দেখতে পেলো কেনীথ নিজের কাঁধ খানিকটা বাঁকা করে বাঁকা হেসে বললো,
—“আশা করি বার্থডে গিফটটা পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে মাই ব্লাড! ”