একটি অপ্রেমের গল্প পর্ব ৩৭
জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
মাহিরের রুমে এসে চমকাল অন্বিতা। বাড়িটাতে বিয়ে বাড়ির আমেজ না থাকলেও এই ঘর জুড়ে বাসর ঘরের আমেজ পরিপূর্ণ। অতিশয় সুন্দর ভাবে সাজানো চারদিক। বিছানার উপর ফুলের সমারোহ। বাতাবরনে গোলাপের তীক্ষ্ণ ঘ্রাণ। অন্বিতার বক্ষস্থলের কম্পন তরান্বিত হলো। ধীর পায়ে ভেতরে প্রবেশ করল সে। মাহির অন্বিতার দিকে চেয়ে বলল,
‘তোমার ব্যাগটা ওখানে রাখা। ব্যাগ থেকে কাপড় নিয়ে ফ্রেশ হয়ে এসো।’
অন্বিতা মাথা ঝাঁকিয়ে ব্যাগ খুলতে গেল। মাহির বিছানায় বসল গিয়ে। আশপাশটা ভালোভাবে পরখ করতে করতে বলল,
‘বাড়িতে কেউ ছিল না বলে ইভেন্টের লোকেরা নিজের মর্জি মতোই সাজিয়েছে।’
অন্বিতা একটা সুতি শাড়ি বের করে উঠে দাঁড়াল। বলল,
‘বেশ ভালো সাজিয়েছে।’
মাহির খুশি হলো। জিজ্ঞেস করল,
‘পছন্দ হয়েছে তোমার?’
অন্বিতা স্মিত হেসে বলল,
‘হ্যাঁ।’
এরপর ফ্রেশ হতে গেল সে। মাহির প্রসন্ন চিত্তে বসা। ফুলের ঘ্রাণ বক্ষস্থলের আন্দোলন বাড়াচ্ছে তার। অন্বিতাকে সে সত্যিই পেয়ে গিয়েছে, তার ভালোবাসা সফল, ভাবতেই নতুন উন্মাদনায় মন মত্ত হচ্ছে যেন।
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
‘এসব কী বলছিস? এতকিছুর পরেও মাহির হাসি মুখে মেয়েটাকে বাড়ি নিয়ে এল?’
শশী বিছানায় শুয়ে মাথার নিচে হাত ভাঁজ করে বলল,
‘সাধে কি আর বলি ঐ মেয়ে তোমার ভাতিজাকে জাদু করেছে। প্রমাণ পেয়েছ তো এবার?’
‘তা তুই ছিলি কী করতে? কিছু বলতে পারলি না।’
চট করে উঠে বসল শশী। কুপিত সুরে বলল,
‘এতগুলো মানুষের সামনে আমার অপমানিত হওয়ার কোনো শখ ছিল না।’
তপ্ত শ্বাস ছাড়লেন জিনিয়া বেগম। মনের ভেতরটা রাগে, ক্ষোভে নিশপিশ করছে। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ঐ মেয়েটাকে ঘর থেকে বের করে দিতে। শশী সন্দিগ্ধ সুরে বলল,
‘তোমার কী মনে হয়, মা? ঐ ছেলের সাথে কি অন্বিতার সম্পর্ক থাকতে পারে?’
‘আলবাত পারে, নয়তো বিয়ের দিন কোন মেয়ে অন্য ছেলেকে এভাবে ডেকে নিয়ে কথা বলে?’
শশী ঠোঁট কামড়ে একটুক্ষণ ভেবে বলল,
‘এবার কী করবে?’
জিনিয়া বেগম চোখ বুজে কী যেন ভাবলেন। চোখ খুলে বললেন,
‘চল, তোর নানাভাইয়ের রুমে যাই।’
ওয়াশরুমে শাড়ি পরার মতো কঠিন কাজ দ্বিতীয় আর কিছু নেই বোধ হয়। হাঁপিয়ে উঠেছে অন্বিতা। কোনোভাবেই শাড়িটাকে আয়ত্তে নিতে পারছে না। এদিকে টান দিলে ঐদিক মেঝেতে পড়ে, ঐদিকে টান দিলে এদিক। ভেজা মেঝেতে পড়ে শাড়িও ভিজে যাচ্ছে তাই। সে উপায়ান্তর না পেয়ে দরজা মেলে একবার উঁকি দিল বাইরে। দেখল মাহির নেই। ভালোভাবে পরখ করে নিল- না নেই। কোনোরকমে শাড়িটা শরীরে জড়িয়ে বেরিয়ে এল সে। তারপর প্রথমেই গিয়ে মাহিরের রুমের দরজাটা আটকে দিল।
আয়নার সামনে দাঁড়াল অতঃপর। ঊর্ধ্বশ্বাস ফেলে শাড়িটা ছুড়ে ফেলল মেঝেতে। আয়নার তার অর্ধন গ্ন প্রতিবিম্ব। শাড়ি পরায় ব্যস্ত সে। বারান্দা থেকে বের হওয়ার অভিমুখে এমন দৃশ্যে থতমত খায় মাহির। চট করে পেছন ফিরে যায়। বুকের বা পাশে হাত রেখে জোরে নিশ্বাস ফেলে। পরক্ষণেই আবার ভাবে, সে এত ঘাবড়ে গেল কেন? অন্বিতা এখন তার বউ, তাকে এখন সে যেকোনো অবস্থাতেই দেখতে পারে। এই ভেবে আবার ঘুরে দাঁড়ায় মাহির। অন্বিতা তখন শাড়ির কুঁচি তুলছে। মাড় ভাঙা নয় বিধায় সুতি শাড়িতে কুঁচি উঠছে না ঠিকঠাক। তার কুঁচকানো ভ্রু, বিরক্ত মুখ দেখে মাহির হাসল। এগিয়ে এসে ঠিক দাঁড়াল অন্বিতার সম্মুখে। আচম্বিত কারোর আগমনে ধরফরিয়ে উঠে অন্বিতা। মাহিরকে দেখে লজ্জায়, আতঙ্কে মুখ লাল হয়ে যায়। শাড়িটা কোনোরকমে শরীরে পেঁচিয়ে অপ্রস্তুত সুরে বলে,
‘তুমি রুমে ছিলে? আমি দেখিনি কেন?’
মাহির মৃদূ হাসল অন্বিতার আরক্তিম মুখশ্রী দেখে। বলল,
‘বারান্দায় ছিলাম।’
অন্বিতা ইতস্তত সুরে বলল,
‘ওয়াশরুমে শাড়ি ভিজে যাচ্ছিল বলে রুমে এসেছি। ভেবেছিলাম তুমি নেই।’
‘কেন, আমি থাকলে অসুবিধা কীসের?’
ভ্রু নাচিয়ে শুধাল মাহির। কন্ঠে স্পষ্ট দুষ্টুমি। অন্বিতা বলল,
‘অবশ্যই অসুবিধা আছে। তুমি রুম থেকে বের হও।’
‘আমার রুম, আমি থাকব না যাব সেটা আমার ইচ্ছে। আমি অবশ্যই তোমার কথা শুনব না।’
অন্বিতা কপাল কুঁচকে তাকাল। মাহিরের চোখ মুখের চঞ্চলতা দেখে আবার দৃষ্টি নামিয়ে ফেলল সে। মাহির এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসল। শাড়ির কুঁচিতে হাত রেখে বলল,
‘আমি সাহায্য করছি।’
অন্বিতা বাধা দিল না। মাহির সযত্নে একটি একটি করে কুঁচি ধরে ঠিক করে দিল। সবগুলো কুঁচি একসাথে ধরে পেটের কাছে হাত নিতেই নড়ে উঠে অন্বিতা। মাহিরের হাত থেকে কুঁচিগুলো নিয়ে বলে,
‘আমি গুঁজে নিচ্ছি।’
মৃদু হেসে উঠে দাঁড়াল মাহির। অন্বিতা কুঁচি গুঁজে নিয়ে আঁচল টেনে ঠিক করল। মাহির ড্রেসিং টেবিলের উপর থেকে একটা পিন নিয়ে পেছনে গিয়ে দাঁড়াল তার। ব্লাউজের সাথে আঁচলটা ভালোভাবে পিন দিয়ে এঁটে দিল। অন্বিতার মুখের রং এখনও স্বাভাবিক হয়নি। আয়না দিয়ে তা দেখে মাহিরের চিত্তচঞ্চল হলো। গ্রীবাদেশের চুল হটিয়ে তাতে গাঢ় চুম্বন এঁকে সরে দাঁড়াল সে। শিরশিরিয়ে উঠল অন্বিতার পুরো শরীর। লজ্জায় আর তাকাতে পারছে না। মাহির এসে বলল,
‘ভূমিকাতেই এত লজ্জা পেলে সমাপ্তিতে গিয়ে তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না।’
অন্বিতা নির্বাক, নিরুত্তাপ। মাহির নিজ থেকেই বলল,
‘বাকি লজ্জাটুকু রাতের জন্য রেখে এবার নিচে চলো। দাদু তাড়াতাড়ি খেয়ে ফেলেন, তাঁর সাথে আমাদের আজ বসতে হবে।’
এতক্ষণে মৃদু আওয়াজে জবাব দিল অন্বিতা। বলল,
‘তুমি যাও, আমি আসছি।’
আলতো হেসে মাহির বেরিয়ে এল সেখান থেকে। সে বেরিয়ে যেতেই হাফ ছাড়ল অন্বিতা। এতক্ষণ দম যেন ধরে রেখেছিল সে। আয়নায় দেখল নিজেকে। গালগুলো দেখে বিরক্ত হয়ে দুই হাত ঘঁষে বলল,
‘আশ্চর্য! এত লাল হওয়ার কী আছে?’
তারপর হালকা পাতলা গয়না পরে নিল সে। মাথায় টানল বড়ো করে ঘোমটা।
মাহিরের মামা খেয়ে দেয়ে আরো আগেই বেরিয়ে গেছেন। এখন ডাইনিং-এ বসেছেন দাদু, জিনিয়া বেগম, শশী, মাহির আর অন্বিতা। বাড়ির কাজের লোকেরা তাদের খাবার বেড়ে দিচ্ছে। নতুন বউ বিধায় অন্বিতা খাওয়া চলছে না ঠিক মতো। শশী মা’কে কী যেন ইশারা করল। জিনিয়া বেগম চোখের পাতা ঝাপটে আশ্বস্ত করলেন তাকে। এরপর তাঁর বাবার দিকে চেয়ে বললেন,
‘বাবা, তুমি কি কিছু বলবে না?’
মাহির অন্বিতা দুজনেই তাঁর দিকে তাকায়। মাহির মুখের খাবারটা গিলে জিজ্ঞেস করল,
‘কী ব্যাপারে, ফুপি?’
জিনিয়া বেগম কপাল কুঁচকে মাহিরের দিকে চাইলেন। ক্ষুব্ধ সুরে বললেন,
‘তোমার বউয়ের ব্যাপারে।’
এই পর্যায়ে হাত থেমে যায় অন্বিতার। সে ভ্রু কুঁচকে জিনিয়া বেগমের দিকে তাকায়। মৃদু সুরে জিজ্ঞেস করে,
‘আমি কী করেছি, ফুপি?’
আগুনে ঘি ঢালার ন্যায় চেতে উঠলেন জিনিয়া বেগম। রোষপূর্ণ স্বরে বললেন,
‘কী করোনি তুমি, সেটা বলো। সদ্য বিয়ে করা বরকে পাশে রেখে বাইরের ছেলের সাথে আলাদা কথা বলতে যেয়ে আবার জিজ্ঞেস করো, কী করেছ?’
অন্বিতার চৌকস চাহনি তখন শশীর উপর বর্তাল। এই মেয়েটা এত কুৎসিত মনের কেন কে জানে। ঠিক মা’কে এসে উল্টা পাল্টা লাগিয়ে দিয়েছে।চোয়াল দৃঢ় করল মাহির। রাশভারী স্বরে বলল,
‘অন্বিতা আমাকে বলেই তার সাথে কথা বলেছে। যেখানে আমার বউকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, সেখানে তোমাদেরও কোনো সমস্যা হবে না, আশা করছি।’
জিনিয়া বেগম তাচ্ছিল্যের সুরে বললেন,
‘তোমার কেমন করে আপত্তি থাকবে, মেয়েটা তোমাকে অন্ধ করে ফেলেছে কি-না। এখন তো তার সাত খুনও মাফ।’
‘সেই সাত খুন সাত অপরাধীকে করলে আমি সেটা অবশ্যই মাফ করব। এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো।’
শশী মাঝে ফোঁড়ন কেটে বলল,
‘কাকে কীসব বলছো, মা? অন্বিতা তো মাহিরকে বশ করে ফেলেছে, এখন দুনিয়ার সবাই একদিকে আর তার বউ একদিকে।’
মাহির হাসল। বলল,
‘ঠিক বলেছিস। যা বলেছিস শুধু সেইটুকু মনে রাখবি, তাহলেই হবে। আর একটা কথা, অন্বিতাকে ভাবি বলে সম্বোধন করবি। নাম ধরে ডাকবি না।’
অপমানে মুখ থমথমে হলো শশীর। দাঁত দাঁত চেপে চেয়ে রইল সে। জিনিয়া বেগম ক্ষিপ্ত সুরে বাবাকে বললেন,
‘বাবা, তুমি কি কিছুই বলবে না? তোমার নাতি আমার মেয়েটাকে কীভাবে অপমান করছে দেখতে পাচ্ছো না তুমি?’
দাদুর খাওয়া শেষ। তিনি পাশ থেকে তোয়ালেটা তুলে মুখ হাত মুছলেন। তারপর তীক্ষ্ণ চাহনিতে একবার দেখলেন সবাইকে। অতঃপর প্ররিশ্রান্ত বদনে বললেন,
একটি অপ্রেমের গল্প পর্ব ৩৬
‘ওরা দুজন এখন স্বামী স্ত্রী। ওদের মধ্যকার ব্যাপার ওরা বুঝে নিবে, সেটা নিয়ে তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন?’
দাদুর পাল্টা প্রশ্ন পেয়ে অন্বিতা প্রসন্ন হাসল। এতক্ষণের সব রাগ, দুঃখ ফিঁকে হয়ে পড়ল মাহিরের জবাবে আর দাদুর সমর্থনে। জিনিয়া বেগম আর শশী ক্ষুব্ধ হয়ে বসে রইলেন। এতক্ষণ ধরে লোকটার কান ভেঙে কোনো লাভ’ই হলো না। শশী ফোঁস ফোঁস করতে করতে চলে গেল সেখান থেকে। দাদুও লাঠি ভর করে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালেন। মাহির ফুপির দিকে চাইল। বলল,
‘ফুপি, নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে অযথা লাগবে না। আমার স্ত্রীর সম্মানে আঘাত করলে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বাবার বোন।’