এমপি তামিম সরকার পর্ব ৭৯

এমপি তামিম সরকার পর্ব ৭৯
কাফাতুন নেছা কবিতা

” ধর্মে সইবে না তামিম সরকার!”
” আবার সিরিয়াল দেখছে!”
তামিম কাগজটা নিয়ে নিচে চলে যায়! আর সুবহা গাল ফুলিয়ে বসে থাকে! মনে মনে ঠিক করে আজকে শয়তান সরকারের একটা ব্যবস্থা করতেই হবে! এটা খুবই বাড়াবাড়ি করলো তামিম আজকে!
—তামিম নিচে এসে দেখে তার পঞ্চ পান্ডব যে যার মতো গালে হাত দিয়ে বসে আছে! তাদের কলেজ ড্রেসের মাপ নেওয়া হচ্ছে!
তামিম কাগজ গুলো সব সিটি কলেজের প্রিন্সিপালের কাছে পাঠাই!

” তাড়াতাড়ি ঘুমাতে যাহহ! কালকে থেকে ক্লাস আছে তোদের! ”
তামিমের কথা শুনে পাঁচ জনই প্রতিবাদ করার জন্য উঠে দাড়ায়! সাথে সাথে তামিম নিজের জুতো খুলে হাতে নেন! পাঁচ জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়!
” জুতার বাড়ি খাওয়ার চাইতে, পড়াশোনা করা অনেক ভালো!”
” কী-রে সাকিব! শা’লা হারামি! এমনে রূপ বদলাস কেন! শা’লা গিরগিটি, মীরজাফর! ”
” দেখছেন ভাই! মাহির ওরা পড়াশোনা করতে চাই না! সাথে আমারে ও জড়ায়! দেন ধইরা শা’লা গো!”
তামিম ঠান্ডা দৃষ্টিতে তাকায় সবার দিকে! যে যার মতো নাটক বাদ দিয়ে ঘুমাতে চলে যায়! না-হলে তামিম এই রাতে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে পিটাবে!

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

সকলে যাওয়ার পর তামিম ও উপরে চলে যায়! সারা দিন এতো পরিশ্রম আর সুবহার এতো কষ্টের দিনগুলোর কথা শুনে নিজের অশান্ত মনকে এবার শান্ত করা দরকার! আর সুবহা ছাড়া কেউ তার মন শান্ত করতে পারবে না!
তামিম রুমে এসে দেখে পুরো ঘর অন্ধকারে ঘেরা! সুবহা চুপচাপ শুয়ে আছে! তামিম সুবহাকে ডিস্টার্ব না করে চুপচাপ ওয়াশরুমে চলে যায়! ফ্রেশ হয়ে ঘুমাতে চলে আসে!
তামিম বিছানায় বসতেই অনুভব করে তার জায়গা টুকু পানিতে ভেজা! পরক্ষণেই তামিম দেখে বালিশে একটা চিরকুট!

” তোর পাপের শাস্তি এটাই তামিম সরকার! বউ ছাড়া ঘুমা শয়তান বেডা!”
তামিম চিরকুটি পড়ে সুবহার দিকে তাকায়! মাঝে বালিশ রাখা আর তার পাশের বিছানা ভেজা! সুবহা ও ঘুমের ভ্যান ধরে আছে!
তামিম বুঝতে পারে আজকে আর তার বউ তাকে জায়গা দিবে না ঘুমাতে! সুবহা মনে মনে প্রচন্ড খুশি হতে থাকে! উচিত শিক্ষা হয়েছে শয়তান সরকারের!
পরক্ষণেই সুবহার কানে তামিমের কন্ঠ ভেসে আসে! সে কাউকে একটা কল করছে! সুবহা কান বের করে শোনার চেষ্টা করে! তামিম না রেগে, কোনো রিয়াকশন না দিয়ে আসলে করছেটা কী?

” হ্যালো বেইবি! আমার বউ ঘুমিয়ে পড়েছে! তুমি দরজা খোলা রাখো আমি আসছি!”
সুবহার কলিজা কেঁপে উঠে! তামিম প্রেম করছে? মানে পরকীয়া? তাও তার চক্ষুর আড়ালে! সুবহার চোখে পানি চলে আসে! মুখ বুঝে চুপচাপ শুনতে থাকে তামিম আর কী বলতে চাই তার প্রেমিকাকে!
” আমি এখনই আসছি সোনা! উম্মাহ! ”
সুবহা এবার আর নিজের রাগ ধরে রাখতে পারে না! উঠে বসে! দেখে তামিম দরজার কাছে! সুবহা ও তার পিছু নেই! আজকে হাতে নাতে ধরবে সে তামিমকে!
তামিম বের হতেই সুবহা ও বের হয়! তামিম গাড়িতে বসে নিজেই ড্রাইভ করতে থাকে! সুবহা ও আরেকটা গাড়ি নিয়ে তামিমের পিছু নেই!

কিছু ক্ষণ পর তামিম তার ভিলাতে এসে পৌঁছাই! সাথে সুবহা ও! সুবহার চোখে পানি ছলছল করে! এটাই তো সেই জায়গা যেখানে তামিম হেলিকপ্টার দিয়ে সুবহাকে প্রপোজ করেছিলো, ” আমার বউ হবা?”! আর আজকে আরেক জনকে নিজের ভিলাতে নিয়ে আসলো!
তামিম ভিতরে ঢোকার পর সুবহা ও ভিতরে ঢুকে পড়ে! আজকে ও সিকিউরিটি গার্ড ও সুবহা দেখেনি! হয়তো তামিম তার পাপের কথা কাউকে জানাতে চাই না!
সুবহা ভিতরে ঢুকতেই দেখে পুরো হল রুম অন্ধকার! একদম ঘুটঘুটে অন্ধকার! সুবহা পা টিপে টিপে সামনে পা বাড়াতে থাকে! ঠিক তখনই লাইট জ্বলে উঠে! আর উপর থেকে অজস্র গোলাপের পাপড়ি পড়তে থাকে! সুবহা হাতের ঝাড়ুটি নিচে ফেলে দেয়, যেটা সে এনেছিলো তামিম আর তার প্রেমিকাকে পিটাবে বলে!

” তামিম সরকার এক নারীতে আসক্ত! এই আসক্তি এই জন্মে শেষ হবে না!”
সুবহা পাশে তাকায়! তামিম হাত ভাজ করে সিড়িতে হেলান দিয়ে দাড়িয়ে আছে! সুবহা কিছু না বলে সোজা তামিমের কাছে চলে যায়! আর তাকে জড়িয়ে ধরে!
তামিম ও সুবহাকে শক্ত করে জড়িয়ে ধরে! সুবহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে!
” আপনার মতো স্বামী যেনো কারো কপালে না জুটে!”
” জুটবে কীভাবে? আমি কী আরেকটা বিয়ে করবো না-কি? ”
” তামিম! আই হেট ইউ! ”
” আই লাভ ইউ টু শয়তান ছেমরি! ”

তামিম সুবহাকে সোজা কোলে তুলে নেয়! নিজেদের রুমে চলে যায়! সুবহা ও শক্ত করে তামিমের গলা জড়িয়ে ধরে!
” আজকে আর একবার তোমার মাঝে ঢুবে যেতে দাও সকাল!”
তামিম রীতিমতো ঝাপিয়ে পড়ে সুবহার উপরে! যেনো অনেক দিন পর সে সুবহাকে কাছে পেয়েছে! অনেক বছর পর সে সুবহার এতো কাছে গিয়েছে!
” তাম..!”
” ডোন্ট ডিস্টার্ব মি. বেবি! ফিল মাই লাভ!”
তামিম সুবহাকে কিছু বলার সুযোগ দেয় না! সুবহা ও চুপচাপ তামিমের অত্যাচার সহ্য করতে থাকে!
—রাত তখন ১ টার বেশি! তামিম সুবহা একে অপরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে শুয়ে থাকে!

” তামিম!”
” ইয়েস বেবি!””
” ওয়াট ডু ইউ লাইন ইন মি?”
” আই লাইক এভরিথিং এব্যাউট ইউ! এভরি সিঙ্গেল ডিটেইলস! ”
” এতো ভালোবাসেন কেন?”
” জানি না! শুধু জানি, তোমাকে ছাড়া আমি অস্বস্তি হিন!”
সুবহা তামিমের গালে আদুরে পরশ দেয়! তামিম ও তাই করে!
” ঘুমাও বউ! সকালে কলেজ আছে! ”
সুবহা খুব রাগি দৃষ্টিতে তাকায় তামিমের দিকে!
” এভাবে তাকিয়ে লাভ নাই সোনা পাখি! ঘুমাও! ”
” আপনি একটা শয়তান!”
” আই নো!”

তামিম সুবহাকে শক্ত করে ধরে ঘুম পাড়ায়! সুবহা ঘুমাতে না চাইলে ও তামিম তাকে জোর করে ঘুম পাড়ায়!
” তুই আমার রক্তে মিশে গেছিস সকাল! আমি চাইলে ও তোকে ছাড়তে পারবো না!”
তামিম ও সুবহাকে শক্ত করে ধরে ঘুমিয়ে পরে! অনেক দিন পর তামিম শান্তিতে ঘুমাচ্ছে!
—সকাল ৮: ৪৫ মিনিট!
এলার্ম বাজার সাথে সাথেই তামিম উঠে পড়ে! আর সুবহাকে টেনে তুলে কলেজে যাওয়ার জন্য! সুবহা প্রথমে উঠতে না চাইলে ও তামিম তাকে জোর করে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়া যায়!
খানিকটা বাধ্য হয়েই সুবহা ফ্রেশ হয়ে বাইরে আসে! তামিম সুবহার কলেজ ড্রেস রেডি করে রাখে! সুবহা মুখ ভার করেই বাইরে আসে!
তামিম সুবহাকে ড্রেস পরিয়ে, তার চুলে সুন্দর মতো দুটো বেনি করে দেয়! তারপর আয়নার সামনে দু-জনেই দাড়ায়!

” তোমাকে আমার বউ কম, মেয়ে বেশি লাগতাছে!”
” আপনার তো চাঁদ কপাল! বুড়ো বয়সে ইয়াং বউ পেয়েছেন!”
সুবহা রীতিমতো তামিমকে বয়সের ছোটা দিয়ে বসে!
” সুগার ড্যাডি!”
তামিম ও কম কিসে! নিজেকে সুবহার সুগার ড্যাডি উপাধি দেয়! সুবহা রাগে ফুলতে থাকে! কোনো কথায় কাজ হচ্ছে না! তামিমকে সে রাগাতেই পারছে না!

তামিম সুবহার এই দশা দেখে প্রচন্ড মজা পায়! তারপর সুবহাকে নিয়ে নিচে চলে যায়! তাকে নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেয়! ভিলাতে শুধু তামিম আর সুবহাই আছে! তামিম ঠিক করে কিছু দিন সুবহাকে নিয়ে এখানেই থাকবে সে! বিয়ের পর থেকে এতো ঝামেলার জন্য তাদের কলেটি টাইম স্পেন্ডই হচ্ছে না!
তামিম সুবহাকে নিয়ে রওনা দেয় তার কলেজের উদ্দেশ্যে! সেখানে তার পঞ্চ পান্ডব আগে থেকেই উপস্থিত ছিলো!
তামিম আর সুবহা গাড়ি থেকে নেমে ভিতরে যেতে থাকে! ভিতরে গিয়ে তামিমের পঞ্চ পান্ডবদের কলেজ ড্রেসে দেখে সুবহা প্রচন্ড হাসতে থাকে! এই দামড়া গুলোকে দেখতে এতোটা জঘন্য লাগছিলো, বলার বাহিরে!
সুবহার হাসি দেখে পঞ্চ পান্ডব প্রচন্ড লজ্জা পায়!

তামিম তাদের ছয়জনকে সুন্দর মতো ক্লাসে পাঠিয়ে নিজে পার্টি অফিসে চলে যায়!
ক্লাসে সকলে পঞ্চ পান্ডবদের দেখে মোটামুটি হাসতে থাকে! সরাসরি না হলে ও মুখ টিপে টিপে! সব থেকে বেশি হাসে পেট মোটা রফিককে দেখে তার পেট এতো বড়! যেনো সে মা হতে যাচ্ছে!
পঞ্চ পান্ডব সুবহার চারপাশে ছড়িয়ে সিটিয়ে বসে! সুবহা কলি আর কালকির সাথে বসে!
কিছু ক্ষণ পর বেল বেজে উঠে! ক্লাস শুরু! কিছু ক্ষণের মধ্যে মেডাম আসবে! পঞ্চ পান্ডব চুপচাপ বসে থাকে! মেডাম আসতেই অন্য শিক্ষার্থীরা দাড়িয়ে পড়ে! তাদের দাড়ানো দেখে পঞ্চ পান্ডব ও দাড়িয়ে পড়ে! সবাইকে বসতে বলে মেডাম বোর্ড পরিষ্কার করতে থাকে! সকলে বসলে ও কালা মানিক বসে না! তার মনে মেডামকে দেখে একটাই গান বাজছিলো

” তুই তো নিলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি আরে টাংংংংং!”
সাকিব মানিকের হাত ধরে জোর করে তাকে বসায়!
” আব্বে হালা বহস না ক্যালা?”
” তোগো ভাবি পাইছি রে!”
সুবহা সহ বাকি চারজন মানিকের দিকে তাকায়!
” কেডা?”
সাকিবের প্রশ্ন শুনে মানিক ইংলিশ টিচারের দিকে ইশারা করে!

এমপি তামিম সরকার পর্ব ৭৮

সাকিব :” তোর চক্করে যে কত জেলার মাইরে ভাবি ডাকতে হইবো!”
মানিক: এমনে কইস না সাকিব! এইডা রিয়াল লাভ!”
মাহির: একটা মানুষ কতটা জাওরা হলে সব মাইয়ায় তার রিয়াল লাভ হয় বুঝিনা!”
রফিক: এইডা তোর মন না-কি মহিলা হোস্টেল রে? যারে দেখোস তারই প্রেরেমে পড়োস?””
মফিসঃ শা’লা ১২ ভা”তার!”

এমপি তামিম সরকার পর্ব ৮০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here