এমপি তামিম সরকার পর্ব ৮০
কাফাতুন নেছা কবিতা
এই নিয়ে ৭৯ বার মানিক রিয়েল লাভ খুঁজে পেলো! সে যাকেই দেখে তাকেই ভালোবেসে ফেলে! এটা নিয়ে বাকি চার পান্ডব ও একটু বিরক্ত! কিন্তু কী আর করার? চরিত্রহীন হলে ও বন্ধ তো!
—সারা ক্লাসে মানিক শুধু ম্যাডামকেই দেখে যায়! ম্যাডাম ও মানিকের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি ফিল করে! কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না! কারণ তামিম সরকারের ভয়! আরশি নগরে কার সাহস আছে তামিমের ছেলেদের নিয়ে কিছু বলবে?
সুবহা চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে! প্রতিটি টপিক পয়েন্ট টু পয়েন্ট বুঝতে থাকে! কিন্তু এতো দিন পর বই হাতে নেয়ায় পড়ার প্রতি ইচ্ছেই নেই তার! কী পড়ানো হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে! সুবহা তাও চেষ্টা চালিয়ে যায় মনোযোগ ধরে রাখার! কিন্তু হয় না! সব থেকে বড় বিপত্তি বাঁধে ক্লাস টেস্টের কথা শুনে! নির্বাচনী পরীক্ষার আগে ক্লাস টেস্ট নেওয়া হবে! এই দিক দিয়ে আজকেই তারা পড়া শুরু করলো!
পঞ্চ পান্ডব সহ সুবহার কপালে চিন্তার ভাজ পড়ে!
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
টিফিন পিরিয়ডে পঞ্চ পান্ডব সহ সুবহা মাঠে বসে থাকে! সকলের মুখে চিন্তার ছাপ! ক্লাস টেস্টে কী করবে তারা? ধরতে গেলে তারা তো কিছুই পারে না! ডাহা ফেল! আর ফেল করলে তামিম গাছে বেঁ’ধে ঝুলিয়ে পিটা’বে!
সাকিবঃ জীবনে ভাবি নাই, যেই কলেজ বো’ম দিয়ে উড়াইছিলাম, সেই কলেজেই পড়তে হইবো! ইফ কষ্ট! ”
মানিকঃ ম্যাডামডা হেব্বি দেখতে…!”
মাহিরঃ” হো রে! পড়াশোনার থাইক্কা জীম কইরা বডি বানানো ভালো!”
মানিকঃ ‘: ম্যাডাম কী সুন্দর! ”
রফিকঃ ” বা*লের পড়াশোনা! কী লেখছে কিছুই তো বুঝি না! কোন ভাষায় লেখা!”
মানিকঃ ” ম্যাডামডা একদম রূপবতী! ”
মফিসঃ ” হমুন্দির নাতি…কালার ঘরে কালা…! এতো মানুষ চিন্তাই শেষ আর তুই ম্যাডাম নিয়া আছোস! ”
সবাই ক্ষেপে যায় মানিকের উপরে! তারা নিজেদের পড়ার অবস্থা নিয়ে আলোচনা করছিলো আর সবার আলোচনার মাঝে মানিক তার নাক গলিয়ে ফেলে! ম্যাডাম ম্যাডাম করে মুখে ফেনা তুলে ফেলে!
সুবহা ও কিছু টা বিরক্ত নিয়ে তাকায় মানিকের দিকে! সাথে সাথে তারা পাঁচ জনই ঠান্ডা হয়ে যায়!
” এখন কী করমু ভাবি-মা? ”
সাকিবের কথা শুনে সুবহা কিছু ক্ষণ ভাবতে থাকে! তারপর লাফিয়ে উঠে!
” ঘুষ দিতে হবে!”
” কারে? ”
” সব ম্যাডাম আর স্যার দের!”
” কিন্তু ভাই যদি জানে?”
মাহিরের কথায় সুবহা একটু ভয় পেলে মন শক্ত করে ফেলে!
”চা-পাতি সরকারকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার!”
পঞ্চ পান্ডব সুবহার সাথে তালে তাল মিলায়! তামিম তো সুবহার জন্য পাগল! সে নিশ্চয়ই সুবহাকে কিছু বলবে না! আর তার জন্য বাকি পাঁচ জন ও বেঁচে যাবে!
সকলে প্ল্যান করে আগে বাংলা ম্যাডামকে ঘুষ দিতে হবে! তারপর এক এক করে সবাইকে! কথা মতো ছয় জনই সাথে টিচার্স রুমে চলে যায়! সবাই একসাথে গেলে সন্দেহ করবে তাই তারা সুবহাকে পাঠায়! সুবহা সুন্দর মতো নাটক করে বাংলা ম্যাডামকে বাইরে নিয়ে আসে!
” কী ব্যাপার আপনারা, সরি তোমরা সবাই এক সাথে?”
এতো দামড়া দামড়া ছেলেদের তুমি বলতে ও লজ্জা বোধ করে ম্যাডাম! কিন্তু বলতে তো হবেই!
” সালাম ম্যাডাম!”
সাকিবের সালাম দেওয়ার ধরন শুনে ম্যাডাম বুঝে যায়, বদ মতলব আছে! তামিমের পঞ্চ পান্ডবের গুনের কথা জানে না, এমন কেউ নেই এই আরশি নগরে!!
” ওলায়কুম আসসালাম! ”
” আপনের লাইগ্গা একটা স্পেশাল বো’ম বানাইছি ম্যাডাম! কই ফেলমু বলেন? আপনার বাসায় না-কি পায়ের নিচে!”
সাকিবের ঠান্ডা মস্তিষ্কের থ্রেট শুনে ম্যাডাম শুকনো ঢোক গিলে!
” কী করতে হবে আমাকে?”
মাহিরঃ আরেহপাস, ম্যাডাম দেখি মেলা স্মার্ট! একদম স্মার্টফোনের মতো!”
মফিসঃ আল্লাহর নাম নিয়া পরীক্ষায় কী কী আইবো আমাগো বইলা দেন!”
ম্যাডামঃ এটা তো অন্যায়!”
রফিকঃ আপনারে মাই’রা ওয়ান- টুর মধ্যে গায়েব করা ও অন্যায় ম্যাডাম! তাও তো করমু আমরা!”
সাকিবঃ ৫ হাজার দিতাছি চুপচাপ ব্যাগে ভরেন!””
রফিক আর সাকিবের কথা শুনে ম্যাডাম বুঝে যায় ভালো বিপদে পড়েছে সে! রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই! তারপর চারপাশে তাকায়! ছয় জনই এমন ভাবে তার দিকে তাকিয়ে আছে, রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই!
ম্যাডাম সুন্দর মতো রাজি হয়ে যায়! আর টিচার্স রুমে যেতে থাকে!
” ম্যাডাম?”
কালা মানিকের ডাক শুনে ম্যাডাম পিছনে ফিরে তাকায়!
” আপনে কী একলা? মানে বিয়া শাদী হয়ছে?”
” হাইরে বারো ভা**তার! ম্যাডাম আপনে যান!”
মাহির মানিকের পিঠে একটা কিল ব’সিয়ে দেয়!
” সকালে ইংশিল ম্যাডাম, দুপুরে বাংলা! তুই কী সব সাবযেটের ম্যাডাম গো লগে প্রেম করবি?”
মানিক সুবহার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়!
” ভাবি-মা! আমি নাদান মানুষ! মন পিছলা যায়! এইডা কী আমার দোষ? ”
” বাবা কালা মানিক! ”
” জে আম্মা!”
” এটা আপনার মন না-কি কলার খোসা? যখন তখন পিছলে যায়!”
সুবহার কথা শুনে বাকি চারজন হেসে উঠে! আর মানিক কাচুমাচু করে! তার মন যে বিশাল বড় এটা কেউ বুঝতে চাই না!
—— ক্লাস ছুটি হওয়ার আর কিছু ক্ষণ বাকি! সকলে রেডি থাকে, ছুটি হবে আর ব্যাগ নিয়ে বের হবে! পঞ্চ পান্ডব আর সুবহা প্রচন্ড বিরক্তি নিয়ে বসে থাকে! তারা ছুটির অপেক্ষায় থাকে! ঠিক তখনই পিয়ন এসে তাদের ছয় জনকে প্রিন্সিপাল রুমে ডেকে পাঠায়! তাও ব্যাগ সহ!
ছয় জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়! হঠাৎ ডাক কেন পড়লো?
ছয় জনই ব্যাগসহ পিয়নের সাথে প্রিন্সিপালের কক্ষে যেতে থাকে!
” আমাগো এমনে ডাকলো কেন?”
” বুঝতে পারতাছি না সাকিব!”
” বা**লের জীবন! বা**লের পড়াশোনা! ”
মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলতে বলতে যায়! বাকিরা চুপচাপ থাকে! কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না!
প্রিন্সিপাল কক্ষের সামনে ছয়জন দাড়িয়ে থাকে! তারপর অনুমতি নিয়ে এক-এক করে ভিতরে ঢুকতে থাকে!
ভিতরে ঢুকতেই প্রিন্সিপালের সাথে তামিমকে বসে থাকতে দেখে ছয় জনই শুকনো ঢোক গিলে!
” কাম সারছে! ”
সুবহা তামিমের মতোই তাকে দেখে বিরবির করে বলতে থাকে কথাটি!
তামিম খুব রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে! ছয় জন এটা বুঝতে পারেনি যে তামিম সবাইকে বলে রেখেছে তাদের ছোটো ছোটো বিষয়ের জন্য হলে ও যেনো তাকে জানানো হয়!
ছয় জন বুঝতে পারে তাদের কুকর্মের কথা তামিম জেনে গেছে! তাই মাথা নিচু করে দাড়িয়ে থাকে!
—————————–ভিলা——————————–
ভিলার হল রুমে মাথা নিচু করে দাড়িয়ে থাকে ছয় শয়তান! আর তাদের সামনে লাঠি নিয়ে বসে থাকে তামিম সরকার!
” আইডিয়া কার ছিলো?”
পঞ্চ পান্ডব একসাথে সুবহার দিকে তাকায়! সুবহা তাদের গাদ্দারি দেখে হতাশ হয়! সব শেষে এই ভাবে ফাঁসালো তাকে?
” এই শামসু!”
” জ্বি ভাই? ”
” আজ থেকে ওরা যেনো এক পয়সা ও না পাই! টাকা দিয়ে টিচার কিনতে যায়! কতো বড় জা’ওরামি! যেমন মা, তেমন তার ছেলেরা! ”
ছয় জন এক জন আরেক জনের মুখের দিকে তাকিয়ে থাকে! টাকা পেলে কীভাবে প্রশ্ন কিনবে?
তামিম ইচ্ছে মতো তাদের ক্লাস নেই! তারপর সকলকে ফ্রেশ হতে বলে! তাদের পড়া আছে! সকলে যে যার মতো রুমে চলে যায়! আর সুবহা মুখ গুমরো করে তার রুমে! এখন যতই বকুক! রাতে তো তামিম আসবেই! তখন বুঝাবে!
—সুবহা ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে! আর ভাবতে থাকে কীভাবে টাকা জোগাড় করবে! তাদের ফেল করলে তো হবে না! আর যেহেতু বকা খেয়ে ফেলেছে! তাই প্রশ্ন মতো ফাঁস করাবেই! কিন্তু কী করা যায়? তখনই ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ে সুবহার! স্বামীর থেকে টাকা চাওয়ার নিনজা টেকনিক! যদি ও মিমস, কিন্তু তামিম তো আর এসব পোস্ট দেখবে না, তাই সুবহা ঠিক করে এটাই করবে!
কিছু ক্ষণ পর তামিম রুমে আসে! তামিম রুমে আসতেই সুবহা অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে থাকে! বিষয়টা তামিম ও দেখে! তামিম এসে সোজা সুবহার সাথে গা ঘেসে বসে! এতো আদিখ্যেতা দেখে সুবহা কপাল কুঁচকায়!
” ও বউ!”
” আমি কারো বউ না!”
তামিম পিছন থেকে জড়িয়ে ধরে সুবহাকে! তুমি তামিম সরকারের বউ! আমার একমাত্র শখের বউ!
” আপনি তো আর আমাকে ভালোবাসেন না!”
:’ কেন বললো?”
” তাহলে এতো বকলেন কেন?”
” ভালোবাসি তাই বকি! ”
” বা**ল! ”
” ছি বউ! এসব কোন ল্যাংগুয়েজ!”
” আপনি মানুষ খু’ন করেন তাতে কিছু হয় না! আর আমি বা’ল বললেই দোষ? ”
তামিম সুবহার কথা শুনে আকাশ থেকে পড়ে! সুবহা যে দিন দিন তার মতো হয়ে যাচ্ছে, এটা তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে দিন দিন!
সুবহা রেগে গিয়ে ও নিজের রাগ সংযত করে! এখন রাগলে চলবে না! টাকা লাগবে!
সুবহা তামিমের কোলের উপরে বসে পরে তার গলা জড়িয়ে ধরে! তামিম বুঝতে পারে না হঠাৎ এতো রোমান্টিক মুড হলো তার বউয়ের!
” Husband is honey! When he gives me money!”
তামিম বুঝতে পারে এতো ভালোবাসা দেখানোর কারণ কী! টাকা লাগবে ছয় শয়তানের! তামিম সুবহার কোমর জাপ্টে ধরে!
” Wife is cute! When she is mute!”
সুবহা প্রচন্ড ক্ষেপে যায় আর অবাক ও হয়! তাহলে ও তামিম ও এবস মিমস দেখে? অপমান!! তামিমের পাল্টা জবাবে প্রচন্ড রাগ প্রকাশ করে সুবহা!! কোথায় সে আলে বাবালে বলে টাকা দিবে তা না! মুখে মুখে কথা বলছে?
” এতো টাকা নিয়ে কবরে যা কু’ত্তা! ”
” স্বামীকে কু’ত্তা বলো! জাহান্নামী মহিলা! ”
” প্রতি শুক্রবারে নামাজ পড়া শুক্কুর আলি! শা*লা ভন্ড!”
এমপি তামিম সরকার পর্ব ৭৯
” সুবহহহহা!”
” ভন্ড তামিম সরকার! ”
” আমি ভন্ড? ”
” ভন্ডদের বাপ!”
আপু তোমার যতগুলো উপন্যাস পরেছি সবথেকে এই উপন্যাস বেশি ভালো লেগেছে। ৮১ পর্ব তারাতাড়ি দিও।😩😩❤️❤️❤️🥰🥰🥰