এমপি তামিম সরকার পর্ব ৮৬

এমপি তামিম সরকার পর্ব ৮৬
কাফাতুন নেছা কবিতা

নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে চুপচাপ পোড়াবাড়ির জঙ্গলের রাস্তায় দাড়িয়ে থাকে তামিম! চোখ দুটো অসম্ভব লাল! আজকে সে আবার ও রাগের বসে নিজের পরীর গায়ে হা’ত তুলেছে! সুবহা যখন ফ্লোরে বসে অশ্রুসিক্ত নয়নে তামিমের দিকে তাকিয়ে ছিলো, তামিম ভিতরটা কেঁপে কেপে উঠছিলো,
১১ বছর আগে তার ভাই ও তার দিকে ঠিক এভাবেই তাকিয়ে ছিলো, কতটা যন্ত্রণা ছিলো তার ভাইয়ের চোখে! সেদিন তামিম চেয়ে ও কিছু করতে পারেনি! কিন্তু যেই চা-পাতি দিয়ে তার ভাইকে মা-রা হয়, সেটা সে নিজের সাথে রাখে, পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তরিত করা হয়! কিছুটা খাদ আর কিছুটা স্বর্ন মিশ্রণ করে!
তামিম তার যেই গোল্ডেন চাপাতি’র জন্য বিখ্যাত সেটা যে তার ভাইয়ের রক্তে রঞ্জিত সেটা অনেকেরই অজানা!
পোড়াবাড়িতে তামিম সব সময় পড়ে থাকে যেনো তার ভাই নিজেকে একা না ভাবে! মাঝে মাঝে তামিম নিজের মনের ভুলে তার ভাইয়ের সাথে কথা ও বলে!

তামিম তার ভাইয়ের কবরের মাটি ছুয়ে প্রতিজ্ঞা করেছিলো সকলকে এক এক করে সেভাবেই মা’রবে!
যার জন্য পোড়াবাড়ি থেকে একটু ভিতরে ঘন জঙ্গলে তৈরি করে রঙ্গমঞ্চ খানা! হিসাবের বাইরে লা/শের র/ক্ত আছে রঙ্গমঞ্চ খানাতে! যেদিন তামিম রঙ্গমঞ্চ খানায় ঢুকে সেদিন সে মানুষ কম, নরপিশাচে বেশি পরিনত হয়!
তামিমের জীবনে ভালোবাসার অভাব ছিলো প্রচুর!তামিম কখনো কল্পনা ও করেনি সে ও কাউকে এতোটাই ভেঙে চুড়ে চাইবে!
আজকে সুবহা যখন কাঁদছিল তামিমের বার বার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে! সুবহা যখন ডির্ভোস চাইলো, তামিমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়! কে সে তার পরীকে ডির্ভোস দিবে? সে তো থাকতেই পারবে না তাকে ছাড়া!

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

তামিম সরকার কখনো ভয় পায় না! কিন্তু আজ পেয়েছে! যখন সুবহা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে এসেছিলো! তামিম পাগলের মতো গাড়ি নিয়ে খুজে বেড়াচ্ছিল সুবহাকে! যখন পেলো তার আত্মায় পানি চলে আসলো! তামিম ভেবেছিলো হয়তো সে সুবহাকে ও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে!
একটা ঠান্ডা নীরাবতা বয়ে চলে পুরো পোড়াবাড়ি জুড়ে! হয়তো তামিম সরকারের কষ্টের পরিমাণ অনেকটায় বেশি! তাই প্রকৃতি ও আজ নিশ্চুপ!
তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে!

” আমার সাথে কী থাকা যায় না সকাল?”
” নাহ! ”
সুবহার না কথাটি তামিমের মস্তিষ্কে তীরের মতো প্রবেশ করলো! তার পরী তার সাথে থাকতে চায় না!
” আমি কী ভালোবাসার এতোটাই অযোগ্য পরী?”
” আপনি সন্তান হিসেবে অসাধারণ, কিন্তু স্বামী হিসেবে এতোটাই সাধারণ যে কোনো স্ত্রী চাইবে তার স্বামী আপনার মতো হোক!”
স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার! কথাটির ওজন এতোটাই ছিলো যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাড়িয়ে থাকে!

” আমি তোমাকে ভালোবাসি সকাল!”
” এটা কেমন ভালোবাসা তামিম? আপনার যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে দূরে সরিয়ে দেবেন! মন চাইলেই যত্ন নিবেন, আবার মন চাইলেই গায়ে হা’ত তুলবেন, এটা কেমন ভালোবাসা তামিম?”
সুবহা নিঃশব্দে কোর্টের ভিতরে চলে যেতে থাকে, আর তামিম তার পিছনে দাড়িয়ে থাকে! তার পা দুটো যেনো অসার হয়ে গেছে!
তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সুবহার হাত ধরে ফেলে!
” সকাল, শোন! প্লিজ আমার কথা শোন, আমি মানছি আমি ভুল করছি, তাই বলে তুই এতো বড় শাস্তি দিবি? আমার ভুলের কী কোনো ক্ষমা নেই! ”

” না নেই! ”
” পৃথিবীর সব থেকে খারাপ লোককে ও তো একটা বার সুযোগ দেওয়া হয়, আমাকে কেন দিলি না পরী? ”
সুবহা তামিমের হাত এক ঝাটকাকে সরিয়ে ফেলে!
” কয়বার সুযোগ চাই আপনার? কত বার? তামিম আমি ও মানুষ! আপনার অতীতের সাথে কী আমি জড়িয়? আমাকে কেন আপনি দিনের পর দিন শা’স্তি দিয়ে গেলেন? ”
” তুই কী আমাকে ভালোবাসিস না পরী?”
” খুব ভালোবাসি তামিম! কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার! তাই চলে যাচ্ছি! ”
তামিম সুবহাকে হালকা ধাক্কা দিয়ে উঠে! দু-কদম পিছিয়ে যায় সুবহা! খুব কষ্টে নিজের তাল সামলে নেয় সে!
” আরে যা! তোর মতো মেয়ে তামিম সরকারের আগে পিছনে ঘুরে!”
সুবহা চোখের পানি মুখে ভিতরে চলে যেতে থাকে! আর তামিম আবার ও তার পিছু নেয়!

” সুবহা, সুবহা, শোন! আমার, আমার ভুল হয়ে গেছে, তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না! আমি ম’রে যাবো সকাল! প্লিজ যাস না!”
” আর না তামিম! ”
সুবহা তামিমের হাত ছাড়িয়ে ভিতরে চলে যায়! আর তামিম ওভাবেই দাড়িয়ে থাকে বাইরে! আজকে তাদের ডির্ভোসের লাস্ট দিন! কোর্টে শেষ বৈঠক আজ!
তামিম তার আব্বাজানের কাছে চলে যায়!
” আব্বা প্লিজ আপনি ওরে থামান, আব্বা আমি মা-রা যাবো আব্বা! প্লিজ ওরে থামান! ”
তামিম তার আব্বার হাতে পায়ে ধরে প্রচন্ড আকুতি মিনতি করতে থাকে! কিন্তু কোনো লাভ হয় না! ডির্ভোস পেপারে সাইন করে সুবহা বাইরে চলে আসে! তানভির সরকার তাকায় সেদিকে!
তানভীর সরকারের নীরাবতা দেখে তামিম ও সেদিকে তাকায়! সুবহা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায়! সাথে তার আয়েশা সরকার!
সুবহা গাড়িতে চুপচাপ বসে পরে! আর আয়েশা সরকার এসে জানিয়ে দেয় ডির্ভোস হয়ে গেছে! এখন শুধু তামিমের সাইন বাকি!

ডির্ভোস হয়ে গেছে কথাটি শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে যায়! তার সকাল তাকে ছেড়ে দিলো! তামিম চুপচাপ দাড়িয়ে থাকে! আর সুবহা চলে যায়!
” এই সুবহহহহা! এই! তুই কেমনে আমারে ছাইড়া চইলা গেলি সুবহা! তুই কেমনে গেলিলললললল! ”
খুব জোড়ে জোড়ে চিৎকার করতে থাকে তামিম! কিন্তু তার চিৎকার আর বুক ফাটা আর্তনাদ শোনার জন্য সুবহা ছিলো না! সে অনেক ক্ষণ আগেই চলে যায়!
তামিম সরকার যাকে ৮-৮০ সকলে ভয় পেতে, আজকে সে সকল লোকই তার এই করুন পরিনত দেখে তাচ্ছিল্য করছে! সরকারের ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না! কিন্তু পিঠ পিছনে ঠিকিই কথা বলছে! আজকে তামিম সরকার আসলেই ব্যর্থ! চলে গেছে তার শখের নারী!

–তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয়! সে বার বার চেয়েছিল আবার ও সুবহার কাছে যাবে! কিন্তু না তাকে যেতে দেওয়া হয় না! একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে চাই না! তাকে বার বার আর কতো জোড় করা যায়?
ভারাক্রান্ত মন নিয়ে তামিম নিজের ঘরে প্রবেশ করে! ঘরে ঢুকতেই সে চোখ দিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে! তার মন বার বার বলছি এই বুঝি সুবহা হুট করে এসে তাকে জড়িয়ে ধরবে! কিন্তু না, সুবহা এলো না!
তামিম বিছানায় তাকায়, তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়, দেখে সুবহা বসে আছে! তামিম দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু যখনই সুবহাকে ধরতে যায়, সে মিলিয়ে যায় অন্ধকারে! অর্থাৎ তামিম কল্পনা করছিলে সুবহাকে! তামিম উঠে সুবহা আর তার ছবির সামনে দাড়ায়!

‘” তোকে পাওয়া আমার ভাগ্যেই নাই!”
তামিম খুব জোড়ে নিঃশ্বাস নিতে থাকে! মনে হচ্ছে তার দম এই বুঝি বন্ধ হয়ে এলো! তামিম সুবহার ছবিতপ রাখে আর বলে..!
”খেয়ালি তুমি কোথায়??! “”
—পোড়াবাড়িতে দাড়িয়ে একের পর এক সিগা’রে টান তার কাজ করছে না! তামিম নিজেকে কিছুতেই শান্ত করতে পারে না! এতো বড় কষ্ট কীভাবে সইবে সে? জোড় করে ও সে সুবহাকে আটকাতে পারে নি!

এমপি তামিম সরকার পর্ব ৮৫

এক পর্যায়ে মাটিতে বসে পরে তামিম! চোখ বন্ধ করে ফেলে! পঞ্চ পান্ডব ও এসে তামিমের পাশে বসে পরে! চোখ খুলে আকাশে দিকে তাকায় সে! চোখ দিয়ে পানি গড়িয়ে পরে! পানি মুছে মাহিরের থেকে তার গিটারটি নিয়ে নেয়!
~ না রাখা কিছু কথা, সময়েরই ঝড়া পাতা, দিয়ে যায় শুধু ব্যাথা এ বুকে,~
~ থেমে যাওয়া সেই গানে, জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে না দু-চোখে!~!

এমপি তামিম সরকার পর্ব ৮৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here