তোর নেশা পর্ব ৭

তোর নেশা পর্ব ৭
তুষার আহমেদ কাব্য

মাইশা ঘুরে তাকায়, তার মা দাঁড়িয়ে আছে পেছনে
—- কিরে দরজার বাইরে দাঁড়িয়ে আছিস কেন?(মাইশার মা)
—- তুমি কখন এলে?(মাইশা)
—- মাত্রই
— সবাই এসেছে?
—হুম
— চলো নাস্তা দিচ্ছি
— আমি দিচ্ছি তুই বিশ্রাম নে
— আচ্ছা
মা চলে যায়। মাইশা রুমে ঢুকতেই কাব্য উঠে দাঁড়ায়

— তখন যা করলাম তার জন্য সরি(মাইশা)
কাব্য চুপ করে থাকে। মাইশা ফ্রেশ হতে চলে যায়। কাব্য কিছু না বলে বসে থাকে।
কিছুক্ষন পর দুজন গিয়ে নাস্তা করে নেয়। হঠাৎ মাইশা খেয়াল করে আকাশ কালো হয়ে গেছে। বৃষ্টি নামবে হয়তো,বলতে না বলতেই ঝুম ঝুম করে নেমে পড়ে ফোটা ফোটা জল।
মাইশা হেসে কাব্যের দিকে তাকায়
— চলুন ভিজবো(মাইশা)
— না, আমি ভিজবো না(কাব্য)
— অনুরোধ করিনি
বলেই কাব্যের হাত ধরে টেনে ছাদে নিয়ে যায়… কাব্য যেতে না চাইলেও মাইশা টেনে নিয়ে যায়।মাইশা ভিজতে থাকে মন খুলে,কিন্তু কাব্য চুপ করে দাড়িয়ে থাকে
অন্যদিকে
জানালার পাশে নিরব বসে আছে। নিধি বারান্দায় দাঁড়িয়ে আছে

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

— ভিজবেন?(নিধি)
— উম মন্দ হয়না(নিরব)
নিধি আর নিরব ছাদে গিয়ে দেখে সেখানে কাব্য আর মাইশা… নিধির রাগ হয়… ইচ্ছে করছে মাইশা কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, তাও রাগ চাপা রেখে হাসি মুখে মাইশার কাছে গিয়ে ভিজতে থাকে
নিরব কাব্যের দিকে তাকায়.. ও ভিজলে তো জ্বর আসে
নিরব দ্রুত কাব্যের কাছে গিয়ে তাকে টেনে ভেতরে নিয়ে আসে
— তুই ভিজলে জ্বর আসে ভুলে গেলি?(নিরব)
—উনি টেনে নিয়ে এলো(কাব্য)

হঠাৎ কাব্য খেয়াল করে মাইশার পায়েল টা খুলে পড়ে গেছে।কি যেন ভেবে কাব্য পায়েল টা হাতে নিয়ে মাইশার দিকে এগোয়।
মাইশার কাছে গিয়ে হাটু গেড়ে আলতো ভাবে মাইশার পায়ে পায়েল টা পড়িয়ে দেয়। মাইশা অবাক হয়ে তাকিয়ে থাকে থাকে।
তারপর কাব্য চলে যায় ভেতরে।
নিধি রাগে আগুন। রেগে সে সেখান থেকে বেরিয়ে যায়।
টানা ২৪ মিনিট ভেজার পর রুমে ফেরে মাইশা।।কাব্য ফ্রেশ হয়ে আগেই রুমে শুয়ে আছে।
মাইশা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে কাব্যের পাশে। কাব্য উঠতে গেলে মাইশা ইশারায় না বলে। কাব্য চুপ হয়ে বসে থাকে।
মাইশা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে।…
অন্যদিকে
নিরব রুমে গিয়ে দেখে পুরো রুম এলোমেলো হয়ে আছে..সব কাপড় এদিকওদিক হয়ে আছে…
নিধি বারান্দায় দাঁড়িয়ে আছে ভেজা শরীর নিয়ে।
নিরব নিধির পাশে দাঁড়ায়

— এসব…(নিরব)
—চুপ কর নিরব,মাথা খাবি না(নিধি)
— সরি৷ আমি সব গুছিয়ে রাখি?
— তোকে বলেছি?
—- না
— অতিরিক্ত করছিস না?
— সরি
— চুপ
— আচ্ছা
—আবার
—- আরে কি করলাম
— আবার কথা
— আচ্ছা চুপ হলাম
— আবার
—😐😐😐
— বাহ, চুপ হয়ে থাকবে।রাগ কমানোর চেস্টাও করবে না,কচুর বর

— আরে…
—আবার কথা?😠
—- আরে আজব তো
— চুপ😠
— আচ্ছা চুপ
— আমাকে চুপ বললি?
— আরে নিজেকে বললাম
— তুই পাগল? নিজের সাথে কথা বলছিস
— ধুরো
— হ্যাঁ আমি তো বিরক্তিকরই,তাই ধুরো আসছে
— আপনি থামবেন,যান ফ্রেশ হয়ে আসুন

তোর নেশা পর্ব ৬

রাগে গজগজ করতে করতে চলে যায় নিধি
বাবারে এই মেয়ে পেচাতে পারে…নিরব হাফ ছেড়ে বাচে।।
অন্য দিকে কাব্যের ঘুম ভেঙে দেখে মাইশা তার বুকে ঘুমিয়ে আছে। এত্তো কিউট লাগে।ঘুমন্ত মেয়েটাকে কাব্য কিছু না বলে ঘুমিয়ে পড়ে
রাতে যা হবার তাই হলো… জ্বর চলে এলো…কিন্তু কাব্যের না,মাইশার….

তোর নেশা পর্ব ৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here