প্রণয়ের সুর শেষ পর্ব 

প্রণয়ের সুর শেষ পর্ব 
মহুয়া আমরিন বিন্দু

সকাল সকাল ঘুম থেকে উঠতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে বিশেষ করে সাহিল,সাব্বির,জেরিন,সোহানা।
তবে কিছু করার নেই তাদের যেতে হবে।অফিস আছে,আর গৃহিণীদের তো বাড়িই সব যতই বলুক তাদের কেউ ছুটি দেয় না সারাদিন খেটে ম’রে, এসব তো মুখের কথা নিজের সংসারের মায়া তারা কাটাতেই চায় না কোনো দিন!আবার বাড়িতে আছেন সেতারা বেগম এতো করে বলেও মানুষটিকে আনতে পারলো না তারা।সে বাড়ি ছেড়ে কোথাও যায় না আজকাল বয়স হয়েছে,সব সময়ই বলে বেড়ান মরা’র হলে নিজ বাড়িতে পড়ে যেনো মর’তে পারেন।তার স্বামীর স্মৃতি আছে এই বাড়িতে এটা ছেড়ে তিনি কোথাও যাবে না, বলা তো যায় না কবে উপরে যাওয়ার ডাক আসে!

জেরিন গাল ফুলিয়ে বসে আছে,সাব্বির কে ব’কেছে অনেক।ঠোঁট উল্টে ফের বললো-,,আমার কি হাল করেছিস সাব্বির তোকে ভালো মনে করেছিলাম!সবার কাছে তোর নামে বিচার দিয়ে দিবো বলে দিলাম, ভাললাগে না!
সাব্বির কাচুমাচু হয়ে বসে, যা বাবা ও আবার কি করলো?ঘসেটিবেগমেরই তো সব দোষ, যত যাই হোক তাই বলে কি বউকে আদর করতে পারবে না?আদর করলো এখন কথা শোনাচ্ছে?মানবতা আজ কোথায় হুহ্!
–,,আমি কি করেছি?
সাব্বিরের এমন কথা শুনে জেরিন সরু চোখে তাকালো নাকের ডগায় রাগ নিয়ে ফোঁস করো উঠে বললো–,,তুই কিছু করিস নি?এই দেখ গলাতে একদম লাল হয়ে আছে এখন সব গুলাতে মিলে আমার মজা উড়াবে!
–,,বাবু,জান,ময়না রাগ করে না।কেউ তোমাকে দেখবে না আমি তোমাকে লুকিয়ে রাখবো, ওড়না দিয়ে বউ সাজিয়ে দিবো!

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

জেরিন দুই চারটা বসিয়েছে সাব্বিরের হাতে, পিঠে। উল্টো দিক মুখ করে বসে রইলো।সাব্বির সামনে গিয়ে বসলো,মেয়েটা দিন দিন একদম বাচ্চা হয়ে যাচ্ছে,সব আহ্লাদ যেনো তার বেড়েই চলেছে সাব্বির পড়েছে মহা জ্বালা’য় বউয়ের মান ভাঙ্গাতে ভাঙ্গাতে বেচারার হাল বেহা’ল হয়ে গেছে!
সাব্বির জেরিনের মুখটা দু হাতের মুঠোয় নিয়ে কপালে গালে চুমু দিলো।টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরলো।মাথায় থুতনি ঠেকিয়ে বললো–,,স্যরি বললাম তো।আর করবো না এমন,আমার ঘসেটিবেগম কে লজ্জায় পড়তে হবে এমন কাজ আমি করবো না!
জেরিন দুহাতে সাব্বিরের কোমর জড়িয়ে ধরে বললো–,,তুই একটু একটু ভালো তবে বাকি পুড়োটাই ব’দের হা’ড্ডি!
সাব্বির হাসলো মিন মিন করে বললো–,,ব’দের হা’ড্ডির একমাত্র বউ ধন্যবাদ!এখন চলেন আমাদের বাড়ি যেতে হবে।

বাড়িতে জমজমাট পরিবেশ, সব আত্মীয় স্বজন তিন দিন আগেই চলে এসেছে।ছেলেমেয়েদের বিয়ের অনুষ্ঠান তার উপর সাহিলের সাথে পরিচয় করিয়ে দিবেন আবার ছেলেটা বিয়ে করবে একই দিনে।কিন্তু সে কোথায়?সোহানা মেয়েটাকে বুঝানোর পর রাজি করতে পারেনি কেউ,ছেলে বলছে বিয়ে হবে আয়োজন করো,বড়রা দ্বিধা’দ্বন্দে আছে যেখানে কনেই রাজি না সেখানে বিয়েটা আদোতেও হবে তো?
নেহা নিখিলের বাবা মা হওয়ার খবর আত্মীয়দের দিতেই নেহা কে নিয়ে মেতেছে সবাই,মেয়েটা অসুস্থ থাকে কিছুটা শুরুর দিকে এরকম হয়, ছেলেটাকে কে বুঝাতে যাবে এসব,সে তো নেহার কিছু হলেই হাত পা ছড়িয়ে কাঁদতে বসে পড়ে,এদের ঝগ’ড়া তো সাথে ফ্রি তে দেখতে মিলে সবার।তবুও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না।অফিসের কাজ করছে তো ভিডিও কল দিয়ে বসে থাকে নিখিল,ওর বউকে চব্বিশ ঘন্টাই দেখা লাগবে।নেহা কাশি দিয়েছে তো মায়েদের ফোন দিয়ে পাগ’ল করে ফেলে এই ছেলে।

নেহা বিরক্ত হয় এসব দেখে,তার পরও দিন শেষে একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ হয় হৃদয়,কতো ভাগ্য করে এমন ভালো জীবনসঙ্গী পেয়েছে নেহা!মানুষ টা কতো বেশি যত্ন করে তাকে,সম্মান ভালোবাসায় ও কোনো কমতি নেই!এতোটা ও কি পাওয়ার ছিলো তার?নিখিলের মতো মানুষ কে ভালোবেসে সত্যি ও কোনো ভুল করেনি।জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়তো ছিলো নিখিল কে বিয়ে করাটা,সবচেয়ে ভালো অনুভূতি নিখিল কে ভালোবাসা তার ভালোবাসার চিহ্ন নিজের মধ্যে ধারন করা।অতি সুখে আজ নেহা কেঁদে ফেললো!

কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে সাহিল সোহানা কে বলেছে একটু দাঁড়াতে আজকেই ওর সাথে শেষ কথা বলবে তার পরও যদি রাজি না হয় তো সাহিল সোহানাকে বিরক্ত করবে না।এমন কথা শুনে সোহানা খুশি হবে নাকি বুঝতে পারছে না সে তো অবাকের চরম পর্যায়ে,এই তেঁ”দড় ছেলে এতো সহজে তাকে বিরক্ত করা ছেড়ে দিবে!দিলে তো ভালোই।

সাহিল আসলো কিছুক্ষণ পর।সোহানা দাড়িয়ে কিছুটা দূরে।সাহিল এগিয়ে গিয়ে সামনে দাড়ালো সোহানা একবার দেখলো ছেলেটাকে সত্যি ভীষণ সুদর্শন এই পুরুষ!ফর্মাল পোশাকে ঘামে ভেজা মুখটা দেখতেও বেশ লাগছে।তার উপর টাকা পয়সার অভাব নেই অনায়াসে যে কোনো ভালো মেয়ে পেয়ে যাবে!সোহানার থেকে হাজার গুন বেশি সুন্দর, যোগ্য কাউকে কিন্তু মানুষ টা কেনো যে তার পেছনে পড়েছে কে জানে!
সাহিলের মুখটা গম্ভীর করে রেখেছে থমথমে কন্ঠে বললো–,,গাড়িতে এসে বসো।আর ভয় নেই কিছু করবো না কথা যেখানে শেষ হবে সেখানেই নামিয়ে দিবো!
সোহানা কথা বাড়ায় না গিয়ে গাড়িতে উঠে বসে।সিট বেল্ট লাগিয়ে বলে উঠলো–,,কি বলতে চান বলুন!

–,,বিয়ে করতে কেনো চান না মিস সোহানা?
সোহানা চমকালো প্রথম দিন থেকে তুমি করে বলে আজ আপনি‌!
–,,একবার তো বলেছি স্যার,,,,!
–,,আমি সত্যি টা জানতে চাই, সব কিছু বলার পর কারন পছন্দ হলেই আমি আপনাকে আর বিরক্ত করবো না।সাহিল কথা দিলে রাখে এতটুকু ভরসা করতেই পারেন তবে তবে যদি কোনো ফালতু রিজে’ন দেন তো তুলে আছাড় দিতেও দুবার ভাববো না!
সোহানা ভরকালো,সোজাসাপটা থ্রে’ট দিচ্ছে?কি অদ্ভুত লোক!

—,,আশা করি আপনার আমার বিষয়ে কোনো কিছুই অজানা নয় স্যার।আমি এতিম,আমার শুধু একটা বোন আছে,আমি ছাড়া তার কেউ নেই,আমি বিয়ে করলে নিশ্চিয়ই তাকে নিজের সাথে রাখতে পারবো না!আমি স্বার্থ’পরের মতো নিজের কথা ভাবতে পারবো না স্যার,আমার বোনকে একা ফেলে আপনার বাড়িতে গিয়ে আমি শান্তি পাবো না।আপনাকে অপছন্দ এমনটা নয় মানুষ হিসেবে আপনি যথেষ্ট ভদ্র ভালো যে কেউই বিয়ে করতে চাইবে।কিন্তু আমি করতে চাই না,আমার বোন কষ্ট পাক এমন কিছুই আমি করতে পারবো না!
গাড়ি থামতেই সোহানা ভাবলো সাহিল হয়তো তাকে নামিয়ে দিবো!সোহানা নিজ থেকেই নামতে গেলো সাহিল ধ’মক দিয়ে বললো–,,নামতে বলেছি আমি!

সোহানা চুপসে গেলো,এর মধ্যেই সেখানে আসলো রাহা!রাহাকে দেখে সোহানা অবাক হয়ে বলে তুই এখানে?
সাহিল গাড়ি থেকে নেমে গেলো সোহানাও নামলো।তিনজন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে।রাহা সোহানার মুখোমুখি দাড়িয়ে বললো–,,এই তুমি আমাকে ভালোবাসো আপু!তোমার থেকে এটা আশা করিনি আমি।
সোহানা অবাক চিত্তে তাকিয়ে,সাহিল কিছুটা দূরে দাড়িয়েছে।
–,,কি সব বলছিস রাহা?

–,,তুমি গাড়িতে ভাইয়াকে যা যা বলেছো সবই শুনেছি আমি।তুমি বিয়ে করলে আমি তোমাকে স্বা’থপর ভাববো?এই চিনো তুমি তোমার বোনকে?এতটুকু বিশ্বাস নেই আমার উপর?তুমি যদি বিয়ে না করো তো বেশি কষ্ট পাবো আমি,আমি জানি তুমি আমাকে সুখে রাখতে চাও,ওইটা বিয়ে করার পরও রাখতে পারবে ভাইয়া ভীষণ ভালো মানুষ আমি ও চাই তুমি ভালো থাকো। তোমার খুশি চাওয়ার কি অধিকার নেই আমার?আমি একা থাকতে পারি তো আপু হোস্টেলে শিফট হয়ে যাবো, তোমার যখন খুশি আমার সাথে দেখা করতে পারবে,তুমিও জানো আমিও জানি আমাদের জীবনে অনেক কমপ্লি’কেশন ছিলো। জীবন কোনো দিন সরলরেখায় চলে না বাস্তবতা মেনে নিতে হয়,ঘরে আসা সুভাগ্য কে পায়ে ঠেলতে হয় না আপু!দেখবে তুমি ভীষণ সুখে থাকবে তুমি সুখে থাকলে তোমার বোন অনেক ভালো থাকবে।তুমি কি চাও না আমি খুশি থাকি?
সোহানা নিজের বোনকে ঝাপটে জড়িয়ে ধরে বললো–,,বড়দের মতো কথা বলতে শিখে গেছিস?আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে না।

–,,আপু বলো না বিয়েটা করবে শুধু আমার জন্য প্লিজ!
–,,কিন্তু!
–,,কোনো কিন্তু নেই, বিয়েতে তুমি রাজি এ কথাটা ভাইয়াকে বলে আসো যাও!
সোহানা বোনের দিক সরু চোখে তাকালো মিন মিন করে বললো–,,তুই বলে দে,আমি এটার সাথে কোনো কথা বলবো না!
রাহা মুখ চে’পে হাসলো,ভাইয়া টাকে তার আপু কেনো যেনো এতো ভয় পায় কে জানে,যাক বিয়েটা তো করবে এতেই হবে!
গাড়িতে বসতেই সাহিল রাহা কে ডেকে বললো–,,সামনে বসতে।
সোহানা গিয়ে পেছনে বসেছে, সাহিল যে পুরো দমে সোহানা কে ইগনোর করছে তা বুঝতে বেগ পেতে হলো না সোহানার।

রাহার সাথে কথা বলছে সাহিল রাহার হোস্টেল ঠিক করেছে সে বাসা থেকেও কাছে,আজকেই সাহিলের সাথে সাহিলদের বাড়িতে যাবে রাহা আর সোহানা।
রাহাকে বাড়ির কাছে নামিয়ে দিয়েই সাহিল আবার গাড়ি স্টার্ট দিলো যার ফলে সোহানা নামতে গিয়ে মাথায় কিছুটা আঘা’ত পেলো পরে বসে পড়লো আগের জায়গায় কি একটা মানুষ বলে কয়ে গাড়ি চালাবে না?
কোথাও একটা যাচ্ছে তারা সাহস করে সোহানা জিজ্ঞেস ও করতে পারছে না সাহিল রেগে আছে চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট।

একটা ছোট বাড়ির সামনে গাড়িটা থামতেই সাহিল নেমে গাড়ির দরজা খুলে দিলো।সোহানা চুপচাপ নেমে গেলো।লোহার গেইট পেড়িয়ে একতলা বাড়িটার ভিতর ঢুকলো তারা শহর থেকে কিছুটা দূরেই বটে,বাড়ির দরজায় ধাক্কা দিতেই বেরিয়ে আসলেন মধ্যে বয়স্ক মহিলা।সাহিল কে দেখেই জড়িয়ে ধরে বললো–,,কেমন আছিস বাবা?
সাহিল হেসে বললো–,,ভালো আছি মামি।একজন কে তোমার সাথে দেখা করাতে আনলাম!

–,,কাকে?
–,,তোমার ছেলের বউ!
সোহানা ঘাপ’টি মে’রে সাহিলের পেছনে লুকিয়ে ছিলো
সাহিল শক্ত হাতে টেনে তাকে সামনে আসলো,সোহানা অপ্রস্তুত হেসে সালাম দিলো!
মিসেস খান তার মুখে হাত রেখে বললো–,,মাশাআল্লাহ!ছেলের আমার পছন্দ আছে,বাবা ভিতরে আয় প্রথম বার মেয়েটাকে নিয়ে এসেছিস কিছু মুখে দিতে হবে তো!
সাহিল সোহানার হাত টেনে ভিতরে নিয়ে গেলো।সাহিল ইলিয়াস খানের সাথে দেখা না করলেও সোহানা করেছে।ইলিয়াস খান দোয়া করলেন তাকে,ছেলেটা যে এতোকিছুর পর ও তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছে এটাও কি কম!ছেলেটার জীবনের সব সুখ তো তিনি বিন’ষ্ট করেছেন বাকি জীবন টা না হয় অনেক অনেক বেশি সুখ শান্তিতে কাটুক তার এই দোয়াই করেন!

সাহিল বিদায় নিয়ে সোহানা কে দিয়ে গেলো শপিং মলে,ছেলেটা কোনো কথা বলছে না তবুও ছুটিয়ে মার’ছে সোহানা কে,বেচারি এবার পারলে কেঁদে দেয়!
সাহিল শো রুমের ভিতর ঢুকে সোহানা কে রেখে চলে গেলো,একটা মেয়ে এসে জিজ্ঞেস করলো –,, ম্যাম কি লাগবে?
সোহানা আশপাশ চোখ বুলিয়ে সাহিল কে খুঁজলো এমন একটা জায়গায় একা ফেলে চলে গেলো?

সোহানার চোখ শান্ত হলো সাহিল কে দেখে, সাহিল এসেই শো রুমের মেয়েটার সাথে কথা বললো পরে নিজেই গিয়ে সব কেনা শুরু করেছে।এক বস্তা শপিং ব্যাগ সোহানার হাতে,সোহানার তো তাই মনে হচ্ছে এতো গুলো ব্যাগ সাহিল কিভাবে পারলো সোহানার হাতে দিতে এর কি কোনো দয়া মায়া নেই?রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়লো সব কিছু হোঁচট খেয়ে নিজেও পড়লো সোহানা।সাহিল এগিয়ে এসে শপিং ব্যাগ গুলা উঠালো,সোহানা কে টেনে উঠিয়ে গাড়িতে গিয়ে বসলো।
সোহানার কনুই ক’টে গেছে তবুও সে নিশ্চুপ। কোনো রকম চেপে ধরে আছে,শপিং ব্যাগ গুলো পেছনে জায়গা ভরাট করে ফেলায় সামনে বসেছে সোহানা।

একটা সময় সোহানা ঘুমিয়ে পড়লো।সাহিলে সেদিকে তাকিয়ে হাসলো আর বললো–,,একটু খানি ইগনোর করা সইতে পারছো না জান?আর তুমি কি করেছিলে?তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য তোমাকে দূরে রাখতেই পারি আমি। আর একটু কষ্ট দিবো পরে কোনো রকম কষ্ট পেতে দিবো না তোমায় প্রমিজ!
সাহিল সোহানার দিক তাকালো হাত ধরার পর বুঝলো হাতে তরল কিছু আছে!আচমকা গাড়ি ব্রেক কষলো সাহিল,রক্ত!মেয়েটার হাত কাট’লো কখন?ওতো অযত্নশীল হলে চলে নাকি! হাতটা টেনে জামার হাতাটা সরাতেই আঁত”কে উঠলো সে,টিস্যু টেনে নিয়ে পরিষ্কার করলো হাত, ভাগ্য ভালো রক্ত পড়া বন্ধ হয়েছে ক্ষ’ত তেমন গাঢ় না।
সাহিল আশেপাশে তাকালো হাই’ওয়ের ঠিক পাশেই একটা ফার্মে’সি,এ মুহুর্তে এটারই প্রয়োজন বোধ করছিলো।গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গেলো এক প্রকার বেন্ডে,জ করেই স্বস্তির নিশ্বাস নিলো!

গাড়ি ছুটালো আবার বাড়ির উদ্দেশ্য,মেইন গেইটের কাছে আসতেই ঘুম ছুটে গেলো সোহানার,তা দেখেও যেনো দেখলো না সাহিল।পার্কিং এরিয়াতে গিয়ে হঠাৎ সাহিল রাগে সোহানার দু গাল চে’পে ধরলো হিসহিসিয়ে বললো–,,আমাকে এতোটা নিচু মন মানসি’কতার ভাবো তুমি?তোমার বোনের কথা ভাববো না ভাবলে কি করে!তোমার সাথে বিয়ে না হলেও তোমার বোনকে হে’ল্প করতাম আমি।আর তুমি কি বললে তাকে সাথে রাখতে পারবে না আমাকে বিয়ে করলে!মানলাম তোমার মনে এসব নিয়ে চিন্তা ছিলো সরাসরি আমাকে একবার বলতে পারোনি?আমি কি তোমাকে মে’রে ফেলতাম বললে!তোমার বোনকে আর তোমাকে এ বাড়িতে রাখার সিদ্ধান্ত কবেই নিয়েছিলো নিখিল সাথে বাবা মা ও মেজো চাচ্চুর ফ্রেন্ড ছিলো তোমার বাবা কোনো সম্পর্ক ছাড়াও রাখতো আমার পরিবার আর তুমি কিনা।যাই হোক রাহা নিজেই থাকতে রাজি হয়নি মেয়েটা বললো–,,তার এখানে থাকতে আত্নসম্মানে লাগবে তাই জোর করিনি!

সোহানা ব্যাথায় কুঁকড়ে উঠলো,ফুপিয়ে কেঁদে উঠলো সাহিল হাত নরম করলো তবে সরালো না, নিজের মুখ এগিয়ে আনলো সোহানার দিকে সোহানা কান্না থামিয়ে দিয়েছে ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলেছে।সাহিল তা দেখে হাসলো।
কানের কাছে মুখ নিয়ে বললো–,,চুমু টা তোলা থাক সোহা!
সোহানা এখনো থ মে’রে বসে সাহিল শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে বলে উঠলো–,,গাড়িতে থাকার ইচ্ছে হলে ডোর লক করে থাকো,বলা যায় না কখন কি চলে আসে।

সোহানা এই অন্ধকারে থাকবে মানে তড়িঘড়ি করে নেমে গেলো সাহিলের পেছন পেছন বাড়িতে ঢুকলো।
ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে।সাহিল এগিয়ে গিয়ে সবার জন্য আনা শপিং ব্যাগ গুলো একে একে দিয়ে দিলো।চারদিন আগেই শপিং করেছে অনুষ্ঠানের জন্য তাও ছেলের দেওয়া উপহার পেয়ে খুশি বড়রা।ভাই বোনরাও খুশি হলো।বাকি শপিং ব্যাগ গুলা নিজের সাথে করে নিয়ে চলে গেলো।সোহানা কে কিছু দেয়নি দেখে ভ্রু কুঁচকে তাকালো সব ছোটরা জেরিন বলে উঠলো–,,সোহানা তোমাকে কিছু দিলো না ভাইয়া?
সাব্বির বলে উঠলো–,,ঘোর অন্যা’য় এটা মানা যায় না,এতো মিষ্টি বইনটাকে কিছু দিবে না কেনো?চল চল সবাই নতুন জামাইয়ের ক্লাস নিয়ে আসি!

হামিদা বেগম সোহানা কে টেনে নিয়ে গেলো মাহমুদা বেগমের সাথে পরিচয় করিয়ে দিলো সাথে আরো কিছু নিকট আত্মীয় সোহানা হেসে হেসে সবার সাথে কথা বলছে,মন খারা”প তার সাহিল যদি এমন ব্যবহারই করবে তবে বিয়ে কেনো করছে!
দিন পেরিয়ে যায় চোখের পলকে সাজ সজ্জায় সজ্জিত তিন জোরা যুগল!নেহা পড়েছে গোলাপি রঙা শাড়ি নিখিল সাদা পেন্ট কোর্ট পড়েছে। মিহির গোল্ডেন কালারের স্যুট!বৃষ্টি সেজেছে লাল বেনারসি পড়ে।ওরা স্টেজে চলে এসেছে।সোহানা কে এখনো তৈরি করছে জেরিন,রাহা,নিখিলের কাজিনরা।

কিছু সময় পর পুরো উঠোন জুরে ছুট লাগালো জেরিন, সামনে সাব্বির, সাব্বিরের পড়নে নীল রঙা পাঞ্জাবি বিয়ে বাড়িতে মেয়ে গুলা দফায় দফায় ক্রাস খেয়েছিলো সিঙ্গেল ভেবে। সাব্বিরের পেছনে ছুটকে থাকা জেরিন পড়নে আকাশী আর নীল মিশ্রনের লেহেঙ্গা!এক হাতে লেহেঙ্গা উঁচু করে ছুটছে আর বলছে –,,আবার লাগবি আমার পেছনে বল বল কেনো আমার চুল গুলো খুলেছিস!
সাব্বির থেমে যায় হঠাৎ একটা মেয়ে সামনে আসায় মেয়েটা হেসে গদগদ কন্ঠে বললো–,,আপনি দেখতে তো সুপার হ”ট মিস্টার সাব্বির!

জেরিন রাগে ফুঁসছে। কোমরে হাত দিয়ে আচমকা পায়ে হাত দিয়ে চেঁচিয়ে উঠলো সাব্বির মাথা ঘুরিয়ে জেরিন কে নিচে বসে থাকতে দেখে দৌড়ে এসে বললো–,, কোথায় লেগেছে বল আমায় দেখি দেখি পা টা হাঁটুর উপর রাখ।জেরিন খালি পায়ে দৌড়ে এসেছে পায়ে বালি, এখন পা উঁচু করবে মানে?
সাব্বির নিজে টেনে উঠালো পা জেরিন টাল সামলাতে না পেরে চেপে ধরলো সাব্বিরের দু কাঁধ এদিকটায় শুধু ছোটরা বড়রা বাড়ির ভিতরে অপর পাশটায় বড় স্টেজ করা হয়েছে।
জেরিনের পা দেখে হাসলো সাব্বির বউটা তার এতো জে’লাস!মেয়েগুলো চোখ রসগোল্লা করে তাকিয়ে দেখছে কাহিনি।কেউ কেউ রেগে নাক ফুলাচ্ছে।

সাব্বির পকেটে হাত দিলো একটা বের করে আনলো জেরিন পা সরাতে নিলেই সাব্বির বলে উঠলো–,,বউ!
জেরিন সরু চোখে তাকালো মেয়ে গুলো আফসোস করে বলে উঠলো–,,এই সুন্দর ছেলেটাও বিবাহিত? এই বংশের পোলা গুলা কতো সুন্দর আর সব গুলা বের হলো বিবাহিত!
জেরিনের পা গলিয়ে পড়ালো চকচকে পাথর বসানো পায়েলটি।তার পর কোলে তুলে নিলো।
জেরিন গলা জড়িয়ে কন্ঠ খাদে নামিয়ে বললো–,,এতো সেজেগুজে বের হয়েছিস কেনো বেদ্দ’প মেয়েগুলা কিভাবে তাকাচ্ছে দেখেছিস, আমার কিন্তু রাগ হচ্ছে পরে তোকে সব সামাল দিতে হবে বলে রাখলাম,রাগ কিন্তু তোর উপর ঝাড়বো!

–,,ঘসেটিবেগম। আমার ভীষণ আদর আদর পাচ্ছে জান চল রুমে যাই একটু আদর করে ছেড়ে দিবো!
জেরিন সাব্বিরের বুকে মার’লো কয়েকটা বলে উঠলো–,, দিন দুপুরে প্রেম নির্লজ্জ পোলা।নামা আমাকে।
–,,নো ওয়ে,আই নিড আ কি’স!
জেরিন চোখ পাকিয়ে বললো–,,সবার সামনে?
সাব্বির আশেপাশে চোখ ঘুরিয়ে বললো–,,কেউ তো নেই আর ওই মেয়ে গুলা কে তুই কি মানুষ ভাবছিস? আমি তোকে ছাড়া এখানে কাউকে দেখতে পাচ্ছি না,চুমু চাই মানে চাই,রুমে গেলে তুই আর বের হতে পারবি না পরে আবার আমাকে দোষ দিতে পারবি না!

জেরিন চোখ ছোট ছোট করে বললো–,,এখন না প্লি,,,,!
কথা বলার আগেই সাব্বির জেরিনের ওড়ানা টেনে দুজনের উপর দিয়ে দিলো অধর জুড়ে চুমু খেলো নিজের ব্যক্তিগত নারীর!
জেরিনের কপালে কপাল ঠেকিয়ে বললো–,,এটা কিন্তু ঠিক না ঘসেটিবেগম রোজ রোজ আরো পাগ’ল করে দিচ্ছিস তুই আমায়!
–,,এবার ছাড় নামা কোল থেকে কেউ এসে দেখলে কি ভাববে!
জেরিন কে নামিয়ে দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরলো আবার ওড়নাটা গায়ে জড়িয়ে দিয়ে তার হাত ধরে হাঁটা দিলো।

সোহানা আর সাহিলের বিয়ে সম্পূর্ণ হবে কিছু সময় পর।সোহানার পড়নে গাঢ় মেরুন রঙা লেহেঙ্গা,কিন্তু সাহিল তো আজকে সবাই কে তাক লাগিয়ে দিয়েছে একদম।বিয়ের শেরওয়ানি বাদ দিয়ে শুভ্র রঙা পাঞ্জাবি পড়ে হাজির, একদম সিম্পল সাজ তবুও যেনো চোখ ফেরানো দায়।পরিবার টা যেনো আজ কানায় কানায় পূর্ণ হামিদা বেগমের চোখ ভরে আসলো।তার পরিবারের সুখ সব সময় বজায় থাকুক সব সময় মিলেমিশে যাতে থাকতে পারে সেই প্রত্যাশাই করে!
একসময় কাজি সাহেবের বিয়ে পড়ানো শেষ হলো, আত্মীয় স্বজন রা নব দম্পতি কে দোয়া করলেন সাথে বাকি দুই জোড়া কে ও।বাড়ির হাসি খুশি পরিবেশ টা মুহুর্তেই গুমোট হয়ে আসলো, বৃষ্টির বিদায়ের সময় এখন যদিও বহু দূরে নয় তার পরও মেয়েটা এখন থেকে ওই বাড়িতে থাকবে।নিজের সংসার হবে সব কিছু সামলে কি অতো সময় হবে আসার?আগের মতো মেয়েটাকে কি পাবে সবাই!

প্রতিবেশিরা হয়তো হাসা হাসিও করছে এখান থেকে এখানে বিয়ে দিয়ে এমন করে কাঁদছে যেনো মেয়ে কে দেখতে পারবে না কতোকাল!তবুও তারা কি করে বুঝবে একটা মায়ের মনের আকুতি?মায়ের কাছে সন্তান তো সেই ছোট্টটিই থাকে সব সময়।চোখের আড়াল হলেই তো দিশে’হারা হয়ে পড়েন মায়েরা।যেই মেয়েটি সারা দিন মা মা করে বাড়ি মাথায় তুলতো সে মেয়েটি আর সব সময় মা মা করে ডাকবে না!মাতৃত্বের ভাগ যে অন্য কাউকে দিতে হবে আজ,নতুন মা পাবে পরিবার পাবে ঘর পাবে,এতোই কি সহজ সব কিছু?তবুও প্রকৃতির নিষ্ঠু”রতম নিয়ম মেনে নিতে হয় সবাই কে।বিদায় দিতে হয় কলি”জার টুকরোটাকে।বাবার চোখের মনি,ভাইয়ের আদরের, বোনদের সুখ দুঃখের বন্ধু, এতোই কি সোজা এক ঝটকায় সব কিছু পর করে দিয়ে নতুনত্ব বরণ করা!

বৃষ্টির বিদায় হলো কেঁদে কেটে ভাসিয়ে দিলো পরিবারের প্রতিটি মানুষ। মিহিরের ও খারা’প লাগছে সে জানে বৃষ্টি চাইলেই এখানে সারা দিন থাকতে পারবে সব সময় আসতে পারবে।এ পরিবার টা তার নিজেরও পরিবার সবাই কে এমন বিধ্ব”স্ত দেখে সে নিজেকেও ঠিক রাখতে পারছে না।বৃষ্টি কে শক্ত করে বুকের সাথে আগলে ধরে নিয়ে গেলো নিজের বাড়িতে।নতুন বউ বরণ করলো মিহিরের মা, তার আত্মীয় স্বজন রা!
সোহানাকে ও বরণ করে ঘরে তোলা হলো সব নিয়ম কানুন মেনে ঘরে নিয়ে যাওয়া হলো!
রাত প্রায় এগারোটা সাহিল ঘরে আসেনি, অভিমানে কষ্টে ডুকরে কেঁদে উঠলো সোহানা মানুষটার এতো রাগ তার উপর?এতোদিন এভাবে এরিয়ে চললো আর আজ বিয়ে করে প্রতিশো’ধ নিলো!শুধু মাত্ররো রাগ উগরে দেওয়ার জন্যই কি তবে এই বিয়ে কোনো ভালোবাসা নেই সবই মরিচীকা!

সোহানা আয়নার সামনে দাঁড়িয়ে রাগে দুঃখে সব সাজ সজ্জা টেনে খুলে ফেললো মাথায় খোঁপা ছাড়া কিচ্ছু অবশিষ্ট নেই,কিছুক্ষণ পর পর নাম টানছে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তিড়বিড় করে কাপছে নামের পাটাতন, মেরুন রাঙা ঠোঁট! অবহেলায় সাইডে পড়ে আছে দোপাট্টা। হাতে থাকা কাঁকন টা খুলতে খুব মনোযোগী সোহানা সে খেয়ালই করে নি সদ্য বিবাহিত বউয়ের এমন রূপ দেখে কেউ একজন তীক্ষ্ণ চোখে তাকিয়ে।সাহিলের বউ হবে কোমলমতি আর সে বউ কিনা অভিমানে টইটম্বুর হয়ে যে কাজ সাহিলের করার কথা সে কাজ নিজে করে ফেলেছে!

কোমরে ঠান্ডা স্পর্শ ঘাড়ে কারো অবাধ্য বিচরণে মনোযোগ হারায় সোহানা পর পর কেঁপে উঠে সোহানার ছোট্ট দেহখানা।সাহিল কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছে সোহানা কে।হাত থেমে গেলো সোহানার শিরশিরে অনুভূতি হলো যেনো সর্বাঙ্গে।প্রথম কোনো পুরুষ তার এতোটা কাছে এসেছে হৃদয় প্রাঙ্গনে যেনো ঝ’ড় বইছে।চোখ খিঁচে বন্ধ করে নিজের হাত দিয়ে খামচে ধরলো সাহিলের হাত সাহিলের হাত থেমে গেলো, আয়নাতে তাকিয়ে নিজের স্ত্রী কে আপাদ’মস্তক দেখলো সাহিল।কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো–,,ভালোবাসি সোহারানী,ভালোবাসি অভিমানী কন্যা,ভালোবাসি ভালোবাসি আমার হৃদয় রাজ্যের মহারানী,এ অধমকে গ্রহণ করে তাহার জীবন ধন্য করো তুমি!

সোহা অবাক চোখে তাকালো, এতোদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখানো হচ্ছে?এক ঝটকায় ছাড়িয়ে নিলো নিজেকে সোহানা, দূরে সরতে গিয়েও বেশি দূর যেতে পারেনি সোহানা আবদ্ধ হলো সাহিলের বাহুডোরে!সোহানা এবার ফুপিয়ে কেঁদে উঠলো। সাহিলের বুকে এলোপাতাড়ি মে’রে বললো-,,আমাকে কষ্ট দিয়ে বেশি শান্তি পান তাই না?কেনো এতো দিন কথা বলেননি আমার সাথে?আমার কি অনুভূতি বলতে কিচ্ছু নাই?যা আছে শুধু আপনার একার!ছাড়ুন আমাকে।

–,,আমাকে ভালোবাসো সোহারানী?
–,,তাতে আপনার কি আসে যায়?
সাহিল সোহানাকে নিজের মুখোমুখি করে চোখে চোখ রেখে বললো–,,চোখের দিক তাকিয়ে বলো!
সোহানা এলোমেলো দৃষ্টি সরালো,সাহিল হাসলো!
গম্ভীর কন্ঠে বললো–,,আজও বলবে না তাই তো?
সোহানা নিশ্চুপ রইলো সাহিল সোহানাকে ছেড়ে দরজার দিকে এগোতেই সোহানা বিদ্যুতের গতিতে এসে ঝাপটে ধরে সাহিল কে,বুকের সাথে মিশে গিয়ে বললো–,, ভালো,,বাসি!
–,,শুকনো প্রোপোজাল নট একসেপ্টেবল!
–,,কিভাবে বলতে হবে তাহলে?

সোহানার বোকা প্রশ্নে হেসে দিলো সাহিল।নে’শায় তলিয়ে যাচ্ছে সে এই যে মেযেটা তার বুকের সাথে মিশে আছে এর থেকে পরম শান্তি আর কোথায় পাবে!মেয়েটার চুল থেকে ভেসে আশা মিষ্টি সুগ্রাণ মেয়েলি স্মেল টা বড্ড টানছে সাহিল কে!
–,,যা চাই তা দিবে?নিজ ইচ্ছেতে!
কন্ঠে কেমন আকুতি সাহিলের, সোহানা বুঝলো যেনো লজ্জায় আড়ষ্ট হয়ে বললো–,,কি চাই একবার বলুন!
সাহিলের ভনিতা বিহীন আবদার–,,তোমাকে!সম্পূর্ণ রূপে যেখানে তোমার দিক তাকালেই সে চিৎ’কার করে জানান দিবে তুমি শুধু সাহিলের প্রিয়তমা!তোমার প্রতিটা নিঃশ্বাসে মিশতে চাই, তোমার অস্তিত্বে বিলীন হতে চাই দিবে কি তার অনুমতি!

সোহানার চোখ ছলছল করে উঠলো, উপর নিচ মাথা নাড়িয়ে জানান দিলো সে হতে চায় শুধু তার সাহিলের!
সাহিল কপালে চুমু খেলো, এই মায়ার জাল বিছানো মায়াবীণির অধর জোরা নিজের আয়ত্তে নিয়ে দীর্ঘ চুমু দিলো।ঘাড়ে মুখ গুঁজে বলে উঠলো–,,পাওনা পরিশোধ করে দিলাম!
সোহানা হেসে উঠলো,গাড়িতে বলা কথা টা মনে পড়তেই হেসে ফেললো আবার!সাহিল সেই হাসি দেখলো আগ্রহ নিয়ে ভালোবাসা ময় এ জোড়া মুগ্ধ চোখে!
ভালোবাসায় পূর্ণ করে রাখে যে পূর্নতার ভাগিদার ও হয় সে।
সাহিলের অপূর্ণ জীবনে সুখ দুঃখের সাথি হয়ে তাকে ভালোবেসে আগমণ ঘটলো সোহানার এবার পূর্ণতায় ভাসুক তারা,গড়ে তুলুক নিজস্ব প্রেমের জগৎ! যেখানে থাকবে শুধু তারা তাদের ভালোবাসার মিলন তিথির স্মৃতিরা!

নেহা তাকিয়ে আছে অপলক নিজের হাতের দিকে, পুরনো স্মৃতিতে থাকা বিষা’দ টুকু মনে পড়লেও আজ তার মুখ জুড়ে তৃপ্তির হাসি!
সেতারা বেগম নাত বউদের উপহার দিয়েছেন আজ।উপহার দেওয়া শেষে সবাই যেতে নিলেই নেহাকে থামতে বলেন তিনি, নেহার হাত জোড়া নিজের মুঠোও নিয়ে বছর খানেক আগের নেহার খুলে দেওয়া চুড়ি জোরা পড়িয়ে দেয় নিজ হাতে।হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে–,,এই হাত জোরা ছাড়া এই চুড়ির সৌন্দর্য যে বেমানান বইন!তুই বলেছিলি যোগ্য কাউকে দিতে,তোর থেকে ভালো কাউকে কোথায় পেতাম বল!আমার আজ বলতে দ্বি’ধা নেই তুই আমার দাদু ভাইয়ের যোগ্য জীবনসঙ্গী!
নিখিলের হাত টেনে নেহার হাতের মুঠোয় দিয়ে বললো–,,নে তোর যোগ্য হাতে সপে দিলাম আমার নাতিকে,আগলে রাখিস বোন!

নেহা খুশিতে সেতারা বেগম কে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলো, বাড়ির প্রতিটি মানুষের খুশিতে চোখ চক চক করে উঠেছিলো।
নিখিল নেহার কাছে এসে জড়িয়ে ধরে বললো–,,বউজান চলো আজ জোসনা বিলাস করি তুমি আমি আর আমাদের ভালোবাসা উজ্জ্বল তাঁরা কে নিয়ে!
নেহা হেসে বললো–,,যো হুকুম আমার বাচ্চার বাপ!
নিখিল চমৎকার হাসলো,নেহাকে কোলে নিয়ে গেলো বারান্দায় যেখানে গ্রিলের ফাঁ’ক দিয়ে জোসনারা এসে ভীর করেছে ভালোবাসার এই যুগল কে ছুঁয়ে দিতে তাদের ভালোবাসার স্বাক্ষী হতে!

তোমাকে দেখে আমার চক্ষু আজ ধন্য মেঘবালিকা!সেই তুমি হয়েই গেলে মিহিরের লাল টুকটুকে বউ!তোমাকে আমি ভালোবেসেছি গোধূলির ওই রাঙা বিকেলে, নীলাম্বরে সেদিন ছিলো লাল রঙা মেঘেরা,সেদিনই ইচ্ছে জেগেছিলো মেঘবালিকা যেদিন আমার ঘরে আসবে সেদিন সে সাজবে আমার ভালোবাসার মুহুর্তের স্মৃতিচারণ আমার লাল রঙা মেঘ।আমার শেষ বিকেলের গোধূলি রাঙা মেঘপ্রিয়া!

সাব্বিরের কোলে মাথা রেখে আকাশ দেখছে জেরিন,জেরিনের কপালে ভালোবাসার পরশ এঁকে সাব্বির জেরিনের চোখে চোখ রেখে বললো–,,তুই আমার জীবনের সেই শুভ্রতম ফুল যাকে আমি পেয়েছি শুভ্র রঙে মোড়ানো,তোকে পেয়ে আমি আজ পূর্ন, তোকে যেদিন পেয়েছি সেদিন থেকে দেখছি, ভাবছি আর মুগ্ধ হচ্ছি!তোকে কেনো ভালোবাসি জানি না,তোকে কেনো এতোটা আদরমাখা আস্ত মায়া মনে হয় জানি না।শুধু এতোটুকু জানি আমি ডুবছি তোর প্রেমে সাতারা জানি না তবুও চাই আমি ডুবে যাই শুধু ডুবতেই থাকি সেই প্রেমের গভীরতায় সেই গভীরতম ভালোবাসায় যেখানে কখনো বিচ্ছেদ আসে না!

প্রণয়ের সুর পর্ব ৪১

আজ বেজেছে প্রণয়ের সুর প্রতিটি হৃদয়ে,প্রতিটি কোনায় কোনায়,প্রতিধ্বনিত হয়ে বার বার জানান দিচ্ছে পূর্ন হৃদয়ের মানুষগুলো তারা পেয়েছে স্বর্গ সুখ!
চাঁদ আজ তিমির অম্বরে মুখ লুকিয়ে মুচকি হেসে জানিয়ে দিলো সেও স্বাক্ষী এই পরিবারের অটুট বন্ধনের,ভালোবাসার পূর্ণতার।এ বাড়ির ইট পাথরে আজ ভেসে বেড়াচ্ছে প্রেমের প্রজাপতি ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুর তরঙ্গে কোনো এক প্রণয়ের রাজ্যে!

সমাপ্ত