অশ্রুবন্দি পর্ব ৬৭

অশ্রুবন্দি পর্ব ৬৭
ইসরাত জাহান ফারিয়া

সন্ধ্যের আঁধার গায়ে মেখে শেখ ভিলাতে রাজকন্যা নিয়ে হাজির হলো ইজহান শেখ। সবার আগে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে একপাশে চুপ করে দাঁড়িয়ে রইল সে। মিজু দরজা খুলে দেওয়ার পর পুনমের হাত ধরে ইস্মি যখন নেমে এলো, সে খেয়াল করল ইজহান চুপচাপ থম মেরে দাঁড়িয়ে আছে। গায়ের ওড়না ঠিক করারত অবস্থায় চোখাচোখি হতেই ইস্মি প্রশ্নবোধক চাহনিতে তাকালে ইজহান অন্যদিকে মুখ ফিরিয়ে বোঝাল সে ইচ্ছুক নয় তার সঙ্গে কথা বলতে, চোখাচোখি করতে। স্বামীর অহেতুক রাগ বুঝে ইস্মি দীর্ঘশ্বাস আড়াল করে ঠোঁটে আলতো হাসি বজায় রেখে যেচে পড়ে মেয়ের কথা জিজ্ঞেস করল, “ও কি ঘুমিয়েছে?”

ইজহান নিরুত্তর রইল। বারবার বললে খ্যাঁকিয়ে উঠবে এই শঙ্কায় ইস্মি আশা করল না আর স্বামীর উত্তরের। বরংচ বলল, “বাইরে এতোক্ষণ দাঁড়ানো ঠিক হবে না আপনার মা’কে নিয়ে। ভেতরে চলুন!’’
সালেহা বেগম গাড়ি থেকে নেমে ইস্মির সঙ্গেই দাঁড়িয়েছিলেন, ছেলে যে রাগ তা তিনিও বেশ বুঝলেন।
তাই ইস্মির কথায় তাল মিলিয়ে বললেন, “হ আব্বা,
বাবুনির সমস্যা হইব। জিন-পরীর আছড় লাগব। ভেতরে চলো।”
ইজহান একথা শুনে একবারে ফিরে চাইল। সে ভীষণই বিস্মিত হলো এমন একটা কথা শুনে। মাথায় খেলে গেল অন্য একটা দুশ্চিন্তা। তার মেয়েটা যেমন সুন্দর, তার ইস্মিতাও তেমন সুন্দর! অন্ধকারেও যেমন চকচক করছে তাতে এই মহিলার উপরও আকৃষ্ট হতে পারে জিন-ভূতেরা! বউ তাকে না ভালোবাসলে কী, সে তো এই পাষাণীকে ভালোবাসে। মানুষ তো দূর কোনো অদৃশ্য জীবের নজরেও বউকে পড়তে দেওয়া যাবে না। ইজহান তিরিক্ষি কণ্ঠে সালেহা বেগমকে বলল, “আপনার ছেলের বউকেও তাড়াতাড়ি ভেতরে যেতে বলুন, তার উপরেও আছড় লাগবে। আমি কিন্তু সহ্য করব না ওসব নটাঙ্কীপনা…”

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

বলেই সে একাই ভেতরে যাওয়ার পথে পা বাড়াল। এদিকে ওর কথা শুনে সালেহা বেগমের মুখ হা হয়ে গেল। বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন ইজহানের দিকে। যেন তিনি ভুল কিছু শুনেছন! এতো বছরেও যে ছেলে তাকে মা বলে ডাকেনি, মেনে নেয়নি সে আজ সত্যিই তাকে মায়ের স্থান দিলো? এভাবে বলল? এটা কি সচেতন না কি অবচেতন মনে বলেছে? অবশ্য যেভাবেই বলুক না কেন, একটু সময়ের জন্য হলেও তো তাকে মা হিসেবে স্বীকৃতি দিয়েছে! সালেহা বেগম উৎফুল্ল কণ্ঠে ইস্মিকে তাড়া দিলেন, “এই বউ, তুমিও আসো। নতুন মা হইছ, এখন একটু সাবধানে থাকবা বাচ্চা নিয়া। চলো আমি ধরি…”
কেমন নিষ্ঠুর লোক দেখেছ? মেয়েকে নিয়ে একাই চলে গেছে, অথচ বউয়ের খবর নেই! এই তার ভালোবাসা? ইস্মির রাগ লাগল। ক্ষোভ নিয়ে জবাব সালেহা বেগমকে বলল, “আমি আজ এখানেই দাঁড়িয়ে থাকব। আমার স্বামী যখন আমাকে ছাড়াই চলতে পারে, মেয়েকে সামলাতে পারে তখন আমি আর ভেতরে গিয়ে কী করব? আমি যাব না আম্মা।”

“এইডা কোনো কথা বউ? পোলাডার মাথা গরম জানোই তো। রাগ কইরো না।”
ইস্মি জেদ ধরল, “আমি যাব না, উনি নিতে না আসলে আমি যাব না।”
ব্যাক ডালা থেকে মিজু ঔষধপথ্য, ব্যাগপত্র বের করছিল, পুনম দেখে নিচ্ছিল সব ঠিক আছে কি-না! ইস্মির একথা শুনে ও অবাক কণ্ঠে বলল, “মানে কী ভাবি? ভাইয়ার সঙ্গে সঙ্গে তুমিও এখন বাচ্চা হয়ে গেছ?”
“তোমার ভাইয়া বাচ্চা? ত্রিশ বছরেও বাচ্চা? তাহলে তো আমার জন্মই হয়নি এখনো!”
পুনম হেসে ফেলল, “ইনডিরেক্টলি আমার ভাইয়াকে তুমি কিন্তু বুড়ো বলছ!”
“বুড়োই তো, বুড়ো বলেই কোনো ফিলিংস নেই, ইমোশন নেই। কীভাবে আমাকে ফেলে ভেতরে চলে গেল দেখেছ? অথচ আমাকে ছাড়া এক পা-ও না-কি সে চলতে পারে না।”
পুনম ওর দুঃখ বুঝতে পারল, সালেহা বেগম আর মিজুও বুঝতে পারল। তাদের তিনজনের চেহারায়ই দুঃখের ছাপ বোঝা গেল। যেন আসলেই ইজহান আসলেই খুব নিষ্ঠুর। মহা অন্যায় করেছে ইস্মির সঙ্গে।পুনম ছোট্ট শ্বাস ফেলে বলল, “আসলেই চলতে পারে না ভাবি। হসপিটালে কী অবস্থা হয়েছিল জানো না তো, রীতিমতো হার্ট-অ্যাটাকের অবস্থা! তোমার আব্বু তো ভয় পেয়ে তোমার বরকে যাতে এডমিট করিয়ে রাখে সেই পরামর্শও দিয়েছিল ইহসান ভাইয়াকে।”

ইস্মি জানে লোকটা কেমন, তাকে ছাড়া সম্পূর্ণ অচল একটা মানুষ। তবুও ওর খারাপ লাগা কমে না। বলে,
“এতো দরদ সব মেকি! নিষ্ঠুর কোথাকার!”
অভিমান ভরা কণ্ঠে বলল ইস্মি। পরপর হাতের রুমালে মুখ মুছে নিয়ে পুনমের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল ভেতরে প্রবেশের উদ্দেশ্যে। পেছনে ব্যাগ বইতে থাকা মিজু মনে মনে বলেই ফেলল, “এতোদিন ভাবতাম স্যারের মুড সুইংয়ের যন্ত্রণা আপনার থেকেও আমি বেশি সহ্য করি। আমার মতো পোড়াকপালের মানুষ আর নাই। কিন্তু এখন দেখতেছি, আমার চেয়েও বড়ো পোড়াকপালি মানুষটা আপনিই ভাবি। আমার সাথে আপনার দুঃখের ব্যথা মিইল্লা গেল।ভুক্তভোগী ছাড়া আর কেউ এই ব্যথা বুঝবে না।”

পুনমের হাত ধরে ইস্মি সদর দরজা পেরিয়ে বসার ঘরে আসতেই চমকে গেল! মুখটা অল্পবিস্তর হা হয়ে গেল তার। নজর ঠিকরে পড়ল বিস্ময়! মনের ভেতর জমা হওয়া গুমোট ভাবটা যেন দমকা হাওয়ার সঙ্গে মিনিষেই মিলিয়ে গেল। বসার ঘর থেকে সিঁড়ি পেরিয়ে উপরের করিডোর, ইজহান-ইস্মিতার ঘরের দরজা পর্যন্ত রঙ-বেরঙের বেলুন দ্বারা সজ্জিত। লিভিং স্পেসের একপাশে একটা টেবিল সাজানো। সাদা রঙের মখমল কাপড়ে তৈরি টেবিল ক্লথের উপর রেড ভেলভেট কেক রাখা। তার উপর গ্লিটার দিয়ে লিখা, ‘Papa Loves Mamma & Baby.’ কেকের পাশেই জ্বলছে কিছু মোমবাতি। যেগুলো থেকে মিষ্টি সুগন্ধ ছড়াচ্ছে ঘরময়। দৃশ্যটা খুব পরিচিত ইস্মির। সপ্তাহখানিক আগে আযরান-আজওয়ার আগমন উপলক্ষে ইহসান এরকমই একটি আয়োজন করেছিল সৃজার জন্য।

মেয়েটা তো পুরোপুরি চমকে গিয়েছিল! তার জন্যও আজ এমন আয়োজন? ইস্মি বুক ভরে ঘ্রাণ টেনে নিলো। হাসি ফুটল ঠোঁটের কোণে। আড়চোখে তাকিয়ে দেখল ইমরান-মিতুর কোলে মেয়েকে দিয়ে ইজহান গম্ভীরমুখে সোফায় বসে আছে। মাঝেমাঝে ডিরেকশন দিচ্ছে শারাফ-শামির, এলিজা, শেফালি বুয়াকে কীভাবে তার মেয়েকে আলতো করে কোলে নিতে হবে, ব্যথা দেওয়া যাবে না এসব সম্বন্ধে। অথচ এমন একটা ভাব করছে যেন, এইসব আয়োজনের কিছুই জানে না, সে করেনি। স্বামীর নিষ্ঠুর আচরণে বুকের ভেতর মন খারাপের পাহাড় জমিয়ে রাখা ইস্মির রাগ-অভিমানের পাহাড়টা হুট করেই ভেঙ্গে পড়ে সেখানে বুকভরা ভালোবাসা উতলে উঠল। উৎফুল্ল মনের অবস্থা সে অবশ্য চাপিয়ে রাখল নিজের ভেতর, একটুও বুঝতে দিলো না। উদগ্রীব হয়ে এটা-সেটা জিজ্ঞেস করে ওর শরীরের খোঁজ নেওয়া সৃজার সঙ্গে জুড়ে গেল। আযরানকে কোলে নিয়ে আদর করে দিলো, আজওয়ার মাথায় হাত বুলাল। মেয়েকে কোলে নিয়ে কান্না থামিয়ে আবারও এলিজার কোলে দিলো। পুনম ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে, জামাকাপড় ছাড়িয়ে মিষ্টি রঙের একটা গাউন পরিয়ে হালজা করে সাজিয়ে আনলো। আজিজ শেখ বাইরে থেকে ফিরে এসে নাতনির মুখ দেখে দোয়া করে দিলেন, কোলে নিয়ে নিজের খুশি প্রকাশ করলেন। একপ্রকার হৈচৈ শুরু হয়ে গেল সকলের উৎসাহে। ইজহান ভেতরে ভেতরে আগ্রহী থাকলেও উপর দিয়ে কোনোকিছুতেই আগ্রহ দেখাচ্ছিল না; ওকে চুপচাপ বসে থাকতে দেখে ইহসান এসে বলল, “কেক কাটতে যাচ্ছিস না কেন? সবাই ওয়েট করছে!”

“আমি কেক কাটব না।”
“কেন?”
“আমার বউ আমাকে দামড়া বলেছে।”
হাসি পেল ইহসানের, তবে সাধারণ হাসি না। আকাশ-বাতাস কাঁপিয়ে হাসার মতো হাসি। অথচ ভাইয়ের শুকনো মুখ দেখে বহুকষ্টে নিজেকে সামলাল সে। চোখেমুখে গম্ভীর ভাব বজায় রেখেই বলল, “তো কী হয়েছে? তুই কি কচি খোকা? একত্রিশের পথে আছিস…”
কটমট করে ভাইয়ের দিকে তাকাল ইজহান, “তাতে কী? আমাকে বুড়ো লাগে? তোকে লাগে, কিন্তু আমার বয়স এখনো পঁচিশই আছে। দেখতেও পঁচিশের ইজহান শেখের মতোই লাগে। এরপরেও ইস্মিতা আমাকে দামড়া বলল, আমি তো কিছুতেই এসব মেনে নেব না!”

পুরুষ যতোই একে-অপরের শত্রু হোক, তাদের দুঃখ একমাত্র তারাই বুঝতে পারে। ইহসান দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের পাশে ধপ করে বসে পড়ল। সান্ত্বনা দেওয়ার জন্য নিজের গোপন একটা ব্যাপারও বলল, “মেনে নে। মেনে নিলেই জীবন সুন্দর! বউরা এসব বলেই, আমার বউ তো আমাকে শেয়াল থেকে শুরু করে সুগার ড্যাডি আখ্যা পর্যন্ত দিয়েছে, তাতে কী? আমি কী আর সুগার ড্যাডি?”
ইজহান যেন আকাশ থেকে পড়ল, “তোর বউও এসব বলে? এসব শিখল কোথা থেকে? অনিতা মিস তো ফিজিক্স শেখাতো; এসব না…”
দীর্ঘশ্বাস ফেলল ইহসান, “ওসব শেখাতে হয় না, স্বামী বেশি ভালোবাসলে বউরা এসব আপনাআপনি শিখে ফেলে। তুই এতো ভিমরতি ধরে থাকিস না। তাতে লাভের লাভ কচু হবে, মাঝখানে পার্টিটা নষ্ট হবে।”
ইজহান ওর কথায় সহমত জানিয়ে নিজের মনকে প্রবোধ দিলো এই বলে যে, সে একা ভুক্তভোগী না। ভেড়াটাও ভুক্তভোগী। আর ভেড়া যাতে ভুক্তভোগী তাতে সে নিজে ভুক্তভোগী হলে মনকে কোনোভাবে মানিয়ে নেবে সে। দু’জনের গতিপথ এক হলেই মন মানানো যায়। ইজহান হঠাৎ সচকিত চোখে চারপাশ ভালোভাবে লক্ষ্য করে ইহসানকে বলল, “হোয়্যার
ইজ আরসালান?”

“ম দ গিলে ঘুমাচ্ছে!”
“উল্টাপাল্টা কিছু করেনি?”
“এখনো পর্যন্ত না।”
বিস্ময় নিয়ে প্রশ্ন করল ইজহান, “তোর বউকে নিজের বউ দাবি করে বসেনি?”
ইহসান রক্তচক্ষু মেলে চাইল, “নতুন বাপ হয়েছিস না? কথাবার্তা সংযত করতে শেখ! নয়তো থাপ্পড় মেরে দুই গালের চাপা এক করে দেব।”
ইজহানও মেজাজ খারাপ করে বলল, “আমি তো আরসালানের মনো ইচ্ছার কথা বলছিলাম, তেঁতে উঠে হুমকি দিলি কেন? বেশি বড়ো সাজতে যাস না।”

ইহসান হাই তোলার ভান করে বলল, “সাজার দরকার নেই, আমি বড়োই। তাছাড়া কিছু মুহূর্ত আগেও তুই নিজ মুখে স্বীকার করেছিস তোর বয়স পঁচিশ, তোকে না-কি পঁচিশের ইজহানই লাগে৷ এর মানে কী দাঁড়াল? তুই আমার ছোটো। ইনফেক্ট ইমরান আর জানেরও ছোটো! আচ্ছা, অতদূরে যাচ্ছি না, আমার নিচের সিরিয়ালেই তোকে রাখছি! আজ থেকে আমি বড়ো, তুই মেঝো, ইমরান সেঝো, আর জান সবার ছোটো। ঠিক আছে না? এতোদিনে আমাদের সিরিয়ালের একটা হিল্লে হলো, কাউকেই আর কনফিউজড হতে হবে না। আচ্ছা, আজকের পার্টিতে এটা ঘোষণা করে দিলে কেমন হয়? ছোটো মা আসার সঙ্গে সঙ্গে তার বাপও কচি হয়ে গেল, এটা শুনলে সবাই নিশ্চয় হতবাক হবে, কী বলিস? সবাইকে হতবাক করে দেব?”

রাগে লাল হয়ে গেছে ইজহানের মুখ। ফুঁসতে ফুঁসতে একহাত দিয়ে চুল টনে ধরল সে ইহসানের, পা দিয়ে লাথিও বসাল। ইহসানও ওর হাত মুচড়ে ধরল, টি-শার্টের গলা টেনে ধরল। উলটো দিকের সোফায় বসে দুজনে বিতন্ডতায় লিপ্ত হওয়ায় ইজহান কন্যা নিয়ে হুল্লোড়ে মেতে থাকা বাকিদের চোখে পড়ল না ব্যপারটা। তবে একজন যার চোখে পড়ল, সে হলো সৃজা। আযরানের ডায়াপার চেঞ্জ করছিল সে একটু দূরের ডিভানে শুইয়ে। ফিসফিস শব্দে কেউ ঝগড়া করছে এমন মনে হতেই এপাশ-ওপাশ ফিরে তাকালে দু-ভাইয়ের মারামারিটা চোখে পড়ল ওর। সঙ্গে সঙ্গেই ভ্রু কুঁচকে গেল এদের কাহিনী দেখে। ধৈর্য ধরে আযরানকে চেঞ্জ করিয়ে ওকে একহাতে কোলে নিয়ে এসে দাঁড়াল ওদের সম্মুখে। আকস্মিক সৃজাকে নিজেদের সামনে দাঁড়াতে দেখে মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে ভদ্রলোক সেজে গেল দুই ভাই। কারণসৃজার সঙ্গে সঙ্গে আযরানও ড্যাবড্যাব করে তাদের দেখছে! তারা তৎক্ষনাৎ আড়ষ্ট হেসে কথা গুছাতে লাগল মনে মনে। ওদের আমতা-আমতা ভাব দেখে সৃজা রুষ্ট গলায় বলল, “ছেলেমেয়ের বাবা হয়েছেন তো, অথচ আপনাদের অভ্যাসে পাল্টাননি! বাচ্চাদের কথা চিন্তা করে হলেও এবার একটু শুধরে যান। ওরা আপনাদের থেকে কী শিখবে? আশ্চর্য!”

ইহসান বউয়ের রাগ বুঝে বোকা বোকা হেসে হাত বাড়াল ছেলেকে কোলে নেওয়ার জন্য, “আযরানকে দে।”
সৃজা দিলো না, “আগে শোধরাও, পরে কোলে নিতে এসো।”
ইজহানও হাত বাড়িয়ে বসেছিল, সৃজা তাকেও দিলো না। বলল, “আপনার দুটো মেয়ে যদি এভাবে একজন আরেকজনের পেছনে লেগে থাকে, সেটা কি ভালো দেখাবে ভাইয়া? নয় তো? তাই বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য হলেও আপনাদের ঝামেলা মিটিয়ে ফেলুন, যদিও আপনাদের ঝামেলার কারণগুলো হাস্যকর!”
এই বলে যেতে যেতে ইহসানকে বলল, “ঝগড়া করবে মেয়েরা, ছেলেরা নয়! অথচ তোমরা দুই ভাইই মেয়েদের মতো ঝগড়ায় পারদর্শী! দরকার পড়লে কোনো কোর্সে ভর্তি হও, তারপরেও শেখো কীভাবে ঝগড়া না করে নিজেদের সংযত করতে হয়, অন্তত বাচ্চাদের সামনে!”
সৃজার মুখ ঝামটা খেয়ে দুই ভাই বসে রইল অনেকক্ষণ! একটা সময় পর মেজাজ খারাপ করে ইজহান বলল, “তোর বউ আমার কোলে দিলো না আযরানকে!”

“আমার কোলেও না, অথচ আমি বাপ হোই ওর।”
“আমার একটাই মেয়ে হয়েছে, ছেলে নেই। তারপরও পারল এমন করতে? দিলোই না ছেলেটাকে? এতো হিংসুক তোর বউ? আমি কিন্তু তোর বউকে গায়েব করে দেব!”
“আর আমি বুঝি আঙ্গুল চুষব?”
“কী করবি? আমার বউকে কিডন্যাপ করবি? তোর ব্যাংক-ব্যালেন্স কতো? ফকির…আমার বউকে একবেলা খাওয়াতেও তো পারবি না প্রোপারলি!”
“তোর বউকে কিডন্যাপ করলে তো তুই মরে যাবি, তুই মরে গেলে যন্ত্রণা দেব কাকে? তারচেয়ে ভালো হবে ছোটো মাকে কিডন্যাপ করব, তোরা বর-বউ বাচ্চা হারিয়ে যন্ত্রণা ভোগ করবি…”
ইজহান তেঁতে উঠল, “বা—ল করবি তুই আমার!”
ইহসান ওর চোয়াল জোড়া চেপে ধরে বলল, “বেশি ফটরফটর করবি, মুখ খারাপ করবি তো জনসম্মুখে তোর অতীত কাহিনী ফাঁস করে দেব। দু’সেকেন্ডও নেব না।”

বাচ্চার বাপ হয়ে গেছে এরপরেও ভেড়াটা ওর সংসার ভাঙার ধান্ধায় আছে? শুধু একটা দুর্বলতা আছে সেজন্য? ইজহান কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল ভাইয়ের দিকে, ইহসান তা দেখে হাসলো। ওকে ছেড়ে দিয়ে আরাম করে পা তুলে বসলো। ওর হাসি আর ভাবভঙ্গি দেখে ইজহানের মনে হলো, এই হাসিটা আরসালানের সেই শয়তানি হাসির মতো। শরীরের ভাষাটাও আরসালানের মতো। সে বিক্ষুব্ধ গলায় ফিসফিস করে বলল, “আরসালান তোর জিনিসে ভাগ বসায় কারণ তোরা দুইজন একজনই। তোদের দুটোর স্বভাব এক, চাহিদা এক। একটুও পার্থক্য নেই।”
ইহসান সোফায় পিঠে ঠেকিয়ে বসে দুর্বোধ্য হাসে, “তা বটে। আমাদের ব্যাপারটা একই। পজিটিভ-নেগেটিভ ধারায় যতো গড়মিল! জান কী চায় সেটা ও নিজেই জানে না। তবে এটা চায়, আমি ওর প্রতি জেলাস হোই। অথচ আমার করুণা হয় ওর ভবিষ্যত ভেবে। বাই দ্যা ওয়ে, তুই আর আমিও কিন্তু এক…আলাদা নই। আমি জানি তুই এখন খুব করে চাইছিস ইস্মিতার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে, অথচ মুখে প্রকাশ করছিস না…হ্যাঁ না?”

উত্তরের অপেক্ষা করল না কথাটা বলে। ইহসান হাত ধরে টেনে নিয়ে গেল ওকে কেক কাটার জন্য!
ইজহান যদিও নাটক করছিল, তবুও ইহসান জোর করে ওকে ইস্মির পাশে দাঁড় করিয়ে দিলো। কালবৈশাখীর কালো মেঘের ন্যায় চোখমুখ অন্ধকার করে ইজহান বউয়ের পানে একবার তাকাল, মিষ্টি রঙের পোশাকে তার বউটাকে মিষ্টি আলুর মতো আদুরে দেখাচ্ছে। ইচ্ছে করল বউয়ের হাতে একটা
চুমু খেতে, কিন্তু বউ তো তাকে দু’টাকার মূল্যও দেয় না, কেন খাবে চুমু? সে এতো সস্তা না, হুহ!
থমথমে মুখ নিয়েই সে ইস্মির হাতের উপর নিজের হাত রেখে একসঙ্গে কেক কাটল। তবে ইস্মির হাতে সে নিজে কেক খেল, বউকে খাইয়ে দিলো না। শারাফ-শামির, পুনমকে খাইয়ে দিলো। বাকিদের সঙ্গেও স্বাভাবিক ব্যবহার করল। বাচ্চাদের হৈ হৈ রবে, চাকর-বাকরদের হুড়োহুড়িতে পরিবেশটাই আনন্দময় হয়ে উঠল। ভালো লাগছিল ইস্মির। উপভোগ করল পুরো আয়োজনটা। পরিশেষে ক্লান্ত হয়ে যখন নিজেদের ঘরে ফিরতে নেবে, কাঠ মুখ করে তাকে আদেশ-নির্দেশ দিতে থাকা ইজহানকে সে একফাঁকে ফিসফিস করে জিজ্ঞেস করল, “সবকিছু আপনি
অ্যারেঞ্জ করেছেন? আমার জন্য?”

“তুই আমার কে? আমি সব করেছি আমার মেয়ের জন্য!”
ইজহান কাঠখোট্টা স্বরে জবাব দিলো। ইস্মি ঠোঁট টিপে হাসি আটকাল। কারণ এলিজা তাকে জানিয়েছে ইজহান ওকে সবকিছু আয়োজন করতে বলেছে ইস্মির জন্য, ওকে কীভাবে স্পেশাল ফিল করাবে সে নিয়েই নাকি সকাল থেকে পরিকল্পনা করেছিল এলিজার সঙ্গে। অথচ এখন ভাব দেখাচ্ছে মেয়ের জন্য না-কি এসব আয়োজন! ইস্মি সবার আড়ালে ইজহানের হাত মুঠোয় নিয়ে বলল, “আমি আপনার মেয়ের মা, আপনার ইস্মিতা! আর আপনি এমন
কেন করছেন? শুধু ওই কথাটা বলেছি বলে? রাগের মাথায় বলেছি তো…আর কখনো এমন ভুল হবে না!”

ইজহান বাঁকা চোখে তাকাল। বলতে যাবে ‘আমাকে চুমু খেয়ে প্রমাণ দাও’ কথাটা, কিন্তু বলা হলো না। কারণ ঠিক সেই মুহূর্তেই ইজহান টের পেল কেউ তার আর ইস্মিতার পায়ের কাছ ঘেঁষে দাঁড়িয়ে৷ নরম, রোমশ, অদ্ভুত কোনো একটা প্রাণী…ইজহান বিস্মিত হয়ে তাকিয়ে দেখল বাদামি রঙের একটা কুকুর তার প্যান্ট চাটছে…হতবাক সে এক মুহূর্তে ভড়কে গিয়ে ইস্মিতাকে একটানে নিজের পাশে এনে, দূরছাই ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, “এটা কে? এখানে কেন? কোথা থেকে এলো…এই কুকুরের বাচ্চা ভাগ এখান থেকে….”
কেমি—পুরোপুরি বোকা এবং ভীতিগ্রস্ত নয়নে তাকিয়ে রইল, একপাশে গুটিয়ে গিয়ে ডাইনিংয়ের নিচে লুকিয়ে পড়ল! ইহসান মেজাজ খারাপ করে এসে ইজহানকে ধমক দিলো, “চেঁচানোর কিছু হয়নি, ও শান্ত একটা বাচ্চা। তোর চেঁচামেচিতে ভয় পাচ্ছে।”

ইজহান ততক্ষণে একটু শান্ত হয়েছে, তবুও ওর খ্যাঁকখ্যাঁক কমে না, “কে এনেছে ওটাকে? কার বাচ্চা ও?”
“জান—আরসালানের।”
শান্ত হলো ইজহান, তবে ইস্মি না। ভয়ে ওর চোখমুখ শুকিয়ে গেছে। কুকুর ভয় পায় মেয়েটা। ইজহানের পেছনে দাঁড়িয়ে একপ্রকার ভয়ে মূর্ছা যাওয়ার মতো কাঁপন ধরল ওর শরীরে। ইজহান ওকে স্বাভাবিক করতে বলল, “কিছু করবে না, রিল্যাক্স হও…”
ইস্মি প্রায় কেঁদেই ফেলল, “আমার পা ঘেঁষে দাঁড়িয়েছিল…আল্লাহ আমার ভয়ে এখনো বুক কাঁপছে…আমাকে নিয়ে চলুন এখান থেকে…”
বুকের ভেতর চিনচিনে ব্যথা উদ্রেক হলো ইজহান শেখের। রাগ-ক্ষোভ ভুলে বউকে নিয়ে চিন্তিত হলো সে। অতঃপর ইস্মিতাকে নিয়ে চলল তার ঘরে, সঙ্গী হলো তার ছোট্ট মা-ও! যাবার আগে কেমির উদ্দেশ্যে বলেও গেল, “তুই আমার বউয়ের সামনে আসবি, ল্যাংড়া করে দেব তোর বাপের মতো!”

এসেছে থেকে এলিজার সঙ্গে খুব ভাব হয়েছে শারাফ-শামিরের। বাচ্চাদুটো ওর সঙ্গে সঙ্গেই থাকছে।
ইজু মামার বেবি হবে বলে এই প্রথম মাকে ছাড়া নানা বাড়িতে রাত কাটিয়েছে তারা, মাকে মিস করলেও এলিজার সঙ্গ পেয়ে একটুও বিরক্ত হয়নি তারা। বিশেষ করে শারাফ! এলিজ আন্টির সঙ্গে খুব ভাব হয়েছে তার। কারণ শারাফের পছন্দের সঙ্গে আন্টির পছন্দ মিলে যাচ্ছে। যেমন এলিজ আন্টি তার মতোই ফুল পছন্দ করে, বিড়াল পছন্দ করে এমনকি জান মামার কুকুর—কেমিকেও পছন্দ করেছে। সকালে, দুপুরে খাইয়েছেও দু’জন মিলে। এরপর তো কেমি—জান মামার ঘরে গিয়ে ঘুমাচ্ছে; নানাভাই জান মামাকে ডিস্টার্ব করতে বারণ করেছে বলে ইচ্ছে থাকা স্বত্তেও কেমিকে ওই ঘর থেকে আনতে পারেনি শারাফ। অথচ এখন ঘর থেকে বেরিয়ে এসে ইজু মামার সুপার উইম্যানকে ভয় দেখিয়ে ধমক খেয়েছে কেমি; এটা দেখেই মন খারাপ হচ্ছে তার। কেমি তার সঙ্গে ভালো বল খেলে। বাচ্চাটা এখন ভয় পেয়ে আছে, তার সঙ্গে তো আর বল খেলবেই না!

বসার ঘরটা ফাঁকা হতেই শারাফ এলিজাকে বলল তার মন খারাপের ব্যাপারটা। ওটুকু বাচ্চার এতো চিন্তা দেখে এলিজার এতো আদর আদর লাগল শারাফকে, আলতো করে ওর গাল টেনে দিয়ে বলল, “কেমির ভয় কাটিয়ে দিলেই ও আবার আমাদের সঙ্গে খেলবে। তুমি একদম মন খারাপ করবে না। ওকে?”
শারাফ দ্বিগুণ মন খারাপ করে বলল, “যদি না খেলে? আমারই তো মন খারাপ হয়েছে, ওর নিশ্চয় আরো বেশি মন খারাপ?”
একটু ভেবে নিয়ে বলল এলিজা, “ঠিক আছে, আমরা তাহলে ওকে ভালো করে আদর করে দেব! একটুও মন খারাপ লাগবে না কেমির।”

“ও তো বল খেলতে ভালোবাসে, আমি বল নিয়ে আসি তাহলে ও মন খারাপ করবে না।”
এলিজা মিষ্টি করে হেসে বলল, “গুড আইডিয়া, নিয়ে এসো। কেমির মন খারাপ একদম ভ্যানিশ করে দেব…”
শারাফ একপ্রকার ছুটেই গেল তার বল খুঁজতে, এদিকে এলিজা বসল ডাইনিংয়ের নিচ থেকে কেমিকে
বের করে আনতে। সেই তখন যে ভয় পেয়ে কুকুরটা ওখানে গিয়ে শুয়েছে, এরপর আর বেরুয়নি। সকলে যার যার ঘরে চলে যাওয়ার পর ইহসান অবশ্য নিজেই চেয়েছিল কেমিকে বের করে আনতে, কিন্তু এলিজা আর শারাফ ওর কাছে বায়না ধরায় কেমিকে ওদের দায়িত্বেই ছেড়ে দিয়েছে ইহসান।

ভুলিয়েভালিয়ে, খাবারের লোভ দেখিয়ে বহু কসরত করে এলিজাকে বের করে আনতে সক্ষম হলো। কুইকুই শব্দ তুলে কেমি—একদম কোলের উপর বসে পড়ল এলিজার। মাথায় হাত বুলিয়ে, ঘাড় চুলকে দিয়ে আদর করে দিতেই কেমি শান্ত হলো। এলিজা গলা জড়িয়ে ধরতেই ওর হাত চেটে দিলো। কেমিকে মানিয়ে নিয়ে ওর গলার বেল্ট ধরে মেঝে থেকে উঠে দাঁড়াতেই এলিজার নজরে পড়ল লম্বা-চওড়া যুবকের উদোম একটা শরীর৷ পরণে ফর্মাল একটা কালো রঙের প্যান্ট, কোমড়ে ঢিলেঢালাভাবে জড়ানো। নাভি ছাড়িয়ে অনেকটা নিচে। যুবক দাঁড়িয়ে ইস্মিতার জন্য সাজানো ছোটো টেবিলটার ওখানে, একটা হাত দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে তো অন্য হাতে কেকের উচ্ছিষ্ট অংশ। যেটা বহু আয়েশ করে সে খাচ্ছে! মুখ-নাক, ঠোঁটের পাশে লেগে আছে লাল-সাদা রঙের ক্রিম।

অশ্রুবন্দি পর্ব ৬৬

কোনো স্বাভাবিক মানুষ এভাবে খেতে পারে না। এলিজার ধারণা চোখের সামনে সে কোনো পাগলকে দেখছে, যার পেটে বহুদিন কিছু পড়েনি, অনেকদিনের বুভুক্ষু সে! ভাবনার মাঝেই আচমকা এলিজার হাত ছাড়িয়ে কেমি একদৌড়ে ছুটে গেল যুবকের কাছে, পায়ের কাছে শরীর ঘেঁষতে ঘেঁষতে দৃষ্টি আকর্ষণ করল যুবকের। দীর্ঘদেহী যুবক ঝুঁকে বসে বড়ো এক স্লাইস কেক ঢুকিয়ে দিলো কেমির মুখ!

অশ্রুবন্দি পর্ব ৬৮