আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৪৫(২)

আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৪৫(২)
লেখনীতে সালমা চৌধুরী

আবির আবারও মেঘকে ডাকে ততক্ষণে মেঘ রুম থেকে বেড়িয়ে পরেছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুঁত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে তা কি অষ্টাদশী জানে? মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকেই সাবধানে রাখে। মেঘের সাড়াশব্দ নেই, আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না।

গত দু’রাত নির্ঘুম কাটিয়েছে, প্রচন্ড মাথা ব্যথা স্বত্তেও আবির উঠে বেলকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা,চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যান না তিনি।

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

মেঘ, মীমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির তিন বউ একসঙ্গে শপিং এ যান, কখনো তিন ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান, আবার কখনো খান বাড়ি ৩ রাজপুত্র আর ২ রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়৷ কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায় নি। ফুপ্পির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু, বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কন্ঠে বলল,

“বড় আম্মু, দাও আজ চা আমি করবো৷ ”
“তুই পারবি না মা, হাত পুড়ায়া ফেলবি।”
” মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না!”
“তুই বড় হয়ে গেছিস?”
“অবশ্যই হইছি। আগামী মাসে ১৯ বছরে পা দিতে যাচ্ছি।”
“মাশাআল্লাহ৷ বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে”
মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল৷ মনে মনে বলল,

” জামাই ফিক্সড, এখন তোমার ছেলের হাতে সব৷ তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হবো। আহা কি শান্তি! ”
মালিহা খান ধীর হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন,
” বিয়ের নাম শুনেই এত লজ্জা?”
মেঘ লাজুক হাসলো৷ মেঘের এই লজ্জার কারণ যে অন্যকিছু এটা মালিহা খানকে বুঝতে দিল না৷ কিছুটা স্বাভাবিক হয়ে দুকাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে দু ভাই ই নড়েচড়ে বসলেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্ত স্বরে শুধালেন,

“আম্মু, তুমি চা আনতে গেলে কেন?”
” এমনিতেই৷ ”
আলী আহমদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন,
“মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে। কি লাগবে বলো মা”
মেঘ হাসিমুখে উত্তর দিল,
“কিছুই লাগবে না বড় আব্বু”
মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন,

“তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? ”
“চিরিয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে।”
“ঘুরাঘুরি করে মন ভালো হয়েছে?”
মেঘ চোখ বন্ধ করে ঢোক গিলল৷ মনে সাহস জুগিয়ে বলল,
“ভালো লাগে নি বরং মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। ”
“কেন?”

ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসেন। দীর্ঘনিঃশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল,
” সবাই সবার আব্বু-আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভাল লাগছিল। আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখি নি আমাদের বাসায় সবাই একসঙ্গে কোথায় ঘুরতে গিয়েছে! আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ সেই সঙ্গে আবদারও ”

আলী আহমদ খান ধীর কন্ঠে বললেন,
“তোমার আম্মু, বড় আম্মু, কাকিয়া কে নিয়ে যেও আর আমি ইকবালকে বলবো নে, সেও তোমাদের সঙ্গে যাবে।”
মেঘ অভিমানী কন্ঠে জানালো,
“আমি বলেছি সবাই মানে খান বাড়ির প্রত্যেকে। সেখানে আপনারা দু’জনও পড়েন।”
মোজাম্মেল খান ভারী কন্ঠে বললেন,
“আমাদের কাজ আছে। বাকিদের নিয়ে যেও ”

“আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস আমি খোঁজ নিয়েছি অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু চলুন না”
“না মামনি। তোমরা ঘুরে আসো। টাকা দিয়ে দিব নে, খাওয়াদাওয়া করে কেনাকাটা করে আইসো।”
মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল,
” থাক টাকা লাগবে না। আপনাদেরও কোথাও যেতে হবে না৷ আমি কত আশা নিয়ে আসছিলাম, সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে৷ সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না। শুধু মুখেই বলেন। ”
“এভাবে বলছো কেন মা! আচ্ছা ঠিক আছে তোমার আব্বুও সাথে যাবে। তবুও মন খারাপ করো না”
মেঘ অত্যন্ত গুরুতর কন্ঠে বলল,

“বললাম তো কাউকে যেতে হতে না। আপনারা আপনাদের ব্যবসা, কাজ নিয়েই ব্যস্ত থাকুন। আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনারা আপনাদের কাজ করুন। ”

মেঘ চলে যেতে নিলে আলী আহমদ খান ডাকলেন৷ শান্ত স্বরে মেঘকে বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। একপর্যায়ে মেঘ বলে বসলো, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারো সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমদ খান বেশকিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনও অপূর্ণ রাখেন নি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন, প্রতি সপ্তাহেই চার ভাইবোন মিলে ঘুরতে যেতেন।

ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতিই ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কান্ড ঘটানোর ফলে ভাইবোনের শারীরিক,মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেয়া বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন৷ দু-একবার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরতো৷ তারজন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখাদেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন।

সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পরেছে ইকবাল খানের উপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্বই ইকবাল খানের৷ অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমদ খান জানালেন, তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে! মেঘ ছুটে গিয়ে আম্মু, বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে, আকলিমা খান মীম, আদিকে পড়াচ্ছিলেন তাদেরকেও ডেকে নিয়ে আসছে৷ এরমধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা দু’বার ভ্রু নাঁচালো। আবিরও নিঃশব্দে হাসলো। চোখের ইশারাতেই মেঘের প্রশংসা করল। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন,

“আগামীকাল কি তুমি ফ্রী আছো?”
“কিছু কাজ আছে। কেন চাচ্চু?”
“মেঘ একদম পাগল করে ফেলতেছে আগামীকাল নাকি ভালোবাসা দিবস। সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে?”
আবির উদাসীন কন্ঠে বলল,

“সবাই গেলে আমার তো সময় দিতেই হবে। কাজ না হয় পরেই করলাম।
আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফু্প্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আধমরা হয়ে যাচ্ছিলো। অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজ টা ওনার! এরমধ্যে ইকবাল খান বাসায় আসছেন৷ তানভিরকেও জানানো হয়েছে। কোথায় যাওয়া হবে, কখন যাবে সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুজন আবারও কাগজপত্র দেখছেন৷ ইকবাল খান, আকলিমা খান, মীম, আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসছে৷ আবিরকে দেখে মেঘও আবিরের বিপরীতে গিয়ে বসলো। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন৷ মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,

“আপনার আগামীকাল কি এমন কাজ শুনি?”
“কোনো কাজ নেই। কেনো?”
একটু আগে যে বললেন, “ব্যস্ত, কাজ আছে”
আবির ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত করে বলল,
” কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখেমুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে।”
মেঘ মাথা চুলকে বলল,
“আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন”
আবিরের প্রশস্ত ওষ্ঠ আরও বেশি প্রশস্ত হলো। আবির তপ্ত স্বরে বলল,
“Thank you my dear Sparrow.”
“My pleasure”

আজ সকাল থেকে বাড়িতে হৈচৈ। মীম, মেঘ, আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিলো৷ তাই সাজার তেমন সময় পায় নি৷ আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে৷ সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে, মেঘ এখনও সিদ্ধান্ত ই নিতে পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল৷ কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সেই সকালে বেড়িয়েছে এখনও আসছে না৷ সবার বলাবলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পড়েছে। চুলগুলো বেঁনি করে সামনের দিকে রেখেছে।

একহাতে ঘড়ি আরেকহাতে আবিরের দেয়া কাঁচের চুড়ি থেকে একসেট লাল রঙের চুড়ি পড়েছে। আজ কানে বড় দুল দিয়েছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে দেয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিতো। কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেয়া ছেড়েই দিয়েছে৷ হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপতেছিল।

এরমধ্যে আবির বাসায় আসছে। আড়চোখে মেঘকে খানিক দেখেই দ্রুত রুমে চলে গেল। ২০ মিনিটের মধ্যেই শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমে পরেছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি৷ তবে সেটাতে লাল রঙ একটু বেশিই ভাসছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখেই মাথা নিচু করে মুচকি হাসলো৷ আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন মেঘও ছুটলো। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো৷ মেঘ কাছে আসতেই শান্ত স্বরে বলল,”

“ওখানে একদম শান্ত থাকবি। ফুপ্পিকে তুই চিনিস না৷ আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না৷ মনে থাকবে?”
“আচ্ছা ঠিক আছে।কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন?”
“ফুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পরছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করতেছিল তাই বাসায় গেছিলাম।”
মেঘ উদ্বিগ্ন কন্ঠে বলল,

“আমার ফুপ্পির জন্য খুব টেনশন হচ্ছে। ”
“আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক৷ তুই মুড অফ করে থাকিস না৷ বাসার সকলের সঙ্গে ঘুরার ইচ্ছে পূরণ হচ্ছে সেটাতেই ফোকাস কর। ”
মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পর মীম, আদি সহ সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানভির এমন ভাব নিচ্ছে যে বাবা, চাচার কথা ছাড়া তারা কোনোদিকে যায় না। রমনা পার্কে যাবে কি না সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমদ খান নিজেই মীম,মেঘদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প বলছেন।

সামনের দিকে তিন ভাই, মীম, আদি,মেঘ, তারপর তিন বউ সবশেষে আবির আর তানভির। ফুপ্পির কথা জানতে মেঘ ইচ্ছে করেই সামনে থেকে পিছনে আসছে৷ কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা৷ আবির, তানভির কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভির, আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কব্জিতে শক্ত করে ধরে। মেঘ পেছন ফিরতেই আবির চোখে ইশারা করলো, সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎ ই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ফিরিয়ে তানভিরকে দেখার চেষ্টা করল। তানভির কিছুই দেখেনি ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রাখছে এই দৃশ্য যেন কারো নজরে না পরে তারজন্যই আড়াল করে দাঁড়িয়েছে৷ মালিহা খান জান্নাতকে দেখেই এগিয়ে গেছেন। বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে।

মালিয়া খান উত্তেজিত কন্ঠে বললেন,
“আরে জান্নাত, কেমন আছো?”
জান্নাত একগাল হেসে উত্তর দিল,
“আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন?”
“আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে তারজন্য আসলাম।”
জান্নাত এবার আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল,
“আসসালামু আলাইকুম আংকেল, কেমন আছেন?”

“আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো?”
“জ্বি আলহামদুলিল্লাহ। ”
হালিমা খান স্বাভাবিক কন্ঠে শুধালেন,
“তা জান্নাত, তুমি কি একা আসছো?”
জান্নাত হাসিমুখে বললো,
“নাহ”

বলে ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিহা খান কিছুটা পিছিয়ে আলী আহমদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন,
“ওনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিব নে। আপনি কি বলেন?”
“ঠিক আছে। তোমার যেহেতু এত ইচ্ছে, দিও দাওয়াত। আমার কোনো সমস্যা নেই”
মালিহা খানের মুখে উজ্জ্বলতা ঝলঝল করছে৷ উত্তেজিত কন্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন,

“ওনি তোমার আম্মু না? ডাকো একটু কথা বলি।”
জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকলো,
“আম্মু এদিকে আসো।”
ঠোঁটে হাসি রেখেই জান্নাত মালিহা খানকে বলল,
“ওনি আমার শাশুড়ি আম্মু।”

সহসা স্তব্ধ হয়ে গেছে সবকিছু। মালিহা খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে৷ জান্নাতের কথা শুনে আলী আহমদ খানও কপাল কুঁচকালেন। মালিহা খান প্রায় প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমদ খান তেমন সাড়া দেন নি বলে এতদিন কিছুই বলতে পারেন নি৷ অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে৷ মালিহা খান এতটায় শকট যে কিছুই বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরেই রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়৷ তানভির মেঘের সামনে দাঁড়ানো তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছে না৷ মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন,

“তোমার বিয়ে কবে হয়ছে?”
“অক্টোবরের ১২ তারিখ আন্টি। ”
মালিহা খান এবার দ্বিতীয় বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারি ১৪ মানে ৪ মাসের উপরে হয়ছে জান্নাতের বিয়ে হয়েছে। অথচ ওনি তাকে ছেলের বউ বানাতে উঠেপড়ে লেগেছিলেন।
হালিমা খান বললেন,
“আমাদের বললে না তো”
“আসলে আন্টি হুট করেই বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল আর ঐরকম পোগ্রামও করা হয় নি। তারজন্য আর বলা হয় নি।”

“তা তোমার হাসবেন্ড কি করে?”
“জবের জন্য আপাতত দেশের বাহিরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ”
“ফি আমানিল্লাহ। স্বামী সংসার নিয়ে সুখে থাকো।”
মালিহা খানের চোখ-মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল এখন ঠিক ততটায় নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে।
জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকলো,
“কি হলো আম্মু? আসো”
এবার মহিলা উঠলেন। মাথায় ওড়না দেয়া, মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট, শীতল কণ্ঠে বললেন,
“আসসালামু আলাইকুম। ”

আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমদ খানের সাথে, পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে, মুহুর্তেই নিস্তব্ধতায় ছেড়ে গেছে সবকিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও একপলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে।

ভয়ে বুকের ভেতর হৃদপিণ্ড ছুটছে এদিকসেদিক। হাত- পা ঠান্ডা হয়ে আসছে। ২৮ বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন৷ কি হতে চলেছে ভেবেই মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির দু কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তেই মেঘ ব্যালেন্স হারিয়ে পরতে নিলে আবির তৎক্ষনাৎ ডানহাত দিয়ে মেঘের কনুই এর উপর চেপে ধরলো।মেঘ আড়চোখে আবিরের দিকে তাকাতেই আবির মলিন হেসে প্রখর তপ্ত স্বরে বলল,
” হেই, রিলাক্স। কিচ্ছু হয় নি!”

মেঘ শীতল চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পরছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখবিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগেই ভেঙে পরে৷ আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল,নাক,থুতনি মুছতে মুছতে বলল,

” এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি?”
আবির মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ধীর কন্ঠে বুঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে।
এদিকে মাহমুহা খানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। ২৮ বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশকিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন,

“আফা!”
মীম, আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে আবার ঘাড় ফিরিয়ে বাকিদেরও দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখে নি দু একবার শুধু ছবিই দেখেছিল তাই তেমন চিনে না। মোজাম্মেল খান ভারী কন্ঠে বললেন,
“তুই…!”

মালিহা খান এখনও নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতেই এখনও স্বাভাবিক হতে পারছেন না। তারউপর এত বছর পর ননদের সাথে দেখা৷ সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার৷ এদিকে আলী আহমদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মীম আর আদি দু’জনে বেশকিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে অবশেষে আব্বুকে প্রশ্ন করল,
“আব্বু, ওনি কে?”

ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মীম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বার বার প্রশ্ন করেই যাচ্ছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না।
দীর্ঘ সময়ের নিরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন,
“কেমন আছো ভাইজান?”
একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমদ খানের বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন,

“আলহামদুলিল্লাহ।”
স্নিগ্ধ শীতল পরিবেশ। পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনে শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না। আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করে, মাহমুদা খানের পরিচয় জানতে চায় কিন্তু কেউ বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কন্ঠে বলল,
“আম্মুু কথা শেষ হয় নি? চলো বাসায় যায়”

মাহমুদা খানের কান্না গলায় আঁটকে আছে। এত বছর পর ভাইদের স্ব চক্ষে দেখছেন, ঠিকমতো কথাও বলতে পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন,
“আসছি ভাইজান। ”
মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যদের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেড়িয়ে আসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তরে না পারছে সত্যি বলতে আর না পারছে এড়িয়ে যেতে।
মেঘ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। আবির নিঃশব্দে ডান ভ্রু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল,

“ফুপ্পি চলে গেল কেন?”
“আমিই বলছি চলে যেতে।”
“কেন?”
” আবেগ, অনুভূতি, ভালোবাসা ২৮ বছর যাবৎ চাপা পরে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর ৫-১০ মিনিটে গলবে না। তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। ”
স্তব্ধ পরিবেশ স্তব্ধ রেখেই সকলে বাসায় ফিরে আসছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়াদাওয়া নেই। মীম, আদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পরেছে। তিন বউ রান্নাঘরে দাঁড়িয়েই ঘন্টাখানেক আলোচনা করেছে৷ তিনভাইয়ের মনে কি চলছে কে জানে৷ তিন জনই তিনজনের রুমে বসে আছে৷ কি ভাবছে কে জানে!

তানভির বাসায় ফিরে আবার বেড়িয়েছে। টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে। কিন্তু বন্যার কোনো হদিস নেই৷ আজকের স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে উঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তানভিরের মন যেতেও চাইছে না৷ প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর তানভির বন্যাকে কল দিল, বন্যা কল রিসিভ করতেই তানভির বলল,
“এই মেয়ে, কোথায় আছো?”

তানভিরের ধমকের স্বরে বলা কথাতে বন্যা না চাইতেও কেঁপে উঠে। সদ্য ঘুম থেকে উঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল,
“বাসায়। কেন?”
“আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসো”
“মানে?”
“আসতে বলছি, আসো”

বলেই তানভির কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে। ফোনের নাম্বার টা আবারও চেক করে। সত্যি সত্যি তানভির ভাই, কিন্তু ওনি হঠাৎ এখানে এসে কল কেন দিবেন এটায় ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়েল দিয়ে মুছলো কি না ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে উঠায় চুলের অবস্থাও নাজেহাল। কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে শুধায়,
“ছোট্টআপু পাগলের মতো কোথায় যাচ্ছিস?”
“সামনেই৷ ”
“কি হয়ছে আমায় বল”
“কিছু হয় নি। তুই টিভি দেখ”

বলেই বন্যা দৌড়ে বেড়িয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভির দাঁড়িয়ে আছে। তানভিরকে দেখামাত্রই দৌড়ের গতি কমে গেছে৷ ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না প্যাঁচানো। চুল অগোছালো, মুখ মলিন হয়ে আছে৷ তানভির কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করলো। বন্যা কিছু বলার আগেই তানভির ভারী কন্ঠে বলল,
“সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়ছো কেন? আর চুলের এ দশা কেন? মাথায় ওড়না দাও। ”
বন্যা ওড়না মাথায় দিতে দিতে নিরুদ্বেগ কন্ঠে জবাব দিল,

“ঘুমাইছিলাম”
“অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যা বেলা ঘুমাতে নেই তুমি জানো না?”
“জানি। ঘুম পাচ্ছিলো তাই”
“হাতের কি অবস্থা দেখি”
বন্যা আস্তে করে হাত বাড়ালো। ব্যান্ডেজ খুলে ফেলছে। তানভির বন্যার হাতে ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখলো। তারপর ধীর স্বরে বলল,
“দেখেশুনে কাজ করতে পারো না”

কিছু ঔষধ বন্যার হাতে দিয়ে বলল,
“এই ঔষধ গুলো ঠিকমতো খেয়ে। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসতাম কিন্তু জরুরি কাজে বের হয়ছিলাম আর এত রাতে বের হতে পারবে না তাই আসি নি।”
“আমি ঔষধ খাচ্ছি ”
“আজ থেকে এগুলো খাবা, আন্দাজি আনি নি, ডাক্তারের সাথে কথা বলেই নিয়ে আসছি। এটুকু বিশ্বাস রাখতে পারো।”

“বিশ্বাসের কথা আসছে কোথা থেকে। আমি বলছিলাম”
“আর কিছু বলতে হবে না। খাবার গুলো খেয়ে নিও। নাও”
“এতকিছু কেন আনছেন? এসবের কোনো দরকার ছিল না।”
“তাহলে কি দরকার বলো, এনে দিয়ে যাচ্ছি। ”
“আল্লাহ! কিছুই দরকার নাই আমার। মেঘ কোথায়?”
“বাসায়।”
“কল দিলে কল ধরে না৷ একটু বলে দিবেন প্লিজ”
“বনু একটু টেনশনে আছে। টেনশন ফ্রী হলে নিজেই কল দিবে।”
বন্যা চিন্তিত কন্ঠে শুধালো,

“কি হয়েছে?”
“তেমন কিছু না। বাসায় একটু সমস্যা চলতেছে। জানোই তো, বনু অল্পতেই হাইপার হয়ে যায়। এই আর কি”
বন্যার মাথায় আবির ভাইয়ার কথায় ঘুরছে৷ বাসার আর কোনো সমস্যাও কথা বন্যার মাথার আসছে না। তবে কি আবির ভাইয়ার সঙ্গে সমস্যা হয়ছে। বন্যা উদ্বিগ্ন কন্ঠে আবারও প্রশ্ন করল,
“বাসায় কি সমস্যা হয়ছে বলা যাবে? প্লিজ”
“বনুকে জিজ্ঞেস কইরো বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাহিরে থাকা ঠিক না। বাসায় চলে যাও।”
“জ্বি আচ্ছা৷ ধন্যবাদ। ”

বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে লাইটের আলোতে তানভির স্থিরদৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে৷
এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে।মেঘ বাসায় ফিরে ফুপ্পির সঙ্গে কথা বলেছে। বেশিকিছু সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ বেলকনি থেকে আবিরকে দেখেই নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকল,
“আবির ভাই”
আবির চোখ মেলে আড়চোখে তাকালো। কিছুই বলল না। মেঘ আবারও বলল,
“এখানে বসে আছেন কেন? রুমে যান”
“রুমে যেতে ভয় লাগতেছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোর টা জানি না তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। ”

“বড় আম্মুও খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো।”
“আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বার বার বারণ করা স্বত্তেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানে নি তাই আমি আর কিছু বলি নি৷ বউ ভাবতে থাকুক, আমার না হউক আসিফ ভাইয়ার বউ তো। আমি যেটা চাইছিলাম ওটা হয় নি৷ ”
“কি চাইছিলেন?”
“তানভিরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভির আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামনি করলে, তানভিরকে নিয়ে সন্দেহ করবে৷ আর আমি ঐটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলছে ”

“তারমানে এসব আপনাদের প্ল্যান?”
“হ্যাঁ। সবটায় পরিকল্পিত।”
“আগে যে বলছেন, আমার জন্য জান্নাত আপুকে আনছিলেন?”
“তোর জন্যই তো আনছি৷ ফুপ্পি কি তোর না? চান্স কি তুই পাস নি? তাহলে কার জন্য করছি এসব?”
মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল,

“তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্স ও পাওয়াতো। কিন্তু ফুপ্পির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপ্পির সংস্পর্শে আসা যাবে৷ আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা৷ ঐটা আসলে শুরুতে ছিল না। তানভিরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাবো। তাছাড়া জান্নাত যে রাকিবের বোন এটা জানলে সবাই সিউর ধরে নিতো আমার জান্নাতের সাথে সম্পর্ক৷ এজন্যই মূলত তানভিরকে দিয়ে আনানো৷ কিন্তু তাতে কোনো লাভ হলো না৷ ”

মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলে,
“আপনি খুব চালাক, মাগনা হি*ট*লা*র বলি না আপনাকে। ”
“চালাক আর হতে পারলাম কোথায়। নিয়তির বেড়াজালে বন্দি হয়ে আছি আমি । ”
“কি হয়েছে?”
“কিছু না। রুমে গিয়ে রেস্ট নে”
মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। ২০-২৫ মিনিট পর আবির দরজায় আসলো, ঠান্ডা কন্ঠে বলল,
“আসবো?”
মেঘ মাথা তুলতেই দেখল আবির। মৃদু হেসে বলল,
“আসুন।”

আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল,
“রাতে রান্না করে নি। এটা খেয়ে নে”
“নুডুলস আপনি রান্না করছেন?”
“হ্যাঁ”
“আপনি নুডলসও রান্না করতে পারেন?”
“জ্বি ম্যাডাম”
“আর কি কি পারেন?”
“কি খেতে চান বলুন শুধু।”
“বাব্বাহ! এত কনফিডেন্স”
“হুমমমমমমমমম”

মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে৷ আবিরের কন্ঠে এই হুমমমমমমম শুনলে অষ্টাদশীর কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবির শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপ্টে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে, দাঁড়ি গুলোতে চোখ পড়তেই অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয় তবে আবিরের দাঁড়ি অষ্টাদশীর ইমোশন৷ দাঁড়িতে নজর পড়তেই ছুঁতে ইচ্ছে করে আর কোনোভাবে স্পর্শ করলেও গা শিউরে ওঠে। আবিরের দাঁড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পরে গেল৷ ওমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল৷ আবির মৃদুস্বরে শুধালো,

“কি হয়েছে? কোনো সমস্যা? ”
মেঘ মনে মনে আওড়াল,
“আপনি মানুষটা আগাগোড়ায় সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিককে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্র করে তুলছেন।”
“কি ভাবছিস?”
“তেমন কিছু না”
“বল শুনি”
“বলব?”
“বল”
“ধমক দিবেন না তো?”
“নাহ। ধমক দিব না৷ তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল। সব শুনবো আমি।”
“আমি….”

বলতেই মেঘের ফোনে কল বেজে উঠলো। মেঘ ফোন হাতে নিতেই দেখলো মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজ নাম পরা মাত্রই আবিরের রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে। চোখ রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পারে নি ৷ তাই ভেবেছিল আজ মেঘের মনের সুপ্ত অনুভূতি জানবে। যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের ২য় কল রিসিভ করল মেঘ। মিনহাজ আধোআধো কন্ঠে বলল,
“বেবি, Happy Valentine’s Day”

কথা কানে ঢুকা মাত্র আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে।
মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনেই ঘাড় ফিরিয়ে দেখলো। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল,
“হারামী, রাখ তোর ভ্যালেন্টাইন৷ আমার ভ্যালেন্টাইনের ১৮ টা বাজায় দিছস৷ আমায় বেবি বলবি না বানর। তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেয়ার পরও বার বার কেন কল দিচ্ছিস। আমার কপাল টায় খারাপ। দূর ভাল্লাগে না। বাই”

মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্ট ভাবে কথা বলে তখনই কেউ না কেউ বাঁধা দেয়, মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিচ্ছে৷ কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেয়ার দরকার ছিল। তানভির আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয় নি, প্রতিনিয়ত এদের আচরণে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে।

আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি ডাকতে পারলো না, কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে৷ ক্ষণে ক্ষণে রক্ত টগবগ করে উঠছে৷ ঘন্টাখানেক পর আবির আবারও নিচে আসছে। রাত ১২ টা নাগাদ সোফাতেই শুয়ে ছিল। ১২ টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে ৷ একঘন্টাও হয় নি নিচে চিল্লা চিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে ৷ মেঘ, তানভির, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছেন।

আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে। মাথা কেমন করছে৷ শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না বাকি দুজনেও থামাতে পারছেন না৷ হাসপাতালে যেতে চাচ্ছেন৷ আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভির আলী আহমদ খান কে বের করেছে।

এদিকে মেঘকে অঝরে কাঁদছে, বড় আব্বুর সঙ্গে ও কে নিতেই হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেইন গেইট পেরিয়ে বাহিরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় দুটা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের দু চোখ মুছে৷ দুগালে হাত রেখে গুরুতর কন্ঠে বলল,

আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৪৫

“কান্না করিস না, প্লিজ। আব্বুর কিছু হয়নি৷ মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে৷ তোরা সবাই যদি এভাবে কান্না করিস আমি কিভাবে সবকিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা, প্লিজ৷ আম্মুকে শান্ত করে ঔষধ খাইয়ে দিস। আর আম্মুর কাছেই থাকিস। ”
মেঘ কাঁদো কাঁদো গলায় বলল,
“ঠিক আছে”

আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৪৬