আশার হাত বাড়ায় পর্ব ৪১

আশার হাত বাড়ায় পর্ব ৪১
ইশরাত জাহান

হাসপাতালে এসে মিরাজের থেকে সবকিছু শুনে থ হয়ে গেলো ফারাজ।শ্রেয়া একমাত্র তার জন্যই বাইরে বের হয়।কিন্তু তার হুশ ছিলো না।শ্রেয়া যে তাকে ডাকছে সে এটা লক্ষ্যই করেনি।তার মূল কারণ কানে হেডফোন ছিলো।অপারেশন রুমের সামনে একটি বেঞ্চে বসে আছে ফারাজ।মিরাজ পাশে বসে বলে,”এভাবে শ্রেয়ার থেকে দূরে যাওয়া উচিত হয়নি।মেয়েটা তোমার মেয়েকে আর নিজেকে সেফ করতে চেয়েছিল।দেখলে তো আজ তার কি হলো?”

মাথা উচু নিচু করে হ্যাঁ বুঝিয়ে দিলো ফারাজ।বলে,”আমার কানে হেডফোন ছিলো।জানিসই তো আমার মন খারাপের সঙ্গী আমার গান আর নিরিবিলি পরিবেশ।তখন আমার একটু নিজেকে সময় দিতে ইচ্ছা করছিলো।কি বলতো ভাই।নারী জাতির জীবনের কষ্ট বেশি হলেও লাঘব করার জন্য আশার হাত থাকে কিন্তু পুরুষ জাতির জীবন একটা মূর্তির মতো।মূর্তির যেমন কোনো অনুভূতি নেই লোকে মনে করে পুরুষেরও কোনো অনুভূতি নেই।এই যে শ্রেয়ার মতো মেয়ের জীবনে কষ্ট গেলো সবাই দেখলো।

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

আফসোস করলো।মিমির মা চলে গেছে কান্না করলো ওর জন্য।কাকিয়া জীবনে যা পেয়েছে তার কষ্টটাও সবাই বুঝলো।অর্পার মাতৃত্বের অভাবের কষ্টও সবাই বোঝে কিন্তু আমি?আমার কষ্টটা কে বুঝলো?আমি যে একজনকে ভালোবেসে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে চেয়েছিলাম।আমি যে একটা হাত আঁকড়ে ধরে দুনিয়া পারি দিতে চেয়েছিলাম।আমি যার সাথে মৃত্যু পর্যন্ত সংসার বাধার স্বপ্ন দেখছিলাম।যার হাত বাড়ানোর আশায় আমি আমার হাত বাড়িয়ে দিয়েছিলাম।তাকে তো আমি পাইনি।দিনশেষে আমার ঠকে যাওয়া কি কারো নজরে আসে?আসেনা।কারণ আমি পুরুষ মানুষ।পুরুষের মন পাথর বলে ধরা হয়।

কখনও পুরুষকে আঁকড়ে নেওয়ার কেউ আসেনা।পুরুষের জীবনে নারীর স্থান হয় নিজের একটা পরিচয় গড়তে।নারীদের নিজের আস্থানা গড়তে।সেই আস্থানা গড়তে গড়তে আমি পুরুষ মানুষ যা হারিয়েছি যেই ব্যাথাটা আড়াল করে রেখেছি এটা কি কেউ আজও বুঝতে পারছে?কেউ নেই আমার কষ্ট বোঝার জন্য।এরপরও আমি পারিনি স্বার্থপর জীবন কাটাতে।আমার অস্তিত্বকে হারাতে আমি পারিনি।”

কথাগুলো বলতে বলতে ফারাজের চোখ থেকে পানি পড়তে থাকে।পুরুষ মানুষ নাকি কাদে না।এখন মিরাজের সামনে পুরো পরিবারের সামনে ফারাজ কান্না করে দিলো।জিনিয়া দুর্বল শরীরে এসে বসলো ফারাজের পাশে।ফারাজ দেখছে জিনিয়াকে।হাতে ব্যান্ডেজ দেখে ফারাজ বলে,”কি হয়েছে তোমার?”
পিছন থেকে ফারহান চৌধুরী বলেন,”শ্রেয়াকে রক্ত দিয়েছে জিনিয়া।”
ভ্রুকুটি করে ফারাজ বলে,”তুমি দিয়েছো ওকে রক্ত?”

“হ্যাঁ।”
“হঠাৎ এতটা সহানুভূতি?”
“হয়তো আজ সকালেও এক্সিডেন্ট হলে এই সহানুভূতি হতো না।কিন্তু আজ যেটা জানতে পারলাম তারপর ওকে রক্ত দিয়ে নিজের ঋণ শোধ করতে চাই।যদিও এই ঋণ শোধ হবেনা কখনও।আজকেই চেয়েছিলাম আমার বড় বউমা হিসেবে স্বীকৃতি দিতে কিন্তু ভাগ্য দেখ আজকে ওর যত দুর্ঘটনা।”
“কিসের ঋণ?”

“মনে আছে আজ থেকে তিন বছর চার মাস আগের কথা?আমরা পুরো পরিবার যশোরে যাই কিন্তু আমি রাগ করে চলে আসি।অর্পার বাড়ির পরিবেশ আমার ভালো লাগেনি তাই।”
“হুম।”

“ওইদিন এয়ারপোর্টে পৌঁছানোর আগে বাইপাস রাস্তায় কিছু গুণ্ডা আমাদের গাড়ির উপর হামলা করে।আমি আর ড্রাইভার থাকি। গুন্ডাগুলো কোনো মাদকাসক্তের সাথে জড়িত ছিলো।যারা নিজেদের পরিচয় লুকিয়ে ওদিকটায় বসবাস করত।সুযোগ পেলে নীরব রাস্তায় আড়ালে লোকেদের হামলা করতো।শ্রেয়ার বাবা পুলিশ ছিলেন।ওনারা ওইদিন ওই এরিয়াতে ডিউটিতে থাকেন।ছদ্মবেশে ছিলেন ধানক্ষেতের আড়ালে।

আমার গাড়ি যখন হামলাকারীদের কাছে আটকে পরে পুলিশরা এসে ওদের ধরে নেয় কিন্তু আমাকে নিয়ে দুজন গাছের সাথে বোম সেট করে।তখন সবাই ভয় পেলেও শ্রেয়ার বাবা একমাত্র নিজের জীবনকে ঝুঁকি রেখে ওখানে দৌড়ে আসে। আমার বাঁধন খুলে দিয়ে বোম হাতে নেয়।সাহস করে দূরে থাকা পুকুরে ছুড়ে মারে।কারো কোনো ক্ষতি না হলেও হামলাকারীরা শ্রেয়ার বাবাকে গুলি করে।পরপর চার পাঁচটা শুট করে দেয়।শ্রেয়ার বাবা আমাকে তারপরেও গাড়িতে উঠিয়ে দিয়ে রাস্তার মাঝে চলে যায়।আমি গাড়িতে উঠতে চাইনি আমাকে জোর করেই উঠিয়ে দেয়।ঠিক তখনই একটি ট্রাক আসে। আর ওনার জীবনের শেষ সময় সেখানে নির্মমভাবে শেষ হয়ে যায়।লোকটা যেখানে নিজের জীবনের কথা ভাবেনি সেখানে আমি কি করে তার মেয়েকে ঝুঁকিতে রাখি?”

“কিন্তু তুমি জানলে কিভাবে শ্রেয়ার বাবা তোমাকে বাঁচিয়েছিল?”
“আজ সকালে জুঁইয়ের বাসায় যাই।রিমলি আর শিহাবের বিয়ে নিয়ে জুঁই আমাকে বলে।তাই আমি জুঁইকে বলতে থাকি,শ্রেয়া আর রিমলির উদ্দেশ্য হলো আমাদের মতো বড় বাড়ির ছেলেদের হাতানো।তুই কি অবুঝ?একবার অন্তত ভেবে দেখ।রিমলি মেয়েটার কোনো যোগ্যতা নেই।দেখতেও ভালো না। কেমন কালো দেখতে।আর সবথেকে বড় কথা কোনো ক্লাস নেই ওদের।”

আমার কথা শুনে জুঁই বলে,”আমাদের জীবনটা মধ্যবিত্ত পরিবারের আওতায় ছিলো আপা।তুমি আমি পড়াশোনা করে নিজ যোগ্যতায় আজ চাকরি করি বলে এই না যে আমরা আমাদের অতীত ভুলে যাবো।তুমি এক বড়লোক পরিবারে বিয়ে করেছো তারপর তোমার জীবন বিলাসিতা পেতে পেতে পুরোপুরি পাল্টে যায়।কিন্তু আপা আমি আমার স্বামীর এই বিলাসিতা নেইনি বরং আমার স্বামী আমাকে যে ভালোবাসা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট।তুমি তোমার ফ্রেন্ডদেরকে তোমার স্বামীর অর্থ সম্পদ দেখাতে যেয়ে নিজেকে এতটা স্মার্ট করেছো যে আজ তোমার স্বামীটাও তোমার ধারে কাছে নেই।তোমার সন্তানেরা তোমার আড়ালে কিছু করলেও অনুতপ্ত না।তারাও বুঝে যায় তোমার থেকে তারাই ব্যাটার কিছু ভাবতে পারে।আমার সন্তানকে আমি সেই সুযোগ দিতে চাই না।আমার সন্তানের জন্য যদি আগুন ক্ষতিকারক না হয়ে পরিপূর্ণ জীবন হয়ে ফিরে আসে তবে আমি তার জন্য সেই আগুন বেঁচে নিবো।যদি শিহাব তার জন্য একটা বাজে মেয়ে আনতো আমি ওকে শাসন করতাম।কিন্তু আমার ছেলে হীরে বেচেছে।সেখানে তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না আপা।”

আমিও হার মানবার পাত্রী না।রাগ করে বলে দেই,”এই বিলাসিতা জীবনের জন্য সুখে আছি।তোর মতো নারী সেবা করে নিজের জীবনের ইনজয় মোমেন্ট হারাইনি।”
“যার কাছে যেটা শান্তির স্থান।এটা তুমি বুঝবে না।আমার মতো মহিলা সদস্যের মানুষ না থাকলে আজ তোমরাও সেফ থাকতে না।তবে তোমরা নিজেদেরকে অতিরিক্ত পর্যায়েও নিয়ে যাও যেটা আবার নিজেদের জন্য ক্ষতিকারক।”
আমি রাগ করে বেরিয়ে আসি।

সিড়ির কাছে দেখা হয় শ্রেয়ার মায়ের সাথে।তিনি আমাকে তার ঘরে নিয়ে যান।আমার উদ্দেশ্য ছিল তাকেও দুটো কথা শোনানোর কিন্তু তার আগেই আমার নজরে আসলো শ্রেয়ার বাবার ছবি।তখনই শ্রেয়ার মায়ের থেকে সব জানতে পারলাম।লোকটা গুলির আঘাত নিয়েও আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ঢাকায় আসতে সাহায্য করে।গাড়ির পিছনে ঘুরে আমি দেখি উনি ট্র্যাকে…।বলতেও যেনো আমার গা কেপে উঠছে।”

“তুমি তো আমাদের বলোনি এই হামলার কথা।”
“সাহস হয়নি আমার।ড্রাইভারকেও নিষেধ করে দেই।তারপর অবশ্য তাকে পাল্টানো হয়।তাই তোমরা কিছু জানতে পারোনি।”
“সেদিন শ্রেয়ার বাবার জন্য তোমার জীবন বেঁচে যায়।”(ফারহান চৌধুরী)

“একদম তাই।নাহলে কে ছিলো ওই দড়ি খুলে বোমটা নিজে থেকে সরিয়ে নিবে?কেউ তো আসেনি।ওনার থেকেও বড় পুলিশ ছিলো ওখানে।সেও তো তার পোশাকের মান রাখতে এগিয়ে আসেনি।একা শ্রেয়ার বাবা এসেছিলো।”
“আমার উনি ছিলেনই এমন।সবসময় তার পোশাকের মান রাখতে চাইতো।তার একটাই কথা।পুলিশ হয়েছি মানুষের সেবা করতে।মানুষদের বিপদে রক্ষা করতে।যদি আমি রক্ষা না করতে পারি তাহলে কেনো এই সম্মানের পোশাক আমার শরীরে আসলো?লোকটার এই মানবতার জন্যই আমরা এক পরিবারে নিঃস্ব হয়ে গেলাম।”

সৃষ্টি বেগমের কথা শুনে সবাই পিছনে তাকালেন।শিহাব নিয়ে এসেছে ওনাকে আর রিমলিকে।মিরাজ কল করে জানিয়েছিলো শিহাবকে।রিমলি এসে শ্রেয়ার অপারেশন রুমের দরজায় উকি দিতে থাকে।কিছুই দেখতে পারছে না।কান্না করতে করতে মা মেয়ের চোখ লাল।এখন প্রায় সকাল।এই সকালেই শিহাবকে কল করছিলো মিরাজ। রিমলি অর্পার কাছে এসে অর্পার হাত ধরে বলে,”আপু ঠিক হয়ে যাবে তো?”

অর্পা শক্ত করে ধরে রিমলির হাত।বলে,”হবে,ওর তো শুধু হাতের উপর দিয়ে অটো গেছে।একটু ফ্র্যাকচার আর ব্যাথা হবে এছাড়া কিছু হবে না ডাক্তার জানিয়েছে।”
“আমার আপুটার খালি কষ্ট হয়।সব সময় ওর জীবনে এসব সমস্যা এসেই থাকে।একটুও কি ও আনন্দে জীবন কাটাবে না?”

“এবার থেকে ওর জীবন আনন্দে কাটবে।”
মিমি ঘুম থেকে উঠলো মাত্র।অহির কোলে ঘুমিয়েছিলো।আলাদা একটা কেবিন ভাড়া নিয়েছে মিরাজ।সেখানে ঘুমিয়েছিলো মিমি।উঠেই দৌড়ে আসে শ্রেয়ার খোঁজে।ফারাজ মিরাজ একসাথে নামাজ পড়ে এসেছে।অর্পা ও বাকি মেয়েরা কেউ কেউ কেবিনে আবার আলাদা নামাজ ঘর থেকে নামাজ পড়েছে।মিমি অপারেশন রুমের বাইরে এসে বলে,”মাম্মাম কোথায়?কি বলেছে ডাক্তার?”

বলতে না বলতেই ফারাজের লাল রক্তিম চোখ দেখে মিমি।কিছুটা ভয় পায় তবুও ফারাজের কাছে যায়।বাবা হয় তার। ফারাজের সামনে দাড়াতেই ফারাজ জড়িয়ে ধরে মিমিকে।মিমি বলে,”তোমার চোখ লাল কেনো?”
“রাতে ঘুম হয়নি মা।”
“মাম্মাম এখনও ঘুমাচ্ছে কেনো?”
“ইনজেকশন দিয়েছে ডাক্তার।উনি রাতেই এসেছিলো বাইরে।আমাদের জানালো সকালে উনি একটু চেক করে যাবেন তারপর আমরা একেক করে দেখা দিবো।”
“মাম্মাম সুস্থ হয়ে যাবে?”

“তোমার মাম্মামের হাতে ফ্রাকচার হয়েছে।সারতে সময় লাগবে।বাকি সব ঠিক আছে।”
শান্তি পেলো মিমি।অবশেষে এটা তো বুঝলো ফারাজ এখন আর রেগে নেই।সকাল নয়টা বাজতেই ডাক্তার আসে শ্রেয়াকে দেখতে।শ্রেয়ার সেলাইন শেষ।সেলাইন পরিবর্তন করে দিচ্ছে আর মিমি চোখমুখ কুচকে দেখছে। কেনোলার সুই হাতের পিঠে ফোটানো দেখেই মিমির ভয় বেড়ে যায়।শ্রেয়া চোখ পিটপিট করে খুলতে থাকে।চোখ খুলেই ঝাপসা চোখে দেখতে পেলো ফারাজকে।

অসুস্থ অবস্থায়ও শ্রেয়ার মুখে ফুটে উঠলো হাসি।মিমি এসে জড়িয়ে ধরলো শ্রেয়াকে।শ্রেয়ার বাম কাধ ধরে শ্রেয়ার বুকে মাথা দিয়ে ছিলো।ডান হাতে ব্যাথা আর বাম হাতে কেনোলা থাকার কারণে শ্রেয়া পারছে না তার হাতটা বাড়িয়ে মিমিকে আদর করতে।ফারাজের দিকে তাকিয়ে বলে,”আমার হয়ে একটু মেয়েকে আদর করে দিন।হাত ব্যাথা করছে তো।আমার হয়ে নাহয় আপনার হাতটি বাড়িয়ে দিলেন।”

স্মিত হেসে ফারাজ মিমির মাথায় হাত বোলাতে থাকে।কিছুক্ষণ এই ভালোবাসার মুহূর্ত কাটিয়ে চলে যায় সবাই।কেবিনে এখন শুধু ফারাজ আছে।ফারাজ নিজেই সবাইকে চলে যেতে বলেছে।তূর্য আসবে আজ তাই।শ্রেয়া বেডে শুয়ে আছে।ফারাজ পাশে বসে ল্যাপটপে কাজ করছে।অনলাইনে হাসপাতালের বিল পেয় করে দেয়।অতপর শ্রেয়ার দিকে তাকিয়ে বলে,”তুমি এখনও বোকাই আছো।”

অসুস্থ অবস্থায় এমন কথা শুনে রেগে গেলো শ্রেয়া।কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে আছে।ফারাজ বলে,”আমাকে একটা কল করলেই হতো।যেতাম না একা একা কোথাও।একসাথে নাহয় আধারে চন্দ্রবিলাস করতাম।”
শ্রেয়া অন্যদিকে ফিরে গেলো।অভিমান করেছে সে।ফারাজ বলে,”কি হলো?”

“আপনি এমন কেনো?”
“কেমন?”
“নিরামিষ।”
“তাই?”
“হুম,একটুও ভালো কথা বলতে পারেন না। উল্টো আমাকে বকা দেন।”

শ্রেয়ার অভিমানী রূপে তার নাকটা ফুলে উঠেছে।যেটা দেখে হেসে দেয় ফারাজ।কিছু একটা ভেবে টুকুষ করে শ্রেয়ার ফোলা নাকের উপর চুম্বন এঁকে দিলো ফারাজ।চোখ বন্ধ করে হালকা কেপে উঠলো শ্রেয়া।ফারাজ আলতো হেসে বলে,”আমার একটা চুম্বনে তোমার কম্পন বৃদ্ধি পেলো,শ্রেয়াময়ী!জীবনের বাকি অধ্যায়ে কি করবে?”

কান গরম হয়ে এলো শ্রেয়ার।ফারাজের থেকে এমন কথার আশা সে রাখেনি।চোখ এখনও বন্ধ করেই আছে।ফারাজ হাসছে লজ্জাবতী শ্রেয়াকে দেখে।অহি আর আজকে কিছুই করছে না।প্রত্যেকবার তূর্য আসলে অহি অনেক রান্নাবান্না করে।তূর্য খায় কিন্তু কোনো প্রতিক্রিয়া করেনা।তুর্যের পছন্দের কতকিছু করেও কখনও মা হিসেবে ভালোবাসলো না তূর্য।আজ মিমিকে নিয়ে ব্যস্ত অহি।

এদিকে শ্রেয়াকে হাসপাতাল থেকে দুপুরে ছেড়ে দেওয়া হবে।কারণ শ্রেয়ার এখন শুধু ব্যয়াম করতে হবে।দুইটা সেলাইন নিলেই শ্রেয়ার দুর্বলতা কেটে যাবে।সেই সময়টুকু শ্রেয়ার সাথে ফারাজ আছে।
দুপুরে শ্রেয়াকে এনে সোফায় বসিয়েছে ফারাজ।নিজে থেকেই শ্রেয়ার সেবা করছে।ফারাজ শ্রেয়ার পাশে বসতেই জিনিয়া শ্রেয়ার আরেক পাশে বসে।

মাত্র রান্নাঘর থেকে আসলো।অতসী সেজেগুজে নিচে নামছে।স্বামী আসবে দুইটা বছর পর।আনন্দে পুরো বাড়ি নাচতে ইচ্ছা করছে আজ তার।অতসী সিঁড়ি দিয়ে নিচে নামছে হাসতে হাসতে।পরনে স্লিভলেস হাতার ব্লাউজের সাথে জর্জেট শাড়ি।অতসী নামতেই সদর দরজার কলিং বেলটা বেজে উঠলো।সার্ভেন্ট গিয়ে খুলে দিলো দরজা।তূর্যকে দেখে অতসী দৌড়ে গেলো কিন্তু তূর্য অতসীকে পাত্তা দিল না।সবাই একটু অবাক হলেও ফারাজ স্মিত হাসছে।তূর্য ফারাজের সামনের সোফায় বসে আছে চুপ করে।অতসী এসেই বলতে থাকে,”আই মিস ইউ সো মাচ বেবী।”
তূর্য কোনো কথা বলছে না।অতসী বলে,”কানাডা থেকে কি নিয়ে এসেছো আমার জন্য?”

তূর্য এখনও নীরব আছে।অতসী আবার বলে,”শোনো!এবার কিন্তু আমরা লং ডের জন্য ট্যুরে যাবো।তুমি কিন্তু না করবে না।”
এখনও কোনো কথা বলছে না তূর্য।অতসী হাসি হাসি মুখে বলে,”আচ্ছা আমাকে কেমন লাগছে?”
তূর্য তাকালো অতসীর দিকে।ক্লান্তির চোখে বলে,”পুরোই ডাইনির মতো।”
হাসি মুখটা নিভে গেলো অতসীর।বলে,”কি বললে তুমি?”

“একদম ডাইনির মতো লাগছে।আর তুমি শুধু একজন ডাইনি না তুমি একজন ডাইনি মা।”
“ডাইনি মা?”
“আমাদের তুষারের কোনো খোজ নিয়েছো তুমি?আচ্ছা এই বাড়িতে এত মানুষ থাকতে কেনো ওকে বোর্ডিংয়ে থাকতে হয় বলতে পারো?”
“তূর্য আমাদের ছেলেটা বড় হয়েছে।ওকে তো এখন বোর্ডিংয়ে আমাদের ইচ্ছাতেই পাঠানো হলো।তুমি এখন এগুলো কেনো বলছো?”

“তুষারকে আমি নিয়ে এসেছি।”
“কোথায় ও?”
“আসছে ও নিজেই দেখতে পারবে।”
বলতে না বলতেই ভিতরে আসে তুষার।তুষারের হাতে একটি স্ট্যান্ড।যেটার সাহায্যে হাঁটছে তুষার।অতসী অবাক হয়ে বলে,”কি হয়েছে তোমার?”
এবার তূর্য উঠে দাড়ালো সোফা থেকে।চিল্লিয়ে বলে ওঠে,”কেমন মা তুমি যে তুমি জানোই না তোমার সন্তান তিনতলা ভবন থেকে পড়ে ইনজিউর্ড হয়েছে?”

অবাক হয়ে তূর্যকে দেখছে অতসী।তূর্য আবারও বলে,”তোমার মতো মা যে কেনো গর্ভ ধারণ করে বুঝিনা।সন্তানের খোঁজ খবর রাখোনা।আমার দুই কাকাতো ভাই তো ঠিকই জেনে যায় সব।ফারাজ ভাই আর মিরাজ না থাকলে আমার ছেলের হয়ে কোনো গার্জিয়ান তো যেতই না বোর্ডিংয়ে।”
অর্পা মিরাজের দিকে তাকিয়ে বলে,”আমাকে বলোনি কেনো?”

“তোমার নিজের অবস্থা ভালো না।ওই সময় তোমারও মিসকারেস হয়।তাই তোমাকে মাইন্ডলি ডিস্টার্ব করিনি।”
তূর্য অতসীর দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে,”তুষারের মেইন গার্জিয়ান হিসেবে চেনে তোমাকে আর আমাকে।তোমাকে কল করেও পায়নি বোর্ডিংয়ের ম্যানেজার।আমাকে কল করে।আমিও মিটিং করে এসে তারপর কথা বলি।জানতে পারি এক্সিডেন্টের কথা।আমিও তোমাকে কল করি অনেক।শেষমেষ কল রিসিভ হয় কিন্তু রিসিভ করে কোনো এক পুরুষ মানুষ।জানায় আপনার বউ এখন মদের বোতলে নিজেকে ভাসিয়ে রেখেছে। বাহ!ছেলে হাসপাতালে ভর্তি মা বারে নাচতে ব্যাস্ত।”

অতসী আপনা আপনি মুখে হাত দিয়ে কান্না করে দেয়।কিছু একটা ভেবে বলে,”কিন্তু আমি তো দুইদিন পর কল করেছিলাম।ওরা জানালো তুষার ঠিক আছে ইনফ্যাক্ট আমি তুষারের সাথে কথাও বলেছিলাম।”
“কারণ আমি সবাইকে জানাতে না করেছি।দেশে এসে তোমার সাথে বোঝাপড়া করবো বলে।দিনদিন সংসার ও সন্তানের থেকে তোমার যে বাইরে ঝোঁক বাড়ছে তার হেস্তনেস্ত করতেই সবাই চুপ ছিলাম।ফারাজ ভাইকে কল করে তুষারের কথা বলেছিলাম তাই ফারাজ ভাই নিয়ে যায় তুষারকে।ছেলেটার পা ভেঙ্গে গেছে।যার সাথে ওর ঝামেলা হয়েছে তাকে হ্যান্ডেল করেছে ফারাজ ভাই।কিন্তু বাবা মা হয়ে আমরা ব্যর্থ।আমি তো তাও বাইরে ছিলাম কিন্তু তুমি?তুমি তো জীবিত এবং কাছেই ছিলে।মা হয়ে কি তোমার রাতের বেলা পার্টি করা শোভা পায়?”

উপর থেকে হাততালি দিতে দিতে নামে অহি। তিহান চৌধুরীসহ সবাই দেখছে অহিকে।বিশেষ করে তিহান চৌধুরী আর তূর্য।অহি নিচে নেমে বলে,”বাহ,এই বাড়ির কত রঙ্গ দেখা বাকি!”
তিহান চৌধুরী ভ্রুকুটি করে বলেন,”মানে?”

“তোমাদের একেকটা রূপের শেষ নেই।কখনও চাও মডার্ন বউ।যেটা আমার মধ্যে ছিল না।তাই তো আমি হয়েছি এই বাড়ির চাকরানী।তোমরা চেয়েছো স্মার্ট বড়লোক বাড়ির বউ।নিয়েও এসেছো এমন বউ।এখন কেনো তাকে নিয়ে সুখে থাকতে পারছো না?স্মার্ট চেয়েছো স্মার্ট হয়েই তো থাকবে।”
“তাই বলে সন্তান রেখে পার্টি করবে?”

“বাড়ির মেয়ে বউ উচ্ছন্নে যায় কিভাবে?তোমরা কি একবারও খোঁজ খবর নিয়ে কাছে আগলে রেখেছো তাকে?তোমরা কি কখনও শাসন করেছো তাকে?তোমার মনে আছে তিহান?আমাদের বিয়ের পর তুমি আমাকে কোথাও নিয়ে যেতে না।কারণ আমি ওয়েস্টার্ন ড্রেসের সাথে লাইফ লিড করিনা।এখন বউমা তো ওয়েস্টার্ন ড্রেস নিয়ে মডার্ন লাইফ লিড করে।তাকে নিয়েও কেনো এতো সমস্যা?”

“আমাদের বাচ্চাটার কথা ভাববে না তাহলে?”(তূর্য)
“তাহলে মাস্তি করবে কখন?ফ্যাশন, সোসিয়াল লাইফ,স্মার্টনেস কে দেখাবে?আদৌ কি অতসী একজন গৃহবধূ হওয়ার যোগ্য?তোরা বাবা ছেলে তো গৃহবধূ দেখে আনিসনি। তোরা বাড়িতে এনেছিলি স্মার্ট বড়লোক বাড়ির মেয়ে। যারা সুন্দর সুন্দর কথা বলে বাইরের পুরুষদের মন ভোলাবে।ওয়েস্টার্ন ড্রেস পরে আরো পুরুষদের আকৃষ্ট করবে।এমনই তো চাও তোমরা।”

“তার মানে তুমি সবই জানতে?”(তিহান চৌধুরী)
অহি মুখে হাসি ফোটাল।যার অর্থ সে জানত সব।তিহান চৌধুরী বলেন,”তাহলে বলোনি কেনো?”

আশার হাত বাড়ায় পর্ব ৪০

“কারণ আমার কথার কোনো মূল্য এই বাড়িয়ে নেই ইনফ্যাক্ট আমার অস্তিত্বের মূল্যটাও নেই।তাই নীরব থেকেই সবকিছু দেখতে থাকলাম।দেখলাম একজন ব্যার্থ বাবাকে যে পারেনি তার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেনি মেয়েকে বুকে আগলে ভালোবাসতে আবার শাসন করতে।এক কথায় বলা চলে নীরব থেকে প্রতিশোধ নিতে থাকি।”
অহিকে নিজের হয়ে লড়াই করতে দেখে অবাক অতসী।সাথে করে তিহান চৌধুরী আর তূর্য।বাকিরা সবাই খুশি হয়েছে আজ।আজকে অন্তত প্রতিবাদ করার সুযোগ পেলো।

আশার হাত বাড়ায় শেষ পর্ব 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here