একঝাঁক জোনাকি পর্ব ২৩
ইশরাত জাহান অধরা
তিথি রিকশা করে অফিসের কাছে আসলো।হাতে থাকা ঘড়ির কাটার দিকে তাকাতেই দেখল নয়টা পাঁচ বাজে।অলরেডি ৫ মিনিট লেট করে ফেলেছে সে।ভাড়া মিটিয়ে তাড়াহুড়ো করে নামতে যেতেই হঠাত টান অনুভব করলো সে।পিছন ফিরে তাকাতেই দেখলো ওড়নাটা রিকশার হুডির সাথে আটকে আছে।এরমধ্যেই রিকশা টান দিতেই তিথির গলায় আরও জোরে টান পরলো।শ্বাস প্রায় বন্ধ হবার উপক্রম।ওড়নাটা গলা থেকে ছাড়াবার চেষ্টা করছে সে।কিন্তু কিছুতেই পেরে উঠছেনা।মুখ দিয়ে শব্দও বের হচ্ছে না যে রিকশাওয়ালাকে বলবে রিকশা থামাতে।কথার পরিবর্তে শুধু কাশি বের হচ্ছে আর চোখ থেকে পানি।এরমধ্যেই হঠাত গলার ওড়নার বাধন হালকা হতেই রাস্তার মাঝখানে বসে পরল।গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেবার চেষ্টা করলো।
“ঠিক আছেন আপনি?”
শ্বাস ঠিক হতেই গলায় হাত দিয়ে সামনে তাকাতেই গতকাল রাতের বাসের ছেলেটাকে দেখতে পেলো।চোখে মুখে আতংকে ভরা।
“কি হলো কিছু বলছেন না কেন?”
কথাটা কানে পৌছাতেই তিথি নিজেকে কোনমতে সামলে বলল,
“জ্বি ঠিক আছি আমি।”
কথাটা শুনেই যেন সস্তির নিঃশ্বাস ফেলল সে।
“সাবধানে চলবেন তো!ওড়না রিকশায় কি করে লাগে?”
“খেয়ালে ছিলো না।কখন রিকশার হুডিতে লেগে গিয়েছে টের পায়নি।”
“আমি না দেখলে কি হতো?এতক্ষনে তো…”
“মারা যেতাম তাই তো?”
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
তিথির কথা শুনে ছেলেটা স্তব্দ হয়ে গেলো।তিথি ঘড়ির দিকে তাকিয়ে বলল,
“আমার দেরি হয়ে যাচ্ছে।আমি আসছি।”
বলেই রাস্তার পরে যাওয়া ব্যাগটা কাধে নিয়ে উঠে দাঁড়ালো।তিথির সাথে সাথে ছেলেটাও উঠে দাঁড়ালো।তিথি কিছুদুর হেঁটে কি একটা মনে পরতেই পিছন ফিরে বলল,
“ধন্যবাদ!”
ছেলেটা তিথির কাছ থেকে এই শব্দটা আসা করেনি তা তার মুখ দেখেই বুঝা যাচ্ছে।গতকাল রাতে তিথির সাথে কথা হবার পর ভেবেছিলো মেয়েটা বোধ হয় ঘাড়ত্যাড়া।যেভাবে কথা বলছিলো এটা দ্বারা এটাই প্রমানিত হয়েছিলো।কিন্তু ছেলেটার ভাবনাকে এক নিমিষেই পালটে দিয়েছে মেয়েটা।হঠাত পকেটে থাকা মোবাইলটা বেজে উঠতেই তাড়াতাড়ি অফিসের ভিতর ঢুকে গেলো।তিথিকে সোফায় বসে আছে। সামনের টেবিলে কফি রাখা।তিথির সামনে ম্যানেজার বসে আছে।কিছুক্ষন পর পর ঘড়ির দিকে তাকাচ্ছেন।বারবার ঘড়ির দিকে তাকাতে দেখে তিথি বলল,
“কোন প্রবলেম স্যার?বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন যে?”
ম্যানেজার একটা শ্বাস ফেলে বললেন,
“আর বলবেননা!ছেলেটাকে নিয়ে আর পারি না!বললাম আজকে তাড়াতাড়ি আসতে।আজকেই দেরি করে আসছে।ওকে ছাড়া আপনি কাজ বুঝাবেন কি করে?যতোই হোক আপনি উনার আন্ডারে কাজ করবেন।উনার কাজ তো আপনাকে আমি বুঝিয়ে দিতে পারি না।”
“এসে পরবে বোধহয়।মেবি জ্যামে আটকে গেছে।”
কথাটা বলার সাথে সাথে কেও এসে বলল,
“আসব?”
ম্যানেজার সাহেব ভ্রু কুচকে বিরক্তিকর দৃষ্টিতে বলল,
“জ্বি আসুন।লেট হবার কারন?”
“রাস্তায় একটু ঝামেলা হয়েছিলো।সেটাই সলভ করতে করতে দেরি হয়ে গেল।”
“কি ঝামেলা হয়েছিলো?”
“একটা মেয়ে বিপদে পরেছিলো।উনাকে হেল্প করতে যেয়ে দেরি হয়ে গেছে।”
তিথি এতক্ষন মাথা নিচু করে বসেছিলো।হঠাত এই কথাটা শুনে চোখ তুলে পাশে তাকাতেই চোখ জোড়া বড় হয়ে গেলো। এই ছেলের আন্ডারে সে কাজ করবে?দুনিয়াতে কি আর কোন ছেলে ছিলো না?আজব!”
“হয়েছে!অনেক হেল্প করেছেন আপনি! এখন বসুন।আপনার জন্য মেয়েটাকে কখন থেকে বসিয়ে রেখেছি।”
ছেলেটা সামনের সোফায় বসতে বসতে বলল,
“সরি আপনাকে বসিয়ে রাখার জন্য। ”
বলে সামনে তাকাতেই তিথির মুখ দৃশ্যমান হলো।ম্যানেজার সাহেব তিথিকে বললেন,
“উনি হচ্ছেন তাহসান।উনার আন্ডারেই আপনি কাজ করবেন আপনাকে সব কাজ উনিই বুঝিয়ে দিবেন।আমি তাহলে আসি।”
তাহসান হাসিমুখে বলল,
“জ্বি স্যার।”
ম্যানেজার চলে যেতেই তাহসান তিথির দিকে তাকিয়ে বলল,
“আপনার সাথে যে এভাবে আবার দেখা হয়ে যাবে ভাবিনি।”
“কেন ভাবলে কি হতো?”
“না মানে আপনার সাথে এই নিয়ে আমার ৩ বার দেখা হলো।কোন পরিচিত মানুষের সাথে তিনবার দেখা হওয়াটা স্বাভাবিক কোন বিষয় না!”
“স্বাভাবিক বিষয় না কেন?এখানে তো আমি অস্বাভাবিকের কিছুই দেখছি না!”
“ডেস্টিনি বুঝেন?”
“না বুঝার কি আছে?আমাকে কি অশিক্ষিত মনে হয় আপনার?”
“আরে আমি কখন এই কথা বললাম?আমার মনে হচ্ছে আমাদের এই বারবার দেখা হবার পিছনে ডেস্টিনির হাত আছে।”
তিথি বিরক্ত হয়ে বলল,
“আপনি আমাকে কাজটা বুঝালে সুবিধা হতো!”
“অবশ্যই। চলুন আমার সাথে।”
“অনিমা!টেবিলের ড্রয়ারে আমার মানিব্যাগ আছে।একটু নিয়ে আসবেন প্লিজ?”
ড্রয়িংরুম থেকে চিল্লিয়ে কথাটা বলল নিহান।নিহানের কথা শুনে টেবিলের সামনে এগিয়ে গেলো।ড্রয়ারটা খুলে মানিব্যাগটা বের করে নিলো।ড্রয়িংরুমে গিয়ে নিহানের দিকে বারিয়ে দিতেই নিহান বলল,
“অরিন কোথায়?ওকে একা ফেলে এসেছেন রুমে?”
“নাহ!মারিয়ার কাছে আছে।”
“অহ আচ্ছা।বিকালের দিকে একটু রেডি থাকবেন।”
“কেন?”
“দাদীর বাড়ি যাবো।আপনাকে তো দাদী দেখেন নি!সকালেই ফোন দিয়ে বলেছিলো আপনাকে নিয়ে যেন যাই সকাল সকাল।কিন্ত আমার আজকে একটা অপারেশন আছে দুপুরের দিকে।তাই অপারেশনটা শেষ করেই যাবো।আপনার এতে অসুবিধা আছে?”
“নাহ!কি অসুবিধা থাকবে?”
“তাহলে বিকালে দেখা হচ্ছে।আম্মুকে বলে রেখেছি।চিন্তা করবেন না।”
অনিমা উপর নিচ মাথা নাড়লো।নিহান হেসে অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলো।নিহানের এই কাজে অনিমা স্তব্দ হয়ে দাঁড়িয়ে রইলো।নিহান এই ফাস্ট ওকে স্পর্শ করলো।এর আগে যতবারই স্পর্শ করেছে কোন কারনে। কিন্তু আজকে কোন কারন ছাড়াই মাথায় স্পর্শ করেছে।রুমে যেতেই চোখে পরল টেবিলের নিচে ডাইরির মতো কি যেন পরে আছে।মানিব্যাগ বের করতে গিয়েই মনে হয় পরে গেছে।অনিমা এগিয়ে নিচু হয়ে তুলতেই যাবে হঠাত পিছন থেকে তিথি এসে বলল,
“ভাবি!অরিন কান্না করছে। মনে হয় ক্ষিধে পেয়েছে ওর।”
অনিমা ডাইরিটা তুললো না। তিথির কাছ থেকে অরিনকে নিয়ে নিলো।তিথি যেতে যেতে বলল,
“তুমি তাহলে ওকে দুধ খাওয়াও!আমি যাই।”
অনিমা অরিনকে দুধ খাওয়ানো শুরু করল।আচ্ছা অই ডাইরিটা কিসের ডাইরি ছিলো?কেমন চিনা চিনা লাগছিলো।মনে হচ্ছে আগেও কোথাও দেখেছিলো।একটু ভালো করে চিন্তা করতেই মনে পরল সেইম এরকম একটা ডাইরি তো সে মাহিরকে দিয়েছিলো ছোটবেলায়। এই ডাইরি নিহানের কাছে কি করে আসলো?তাহলে নিহানই কি মাহির?কিন্তু নিহান কেন ওকে বললো না যে ওই মাহির।বিষয়টা মাথায় ঢুকলো না। অরিনকে দুধ খাওয়ানো শেষ করে বিছানায় শুইয়ে দিয়ে টেবিলের কাছে আসলো।ডাইরিটা এখনো পরে আছে নিচে।নিচু হয়ে তুলতেই যাবে আবারও নিহানের মা নিচ থেকে অনিমাকে ডাক দিলেন।অনিমা অরিনকে কোলে নিয়ে নিচে চলে গেলো।
“ডেকেছিলেন?”
“হুম।এক কাপ চা করতে বলো রহিমাকে।কখন ডাকছি ওকে শুনছেইনা!অগত্যা না চাইতেও তোমাকে ডাকতে হলো।”
“আমি গিয়ে বলছি।”
“বাচ্চাটাকে এখানে রেখে যাও। রান্নাঘরে নিয়ে যাওয়া ঠিক হবে না।”
“এখানে কোথায় রাখব?”
মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন,
“কোথায় আবার?আমার কাছে রেখে যাও!আমার মতো জলজ্যান্ত মানুষটাকে চোখে পরছেনা তোমার?”
অনিমা অবাক হয়ে বলল,
“আপনি অরিনকে কোলে নিবেন?”
“হ্যা তো?স্বাধে তো আর কোলে নিচ্ছিনা।এখন ওকে রান্নাঘরে নিয়ে গেলে ওর অসুখ হবে তখন তো আমার ছেলেরই সমস্যা হবে।
কিছুক্ষন থেমে বলল,
“অরিনকে আমি কোলে নিলে কি তোমার কোন সমস্যা আছে?”
অনিমা হকচকিয়ে বলল,
“না না!আমার কি সমস্যা থাকবে?আপনি নিন।আমি রহিমা খালাকে বলো আসছি।”
বলেই মুক্তা বেগমের কোলে অরিনকে দিয়ে রান্নাঘরে চলে গেলো।অনিমার যেন এখনো বিশ্বাস হচ্ছে না নিহানের মা নিজ থেকে অরিনকে কোলে নিয়েছে।রান্নাঘরে ঢুকতেই দেখলো রহিমা মাছ কাটছে।অনিমা এগিয়ে গিয়ে বলল চা বানাতে।কিন্তু রহিমার এতে কোন হেলদোল নেই।সে নিজের মতে মাছ কেটেই যাচ্ছে।অনিমার ভ্রু কুচকে এলো।চোখের সামনে হাত নাড়াতেই রহিমা কান থেকে ইয়ারফোন খুলে বলল,
“আপনি কখন আইলেন?আমারে ডাকলেন না কেন?”
“অনেক আগেই এসেছি।ডেকেছিও কিন্তু শুনো নি।”
“আর কইয়েন না মাছ কাটতে এতো বিরক্ত লাগে!এর লাইফা কানে ইয়ারফোন দিয়া মাছ কাটতে ছিলাম যাতে বোং না লাগে!”
অনিমা ভ্রু কৃচকে বলল,
“বোং?”
“হো বোং! বোং মানে জানেন না?”
“নাহ!”
“আরে বোং মানে হইলো বিরক্ত। ”
অনিমা কোনমতে হেসে বলল,
“অহ আচ্ছা।তোমাকে চা বানাতে বল়ছে।”
“এই হাত দিয়া কেমনে চা বানামু?মাছের আইশটার গন্ধ লাগব।আপনি বানাই নেন।”
“আমি?যদি রাগ করে?আর আমি জানিও না উনি কিভাবে চা খায়?”
“বুঝতে পারলেই না!আপনি খালি চিনি দিবেন না তাইলেই হইবো।”
অনিমা ভয়ে ভয়ে চুলায় পানি বসালো।কিছুক্ষনের মধ্যেই চা বানানো শেষে এগিয়ে গেলো।ড্রয়িংরুমে যেতেই অবাক হয়ে গেল।
তিথি কাজ শেষে ঘড়ির কাটার দিকে তাকাতেই দেখলো সাতটা বাজে।সবকিছু গুছিয়ে অফিস থেকে বের হয়ে বাস স্টেশনে দাঁড়ালো বাস আসার অপেক্ষায়।বাস আসবে ৭ঃ৩০ এ।দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছিলো। হঠাত পাশে তাকাতেই দেখলো কয়েকটা ছেলে ওর ওড়নার দিকে তাকিয়ে আছে।তিথি ভ্রু কুচকে ওড়নার দিকে তাকাতেই দেখলো অর্ধেকটা ছিড়ে গেছে।
একঝাঁক জোনাকি পর্ব ২২
মনে হয় সকালের রিকশার ঘটনার জন্যই ছিড়ে গেছে।ছিড়া ওড়নাটাকে গায়ে ভালোভাবে জড়িয়ে নিলো।তবুও বিশ্রী লাগছে।ওড়না ছিড়ে যাবার ফলে শরীরের বেশ খানিকটা অংশই দেখা যাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে আসলো তিথি।আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রাস্তা জন মানবহীন।জড়ো হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে রইলো।আর দোয়া করলো যেন বাস তাড়াতাড়ি চলে আসে হঠাৎ……