এমপি তামিম সরকার পর্ব ৮১
কাফাতুন নেছা কবিতা
তামিমকে ভন্ড বলায় সে সুবহার পড়ার টেবিল থেকে সেগুন কাঠের স্কেল হাতে নেয়! তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে সুবহা শুকনো ঢোক গিলে! নাহ, আবেগে সে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেললো! এই বুঝি তামিমের গোল্ডেন চাপাতিতে সুবহার নাম লিস্টেড হয়ে যায়!
তামিম এগিয়ে আসতেই সুবহা দৌড় মা’রে! তামিম ও স্কেল নিয়ে সুবহার পিছু নেই! এক দৌড়ে সুবহা সোজা বাগানে চলে আসে! যেখানে পঞ্চ পান্ডব আগে থেকে বসে বি’ড়ি খাচ্ছিল! সুবহাকে ছুটে আসতে দেখে তারা ও দাড়িয়ে পড়ে!
” ধরতে পারলে তুই শে’ষ সুবহা!”
” এবারের মতো মাফ করে দেন বড় ভাই!”
সুবহা দৌড়ে সোজা পঞ্চ পান্ডবের পিছনে গিয়ে লুকাই! আর তামিম এসে তাদের সামনে দাড়ায়!
” সরে যা!”
তামিম বলার সাথে সাথে পাঁচ জনই সরে দাঁড়ায়! আর সুবহা বেয়াক্কল হয়ে যায়! এই তাদের মায়ের প্রতি ভালোবাসা? কোথায় তাকে বাঁচাবে তা না! তামিম বলার সাথে সাথে তারা সরে দাঁড়ায়!
” এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা? ”
সুবহা পাচ জনকে একসাথে প্রশ্ন করে!! বাকি চার জন মাথা নিচু করলে ও সাকিব সাথে সাথে তামিমের পাশে গিয়ে দাড়িয়ে পড়ে..
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
” সবার আগে, আমি আমার আব্বা জানরে চিনি!”
সুবহা সাকিবের বিশ্বাস ঘাতকতা দেখে কারেন্টের মতো শক খায়! গানের লাইন তো হওয়া উচিত ছিলো, ” সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি! ” কিন্তু সাকিব তার বেইমানীর জন্য একটা ঐতিহাসিক গানের লাইন ও গুলিয়ে ফেললো!
তামিম এক পা এক পা করে সামনের দিকে এগিয়ে যায়! আর সুবহা এক পা এক পা করে পিছনের দিকে পিছিয়ে যায়! এভাবেই তামিম এগিয়ে যেতে থাকে! আর সুবহা পিছিয়ে যেতে থাকে! এক সময় সুবহা চুপচাপ দাড়িয়ে পড়ে! তারপর দৌড়ে তামিমের গায়ের উপরে পড়ে গালে চু’মু দেয়!
সুবহা চু’মু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়ে যায়! সুবহা বেচারির মতো মুখের আকৃতি করে তামিমের দিকে তাকায়!
” তামিম কী তার শখের বউকে মা’রতে পারে?'”
খুব নরম গলায় সুবহা তামিমের দিকে তাকিয়ে কথাটি বলে! তামিম কিছু ক্ষণ চুপ থাকে! তারপর বলে..
” আর কখনো যেনো বেয়া’দবি করতে না দেখি! ”
” করবো না কা’লা মানিকের কসম!”
কসম কাটার সাথে সাথে কালা মানিক সুবহার দিকে তাকায়!
” কসম কাটার জন্য আমার মতো নিরীহ নাদান বাচ্চাকে পেলেন ভাবি-মা! ”
” মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত! ”
সুবহা যে ইনডিরেক্টলি মানিকের মৃ’তুর কথা বলছে সেটা উপস্থিত সকলে বুঝে যায়! মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকায়! তামিম খুব কষ্ট করে নিজের হাসি আঁটকে রাখে! ঠিক তখনই তামিমের মুঠো ফোন বেজে উঠে! তামিম একটু দূরে চলে যায়!
তামিম যাওয়ার সাথে সাথে সুবহা অগ্নি দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়!
” বো’মা সাকিবের বাচ্চা, আপনাকে যদি আপনার বো’ম দিয়ে না উড়িয়েছি, আমি ও তামিম সরকারের বউ না!”
সুবহার কথা শেষ হতে দেরি সাকিবের তার পায়ে পড়তে দেরি নেই! সাকিব রীতিমতো মাটিতে শুয়ে সুবহার এক পা জাপ্টে ধরে!
” আম্মা….আমারে মাফ কইরা দেন!”
” মীরজাফরের কোনো মাফ নাই!”
চার পান্ডব সুবহার সাথে তালে তাল মিলাতে থাকে! কিন্তু সুবহা তার ও পাত্তা দেয় না! একটু আগে সবাই তামিমের সাইটে চলে গিয়েছিলো!
” সব কয়টা মীরজাফর! বদ দোয়া দিলাম, তোমাদের কপালে মেয়ে জুটবে না!”
সুবহার বদ দোয়া দিতে দেরি, কিন্তু বাকি চার জনের তার পায়ে পড়তে দেরি নেই!
” আম্মা.. এই বদ দোয়া দিয়েন না মাগো!”
” আপনের বদ দোয়া ফিরাইয়া নেন আম্মা!”
” মা জননী।। আপনি কী চান আমরা সিঙ্গেল হয়ে ম’রে যায়?”
” সুবহা মা, আমরা কথা দিতাছি এখন থেকে আমরা আপনার দলে!”
সুবহা কিছু ক্ষণ চুপ থাকে! তারপর কিছু একটা ভেবে তাদের দাঁড়াতে বলে!
” আমি যা বললে তাই করবেন তো?”
” জ্বেএএএএ!”
পাঁচ জনই একসাথে বলে উঠে! সুবহা সাকিবের দিকে তাকায়!
‘”————-‘ হবে তো?”
” কিন্তু আম্মা টাকা?”
” ওইটা আমি দেখবো!”
ছয় শয়তান কিছু একটা ফন্দি আটার কথা আলোচনা করছিলো ঠিক তখনই তামিম চলে আসে! আর ছয় জনই ভালো মানুষের মতো তাকায় তার দিকে! যেনো একটু আগে কিছুই হয়নি!
তামিম একটু সন্দেহের দৃষ্টিতে তাকায় তাদের দিকে! পরক্ষণেই সুবহা তামিমের হাত ধরে!
” তামিম এখন ও রেগে আছেন?”
তামিম সুবহার গালে হাত দিয়ে বলে!
” তোমার উপরে রেগে থাকা আমার পক্ষে সম্ভব নয় পরী!”
সুবহা তামিমকে জড়িয়ে ধরে! তামিম ও সুবহাকে জড়িয়ে ধরে! আর পঞ্চ পান্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে দেয়!
” আমরা কিছু দেখি নাই!”
পাঁচ জন একসাথে বলে উঠে! সুবহা তামিমকে ছাড়তে চাইলে ও তামিম ছাড়ে না!
” সারা জীবনের জন্য কানা না হইতে চাইলে উল্টো দিক হয়ে বাড়ি যা!”
তামিমের থ্রে’ট শুনে পঞ্চ পান্ডব উল্টো দিক হয়ে বাড়ির ভিতরে চলে যেতে থাকে! আর তামিম সুবহা একজন আরেক জনকে জড়িয়ে ধরে রাখে!
” আই লাভ ইউ পরী! খুব ভালোবাসি তোমাকে! “”
“” আমি ও আপনাকে খুব ভালোবাসি শয়তান সরকার!”
” পরী?”
” জ্বি?”
” তোমাকে একটা চু’ম্মা দেয়?”
” জ্বি!”
” থ্যাংক ইউ!”
তামিম সেই আগের মতো পারমিশন নিয়েই সুবহাকে চু’মু দেয়!
” আপনি আমাকে কতোটা ভালোবাসেন?”
” যতটা পরিমাণ করা যায় না!”
” তাহলে প্রমাণ দিন!”
” কী প্রমাণ লাগবে আপনার ম্যাডাম?”
” এইচএসসির প্রশ্ন ফাঁস আউট করে আমাদের দিন!”
সুবহার কথা শুনে তামিম চোখ বন্ধ জোরে নিঃশ্বাস ফেলে!
” খোদা এমন একটা ফাঁকি বাজ মাইয়ায় কী আমার জীবনে দেওয়া দরকার ছিলো?”
সুবহা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়! তামিম সুবহাকে হুট করে কোলে তুলে নেই!
” এ কী করছেন তামিম?”
” চল বোনই, তুই পড়াশোনা কর! ভন্ডামি বাদ দে!”
তামিম দ্রুত পায়ে সুবহাকে নিয়ে বাড়ির ভিতরে যেতে থাকে! আর সুবহা রাগে কটমট করতে থাকে! তামিম সুবহাকে নিয়ে গিয়ে সোজা সোফাতে বসায়! সেখানে পঞ্চ পান্ডব ও বসে ছিলো বই হাতে! আর তাদের সামনে কো’পা শামসু বসে আছে মোটা চ্যালা কাঠ নিয়ে!
তামিম সুবহার হাতে বই ধরিয়ে দেয়! আর ৪-৫ জন বডিগার্ডকে বলে যায় তাদের উপরে নজর রাখতে!
” একটু পরে তোদের ম্যাডাম আসবে! পড়তে থাক! কোনো প্রকারের তিরিং বিরিং করলে সব কয়টাকে গাছে বেঁধে ঝুলাবো!”
তামিম ওর্য়ানিং দিয়ে শামসুকে নিয়ে বেরিয়ে পরে! আর বাকি ছয়জন বই হাতে নিয়ে বসে থাকে! সাকিব খুব বিরক্ত নিয়ে বলে উঠে!
” বা**লের জীবন! বা”লের পড়াশোনা! ”
—–রঙ্গমঞ্চ খানা….!
চেয়ারে পায়ের উপরে পা তুলে খুব আরাম করে বসে থাকে তামিম! তার সামনে চার জন চোখ -হাত-পা বাঁ’ধা অবস্থায় মাটিতে পড়ে থাকে! থেকে চার জনই তামিমের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে! কিন্তু তামিমের কানে যেনো কোনো কথায় ঢুকছে না!
একটু পর অনেক গুলো ইস্ত্রি নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা! তারপর সেগুলো মাল্টিপ্লাগে জয়েন করতে থাকে! কিছু ক্ষণ পর যখন ইস্ত্রি গুলো মোটামুটি ভালোই গরম হয়, তখন তারা তামিমের দিকে তাকায়! তামিম ইশারা করে তাদের! সাথে সাথে নিচে পরিহিত চারজনের শরীরে সেক দেওয়া শুরু হয়! প্রচন্ড চিৎকারে রঙ্গমঞ্চ খানা ফেটে পড়ে! আর তাদের চিৎকার গুলো শুনে তামিম তৃপ্তির হাসি দিয়ে উঠে!
তারপর উঠে হাতে থাকা সিগা’রটি নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে! তারপর খুব জোড়ে রিকের বিশেষ অ’ঙ্গে লাথি মা’রে ! কাতরিয়ে উড়ে রিক!
” মা**দার চ**! তোর মতো কু’ত্তা আমার বউরে ন’ষ্ট চোখে দেখছোস! তারে তোর এই ন’ষ্ট হাত দিয়ে ছুয়ার চেষ্টা করছোস! কলিজায় ভয় নাই? কার বউরে ছুঁইতে গেছিলি তুই, কীরেরররর?”
হুংকার দিয়ে উঠে তামিম! কেউ তার বউকে কুনজরে দেখেছে আর সেটা জানার পর সে চুপ থাকবে এটা তো অসম্ভব!
রাষ্ট্রদোহির মাম’লা করে তানভীর সরকার তার কুটনৈতিক সম্পর্কের জেরে সুইজারল্যান্ড থেকে সুবহার ফুপি এবং তার পরিবারকে নিয়ে আসে! নিয়ে আসার সাথে সাথে তাদের তামিমের রঙ্গমঞ্চ খানা নিয়ো আসা হয়! আর তাদের নিয়ে আসার কিছু ক্ষণের মধ্যমে এক্সিডেন্টে মৃ’ত্যুর খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়! মিডিয়া কাভারেজ ও এমন ভাবে করা হয় যেনো সব কিছু সত্যি মনে হয় সবার কাছে!
তামিম নিজের হাতে ইস্ত্রি নিয়ে রিকের পে’টে চেপে ধরে!ব্যাথায় ডুকরে উঠে রিক! আর তার পরিবার ও!
” আরো জোরে চেঁচা কু’ত্তার বাচ্চা! তোরা আমার পরীর মতো বউটারে কি কষ্টটায় না দিছোস! তোগো ২০ টুক’রা করলে ও তো আমার মনের ঝাল মিটবো না রে!”
তামিম রিকের বুকে খুব জোড়ে জোড়ে লা:থি মা’রতে থাকে! তারপর তার চা-পাতি দিয়ে ঝাপিয়ে পড়ে রিকের উপরে! কোনো প্রকারের সাউন্ড করার মতো সুযোগ দেয় না! তারপর বডিগার্ডদের ইশারা করে বাকিদের ও সায়েস্তা করতে! যেহেতু সুবহার শরী’রে গরম পানি ঢালা হয়েছিলো! তাই তামিম তাদের মৃ’ত্যু হিসেবে ঠিক করে এসি’ড দিয়ে শরীর ঝল:সে দেওয়া! বড় তেলের ড্রাম ভর্তি এসি’ড আনা হয়! আর এক এক করে তাতে চুবি”য়ে ঝল’সে মা-রা হয় চার জনকে!
শুধু মাত্র তামিম সরকারের বউয়ের গায়ে গর’ম পানি ঢেলেছি’লো বলে তামিম তাদের এসি’ডেই চুবিয়ে ঝ’লসে মা’রলো!
তামিম সরকার ভয়ংকর কিন্তু স্বামী তামিম সরকার তার থেকে ও বেশি ভয়ংকর!!
—-রাত তখন ৯:৪৭ মিনিট! পড়তে পড়তে ছয় শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে! আর তামিম যাওয়ার ওর যেই ম্যাডাম আসে সে ও কম নয়! তাদের একটার পর একটা প্রশ্ন স্লোভ করিয়েই যায়! বিন্দু পরিমাণের ব্রেক দেওয়া হয় না তাদের! সবাই চরম বিরক্ত হলে ও কালা মানিক তার ৭৯ তম রিয়েল লাভ খুঁজে পেলো! সে ম্যাডামকে প্রচুর চেক_আউট করতে থাকে! বাকিরা বিরক্তি নিয়ে পড়তে থাকে!
ঘড়ির কাটা যখন বলছে ১০ টা বাজতে আর বেশি ক্ষণ দেরি নেই ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে! তামিম আসার সাথে সাথে ম্যাডাম নিজের চুল ঠিক করে তার সামনে যায়! গিয়ে খুবই ভাব দেখিয়ে সালাম দেয়! তামিম সালাম নেয়!
সোফাতে বসে বসে পুরো বিষয়টি খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে সুবহা! ভালোই উন্নতি হয়েছে তার স্বামী!
” আমার বাচ্চাদের পড়াশোনা কতদূর!”
” এইতো স্যার, মোটামুটি কাভার করতে পারবে তারা! আপনার ছেলে_মেয়ে খুবই নম্র ভদ্র! “”
ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতা সুবহার অস্তিত্বর কারণ হয়ে দাঁড়ায়! সে উঠে সোজা তামিমের পাশে দাড়িয়ে তার হাত জাপ্টে ধরে!
” মেয়ে নয় বউ! আমি তামিম সরকারের একমাত্র তিন কবুল বলা হালাল বউ!”
ম্যাডাম বড় বড় চোখ করে তাকায় সুবহার দিকে! যেনো সে আকাশ থেকে পড়লো! তামিম বিষয়টার খুব আনন্দ নিতে থাকে!
” ওহহহ! আপনি ম্যারিড স্যার!”
” কেন আপনি জানতেন না? আমাদের বিয়ে তো বিশ্ব বিখ্যাত! দুইটা গু’লি খেয়ে তারপর উনার বউ হয়েছি! এই নিয়ে পাবলিক গ্রুপে কতো সমালোচনা হলো, আর আপনি কিছুই জানেন না? কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম?”
” আসলে আমি একমাস আগে এখানে সিফট হয়েছি তাই!”
” তাই না জেনে আমার স্বামীর গলায় ঝুলতে চেয়েছিলেন!”
ম্যাডাম প্রচন্ড লজ্জা পায় সুবহার কথায়! আর তামিম চুপচাপ দাড়িয়ে থাকে সুবহার পাশে! বউ কথা বলছে মাঝে সে কিছু বললে এখনই সুবহা তাকে ধরে দিবে চার পাঁচটা!
এমপি তামিম সরকার পর্ব ৮০
” কাল থেকে আর আপনাকে আসতে হবে না! তামিম সরকার নিজে পড়াবে আমাদের! ঠিক না বেবি?”
তামিম সুবহার কোম’রে হাত রাখে!
” হো হুকুম ম্যাডাম জ্বি!”