এমপি তামিম সরকার পর্ব ৮৪
কাফাতুন নেছা কবিতা
” কিছু কইলেই মা’রে! ”
” Bigg usss!”
তামিম নিজের পিঠে হাত দিয়ে সুবহার দিকে তাকিয়ে থাকে! আর সুবহা নিজের গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে থাকে! যেন চোখ দিয়ে একজন আরেক জনকে গিলে খাবে!
প্রচন্ড রাগে ফুলতে থাকে সুবহা! তামিম ও চুপচাপ তাকিয়ে থাকে সুবহার দিকে! এভাবে প্রায় ৬-৭ মিনিট অতিবাহিত হয়! দু-জনের মধ্যে কোনো রিয়েকশন দেখা যায় না!
তামিম লক্ষ্য করে সুবহার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে! অর্থাৎ তার রাগ কমে যাচ্ছে! কিছু ক্ষণের ব্যবধানে সুবহা তামিমের কোলে উঠে বসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে! তামিম ও সুবহার মাথায় হাত বুলোতে থাকে!
” সরি! ”
” why pori?”
”রাগে আমার মাথা ঠিক থাকে না তামিম! আমি ইচ্ছে করে মা’রিনি আপনাকে! আপনি কী বেশি জোড়ে ব্যাথা পেয়েছেন?”
তামিম পরম যত্নে সুবহার গালে হাত বুলাতে থাকে! সে জানে সুবহার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল! সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো দূরে থাক জোড়ে কথা ও বলবে না! কিন্তু যতদিন না সুবহা ঠিক হয় তামিমকে এসব সহ্য করতেই হবে!
” বউয়ের হাতে ক্যালানি খেয়ে ম:রলে শহিদি মৃত্যু হয়!”
সুবহা হালকা করে তামিমের গালে ঝাপটা মা’রে! কিন্তু ভিতরে ভিতরে একটা অনুশোচনা হয় তার! কিছু দিন যাবত সে তামিমকে প্রচন্ড জালাচ্ছে! তামিম ও কিছু বলছে না! চুপচাপ সহ্য করছে! সুবহা জানে তার রোগের সম্পর্কে! কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না! এটা বুঝতেই পারেনি! সুবহার চোখ দিয়ে পানি গড়িয়ে পরে!
তামিম সুবহার গালে হাত দেয়!
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
” থাপ্পড় কী খুব জোড়ে লেগেছে? ”
” নাহ!”
” তাহলো কাঁদছো কেন?”
” কাঁদছি না তো!”
তামিম সুবহার কোমর জাপ্টে ধরে! সুবহার কাধে নিজের মাথা রাখে!
” ও বউ! তুমি জানো, তুমি কাঁদলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়! কোনো কাজে বরকত হয় না!”
সুবহা তাও চুপচাপ বসে থাকে! সে যে তামিমের গায়ে হাত তুলেছে, এটা তো সত্যি! সেটা যেভাবেই হোক!
” তামিম?”
” হুম?”
” আপনি কী আমাকে ছেড়ে দিবেন? ”
সুবহার কথা শুনে তামিম নিজের চোয়াল শক্ত করে ফেলে!
” মাইর খাওয়ার শক জাগছে?”
খুব শক্ত করেই কথাটি বলে তামিম! তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে! তামিম সব সহ্য করলে ও সুবহার সাথে বিচ্ছেদ সহ্য করতে পারে না!
তামিম নিজের হাত সুবহার সামনে তুলে ধরে! সাথে সাথে সুবহার চোখে পানি চলে আসে! গুনে গুনে ৪৬ টি কা’টা চিহ্ন! ৪৫ টি ছোটো-ছোটো আর একটা অনেক বড় একদম রগ বরাবর! তামিম সুই’সাইড করতে চেয়েছিল সুবহা চলে যাওয়ার পর! সেই দাগটি স্পষ্ট!
সুবহা তাকায় তামিমের দিকে!
” তোমাকে ছাড়া থাকতে হলে আরেকটা দাগ হাতে পরবে! তারপর তামিম সরকার ইন্না লিল্লাহ!”
বাকি কথা শেষ করার আগেই সুবহা তামিমের মুখে হাত দিয়ে ফেলে! আর মাথা নেড়ে তাকে এমন অলক্ষ্যণে কথা বলতে নিষেধ করে!
তামিম সুবহার থুতনি ধরে হালকা বাঁকিয়ে ধরে, তারপর বাম গালে বেশ শব্দ করেই চু’মু খায়! লজ্জায় মুখ রক্তিম বর্ন ধারণ করে সুবহার!
তামিম আস্তে আস্তে সুবহার বোরকা, নেকাব খুলে ফেলে! এসি অন থাকলে সুবহার বেশ অস্বস্তি হচ্ছিল, সেটা তামিম আগেই বুঝতে পেরেছিল!
” চল ফ্রেশ হবে!”
” আচ্ছা, আমি আসছি!”
সুবহা তামিমের কোল থেকে উঠে যেই মাত্র সামনে পা বাড়ায়, তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয়! আর ওয়াশরুমে দিকে পা বাড়ায়!
—- বাথটবে চুপচাপ বসে থাকে তামিম সুবহা! সুবহা তামিমের বুকে হেলান দিয়ে থাকে! আর তামিম সুবহার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে!
” পরী!”
” জ্বি!”
” কিছু না!”
সুবহা তামিমের এই হেঁয়ালি কথার অর্থ বুঝতে পারে না! সে তাকায় তামিমের দিকে!
” কী হয়েছে তামিম?”
” তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না তো?”
” আপনি যেতে দিবেন?”
” না! ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো, কিন্তু তুমি কী যাবা?”
সুবহা তামিমের কথা শুনে হাসতে থাকে! সে তাকে যেতে ও দিবে না, আবার তার মতামত ও চাই! তামিম সরকার আসলেই অদ্ভুত! তার মনে কী চলে সেটা শুধু সেই জানে!
— ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিজের চুল মুছতে থাকে সুবহা! তামিম তখন ও ওয়াশরুমে! সুবহাকে সুন্দর মতো সাওয়ার করানোর পর তামিম নিজে সাওয়ার নেই! আর সুবহা নিজের চুল মুছতে থাকে! কিছু ক্ষণের ব্যবধানে, তামিম এসে সুবহার পিছনে দাড়ায়! তারপর হেয়ার ড্রায়ার নিয়ে সুবহার চুল শুকাতে থাকে! চুল শুকানোর এক পর্যায়ে সুবহা আয়নাতে তাকায়! তামিম শুধু মাত্র একটি তোয়ালে পড়ে আছে!
সুবহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে! হালকা পানি তামিমের শরীরে এখন ও অবশিষ্ট রয়েছে!
” কী দেখছো বউ?”
” আপনাকে! আপনি অনেক হট!”
” ছি : অশ্লীল মাইয়া! নিজের জামাইকে সিডি’উস করে!”
সুবহা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ারটি নিয়ে ড্রেসিং এ রেখে দেয়! তারপর তামিমের পায়ের উপরে ভর করে উঠে তার গলা জড়িয়ে ধরে!
” তুমি ইতিহাসের প্রথম মেয়ে, যে নির্লজ্জতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলছে!”
তামিম ইচ্ছে করে টিজ করতে থাকে সুবহাকে! সুবহা রেগে তামিমের গলা ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে থাকে! তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক! কিন্তু সুবহা শুনে না! সে ইচ্ছে করে তামিমের কাছে যেতে চেয়েছিল, আর তামিম তাকে টিজ করলো!
–কিছু ক্ষণ পর রেডি হয়ে নিচে আসে! এসে সুবহাকে খুঁজতে থাকে! কোথাও খুঁজে পায় না সুবহাকে! খোঁজ নিয়ে জানতে পারে, সে তার ভাইয়ের রুমে আছে নার্সদের সাথে!ডিনার ও করেনি! তামিম বুঝতে পারে সুবহা ভিষণ লজ্জা পেয়েছে তার কথায়! কোনো মেয়ে যদি নিজ থেকে তার স্বামীর কাছে যেতে চাই এবং এভাবে টিজের শিকার হয় স্বামী দ্বারা , সেটা আসলেই লজ্জাদায়ক!
তামিম চুপচাপ উপরে সুবহার ভাইয়ের রুমে চলে আসে! কয়েকজন নার্স সোফাতে বসা! আর সুবহা তার ভাইয়ের মাথার কাছে বসে আছে! তামিম রুমে ঢোকা মাত্র নার্স গুলো দাঁড়িয়ে পড়ে! তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম! তারপর একদম সুবহার পিঠ বরাবর দাড়ায়!
তামিম দাঁড়ানো মাত্র সুবহা বুঝে যায় তার পিছনে কে! তামিমের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে! সব কিছু ভুললে ও তামিম পারফিউম ব্যবহার করতে ভুলে না!
সুবহা চুপচাপ বসে থাকে! কোনো প্রতিক্রিয়া দেখায় না!
” রুমে চলো সকাল!”
” কেন?”
” আমি বলেছি তাই!”
সুবহা কিছু ক্ষণ চুপচাপ থাকে! কোনো উত্তর দেয় না! সুবহার থেকে কোনো উত্তর না পেয়ে তামিমের রাগ বাড়তে থাকে!
” আমি রুমে আসতে বলেছি সকাল!”
” আমি এখানে থাকবো তামিম! আপনি প্লিজ এখন যান!”
খুবই ঠান্ডা স্বরে তামিমের আদেশ প্রত্যাখান করে সুবহা! একটু আগে যেই রুম থেকে অপমানিত হয়ে আসলো, আবার সেই রুমে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই!
তামিম কিছু ক্ষণ ওইভাবেই দাড়িয়ে থাকে সুবহার পিছনে! কোনো রিয়েকশন দেয় না সুবহা! তামিম সুবহার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাড়ায় করায়! তারপর তাকে কোলে তুলে নেয়! সুবহা তারপর ও চুপ হয়ে থাকে!
তামিম সুবহাকে নিয়ে হনহনিয়ে নিজেদের রুমে চলে যায় ! আর দরজা লক করে সুবহাকে দাড় করায়!
” হাগ মি!”
সুবহা চুপচাপ দাড়িয়ে থাকে!
এমপি তামিম সরকার পর্ব ৮৩
” হাগ মি. সকাল!”
সুবহা এবার ও চুপচাপ দাড়িয়ে থাকে!
” আমি জড়িয়ে ধরতে বলছি সুবহা!”
” নাহ!”
” তুমি ধরবা কি-না? ”
” নাহ!”
তামিম খুব জোড়ে থাপ্প’ড় বসিয়ে দেয় সুবহার গা’লে! তাল সামলাতে না পেরে মাটিতে বসে পরে সুবহা! একটু আগে ও তামিম সুবহার রাগ সহ্য করছিলো, আর এখন সে নিজেই তার গা’লে চড় বসিয়ে দিলো!
” তেজ দেখাস, তামিম সরকারকে তেজ দেখাস! অনেক সহ্য করছি তোকে! বের হো আমার চোখের সামনে থেকে! ”