চিত্রাঙ্গনা পর্ব ৫৫ (৩)

চিত্রাঙ্গনা পর্ব ৫৫ (৩)
ইশরাত জাহান জেরিন

সুলেমান এলাহীর এমন মৃত্যুর পর অনেকদিন বাড়ি থমথমে ছিল। জুনায়েদ এলাহী তো তিন দিনের মতো কামরা থেকেই বের হয়নি। রোশান,জোহান,রাজনও ঠিকমতো কাজে যায়নি। বাড়ি কেমন যেন নিষ্প্রাণ
হয়ে উঠেছিল। যেই রুমানা ঘটা করে শাড়ি পরত,সারা অঙ্গ সোনার গয়নায় চকচক করত সে একেবারে বোবা একগুঁয়ে হয়ে গিয়েছিল। চিত্রার এখন শোক পালন করা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে ।

সে নিজেও সুলেমানের মৃত্যুর পর কেমন যেন চুপচাপ হয়ে পড়েছে। কারণ শত হলেও সুলেমানকে বাবার জায়গায় স্থান দিয়েছিল সে। বাবা হারানোর যন্ত্রণা সে জানে। ফারাজ কালো শার্ট পড়ে ব্লেজার কাঁধে ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কী একটা ভেবে রুমানার ঘরের সামনে উঁকি দিতেই দেখতে পেলো রুমানা কোলে রোশান মাথা রেখে শুয়ে আছে। রাজন মায়ের পাশে বসে আছে। অসহায় মাকে সান্ত্বনা দিচ্ছে। ফারাজের ভেতরটা জমে উঠল বরফের মতো। চোখের সামনে ভেসে উঠল কিছু স্মৃতি আর ভয়ানক কিছু মুহুর্ত। তারও কী মায়ের কাছে গিয়ে কোলো মাথা রেখে শোক পালন করা দরকার ছিল? তাহলে সে কেনো করছে না। ফারাজ দেয়ালে মৃদু একটা ঘুষি দেয়। তারপর বলে,”মায়েরা কত স্বর্থপর হয়। তাদের মনে কোনো মায়া দয়া নেই। থাকলে বুঝি মা তাকে এত কষ্ট দিতে পারত?তার মা আসলেই একটা ছলনাময়ী নারী। সে গোটা দুনিয়ার সঙ্গে নয় কেবল ফারাজের সঙ্গেই ছলনা করেছে।”

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

ফারাজ একটা নিঃশ্বাস নিয়ে বেরিয়ে পড়ল। সুলেমানকে মাটি দেওয়া হলো এলাহীদের পারিবারিক কবরস্থানে। বাড়ির সাথে যেই মসজিদ আছে ওইটা এলাহী জামে মসজিদ। তার পাশেই এলাহী কবরস্থান। সরকারি কোনো কবরস্থান নয়। পারিবারিক। সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হলো সুলেমান এলাহীকে। এই সুলেমান এলাহী সারাটা জীবন পার করেছে টাকার পেছনে ছুটতে ছুটতে। জমিদার বাড়ির সম্পত্তির পেছনে। এইযে তার চেয়ারম্যানের পদ তাও তো টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে পেয়েছিল। তার চেয়েও বড় কথা কত নারীর সর্বনাশ করেছে, কত মায়ের বুক খালি করেছে এই লোক তার হিসেব রেখেছে? বুড়ো বয়সে এসে খায়েশ পূরণ করেছে। রুমানা এসব নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি। কারণ সে জানে সুলেমান পরনারীর স্পর্শে গেলেও তাদের মধ্য থেকে কাউকে বিয়ে করবে না। বউ তো কেবল রুমানাই থাকবে। স্বামীকে সে অনেক ভালোবাসে। শুধুমাত্র সেই কারনেই কী স্বামী চরিত্রহীন হওয়ার পরেও স্বামীকে কখনও সে বাধা দেয়নি? কেবলই কী স্বামীকে হারানোর ভয়ে সকল স্বাধীনতা দিয়েছিল? এটার উত্তর সেই মহিলাই ভালো জানে। তবে ভুল তো একটা তারও ছিল। সারাজীবন গহনা,অলংকারের পিছনে না ছুটে একটু স্বামীকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা একবার করে দেখলেও হতো।

সুলেমান এলাহীর কবরের সামনে দাঁড়িয়ে আছে ফারাজ,অভ্র আর বজ্র। কবর যিয়ারত শেষে ফারাজ বেশকিছুক্ষণ সেই কবরের দিকে চেয়ে রইলেন। সুলেমানের মৃত্যুর আজকে পাঁচদিন কেটে গেলো। কিন্তু পুলিশও পারল না সেই মৃত্যুর রহস্যভেদ করতে। এদিকে সবাই হয়তো মনে মনে ফারাজকেই সন্দেহ করছে। কিন্তু কারণ তো নেই? তবুও হয়তো তাকেই করা হয়েছে। কারণ এক ফারাজ ছাড়া তো বাড়ির সবাই একদলের মানুষ। আচ্ছা চিত্রার কখনও মনে প্রশ্ন জাগেনি যেখানে বাড়ির সব মানুষেরা দিনে বাড়ি থাকে আর ফারাজ কাজ ছাড়া সবসময়ই কিন্তু কেন?কাজ তো তারা একটাই করে সকলে। চিত্রার কথা আপাতত বাদ দেওয়া যাক কারন ওই আগুন সুন্দরীর মাথার বুদ্ধি পোকারা বেশ চালু। তাই তার সব বুদ্ধি খেয়ে ফেলেছে। তার চেয়েও বড় কথা চিত্রা ফারাজকে ভালোবাসে,বিশ্বাস করে। সেই থেকেই হয়তো সন্দেহ করা হয়নি। কিন্তু প্রশ্ন একটা রয়েই গেলো সুলেমানকে খুন করল কে?

তাও বাড়ির ভেতর থেকেই? এর আগেও বাড়িতে তিনটা খুন হয়েছে। এর আগেও খুন হয়েছে তবে ওইগুলো যারা করিয়েছে এখন তাদের লোক কিংবা তাদেরই খুন করা হচ্ছে। খুনি ভেতরের কেউ কিন্তু তার উদ্দেশ্য কী? নিরুরও কেনো খোঁজ পাওয়া যায়নি। এত খোঁজার পরও। সুলেমান এলাহীকে মারা হয়েছে ওইযে বাগানের দুইজন কর্মীকে যেমন ভাবে মারা হয়েছে ঠিক তেমন ভাবেই। তারপর একই ভাবে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এর থেকে তো বোঝায় যায় খুনির খুন করার নিজস্ব একটা প্রক্রিয়া আছে। এই যে যেমন ফারাজ খুন করে কলিজা ভুনা খায়,রোজ খুন করা ব্যক্তির রক্তে গোসল করে তেমনই ওই খুনিও হয়তো এভাবেই মারতে ভালোবাসে। কিন্তু খুনি একটাও ক্লু রেখে যায়নি এটা মানা যায়? ফারাজের কেন জানি খুনিকে খোঁজার ইচ্ছে না।

এসব ফালতু কাজ করার সময় নেই তার। এই সময়টা যদি বউকে দেওয়া যায় ঠিক মতো তাহলে এলাহী বাড়ি একেবারে বাচ্চায় গদোগদো করবে। তবে আর যাই হোক ওই খুনি একটা মাস্টারমাইন্ড। বাড়ির মানুষদের টার্গেট করলে হয়তো ফারাজ নিজেও তার লিস্টে আছে। এখন শুধু মুখোমুখি হওয়ার পালা। সমস্যা নেই ফারাজ তাকে খুঁজবে না, খুনি নিজেই তার কাছে আসবে। ফারাজ চলে যাওয়ার আগে সুলেমান এলাহীর আগের করবটা দেখে। একদলা থুথু কবরটায় ফেলতে গিয়েও বিবেকের খাতিরে ফেলে।

বুঝতে হবে ফারাজ বদলে যাচ্ছে। বদলানো ফারাজ এসব কাজ করে না। ফারাজ আরেকবার ফারহাদ এলাহীর কবরের দিকে তাকায়। বলে,”জানিস তো অভ্র এই হারামির নাম মনে এলেও মনে হয় মরাকে উঠিয়ে আরেকবার মারি। বমি আসে। মাঝে মাঝে মনে চায় নিজের নামটাও বদলে ফেলি। কারন নাম তো এই কুল্লুর সঙ্গেই মিল খায়। তবে নামের পেছনে আরেকটা মানুষ ছিল বলে চুপ থাকি। খোদা যদি আমাকে বলত,”তোমার একটা ইচ্ছে বলো।” আমি বলতাম,”আমি বার বার ফরহাদ এলাহীর মৃত্যু যন্ত্রণা দেখতে চাই।”

গাছের নিচে বসে বন্ধুমহল মিলে গানের আড্ডায় ব্যস্ত জোহানের জাদুকরী গলা। ওই নিরুটা তাকে খালি খালি ক্ষেপানোর জন্য গলা নিয়ে কত কী বলে! তবে গলা কিন্তু ফারাজেরও ভালো। ফারাজ ভাই যে কেনো গান ছেড়ে দিল? আসলে মানুষের জীবন এইরকম। প্রতিটি মানুষের একটা গোপনসত্তা থাকে। যা মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে,লুকিয়ে রাখার চেষ্টা করে। জোহান কী সেইসবের বাহিরে?চ্যাক শার্ট পড়া শ্যামবর্নের একটা বখাটে পুরুষ সে। চুলগুলো তার এলোমেলো। কেমন যেন রুক্ষ। চ্যাক শার্ট আর জিনস প্যান্টে দারুণ লাগছে। শক্তপোক্ত শরীর তবে সুপ্ত পেশীবহুল।

এখন যদিও মানুষ টুকরো টুকরো করতে করতে লম্বাচওড়া পেশী হচ্ছে। জোহানের বাহুগুলি দীঘল, কনুইয়ের কাছে হালকা কুঞ্চন। পিঠের রেখা সোজা, মেরুদণ্ডে দীপ্তি। তবে সবচেয়ে চমৎকার তার মুখের হাসি। একটা সানগ্লাস ঝড় হোক কিংবা বৃষ্টি সবসময়ই তার কাছে থাকে। জোহান সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছেরে বন্ধু হৃদয়কে সিগারেটটা ধরিয়ে দিল। তারপর প্রিয় গিটারটা কোলে তুলে টুংটাং বাজানো শুরু করল। গিটারের সুরের সঙ্গে সে তাল মিলিয়ে বলল,” সেই নারী কেবল জাদুকরী ছিল না বরং সে আমার মনও ছিল। আজ কতদিন হলো আমার মনটা আমার ভিতরে নেই। মায়াবতী লাবণ্যময় কোনো এক মেঘময়ূরী আমার মনকে দেহ থেকে ছিঁড়েখুড়ে বের করে হারিয়ে গিয়েছে নাম জানা পথের মোড়ে। তাকে এখন কী করে বোঝাই মন ছাড়া যে সত্যি বাঁচা যায় না?” জোহান এবার তাল মিলিয়ে গান ধরল,

~মন বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায়রে বাঁচা?
তুই ছাড়া কে আর আছে এ জীবনে?
কি কারণ অকারণ
এত করিস জ্বালাতন?
ভাল লাগে না এ দোটানা
উচাটন সারাক্ষণ
বলনা, তুই বলনা, কেন এ ছলনা?
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা, তুই বলনা, ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বলনা, ভালবাসি বলনা~

গান শেষে জোহান আকাশের দিকে তাকিয়ে নিশ্বাস ছাড়ল। কত কী মনে পড়ল। লাবণ্যের মৃত্যুর পর জোহান দুইটা বছর চিকিৎসায় ছিল। পাগলের থেকেও জঘন্য অবস্থা হয়েছিল তার। এই যে সবার মনে প্রশ্ন জাগতে পারে,”জোহান বাছাই করে কেন চিত্রাকেই মারার বুদ্ধি করে সবসময়? আসলে চিত্রা নয় জোহান সেই সকল নারীকেই হত্যা করেছে যাদের সঙ্গে তাদের জীবন সঙ্গীর একটা দারুন সম্পর্ক ছিল। কারন এই বেশি ভালোবাসা নারীগুলোই হয় ছলনাময়ী একসময়। লাবণ্য নামক মেয়েটির সঙ্গে সেই ছোট্ট থেকে সম্পর্ক ছিল জোহানের। একসঙ্গে তারা বড় হয়েছে।

প্রতিবেশীর মেয়ে ছিল। লাবণ্য সিগারেট খোর ছেলে পছন্দ করত না। জোহান সিগারেট ছেড়ে দিয়েছে। লাবণ্য পড়ুয়া ছেলে পছন্দ করত জোহান পড়ায় মন দিল। লাবণ্য বৃষ্টিবিলাস পছন্দ করত। জোহান সেই বৃষ্টিবিলাসের সঙ্গী হয়ে গেলো। তবুও কিছুই টিকল না। ভালোবাসার মোহে অন্ধ করে লাবণ্য অন্য কারো হাত ধরে অন্যের বাসরে লালটুকটুকে বউ সেজে বসল। এদিকে এত ভালোবাসার পরেও জোহান চোখের সামনে সব শেষ হতে দেখেছে।
লাবণ্য চলে যাওয়ার পর টানা বছর দুই জোহান পাগল বনে রয়। ড্রাগসের নেশায় পড়ে যায়। সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে সময় লেগেছে। তবুও আজও পারে নি ওই ছলনাময়ী নারীকে ভুলতে। এখনও দুঃস্বপ্ন হয়ে সে বার বার জোহানের স্মৃতির কল্পলোকে আতঙ্ক হয়ে ফিরে আসে। কিছু খারাপ স্মৃতি কিছু খারাপ মানুষেরও থাকে। পৃথিবীর কেবল ভালো মানুষগুলোর কষ্ট দেখতে পায়,খারাপদের খারাপ হওয়ার নয়।

বজ্রকে আজ-কাল পাওয়া যায় না। কোনো মেয়ের চক্করে পরল নাকি? আবার ব্যস্ত থাকারই তো কথা। শত হলেও তো ডাক্তার মানুষ। জোর বেচারার কাটাছেঁড়া করে এসে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়তে হয়। একটা বউ থাকলে ন হয় হাত-পাগুলো টিপে দিলো। চুলে হাত বুলিয়ে মাথাও মালিশ করে দিত। মানুষ কী এমনে এমনে বিয়ে করে নাকি? বিয়ের একটা বেনিফিট আছে না? এই যে বউ কিছু দেবে,বিপরীতে স্বামী কিছু দেবে। আবার সে দেবে, তারপর আবার বিপরীত পক্ষ। এই যে যারা বয়স হওয়ার পরেও বিয়ে করে না তাদেরকে পৃথিবী সবচেয়ে বেকার আর অকর্ম্য কীট হিসেবে বিবেচনা করা উচিত। ওরা দুনিয়ায় থেকে অযথা অক্সিজেন নষ্ট করে কার্বডাইঅক্সাইডের সাপ্লাই দিচ্ছে। ওরা দেশের শত্রু,দশের শত্রু। মন তো চায় অবিবাহিত পোলাপান ধরেই তিন কবুলে বিয়ে পড়িয়ে দিতে। ছোটলোক গুলার জন্য পৃথিবীতে অক্সিজেন সংকট শুরু হচ্ছে। তারপর একদিন সব শেষ হয়ে গেলে কোথায় গিয়ে উঠবে? মঙ্গলগ্রহে? চিত্রা ফারাজের জন্য স্পেশাল লেমনেড নিয়ে স্টাডি রুমে হাজির হয়। ফারাজ গ্লাসের দিকে তাকিয়ে হালকা ভ্রু কুঁচকে বলল, “এটা কি তোমার সেই বিখ্যাত লেমনেড?”

“কেন দেখে কী ভিমের শরবত মনে হচ্ছে?”
“না মানে… আচ্ছা, দেখি কেমন বানিয়েছো।”
এই বলে ফারাজ এক ঢোঁকে পুরো গ্লাস খালি করে ফেলল। তারপর চশমা সামান্য নাকের ওপর টেনে তুলে বলল, “না টেস্ট আছে। তবে লেবু চিপে লবণ-চিনি দিয়ে শরবত বানিয়ে এত দামি ক্যাটাগরির নাম না দিলেও চলত।”
চিত্রা চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ফারাজ হেসে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর আদুরে কণ্ঠে বলে, “বাপরে ভারী আছো তো দেখছি? এই বউ ওজন বাড়ছে দেখি তোমার। আগের থেকে সুন্দরও হয়ে গিয়েছো।”

চিত্রা একটু লাজুক হাসি দিয়ে ফারাজের কপালে চুমু দিতে যাবে, এমন সময় হঠাৎ করেই সেই অপ্রতিরোধ্য জমেলা বুড়ি ঘরে ঢুকে পড়ে। বয়স্ক গলায় চিরাচরিত দেমাগে বলে ওঠে, “স্বামীর পানি গায়ে পড়লে মাইয়া হগ্গল সব চকচকা হইয়া যায়। মোটা হইয়া যায়। আমার বিয়ার পর তো আমি গন্ডারের মতো মোটা হইয়া গেছিলাম । একদিন তো কালুর বাপের ওপর পইড়া ব্যাডার পাছার হাড় ভাইঙ্গা ফেলছি। পরে কত ঝাড়ফুঁক কইরা, তেল মালিশ কইরা ঠিক করতে হইছে।”

বুড়ি কথা শেষ করার আগেই তীব্র প্রতিবাদী স্বরে ফারাজ বলল, “কেন স্বামী কী ওয়াসা নাকি? পানি সাপ্লায়ার ? পানি দেয়? জল-জ্যান্ত পুরুষ মানুষটাকে পানির টাঙ্কি বানিয়ে ফেলা? মশকরা করার জায়গা পাও না বুড়ি? তীব্র নিন্দা জানাই। অভিশাপ দিলাম তোমার বুড়োর টাঙ্কির তলানি ফুটো হয়ে যাক।”
ফারাজ তেড়ে আরও কিছু বলতে যাচ্ছিল তবে তার আগেই চিত্রা জমেলাকে জলদি জীবন বাঁচাতে চাইলে রুম থেকে পালাতে বলে। এদিকে ফারাজের মুখটা আঙুল দিয়ে চেপে ধরে বলে, “থামেন তো। আসছে আমার টাঙ্কি উপদেষ্টা।”
জমেলা জলদি রুম থেকে বের হয়ে বুকে থু দিয়ে বলে,”এই ছ্যামড়ার লগে শয়তানের আছড় আছে। মুই সুন্দরী বইলা নিশ্চিত পটানোর জন্য এত কিছু কইছে। কারণ ব্যাডা মাইনষের ছ্যাচড়া কথার পশ্চাৎদেশেই ভালুপাছা লুকাইয়া থাহে।”

তবে জমেলার একটা পাল্টা প্রতিবাধ না করলেই নয়। ওই হেন্ডু কেজি ফেইল পোলারে কে বুঝাবে জামাইয়ের পানি হইল তার যত্ন,ভালোবাসা। ব্যাডা মানুষের যত্ন বউয়ের গায়ে পড়লে ভালোবাসা বাড়ে। মাইয়া মানুষ যত সুখী, তত সুন্দর। আর দেখো দেখি ওই ব্যাডা ইতর তার কালুর বাপের টাঙ্কির তলানিতে চইলা গেলো! দিচ ইচ ভেরি বিগ ইনচাল্ট।

জমেলা সিঁড়ি বেয়ে নিচে নামতেই জোহানের সামনে এসে দাঁড়াল। জোহান তখন অন্যকিছু নিয়ে ব্যস্ত ছিল। ভাবছিল চিত্রার কথা। কী সুন্দর করে আবদার করেছিল সাহায্য করার। কিন্তু রাতে চিত্রা কি করল? দিলেই না তাকে সাহায্য করতে। ওই আল্লাহর বান্দি আরেক জাউরা। শয়তানের প্রাক্তন একটা। নাদানের মতো সবগুলো খাবার একা হাতে করেই রুমের দরজা লাগিয়ে দিল। একটু তো বলা উচিত ছিল, “জোহান ভাই আপনি খাবেন কিছু?” যাও জুসটা নিয়েছিল কেড়ে তাও নিয়ে গেল। ঢং করে কাঁদো কাঁদো করে বলল, “জোহান ভাই আমি ওই জুস ছাড়া কিচ্ছু খেতে পারি না।” যত্তসব ঢং। সকালে খেতো মরিচ পান্তা আর এখন হাতির পাঁচ পা দেখে বলে, “ওইসব পা দিয়ে মিষ্টিকুমড়ো চটকে বানানো জুস ছাড়া সে খেতে পারে না।” কত সস্তা নাটক আর দেখতে হবে। এই মেয়ের নাটক তো রাজুদার পকেট পরোটার থেকেও সস্তা। মন তো চেয়েছিল রাতেই ছাদ থেকে ধাক্কা মেরে ধুমধাড়াক্কা ঘাটে ফেলে দিতে। খালি ওর জামাইটা মুখের বদলে বন্দুক চালানো কলম্বিয়ার আস্ত খুনি লুইস গারাভিটো দেখে সময় নিচ্ছে। কিন্তু জোহান যাকে ধরে তার গায়ে একেবারে ঝোঁকের মতো লেগে যায়। এই ঝোঁক তিমির দুধ দিয়ে বানানো লবণ দিয়েও গা থেকে ছাড়ানো সম্ভব নয়।

জোহানকে দেখেই জমেলা তার দিকে এগিয়ে এসে কোমরের কাছ থেকে একটা স্মার্ট ফোন বের করল।
অনেক বলে কয়ে আয়েশার কাছ থেকে চেয়ে ফোনটা পেয়েছে। কিনে দিয়েছে লাল-কালা অভ্রনীল,দেখলে দিতে মন চায় পিরিতের কিল। তবে জমেলা ফোনের আগামাথা বুঝতে পারছে না। একটা ঝাকানাকা ডিলকানা গানে কোমর দুলিয়ে,শাড়ি উঁচুতে উঠিয়ে একটা ভিডিও বানাবে তা আর কই হচ্ছে? চিত্রার কাছে গিয়েছিল ফারাজ হেন্ডু বয় তো বেরই করে দিল। জোহানের থেকেই না হয় সাহায্য নেওয়া যাক। জমেলা এসে জোহানকে বলল,
“এই পোলা ইউর আব্বা হুয়ার ইজ গুয়িং?”
“আপনার নানির বাড়ি।”

“ইউর আব্বুার রুচি ইজ ডিচকাচটিং। এহন হুনো, আমার ফোনের ক্যামেরাডা দেহো দেখি কোনখানে। একটা গানও লাগাইয়া দিও। ওইযে আঁকিস বিড়ি খাইয়া বুড়া খু্ক্কুর খুক্কুর কাশে। আমায় রাইখা অন্য মেয়ে কেন ভালোবাসে? ওইগানটা লাগাইয়া দিও।”।
“আপনার নাতনি আর তার জামাইয়ের কাছে যান না?” মনে মনে জোহান কয়েকশোটা গালি দিয়ে বলল,”এই হচ্ছে আরেক ভ্যাড়াভাঙা আসমান ফুটো ঝোলার বুড়ি। বুদ্ধি খাঁটিয়ে কুল্লু রিচবাবার থেকে চিনি পড়া এনে অভ্রটাকে খাইয়ে নাতনির জামাই বানিয়েছে। ছিল চাকরানি হয়ে গেলো মহারানি।”

“আয়েশার কাছে গেছিলাম। ওরা তো লাজ শরমের আগামাথা মুলার শরবত বানাইয়া গিলছে। এই জমানার জর্ডান থেকে আসা মর্ডান পোলাপান। দিনের বেলাও দরজা লাগাইয়া রুমের মধ্যে বইসা থাকে। আমাগো আমলে তো আমরা সোয়ামির চোখের দিকও তাকাইতাম না লজ্জায়। কী লজ্জা কী লজ্জা।”
“ওহ আর ১৫-২০ টা বাচ্চা বুঝি ইরাশায় পয়দা করতেন?”
জমেলা বুড়ি অতি শরমে ক্ষেপে গিয়ে মুখ বাঁকিয়ে বললেন,” নু নিড ইউর হেলেপ। ননচেন্চ ইস্টুপিট বয়। ডেডবাই।”

সন্ধ্যার আগ মুহূর্তে ফারাজ চিত্রাকে বুকে জড়িয়ে শুয়ে ছিল। চিত্রার যে কত শান্তি শান্তি লাগছিল কী করে বুঝাবে সে কথা? তবে জরুরি কল আসতেই ফারাজকে বিছানা ছেড়ে উঠতে হয়। চিত্রা যদিও এসব নিয়ে অভিমান করে না। তবে আজকাল তার অভিমানের পাল্লা একটু একটু করে ভরতে শুরু করেছে। এই হুটহাট বেরিয়ে যাওয়ার বিষয়টা কেমন যেন লাগছে। তার ওপর ইদানীং কার সঙ্গে যেন ফারাজ ফোনে তাড়াহুড়োয় কথা শেষ করে। তাড়াহুড়োটা চিত্রাকে দেখলেই বেঁধে যায়। মাথাটা কাজ করছে না। কিছু তো একটা জট বেঁধেছে। তবে কোথায় আর কে বেঁধেছে, সেটাই এখন মূল প্রশ্ন।

আশ্রমে বৃদ্ধ মানুষের সমাগম। তাদের জন্য ফারাজ আজকে অনেক উপহার নিয়ে এসেছে। নতুন শাড়ি এনেছে সকলের জন্য। রোজ আর অভ্র ফারাজের পাশেই দাঁড়িয়ে আছে। ফারাজ আশ্রমের ১১০ নাম্বার কক্ষের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রোজ দরজা খুলতে গেলেই ফারাজ ইশারায় তাকে নিষেধ করে নিজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভিতরে তার মণি আছে। মণি চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। ফারাজ আসতেই সে টের পেল। হেসে বলল, “ফারাজ এলাহী তবে এলো।”
ফারাজ মণির পাশে বসে চুলে হাত বুলিয়ে নরম গলায় বলল, “না এসে উপায় কোথায় বড় বউ? শুনেছি খাওয়া-দাওয়া করো না ঠিক মতো?”

মণি হালকা হাসে। চোখে একরাশ অভিমান।”সোয়ামি দেখা করতে আসে না। বউ কেমন করে খাবে বলো?”
ফারাজ কপাল ভাঁজ করে।”মজা করছি না। ডাক্তার বলেছে তোমাকে এইসময় ঠিকমতো খাওয়া-দাওয়া করতে।”
মণি একটু থেমে গলা নিচু করে বলল,”তোমার বউকে নিয়ে আসো। মরার আগে তো দেখে যাই।”
ফারাজের চোখ ছলছল করে ওঠে। কণ্ঠ কঠিন হয়। “কোনোদিন ওইসব ফালতু কথা বলবে না। কেন মরবে তুমি? তোমার অধিকার নেই সব বাঁধন ভুলে আমাকে একা করে চলে যাওয়ার।”
মণি হালকা মাথা নাড়ায়।”তোমার তো বউ আছে। ভালো মেয়ে। দেখবে তোমরা হবে রাজযোটক।”
ফারাজ মিনমিন করে বলে, “কিন্তু আমার যে আর মণিও নেই।”

এক মুহূর্তের জন্য স্তব্ধতা নামে। মণি জানালার দিকে তাকাল। তার সাদা-পাকা চুলগুলো বাতাসে উড়ছে। মণি সেথায় তাকিয়েই বলল,”চিত্রাকে তোমার অতীত শীগ্রই জানিয়ে দিও। আর কতকাল মিথ্যার বাঁধনে আঁটকে থাকবে? তবে ফারাজ ভালোবাসা অন্যায় নয় কিন্তু ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। নিজের রক্তের সঙ্গে, অতীতের সঙ্গে তুমি কী করছো ভেবে দেখো একবার। আর চিত্রাকে এভাবে ধোঁকা দিও না। আগে হলেও সে কষ্ট পাবে পরে হলেও পাবে। তাই আগের কষ্ট আগেই দিয়ে দাও না হয়, যন্ত্রণা বাড়ার আগে।”
ফারাজ চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। মণির কপালে চুমু দিয়ে চিন্তার ভাবনায় আবারও ডুবে যায়। চিত্রাকে একদিন ফারাজ তার মণির সঙ্গে দেখা করাবে। তবে আগে চিত্রাকে সবকিছু খুলে বলতে হবে। ফারাজের অতীতের অংশ কী চিত্রা হতে পারবে? নার্সের সঙ্গে কথা বলে বাহিরে আসতেই রোজ ফারাজকে বলল, “বস আমার সঙ্গে আসুন।”

“শালী বস আমি না তুই?”
“একজন হলেই হলো। না আসলে জোরপূর্বক তুলে নিয়ে যাবো। আমার অনেক শক্তি। জিম করি আমি।”
“বাল করো। সারাদিন ফাস্টফুড খেয়ে অন্ততপক্ষে জিম হয় না আমার মা। জিম শব্দটাকে নিজের সঙ্গে জরিয়ে আর ধর্ষন করিস না বেডি।”
রোজ পাত্তা দেয় না। ফারাজ তার সঙ্গে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সেই মুহূর্তে তারা উপস্থিত হয় আশ্রমের কবরস্থানে। ফারাজ এক মুহূর্তের জন্য কোনো প্রকার নাম-চিহ্ন ছাড়া কবরটার দিকে তাকিয়ে থমকে যায়।
রোজ বলে,

“বহুদিন তার সঙ্গে দেখা করেন না। মানুষটি আপনার সঙ্গে অভিমান করেছে।”
“আমার সঙ্গে? একুশ বছর আমাদের সাক্ষাৎ নেই, আর তুমি বলছো সে অভিমান করেছে? হাসি পাচ্ছে।”
“কবরে শুয়ে থাকা মানুষটি সুখে নেই, বস। তাকে সুখী করার জন্য এত কিছু করেছেন। শেষ কাজটা এবার তো করুন। আপনার অনেক ভালোবাসা হয়েছে। আপনি চিত্রাকে বলে দিন, তাকে মারতে আপনার বাংলাদেশে আসা। আপনি চিত্রাকে প্রথম দেখায় ভালোই বাসেননি। ওইটা খেলার শুরু ছিল। বলে দিন, বস। ওকে মেরে ফেলুন। রক্তের সঙ্গে সত্যি আপনি বেইমানি করছেন। কবরে শুয়ে থাকা মানুষটিকে এবার একটু সুখ দিন। চিত্রাকে মারলে এই প্রতিশোধ, এই গল্প এখানেই শেষ হয়ে যাবে।

প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এটাই দুনিয়ার নীতি।”
ফারাজের এক মুহূর্তে অতীত তীব্র ভাবে ধাক্কা দিলো। আগুনে ঝলসে যাওয়া রাত। লাশের সামনে বসে কারো আর্তনাদ সব কিছু চোখের সামনে ভেসে উঠল। ভেসে উঠল আরেকটি হারিয়ে যাওয়া মুখ। যার জন্য এত কিছু করা। আসলেই তো কী করছে ফারাজ? এই জীবনে যত না পাপ করেছে তার চেয়ে অধিক করেছে এলাহী বাড়ির ছেলে হয়ে তালুকদারের বদ রক্ত থেকে জন্ম নেওয়া সরুপা চিত্রার প্রেমে পড়া। ফারাজ চাইলেই প্রথম রাতেই চিত্রাকে মেরে ফেলতে পারত। বিয়েও করার কোনো দরকার ছিল না। কিন্তু ওই যে দিয়ে কেড়ে নেওয়ার মজাই কিছুটা অন্যরকম। চিত্রাই তার জীবনের এমন মেয়ে ছিল যাকে দেখে ফারাজ চুম্বকের মতো আকর্ষিত হয়েছে।

কাছে আসবে না বলেও চলে এসেছে। তবুও কতবার নিজের আবেগকে শান্ত করে চিত্রাকে খুন করার চেষ্টা করেছে ফারাজ তা কী সে জানে? সেই দিনের কথা কী চিত্রার মনে আছে? যেদিন প্রথম ফারাজ চিত্রাকে বাহিরে ঘুরতে নিয়ে গিয়েছিল? ফুচকা খাওয়ার সময় চোখের সামনে ওই বাচ্চাটা মারা গেল? সেদিন হুট করে ওই গুলিটা না আসলে চিত্রাও জ্ঞান হারাত না আর ফারাজের প্ল্যানও সফল হতো। ফারাজ ওইদিন ওই লোককে খুঁজে শুধুমাত্র এই কারণেই তার কলিজা বের করে এনেছিল কারণ ওর জন্য ফারাজের সব সাজানো পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ছাদ থেকে সেদিন চিত্রাকে ফেলে দিতে গিয়েও কেন জানি পারল না।

বিষাক্ত ড্রাগস হাতে নিয়েও কেন জানি সামান্য একটুখানি স্লিপিং ড্রাগস দিয়েছিল রাতে চিত্রাকে সে। প্রায় রাতেই শুরুর দিকে ড্রাগস দেওয়া হয়েছিল চিত্রাকে। ভেবেছিল একটু একটু করে কাজ করবে। তারপর কী একটা ভেবে তাও বন্ধ করে দিল ফারাজ। কারণ ওই যে চিত্রার প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই যাচ্ছিল। তবুও শেষবার চিত্রার জন্য ফারাজ যেই ডেজার্ট বানিয়ে ফ্রিজে রেখেছিল, ওইটাতেও বিষ মেশানো ছিল। আয়েশা সেদিন হুট করে ডেজার্ট ফেলে না দিলে কবেই সব শেষ হয়ে যেত। কিন্তু কিছুই হলো না। তবে ফারাজের ওইসব কথা কেন মনে পড়ছে এখন? কেন? ফারাজ ওইসব ভুলতে চায়। চিত্রা যদি এসব কখনও জানতে পারে তাহলে কী হবে? অন্তত এখন তো সে চিত্রাকে ভালোবাসে।

“বস, আপনি হারিয়ে যাচ্ছেন কোন খোয়াবে? জাগুন। জেগে উঠে আপনি এইবার সব শেষ করবেন, নয়তো আমি।”
রোজ ফারাজের হাতে পিস্তল তুলে দেয়। “যদি একুশ বছর আগের সেই প্রতিশোধ দিতে চান, তাহলে মেরে ফেলুন। বিশ্বাস করুন, একবার সে মরলে আপনার জীবন আগের মতো সুন্দর হয়ে যাবে। যার জন্য এত কিছু করা, সেও ওপারে সুখে রবে।”

চিত্রাঙ্গনা পর্ব ৫৫ (২)

ফারাজ একবার কবরের দিকে তাকায়। চোখের সামনে আবারও ভেসে ওঠে সেই অতীতের প্রতিটি মুহূর্ত। সে একটা ঢোক গিলে। তার কণ্ঠনলি উপর-নিচ ওঠানামা করে। সে রোজের হাত থেকে পিস্তল নিয়ে দীর্ঘশ্বাস ফেলে পুরোনো জিদে ফিরে যায়। সে এই জায়গায় এই জন্যই আসতে চায়নি। চিত্রাকে ভালোবাসার পর এই কবরের সামনে এই কারণেই আসতে চায়নি, কারণ এখানে আসলে সব গোলমেলে যাবে। হারানো চেতনা আগুনের মতো জ্বলে উঠবে।
ফারাজ কাঁপা চোখে একবার পিস্তলের দিকে তাকায় তারপর পুনরায় কবরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে মিনমিনিয়ে বলে উঠল, “তোমার বুকে ট্রিগার প্রেস করতে আমার সবচেয়ে কষ্ট হবে, আগুন সুন্দরী।”

চিত্রাঙ্গনা পর্ব ৫৫ (৪)