প্রথম ভালোবাসার সুর পর্ব ২৩
অনুসা রাত
সেদিনের পর থেকে মেহের আর আরবাজ আলাদা বাড়িতে থাকে।আরবাজের বাবার একটা বাড়ি আছে গ্রামের দিকে।সেটা আরবাজের নামে করে দিয়েছিল শাহীন খান। সেই বাড়িটায়ই থাকে বর্তমানে আরবাজ আর মেহের।মাঝেমধ্যে শাহীন খান এসে দেখা করে যান।সেদিনের পর একটা পুরো সপ্তাহ কেটে গেছে এই বাড়িতে নিজেদের মানিয়ে নিতে।আরবাজ আর মেহের একটু একটু করে গুছিয়ে নিচ্ছে তাদের ছোট্ট সংসার।
আরবাজের মাঝেমধ্যে মন খারাপ হয় নিজের মায়ের জন্য। মায়ের একমাত্র সন্তান তো!কিন্তু পরমুহূর্তেই একজন মেয়ের প্রতি এরকম আচরণের কথা চিন্তা করে আরবাজের মন ঘৃণায় বিষিয়ে উঠে।মেহেরের দিন কাটে একা একা। আরবাজ সারাদিন কাজে ব্যস্ত থাকে।রাতে বাড়ি ফিরে।আজ মেহের ভাবছে আরবাজের জন্য স্পেশাল কিছু রান্না করার কথা।
যেই ভাবা সেই কাজ।সুন্দর করে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রান্না করতে বসে গেল চিংড়ির মালাইকারি।মেহের চিংড়ি মাছ কাটছে আর ভাবছে আরবাজ তো ভীষণ খুশি হবে।
এমন সময় মনে হলো একজোড়া হাত মেহেরকে ঝাপটে ধরলো।পুরো বাড়িতে মেহের একা।ভয়ে মেহের কেঁপে উঠে চেঁচালো,
-“কেএএ!”
বলতে বলতে মেহেরের আঙুলের খানিকটা অংশ কেটে গেল।মেহের ‘আহ’ বলে আর্তনাদ করে উঠলো।
সাথে সাথে পিছন থেকে আরবাজ বলে উঠলো,
-“আরে আরে আমি আমি।”
মেহের হাত ঝাঁকাচ্ছে।আরবাজ মেহেরের কোমড় ছেড়ে দিলো।মেহের পিছনে ফিরে বাম হাত দিয়ে আরবাজের কাঁধে চড় দিয়ে বললো,
-“এমন কেউ করে নাকি!”
-“ইশশ দেখি কতটা কেটেছে।”(হাসতে হাসতে)
বলে আরবাজ মেহেরের হাত ধরতে গেল।মেহের হাতটা সরিয়ে নিয়ে বললো,
-“ও ঠিক হয়ে যাবে।”
-“কিচ্ছু ঠিক হবে না।চলো পানিতে হাত দিবে।”
-“ওরে বাবারে।হাত জ্বলবে আমার।”
-“জ্বলুক।”
আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন
বলে আরবাজ জোর করে মেহেরের হাত নিয়ে বেসিনের উপর নিয়ে গেল।পানি লাগতেই মেহের ‘আহ’ করে উঠলো আর বলতে লাগলো,
-“সব দোষ আপনার।”
-“বা রে।আমি কি করলাম?”
-“আপনিই তো হঠাৎ করে এসে চমকে দিলেন।আর এভাবে কেউ ধরে নাকি?”
-“তোমার বোঝা উচিত ছিল যে আমার আসার সময় হয়েছে। ”
-“হ্যা আমি তো ঘড়ি নিয়ে বসে আছি দেখছেন না?”
-“এখন তর্ক কম করো।”
মেহের হাতটা সরিয়ে নিয়ে বললো,
-“সরুন।এবার রান্না করতে হবে।যান গিয়ে ফ্রেশ হন।”
আরবাজ অবাক হয়ে বললো,
-“মানেটা কি!তুমি এই হাত নিয়ে রান্না করবে?”
-“হ্যা।কিছু হবে না।”
-“আমি এটা একদমই করতে দিব না।চলো ওষুধ দিব।”
-“আপনি কি ফ্রেশ হতে যাবেন?এমনিতেই দেরী হয়ে গেছে।”
-“এত কথা বলো কেন তুমি বলোতো?”
বলতে বলতে আরবাজ মেহেরকে টেনে নিয়ে যাচ্ছে। মেহের বলছে,
-“আরে ওষুধ লাগবে না।পরে লাগিয়ে নেব।রান্না করতে হবে তো।”
-“রান্না করতে হবে না।”
-“না করলে খাব কি?”
-“সেটা পরের বিষয়।”
বলতে বলতে আরবাজ মেহেরকে সোফায় বসিয়ে তড়িঘড়ি করে মেডিসিনের বক্স এনে হাতে ব্যন্ডেজ করে দিতে লাগলো।মেহের চুপচাপ আরবাজের কান্ড দেখছে।লোকটার পরণে এখনো ফর্মাল ড্রেসআপ।এখনো সে ফ্রেশ হয়নি।সবে এসে হয়ত কোটটা খুলেছে। যেটা সোফায় পড়ে আছে। মেহেরের আঙুলে ওষুধ দিয়ে আরবাজ ব্যান্ডেজ করে দিল।তারপর সোফায় গা এলিয়ে বললো,
-“বাহিরে বড্ড শীত পড়েছে বুঝলে।”
-“আপনি থাকুন আপনার শীত নিয়ে।আমি গেলাম রান্না করতে।”
আরবাজ মেহেরের হাত ধরে নিজের পাশে বসিয়ে বললো,
-“তোমাকে না আমি বললাম আজ রাঁধতে হবে না।”
-“না খেয়ে থাকবেন?”
-“আমি রান্না করবো।”
আরবাজের কথা শুনে মেহের শব্দ করে হাসতে লাগলো।আরবাজ ভ্রু উঁচিয়ে বললো,
-“কি মেডাম? হাসছেন কেন?”
মেহের নিজেকে সামলে বললো,
-“আপনি করবেন রান্না?আমার পেট খারাপ করার আসলেও কোনো ইচ্ছে নেই।”
বলে মেহের উঠে যেতে নিলে আরবাজ বলতে লাগলো,
-“তাহলে আজ আর রান্না না করি।কালকে শুক্রবার।কালকে তোমাকে আমি স্পেশাল আইটেম বানিয়ে খাইয়ে চমকে দিবো।”
-“দেখা যাবে।”
মেহেরের আর চিংড়ির মালাইকারি হলো না।তাই ডিম ভাজতে আরম্ভ করলো।কিন্তু আরবাজ কি খেতে পারবে?ভাবতে ভাবতে আরবাজ এসে উপস্থিত হলো।
আর বলতে লাগলো,
-“বাহ!ডিম ভাজার ঘ্রাণ টাই আলাদা।তাই না বলো?”
মেহের হাসলো।আরবাজ মেহেরের পাশে দাঁড়িয়ে বললো,
-“আমাকে কি করতে হবে?”
-“আপনাকে কিছুই করতে হবে না।আপনি আরং ওইযে চিংড়ি মাছগুলো তুলে রাখুন।”
মেহের আর আরবাজ গল্প করতে করতেই খাবার রেডি হয়ে গেল।আরবাজ মেহেরকে বসিয়ে খাইয়ে দিতে দিতে কতকিছু বলছে।আর মেহের ভাবছে এই লোকটাকে একসময় সহ্য হত না।কেননা সবসময় মেহেরের সাথে ঝগড়া করত।আর এখন এই লোকটাই তার সব হয়ে গেছে। কখন যে এতটা ভালোবাসা হয়ে গেল মেহের বুঝতেও পারেনি।সেদিন পারত মেহের আরবাজের ভালোবাসাকে ঠুনকো করে দিয়ে চলে যেতে।কিন্তু এতে আরবাজের জীবনটাও নষ্ট হত আর মেহেরের জীবনেও একটা দাগ লেগে থাকত।কারণ আরবাজ সেদিন নিজেকে উজাড় করে দিচ্ছিল মেহেরের কাছে।আরবাজের চোখে ভালোবাসার নেশা দেখতে পেয়েছিল মেহের।কি করে পারবেন মেহের তাকে ফেরাতে?সারাজীবন যে মেহেরের আফসোস হত যে সে একজনের ভালোবাসা কে ফিরিয়ে দিয়েছিল আর তার জন্য সে কাঁদছে। মেহেরের ভাবনার মাঝেই আরবাজ বলে উঠলো,
-“কি এত ভাবছ?কতকিছু বলছি শুনছই না”
-“শুনছি তো।”
বলে মেহের শেষ লোকমা টা খেয়ে নিলো।তারপর বসে রইলো আরবাজের খাওয়া শেষ হওয়ার জন্য।
।
বারান্দায় দাঁড়িয়ে আছে মেহের।জায়গাটা গ্রামের দিকে হওয়ায় মেহেরদের বাড়ির পিছনে অনেক বড় ক্ষেত।সকালে সূ্র্য উঠার সময় কি দারুণ লাগে!হালকা হালকা কুয়াশা!পাখির শব্দ।আর এই বারান্দা থেকে এই পুরো দৃশ্য দেখা যায়।আপাতত শো শো করে বাতাস বইছে। মেহের শাড়ির আঁচল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি অনেক দূরে থাকা একটা ছোট্ট বাড়ির লাইটের দিকে।তাকিয়ে ভাবনায় ডুবে ছিল মেহের।হঠাৎ উদরে কারোর ঠান্ডা হাতের স্পর্শ পেলো সে।এবারে আর ভয় পেলো না।ঘাড়ে গরম নিঃশ্বাসের আঁচড়ে মেহের কেঁপে উঠলো।কিন্তু নিজের অবস্থান থেকে সরলো না।আরবাজ মেহেরের ঘাড়ে ঠোঁট ছুঁইয়ে বললো,
-“কি এত ভাবছ?”
-“আপনাকে আরবাজ।”
আরবাজ হাসলো।মেহের আরবাজের হাতের উপর হাত রেখে বললো,
-“আপনি আমাকে এতটা ভালোবাসেন কেন আরবাজ?”
আরবাজ মেহেরকে নিজের দিকে ঘুরিয়ে নিলো।কপালে পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বললো,
-“তুমি কি চাও তোমায় রেখে অন্যকাউকে ভালোবাসি?”
মেহের গাল ফুলিয়ে আরবাজের কাঁধে চড় দিলো। আরবাজ হেসে উঠলো।মেহেরের কোমড়ে হাত দিয়ে মেহেরকে নিজের দিকে টেনে নিলো।তারপর ধীর গলায় বললো,
-“কারণ তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে বাস করো, তুমি না থাকলে আমার পৃথিবী শূন্য। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার জীবনের একমাত্র আলো, যেটি ছাড়া আমি অন্ধকারে হারিয়ে যাবো।”
মেহের আরবাজের মুখপানে তাকিয়ে রইলো।আরবাজ আর তার মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আরবাজের প্রতিটা নিঃশ্বাস মেহেরের মুখের উপর পড়ছে।মেহের নরম গলায় বললো,
-“তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তো শুধু তোমার পাশে থাকতে চাই।আমাকে এত গভীরভাবে যে ভালোবাসছো, এর জন্য আমি কি যোগ্য?”
আরবাজ মেহেরের কপালে গভীর চুম্বন করলো।মেহের চোখজোড়া বন্ধ করে ফেললো।আরবাজ মেহেরের কপালে ঠোঁট লাগিয়েই বললো,
-“তুমি আমাকে এত ভালোবাসো বলেই আমি তোমাকে এত ভালোবাসি, কারণ তোমার চোখে আমি আমার সব স্বপ্ন দেখতে পাই, তোমার হাসিতে আমি আমার পৃথিবী খুঁজে পাই। তুমি আমার জীবনের একমাত্র কারণ, আর তোমাকে ছাড়া আমি কিছুই না।”
মেহের অবাক হয়ে চোখ খুলোো।আরবাজ হেসে বললো,
-“এখন কি বলবে?ভালোবাসো না আমায়?”
মেহেরের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল।আর থাকতে না পেরে আরবাজের বুকে আছড়ে পড়ে বললো,
-“হ্যা ভালোবাসি।”
আরবাজের ইচ্ছে হলো মজা করতে।তাই হেসে বললো,
-“কি বললে?শুনতে পাইনি!”
মেহের আরবাজের পিঠে চিমটি কাটলো।আরবাজ ‘আহ’ করে উঠে বললো,
-“তুমি আমায় মারলে তো।”
-“হ্যা তো।কি করবেম আপনি?কি করবেন শুনি।”
-“দাঁড়াও দেখাচ্ছি তোমায় মজা।”
বলতে বলতে একটা বাতাস এসে আরবাজ আর মেহেরকে ছুঁয়ে দিলো।মেহের কাঁপা কাঁপা গলায় বললো,
-“আর এখানে থাকা যাবে না।আমি তো গেলাম কম্বলের নিচে।”
বলে যেতে নিলে পিছন থেকে আঁচলে টান খেলো মেহের।পিছনে না ঘুরেই বললো,
-“আরবাজ আপনি আসবেন কি না?”
আরবাজ আর কোনো কথা বললো না।তৎক্ষনাৎ মেহের নিজেকে আরবাজের কোলে আবিষ্কার করলো।
মেহের কাঁপা কাঁপা গলায় বললো,
-“ক..কি করছেন আ..আপনি?”
আরবাজের কানে পৌঁছালো কিনা বোঝা গেল না।সে মেহেরের মুখপানে তাকিয়ে আছে।পরমুহূর্তেই মেহের নিজেকে নরম বিছানায় পেল।আরবাজের অবাধ্য হাত মেহেরের উদরে পড়তেই মেহের চোখ খিঁচে বন্ধ করে নিলো।জোরে জোরে শ্বাস ছেড়ে বললো,
-“আ..আ..আপনি ক…কিন্তু আমার ক..কথা শুনছেন না।”
আরবাজ বাঁকা হাসলো।মেহেরের মাথার উপর হাত রেখে আধশোয়া হয়ে বললো,
-“তুমি বলো আমি শুনছি।”
-“আমি বলতে চাইছি যে…”
মেহেরের কথাটা শেষ হওয়ার আগেই আরবাজ একটা মারাত্মক কাজ করে বসলো।মেহেরের অনুমতি ছাড়াই মেহেরের অধরজোড়া স্পর্শ করে বসলো।ঘটনার আকস্মিকতায় মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। সে আরবাজকে কিছু বলতেও পারছে না।সেই অবস্থায়ও সে নেই।হঠাৎ এমন অনুভূতি তে মেহের যেন গলে যাচ্ছে। কিছু সময় পর আরবাজ মেহেরের কপালে কপাল ঠেকালো।তার জোরে জোরে নেয়া নিঃশ্বাস মেহেরের চোখে-মুখে আছড়ে পড়ছে। মেহের কিছু বলার আগেই আরবাজ বলে উঠলো,
-“আ’ম সো সরি মেহের।আ-আমার উচিত হয়নি তো-তোমার পারমিশন ছাড়া এভাবে…আ’ম সরি।”
বলে আরবাজ মেহেরের উপর থেকে উঠতে নিলে মেহের আরবাজের কলার চেপে ধরলো। আরবাজ অবাক হয়ে তাকালো মেহেরের দিকে।মেহের ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ঢোক গিলে বললো,
-“আমার দূরে সরিয়ে দিচ্ছেন কেন?”
-“মানে?”
-“আপনি কি জানেন কখনো কখনো কিছু বলার জন্য কোনো শব্দের দরকার হয় না।”
আরবাজ মেহেরের গভীর নিঃশ্বাস অনুভব করছে।মেহের আরবাজের কপালে নিজের ঠোঁট স্পর্শ করলো।আরবাজ হালকা হাসলো।নিজেকে কাঙ্ক্ষিত জবাব পেয়ে সে মেহেরকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে নিলো।এতদিনের লুকানো ভালোবাসার বহিঃপ্রকাশ করতে লাগলো।যার গভীরতর স্পর্শে মেহের নেতিয়ে পড়লো।আরবাজের ইচ্ছে হলো না মেহেরকে ছাড়ার।গলদেশে ঠোঁটের স্পর্শ পেয়ে মেহেরের নিঃশাস আরো ঘন হতে লাগলো।হাত জোড়া ক্রমশ কাঁপতে লাগলো।পরমুহূর্তেই তীক্ষ্ণ স্পর্শ পেয়ে মেহেরের চোখ খুলে গেল।আরবাজের দিকে তাকিয়ে কড়া গলায় বললো,
-“আপনি আমায় কামড়ালেন কেন?”
আরবাজের মনে হলো মেহেরকে একটা চড় মারতে পারলে ভালো লাগতো।এমন একটা মুহুর্তে কি এই কথাটা না বললে চলছিল না?আরবাজ তবুও পাত্তা না দিয়ে বললো,
-“তুমি আমায় বিরক্ত করছো মেহের।”
মেহের আর কিছু বললো না।চুপ করে রইলো।মন তো চাচ্ছে ভাল্লুক টাকে মেরেই ফেলতে।এতটুকু ভাবতেই মেহের আবারো গলদেশে তীক্ষ্ণ স্পর্শ অনুভব করলো।মেহের চোখ খিঁচে বন্ধ করে বললো,
-“ভাল্লুকের বাচ্চাআ!”
আরবাজ কানে হাত দিয়ে চেপে ধরে বললো,
-“জাস্ট শাট আপ।আর একটা কথা বললে কিন্তু আমি চলে যাবো।”
মেহের মুখ ফুলিয়ে বললো,
-“আপনি এমন করছেন কেন?আমার গলায় চিনচিন করছে।”
প্রথম ভালোবাসার সুর পর্ব ২২
-“তুমি আমায় আবারো বিরক্ত করছ।তুমি ইচ্ছে করেই আমায় পারমিশন দিলে।এখন নিজেই এমন করছ তো?”
মেহের দমে গেল।আসলেই অতিরিক্ত আবেগে এসে আরবাজকে প্রশ্রয় দেয়া উচিত হয়নি।যা এখন হারে হারে টের পাচ্ছে। আরবাজের আরকি!সে তো নিজের প্রেয়সীকে নিজের করে নিতে মত্ত।যার আলাদারকম অনুভূতি পেয়ে মেহের আরবাজের পিঠ খামচে ধরলো।