প্রিয় ডাক্তার সাহেব সিজন ৩ পর্ব ৪

প্রিয় ডাক্তার সাহেব সিজন ৩ পর্ব ৪
মারশিয়া জাহান মেঘ

আঁধার দেয়ালে একদম লে’গে আছে। ধ্রুব তার দিকেই তাকিয়ে আছে। আঁধার চারিদিকে চোখ বুলিয়ে দেখছে, পার্টিতে এনজয় করছে। সে এসেছিল, চোখে -মুখে আলতো পা’নি দিতে এসেছিল ওয়াশরুমের দিকে। তার পেছন পেছন ধ্রুব কখন চলে এসেছে তা সে নিজেও টের পায়নি। আঁধারীনি আমতা আমতা করে বললো,
__কি হলো ধ্রুব ভাই? আপনি আসলেন কেন এইখানে?
__কি হয়নি সেইটা বল? আর একটু হলেইতো আমার ই’জ্জ’ত শেষ করতে যাচ্ছিলি।
আঁধারীনি অবাক স্বরে বললো,

__মানে?
___স্নিগ্ধর সামনে আর একটু হলেইতো বলে দিতি যে আমরা কাজিন। তুই আমার গার্লফ্রেন্ড নয়।
___এতে সমস্যা কোথায়?
___কেউ কি বিলিভ করবে? এত হ্যান্ডসাম ছেলের একটা গার্লফ্রেন্ড নেই।
আঁধারীনি ভুল করেই শব্দ করে হেসে ফেলল ধ্রুবর সামনে। ধ্রুব মুখশ্রী গম্ভীর করে বললো,
__হাসলি কেন? হেসেতো অপরাধ করেছিস তুই।
আঁধারীনি ঠোঁ/টে আঙ্গুল চে’পে ধরে বললো,
__আমি কি হাসতে পারি না?
___না হাসতে পারিস না। কারণ হাসলে তোকে আমার রেড চেরী লাগে। ( মনে মনে)
__হাত সরান ধ্রুব ভাই। যেতে দিন আমাকে।
__যেতে দিবো না। কি করবি তুই?
নিরব রইলো আঁধারীনি। ধ্রুব আঁধারের আকর্ষণীয় কিছু একটাতে এগিয়ে যেতেই আঁধার বললো,
__এইসব কি করছেন ধ্রুব ভাই, মানুষ আছে এইখানে।
___সো হোয়াট? আই হ্যাভ নো প্রবলেম। চল দিই।
আঁধার আমতা আমতা করে বললো,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

__কি?
___চু’মু।
আঁধারীনি এইবার না শুনার মতো করে বললো,
__কি বলেছেন?
__একবারের মাথায় দু বার কথা বলতে অপছন্দ করে ডক্টর ধ্রুব চৌধুরী।
__হেই ধ্রুব, এইখানে কি করছ তুমি?
পেছন থেকে কেউ একজন প্রশ্নটা করতেই পেছনে তাকালো ধ্রুব। মনে মনে বললো,
___এই মেয়ে, এইখানেও পেছন পেছন চলে এসেছে?

আঁধারীনি বার বার পরখ করছে পাশে থাকা মেয়েটিকে। ধ্রুবের সাথে একদম লেগে আছে মেয়েটা। ধ্রুব যে বেশ সংকোচ নিয়েই মেয়েটির পাশে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য, তা বেশ বুঝতে পারছে আঁধারীনি। ধ্রুব বললো,
__কিয়ারা, এখন আমি যাই? আমাকে বাসায় ফিরতে হবে।
আঁধারীনি বুঝলো, মেয়েটির নাম কিয়ারা। কিয়ারা বললো,
___ডিনার না সেরে, তুমি কোথাও যাচ্ছ না ধ্রুব। কাম উইথ মি।
ধ্রুবর হাত জোরপূর্বক ধরলো কিয়ারা। ধ্রুবকে নিয়ে সামনের দিকে যাচ্ছে সে৷ ধ্রুব পেছনে তাকিয়ে বললো,
___আঁধার আয়, আমার সাথে।
কিয়ারা তাকালো আঁধারীনির দিকে। বললো,

___ওকে আমাদের মাঝে কেন ডাকছ ধ্রুব?
___ একচুয়ালি, শী ইজ মাই ফ্রিয়ন্সে। দ্যটস হুয়াই, ওকে রেখে কোথাও গেলে, বাবাকে বলে দিবে।
কিয়ারা অবাক হয়ে বললো,
__ফ্রিয়ন্সে? ধ্রুব, ইউ আর লাইয়িং।
___না কিয়ারা, সত্যি।
কিয়ারা ছেড়ে দিলো ধ্রুবর হাত। ব্লেজারের কলারে কিছুটা ঝাপটে বললো,
___ইউ আর অনলি মাইন ধ্রুব।
___ছাড়ো কিয়ারা, আমি সীন ক্রিয়েট করতে চাচ্ছি না।
ধ্রুব এতোটাই গম্ভীরভাবে কথাটি বলেছে, কিয়ারা বাধ্য হয়ে ছেড়ে দিলো ধ্রুবকে। আঁধারীনির দিকে এক পলক তাকিয়ে, সে সামনে হাঁটা শুরু করলো।
ধ্রুব, আঁধারীনির কাছে গিয়ে বললো,
__চল, বাসায় ফিরতে হবে।
___এত জলদি? ওই মেয়েটা কে?
___ওর নাম কিয়ারা। আমার ওল্ড ক্লাসমেট।
___ক্লাসমেইট নাকি অন্যকিছু?
ধ্রুব তাকালো আঁধারীনির দিকে। বললো,
___নেক্সট টাইম এইটা আর মুখে আসলে, আমার যেই রুপ কখনো দেখিসনি, ওই রুপ তোকে দেখাব।
___আপনার আর কয়টা রুপ আছে ধ্রুব ভাই? বাসায় এমনভাবে থাকেন, যেন আপনি মেয়েদের প্রতি ইন্টারেস্টেড নয়। আর, বাইরে এমনভাবে চলাফেরা করেন, যেন আপনি…

__যেন আমি?
___কিছু না।
___মেয়েদের কিছু না মানে, অনেক কিছু।
___বললামতো কিছু না। চলুন….

গাড়িতে চুপসে বসে আছে আঁধারীনি। রাতের চাঁদ তার সঙ্গে সঙ্গে বোধহয় পথ চলছে। আঁধারীনি নিরবতা ভেঙ্গে বললো,
___কিয়ারা মেয়েটা ওইভাবে আপনার হাত ধরলো কেন?
ধ্রুব ড্রাইভ করতে করতে বললো,
___আমাকে ভালোবাসে তাই।
___ভালোবাসে!
___হ্যাঁ, ভালোবাসে। কিন্তু, আমার ওর মতো কাউকে পছন্দ নয়।
___কার মতো কাউকে পছন্দ?
___তোর মতো কাউকে।
___কার মতো?
___তোর মতো। তুই যেমন ভয় পাস, এমন ভয় পেতে হবে আমাকে। লুঙ্গি সামলানোর মত, বউ সামলানোও কঠিন। ওই জন্য, ভীতু মেয়ে প্রয়োজন।

___কিয়ারা মেয়েটার চোখে সত্যিকারের, ভালোবাসার ছাপ ভাসমান ধ্রুব ভাই।
___তোর এত মায়া লাগলে, তোর ভাইকে দিয়ে বিয়ো করিয়ে ফেল।
___আমার ভাইতো আপনিই, তো করে ফেলুন ওকে বিয়ে।
সঙ্গে সঙ্গে কাশি পেলো ধ্রুবর। আঁধারীনি পানির বোতল এগিয়ে দিয়ে বললো,
___খান, খান।
ধ্রুব পানি খেয়ে বললো,

প্রিয় ডাক্তার সাহেব সিজন ৩ পর্ব ৩

___আমি তোর কি লাগি?
___ভাই।
___তোর বাপের এত সম্পত্তি! আমাকে বল কিছু লিখে দিতে। আফটার অল আমিতো তোর ভাই তাই না?
___ ভাই হলেই দলিল লিখে দিতে হবে?
___আমিতো দলিল চাইনি। তোর বাপের তুই নামক সম্পত্তি, আমার করতে চাই।

প্রিয় ডাক্তার সাহেব সিজন ৩ পর্ব ৫