প্রেমতৃষা পর্ব ৪০ (২)
ইশরাত জাহান জেরিন
সকাল থেকেই হেতিজা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। এত কেঁদেছেন যে শেষে শরীরটাই ভেঙে পড়েছে, বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। প্রেমা তার পাশেই বসে আছে, চুপচাপ, কিন্তু মনের ভেতর অদ্ভুত একটা ভার জমে আছে আজ।
মেহরাব আবারও পাবনা চলে গেছে। প্রেমা ওকে সত্যিই ভালোবাসত না—কিন্তু এখন কেন জানি বুকের ভেতরটা হাহা করে উঠছে। দূরে চলে যাওয়া কি এত কষ্টের? শেষবার দেখা হয়েছিল ছাদে। অভিমান মেশানো গলায় মেহরাব বলেছিল, “তুমি আমার ভালোবাসা বুঝলে না, প্রেমা। যেদিন বুঝবে, তোমার প্রাণ তখন আমায় খুঁজবে। কিন্তু তখন আমি থাকব না, খোদার কসম।”
পাবনায় কাজ ফেলে এসেছিল সে। ফিরবে কি আর কোনোদিন? এখন কেন এত মায়া হচ্ছে? তখন কেন হলো না? প্রেমা তাকাল তার অসুস্থ মায়ের দিকে। আজ ভোরে প্রত্যুষ ভাই দেশ ছেড়ে গেছে। তার মিশনে যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু তৃষার জন্য সে যায়নি। ভেবেছিল সংসার করবে, পরে যাওয়া যাবে। কিন্তু যখন সবকিছু ভেঙে গেল, তখন এই দেশে থেকে আর লাভ কি! মিশনটা এক বছরের। এক বছর পর সে ফিরবে। মা ভোরবেলায় কাঁদছিলেন, বিলাপ করছিলেন, তবু কিছু করার ছিল না। এখানে থাকলে না সে ভালো থাকতে পারবে, না তার প্রিয়জন।
বাইকে করে কক্সবাজার আসতে সময় লাগে ৩ ঘন্টার মতো। তৃষা এইবার নিজের বাইকটা আর নিয়েও নিলো না। স্বামীর পেছনে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরার মজাই আলাদা।
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
শিমলা আর অংকুরও পাশে এসেছে। আজকে তৃষা শিমলাকে অনেকক্ষণ বুঝালো। অনেক হয়েছে এবার অংকুর আর শিমলার কিন্তু উচিত বাড়ির মানুষের সম্ভব কথা বলে ঝামেলা সব ঠিকঠাক করা। শিমলা সায় মেলালো। হয়তো কথাটা জলদি কানে নেবে। নিলেই ভালো। কক্সবাজারে এসে প্রথমে ঘুমিয়ে নিলো। ঘুরতে বের হবে সন্ধ্যায় উঠে। আগে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিতে হবে। এমনিতেই বাইকে বসে এতটা পথ আসতে গিয়ে পাছা পুরো তক্তা হয়ে গেছে। প্রেম রুমে এসেই বিছানায় ধপাস করে বসে ফোনে গেইম খেলতে শুরু করে। তৃষার তা দেখে হেব্বি রাগ হয়। এ আবার কেমন মানুষ? কক্সবাজারে বউ নিয়ে এসে কেউ ফোনে গেইম খেলে? আহা ভাবলেই পেটে যন্ত্রণা হচ্ছে। তৃষা পেটে হাত দিয়ে প্রেমের সামনে গিয়ে দাঁড়ায়। মুখটা কুঁচকে বলে, ‘আহা রে পেটে অনেক যন্ত্রণা হচ্ছে। মনে হয় সর্বনাশ একটা ঘটে যাবে।’
প্রেম ফোনের থেকে চোখ তুলে তৃষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ‘কি? এই গাঁজাখোর মহিলা তোর সঙ্গে হানিমুনে আসছি, এখনো হানিমুন করতেও পারিনি। কি সব বালের কথা কস?’
‘সত্যি বলছি। লক্ষণ ভালো না।’
‘ কিন্তু তারিখ! আচ্ছা প্রমাণ দেখি?’
‘হুম বাথরুমে চলুন। মনে হয় পেট পাতলা হয়ে গেছে। বাথরুম থেকে বের হতে সময় লাগবে। আপনি সঙ্গে গেলে ভেতরে বসে গল্পসল্প করে সময় কাটানো যাবে। ফোনে লুডু আছে? এক ম্যাচ খেললে কেমন হয়?’
“থু! বোমি পাচ্ছে।’
‘উহুম সুসংবাদ পাচ্ছি নাকি?’
‘যেহেতু বউ তোমার কিচ্ছু নেই তার মানে আমার থেকে উহুম নিউজ পাওয়ারও সুযোগ নেই। আর থাকলেও পেতে না।’
‘উফ কথা না বাড়িয়ে আসুন তো। কি জানি দেখবেন?’
‘যাহ খাচ্চোর শালির ঘরের বউ। ভাবলাম কি আর বললি কি? ইমোশনের ওপর হেগে দেওয়ার যে ব্যাপারটা!’
তৃষা হেসে ফ্রেশ হতে চলে যায়। এই লোকটাও না! ফ্রেশ হয়ে আসতেই দেখল প্রেমের শরীরে কাপড় নেই।
‘আপনি না টিশার্ট পরে ছিলেন?’
‘গরমটা বেড়েছো তো।’
‘গরমের সঙ্গে কি শরম বাড়ে না? ওইটাও একটু বাড়ানো দরকার।’
‘সরম বাড়লে দুই থেকে তিন হবো কি করে সোনা।’ প্রেম তৃষার কাছে এগিয়ে আসতেই তৃষা প্রেমের মুখে বালিশ ছুঁড়ে মারে। প্রেম সেই বালিশ ধরে ফেলে বলে, ‘বিটারহার্ট তোমার আজকাল পাখা গজিয়েছে তাই না? বটি দিয়ে ওই পাখা আজকে কাটব আমি।’ বলেই সে তৃষার দিকে এগিয়ে যায়।
প্রেম সমুদ্রতীরবর্তী বালুকাবেলায় বাইকের পাশে হেলান দিয়ে পোজ দিচ্ছে। অংকুর ক্যামেরা হাতে নিরন্তর তার ছবি তুলছে। শিমলা ও তৃষা প্রথমে তাদের সঙ্গেই ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তৃষার বিরক্তি জমে উঠল।
এরা যেন নিজেদের মধ্যেই নিমগ্ন। তৃষার চোখে সবকিছুই কেমন অর্থহীন মনে হলো। সে মনে মনে বলল, “এই লোকগুলোর সঙ্গে ঘুরতে এসে শান্তি নেই! কেউ একটুও বোঝে না।”
প্রেমের কথা মনে পড়তেই আবার খটকা লাগল। লোকটার কি ঢং। কোথায় বউকে নিয়ে কিছু কেনাকাটা করবে, কিন্তু সে তো এখন মহাব্যস্ত নিজের মতো। কক্সবাজারে যাওয়ার আগে চিত্রাকে একবার কল করেছিল তৃষা। কারণ সেদিন মেয়েটা বলেছিল ইতালি থেকে আসবে বাংলাদেশে। কিশোরগঞ্জ এলাহী বাড়িতে যাবে। সেখান থেকে কক্সবাজার আসবে। ইশ সে এলে তো মজাই হতো। কিন্তু চিত্রাকে কল করার পর সে জানালো সে আসছে না। শুনে মনটাই খারাপ হয়ে গেল। সমুদ্রের তীরে কিছুক্ষণ একা সময় কাটালো তৃষা। অংকুর শিমলাকে ডাক দিতেই সে চলে গেল। তৃষা কিছুক্ষণ একা সময় কাটাবে বলে ঠিক করল।
চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করল। সে নেই। এই তো একটু আগেও ছিলো। সুযোগ পেয়ে তৃষা আরো খানিকটা সময় সমুদ্রের ধারে কিছুক্ষণ একা থাকার সিদ্ধান্ত নিল । সবাই চলে গেলেও সে দাঁড়িয়ে রইল নিঃশব্দ ঢেউয়ের মুখোমুখি। নীল রঙের গাউনে তৃষা যেন সমুদ্রের রঙেই মিশে গেছে। হালকা বাতাসে তার চুল উড়ছে, সূর্যের আলোকরেখা গাউনের ভাঁজে ঝিলিক দিচ্ছে। পায়ের নিচে ভেজা বালির স্পর্শ, সামনে নীল অসীম জলরাশি। চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করল সে। কোথাও দেখা গেল না। অথচ এই তো কিছুক্ষণ আগেও ছিল, হাসছিল, কথা বলছিল। এখন সে নেই। শুধু সমুদ্রের গর্জন আর তৃষার চোখের নিস্তব্ধতা মুখোমুখি দাঁড়িয়ে রইল একে অপরের। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো।
“আপা গোলাপ নিবেন? এইডা আপনার জন্য।”
তৃষা বাচ্চা ছেলেটির দিকে তাকালো। তৃষা ফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ” কে দিলো?”
“একটা ভাই দিছে।”
তৃষা ফুলটা নিয়ে আরো একবার চারপাশে তাকালো। নিশ্চিত প্রেম দিয়েছে। ‘সে কোথায় জানো?’
‘রুম নাম্বার ১০২ এ। ফুল দিয়া কইলো আপারে কইবা রুমে আইতে।’
‘১০২? কিন্তু আমাদের রুমের নাম্বার তো মেইবি ওইটা ছিল না।’ তৃষা হোটেলের দিকে পা বাড়াবে এমন সময় তার ফোনে একটা কল এলো। নাম্বারটা অচেনা। রিসিভ করতেই ওপাশ থেকে একটা গান ভেসে এলো।
~প্রেম আমার ওওওও প্রেম আমার~
তৃষা বার কয়েক “হ্যালো” বলল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসেনি। শুধু নীরবতা, তারপর হঠাৎ লাইন কেটে গেল। ফোনের স্ক্রিনটা নিভে যেতেই যেন চারপাশের আলোও ম্লান হয়ে গেল। মুহূর্তেই তৃষার বুকের ভেতরটায় একটা ঠান্ডা বাতাস বয়ে গেল।
হোটেলের করিডোরটা এখন প্রায় ফাঁকা। মেঝেতে পুরু কার্পেট, নরম আলোয় দেয়ালগুলোর দম বন্ধ হয়ে আছে। তৃষা ধীরে ধীরে এগিয়ে গেল, তার পায়ের আওয়াজও গিলে নিচ্ছে এই নিস্তব্ধতা। রুম নাম্বার ১০২, দরজার সামনে এসে সে থেমে গেল। ঠিক তখনই, এক মুহূর্তে নিস্তব্ধতা ছিঁড়ে উঠে এলো একটা মেয়েলি চিৎকার। চিৎকারটা একেবার তীক্ষ্ণ, কাঁটার মতো ছিল। মনে হচ্ছিলো দেয়ালের ভেতর কোথাও কেউ যন্ত্রণায় ফেটে পড়ছে। তৃষা হঠাৎই স্থির হয়ে গেল। বুকের ভেতর ধকধক শব্দে শিরা-উপশিরা টানছে তার। চোখ তুলে চারপাশে তাকাল। করিডোরে আর কেউ নেই, শুধু একপাশে ফ্লিকার করা আলো, যেন চোখ টিপে টিপে কিছু বলতে চাইছে। রুমের দরজাটা ফাঁকাই ছিল।
ধীরে ধীরে বাতাসের টানে কাঁপছে। এখানেই তো আসতে বলা হয়েছিল, মনে মনে বলল তৃষা। কিন্তু অংকুর আর শিমলার রুম কোনটা ছিল? ওরা কোন রুমে এসে উঠেছে জানা হয়নি। এটাতেই নাকি? বোধহয়। নইলে এখানে কেন আসতে বলা হবে? আর তার চেয়ে বড় কথা তিন-তিনটে মানুষ তাকে রেখে একা চলে আসবে? এটাও কি সম্ভব? উফ মাথা কাজ করছে না। স্মৃতিগুলোয় জট বেঁধে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল, তারপর হঠাৎ কৌতূহল আর অজানা টান তাকে টেনে নিয়ে গেল ভেতরে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ধাক্কায় সবকিছু থেমে গেল। তার হাতের ব্যাগটা কাঁধ থেকে গড়িয়ে পড়ল, হাত অসাড় হয়ে এলো।
রুমটা যেন সদ্য যুদ্ধক্ষেত্র। চাদর ছিঁড়ে ছিঁড়ে মেঝেতে পড়ে আছে, কাচ ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়ে আছে টেবিলের নিচে। দেওয়ালের ঘড়িটা ভেঙে বন্ধ হয়ে ফ্লোরে পরে আছে। তবে পেন্ডুলামের দোল থেমে গেছে মাঝপথে। কার্পেটের মতো মেঝেতে লাল রক্তের বন্যা।
তাজা, ঘন, আঠালো রক্ত সেই পিচ্ছিল রক্ত। তৃষার চোখ বড় বড় হয়ে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। শরীর কাঁপছে, তবু চোখ সরাতে পারছে না। ঠিক তখনই
কোথা থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। খসখসে একটা সূক্ষ্ম সুর। তারপর একটা গম্ভীর, দুলে ওঠা আওয়াজ। গ্রামোফোনে বাজছে গান।
“প্রেম আমার… ওওওও… প্রেম আমার…”
গানটা যেন অন্য জগতের। পুরনো, বিকৃত, তবু সুরে একটা অদ্ভুত মায়া লেগে আছে। সুরটা রক্তের গন্ধের সঙ্গে মিশে রুমের বাতাসকে আরো ভারী করে তুলছে।
রুমের ভেতর একটা মিষ্টি গন্ধও পাওয়া যাচ্ছে। হ্যাঁ গোলাপের গন্ধ ভাসছে, মিষ্টি তবুও কেমন যেন অস্বস্তিকর। রক্তের ধাতব গন্ধের সঙ্গে মিশে সেই গোলাপ যেন পচা পাপড়ির মতো গন্ধ ছড়াচ্ছে।
তৃষা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল। রুমের কোণে একটা পুরনো গ্রামোফোন। ঘূর্ণায়মান ডিস্কটা কাঁপছে, সুইটা লাফাচ্ছে, আর সুরটা কেঁদে উঠছে কারও দম বন্ধ করা আর্তনাদ হয়ে। তার চোখে পড়ল রুমের দেওয়ালে রক্তের দাগে আঁকা একটা চিহ্ন, হৃদয়ের মতো, তবু বিকৃত। আর সেই চিহ্নের নিচে গোলাপের একটা পাপড়ি আটকে আছে, সতেজ লাল রক্তে চুপচুপে সেই পাপড়ি। তৃষা এক পা পিছিয়ে গেল।
তার মনে হলো, কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে।
কেউ যেন শ্বাস নিচ্ছে খুব ধীরে, তার গায়ের ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে। কিন্তু ঘুরে তাকাতেই কিছু নেই। তবু গ্রামোফোনটা বাজছেই,
“প্রেম আমার… ওওওও… প্রেম আমার…”
তৃষার পায়ের নিচে কাচ ভাঙার শব্দ হলো।
তার চোখ এখন রুমের কোণে। সেখানে আধখোলা পর্দার ফাঁক দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে।
একটা হাত। স্তব্ধ, অনড় হয়ে মেঝেতে ছুঁয়ে আছে। তৃষা ঠোঁট কামড়ে এক ধাপ এগিয়ে গেল। তার হাঁটু কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টি আটকে গেছে। বিছানার চাদরটা টেনে পড়েছে মেঝেতে, তার নিচে ছড়িয়ে আছে গাঢ় দাগ।
তৃষা আরেক পা বাড়ালো। এবার আলো এসে পড়ল সেই দেহটার ওপর। এক মুহূর্তে তার নিঃশ্বাস থেমে গেল।
মাথার ভেতর একটা ঘূর্ণি, কান বন্ধ হয়ে যাচ্ছে, তবু চোখ সরাতে পারছে না। খাটের পাশে শুয়ে আছে একটা মেয়ের দেহ। না, দেহ নয়, এক অচেনা বিকৃত দেহ।
তার চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে জায়গায় জায়গায়। মাংস খসে গেছে ছুরি চালানোর মতো নিখুঁতভাবে।
শরীরের কোথাও কোনো চিহ্ন নেই যা একে মানুষ বলে চিনতে দেয়। চুল নেই, মাথার খুলিটা মসৃণ, কেটে ফেলা চুলের গন্ধ বাতাসে মিশে আছে। ঠোঁটের একপাশ ছেঁড়া, চোখ অর্ধেক খোলা। হয়তো শেষ মুহূর্তেও সে কারও দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল। তৃষার হাত নিজের অজান্তে মুখে চলে গেল। গলায় শব্দ আটকে আছে। তার পেটের ভেতর হঠাৎ মোচড় খেল। বমি এসে যাচ্ছে, কিন্তু কিছুই বের হলো না। বাইরে কোথাও বজ্রপাত হলো, হালকা আলো এসে দেহটার ওপর পড়ল। রক্তে ভেজা ত্বক চকচক করছে। দেহটার পাশে পড়ে থাকা আয়নাটা নিজের অক্ষে কাঁপল।
তৃষা চমকে তাকাল। আয়নায় দেখা যাচ্ছে তার নিজের মুখ, কিন্তু তার পেছনে… কেউ যেন দাঁড়িয়ে আছে।
একটা ছায়া। কালো হুডি পড়া ব্যক্তি। তৃষার গলা শুকিয়ে গেল। বুকের ভেতর ঢেউ খেলল আতঙ্কের।
গ্রামোফোন তখনও বাজছে, “প্রেম আমার… ও প্রেম আমার…” গোলাপের গন্ধটা এখন আরও তীব্র, কিন্তু তা ফুলের নয়, রক্তে ডুবে থাকা গোলাপের। হুডি পড়া লোকটি এবার আলতো করে পেছন থেকে তৃষার থুতনি চেপে ধরল। হাতে তার ধারালো একটা ছুড়ি। তৃষা ততক্ষণে ট্রমায়। এত কিছু দেখে মাথা এমনিতেই ঠিক নেই।
প্রেমতৃষা পর্ব ৪০
আশপাশের সব কিছু তার কাছে ভারী লাগছে। লোকটা হঠাৎ আয়নার দিকে তাকিয়ে তৃষার গলার কণ্ঠনালি বরাবর চাকু ধরে বলল, ‘তুমি প্রতারণা করেছো। প্রতারকদের আমি যে ছাড়ি না।’ গলার স্বরটা ভনভন করে, ভারী হয়ে কানে এলো। কে বলছে, কি বলছে বোধগম্য হলো না। তবে একেবারে খুব কাছের কেউ মনে হলো। হঠাৎ লোকটি হাসল। ছুঁড়িটা শক্ত করে ধরে বলল, ‘প্রেম আমার ওওওও প্রেম আমার….’