প্রেমসুধা পর্ব ৬৯
সাইয়্যারা খান
পৌষ’র টনটনা কণ্ঠে মেয়েটা সরে দাঁড়ালো। তৌসিফ শান্ত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। হাবভাব এমন যে সে কিছুই বলবে না। শুধু মেয়েটাকে উদ্দেশ্য করে ছোট্ট করে বললো,
— ইউ মে গো নাও।
মেয়েটা তখনও অবাক হয়ে আছে। তার পোশাক-আশাক পৌষ’র পছন্দ হলো না। মেয়েটা চলে যেতেই তৌসিফ ইশারায় কাউন্টারের মেয়েটাকেও চলে যেতে বললো। দরজা আটকে মেয়েটা চলে গেলো৷ পৌষ হাতের ব্যাগ সাইডে রেখে বড় বড় পা ফেলে তৌসিফে’র কাছাকাছি চলে এলো। দূরত্ব কমা মাত্রই সে তৌসিফে’র কোলে বসে নিজের স্থান বুঝে নিলো। মুখটা খুলতেই তৌসিফ দেখলো অল্প ঘর্মাক্ত এক মুখ। আশ্চর্যের বিষয় পৌষ’কে আজ একটু অন্যরকম লাগছে। তৌসিফ কারণ বুঝলো না অবশ্য। মুহুর্তের মাঝে পৌষ ওর গলা জড়িয়ে ধরলো। তখনই কেউ গলা খেঁকানি দিয়ে দুটো কাশি দিলো। পৌষ ছিটকে দাঁড়িয়ে গেলো। দেয়ালের একদম সাইডে ইমু দাঁড়িয়ে। ছেলেটাকে পৌষ একবার হয়তো দেখেছিলো। মনে পরছে না৷ লজ্জায় ওর হাতের তালু ঘামছে। নাকে পানি জমে কান্না পাচ্ছে। ইমু ক্যাবলা কান্তের মতো হেসে মাথা চুলকে তৌসিফ’কে বললো,
— স্যার আমি যাব?
তৌসিফ চোখ গরম তাকালো যেন চোখের ইশারায় প্রশ্ন করলো, “যাবে না তো কি করবে? আমার বউ আমাকে কিভাবে আদর করে তা দেখবে?”
ইমু বুঝলো। ভয় পেয়ে যথারীতি স্থান ত্যাগ করলো। একদিক দিয়ে ইমু ভাগলো আরেকদিক দিয়ে পৌষ পুণরায় তৌসিফে’র কোলে বসলো। দুই হাতে তৌসিফে’র গাল ধরে আস্তে করে তৌসিফে’র কপালে চুমু খেলো। পরপরই দুই গাল সহ দাঁড়ি যুক্ত চোয়ালে ঠোঁট ছোঁয়ালো। খাঁড়া নাকটায় ঠোঁট ছোঁয়াতেই তৌসিফ থুতনি এগিয়ে দিলো। পৌষ ঝটপট করে সেখানেও চুমু দিলো। আস্তে করে তৌসিফে’র টাই ঠিলা করে গলার দিকের দুটো বোতাম খুলে গলায় মুখ গুজে দিলো। ওর ব্যালেন্স ঠিক রাখতে তৌসিফ ওর পিঠে হাত দিলো।
পৌষ ওভাবে থেকেই অভিযোগ করলো,
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
— সকালে এভাবে রেগে চলে এলেন যে? আমার পরীক্ষা আপনি জানেন না? না জানলেও কেন রাগ করবেন? বউ এর সাথে রাগ করে কেউ লাঞ্চ না দিয়ে আসে? পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আপনি কতটা চালাক পুরুষ! আপনি জানতেন আপনার চিন্তায় চিন্তায় আমি পা’গল হব তাই এই পায়তারা। আমি কি বোকা? বুঝি না? আমাকে কষ্ট দিয়ে শান্তি লেগেছে?দুষ্ট জামাই।
তৌসিফ একদম চুপ করে আছে। ওর চোয়াল শক্ত। পৌষ পিঠে চাপ পড়ায় অল্প ব্যথা পেলো। গলায় মুখ রেখেই আস্তে করে বললো,
— ব্যথা পাই।
তৌসিফ শুনলো না। আরেকটু চাপ দিলো বরং। পৌষ’র মনে হচ্ছে জায়গাটায় বুঝি নখ ডাবিয়ে দিচ্ছে তৌসিফ। পৌষ মুচড়ে উঠে। ব্যথাকাতুর শব্দ তুলে অথচ মেয়েটা নড়ে না। অবস্থান তার ঠিক আগের মতোই। এই পর্যায় না পেরে তৌসিফে’র বুকের দিকের শার্টটা খামচে ধরে। তৌসিফ আস্তে করে ছেড়ে দিলো ওকে। পৌষ টের পেলো তৌসিফ জোরে জোরে শ্বাস টানছে। ভয়ে পৌষ এবার মুখ তুলছে না৷ এতটা রাগ উঠলো কেন তার? পৌষ আসাতে? বরাবরই পৌষ’র মাথায় সঠিক ধারণা এলো না।
তৌসিফ ওকে নিজের থেকে ছাড়ালো। পা দুটো নিজের উপর থেকে সরাতে নিলেই পৌষ বুঝলো তাকে নামাতে বলা হচ্ছে। ভয়ে তারাতাড়ি নেমে গেলো পৌষ। সোজা হয়ে দাঁড়িয়ে গেলো। তৌসিফ ওর তারাহুরো ভাব দেখলো। এটাও বুঝলো ভয়ে এই দশা ওর। গম্ভীর থেকেও গম্ভীর কণ্ঠে তৌসিফ প্রশ্ন করে,
— এটা কোন জায়গা আমার?
পৌষ’র ঠোঁট কাঁপতে লাগলো। কোনমতে মতে বললো,
— কাজের জায়গা। আর আসব না।
তৌসিফ বিরক্ত হয়ে বললো,
— বেশি বুঝতে বলি নি। এখন বলো, কাজের জায়গায় আমাকে কিভাবে আশা করো তুমি?
— কাজ করা অবস্থায়।
— কি দেখলে কি করছিলাম আমি?
— জানি না৷
— ফাইল সাইন করছিলাম। দেখেছো?
— জ্বি।
— ঐ মেয়েটা এখানে কাজ করে। সে ফাইল সাইন করাচ্ছিলো। আগামী পরশু শিপিং যাবে তাই।
— আচ্ছা।
— সে কাজ করছিলো।
— বেশি ঝুঁকে ছিলো।
— আমি তাকিয়েছিলাম?
— না।
— কাউন্টারের মেয়েটার দায়িত্ব আমার কেবিনে অনুমতি ছাড়া কাউকে ঢুকতে না দেয়া। এর জন্য মাস শেষে মোটা অংকের টাকা দেই তাকে। এখন বলো সে কি ভুল করেছে তোমাকে আটকে?
— না।
— ভুল কার?
— আমার।
— ভুল কারীর কি করা উচিত?
— মাফ চাওয়া উচিত।
— ওদের ডাকছি।
পৌষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পা দুটো হঠাৎ ঝিমঝিম করছে। ওর বসতে মন চাইলো। ভেতরে কেমন ধকধক করছে। আসলেই তো ও কেন এমন করলো? মেয়েগুলোর দোষ ছিলো না কিন্তু ঐ মেয়েটাকে তৌসিফে’র কাছাকাছি দেখেও ভালো লাগে নি ওর। সাধারণ স্ত্রী সুলভ আচরন তার মাঝে আছে। একটু অতিরিক্তই আছে। তৌসিফ ইমু’কে ফোন দিয়ে মেয়ে দু’জনকে ডাকালো। তারা নিজেরাই ভয় পেয়ে আছে। ঢুকে ভেতরে দাঁড়াতেই দেখলো পৌষ দাঁড়িয়ে আছে। তৌসিফ বসা। দু’জনই দৃষ্টি নামিয়ে নিলো। নীরবতা ভেঙে পৌষ বিনয়ী কণ্ঠে বললো,
— আমি খুবই দুঃখীত আপু। আমার ভুল হয়েছে। নিজের আচরণের জন্য মাফ চাইছি।
বলে পৌষ তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলো। দু’জন অপ্রস্তুত হলো। মেয়ে দুটো যথাসম্ভব আধুনিক পোশাকে আছে। বেশ অবাকই হলো।
তারা ভদ্রতার সহিত মাথা নাড়লো। বললো,
— ইটস ওকে ম্যাম।
এতক্ষণে তৌসিফ মুখ খুললো। গম্ভীর কণ্ঠে বলে উঠলো,
— মাই ওয়াইফ।
মেয়ে দুটো ততটা অবাক হলো না। ইতিমধ্যে তারা জেনেছে ইমু থেকে। তৌসিফ তাদের যেতে বলতেই তারা চলে গেলো। পৌষ পা বাড়িয়ে যেতে নিলেই তৌসিফ পেছন থেকে হাত ধরে ফেললো। কণ্ঠ তার এখনও গম্ভীর। বললো,
— যেই কাজে এসেছো তা করো।
পৌষ ঘুরে দাঁড়ালো। অল্প হেসে বললো,
— হাত ধুয়ে আসি।
তৌসিফ হাত ছাড়লো। জানালো,
— রাইট সাইডের পাশে ওয়াশরুম।
পৌষ মাথা নেড়ে সেখানে গিয়ে হাত ধুঁয়ে এলো। আসতেই দেখলো টেবিলে প্লেট আর গ্লাস রাখা। ইমু’কে দেখে পৌষ হালকা স্বরে বললো,
— ভাইয়া, খেয়েছেন?
ইমু ভড়কালো। মাথা তিনবার নেড়ে বললো,
— না ম্যাম খাব।
— গরুর ভুনা রেঁধেছি। বেশি এনেছি। আপনিও বসুন।
ইমু যেন ভয় পেয়ে গেলো। স্যারের সাথে লাঞ্চ করা হয় কোথাও গেলে কিন্তু এখন তার বউয়ের সাথে বসলে তাকে চোখ দিয়ে গিলে নিবে। ইমু ভ্যাবলার মতো হেসে বললো,
— ইয়ে ম্যাম আরেকদিন…
পৌষ মাথা নাড়লো। ইমু চলে গেলো। পৌষ টেবিলের কাছে এসে বক্স থেকে খাবার বের করে প্লেটে সার্ভ করছে। তৌসিফ এই পর্যন্ত চেয়ার ছেড়ে উঠে নি। ঠাই বসে আছে সে। পৌষ ওর সামনে প্লেট এগিয়ে দিতেই তৌসিফ বলে উঠলো,
— নিয়ে এসেছো তো খায়িয়ে দাও।
কোনরূপ দুষ্টামি না করে পৌষ প্লেট হাতে নিলো। ভাত মাখিয়ে তৌসিফে’র মুখের সামনে দিলো। তৌসিফ চুপ করে খাচ্ছে। এক প্লেট খাওয়া হতেই পৌষ আবার নিলো। তৌসিফ সবটুকু খেয়ে পানি খেয়ে উঠে নিজে হাত ধুঁয়ে এলো। পৌষ বাটি গোছাতে নিলেই তৌসিফ এসে ওকে বসালো নিজের চেয়ারে। বিশাল বড় জায়গাটায় পৌষ বসেও যেন দুইজন বসার জায়গা অবশিষ্ট। তৌসিফ এবার ঐ প্লেটে করে ওকে খাওয়ালো। আধ প্লেট খেয়ে পৌষ বললো,
— আর খাব না।
তবুও দুই লোকমা অতিরিক্ত তৌসিফ খাওয়ালো। পৌষ নিজে সবটা গুছিয়ে ব্যাগে ভরলো। হাত ধুয়ে এসে বললো,
— এখন যাচ্ছি তাহলে।
— কোথায়?
— বাসায়।
তৌসিফ কথা বললো না। এগিয়ে এসে সোজা পাজা কোলে তুললো পৌষ’কে। এগিয়ে এলো বাম দিকের কোণার দরজার কাছে। পৌষ অবাক হয়ে দেখলো এখানে একটা রুম। পরিপাটি গোছানো একজনের থাকার মতো সবকিছুই আছে। তৌসিফে এখানেই হয়তো আরাম করে। ওকে বিছানায় বসিয়ে পরণে থাকা বোরকা খুলে দিলো তৌসিফ। সাইডে রেখে আস্তে করে নিজের কাছে টেনে নিলো। দু’জনের মাঝে কোনরূপ ঘটনার ব্যখা কেউ চাইলো না। তারা নিশ্চুপ। আশেপাশের খবরও তারা নিলো না। শুধু তৌসিফে’র বুকে চেপে রইলো পৌষ। প্রায় আধ ঘন্টা পর তৌসিফ কিছু বলতে চাইলো। পৌষ’র মাথায় হাত বুলিয়ে ডাকলো,
— পৌষরাত, শুনছো?
সাড়া এলো না৷ তৌসিফ দেখলো পৌষ পুরোপুরি ঘুমে। ঘুমন্ত মুখটায় আদর দিয়ে আস্তে করে উঠলো তৌসিফ। পৌষ’র পরণের জামা খুলে পিঠ দেখলো। লাল হয়ে দাগ পরে আছে। আস্তে করে সেথায় চুমু দিয়ে ড্রয়ার থেকে একটা মলম নিয়ে লাগালো সেখানে। পায়ের কাছ থেকে কম্বল নিয়ে দু’জনকে ঢেকে নিলো। ইমু’কে ফোন দিয়ে শুধু বললো,
— মিটিংটা শেষ করো তুমি। রাতে ফাইল মেইল করে দিও।
পৌষ’কে বুকে নিয়ে তৌসিফ চোখ বুজলো। সংসার জীবন এক তরফায় চলে না। এখানে সম্মান যতটা জরুরি ঠিক ততটাই জরুরি শাসন। প্রেম যতটা জরুরি ততটা জরুরি বোঝাপড়া। ভালোবাসা যতটা ভালো সংসারে অবদান রাখে, ঠিক ততটা অবদান রাখে সমঝোতা।
চোখ খুলে নিজেকে আবদ্ধ অবস্থায় পেলো পৌষ। তৌসিফ কাছে নেই। ভালো একটা ঘুম হওয়ার ওর ভালো লাগছে। চোখ খুলা মাত্র কিছুটা আতঙ্কিত হলো। আতঙ্ক বাড়লো যখন দেখলো কম্বলের নীচে ওর গায়ে পোশাক নেই। ততক্ষণাৎ মনে পরলো এটা তৌসিফে’র অফিস। মাথাটা উঁচু করে এদিক ওদিক নিজের পোশাক খুঁজেও যখন পেলো না তখন তৌসিফ’কে হালকা স্বরে ডাকলো,
— শুনছেন? কোথায় আপনি?
অফিস বলে বেশি জোরে ডাকলো না পৌষ। দেখা গেলো মিনিট পাঁচ পরই কফির মগ হাতে ভেতরে এসে লাইট জ্বালালো তৌসিফ। চোখ বুজে কপাল কুঁচকায় রোদ। মাথা নেড়ে বলে,
— আমার জামা কোথায়?
— আমার কাছে।
আস্তে ধীরে চোখ খুললো পৌষ। তৌসিফ কফির মগ সাইডে রেখে বললো,
— মুখ ধুয়ে এসো।
— জামা দিন।
বাকা চোখে তাকিয়ে তৌসিফ বললো,
— সমস্যা কোথায়?
পৌষ তেজ দেখিয়ে বললো,
— ভালোয় ভালোয় দিন৷ ঘুমের সুযোগ নিয়েছেন আপনি? খারাপ লোক।
— সুযোগ দিবে তুমি। এদিকে সুযোগ নিলে আমার দোষ?
— দেখুন ভাই, দয়া করে দিন।
তৌসিফ আহত চোখে তাকালো। পৌষ বুঝলো। এবার প্রাকৃতিক ভাবেই ভাই ডেকেছে সে। পৌষ পুণরায় বলে উঠলো,
— ভালোয় ভালোয় দিন নাহয় অফিসের মধ্যে ঝামোল পাকিয়ে দিব।
— তুমি ভালো হলে না।
— জামাই হতে দিলো না।
তৌসিফ সাইড থেকে জামাটা দিতেই পৌষ কম্বলের নীচে ঢুকে পরতে নিলো। তখনই এক টান দিয়ে কম্বল সরায় তৌসিফ। পৌষ কথা বাড়ালো না। উঠে বাথরুমে চলে গেল। তৌসিফ খেয়াল করলো পৌষ শান্ত হয়ে গিয়েছে। সন্ধ্যা হতে চললো। ডাক্তারের কাছে যেতে হবে তাই পৌষ’কে রেখে দিয়েছে ও। এখান থেকেই সোজা হসপিটাল যাবে তারা।
পৌষ ফিরা মাত্রই তৌসিফ বললো,
— হানি, কফিটা শেষ করো। ব্রেড আছে সাথে।
— অন্য কিছু খাব।
— কি খাবে?
— ঝাল।
— বাইরে খাব। এখন এটা খাও।
পৌষ’কে খেতে দিয়ে তৌসিফ বের হলো। তার টুকটাক কাজ আছে। পৌষ এদিক ওদিক হেঁটে হেঁটে ঘরটা দেখলো। সুন্দর এবং গোছানো। ঠিক যেমন হওয়া উচিত তৌসিফ তালুকদারের।
পৌষ বিছানায় বসে বিভিন্ন ভাবনায় হারালো। তার জীবনের হিসেব কষতে বসলেই পৌষ এলোমেলো হয়ে যায়। থমকে যায়। অতীত হাতড়ে ভালো কিছু পায় না। ভাই-বোন বাদে তেমন ভালো স্মৃতি তার নেই। মাঝেমধ্যে কেমন আফসোস হয়। এখন আবার বিষন্ন লাগছে নিজেকে। মনে হচ্ছে ও ক্লান্ত।
কফিটা শেষ পথে। পৌষ’র হঠাৎ কান্না পেলো। বাম হাতে চোখ মুছতে নিলেই তৌসিফ ফিরে এলো। দরজায় দাঁড়িয়ে পৌষ’র চোখ মুছাটাও দৃষ্টির আড়াল হয়নি ওর।
আসতে আসতে বললো,
— পৌষরাত, রেডি হও।
— বাসায় যাচ্ছি?
— হসপিটালে।
— আমি যেতে চাই না।
— ইউ হ্যাব নো চয়েজ হানি।
পৌষ মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তৌসিফ ওকে বোরকা পরতে সাহায্য করলো। দুই গালে হাত দিয়ে তাকিয়ে রইলো পৌষ’র চোখে। এত ব্যথা কেন ওর চোখ জুড়ে? কিসের এত কষ্ট? তৌসিফ প্রশ্ন করলো,
— বেশি বকেছি?
— একটু।
— মানুষ আমাকে হাজার দেখুক আমি তো শুধু তোমাকে দেখি। কি দেখি না?
— হ্যাঁ।
— ভালোবাসি না?
— হ্যাঁ।
— তাহলে….
— বাইরে চলি। এখানে দমবন্ধ লাগছে।
বলতে বলতে ওর যেন সত্যিই দমবন্ধ হয়ে আসছে। তৌসিফের চিন্তা হলো। পৌষ’কে নিয়ে বের হলো।
ইমু’কে বিদায় জানিয়ে পৌষ আগে আগে বের হতে নিলেই তৌসিফ পেছন থেকে ধরে ফেলে। নিজে ওর কাঁধ জড়িয়ে ধরে যেন সে সবাইকে মুখে না বলে চালচলনে বুঝাচ্ছে তার অর্ধাঙ্গিনী তার সাথে। তার ভালোবাসা তার সাথে।
ডাক্তারের কেবিনে ঢুকা মাত্রই তিনি হাসিমুখে ওদের বসতে বলেন। তৌসিফ পৌষ’র সম্পর্কে জিজ্ঞেস করতেই ডাক্তার মুচকি হাসলেন। তৌসিফ চুপ করে গেলো। ওর বুকের ভেতর শীতল এক স্রোত চলে গেল যেন। পিঠের শিরদাঁড়া দিয়ে বেয়ে নামলো ঠান্ডা এক রেশ। তৌসিফ জানতো। ওর মন বলছিলো। তার থেকে গভীর ভাবে কে দেখে তার পৌষরাত’কে? কেউ না। তার থেকে কে অধিক মনোযোগী তার পৌষ’র ক্ষেত্রে? এটার উত্তরও কেউ না। তৌসিফে’র শুধু চিন্তা হচ্ছে। অজানা এক চিন্তা।
পৌষ এদের হাবভাবে কিছুই বুঝলো না। হঠাৎ ওর মাথা ব্যথা করছে। ডাক্তার ওকে বললো,
— আমার সাথে এসো পৌষ।
পৌষ তাকালো তৌসিফে’র দিকে। তৌসিফ যেতে বললো। পৌষ যেতেই তৌসিফে’র কানে ব্যথা-ক্রন্দন শব্দ এলো। কপাল কুঁচকে ও উঠে দাঁড়িয়ে সোজা ভেতরে চলে এলো। ডাক্তার চমকালো। পৌষ পিঠের দিকে হাত দিয়ে বসে আছে। তৌসিফে’র কেমন লাগলো? ভেতরটা না ঝাঁঝড়া হয়ে গেলো। কে দিলো এই ব্যথা? তৌসিফ নিজে। নিজের উপর রাগ হলো ওর। ভীষণ রাগ। পৌষ ওর দিকে হাত বাড়িয়ে বললো,
— আমার কাছে আসুন। ভয় লাগছে।
তৌসিফ দেড়ী করলো না। এসেই ওর হাত ধরলো। ডাক্তার কিছু বললো না। পৌষ’র পেট চেপে চেকআপ করতেই মুখ কুঁচকে নিলো পৌষ। পেটে চাপ লাগলেই ব্যথা লাগছে। তৌসিফ স্পষ্ট দেখলো তা। ডাক্তার মৃদুস্বরে জিজ্ঞেস করলো,
— আল্ট্রা করি? দেখবে?
তৌসিফ কি বলবে তার আগেই পৌষ জিজ্ঞেস করলো,
— কি দেখবে? পেটে মানুষের কি থাকে? নাড়িভুড়ি দেখব না আমি।
ডাক্তার হেসে ফেললেন। তৌসিফ পৌষ’র হাতটা শক্ত করে ধরলো। ডাক্তারের দিকে তাকিয়ে বললো,
— করুন।
পৌষ’র বুকটা টিপটিপ করছে। কিছুটা আন্দাজ তো সেও করছে। তৌসিফ দেখলো পৌষ ঘামছে। পকেট থেকে রুমাল বের করে ওর মুখটা মুছে দিতেই পৌষ তৌসিফে’র হাতটা বুকে চেপে ধরে। তৌসিফ সহ ডাক্তার টের পেলো পৌষ কাঁপছে। মেয়েটা এত ভয় কেন পাচ্ছে। প্রথম অনুভবের তীব্রতা সে কাকে বুঝাবে? কে বুঝবে?
ডাক্তার ওদের দু’জনকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো,
— হার্টবিট চলে এসেছে? শুনবে?
তৌসিফ মাথা নাড়ে। সবার আগে তৌসিফ শুনলো বাবুর হার্টবিট। তৌসিফ চুপ করে শুনে গেলো। পৌষ বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। ফাঁকা ঢোক গিলে বললো,
— আমাকে দিন।
তৌসিফ পৌষ’র কানে দিয়েই দু’জনের কপাল এক করে দিলো। পৌষ স্তব্ধ হয়ে আছে। ডাক্তার জানালো পৌষ তিন মাসের অন্তঃসত্ত্বা। পৌষ’র লক্ষণ দেখা দিলেও ওরা বুঝতে পারে নি। তৌসিফ সন্দেহ করেছিলো। অস্ট্রেলিয়ার হানিমুনের সময়ই তার যথাযথ সন্দেহ হয়েছিলো। এলোমেলো ভাবে থাকায় এই রহমত বর্ষণ হয়েছে। দুজন যেন একদমই থমকে গেলো।
পৌষ’কে রেখে ডাক্তারের সাথে কথা বললো তৌসিফ। জানালো,
— ওর মুড সুইং তীব্র মাত্রায় হচ্ছে। এত রাগ দেখাচ্ছে যা বলার বাইরে। আজ আবার একদম চুপ করে গিয়েছে।
ডাক্তার অল্প হেসে বললেন,
— কিছুদিন আগে একটা কেস এলো। বাইশ বছরের অন্তঃসত্ত্বা এক মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলো। ভাবো কতটা মুড সুইং হচ্ছিলো। হরমোন জনিত কারণে এটা মানুষ টু মানুষ ভ্যারী করে। ওর খেয়াল রাখো। মুড সুইং একদমই স্বাভাবিক। আপাতত কোন ঝামেলা দেখছি না। সি ইজ ফাইন। বমি হবেই। মাথা ঘুরবেই। এগুলো তো খুবই সাধারণ তৌসিফ। আর হ্যাঁ খাওয়া দাওয়া একটু খেয়াল রাখো। ওর তো আয়রনের একটা সমস্যা আছে জানোই।
তৌসিফ মাথা নাড়লো। ডাক্তার চার্টে টুকটাক অনেক কিছু লিখে দিলো। তখনই ওদের রিপোর্ট দিয়ে গেলো নার্স। ডাক্তার রিপোর্ট খুলতে খুলতে পৌষ চলে এলো। দুজন’কে অবাক করে দিয়ে ডাক্তার হেসে ফেললেন। বলে উঠলেন,
— অভিনন্দন, একসাথে দু’জন আসতে চলেছে। ফিটাস দুটো।
তৌসিফ হা হয়ে গেলো। কোথায় আল্ট্রায় তো দেখলো না। ডাক্তার জানালো এমন হয়। তারা রিপোর্ট দেখেই নিশ্চিত জানালেন।
প্রেমসুধা পর্ব ৬৮
পৌষ চুপ করে একদম মিহিয়ে গেলো। তৌসিফে’র অনুভূতি এলোমেলো। পৌষ’কে নিয়ে ও বাড়ী ফিরতে ফিরতে রাত নয়টার বেশি। ওদের মাঝে কোন কথা সারা রাস্তায় হয় নি। পৌষ চুপ করে তৌসিফে’র বুকে লেগে ছিলো।
বাসায় এসেই পৌষ’কে ফ্রেশ করালো তৌসিফ। নিজেও ফ্রেশ হয়ে এসো বসলো পৌষ’র কাছে। আস্তে করে হাত বাড়াতেই পৌষ কাছে আসে। একসময় বুকে যায়। এত ঘন্টা পর পৌষ’র যেন মাতৃত্ব জেগে উঠলো। হু হু করে কেঁদে উঠলো ও। তৌসিফ কাঁদে না। তার হাত একটা পৌষ’র পেটে। এখানে তার অস্তিত্ব। দুই দুটো জান। তৌসিফ অনুভব করার চেষ্টা করে। সে ব্যার্থ হয়। ব্যার্থ হয় অনুভূতি গোছাতে। পৌষ’র মাথাটা আরেকটু চেপে ধরে বুকে।