প্রেমের সমর শেষ পর্ব (২)

প্রেমের সমর শেষ পর্ব (২)
অলকানন্দা ঐন্দ্রি

স্বচ্ছ অনেকটা কষ্টে সুহাদের ছাদে আসল। বলতে গেলে এত রাতে গেট টপকেই ভেতরে ডুকেছিল সে। তারপর সিঁড়ি বেয়ে উপরে ছাদে। নিচে দাঁড়ানো আছে আবির। স্বচ্ছ কিঞ্চিৎ ক্লান্ত ভঙ্গিতে ঠেস দিয়ে দাঁড়াল তখন রেলিং এ। অপেক্ষায় থাকল কবে তার প্রেয়সী এসে দেখা দেয় তাকে। কারণ একটু আগেই কলে বলেছিল আসতে। স্বচ্ছ যখন এই রাতের আঁধারে মশার কামড় খেয়ে সময় কাটাঁতে নিল ঠিক তখনই মৃদু অন্ধকারে নারী অবয়বটি দেখে তার মুখে হাসি ফুটে। বুকে হাত গুঁজে দাঁড়িয়ে সে গুণগুণ স্বরে গেয়ে উঠে,
“ তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে…. ”
সুহা সামনে এসে দাঁড়ায়৷ স্বচ্ছকে বিড়বিড় স্বরে গান করতে দেখে ভ্রু কুঁচকায় সে। বলে,
“ কার জন্য গান গাইছেন একা দাঁড়িয়ে? ”
স্বচ্ছ হাসে না। বরং মুখচাহনি স্থির রেখে শান্তভঙ্গিতে বলে,

“ বউয়ের জন্য। ”
সুহা মুহুর্তেই কাটকাট স্বরে জবাব দিল,
“ বউ এখানে উপস্থিত ছিল না ।সুতারাং কার জন্য গান করছিলেন বলুন। ”
স্বচ্ছ হাসে এবারে। বুকে হাত গুঁজে দাঁড়িয়ে ভ্রু উঁচু করে সে৷ ঠোঁট বাঁকিয়ে বলে,
“ সন্দেহ করছো নাকি সুহাসিনী? ”
সুহা বিরক্তি নিয়ে শুধাল,
“ আপনি পুরোটাই গোলমেলে।আপনার ভালোবাসাও গোলমেলে। সন্দেহ করব না তো কি করব? ”
“ গোলমেলে?আমি গোলমেলে ঠিক আছে, আমার ভালোবাসা গোলমেলে এটা তুমি বলতে পারো না সুহাসিনী। ”
সুহা মাথা তুলে তাকায়৷ বলে,
“ বললে? ”
স্বচ্ছ গমগম স্বরে উত্তর দিল,
“ মেনে নিব না। ”
“ কি করবেন? ”
এবারেও উত্তর আসে,
“ যা ইচ্ছে! ”
সুহা ভ্রু উঁচু করে বলে,
“ এত শখ? ”

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

স্বচ্ছ সুহার হাত টেনে ধরে। কাছাকাছি এনে দাঁড় করিয়ে বলে,
“ আপাতত চুমু খাওয়ার শখ হয়েছে। ”
সুহা ফ্যালফ্যাল করে তাকায়। বাড়িভর্তি মানুষ তার। এমতাবস্থায় সে যে ছাদে এসে দেখা করল এটাই তো অনেক। কিন্তু চুমু খাওয়াটা বাড়াবাড়ি৷ কেউ এসে দেখে ফেললে কি লজ্জাজনক কাহিনী রটবে। সুহা তড়াৎ করে দু পা পিছিয়ে যায়। বলে,
“ সম্ভব নয়। দেখতে চেয়েছেন, দেখা হয়েছে, এবার সোজা সোজা বাড়ি চলে যান। ”
স্বচ্ছ এবার নিজেই এগোল। সুহার সামনে দাঁড়িয়ে কয়েক ইঞ্চি দূরত্ব বজায় রাখল। তারপর দুই হাতে মুখটা আগলে নিয়ে বলে,
“ আমি অতো সরল নই যে তোমার কথা মেনে নিব সুহাসিনী। ”
“ দাদাজান দেখলে কথা শুনাবে৷ ”

স্বচ্ছ দাঁতে দাঁত চাপে এবারে। বলে,
“ ঐ বুড়োর কথায় কি বউকে ভালো না বেসে থাকব নাকি? আশ্চর্য! ”
কথাটা বলেই ঠোঁট ছোঁয়াল সুহার কপালে। বিয়েবাড়ির ঝলমলে আলোর ছায়ায় কোথাও কোন আবছায়ায় এক পুরুষ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকল তারই প্রিয়তমা নারীটির দিকে। ভালোবাসার স্পর্শ দিল কপালে, নাকে, গালে এবং সর্বশেষ ঠোঁটে।

ছুটি রাত তিনটা অব্দি জেগে ছিল। ভেবেছিল আবির আসবে। যাওয়ার সময় একটা নতুন লাল টকটকে শাড়ি দেওয়া হয়েছিল তাকে। বলা হয়েছিল এটা পরতে। অথচ সেই শাড়িটা ছুটি কতোটা যত্ন নিয়েই না পরল। সময় দিয়ে চোখে কাজল, কানে গোলাপ গুঁজল। অতঃপর এতোটা সময় যাবৎ প্রিয় পুরুষের জন্য অপেক্ষা করার পরই তার মনে বিশাল অভিমান জমল। বুকের গহীনে ফের অবহেলার বিষাদ ব্যাথায় চিনচিন করল । চোখ টলমল করে। এই যে তার আবির ভাই যাওয়ার সময় এই ভালোবাসাটা দেখিয়ে গেল? যদি এতোটাই ভালোবাসত মেয়েটাকে এতক্ষন অপেক্ষা করাত না নিশ্চয়? ছুটি অবশেষে টলমলে আঁখিতে অশ্রু ছেড়ে দেয়। দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে আরো কিছুটা সময় পর।

অন্যদিকে আবির স্বচ্ছর সাথে অতদূর গিয়ে ফের এই শহরে ফিরতে ফিরতে তাদের অনেকটা দেরি হলো৷ বারবার ঘড়ি চ্যাক করছিল সে। সময় দেখছিল। নিশ্চয় ছুটি ঘুমিয়ে গিয়েছে?মন খারাপ করেছে কি ও?আবার অবহেলা করছে ভাবছে না তো মেয়েটা? আবির ছোটশ্বাস টানে। বন্ধুর হলুদ অনুষ্ঠানে নেচে গেয়ে এতদূর জার্নি করে ক্লান্ত শরীরে সে যখন বাসায় ফিরল তখন রাত বেশ। প্রায় সাড়ে তিনটে। বেচারা আবির পা টিপে টিপে যখন রুমে ডুকল তখনই সর্বপ্রথম চোখে পড়ল ঘুমন্ত ছুটির দিকে। লাল শাড়িতে এলোমেলো হওয়া ঘুমন্ত এক রমণী। যে রমণীটি এখন তার সব সুখের একমাত্র কারণ। হৃদস্পন্দের মালিক। আবির হাসে মেয়েটির দিকে তাকিয়ে। যাওয়ার সময় যা বলে গিয়েছিল তা পালন করতে না পারায় ফের দ্বিধায় ভুগল। অভিমান করে নি মেয়েটা? আবির দীর্ঘশ্বাস টানে। এতদূর থেকে এসেও ফ্রেশ না হয়ে এগোল ছুটির দিকে।বিছানায় ঘুমন্ত ছুটির দিকে কিছুটা ঝুঁকে কপালে চুমু এঁকে হাসে নিঃশব্দে। পরমুহুর্তেই ঘুমন্ত ছুটির মুখশ্রীটা খেয়াল করে মনোযোগ দিয়ে। চোখের কার্নিশ বেয়ে গালে পানির চিকন ধারা এর শুকনো চাপ!আবির ভ্রু কুঁচকায় সঙ্গে সঙ্গেই। ছুটি কেঁদেছে? কি কারণে? সে দেরি করল বলে? মুহুর্তেই এক আকাশ সমান অনুশোচনায় দগ্ধ হয় আবিরের হৃদয়। নিজের উপর রাগ জম্মে বিশাল পরিসরে। অতঃপর কপাল কুঁচকে নিয়ে কিছুটা সময় সে থম মেরেই বসে থাকে। শরীর ক্লান্ত, ঘুম প্রয়োজন। এদিকে যে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছেেসে মেয়েটা ঘুমে। ফের আবারো কিভাবে অভিমান মানাবে তাই নিয়েই ভাবল আবির। অতঃপর ক্লান্ত শরীরে ওভাবেই ঘামে ভেজা পাঞ্জাবিটা নিয়ে কোনরকম চেঞ্জ না করেই বউকে জড়িয়ে নিয়ে চোখ বুঝল সে। স্নিগ্ধ মুখশ্রীটায় আবারো কিয়ৎক্ষন চেয়ে থেকে কপালে চুমু দিয়ে ফিসফিস স্বরে শুধায়,

“ তুই আমার আস্ত এক সুখের ভান্ডার ছুটি। তুই আমার কত শত অনুভূতির মালিক তুই তা অনুমানও করতে পারবি না বোকাপাখি। এই এইটুকু একটা মেয়ে হয়ে কি করে আমায় এমন অনুভুতিতে বাঁধলি বল তো?”
যদিও ছুটির থেকে উত্তর এল না। কারণ ছুটি তো তখন ঘুমে ডুবে গিয়েছে।আবির হাসে। একদম আদুরে বাচ্চার ন্যায়ই ছুটিকে আগলে নিল নিজের বুকের মধ্যে খানে। যেন সদ্য জম্মানো এক ছোট বাচ্চা মেয়েকে সে কোলে তুলেছে। আগলে নিয়েছে উষ্ণ আবেশে।

স্বচ্ছ আর সুহার বিয়েতে যাওয়ার জন্যই তৈরি হলো ছুটি। নিজের অভিমানের কথা এইটুকুও প্রকাশ করা হয়নি তার আবির ভাই এর কাছে। ছুটি ছোটশ্বাস ফেলে। নিজেকে গোলাপি রংয়ের জামদানিতে আষ্ঠেপৃষ্ঠে নিয়ে গিয়ে দাঁড়াল আবিরের সামনে। হেসেই বলল,
“ আমরা সুহাদের বাড়িতে না যাব আবির ভাই? নাকি স্বচ্ছ ভাইদের বাড়িতে গিয়ে তারপর বরযাত্রী হিসেবে যাব? ”
আবির এতক্ষন হাতা গুঁটাতে গুঁটাতে ছুটির দিকে আড়চোখে তাকিয়ে পরখ করছিল। অসম্ভব মায়াবী মেয়েটাকে শাড়িতে আরেকটু বেশিই মায়াবী লাগে। চেয়ে থাকতে ইচ্ছে হয় একাধারে।আবির হাসে। হাতা গুঁটোতে গুটোতে বলে
“ তুই কোথায় যাবি? ”
ছুটি উচ্ছ্বাস নিয়েই বলে,
“ সুহাদের বাড়িতেই। কারণ ওইতো আমার বান্ধবী। ”
আবির এবারে ঘড়ি লাগাতে লাগাতে উত্তর করে,
“ আর স্বচ্ছ আমার বন্ধু। ”

ছুটি ছোটশ্বাস ফেলে। আবির এমনই কাটকাট স্বরে কথার জবাব দিচ্ছে যেন সে সুহাদের বাড়িতে যেতেই হবে এমন বায়না ধরেছে। সে তো কেবল বলেছে মাত্র। শুধাল,
“ আপনি যদি ওখানে নিয়ে যেতে চান সমস্যা নেই। এমনিতেও গন্তব্য তো সুহাদের বাড়িই!আপনি যেখানে নিয়ে যাবেন প্রথমে ওখানেই যাব। ”
আবির ভ্রু বাঁকায়। বলে,
” স্যাক্রিফাইস করছিস নাকি? ”
ছুটি হেসে বলে,
“ আপনাকে ভালোবাসি যেহেতু আপনার জন্য স্যাক্রিফাইস করাটা তো উচিত আমার।”
আবির মুখ কঠিন করেই তাকায়। এমন নয় যে সে রেগে আছে।তবে কাটকাট স্বরে কথা বলছে ছুটি তাকে তার অভিমানটুকু প্রকাশ করছে না বলেই। এই যে মনে মনে অভিযোগ পুষেও উপর দিয়ে ছুটি স্বাভাবিকতা দেখায় এটা আবিরের কাছে ছুটির একটা খারাপ গুণ বলেই মনে হলো। হতেই তো পারে সে নিজের অজান্তেই কোন ভুল করল, আর ছুটি সে কষ্ট আজীবন মনের মধ্যে চেপে রাখবে আর কষ্ট পাবে।যেমনটা আগেও হয়েছিল। জেদ ধরে অন্য এক ছেলেকে বিয়ে পর্যন্ত করে নিচ্ছিল এই মেয়ে। এটা কেমন অভ্যাস? এমনিতে তো বাকিসব নেচে নেচে প্রকাশ করে ফেলে শুধু অভিযোগ গুলোই জানায় না। আবির ছোটশ্বাস টানে। বলে,

“ কথায় কথায় ভালোবাসি বলে কি বুঝাস? আমার থেকে তুই বেশি ভালোবাসিস? ”
ছুটি হেসে উত্তর করে,
“ আপনি তো কোনকালে ভালোবাসি বলেনন না আবির ভাই। প্রথমবার যে ম্যাসেজে বলেছিলেন তাও আপনি নয় আপনার বন্ধু সাদাফ ভাই লিখেছিল। ”
আবির এবারে ছুটির দুই বাহু ধরে নিজের দিকে ঘুরায়। শান্তস্বরে বলে,
“ কেবল ভালোবাসি বললেই ভালোবাসা হয়? ”
ছুটি শুধায়,
“ আপনি রেগে যাচ্ছেন কেন? ”
আবির এই পর্যায়ে দাঁতে দাঁত চিবিয়ে বলে,
“ কারণ আমি খারাপ। তোকে অবহেলা করি। আমার জন্য তোকে কান্না করতে হয় প্রতিবার। ”
ছুটি ফ্যালফ্যাল করে তাকায়। কালকের কথা বুঝাল নাকি? ছুটি বলে,
“ তো? এখন কি দূরে সরে যাবেন খারাপ বলে?নাকি আমায় দূরে সরিয়ে দিবেন?”
আবির মুহুর্তেই দৃঢ় স্বরে জানাল,
” কক্ষনোই না! মরে গেলেও তোকে দূরে সরতে দিব না। ”
ছুটি হাসে। বলে,
“ আপনি বড্ড অস্পষ্ট আবির ভাই। ”
উত্তর আসে,
“ তুই বড়ই স্পষ্ট আমার কাছে।আমার ধারণা আমি তোর সবটুকুই চোখ বন্ধ রেখেই জানি।”

স্বচ্ছ আর সুহার বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে দুপুরেই।এখন রাত। অতঃপর স্বচ্ছর রুমে ফুলে ফুলে সজ্জিত খাটটায় সুহা নিশ্চুপ হয়ে বসে আছে এক সদ্য বিবাহিত রমণী হিসেবে। যার পরনে লাল শাড়ি, ভারী বিয়ের সাঁজ।সুহা এত সাঁজ তুলে নিবে কি নিবে না তা নিয়ে দ্বন্ধে ভুগতেই রুমে এল স্বচ্ছ। দরজা লাগিয়ে সুহার সামনে এসেই প্রথমে হাসে সে। সুহার মুখটা দেখে নিয়ে বাঁকা হেসে বলে,
“ অপেক্ষা করছিলে নাকি আমার জন্য? ”
সুহা মাথা তুলে তাকায়। কিছু বলার আগেই স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে ফের বলে উঠে,
“ সুহাসিনী? দ্বিতীয় বাসরের জন্য শুভকামনা। দোয়া করি তোমার জীবন স্বামীর ভালোবাসায় কানায় কানায় পূর্ণ হোক।”
সুহা ভেবেছিল স্বচ্ছ একটু ভালো কথা বলবে এসে। কিন্তু এসেই এই লোকের এমন কথা শুনে সরু চাহনিতে তাকায় সে। বলে,

“মাথায় কি কেবল বাসরই ঘুরে আপনার? ”
স্বচ্ছ খাটের এক কিনারায় বসে দাঁত কেলিয়ে বলে,
” আজ বাসর, অবশ্যই মাথায় কেবল বাসর আর তুমিই ঘুরবে তাই না? স্বাভাবিা বিষয় এটা। ”
সুহা মুহুর্তেই বিড়বিড় করে বলে উঠে,
“অস্বচ্ছ! ”
স্বচ্ছ ফের হাসে দাঁত কেলিয়ে। ঠোঁট বাকিয়ে বলে,
“ জ্বী, তোমারই তো অস্বচ্ছ সাহেব। তাই না?”
সুহা সরু চাহনিতে চেয়ে বলে,
“ হাসবেন না দাঁত কেলিয়ে। ভারী সাঁজে বসে আছি এতক্ষন যাবৎ আমি। ”
স্বচ্ছ এবারে হাসি হাসি মুখটা স্থির করে শান্ত চাহনিতে তাকায়। হেসে বলে,
“ ওকে, হাসলাম না। চেঞ্জ করে আসুন জনাবা। অপেক্ষায় থাকলাম। ”
সুহা ছোটশ্বাস ফেলে। আয়নার সামনে বসে নিজের এক এক করে পরা গহনা খুলতে খুলতে তাকায় স্বচ্ছর দিকে। মানুষটার নজরও তার দিকেই নিবদ্ধ। চোখে চোখ পড়তেই স্বচ্ছ চোখে হাসে। এগিয়ে এসে সুহার কানের দুলে হাত রেখে খুলে দিতে দিতে বলে,
“সুহাসিনী? অতঃপর বহু অপেক্ষার তোমাকে আমি বিয়ে বিয়ে অনুভূতি নিয়ে বউ হিসেবে পেলাম। আমার বোধহয় খুশি খুশি অনুভব হচ্ছে।”

“ বোধহয়?”
“ না, বোধহয় সত্যি সত্যিই খুশি খুশি অনুভব করছি। ”
সুহা হেসে ফেলে। বলে,
“ বউ হিসেবে অনেক আগেই তো পেয়েছিলেন কিন্তু তখন আপনার অনুভূতি ছিল না। ”
স্বচ্ছ মুখ গোল করে উত্তর করে,
” তারপর একটা মেয়ে আমার হৃদয়ের সমস্তটাতেই তার নামের অনুভূতি দিয়ে ভরিয়ে দিল। ”
সুহা হাসে। অতঃপর গহনা খুলে একটা সুতির শাড়ি নিয়ে নিয়ে পা বাড়াল ওয়াশরুমের দিকে। তারপর অনেকটা সময় নিয়ে সাঁজ ধুঁয়ে গোসল করল। সুতি শাড়িটা ওয়াশরুমে অনেক কষ্ট করেই পড়ল সে যার দরুণ নিচের দিকটা ভিজেও গেল একটু। সুহা বের হলো অনেকখানি সময় পর। বেরিয়ে দেখল স্বচ্ছ পাঞ্জাবি খুলে নিয়ে টিশার্ট আর টাউজার পরেছে। সুহাকে এগিয়ে আসতে দেখেই হাসে সে৷ এগিয়ে গিয়ে সুহার ভেজা চুলগুলো খুলে দিয়ে বলে,
“ কষ্ট করে শাড়ি ওয়াশরুমের পরার কি দরকার ছিল? এখানে পরলে হতো না? ”
সুহা উত্তর দিল,

“ হতো না। ”
“ কেন?”
“আপনি আছেন রুমে তাই। ”
স্বচ্ছ ভ্রু কুঁচকে বলে,
“ তো? ”
সুহার উত্তর,
“ আপনার সামনে নির্লজ্জ্বের মতো শরীর দেখিয়ে শাড়ি পরব? ”
স্বচ্ছ বুকে হাত গুঁজে। ভ্রু নাচিয়ে বলে,
“ তো একটু পর কি আমি রুমে থাকব না যখন তোমার শাড়ির ভাজ শাড়ির ভাজে থাকবে না?”
সুহার মুখ মুহুর্তেই লালাভ হয়ে উঠে যেন।উত্তর না দিতে পারায় স্বচ্ছ আবারও হেসে বলে,
“ একদিন আগেও তোমাকে নিজের সাথে আষ্ঠেপৃষ্ঠে নিয়ে এই রুমে ছিলাম কিন্তু। ভুলে গেলে সম্ভবত।”
সুহা এবারে বিড়বিড় স্বরে বলে,
“ নির্লজ্জ্!”
“ তোমার আমার প্রেমের সমরে লড়তে লড়তে নির্লজ্জ হয়েছি। ”
সুহা এবারেও উত্তর করে না। স্বচ্ছ হেসে সুহার মুখে দিকে চেয়ে কোলে তুলে নেয় আচমকায় মেয়েটাকে। আকস্মিক ঘটনায় বিস্মিত হয়ে স্বচ্ছর কাঁধ আঁকড়ে ধরে সুহা। স্বচ্ছ বলে,
“ তৈরি আমার সুহাসিনী?একান্ত আমার সুহাসিনী হতে, আবারও? ”

ফুলে সজ্জিত ঘরে নিজেকে আবিষ্কার করে ছুটি অবাক হয়। বিস্ময় নিয়ে এপাশ ওপাশ চাইতেই বিছানার উপর দৃশ্যমান হয় একটা ফুল আর একটা চিরকুট। ছুটি এই পর্যায়েও বিস্মিত হলো। দুই পা বাড়িয়ে যখন ফুলটা আর চিরকুটটা হাতে নিল তখন তার বুক ধুকপুক করছিল। অদ্ভুত অনুভূতি। রক্তকণিকা গুলো বয়ে চলেছে অদম্য গতিতে।অসহ্য অনুভূতি! ছুটি শুকনো ঢোক গিলে।কাঁপা হাতে চিরকুটটা মেলে ধরতেই চোখে পড়ে,
“ বোকাপাখি?
আমি বড্ড অপেক্ষা করাই তাই না? বড্ড অভিযোগ তোর? এই যে আমার অপেক্ষায় থেকে গোপনে অভিযোগ পুষে কান্না করে ঘুমিয়ে গেলি ? এই গুরুতর অপরাধটা করার জন্য নিশ্চয় আমার শাস্তি প্রাপ্য? কিন্তু তুই তো শাস্তি দিলি না। তাই এই দোষ থেকে রেহাই পেতে ভেবে নিলাম তোকে একটু ভালোবাসা যেতেই পারে। মুখে না বলি, স্পর্শ দিয়ে তো বুঝাতে পারি? তাই না?তোকে বরং একটু ভালোবাসার পরশ দিলামই। কি বলিস?”
ছুটির মুখে হাসির রেখা ফোটার সাথে সাথে অজানা এক অনুভূতিও খেলে যায়। সে মাত্রই রাতেন খাবার খেয়ে রুমে এসেছিল। কখন কবে ঘর সাজানো হলো টেরই পেল না যেন৷ পরনে তার সাদা রংয়ের কামিজ আর মাথায় ঘোমটা দেওয়া শুভ্র রংয়ের ওড়না৷ ছুটি এপাশ ওপাশ খুঁজেও আবিরকে না দেখতে পেয়ে বেলকনিতে গেল। দেখল নেই। ছুটি ছোটশ্বাস টানে। গিয়ে বিছানার সামনে দাঁড়াতেই চোখে পড়ে বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে লেখা।ছুটি বিড়বিড় স্বরর পড়ে,

“আবির আর তার বোকাপাখির পূর্ণতা! ”
ছুটি কিঞ্চিৎ হাসে। ঠিক তখনই কাঁধে কারোর হাতের স্পর্শ পায় সে৷ কিছু বলা বা করার আগেই মানুষটি পেছন থেকে জড়িয়ে নিল তাকে।কাঁধে মুখ রেখে বলে,
“ বোকাপাখি একান্তই আমার। জানা আছে তো? ”
ছুটি মাথা নাড়ায় উপর নিচ। যার অর্থ জানে সে। আবির হাসে। ফের বলে,
“ একান্ত আমার করেই চাইছি আপনাকে আজ।দিবেন?কিছু মুহুর্ত আপনার আমার একান্তই এই হিসেবে উপহার দিবেন আমাকে বোকাপাখি? ”
ছুটি এই পর্যায়ে শুকনো ঢোক গিলে। গলা দিয়ে স্বর বের হচ্ছে না যেন। আবির হাসে। ছুটিকে নিজের দিকে ফিরিয়ে কপালে কপাল ঠেকাল। দুই হাত ছুটির কোমড়ে রেখে চোখে চোখে হেসে বলে উঠে,
“ যদি চাস তো তোকে কিছু ভালোবাসা দিতে পারি কাছে টেনে। ভালোবাসা নিবি? ”
ছুটি বোধহয় রুমের চেহারা দেখেই আগাম বার্তা টের পেয়েছিল। এখন কথাটা শুনে আরো বুকের ভেতর হৃদস্পন্দর বেড়ে গেল। কাঁপা গলায় বলল,

“হ্ হু?”
আবির মুখ ফুলিয়ে শ্বাস টানে। বলে,
“ সোজা কথা, তুই আমার স্ত্রী। তোকে কেবল একটা মেয়ে হিসেবে নয় বরং স্ত্রী হিসেবে চাইছি এই মুহুর্তে। বুঝতে পারছিস? ”
ছুটি বুঝল ঠিকই। তবে না বুঝারই ভান তরে তাকিয়ে থাকল ফ্যালফ্যাল করে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কপাল চাপড়ায়। বলে,
“ বোকা মেয়ে বিয়ে করলে এই একটা জ্বালা।কিছু বুঝে না। ”
ছুটি এবারে মিনমিনে স্বরে বলে,
“ বুঝতে পেরেছি আবির ভাই। ”
আবির এবারে রেগে তাকাল। ছুটির দিকে চেয়ে বলল,
“ একটা ভালো মুড নিয়ে এসেছি ছুটির বাচ্চা ছুটি। ভাই বলে মুডটা নষ্ট করবি না প্লিজ।”
নরম কন্ঠে উত্তর এল,
“ আচ্ছা। ”

ছুটির সহজ সরল উত্তর আবিরের পছন্দ হলো না। বলল,
“ আমি কি চলে যাব? তুই কি প্রস্তুত নোস? ”
ছুটির হাত পা কাঁপছে বোধহয় তখন। কাঁপা কন্ঠে বলে,
” আ আমার বোধহয় শরীর কাঁপছে। ”
আবির স্থির দৃষ্টিতে চেয়ে বলে,
“শুধু এইটাই তো সমস্যা? ”
“হ্যাঁ।”
আবির শান্ত গলায় বলে,
“ তাহলে রেস্ট নে, ঠিক হয়ে যাবে। আমি বেলকনিতে আছি ততক্ষন। ”
“ আচ্ছা। ”

ছুটি ভাবল আবিরের মাথার ভূত নেমে গেছে। অথচ এবারে আবির অনেকটা দৃঢ় গলাতেই বলল,
“বেলকনি থেকে রুমে আসার পর আর কোন অযুহাত দিতে পারবি না। মাইন্ড ইট। ”
কথাটা বলেই বেলকনিতে গেল। স্থির বসে থাকল অনেকটা ক্ষন। ছুটি যে কেবল একাই নার্ভাস এমন নয়, আবির নিজেও ভেতরে ভেতরে নার্ভাস। প্রথম বার, প্রথমবার সে ছুটিকে স্পর্শ করার কথা ভাবছে।বলতে গেলে এই প্রথমই কোন মেয়েকে স্পর্শ করার কথা ভেবেছে তাও স্ত্রী হিসেবে। আবির কিয়ৎক্ষন স্থির থেকেই নিজেকে শান্ত করে। ফের রুমে এসে ছুটিকে চোখ বুঝে থাকতে দেখে গমগমে স্বরে বলে,
“ তোকে রেস্ট নিতে বলেছি। বেআক্কেলের মতো ঘুমোতে বলিনি আমি। ”
ছুটি মুহুর্তেই চোখ মেলে তাকায়। বলে,
“ আবির ভাই? আপনি যা মিন করছেন তা….”
আবির ঝুঁকে ছুটির মুখের উপর। পুরোটা বলতে না দিয়ে বলে,
“ তাতে তুই একমত তাই তো? ”

ছুটি এবারে উত্তর করতে পারে। কিছুটা ভয় চোখে খেলর। আবির তা দেখে বিরক্ত গলায় বলে,
“ এতকাল ভালোবেসেছিস। এখন কাছে আসাতে এমন করছিস যেন আমি তোকে মেরে ফেলব ছুটি। ওকে ফাইন। ঘুমা। আমি তোকে কখনোই জোর করব না এই বিষয়ে।”
কথাটা বলেই যখন উঠে যেতে নিবে ঠিক তখনই ছুটি কাঁপা স্বরে বলে উঠে,
“ আ্ আমি পারব সহ্য করতে। ”
আবির নাকোচ করে বলল,
“ তুই প্রস্তুত নোস। সময় হলে তোকে অবশ্যই স্ত্রী হিসেবে কাছে টানব৷ এখন ঘুমা বোকাপাখি।”
ছুটি আবিরের হাত ধরে যাতে আবির চলে না যায়। ভাবল মানুষটা কষ্ট পেয়েছে তার কান্ডে। বলে,
“ আপনার বোকাপাখি পারবে সামলাতে।”

প্রেমের সমর শেষ পর্ব 

আবির এবারে হাসে কিঞ্চিৎ। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছুটির ঠোঁটে বুলিয়ে নিয়ে বাঁকা হেসে বলে,
“ শিওর? সামলাতে পারবি আমায়? পরে আপসোস করবি না তো এটা বলার জন্য? ”
ছুটি চোখ বুঝে বলে,
“ যাকে ভালোবাসি তার হতে আমার কোন আপসোস নেই আবির ভাই। ভবিষ্যৎ এ ও হবে না। ”
আবির দূরত্ব কমাতে এগোয়। তার বোকাপাখিকে কাছে টেনে নিয়ে ফিসফিস স্বরে বলে,
“ ভাই শব্দটা আজকের পর যাতে আর না শুনি ওকে? মনে রাখবি কথাটা সবসময়। ”

সমাপ্ত