বাঁধনহারা প্রেম পর্ব ৫৩
shanta moni
“রোদ শুভ্রের কথা শুনে কিছু’টা দূরে সরে যায়। নাক মুখ সিটকে বলে উঠে..!
“অসভ্য লোক সব সময় আজে বাজে কাজ করার ধান্দা।
“শুভ্র ঠোঁট কামড়ে হাঁসে, রোদের হাত ধরে টেনে নিজের বুকের উপরে ফেলে।
আস্তে করে বলে…!
“তো ম্যাডাম কি বলতে চাইছিলেন আপনি?
‘রোদ শুভ্রের দিকে তাকায়, হাঁসার চেষ্টা করে আমতা আমতা করে বলে…!
“এই যে শোনেন না…!
“হুম ম্যাডাম শুনছি আমি! আপনি বলেন!
“রোদ চোখ বন্ধ করে বলে উঠে…!
“আমি নানু সবার সাথে গ্রামের বাড়িতে যেতে চাই! প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ প্লিজ..!
“কোথাও যাওয়া হবে না’ বউ!
“রোদ চোখ খুলে শুভ্রের দিকে তাকিয়ে বলে…!
“প্লিজ দিন না যেতে! সবাই তো যাবে!
আপনিও চলুন সবার সাথে অনেক মজা হবে।
“আমার কাজ আছে আমি যেতে পারবো না।
রোদ: তাহলে আমায় যেতে দিন।
শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে..!
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
“আর যাই হোক, আমি আমার বউকে কোথাও যেতে দিব না।
“রোদ চোখ মুখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে, কিছুক্ষণ সময় চুপ থাকে।
রোদ মাথা তুলে উঠে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে উঠে…!
“স্বামীজান তুমি এমন করো কেনো? প্লিজ যেতে দাও না। ও স্বামী
“শুভ্র রোদের এমন ভাবে কথা বলতে দেখে ফিক করে হেঁসে দেয়। রোদকে জড়িয়ে ধরে বলে উঠে..!
“মাইর খাবি?
রোদ: নাহ আমি মাইর খেতে চাই না। প্লিজ যেতে দিন না।
“শুভ্র পুনরায় রোদকে জড়িয়ে ধরে বলে উঠে…!
-“আমি তোমাকে যেতে দিলে, আমার লাভ কি? সেই তো আমাকে বউ ছাড়া রাতে একা একা ঘুমাতে হবে।
‘রোদ শুভ্রের কাছ থেকে সরে যেতে বলে..!
-“আপনি আসলেই একটা অসভ্য সব কিছুতে লাভ ক্ষতি খুঁজেন।
“শুভ্র হাসে, রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে..!
-“সবার বেলায় লাভ ক্ষতি খুঁজিনা বউ। সুধু তোমার বেলায়..!
“রোদ কটমট চোখে শুভ্রের দিকে তাকায়
শুভ্র হেঁসে রোদকে ঘুরিয়ে রোদকে বিছানার সাথে চেঁপে ধরে ফিসফিস করে বলে ..!
-“যেতে দিব তবে আমাকে তার বদলে অন্য কিছু দিতে হবে।
রোদ ভয়ে ঢোগ গিলে আমতা আমতা করে বলে…!
-“অন্য কিছু মানে..?
“শুভ্র রোদের নাকের সাথে নিজের নাক ঘষে ফিসফিস করে বলে…!
-“চলো না বউ, আমরা ইটিস পিটিস করি!
“রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে..!
“অসভ্য বাজে লোক! ছাড়ুন বলছি! সব সময় মাথায় বাজে মতলব নিয়ে ঘুরেন।
“শুভ্র রোদের কথায় ঠোঁট কামড়ে হাঁসে তারপর বলে..!
-“এতো সুন্দরী বউ থাকলে বাজে মতলব তো মাথায় সব সময় থাকবে বউ!
-রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে..!
-“সয়তান ছেড়ে দে আমায়! তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না।
“রোদের কথা শুনে শুভ্র শব্দ করে হেঁসে দেয়। তাঁরপর বলে…!
“আমার দেহ হলেই চলবে। মন পড়ে নিব।
রোদ কাঁদো কাঁদো হয়ে বলে..!
“প্লিজ আমার শরীর এমনিতেই খুব খারাপ ছেড়ে দিন আমায়।
শুভ্র রোদকে ছেড়ে রোদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে।
শুভ্র বুকে মাথা রাখাতে, রোদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রোদ শুভ্রের মাথা সরানোর চেষ্টা করে বলে…!
“প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে মাথা তুলুন।
শুভ্র রোদের কথা শুনে আরো শক্ত করে জাপ্টে ধরে রোদ। ঘুম জড়ানো কন্ঠে বলে উঠে..!
“বউ শান্তিতে আমাকে ঘুমাতে যাও। যদি ডিস্টার্ব করো তো, কালকে তোমার গ্রামের বাড়ি যাওয়া ক্যান্সেল।
রোদ সাথে সাথে শান্ত হয়ে যায়। তার মানে শুভ্র তাকে গ্রামের বাড়ি যেতে দিবে।
রোদ খুশিতে গদ গদ হয়ে বলে..!
-“সত্যি আপনি আমাকে যেতে দিবেন?
“হুম, তবে আর একটা কথা বললে তোমার যাওয়া ক্যান্সেল।
রোদ সাথে সাথে চুপ হয়ে যায়।
কিছু সময় যেতেই রোদও ঘুমের রাজ্যে তলিয়ে যায়।
“দুই দিন পর”
“গ্রামের বাড়ি চৌধুরী ভিলা..!
রাত ১২:০০ কি ১২:০০
বাঁধনহারা প্রেম পর্ব ৫২
ছাদে দাঁড়িয়ে আছে রোদ, আজ দুই দিন হলো, গ্রামের বাড়ি এসেছে রোদ। শুভ্র আসেনি, কি জানি কাজ আছে তার জন্য। দিনের সময় টা ভালো ভাবে কাটলেও রাতে অনেটাই একা একা লাগে, সবাই হয়তো গভীর ঘুমে, রোদ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। চারদিক টা কেমন গা জম জমে পরিবেশ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল, কিছুক্ষণ হলো, রোদ ছাদে এসেছে। ভয় ভয় লাগছে, কেনো জানি মনে হচ্ছে আসে পাশে কেউ আছে..! পিছন থেকে কিছুর শব্দ পেয়ে
পিছনে ঘুরে তাকায়, সামনে কোনো অবায়ক দেখে, চিৎকার করতে নেয়। এমন সময় মুখে রুমাল চেঁপে ধরে..!
১ মিনিটের মধ্যে ডলে পড়ে সামনে থাকা লোকটার বুকে, সামনে থাকা লোকটা বাঁকা হেঁসে কোলে তুলে নেয়..!
