মায়াবতীর ইচ্ছা পর্ব ৫০
ইশরাত জাহান
চারিদিকে তাজা ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়েছে।সরদার বাড়ি এখন আনন্দে মেতে উঠেছে।মিলিকে সাজিয়ে দিচ্ছে পার্লারের লোকজন।পাশে বসে আছে মিলির বান্ধবীরা।ভালোবাসার মানুষকে পেয়ে মিলির মুখে আনন্দের ছাপ স্পষ্ট।তারেককে নিয়ে ব্যাস্ত আছে পিয়াশ।মৌ এসেছে আজ।মায়ার সাথে বসে গল্প করছে এখন।ফোলানো পেটের উপর হাত রেখে খাটে হেলান দিয়ে শুয়ে আছে মৌ।মায়া ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে সাজাচ্ছে।কিছু একটা ভেবে মৌ বলে,”আচ্ছা আপু বীরের বাবা এতগুলো মাস পরে কেনো আসবে?বীর মারা যাওয়াতে আসেনি এটা সময়ের সাথে টিকিট পাবে না মানলাম।কিন্তু এর পরও তো কয়েকমাস গেলো।তাহলে আসেনি কেনো?”
মুখে ব্লাশ করতে করতে মায়া বলে,”নট শিওর।কিন্তু মিসেস সোনালীর ভাবগতি অন্যরকম।হতেও পারে আমাকে আর মন্ত্রী মশাইকে নিয়ে বীরের বাবা মায়ের কানে কুপরামর্শ দিলো।ওনার ছেলে যে আমার জন্যই আত্মহত্যা করেছে।”
“এটাই তো চিন্তা আমার।বুঝতে পারছি না ওনারা তোমাকে কোন নজরে দেখবে।”
“যে নজরেই দেখুক না কেনো এই মায়ার সাথে পারবে না।প্রতিটি পদক্ষেপে মায়া তার প্রতিপক্ষকে হার মানিয়ে দিবে।”
বলেই রহস্যের হাসি দিতে থাকে মায়া।মৌ নিজেও সামিল হয় মায়ার এই হাসির সাথে।
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
আস্তে আস্তে লোকজনের আগমন বৃদ্ধি পেতে থাকে।সরদার বাড়ির বড় হলরুম এখন বিয়ে বাড়ির রূপ নিয়েছে।সবাই এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে।মিলি ও তারেককে বসিয়ে রাখা হয়েছে তাদের স্টেজে।সবাই এসে কংগ্রেস করতে থাকে।মোহন সরদার বসে আছেন একটি চেয়ারে।তার পা অচল হয়ে আছে।সোনালী যখনই তারেক আর মিলির দিকে তাকায় তখনই ক্ষিপ্ত হয়।এই ছেলে এমনি তার পছন্দ না।এখন আবার তার মেয়ের সাথে জড়িয়েছে।ভাবতেই বিরক্ত লাগছে তার।আয়রা একটি স্লিভলেস হাতার লেহেঙ্গা পরেছে।ঠোঁটে বিয়ের আনন্দের হাসি ফুটিয়ে সিড়ি দিয়ে নামতে থাকে।উদ্দেশ্য মোহন সরদারের কাছে যাওয়া।নার্স হয়ে তো তার পেশেন্টের কাছেই যাবে।সোনালী সিড়ির দিকে তাকাতেই এই দৃশ্য দেখে আরও তেতে ওঠে।একবার আয়রা তো আরেকবার মোহন সরদারের দিকে তাকালো।মনে মনে বলে,”অচল হয়েও বুড়ো মেয়ে পটানো ছাড়লো না।এখনও যুবতী নার্স পায়।যত্তসব আদিক্ষেতা।”
আদ্র এসেছে আজ সরদার বাড়িতে।উদ্দেশ্য ছিলো মোহন সরদারকে দেখতে।সেই সূত্রে মিলির বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে থাকে আদ্র।বাড়ির ভিতরে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে আদ্র।আয়রার দিকে তাকাতেই আয়রা মুচকি হেসে চলে যায় মোহন সরদারের কাছে।নীল রঙের জর্জেট শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছে সিয়া।স্লিভলেস হাতা হওয়ায় সিয়ার কাধ স্পষ্ট বোঝা যাচ্ছে।এদিকে জর্জেট শাড়িতে পেটের কিছু অংশ দেখা যায়।এইসব কিছু চোখ এড়ায় না আদ্রর।আশেপাশে তাকিয়ে দেখতে পেলো দুই এক ছেলে মিলে সিয়াকে দেখছে।নিজের হাত মুঠ করে রাখে আদ্র।এদিক ওদিক দেখে সরে যায় সেখান থেকে।
একটি বাচ্চা এসে সিয়াকে বলে,”আপু তোমাকে একজন ডেকেছে।তোমার রুমে এখন সে।”
ভ্রু কুঁচকে এলো সিয়ার।বাচ্চাটিকে বলে,”আচ্ছা বাবু আমি যাচ্ছি।”
বলেই চলে যায় নিজের ঘরের দিকে।ঘরের ভিতর আসতেই পিছন থেকে খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ পায় সিয়া।পিছনে তাকিয়ে দেখে আদ্র দাড়িয়ে।সিয়া বলে ওঠে,”আপনি ডেকেছেন আমাকে?”
আদ্র কোনো কথা না বলে সিয়ার হাত ধরে দেওয়ালে চেপে ধরে।সিয়া ঘাবড়ে যায়।আদ্রর চোখ মুখে হিংস্রতা স্পষ্ট।এটা দেখে সিয়া তোতলাতে থাকে।ভয়তে ভয়তে বলে,”আ আপনি ঠিক আছেন তো?ভুলভাল কিছু খেয়েছেন কি?”
এক আঙ্গুল সিয়ার ঠোঁটের উপর রেখে কানের কাছে ফিসফিস করে আদ্র বলে,”হুশ।এসব কি ড্রেস পড়েছো তুমি?তোমার গোপনীয়তা বজায় রাখতে শেখো বলে দিলাম।নাহলে কিন্তু অবৈধ নজরে ছারখার হয়ে যাবে।”
“কিন্তু এটা তো ফ্যাশন।সব মেয়েরাই পরেছে আজ।আমি পরলে দোষ কোথায়?”
সিয়ার কথায় রাগ বাড়লো আদ্রর।সিয়ার দুই কাঁধ শক্ত করে ধরে।হালকা চোখ মুখ কুঁচকে আসে সিয়ার।আদ্র বলে ওঠে,”ফ্যাশন মানে নিজেকে উন্মুক্ত করে পরিবেশন করা না। আর সব মেয়েদের দিকে আমার চোখ যায় না যে আমি তাদেরটা দেখতে যাবো।আমার চোখ যার দিকে আমি তাকেই ঠিক রাখতে চাই।নিজেকে পরিপূর্ণ ঠিক করে তারপর বাইরে আসবে বলে দিলাম।নাহলে তোমার ভাইয়ের সামনে থেকে তুলে নিয়ে যাবো।ভালোবাসার মূল্য কিন্তু তোমার ভাইও দিতে জানে।আফটার অল সেও তার মায়াবতীকে কিডন্যাপ করেই বিয়ে করেছে।”
বলেই বেড় হয়ে যায় আদ্র।শেষের কথাগুলো শুনে খুশি হয় সিয়া।ঠোঁটের কোণায় হাসির রেখা দেখা দেয় তার।আদ্রর চোখ শুধু তার দিকে।এতেই তো স্পষ্ট যে আদ্র তাকে ভালোবাসে।
একসাথে মিলে সবাই আনন্দে মেতে উঠেছে।সিয়া শাড়ি পাল্টে এসেছে।এখন তাকে দেখে আদ্র আর কোনো রিয়েক্ট করেনি।বরং মিষ্টি এক হাসি উপহার দেয়।বিয়েতে নাচ গানের আয়োজন করা হয়েছে।কিছু কপোত কপোতী মিলে নাচতে থাকে স্টেজে।ওদের সাথে তাল মিলিয়ে আজ নাচ করছে মায়া ও রাজ।বেশ কিছুক্ষণ এভাবে চলতেই হঠাৎ গান বন্ধ হয়ে যায়।মিউজিক বক্সের দিকে তাকাতেই সবাই দেখে মালিনী সেখানে দাঁড়িয়ে আছে।গান বন্ধ করে দিয়েছে সে।তারপর খুশি হয়ে ছুটে যায় সদর দরজার দিকে।সবার চোখ এখন সেদিকে।সদর দরজা দিয়ে প্রবেশ করে রাজের মামা বিভান ও মামী রাজিয়া।মালিনী এসে জড়িয়ে ধরে তাদের।মিস্টার বিভান এসে হ্যান্ডশেক করে মাহমুদ সরদারের সাথে।রাজ নিজে এসে জড়িয়ে ধরে তার মামাকে।রাজকে ছেড়ে এবার তাদের চোখ যায় মায়ার দিকে।মায়া নিজেও তাকিয়ে আছে মিস্টার বিভানের দিকে।মৌ আতঙ্কে আছে।লোকসুম্মুখে কিছু বলে না বসে।আর মায়া নিজেও তো ছেড়ে দেওয়ার পাত্রী না।রকচটা হয়ে অঘটন না করলেই হয়।মিস্টার বিভান ও মিসেস রাজিয়া এসে দাড়ালো মায়ার সামনে।হালকা হেসে বিভান বলেন,”তুমি আমাদের রাজের বউ?”
বিভানের দিকে তাকিয়ে মায়া বলে,”জী আমি শাহমীর রাজের ওয়াইফ মেহেরুন জাহান মায়া।”
রাজিয়া এসে জড়িয়ে ধরে মায়াকে।মায়ার থুতনিতে হাত রেখে বলে,”তোমার রূপে আসলেই মায়া আছে।তাই তো এই মায়াবতী রূপে জ্বলে পুড়ে যায় হাজারো পুরুষ।”
মায়া খোঁচা দেওয়া কথাটি বুঝতে পারে।রাজিয়ার দিকে তাকিয়ে মায়া নির্লিপ্ত কণ্ঠে বলে,”পুরুষদের নজরদোষ থাকলে আমার রূপে আর কি আসে যায় বলুন।আমার রূপ তো আমি বানিয়ে আনিনি।”
কথাটি যে বীরের উদ্দেশে বলা এটা রাজিয়ার মস্তিষ্কে খুব ভালোভাবে সেট হয়ে যায়।মায়া রাজিয়াকে ভালোভাবে স্ক্রল করতে থাকে।হঠাৎ রাজিয়ার হাতের দিকে এসে চোখ আটকে যায়।রাজিয়ার বাম হাত উচু করে অনামিকা আঙ্গুলে তাকিয়ে বলে,”এই আংটিটা আপনার?”
রাজিয়া হালকা হেসে বলে,”উহু আমার না।তোমার শাশুড়ির।মালিনী আমাকে গিফট করেছে।আমার খুব ভালো লাগে তাই।বলতে পারো তোমার শাশুড়ির শখের আংটি আমি নিয়ে নেই।”
মায়া এবার কঠিন চোখে তাকালো মালিনীর দিকে।এই আংটি সেদিন শাহানা পারভীনের মাথায় আঘাত করার সময় দেখেছিলো মায়া।মায়ার হাত পা কাপছে।এখনই চুরির আঘাতে ভষ্ম করে দিতে মন চাইছে মালিনীকে।এমন এক নজর স্পষ্ট দেখা যায় মায়ার চোখে।রাজিয়া এটা দেখে বলে,”তোমার কি এই আংটি খুব পছন্দ হয়েছে?তোমাদের বিয়ে উপলক্ষে কিছু দিতে পারিনি।এটা নিতে পারো তুমি।”
মায়া এবার রাজিয়ার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে বলে,”সেকেন্ড হ্যান্ড জিনিস মায়া নেয় না।”
অপমান বোধ করলো রাজিয়া।মায়ার কথাতে পাত্তা না দিয়ে বিভান টেনে নিয়ে যায় রাজিয়াকে।অনুষ্ঠান শেষ করে মিলিকে নিয়ে বাসরে আনা হয়।তারেক ও মিলিকে রুমে রেখে সবাই চলে যায়।ঘোমটা দিয়ে বসে আছে মিলি।সিনেমায় দেখেছে নায়িকারা এভাবে থাকে নায়ক এসে ঘোমটা উঠিয়ে দিয়ে প্রশংসা করে।মিলিও চায় তারেক ওর সাথে এমনটা করুক।তাই ঘোমটা মুখে দিয়ে মিটমিট হাসতে থাকে সে।প্রিয় পুরুষের সাথে প্রথম প্রণয় হবে তার।কিন্তু মিলির আসাতে পানি ঢেলে তারেক খাটের এক কোনায় বসে পানি খেতে থাকে।মিলি কিছুটা রেগে যায়।নিজে থেকেই ঘোমটা উঠিয়ে তারেকের ঘাড় ধরে মিলির দিকে ঘুরিয়ে নিয়ে বলে,”সারাদিন কি এমন খেটেছো যে এখন পানি গিলতে হচ্ছে?”
মিলির এমন ঘাড় ঘোরানোর জন্য একটু ঘাবড়ে যায় তারেক।হঠাৎ কেউ পিছন থেকে অ্যাটাক করবে এটা যেনো ভাবনার বাইরে।তারেক বলে ওঠে,”পানিই তো খাচ্ছিলাম অন্য কোনো নারীর কাছে তো যাইনি যে এভাবে রিয়েক্ট করছো?”
“অন্য নারীর কাছে যাওয়া তো দূর অন্য নারীর দিকে তাকিয়ে দেখো চোখদুটো দিয়ে মার্বেল খেলতে থাকব।”
“বাসর রাতে কেউ স্বামীকে এভাবে ভয় দেখায়!”
“এই মিলি দেখায়।”
“জীবনে কোনো কাজ করে পাপ করছি কি না জানি না বিয়ে করে মস্ত বড় পাপ করছি।”
হালকা ঢোক গিলে বলে তারেক।মিলি রেগে বোম হয়ে আছে।তারেকের কলার চেপে ধরে বলে,”তোমার এই পাপকে পূণ্য করব আমি।”
“কিভাবে?”
“তোমার বাবুর আম্মু হয়ে।”
“এত তাড়াতাড়ি বাবু?”
“হ্যাঁ,এত তাড়াতাড়ি বাবু।”
“তোমরা ভাই বোন এত বাবু বাবু করো কেনো বলো তো?একজন জনসম্মুখে বাবু বাবু করে তো আরেকজন বাসরের শুরুতেই বাবু বাবু করে।”
“তোমরা বাবু দিতে দেরি করো কেনো বলো তো?ভাইকে যদি ভাবী একটা বাবু দিতো ভাই কি বাবুর জন্য ভিক্ষা করতো?আমাকে একটা বাবু দেও আমিও ভিক্ষা করব না তোমার কাছে।”
“লুচ্চা ভাইয়ের লুচ্চা বোন যাকে বলে।”
“অদ্ভুত তো বাসর ঘরে বরের কাছে বাবু চেয়েছি এটা নাকি লুচ্চামি।বলি আমি কি পর পুরুষের কাছে বাবুর কথা বলব?”
“শোনো মেয়ে এভাবে বাবু বাবু করতে নেই।এটা সময় হলে আসবে।মেয়ে হয়ে জন্মেছো একটু লজ্জা পাও। লজ্জাই নারীর ভূষণ।”
মিলি এবার চোখ বড় বড় করে বলে,”গত দশ মিনিট ধরে ঘোমটা দিয়ে লজ্জা পাওয়ার অভিনয় করেছি।লাভের লাভ কিছুই হয়নি।বাসরে কই ভাবলাম স্বামী এসে আমার ঘোমটা উঠিয়ে আমার রূপ নিয়ে প্রশংসা করবে।কিন্তু না তা আর হলো কোথায়?”
মিলির গালে এক আঙ্গুল ছুঁয়ে ওই আঙুল মিলির মুখের সামনে নিলো তারেক।মিলিকে দেখিয়ে বলে,”এই দেখো মেকআপের কিছু অংশ আমার আঙ্গুলেই আছে।এই আর্টিফিশিয়াল রূপের আবার প্রশংসা চাও তুমি।মুখ ধুয়ে আসো আগে দেখি মেকআপের আড়ালে সুন্দরী আছে নাকি পেত্নী।”
অপমান গায়ে লাগলো মিলির।ঠোঁট উচু করে রাগ দেখালো তারেককে।ড্রেসিং টেবিল থেকে মেকআপ বক্স এনে তারেকের মুখে মাখতে থাকে।একটি লাল টুকটুকে লিপস্টিক দিয়ে তারেকের ঠোঁটের পাশে লাগিয়ে দেয়।কাজল এনে তারেকের কপালে লাগিয়ে দেয়।তারেক হাত ধরে আটকানোর চেষ্টা করছে।যার কারণে লিপস্টিক কাজল তারেকের মুখের চারপাশে লেগে যায়।সোনালী এসেছে মিলির রুমের সামনে।দরজা ধাক্কাতে থাকে সে।তার উদ্দেশ্য মিলিকে এখান থেকে নিয়ে যাবে।মিলিকে তারেকের মতো কালো ও গরীব ছেলের সাথে সে মেনে নিতে পারছে না।গরীব তার উপর আবার মায়ার এসিস্ট্যান্ট।মায়াকে অপছন্দ হওয়ায় এখন তারেককে অসহ্য লাগতে শুরু হয়।তারেকের কাছ থেকে দূরে রেখে মিলিকে কিছু কু মন্ত্রণা দিয়ে মিলি ও তারেককে ডিভোর্স দিয়ে দিবে।এমন চিন্তা ধারা জাগরণ করেছে সোনালীর মনে।দরজা ধাক্কানোর শব্দে মিলি ও তারেক অবাক হয়ে তাকালো দরজার দিকে।তারেক এবার নিজে মুখ ফুটে বলে,”বাসরে কোন বিবেকহীন বান্দা এসে দরজা ধাক্কায়!”
মিলি অবাক হলো তারেকের কথায়।বত্রিশ পাটি বেড় করে তারেককে দেখতে থাকে।মজা করে বলে,”দুষ্টু বর।”
বলেই দরজা খুলে দেয় মিলি।সোনালীকে দেখে চোখ ছোট ছোট করে মিলি।তারেকের সাথে মেকআপ নিয়ে মারামারি করার ফলে মিলির লেহেঙ্গা একটু এদিক ওদিক হয়ে আছে।চুলগুলো উস্কো খুস্কো দেখা যাচ্ছে।সোনালীর হৃদপিণ্ডে যেনো মোচড় খেলো।দরজা ধাক্কানোর শব্দ সিয়া ও রাজের ঘর অব্দি এসেছে।রুদ্রের ঘরে পিয়াশ ও মৌ ছিলো।সেই ঘরেও শব্দ আসে।মিলি দরজা খুলছিলো না বলেই জোরে দরজা ধাক্কায় সোনালী।মায়া রাজ সিয়া ও পিয়াশ এসে দাড়ালো সেখানে।সবাইকে দেখে মিলি এবার ভিতরে ঢুকে লেহেঙ্গা ঠিক করে। লজ্জা পেয়ে পিয়াশ ভিতরে ঢুকে যায়।মৌ জিজ্ঞাসা করে,”কি হয়েছে?”
পিয়াশ খাটের উপর বসে বলে,”স্যার যে কেনো লাগামহীন এটা আমি এখন বুঝলাম।”
“কেনো কি হয়েছে?”
“এই বাড়ির বয়স্ক লোকেরাই তো বিবেকহীন। বাসর ঘরে কেউ এভাবে দরজা ধাক্কায়?তাও মা হয়ে!”
মৌ হা হয়ে যায়।বলে ওঠে,”কি বলো!মিলি ও তারেকের ঘরে দরজা ধাক্কানো হচ্ছিলো?”
“হ্যাঁ,কোন মা পারে এমন করতে?বাসরে মেয়ের মা এসে দরজা ধাক্কাচ্ছে।ছিঃ কি লজ্জা।”
হেসে দেয় মৌ।পিয়াশ লাইট অফ করে দেয়।শাশুড়িকে দেখে কিছুক্ষণ হা হয়ে ছিলো তারেক।মায়া হালকা হেসে বলে,”মেয়ের বাসরে শাশুড়ি কি করে?মেয়েকে মিস করছিলেন নাকি জামাইকে নাকি পুরো বাসরের সিনটাকে?”
মায়ার এমন কথা শুনে রেগে গেলো সোনালী।মিলির হাত ধরে বলে,”অনেক হয়েছে আমার আড়ালে প্রেম বিয়ে।এখন আমি যেটা বলব সেটাই করবে।চলো আমার সাথে আমার ঘরে।”
মিলিকে নিয়ে দুই পা এগোতেই মিলির আরেক হাত খোপ করে ধরে তারেক।সোনালী বাধা অনুভব করল।ঘুরে তাকিয়ে দেখলো তারেক মিলির হাত ধরে দাড়িয়ে আছে।সোনালীর দিকে তাকিয়ে আলতো হেসে তারেক বলে,”একটু ভুল বললেন শাশুড়ি মা।”
তারেকের মুখে শাশুড়ি মা যেনো বিষের মতো লাগলো সোনালীর কাছে।চোখ রাঙিয়ে তাকালো তারেকের দিকে।তারেক আবার বলে,”বিয়ে করলেও প্রেম এখনও হয়নি।আপনার মেয়ে শুরু করেছিলো কিন্তু আমি শেষ করিনি,শাশুড়ি মা।”
মিলি খুশি হয়ে তাকালো তারেকের দিকে।তারেকের মুখের দিকে তাকিয়ে রাজ বলে,”কিন্তু তোমার মুখের মেকআপ দেখে তো মনে হচ্ছে আমি মন্ত্রী হয়ে যা এতগুলো মাসে সফল করতে পারিনি তুমি তা এক রাতেই সফল করেছো।বাবা না হই মামা হওয়ার মতো নিউজ শীঘ্রই পাবো।”
সিয়া দৌড়ে চলে যায় ঘরে।এদের কান্ড দেখে লজ্জা লাগছে তার।মায়া চোখ গরম করে তাকালো রাজের দিকে।বলে ওঠে,”লাগামহীন মন্ত্রী মশাই।”
তারপর সোনালীর কাছে এসে সোনালীর থেকে মিলির হাত ছাড়িয়ে বলে,”মাঝরাতে স্বামী স্ত্রীর ঘরে এসে বিরক্ত করা আর তার সাথে অন্যদের ঘুমের সমস্যা তৈরি করার জন্য কিন্তু আপনাকে শাস্তি দিতে পারি।ভুলে যাবেন না আমি কিন্তু কথা কম বলি কাজে করিয়ে দেখিয়ে দেই।তাই ভালোয় ভালোয় নিজের বিবেকবোধ ফিরিয়ে আনুন।অন্যের সংসার ভাঙার মতো কাজ করেছেন এখন মেয়ের সংসার ভাঙবেন না।অন্তত এটা মানুন যে এখন যার সংসার ভাঙতে এসেছেন সে আপনার মেয়ে।”
“আমার মেয়ের সাথে আমি কি করব এটা তোমাকে বলব?আমি ওকে নিয়ে এখান থেকে যাবো।তোমাদের আশকারা পেয়ে এই বিয়ে করেছে এখন আমি ওকে নিয়ে যাবো।দেখবে ওর ঘোর কাটলে কালকেই নিজে থেকে ও এই ছেলেকে তালাক দিবে।”
সোনালীর চোখের দিকে কঠিন দৃষ্টি দিয়ে মায়া বলে,”কি এমন ঘোল খাওয়াবেন মেয়েকে?যেটা অন্যদের খাওয়ান!”
ঘাবড়ে গেলো সোনালী।মায়ার চোখে স্পষ্ট দেখতে পায় তাকে নিয়ে রহস্য জনক কিছু।মায়া কি তাকে নিয়ে কিছু জানে।ভাবতে থাকে সোনালী।মায়া হালকা হেসে সোনালীর কানের কাছে এসে বলে,”আপনার ওসব দুই নাম্বারী কাজের দিন শেষ এবার এই মায়ার দিন শুরু।আস্তে আস্তে সব হারাবেন।এখন চুপচাপ মেয়েকে জামাইয়ের সাথে থাকতে দিন।নাহলে পুরো পরিবারের সামনে আপনার গোপন ব্যাবসা আমি ফাঁস করে দিবো।যেটা জানলে মন্ত্রী মশাই আপনাকেও..”
আর কিছু বলতে পারলো না মায়া।সোনালী নিজে থেকেই হাঁটতে থাকে।চলে যায় নিজের ঘরের দিকে।মায়া দেখলো সোনালীর যাওয়া তারপর তারেকের দিকে তাকিয়ে ইশারা করে।তারেক চোখ দিয়ে আশ্বাস দেয় মায়াকে।রাজ এসে মায়াকে বলে,”তাহলে চলো মায়াবতী।নাকি এখন বস হয়ে অ্যাসিসট্যান্ট এর বাসর লাইভ দেখবে?”
ফিক করে হেসে দেয় মিলি।তারেক ভিতরে চলে যায়।মায়া চোখ কটমট করে তাকায় রাজের দিকে তারপর চলে যায় ঘরের ভিতর।রাজ ওদের গুড নাইট জানিয়ে চলে আসে।
মায়াবতীর ইচ্ছা পর্ব ৪৯
নিজের ঘরে এসে হাতে হাত মুষ্ঠিবদ্ধ করে রাগ নিবারণ করছে সোনালী।মায়ার কথাতে স্পষ্ট যে মায়া তার গোপন ব্যাবসা সম্পর্কে জানে।তারমানে তাকে এখন সবকিছু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে।