যাতনা আমার পর্ব ৩০

যাতনা আমার পর্ব ৩০
সানজিদা ইসলাম সূচনা

নাভান ফাহাদের অফিসে এসেছে প্রায় ঘন্টা সময় ধরে। সে ফাহাদ আর জায়ান থমথমে মুখ নিয়ে বসে আছে। নাভান বেস কিছুটা রেগেই রয়েছে। ফাহাদ বড়ো একটা নিঃশ্বাস ফেলে সামনে রাখা লেপটপে চোখ স্থির করে নাভানের উদ্দেশ্যে বলে ওঠে,
-” কি করতে চাস এখন? ”
-” আর কি? অদিতি কে সাত টুকরো করতে না পারলে আমার মাথা ঠান্ডা হবে না। ”
রাগে ক্ষোভে হুংকার ছেড়ে বলে ওঠে নাভান। জায়ান আর আর ফাহাদ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। সুন্দর মায়াময় পুরুষালি মুখটা কতোরাত না ঘুমিয়ে কাটিয়েছে, তার নিরব সম্মতি প্রকাশ করছে৷ সবসময়কার মতো পারফেক্ট হ্যান্ডসাম নাভান শাহরিয়ারের আজকাল দেখা পাওয়া দুষ্কর হয়ে গেছে। জায়ান এবার শান্ত গলায় জিজ্ঞেস করে,

-” ওকে কই পাবে তুমি? সে গভীর জলের মাছ। ধরতে পেলেও হাড়িয়ে ফেলবে। এখন বলো ওর ডিমান্ড কি? ”
নাভান জায়ানের পানে হতাশ দৃষ্টিতে তাকিয়ে সকালের ঘটে যাওয়া ঘটনায় ফিরে যায়। নাভান সারা রাত জেগে প্রায় ভোরের দিকে চোখ লাগিয়ে ছিলো মাত্র। তখনই ফোন কলে তার ঘুমের ভাটা পড়ে। আনোন নাম্বার দেখে নাভান। ফোন রিসিভ করতেই এক পরিচিত মেয়ের কন্ঠে তার ঘুম পুরোপুরি উবে যায়। অনেকটা তিরিক্ষি মেজাজ নিয়েই ফোনের অপরপ্রান্তে থাকা অদিতিকে প্রশ্ন করে নাভান।
-” কি চাই তোমার? আমাকে ফোন দেওয়ার সাহস কই পেলে? ”
ফোনের অপরপ্রান্তে অদিতি হাসলো কিঞ্চিৎ পরিমাণ। ঠোঁট বাকিয়ে আলতো স্বরে বলে উঠে,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

-” তোমাকে ফোন দিতে হলে সাহসের দরকার আছে কি? মনে নেই, কতো রাত দুজনে ফোনকলে কাটিয়েছি? আচ্ছা বাদ দাও সেই কথা। আগে তোমার হোয়াটসঅ্যাপ টা চেক করো তোমার জন্য সারপ্রাইজ আছে। ”
নাভান অদিতির কথায় বিরক্ত হয় অনেকটা। তারপরও হোয়াটসঅ্যাপ চেক করতেই চোখ কপালে উঠে যায় নাভানের। মেজাজ ঠিক আগের মতো করেই, দাতে দাত পিষে বলে ওঠে,
-” তাহলে নিধির সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে তোর হাত ছিলো? আর এখন এই ভিডিও লিংক দিয়ে কি করতে চাইছিস বল? সত্যি বলছি অদিতি তোকে যদি এখন সামনে পেতাম, হাজার টুকরো হয়ে যেতি। ”
অদিতি কথাটা শুনে মৃদু হেসে বলে উঠে,

-” আমি তো মোটেও এমন করতে চাইনি নাভান। তুমিই বাধ্য করেছো। এক সপ্তাহের সময় দিলাম তোমাকে। কানাডায় ফিরে আমাকে বিয়ে করো। না হলে তোমার বোনের এই রেপের ভিডিও, আমি পুরো দেশ কে দেখিয়ে দেবো। ”
-” ব্লাডি বিচ! তোকে আমি এর আগেই নিজ হাতে খুন করবো। আমার বাচ্চা বোনটাকে এর মধ্যে এনে ভালো করিসনি তুই। ”

নাভান প্রায় চিৎকার দিয়ে বলে। অদিতির কোনো হেলদোল তাতে দেখা যায় না। সে আবারো শান্ত গলায় বলে ওঠে,
-” আমারো না তোমার ওই নিব্বি বোন কে আমাদের মধ্যে টানতে ভালো লাগেনি। প্রথমে টার্গেট ইনায়ার দিকে ছিলো। শালি নেতা জোগাড় করে আমার বাবা-মাকে অপদস্ত করছে। পরে ভাবলাম আগে তোমার সাথে বোঝাপড়া করে নেই। কি বলতো, ইনায়ার সাথে তো তোমার কিছুই ছিলোনা। কিন্তু আজকাল তার প্রতি বেশিই ভাব দেখাচ্ছো? পড়ে যে তোমার ওই বাচ্চা বোনের মতো বাচ্চা বউটারও যে এমন হাল হবেনা। তার গ্যারান্টি আমি দিতে পারবোনা। ”

কথাটা বলেই অদিতি ফোনটা কেটে দেয়। নাভান রাগে দিশেহারা হয়ে যায়। তার ভুলের মাশুল নিধিকে দিতে হচ্ছে এই ভেবেই নাভানের বুকটা কেঁপে ওঠে। প্রচুর চিৎকার করে কাঁদতে মন চাইছিল তার। সবশেষে নাভান ফাহাদের কাছে এসে সবটা জানায়। ঘরের সবাই জানলে এখন আরো টেনশন করবে। বিশেষ করে নিধি। সবটা শুনে জায়ান বাঁকা হাসে। বাকি দুজনের দিকে তাকিয়ে সরু কন্ঠে বলে উঠে,
-” অদিতি বাংলাদেশেই আছে। ”

জায়ানের কথায় ফাহাদ আর নাভান আশ্চর্য দৃষ্টিতে তাকায়। জায়ান নাভান কে বলে সকালের নাম্বারটা বের করতে যেটা দিয়ে অদিতি তাকে কল করেছিল। নাভান কল লগে গিয়ে নাম্বার টা দেখতেই অবাক হলো। এগারো ডিজিটের বাংলাদেশের নাম্বার। ফাহাদ জায়ানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে,
-” তোর কি মনে হয়? এই নাম্বারের মাধ্যমে ওকে ধরা এতো সহজ হবে। আমার মনে হয় না। সে খুব চতুর। ”
-” কিন্তু অদিতি যে বললো, আমাকে কানাডায় ফিরে বিয়ে করতে। সেটা? ”
-” হয়তো সেটাও ওর চাল। ”

নাভানের কথায় উত্তর দেয় জায়ান। মাথার মধ্যে কিছুই ঢুকছে না তাদের। কিভাবে কি করবে? তাদের এই ভাবনার মধ্যেই সেখানে হাজির হয় ফাহাদের দলের এক ছেলে। সে জানায় সোহানা মির্জা তার সাথে দেখা করতে এসেছেন। হঠাৎ করে সোহানার এহেন আগমনে তাদের তিনজনের মন একটু অবাক হয়। কারণ ছাড়া সোহানা ফাহাদের অফিসে কেনো আসবে? ফাহাদ তার কেবিনে সোহানা মির্জাকে নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে সেখানে গম্ভীর মুখে ঢুকে সোহানা। নাভান কে এখানে দেখে একটু অবাক হন। তার পরেও মুখে গম্ভীরতা বজায় রেখে তাদের সামনে এগিয়ে যায়। ফাহাদ দাঁড়িয়ে হাসি মুখে বলে ওঠে,

-” আন্টি আপনি হঠাৎ এখানে? কোনো সমস্যা? ”
সোহানা সে কথার কোনো উত্তর না দিয়ে নাভানের দিকে ফিরে ঠান্ডা কন্ঠে জিজ্ঞেস করে,
-” তুমি এখানে কখন আসলে? সারাদিন তো কোনো খোঁজ পাওয়া যায়না। দেবদাস বনে গেছো? ”
নাভান মায়ের এমন হঠাং কথায় চমকালো কিছু। তারপরও বলল,
-” আসলে, নিধির বিষয় টা নিয়ে কথা বলছিলাম। ”
-” সেটার জন্য বাড়ির লোকজন আছে নাভান। ”

কথাটা বলে সোহানা মির্জা ফাহাদের দিকে তাকিয়ে আবারো শান্ত গলায় বলে ওঠে,
-” তোমার সাথে আমার কিছু কথা ছিলো ফাহাদ। আর তোমার সাথেও জায়ান। ”
ফাহাদ মাথা নেড়ে সম্মতি জানায়। সোহান মির্জা ফাহাদের পাশের চেয়ারে বসে পরলেন। জায়ান আর ফাহাদ একে অপের দিকে দৃষ্টি বদল করে সোহানা মির্জার দিকে তাকালো। সোহানা খানিকক্ষণ চুপ থেকে দুজনের দিকে তাকিয়ে বলতে শুরু করেন।

– ” তোমারা দুজনেই আমার মেয়ের জন্য অনেক করেছো। আসলেই এমন বিপদের সময় তোমাদের কাছে পেয়ে আমি খুশিই হয়েছিলাম। কিন্তু আমি এখন চাই না তোমরা আর নিধির বিষয়ে ইনভলভ হও। ”
সোহানার কথায় তারা তিনজনের ভ্রু কুঁচকে যায়। ফাহাদ কিছু বলবে তার আগেই জায়ান জিজ্ঞেস করে উঠে,
-” আমারা কি কোনো ভুল করেছি আন্টি? আমার জানা মতে তো নয়। ”
জায়ানের কথায় হাসলো সোহানা। তিনি মলিন কন্ঠে বলে উঠেন,

-” ভুল নেই কোনো। শুধু একটা বাদে। নিধির এই বিপদে তোমরা পাশে থেকেছো, এর চেয়ে পাওয়া আমার কাছে আর কিছুই নেই। কিন্তু ফাহাদ? নিধি কে বিয়ে কেনো করতে চাইছো তুমি? আমার মেয়েকে দয়া দেখিয়ে? ”
রুমের একজন বাদে বাকি তিনজন অবাক হয়ে যায এমন কথায়। জায়ান আর ফাহাদ দৃষ্টি মেলায়। তাদের মনে বাজে একটা কথা। বাবা-মা কি কিছু বলেছে? তা নাহলে তো সোহানার এখন কিছু জানার কথা না। নাভানও বিস্ময় হলো। ফাহাদ নিধিকে পছন্দ করে সে এটা জানতো। কিন্তু বিয়ের কথা কি করে বললো?
-” বাবা-মা কি আপনাকে কিছু বলেছে আন্টি? ”
জায়ানের কথায় সোহানা মির্জা গম্ভীর গলায় বলে,

-” তারা আমাকে কিছু বলেনি জায়ান। কিন্তু কি বলতো, তারা আমাকে সত্যিটা দেখিয়েছে। ফাহাদ তোমার নিধির বিপদে পাশে থাকা অবধি ঠিক ছিলো। কিন্তু, দয়া করে বিয়ে করতে চাওয়াটা না। লোকে কি বলবে? সমাজ কি বলবে? আমরা যাই বলি। আমার মেয়ের জীবনে একটা ঘটনা ঘটে গেছে। সেটা মুছা যাবেনা কখনো। আমি যানি, নিধি কে এখন সমাজের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। সেটা ওর একার হোক। কারো সিমপ্যাথি ওর জন্য দরকার নয় এখন। সে নিজেই নিজেকে গড়ে তুলুক। তোমার হঠাৎ আগমন সে তার জীবনকে আরো গুটিয়ে দিতে পারে। তোমার বাবা-মায়ের সাথে আমি একমত। কে চাইবে এমন মেয়েকে মেনে নিতে? যে একটা রেপিড গার্ল। বাবা-মা সবারই সব সময় ভালো চায়। তোমাদেরও একটা সোসাইটি আছে। সেখানে যে আমার মেয়ের নামে গুঞ্জন আসবে না, তা তো নয়। সবটা ভেবে চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হয়। আমি চাই না নিধি কারো কোনো পরিবারে নিত্য নতুন কটাক্ষ শুনুক। এরচেয়ে ওর সারাজীবন একা থাকাটাকেই আমি সাপোর্ট করবো।

তাই তোমার কাছে রিকোয়েস্ট ফাহাদ। এই বিষয় টা এখানেই আজকে মেষ করে দিবে। যাতে পরবর্তীতে এই কথা নিধির কানে না যায়। আর একটা কথা, তোমার জন্য যাতে তিথি আর ইশানের বিয়ের যেন কোনো সমস্যা না হয়ে যায়। ”

কথা গুলো একদমে বলে থামলেন সোহানা মির্জা। জায়ান এক ধ্যানে তাকিয়ে আছে ফাহাদের দিকে। যার চোখমুখ এখন অত্যাধিক পরিমাণের লাল হয়ে আছে। সবসময় মজা খুনসুটিতে মেতে থাকা মেয়র ফাহাদ করিমের ভেতরটা শুধু একমাত্র জায়ান করিম ভালো চেনে। সে জানে, সবসময় চুপচাপ থেকে হঠাৎ রাগলে ফাহাদ কি পরিমাণের কান্ড ঘটাতে পারে। সোহানা বসা থেকে উঠে ফাহাদের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ওঠে,
-” আমি জানি ফাহাদ তুমি খুব বুঝদার। বিষয়টা ভালো ভাবে বুঝে নাও। বাবা মায়ের দিকটাও ভেবে দেখবে। আর নিধির নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমরা ওর পাশে আছি, ওর পরিবার। যাদের এখন নিধির পাশে থাকা সবার চাইতেও এগিয়ে। ”

কথাগুলো বলে সোহানা মির্জা দরজার দিকে এগিয়ে যায়। নাভানও মায়ের পেছন ছুটে। জায়ান ফাহাদের হাত ধরতেই ফাহাদ রক্ত চোখে তার দিকে তাকালো। রাজনীতি তে ঢুকে কিছুতে ভয় না পাওয়া জায়ান করিম, তার ভাইয়ের এই বিশাল বড়ো রাগটাকে ভিষন ভয় পায়। ফাহাদ জায়ানের হাতটা ছাড়িয়ে সোহানা মির্জা কে পিছন থেকে ডেকে উঠে। সোহানা থামলেও পিছু ফেরে না। ফাহাদ নাভান আর জায়ান কে ডিঙিয়ে সোহানার সামনে এসে মুচকি হেসে বলে উঠে,

-” বিষয় টা কি আন্টি, জনেন তো? আমি নিধি কে ভা-লো-বা-সি। শুনলেন তো ভালোবাসি। চৌত্রিশ বছরের টাইমপাসের জীবনে, এই প্রথম আসল ভালোবাসা খুজে পেয়েছি। তাই আপনারা? নিধি, বাবা-মা আর বাকি সবাই। চাইলেও নিধি আমার হবে আর না চাইলেও। কারণ ওকে আমি আজকালের মধ্যেই তুলে নিয়ে বিয়ে করবো। দেখি কে আটকায় আমাকে। ”

এমন বিস্ফোরণ কথা গুলো বলে ফাহাদ রেগে রণমুর্তি ধারন করে পার্টি অফিস থেকে বেড়িয়ে পড়ে। সোহানা ফাহাদের এমন হঠাৎ রিয়াকশন দেখে অবাক হলো বটে। শুধু হয়নি নাভান। সে ফাহাদের এমন রাগের তোপে পড়েছে বহুবার। জায়ান কপাল চাপড়ায়। যার মেয়েকে তুলে নিয়ে যাবে তাকেই আবার হুমকি? জায়ান সোহানার সামনে এসে ঠান্ডা কন্ঠে বলে,
-” টেনশন নেবেন না আন্টি। ভাই অতিরিক্ত রেগে গেলে মাথা ঠিক রাখতে পারে না। আমি ভাই কে বুঝিয়ে বলবো। ”
জায়ান কথাগুলো বলে নাভান কে ইশারা করে সোহানা কে নিয়ে যেতে। নাভান ও সম্মতি জানিয়ে সোহানা মির্জা কে নিয়ে যায়। জায়ানও হন্তদন্ত হয়ে বাড়ির দিকে রওনা দেয়।

তিথি আজ ভার্সিটি থেকে সোজা বাড়িতে এসেছে। সাথে নিয়ে এসেছে ইয়ানা কেও। মিনারা বেগম আর মিজানুল করিম ইয়ানা কে দেখে খুব খুশি হয়েছেন। নানা রকম গল্প জুড়ে দিয়েছেন তার সাথে। অনেক সময় গল্প গুজব শেষ করে তিথি লেগে যায় তার বিয়ের কথা নিয়ে। হাতে ধরে আর মাত্র ২৭ দিন আছে রেজিস্ট্রি মেরিডের। তিথির অলমোস্ট সব মার্কেট করা শেষ। কালকে আবার ইয়ানা কে নিয়ে বেরুবে। কথার ফাকে তিথি ইনায়া কে বলে উঠে,
-” কাল নিধিকে সাথে নিয়ে আসবে ইনায়া? দেখবে শপিংয়ে গেলে মনটা কিছুটা ভালো হবে। ”

তিথির কথায় তিনজনেই তার দিকে তাকায়। মিনারা বেগম ওর মিজানুল করিমের নিধির কথা শুনে মনটা একটু ভার হয়ে যায়। কি আর কারার, সমাজ বলেও তো একটা কথা আছে। সোসাইটির লোকেরা কি বলবে? এই ভেবেই দুজনেই ফাহাদের ডিসিশনটা মানতে পারেননি। ইয়ানা তিথির কথায় ম্লান হেসে বলে উঠে,
-” দেখা করতে বললে তো দরজাই খুলে না। আসবে বলে মনে হয় কি? তারপরও চেষ্টা করবো। ”

তিথির মনটাও সামান্য খারাপ হয়ে যায়। নিধি মিষ্টি একটা মেয়ে। তার এমন নিস্তেজ হয়ে যাওয়াটা খুব খারাপ লাগে। ইনায়া আর তিথি আবার বিভোর হয় তিথির বিয়ের আলাপে। বিয়ে সমস্ত প্ল্যানিং তিথি করবে। ও সব ইচ্ছে গুরুত্ব দেবে তার পরিবারের লোকজন৷ তাদের এই কথার মধ্যে বাড়িতে ঢোকে ফাহাদ। গম্ভীর আর আকাশচুম্বী রাগ নিয়ে বাবা-মার দিকে তাকিয়ে থাকে সে। হলরুমে বসা চারজন ফাহাদের এমন অগোছালো রুপ দেখে অবাক হয়। মিনারা বেগম আর মিজানুল করিম একটু আঁচ পেয়েছেন। ছেলে কেনো চটে আছে। কিন্তু তারা কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। নিধির ঘটনায় সবারই মন খারাপ হয়েছে সত্যি। তার ভবিষ্যতের চিন্তাও হয়। তাই বলে আবেগের বসে তার ছেলের নিধিকে বিয়ে করতে হবে? এ কেমন সিমপ্যাথি? ফাহাদ মেযর নিধির হেল্প করতেই পারে। তাই বলে বিয়ে? এই জন্য মিনারা বেগম আর মিজানুল করিম বিষয়টা আর আগাবেন না। হলরুমে পিনপতন নীরবতা চলছে। এরমধ্যেই বাড়িতে ঢুকে জায়ান। ইনায়ার দিকে সে একনজর তাকিয়ে ফাহাদ কে বলে উঠে,

-” ভাই রুমে চল কথা আছে। ”
ফাহাদ এক পাও নড়ে না। আচমকা মিনারা বেগম কে জড়িয়ে ধরে হাসি মুখে বলে ওঠে,
-” কংগ্রাচুলেশনস মা! বলো তো কেনো? কারণ তোমার মনের আশা ঠিক হতে চলেছে। তুমি শীগ্রই শাশুড়ী মা হবে। কারণ আমি নিধি কে বিয়ে করতে যাচ্ছি। ”

ফাহাদের এমন কাজ আর কথায় সবার চোখ কপালে। বিশেষ করে ইনায়া আর তিথি। নিধি আর ফাহাদ কেমনে কি? তাদের মাথায় ঢুকছে না। মিনারা বেগম আর মিজানুল করিম কিছু বলতে গেলেই ফাহাদ মৃদু হেসে বলে উঠে,
-” আমি ওকে ভালোবাসি। শুনেছো? তাই আমি চাই না তোমরা এই বিষয়ে আর কোনো কথা বলো। কেমন? ”
এই বলে ফাহাদ উপরের দিকে অগ্রসর হতেই মিনারা বেগম ঝাঁজালো শাসানি কন্ঠে বলে উঠে,
-” তাহলে আমার কথাও মনে রেখো তুমি ফাহাদ। আমি নিধি এই বাড়ির বউ হিসেবে মেনে নেবো না। ”
ফাহাদ মায়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে হেসে উপরে চলে গেলো। মিনারা বেগমও গমগমে মুখ নিয়ে হলরুম ছেড়ে চলে গেলেন। মিজানুল করিম জায়ানের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে তিনিও চলে গেলেন। তিথি আর ইনায়া এবার জায়ানের দিকে তাকায়। জায়ানের চোখ এবার ইনায়ার দিকেই নিবদ্ধ ছিলো।

-” এইসব কি হচ্ছে ব্রো? ভাই আর নিধি ইম্পসিবল। কেমনে কি? ”
জায়ান তিথির দিকে তাকিয়ে আলতো হেসে বলে উঠলো,
-” শুনলি না তুই? ভাই কি বলেছে? সে তাকে ভালোবাসে। ”

যাতনা আমার পর্ব ২৯

তিথি কনফিউজড হয়ে জায়ানের দিকে তাকিয়ে থাকে। তার মাথায় খেলছে না। তারা দুজনেই তো দুজনকে দেখলে তেতে উঠতো। কিন্তু ইয়ানার মাথায় আস্তে আস্তে সব ধরা দেয়। ফাহাদ প্রথম থেকেই নিধির প্রতি কোমল ছিল। আর নিধিও ফাহাদকে দেখতে না পারার কারণ বুঝে যায় সে। ইনায়া গম্ভীর মুখে জায়ানের পানে তাকায়। আসন্ন পরিস্থিতি তার সুপ্ত অনুভূতিতেও। এই দুনিয়া টা আসলেই বড্ড কঠিন। কোনো কিছুই অনুকূলে নয়। জায়ান ইনায়ার চোখের দিকে তাকিয়ে হাসলো। যেন ইনায়া চোখের দিকে তাকিয়ে তার মনের ভিতর ঘটে যাওয়া ঝড়ের তান্ডব দেখতে পাচ্ছে সে।

যাতনা আমার পর্ব ৩১