আমৃত্যু ভালোবাসি তোকে প্রপোজ স্পেশাল

আমৃত্যু ভালোবাসি তোকে প্রপোজ স্পেশাল
লেখনীতে সালমা চৌধুরী

মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃদপিণ্ডের দিগবিদিক ছুটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জ্বলজ্বল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুজনার ছবিটা। গত দুবছরে জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে, ঠোঁটজুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে ।

অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতেই মেঘ হুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পড়া মেয়েটাকে দেখার পর থেকেই মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পড়লেও মেঘ নীল রঙের শাড়ি পড়ছে। কারণ সাদা, কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটায় আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে, সে নীল রঙের জামা পড়লে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে৷ তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পড়ছে যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলে সব মেনে নেয়।বন্যায় মেঘকে সাজিয়ে দিচ্ছে বিশেষ করে শাড়িটা বন্যায় পড়িয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পড়াতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করল,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

“ভাইয়া কল দিয়ে তোকে কি বলছে রে?”
“তোর ভাই তো অনেককিছু বলতে চাইছিল কিন্তু আমি সেসবে পাত্তা দেয় নি।”
“কেনো?”

“সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম, আবির ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিবেই দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখি নি। প্রথম প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন। কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো, আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এতবছর তাই আমি তোকেও ঐভাবে কিছু বলি নি। তবে ইদানীং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে।

ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া এটা করতে বারণ করেছে, ভাইয়াকে বলে দেখি । হয়তো মুখ ফস্কে বলে ফেলেন পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন, বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ার কলেজ ফ্রেন্ডদের বিষয়ে বলেছিলি এই সবগুলো বিষয়ই আমায় মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয় সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝারছে, তুই বিশ্বাস করবি না ওনার চোখ-মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপরও ওনি একটা টু শব্দ পর্যন্ত করেন নি। সেদিন ই সিউর হয়েছিলাম ওনি কিছু না কিছু হলেও জানেন । আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খোঁজছিলাম। গতকাল ওনি কল দিলেন, আপুও বাসায় নেই এই সুযোগে রাত ৩ টার উপরে পর্যন্ত শুধু তোর বিষয়েই কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখও টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পরছিলাম৷ সকালে সজাগ হয়েই আগে তোকে কল দিয়েছি।”

মেঘ উত্তেজিত কন্ঠে শুধালো,
“ভাইয়া কি বলছে?”
“আমি প্রথমেই ওনাকে জিজ্ঞেস করেছি, সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন? ওনি উত্তরে ‘হ্যাঁ’ বলেছেন। আমি আবারও জিজ্ঞেস করেছি, “আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন?”
ওনি এর উত্তরেও “হ্যাঁ” ই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি, ‘আবির ভাইয়া কি বাহিরে পড়তে যাওয়ার আগে থেকেই মেঘকে পছন্দ করেন? হ্যাঁ কি না৷’ ওনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন ‘হ্যাঁ’ তারপর আরও কয়েকটা প্রশ্ন করেছি, ওনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন।”
“তুই জিজ্ঞেস করিস নি ভাইয়া কবে থেকে জানে?”
“জিজ্ঞেস করেছি, ওনি বলেছেন ওনি অনেক আগে থেকেই সবকিছু জানেন।”
মেঘ চেঁচিয়ে উঠল,

“হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজি টা করতে পারলো?”
বন্যা শান্ত স্বরে বলল,
“গতকাল রাতে এই কথা শুনামাত্র আমিও চিৎকার করেছিলাম৷ রাগে কটমট করে বলেছিলাম, আপনি সবকিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেনো দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে তারপরও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন ওনি বলছেন, ওনি আবির ভাইয়ার কথার উপর কিছু বলতে পারতেন না আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেছিল, আমি মুখ ফস্কে বলে ফেলছিলাম,
“আবির ভাইয়ার মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিতো না। ”
মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করল,

“ভাইয়া ধমক দেয় নি তোকে?”
“না ধমক দেন নি তবে রাগে রাগে বলছেন, তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো। ভাইয়া বনুকে যতটা ভালোবাসে আর বনুর ব্যাপারে যে পরিমাণ পসেসিভ আমি সারাজীবনেও তার একাংশ হতে পারব না।”
মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল,
” এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন?”
বন্যা মুচকি হেসে বলল,
“তারথেকেও বড় শকিং নিউজ শুনবি?”
“কি?”

” আবির ভাইয়ার অবর্তমানে ৭ বছর তুই যে রিলাক্স জীবন কাটিয়েছিস সেই সবটায় ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বইচ্ছায় আবির ভাইয়ার সঙ্গে কোনোদিন কথা বলিস নি কিন্তু ওনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায় নি যে তোর কন্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো ঠিকই কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শুনার জন্য ওনি আলাদা ফোন ইউজ করতেন, ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে একপ্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন ওনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন৷ তুই বোন অনেক লাকি। দোয়া করি, যেন সারাজীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস।”

মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল,
” ইনশাআল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না?”
বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল,
” মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে।”
দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকায় থাকে তবুও
মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেড়িয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সেজেগুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহুর্তেই তানভির, আবির সবাইকে জড়ো করে ফেলবেন। এই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেড়িয়ে দুজন দুই রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে। মেঘ পার্কে যাচ্ছে, যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটায় সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই আবার একেবারে ফাঁকাও না।

শাড়ি পড়ে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে, কিছুদূর গিয়ে গাছের নিচে একটা ব্রেঞ্চে বসলো। ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিলো। আবিরকে ফোন দেয়ার খুব চেষ্টা করছে কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটেফোঁটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাঁচের চুড়ি গুলো একে অন্যের সঙ্গে বারি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে, লাল টকটকে রঙের লিপস্টিকে রাঙা ওষ্ঠদ্বয় তিরতির করে কাঁপছে। অকস্মাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল,

“আবির ভাইয়াকে কল দিয়েছিস?”
“সাহস পাচ্ছি না ।”
“আমি জানতাম তুই এমন কান্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে। যা হওয়ার হবে।”
মেঘ কাঁপা কাঁপা গলায় বলল,
“ঠিক আছে, দেখছি।”

মেঘ পার্কে এসেছে প্রায় ২০ মিনিট হয়ে গেছে। এখনও আবিরকে কলই দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটায় হেলে পড়েছে। পল্লবিত আঁখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়েচড়ে বসলো। এরমধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘনিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে।

অকস্মাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল, নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পরেছে। আবিরকে দেখেই চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসলো। আবিরের পড়নে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের উপর পাঞ্জাবিতে ঝুলানো, চুল দেখে বুঝায় যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন, ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির একমুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কন্ঠে বলতে শুরু করল,

❝তুই আমার মন পিঞ্জরে
নিপট অপ্রমাদীতে থাকা
এক অন্ত:শীল ক্ষীণত্ব,
অনুভূতির রাজ্যের
তৃষ্ণার্ত কাব্য।
এলোকেশীর এলো চুল,
উত্তাল উদধির তরঙ্গের ন্যায়
কুহকিনী হাসি,
প্রণয়ীনীর নিখুঁত আত্ততা,
মৃগনয়নার মতো বিমুগ্ধ চোখে
বারংবার
হারিয়ে খোঁজেছি নিজেকে।
তুই আমার প্রণয়ের প্রদাহের সেই পূর্ণতা,
অপ্রমেয় নীলাম্বরের অসীমত্ব
ছাড়ানো স্নিগ্ধতা।
তুই কি আবিরের হৃদয় রাজ্যের
রাজ্ঞী হবি?❞

মেঘ দু’হাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়ে ছিল৷ হার্টবিট বেড়েছে কয়েকগুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদ্বয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল,
“না। আমি মানি না। ”
মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা ২-৪ জন মেঘ- আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুই আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল,

” আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন?”
আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে আস্তে করে আবারও বলল,
❝ আমি রূপকথার রাজকুমার হতে চাই না,
শুধু
তোর মনের রাজ্যের রাজা হতে চাই।
Will you be my queen? ❞
মেঘ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কন্ঠে হুমকি দিল,
” No problem. If you don’t take the flowers, I will give them to another girl. Will I?”

কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয় নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল,
“ফুলও আমার আর আপনি সহ আপনার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উঁকিও দিতে পারবে না। এই আমি বলে রাখলাম। ”
মেঘ রাগে ফোঁস ফোঁস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের দুই হাঁটুতে ভর দিয়ে মেঘের উরুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো। মুহুর্তেই মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেছে, মেঘের হৃদপিণ্ডের গতি অস্বাভাবিক, জোরালো হৃৎস্পন্দনের শব্দ বাহির থেকে শুনা যাচ্ছে। আনমনেই হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নেশাক্ত হাসিতেই মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কন্ঠে বলল,

” মনের রাজ্যে উঁকি দেয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব,
প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরী মতো বউ আছে। বউটা যেমন কিউট তেমন হিংসুটে৷”
আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ুউড়ু করছে।
বার বার কানে বাজছে,

“আমার ঘরে একটা পরীর মতো বউ আছে।” অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই তবুও বক্ষস্থলের ইতস্ততা কাটাতে পারছে না। আবির মেঘের উরু থেকে উঠে মেঘের ডানহাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাত সহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কন্ঠে বলল,

“আজ থেকে আমি শুধু তোর। আমার উপর তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে। খুশি?”
আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিন অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারে নি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। যেই আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চাই সেই আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথার কোনো প্রতিত্তোর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পরলো। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কন্ঠে বলে উঠল,

” আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেজেগুজে আসছি আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পঁচা। ”
আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুপাশের ব্রেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকিয়ে নিরেট কন্ঠে বলল,
” আমার এতবছরের অনুভূতি, আসক্তি আর সুদূরপ্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবুও আমি চুপচাপ বসে দেখবো? আপনি ভাবলেন কিভাবে?”

মেঘ নিরেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কন্ঠে শুধালো,
” আমি এখানে আসছি এটা আপনি কিভাবে জানেন?”
আবির মুচকি হেসে বলল,
“সকালে আপনার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল। তানভিরকে কলও দিয়েছিলাম কিন্তু ও ফোন রিসিভ করে নি। ২ বেজে ৩৭ মিনিটে আপনি শাড়ি পড়ে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গেছিলো। তানভিরকে কল দিতে দিতে অতঃপর জানতে পারলাম যে, আমার সন্দেহ ঠিক ছিল। তানভির বন্যাকে বলে ফেলছে মানে আপনার কানে কথা চলে গেছে। ৩:১৬ তে ফুলের দোকানে ফুল কিনছিলেন আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি খোঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক ৪:২২ এ। তখন আমি রেডি হয়ে বেড়িয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে আসতে তাই একটু দেরি হয়ে গেছে।”

“আপনি এতকিছু কিভাবে জানেন?”
“ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম, আপনাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না। মনে রাখবেন, আবিরের পৃথিবী আপনি। আর সেই পৃথিবীকে আগলে রাখতে আবির সবকিছু করতে পারে। খান বাড়িত চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খান বাড়িতে কখন কে আসছে, কে যাচ্ছে, কেনো আসছে সব আপডেট আমাকে পাঠায়৷ এমনকি এইযে আমি আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে।”

মেঘ কপাল কুঁচকে বলল,
“অ্যাহ! বললেই হলো। মজা করেন আমার সাথে?”
আবির মেঘের চোখে চোখ রেখে বলল,
“আমার ডানপাশে কিছুটা দূরে কালো টিশার্ট পড়া ছেলেটাকে দেখ, তার পেছন দিকে কফি কালার শার্টের ছেলে আর ঐদিকে বাইকে বসা ছেলেটাকে দেখ।”
মেঘ তিনজনকে এক পলক দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো,
“তারা আপনার লোক?”
“হুমমমমম। বিশ্বাস হয় না?”
“না।”
“ওকে, ওয়েট।”

আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল,
“ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেছে। কিভাবে সম্ভব?”
“আপনার জন্য সব সম্ভব।”
মেঘ চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল,
” তারা এখানে কেনো আসছিল? ”

“আমার অবর্তমানে কেউ যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে তারজন্য।”
“তাই বলে তিনজন? আর ওনারা আপনার কি হয়?”
“দুজন ছোট ভাই, একজন ফ্রেন্ড। তিনজনের বাসা কাছাকাছি তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি তিনজন ই উপস্থিত। ”
মেঘ নিজের কেনা ফুল গুলোর দিকে তাকিয়ে শীতল কন্ঠে বলল,
” ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল।”
আবির ব্রেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পড়াতে পড়াতে বলল,

” আর আপনার জন্য আপনার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে।”
“মানে?”
“কিছু না। চলুন।”
মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কন্ঠে বলে উঠলো,
” I Love You ”
আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কন্ঠে বলল,
“লাল ফুল গুলো সরিয়ে শুধু হলুদ গোলাপগুলো দেন।”
“কোনো?”
“লাল গোলাপ ছুঁতে চাই না তাই।”

মেঘ যথারীতি হলুদ গোলাপ গুলো আলাদা করে ধরতেই আবির ফুল গুলো হাতে নিয়ে শান্ত কন্ঠে বলল,
“থ্যাংক ইউ।”
মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল,
“কেউ আই লাভ ইউ বললে প্রতিত্তোরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। ”
আবির কথাটা শুনলো কি না কে জানে। কয়েকটা পিচ্চি ছেলেকে ডেকে লাল গোলাপ গুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। পরপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল, নিরুদ্দেশের পথে ছুটলো। মেঘ দু একবার জিজ্ঞেস করেছে, কিন্তু আবির তেমন কিছুই বলে নি। সন্ধ্যে হয়ে গেছে, মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্প্রীড কমিয়ে হঠাৎ ডেকে উঠল,

” ম্যাম…! ”
“জ্বি। ”
“এত চুপচাপ কেনো?”
“এমনিতেই।”
আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিলো। আবির মেঘের দু’হাত এনে নিজের পেটের উপর রেখে রাশভারি কন্ঠে বলল,
” আজ থেকে এই হাতের অবস্থান এখানে।”
মেঘ আনমনে হেসে আবিরের গা ঘেঁষে বসলো৷ পেছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবারও বাইক স্টার্ট দিল, শহর থেকে বেড়িয়ে অনেকটা রাস্তা গিয়ে আবির বাইক থামালো। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন বাড়িঘর নেই। একদম কোলাহল শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল,

” ৫ মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন?”
“চোখ কেনো বাঁধবেন?”
“সেটা ৫ মিনিট পর বুঝবেন, প্লিজ।”
মেঘ আশেপাশে তাকিয়ে দেখছে। একে অপরিচিত জায়গা, তারউপর আশেপাশে মানুষও তেমন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল,
“ঠিক আছে। ”

আবির এক গাল হেসে মেঘের চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তুলে নিল। মেঘ আবিরের বুকে মাথা রেখে চুপ থেকে আবিরের হৃৎস্পন্দনের শব্দ শুনছে। ২-৩ মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো।মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরতেই মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকালো। এটা একটা বাসা, যার গেইটের উপরে লেখা,
“Sparrow’s Dreamhouse.”
আবির অনুচ্চ স্বরে বলল,
” ম্যাম, আপনার গিফট। ”
মেঘের বিষ্ময় যেন কমছেই না। আবির মেঘের হাত টা শক্ত করে ধরে দরজার সামনে দাঁড়ালো। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। অকস্মাৎ বাড়ির ভেতরে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করল,
”শোন বলি তোমায় না বলা
কথাগুলো আজ বলে দিতে চাই,
বল কি বলতে চাও,

সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়”

দরজা খুলামাত্র মেঘের চোখ পরে ড্রয়িং রুম সাথে বিশালাকৃতির সিঁড়ির দিকে যা গাদাঁ ফুলে সজ্জিত, ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছেয়ে আছে। সিঁড়ির উপর জ্বলমল করছে আবির আর মেঘের একটা ছবি যেটা কোন এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুজন দু’জনের চোখে চোখ রেখে নিজেদের অব্যক্ত অনুরক্তি জাহির করছে। মেঘ চারপাশে চোখ ঘুরাতেই এমন আরও কয়েকটা ছবি চোখে পড়লো। দেয়ালে ছবি লাগানো টা খান বাড়ির কেউ ই তেমন পছন্দ করে না, তাই শখেও কেউ কখনো নিজের ছবি ফ্রেমবন্দি করে নি। মেঘ অবাক চোখে ছবিগুলো দেখছে আর ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে। কারণ ছবিগুলোর প্রায় সবই মেঘের অগোচরে তোলা হয়েছে। আবির মোলায়েম কন্ঠে বলল,

“চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দিব। এগুলো শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি।”
ছবিগুলোর থেকে মেঘের দৃষ্টি সরলো। আবির মেঘের হাতটা আর একটু শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বাক, এ জীবনের সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাকরুদ্ধ মেঘ এক হাতে আবিরের দেয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে তাকে অনুসরণ করল। সাউন্ডবক্সে তখন গান বাজছে,

“আকাশের ঐ নীল ঠিকানায়
মেঘেরা সাদা ডানা ছড়ায়
ও দেরি সেই ভালবাসা
এ মনে আজ পেয়েছে ঠাই
জড়াবো আদুরে
তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশী
তোমাকে ভালবাসি”
কিছুটা সামনে এগুতেই সিঁড়ি উপরে প্রায় ২০-৩০ জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হলো। সবাই একসঙ্গে বলে উঠল,
“Welcome to your dreamhouse, Madam.”

আকস্মিক ঘটনায় মেঘ কিছুটা ভড়কালো, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ কয়েকজনকে মোটামোটি চিনে তবে বেশিরভাগই আবিরের অফিসের স্টাফ। মেঘ আনমনেই রাকিব ভাইয়া,রাসেল ভাইয়াদের খোঁজলো কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌছে যাচ্ছে। মনের ভেতর চলমান অস্থিরতা এখন আরও বেশি কাজ করছে। আবির মেঘের হাত থেকে ফুলগুলো নিয়ে সিঁড়ির পাশে রেখে অকস্মাৎ মেঘকে কোলে তুলে নিল। ওমনি মেঘের নিঃশ্বাস আঁটকে গেছে, আতঙ্কিত হয়ে মেঘ অতর্কিতেই আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরলো, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ালো। মস্তিষ্ক ক্ষণিকের জন্য আবেগশূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বারি খাচ্ছে, আকাশচুম্বী লজ্জা আর ইতস্তততায় মেঘ চোখ খুলতে পারছে না, ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকারাচ্ছন্ন ভূখন্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে তার পিএসকে উদ্দেশ্য করে থমথমে কন্ঠে বলল,

“মিরাজ, সবার খাবারের ব্যবস্থা করো।”
“জ্বি ভাইয়া।”
মেঘের হুট করে নেয়া সিদ্ধান্তে আবিরের সবকিছু এলোমেলো হয়ে গেছে। না পারতেছিল মেঘকে আটকাতে আর না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের দিয়েই সবকিছু গুছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করে নি। আবিরের নিষ্পলক দৃষ্টি আঁটকে আছে মেঘের লজ্জায় ললিত ধৃষ্টতায়। মেঘের চোখ তখনও বন্ধ, আবিরের উষ্ণ শ্বাস আঁচড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থামলো। মেঘকে নামিয়ে শান্ত কন্ঠে বলল,
” চাইলে এবার তাকাতে পারেন।”

মেঘ মিটমিট করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আঁখি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রঙবেরঙের আলোতে সজ্জিত সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল,
” সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিকমতো সাজাতে পারি নি। কিন্তু বিশ্বাস করুন, আপনাদের বাসরঘর আমি নিজের হাতে সাজাবো। এমনভাবে সাজাবো যেন বাসরঘর দেখতে দেখতেই রাত পেরিয়ে যায়।”
রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাও বুঝতে পারছে না। আবির শক্ত কন্ঠে ধমক দিল,

“শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেনো?”
“ওহ হো। আমরা কিছু বললেই লজ্জা দিচ্ছি। আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিলি এটা বললে কি হবে!”
আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বলল,
” বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। চল ঐদিকে ।”
সাউন্ডবক্সে একই গান বার বার বাজতেছে,
“সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি
রূপকথার রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি”
ছাদের একপাশে যেতেই মেঘ আরেক দফায় বিস্মিত হলো। লাইটিং করা ইংরেজি বড় বড় অক্ষরে লেখা,
” Marry Me?”

মেঘ দু’হাতে মুখ চেপে সেই লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরের আরও ৪-৫ জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপরূপ মুহুর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারে নি। ছাদের এই কর্ণার টা কাঁচা ফুল দিয়ে এমন সাজানো যা দেখে মেঘের চোখ ই সরছে না। রাসেলরা সবাই আতশবাজিসহ আরও কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে।
মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘুরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল,

“তুই আমার অবসন্ন হৃদয়ের
অস্ফুট প্রফুল্লতা,
আমার প্রণয়ের একমাত্র
পরিণীতা।”
আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি। পুনরায় নেশাক্ত কন্ঠে বলল,
“Will you be my soulmate?”
মেঘ আবেগময় কন্ঠে ঝটপট বলল,
“Yes.”
আশেপাশে রাকিব,রাসেলদের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতো।

আবির হাত বাড়াতেই মেঘ নিজের ডানহাতটা আবিরের হাতের উপর রাখলো। আবির সেই হাত সরিয়ে মেঘের বামহাত সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন নিয়ে আংটি টা পড়িয়ে দিল৷ মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গতবছর মেঘের জন্মদিনে আবির বামহাতের আঙ্গুলে আংটি পড়িয়ে দিয়েছিল বলে মিনহাজরা কত কি বলেছিল। মেঘও সেসব কিছু মেনে নিয়েছিল, ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডানহাতে পড়তে হয়,সেজন্য ই আজ ডানহাত বাড়িয়েছিল। আবির আংটি পড়িয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলায়েম কন্ঠে বলল,
“লোকে বলে, বামহাতের অনামিকা আঙুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ রয়েছে। তাই বিয়ের আংটি বামহাতে পড়াতে হয়। ”

মেঘ আনমনে শক্ত কন্ঠে শুধালো,
” আপনি গতবছরও আমার বাম হাতে আংটি পড়িয়েছিলেন। তখন লোকের কথা জানতেন না?”
“জানতাম। আর জানতাম বলেই বাম হাতে পড়িয়েছিলাম। কারণ তুই আমার প্রেমিকা নস আমার বউ তুই।”
মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কন্ঠে আবির বার বার মেঘকে বউ বলে সম্বোধন করছে অথচ গত দুই বছরে এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয় নি।
লিমন স্বাভাবিক কন্ঠে শুধালো,

“এখন কি আতশবাজি ফুটাতে পারি?”
আবির ঘাড় কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা উপরে তুলে মৃদুস্বরে বলল,
“আংটিটা পছন্দ হয়েছে? ”
আংটির দিকে না তাকিয়েই মেঘ বলে দিল,
“আপনার দেয়া প্রতিটা জিনিস আমার কাছে উত্তম আর অমূল্য।”
আবির মুচকি হেসে বলল,

” একটু দেখে তো নে।”
মেঘ এবার আংটির দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁত ভাবে A লেখা। আবির শান্ত কন্ঠে বলল,
“আংটিটা সবসময় হাতে রাখবি।”
মেঘ তৎক্ষনাৎ আংটিতে চুমু খেয়ে বলে উঠল,
“আমি এই আংটি কখনো খুলবোই না।”
মেঘের কান্ড দেখে আবিরের ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্যপাশে গিয়ে আতশবাজি ফুটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেদিকে তাকিয়ে উত্তেজিত কন্ঠে বলল,
“আমিও বাজি ফুটাবো।”
“ওকে। ”
মেঘ দু-একটা ফুটানোর চেষ্টা করেছে। অতঃপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাড়িয়ে তাদের হৈ-হুল্লোড় দেখছে আর হাসছে। এখনও আরও অনেক বাজি ফুটানো বাকি আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কন্ঠে বলল,
“তোরা এখন নিচে যা। আমার ওর সঙ্গে কথা আছে। ”
মোবারক হেসে বলল,
” শেষ করেই চলে যাব।”

” কয়টা বাজে দেখছিস? এক্ষুনি যা।”
তারাও আর কোনো কথা বলে নি। জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেল। রাকিব আচমকা ঘুরে দরজায় উঁকি দিয়ে বলল,
” প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন!”
আবির রাগান্বিত কন্ঠে চেঁচাল,
” যাবি… ”
রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসলো। মেঘ ভ্রু কুঁচকে বলল,
“ওনারা কত আনন্দ করছিল। আপনি ওনাদের ওভাবে তাড়িয়ে দিলেন কেনো?”
আবির গম্ভীর কন্ঠে বলল,
“ওদের আনন্দের থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। ”
মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শুধালো,
“কি কথা?”

ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখন পর্যন্ত ঘটা প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসছে। আনমনে বলে উঠল,
” আপনি আবারও আমায় ছেড়ে চলে যাবেন না তো?”
আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্নে আবির খুব বিরক্ত হলো। কপালে কয়েকস্তর ভাঁজ ফেলে চোখ ছোট করে বলল,
” তোর চোখের পাতায় কি লাগছে? দেখি, চোখটা বন্ধ কর তো।”
মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শুধালো,
“কি লাগছে?”

আবির এক সেকেন্ড দেরি না করে মেঘের লাল রঞ্জকে সুশোভিত ওষ্ঠে নিজের অধর ছোঁয়াল। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। স্বাভাবিকের তুলনায় দু’চোখ তিনগুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয়ে তোলপাড় করা রঙবেরঙের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে গেছে, শ্বাসনালীতে ভয়ানক ঝড় চলছে । আবিরের খোঁচা খোঁচা দাঁড়ির আমর্শে মেঘের শিরা-উপশিরার রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাকে-মুখে লাগছে। মেঘ দু’হাতে আবিরের বুকের ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো।

সরাতে তো পারলোই উল্টো আবির মেঘের উদর আঁকড়ে ধরে মেঘের আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি আরও বেশি প্রশস্ত হলো৷ আবির অন্য হাত দিয়ে মেঘের দু’চোখ বন্ধ করে দিল। আবিরের নিগূঢ় সংস্পর্শে মেঘের গায়ে কাটা দিয়ে উঠছে। ঘামে জবজবে মেঘের শরীর বেয়ে অনর্গল পানি পরছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার, মেঘের এলোমেলো নিঃশ্বাস, কোনোকিছুই যেন আবিরের থেকে ছাড়াতে পারলো না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অধর থেকে অধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল,

আমৃত্যু ভালোবাসি তোকে বোনাস পর্ব 

“এখন থেকে বাজে কথা বললে এভাবেই শাস্তি দিব। মনে থাকবে?”
মেঘ কন্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল,
“হু।”

আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৭০