মেহেরজান পর্ব ৩৫

মেহেরজান পর্ব ৩৫
লেখনীতে- সোহা

আজ দুপুরের রোদটা ভীষণ মিষ্টি। গাড়ির জানালার কাঁচ ভেদ করে মেহরানের হাতে এসে পড়ছে সেই রোদ। মেহরান এসব উপেক্ষা করে প্রিয়তমার কাছে ছুটে চলেছে। মস্তিষ্ক জুড়ে শুধুমাত্র একটাই বচন রাউশি যেন ঠিক থাকে। তাকে রাউশির নিকট এই মুহুর্তেই অদৃশ্য কোনো শক্তিলয়ে পৌঁছাতে। তবে সেটা কি আর সম্ভব। মেহরান গাড়ি চালাচ্ছে অথচ হাত অবিরত কাঁপছে। সকালে মেয়েটা কল করেছিলো অথচ মেহরান রিসিভ করে নি। মেহরানের বুক পুঁড়ছে। রাউশি নিশ্চয় অনেক্ষণ যাবৎ অপেক্ষা করেছিলো মেহরানের কলের আশায়।

হতাশার দীর্ঘশ্বাস ছাড়লো মেহরান। হুট করেই আবার ভয়ানক রকমের কাশি উঠে গেলো তার। গাড়িটা সামনে গিয়ে থামালো। আর কাশা শুরু করলো। গাড়ির পাশ দিয়ে মানুষজন হেঁটে যাওয়ার সময় আড়চোখে দেখছে তো কিছুজন উঁকি মেরেও দেখছে কার এতো ভয়ানক কাশি উঠেছে। মেহরান নিজেকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বারবার। আবারও রক্ত বের হলো। এবার নাক দিয়েও রক্ত বের হলো। সামনে থাকা টিস্যু থেকে কয়েকটা টিস্যু নিয়ে নাক মুখ মুছলো মেহরান। কাশি থামছে না। শ্বাস নিতেও এখন সমস্যা হচ্ছে। গাড়ির জানালা খুলে দিলো। ঠান্ডা হাওয়া এসে চোখেমুখে লাগলো। তবে কাশির বেগ কমলো না। শ্বাস নিতে পারছে না মেহরান।

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

নুজাইশ গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছিলো। হঠাৎ অপোজিট সাইডে চোখে যেতেই দেখলো মেহরানের কালো গাড়িটা। তবে সে শিওর নয় ওটা মেহরানের গাড়ি কিনা? যখন দেখলো ড্রাইভিং সিটের মানুষজন কেমন যেন করছে তখন গাড়ি থেকে নেমে এগিয়ে গেলো সেদিকে। গাড়ির কাছে আসতেই ভয়ানক কাশির আওয়াজ শুনে ধারনা করে মেহরান হবে। একদম গাড়ির জানালার কাছে গিয়ে যখন দেখে মেহরান কাশছে। চোখমুখ লাল হয়ে গেছে তখন হতবম্ভ হয়ে মেহরানকে ডাকলো নুজাইশ।

“এই মেহরান!”
পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে কাশতে কাশতেই পাশে ফিরে তাকালো মেহরান। নুজাইশকে দেখে ভরসা পেলো কিছুটা। বলার চেষ্টা করলো,
“মেডিকেল হাসপাতালে চল।”
নুজাইশ না বুঝে মেহরানকে ধরলো। জিজ্ঞাসা করলো,
“কষ্ট হচ্ছে? দাড়া তুই কষ্ট করে নাম গাড়ি থেকে আমি গাড়ি চালাচ্ছি। নাম।”

মেহরান খুব কষ্টে নামলো নুজাইশকে ধরে। নুজাইশ মেহরানকে ধরে পাশের সিটে বসালো। ওর গাড়িটা একবার তাকালো। আশেপাশের লোকেশন দেখে ফোন বের করে কাউকে কল করলো। ওপাশ হতে রিসিভ হতেই উমুক জায়গা থেকে তার গাড়ি রিসিভ করতে বললো। নুজাইশ ড্রাইভিং সিটে এসে বসলো। পানি খেয়ে মেহরান তখন কিছুটা থেমেছে। সিটে হেলান দিয়ে বসে আছে। নুজাইশ গাড়ি চালাতে চালাতেই উদ্বীগ্ন কণ্ঠে বলল,
“তোর আগামীকালই আমেরিকা চলে যাওয়া উচিত চিকিৎসার জন্য। নয়তো এই রোগ ভয়াবহ স্টেজে চলে যাবে ভাই। বোঝার চেষ্টা কর।”

মেহরান চোখ বুজে থাকা অবস্থায় বিড়বিড় করে আওড়াল,
“তাড়াতাড়ি গাড়ি চালা। আমার রাউশির এক্সিডেন্ট হয়েছে।”
বিড়বিড় করে বললেও নুজাইশ ঠিকই শুনতে পেলো। আর হতবম্ভ হয়ে গেলো। বিনা মেঘে যেন বজ্রপাত পড়লো মাথায়। একপ্রকার চেঁচিয়ে বলল,
“কি?”

মেহরান হতে কোনো উত্তর এলো না। নুজাইশ আবারও চিন্তিত আওয়াজে কাঁপা গলায় জিজ্ঞাসা করল,
“মৌরিন এক্সিডেন্ট করেছে মানে কি মেহরান? সত্যিই বলছিস?”
মেহরান উত্তর করলো না। নুজাইশ পাশ ফিরে দেখলো মেহরান এভাবেই পড়ে রয়েছে। নুজাইশ ভয় পেয়ে গেলো। গআড়ি সাইডে থামিয়ে মেহরানকে ধরে একটা হাত মেহরানের গালে ধরে ঝাকিয়ে বলল,
“এই মেহরান! এই মেহরান!”

মেহরান উত্তর করলো না। নুজাইশ পার্লস চেক করলো। শ্বাসক্রিয়াও চলছে। অজ্ঞান হয়েছে ছেলেটা। নুজাইশ ঘামছে। প্রচন্ড রকমের ঘামছে সে। চোখমুখ কালো হয়ে গেছে নিজেরও। মেহরানের মুখটাও ফ্যাকাসে হয়ে গেছে। নুজাইশ মাথার চুলে হাত দিলো। গাড়ি স্টার্ট দিয়ে তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। এই মুহুর্তে রাউশিকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে যাওয়া যাবে না। সাঈদের হাসপাতালে যেতে হবে। নুজাইশ গাড়ির স্পিড বাড়িয়ে দিলো। নিজের পাগলের মতো লাগছে তার নিজেরও। একদিকে রাউশির এক্সিডেন্টের খবর তো অন্যদিকে প্রানপ্রিয় বন্ধুর এই ভয়ানক অসুস্থতা। এ কেমন ভয়ানক পরিস্থিতি?

রাউশির জ্ঞান ফিরলো আঠারো ঘণ্টা পর। পায়ের অসহ্য রকমের যন্ত্রণায় দাতে দাত চেপে সহ্য করে নিলো। নিভু নিভু চোখ দুটো প্রথমেই খুঁজলো প্রিয় মানুষটাকে। অনুভবের চেষ্টা চালালো তার অনুভুতি। পাশে তার বাবা তার হাত ধরে বসে বসে ঘুমোচ্ছেন কোনোভাবে। আর অন্যপাশে তার মা একটি চেয়ারে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। রাউশি এপাশ ওপাশ খুঁজে চললো মেহরানকে। তবে দেখা পেল না মানুষটার। সদ্য জাগ্রত হওয়া মস্তিষ্ক প্রশ্ন করলো ‘মানুষটা কি তার এই অবস্থা সম্পর্কে জানে?’

বেশি ভাবতে পারলো না। মাথা ঘুরছে প্রচণ্ড রকমে। শরীরে এক বিন্দু পরিমাণও শক্তি নেই তার। সমস্ত শক্তি যেন অপচয় হয়ে গেছে। রাউশি ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হলো। চোখের কোণ বেয়ে দুফোটা নোনাজল গড়িয়ে পড়লো। মেহরান কোথায়? বাবা মা-র পরে সে মানুষটার মুখ দেখলেও যন্ত্রণা কিছুখানি হয়তো কমতো।
এদিকে মাহমুদ খানের হাত নড়তেই চোখ খুলে তাকাতেই রাউশিকে জাগ্রত দেখলেন।স্ত্রীকে ডাকলেন,
“রূপা, রাউশি মার জ্ঞান ফিরেছে। তাড়াতাড়ি এসো।”
রূপা বেগমও ধরফরিয়ে উঠলেন। মেয়ের কাছে এসে মেয়ের মুখে গালে হাত দিয়ে কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞাসা করলেন,

“এখন কেমন আছিস মা?”
রাউশি বিড়বিড় করে আওড়ালো,
“মোটামুটি।”
মাহমুদ খান রাউশির হাতটা ধরে বললেন,
“মা’রে কষ্ট হচ্ছে রে খুব?”
রাউশি মাথা নাড়ালো। বোঝালো কষ্ট হচ্ছে। ডান চোখের কোণ বেয়ে আবারও জল বেরোলো। মাহমুদ খান মেয়ের চোখে জল দেখে তা মুছে দিলেন। রাউশি ভাঙ্গা ভাঙ্গা গলায় জিজ্ঞাসা করার চেষ্টা করলো,
“মেহরান কো_”

বাকি কথাটা বলতে পারলো না। গলা ধরে এলো তার। হাতটা কাঁপছে। কাঁপছে বুক। তার কেন যেন মনে হচ্ছে মেহরানও খুব একটা ভালো নেই। মাহমুদ খান রাউশির হাত শক্ত করে ধরে বললেন,
“মেহরান আসে নি রাউশি মা। ওকে ফোন করেছিলাম, তবে ফোন বন্ধ। ছেলেটা কোথায় আছে কেউ জানে না।”
রাউশি কান্নাভেজা গলায় খুব কষ্টে থেমে থেমে বলল,
“উনি কি ভালো আছেন বাবা?”

মাহমুদ খান যেন নিজেও চমকে গেলেন। আসলেই তো সারাটাদিন ছেলেটাকে ফোনে পাওয়া যায় নি। কোনো বিপদ টিপদ হলো না তো। বড় ভাইজান তো বললেন চিন্তা না করতে।
হয়তোবা ব্যস্ত। কিন্তু রাউশির ওপর কি আসলেই মেহরান তার নিজের ব্যস্ততা দেখাতো। মোটেও নয়। তাহলে কি মেহরান বিপদে পড়েছে? মাহমুদ খান মেহরানকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। ছেলেটা কোথায় আছে কি করছে কেমন আছে এটা কেউ জানে না।

মেয়ের চিন্তায় চিন্তায় মেহরানের সুস্থতা নিয়ে ভুলেই গিয়েছিলেন তিনি। রূপা বেগমকে রাউশিকে দেখতে বলে বেরিয়ে গেলেন তিনি। বাইরে উজান, তানজিম, নাহিন, তানিয়া বসে বসে ঘুমাচ্ছে। এরা কেউই বাড়িতে যায় নি। রাউশি যতক্ষণ না পর্যন্ত সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত থাকবে বলেছে। মাহবুব খান দূরের একটি চেয়ারে কপালে হাত দিয়ে বসে আছেন। পাশে উর্মিলা বেগম বসে আছেন।
মাহমুদ খানকে দেখে উর্মিলা বেগম স্বামীর হাত ধরে ঝাকালেন। মাহবুব খান স্ত্রীর ডাকে তাকালেন। স্ত্রীর চোখে ইশারা করে সামনে তাকালেন। মাহমুদকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে কাছে আসলেন।
রুমে একবার উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন,

“রাউশি মা কেমন আছে? জ্ঞান ফিরেছে?”
উর্মিলা বেগম কেবিনের ভেতরে ঢুকে গেলেন। মাহমুদ খান বড় ভাইকে আশ্বস্ত করলেন,
“রাউশির জ্ঞান ফিরেছে ভাইজান। মেহরানকে খুঁজছে এখন।”
বুক ভার হয়ে এলো মাহবুব খানের। মাথা নামিয়ে ফ্লোরে তাকালেন। সমস্ত কষ্ট ছাপিয়ে চোখে বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়লো। কি করে বলবেন তিনি; যে মেহরান নিজেও ভালো নেই। মেহরানের যে থার্ড স্টেজ ফুসফুসে ক্যান্সার। সে নিজেও এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। ছেলেকে দেখতে যেতে চাইলেও পারেন নি যদি সবাই সন্দেহ করে!

নুজাইশ বিকেলের দিকে মাহবুব খানকে মেহরানের মরনব্যাধির কথা জানিয়েছেন। সেই সাথে এও জানিয়েছে যে মেহরান নাকি পরিবারের কাউকে বলতে নিষেধ করেছে। মাহবুব খান সেখানে যেতে চাইলেও নুজাইশ বারণ করেছে মেহরানের কথায়। ছেলের সাথে একটাবার দেখা করতে চাইলেও পারলেন না। নুজাইশ জানিয়েছে মেহরানকে আমেরিকা নিয়ে যাওয়া হবে। চিকিৎসার জন্য অনেকদিন সময় লাগবে। মাস খানেকও লাগতে পারে। এই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা আমেরিকাতেই হয়। এখনও থার্ড স্টেজে আছে। যদি ফোর্থ স্টেজে চলে যায় তবে মৃত্যু নিশ্চিত। সর্বোচ্চ পাঁচ বছর বাঁচবে। তবে মেহরানকে যে অনেক বছর বেঁচে থাকতে হবে তার রাউশির জন্য!
মাহমুদ ভাইকে এমন নিরব দেখে আর মাথা নিচু দাঁড়িয়ে থাকতে দেখে মাহমুদ চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন,
“ভাইজান, মেহরান কি সুস্থ আছে?”

মাহবুব চোখ তুলে তাকালেন। এমনিতেই রাউশি অসুস্থ। এই সময় যদি বলেন যে মেহরান সুস্থ নেই। ছেলেটা নিজেও মৃত্যুর সাথে বাজি লড়ছে। তবে এই সময় একটা হুলস্থুল কান্ড বয়ে যাবে। ঘুর্ণিঝড় বয়ে যাবে পুরো পরিবারে। মাহবুব খান আল্লাহর দরবারে জানতে চাইলেন। কি এমন পাপ করেছেন সে যে ছেলেমেয়েদের একের পর এক কষ্ট সহ্য করতে হচ্ছে?
মুখ ফুটে কোনোরকম বললেন,

“আসলে ওর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে রে মাহমুদ। আমেরিকায় যেতে হয়েছে। ফিরতে অনেকদিন লাগবে। এটা তোকে বলতে পারি নি কারণ তোরা যদি মন খারাপ করিস।”
মাহমুদ খান ভাইকে সন্দেহ করলেন,
“মন খারাপ মানে ভাইয়া? এসব কি বলছো? আর সত্যিই কি মেহরান কাজের জন্যই আমেরিকা গিয়েছে? নাকি তুমি আমাদের থেকে কিছু লুকোচ্ছো?”
মাহবুব খান চুপ হয়ে গেলেন। চোখ এদিকে ওদিকে ঘোরাতে লাগলেন। মাহমুদ খান বড় ভাইকে ধরলেন। অন্যপাশে নিয়ে গিয়ে বললেন,

“ভাইজান, আপনি আমার থেকে অন্তত কিছু লুকাবেন না। দয়া করে সমস্ত সত্যিটা বলুন।”
মাহবুব খান মেজো ভাইয়ের হাত ধরে হু হু করে কেঁদে দিলেন,
“মাহমুদ রে, আমার ছেলেটাও ভালো নেই রে। ওর ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে।”
মাহমুদ খান ধপ করে চেয়ারে বসে পড়লেন। মাহবুব খান নিজেও তার পাশে বসলেন। মাহমুদ খান মাথায় হাত দিলেন। এ কি হচ্ছে তাদের পরিবারের সাথে?
হাত পা কাঁপছে অবিরত। প্রেশার বেড়ে যাচ্ছে উনার। উঠে দাঁড়িয়ে যেতে নিলে মাহবুব খান আটকালেন। চোখ রাঙিয়ে বললেন,
“খবরদার। কাউকে জানাবি না এই কথা। তাহলে মনে রাখিস মেহরান ভুলে যাবে তুই কে? এটা মেহরান কাউকে জানাতে নিষেধ করেছে।”
মাহমুদ খান থেমে গেলেন। মাথায় আসলো এমনিতেই রাউশি অসুস্থ। এখন যদি আবার মেহরানের কথা বলা হয় তাহলে অবস্থা বেগতিক হয়ে যাবে।মাহমুদ খান বসে পড়লেন। কাউকে কিছু বললেন না।

সময়টা তখন একদম ভোররাতের দিকে। পাঁচটা কি ছয়টা হবে? উর্মিলা বেগম আর রূপা বেগমকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে রাউশির জন্য। উনারাও চলে গেলেন। ছেলেমেয়েদেরও সাথে পাঠিয়ে দিলেন মাহবুব খান। একপ্রকার জোর করেই সবাই চলে গেলো। হাসপাতালে শুধু থেকে গেলেন মাহবুব খান আর মাহমুদ খান।
ঠিক তখনই কালো হুডি গায়ে, মুখে মাক্স, মাথায় ক্যাপ পড়নে এক যুবক আসলো হাসপাতালে। মাহবুব খান যখন দেখলেন বুঝে গেলেন কে এ?

মেহরান সোজা হেঁটে মাহবুব খান মাহমুদ খানের কাছে গেলো। শরীরটা এখন কিছুটা সুস্থ থাকলেও আজই আমেরিকা চলে যাবে। ফ্লাইটের টিকিটও কাটা হয়েছে। মেহরানের সাথে যাবে আলভি, এহসান আর তুষার। এহসান আর আলভি বাইরের দেশে চাকরি পেয়ে গেছে কিছুদিন আগে। আর তুষার মেহরানের সাথ দেওয়ার জন্যই যাবে। মেহরান প্রথমে না করলেও যখন রাউশির কথা বলা হলো মেহরান উপলব্ধি করলো তাদের এখনও সুন্দর একটি সংসার শুরুই হয় নি। তাকে যে রাউশির সাথে অনেকদিন বাঁচতে হবে। নাকোচ করলেও পরবর্তীতে আর না করেনি মেহরান।
তবে খুব ভোরে বাবাকে বলে রাউশির সাথে দেখা করতে আসবে বলে ঠিক করে। মাহবুব খানও রাজি হয়ে যান। তাইতো সবাইকেই পাঠিয়ে দিয়েছেন তিনি। মেহরান তাদের সামনে আসতেই মাহবুব খান কেঁদে ছেলেকে জড়িয়ে ধরলেন।

“বাবা, তুই আজই আমেরিকা চলে যা বাবা। আমরা আর কত কষ্ট সহ্য করবো? একদিকে রাউশি আর অন্যদিকে তুই?”
মেহরান উত্তর করলো,
“আজই চলে যাব। রাউশিকে দেখতে দাও এখন।”
মাহবুব খান ছাড়লেন ছেলেকে। মেহরান মাহমুদ খানের দিকে একবার তাকালেন। মাহমুদের চোখদুটো ভেজা। বোঝা গেল মানুষটা কেঁদেছে।
মেহরান রাউশিকে যে কেবিনে এডমিট করা হয়েছে সেই রুমে ঢুকলো। ফ্যাকাসে মুখে সাদা কাপড় গায়ে জড়িয়ে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে রাউশি। মূলত ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে রাউশিকে। মেহরান রাউশির পাশে গিয়ে চেয়ার টেনে বসলো। রাউশির কোমল হাত দুটো ধরলো। রাউশি কিঞ্চিৎ কেঁপে উঠলো। হয়তোবা তার মন টের পেয়েছে তার মেহরান এসেছে!

মেহরান এক হাতে মাস্ক খুলে নিজের শুষ্ক ঠোঁটজোড়া রাউশির হাতের উল্টোপিঠ ছুয়ে দিলো। এবারও কেঁপে উঠলো রাউশি। মেহরান আরেক হাত দিয়ে রাউশির কপাল হতে গালে স্পর্শ করলো। রাউশির ঠোঁটজোড়া সেসময় কাঁপছে। মেহরান রাউশির কপালে নিজের ঠোঁট ছোয়ালো। কান্না পেলো খুব। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে রাউশির গালে পড়লো। রাউশি এবারও কাঁপলো কিছুটা। প্রিয় মানুষের ছোয়া হয়তোবা অনুভব করতে পেরেছে। নিজের শুষ্ক ঠোঁটজোড়া রাউশির ঠোঁটজোড়ায় ছুয়ে দিলো মেহরান।
সোজা হয়ে বসে রাউশির হাত নিজের গালে ঘষে বলতে লাগলো,
“রাউ, তোর অনেক কষ্ট হচ্ছে নারে? জানিস আমারও অনেক কষ্ট হচ্ছে। তোর এই অবস্থা দেখে বুকের ভেতর যে কি পরিমাণ আগুন জ্বলছে সেটা কিভাবে দেখায় তোকে বল? ”
গলা ধরে এলো মেহরানের। পুনরায় বললো,

“আমিও অসুস্থ জানিস? তবে চিন্তা নেই। এইযে আমি সুস্থ হওয়ার জন্য এতদূর যাচ্ছি তোকে ছেড়ে। জানিস আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে জান? আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে জানিস? আল্লাহ সব কষ্ট কেন আমাদের দুজনের মাঝেই ঢেলে দিয়েছে রে রাউশি? আমরা তো কারও কোনো ক্ষতি করিনি।”
বলতে বলতে রাউশির হাত ধরে কেঁদে দিলো মেহরান। রাউশি শরীর ঈষৎ কেঁপে উঠলো। মেহরান পুনরায় বলা শুরু করলো,

“আমার ফিরতে দেরি হলেও আমি সুস্থ হয়ে ফিরবো রাউ। তুই আমার জন্য একটু কষ্ট করে অপেক্ষা করিস। জানিনা তুই কিভাবে থাকবি? আর আমিই বা কিভাবে থাকবো? তবে সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে সুস্থ হতে হবে তো নাকি? তুই সুস্থাবস্থায় থাকলে আমাকে হয়তো এই কথাটাই বলতি। ”
রাউশির হাতের উল্টোপিঠে গাঢ় চুম্বন আবারও এঁকে দিলো মেহরান।কিছুক্ষণ চুপ থাকার পর বলল,
“বেঁচে থাকলে আমাদের আবারও দেখা হবে একটি সুন্দর শুভক্ষণে। তখন তুইও সুস্থ থাকবি আর আমিও সুস্থসবল থাকবো। তোর কারণেও অন্তত আমি সুস্থ হওয়ার সম্পূর্ণ চেষ্টা করে যাব। আমার মেহেরজানের জন্য। তোর সাথে হাজারও স্বপ্ন বুনন বাকি। সেটা তো বুনতে হবে নাকি? আর যদি_”
থামলো মেহরান।বুক ভরে একটা শ্বাস নিলো।কোনোরকম কাঁপা গলায় বলল,

মেহেরজান পর্ব ৩৪

“আর যদি ওখানেই মারা যায়, আমার মৃত্যু সংবাদ শুনলে তুই মোটেও ভেঙ্গে পড়বি না। মনে রাখবি সবসময় মেহরান তোর আশেপাশেই থাকবে। তোকে ভালোবাসবে। আমি ছিলাম,আছি থাকবো শুধুই তোর একান্ত মেহরান হয়ে। শেষ একটাই কথা বলে যাচ্ছি। খুব ভালোবাসি জান। খুব বেশিই ভালোবাসি।”
আরেকবার রাউশির গালে চোখে মুখে চুমুখেয়ে উঠে দাঁড়ালো মেহরান। চোখ বুজে কষ্টের এক শ্বাস নিয়ে ছোট্ট করে বলল,
“আসি তবে, আমাদের আবারোও দেখা হোক।”

মেহেরজান পর্ব ৩৬