আপনাতেই আমি পর্ব ৭৫

আপনাতেই আমি পর্ব ৭৫
ইশিকা ইসলাম ইশা

রাত তখন প্রায় ১১ টা ৪৪।১২ টা বাজতে গেছে।নীর মনমরা হয়ে বসে আছে পড়ার টেবিলে।বার বার ফোনের দিকে তাকিয়েও কাঙ্ক্ষিত ব্যাক্তির ফোন এলো না।নীরের চোখ টলমল করে উঠল।এবার না পেরে কেঁদেই দিল।ঠিক তার ১০ মিনিট পর ফোন বেজে উঠল।রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কন্ঠ,

কি করছো???
নীর কান্না আটকে বলল,
কিছু না!!
কান্না করছ নীর!!!
নাতো!!!
কি হয়েছে?আমাকে বলো? বাসায় কেউ কিছু বলেছে!!
উঁহু!!
তবে!!
কিছু না!
বল না রে কি হয়েছে?
আপনি কেন আমার ফোন ধরেন নি!নীলয় এর সাথে আমি ইচ্ছে করে দেখা করিনি!
এক মিনিট!!আমি কখন বললাম কিছু!!!
কিছু বলেন নি!!সেটাই তো সমস্যা!!

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

নীর ব্যস্ত ছিলাম আমি!যাস্ট বাসায় এসে তোমাকে ফোন দিয়েছি!কি থেকে কি ভেবে বসে আছো তুমি!!
শুনুন!!!
জি ম্যাম!!!
আমি বিয়ে করব!!
বিয়ে করবে মানে!কাকে বিয়ে করবে!!
আপনাকে!!
তাহলে ঠিক আছে!!
তো কি ভেবেছিলেন??
ভুলেও অন্য কারো নাম মুখে আনলে এখুনি তুলে নিয়ে আসতাম!!
নীর মৃদু হাসল!!
নীর!!!
হুম!!
চলে আসো না বৌ হয়ে!!একা ভালো লাগছে না!!
নীর লজ্জায় লাল হয়ে ঝট করেই ফোন কেটে দিল।ইসসসস কি অবদার!!!এদিকে রায়ান সোফায় শরীর এলিয়ে মুচকি হাসলো। অজান্তেই মেয়েটার প্রতি ভীষণ মায়া কাজ করে রায়ানের!!

আমি কি সত্যিই আপনার সন্তান??(রিদি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে সে সরাসরি আমেনাকে প্রশ্ন করবে)
রিদির কথায় চমকে উঠে আমেনা বেগম।পেছনে ফিরে তাকায় রিদির দিকে।
কি হল!!! বলুন!!
আমেনা নিচু স্বরে বলে,
আমার গর্ভ থেকেই তো জন্ম!!!
এমনটা কি হতে পারে না!!আমি হয়তো ভুলক্রমে আপনার সন্তানের জায়গায় চলে এসেছি!!
আমেনা রিদির কথায় মলিন হাসল,
কেন?বলছিস এসব!!
কারন আমি জানতে চাই!আর কতো ক্ষতি করলে আপনি শান্তি পাবেন!!
কি বলতে চাইছিস!!!
নাটক করছেন!!নাটক!!বাহ!

কে সেই লোক যার সাথে আপনি কথা বলছেন!!কেন ক্ষতি করতে চাইছেন!কি পাবেন ক্ষতি করে? সত্যি বলুন তো কি চায় আপনার???
তোর কেন মনে হয় আমি তোর ক্ষতি করবো?
আমেনার কথায় রিদি হো হো করে হেসে উঠল,
হাস্যকর!! সত্যি হাস্যকর কথা বললেন আমেনা বেগম!!যেন আপনি জানেন ই না আপনি আদো কি ক্ষতি করেছেন!আমি যদি আপনার করা পাপের হিসাব গুনতে শুরু করি! তাহলে শেষ করতে পারব না!!এসব ড্রামা না করে সোজাসুজি বলেন কার সাথে কাল কথা বলছিলেন।
আমেনা বিরস মুখে বলে,
তীব্র তোকে ভালোবাসে খুব!!
রিদি কটমট করে বলল,
কথা ঘোরাচ্ছেন?
আমেনা একটু থেমে বলে,
তীব্র ভীষণ ভালোবাসে তোকে!!তোকে কেউ এতো ভালবাসবে কখনো আশা করি নি!!
রিদির চোখ ছলছল করে উঠলো। তবুও মুখে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলল,
আপনি কি আমাকে হিংসা করছেন??

আমেনা কিছুক্ষণ রিদির দিকে তাকিয়ে বলল,
হ্যাঁ!! হিংসা করছি!!তবে মা হিসেবে না!!নারী হিসেবে!মা হিসেবে…..
রিদি কটমট করে বলে,
মা হিসেবে বড়দোয়া করছেন?
আমেনা কিছু বলল না। চুপচাপ বসে পড়ল। শরীর যেন চলছে না!!রিদি বিরক্ত হয়ে বলল,
বলছেন না কেন??কে সে??
আমেনা একটু কড়া হুকুমে বলল,
বেরিয়ে যা!!

আপনাতেই আমি পর্ব ৭৪

রিদি আজ জেনেই ছাড়বে!!এমন ভঙ্গিতে কিছু বলার আগেই ফোন বেজে উঠে আমেনার।রিদি ফোনের দিকে তাকিয়ে দেখে কোন নামে সেভ করা নাই। কিন্তু আমেনা বেগমের চেহেরায় সুক্ষ্ম ভাজ পড়েছে!রিদি কিছু একটা ভেবে ঝট করে ফোন তুলে রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কন্ঠ।রিদি কন্ঠ শুনে থমকে গেল।অবাক দৃষ্টিতে চাইলো আমেনার দিকে। আমেনা বেগম নিরলসভাবে তাকিয়ে আছে রিদির দিকে।রিদির চোখ ভিজে টলমলে জল গড়িয়ে পড়ল চোখ থেকে।

আপনাতেই আমি পর্ব ৭৬