প্রেমঘোর পর্ব ২৪

প্রেমঘোর পর্ব ২৪
নার্গিস সুলতানা রিপা

সাদাদ এখনও নৌশিনের উপর শুয়ে আছে…………
কিন্তু দুজনেই স্থির,নীরব……..একে অপরকে জড়িয়ে পরম সুখে শায়িত হয়ে আছে এক সুখী দম্পতি………….
সময় নিজের গতিতে বয়ে চলছে……..রাত কেটে যাচ্ছে ধীরে ধীরে……সকালের সূর্যের আভা এখনও দেখা যাচ্ছে না…….এখনও কিছু সময় বাকী………ঘুম নেই এই মানব-মানবীর চোখে-ভালোবাসার কাছে মনে হয় রাতের ঘুমটুকু হার মেনে নিয়েছে……………………..

“কি হলো?উঠো…..”(নৌশিন)
“ওমমমম…….”(সাদাদ)
“কি ওম???উঠো এখন……”
“কেন?”
“কেন মানে?এভাবে আমার থাকবে নাকি সারা রাত?…..”
“হুম……..”
“কি বলছো!নামো খাটে শুয়….”

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

“কি রে বাবা এতক্ষণ কত কিছু করলাম আর তারপর কত মিষ্টি মিষ্টি আদর করলাম তারপরও যদি একটু শুয়ে থাকতে না দাও….ভালো লাগে না কিন্তু?”
“আমি কি শুয়ে থাকতে বারণ করেছি তোমায়!….বললাম যে খাটে শুয়…..”
“কাল কিন্তু আমি বলেছিলাম খাট শক্ত…..”
“খাট শক্ত কি করে হলো খাটের কাঠের উপর তো তুমি শুবে না শুবে তো ফোমের উপর আর ফোম শক্ত কি করে হলো??”

……..সাদাদ এতক্ষণ নৌশিনের গলার কাছে মুখ রেখে কথা বলছিলো এখন মুখ তুলে নৌশিনের চোখের দিকে তাঁকায়……”কি হয়েছে???”
নৌশিন সাদাদের মুখ দেখে মুচকি হাঁসে….”কি??”
“উঠতপ বলছো কেনো?”
“তো বলবো না?এভাবেই থাকবে?।।।।”
“হুম,থাকবো…..”বলেই সাদাদ আবারও নৌশিনকে জড়িয়ে ওর উপর শুয়ে পরে…….শুয়ে তো ছিলোই জাস্ট গলা টা তুলেছিলো আর কি….তাই আবার মুখটা নৌশিনের গলার কাছে রাখে……………..

“ঘুমবে না???”
“হুম…..”
“তাহলে খাটে শুয়ে পড়ো….আমি তো আর ফোমের চেয়ে নরম না যে আমার উপর ঘুমাতে হবে….”
“ফোমও তোর চেয়ে শক্ত….”
“কিহ্…..”
“হুম….রিয়েলি…..ইউ আর সো সফ্ট…….”
“ইশশশ…….কথা নাই কথা!।।।।”
“চুপ…..বেশি বকো কেনো?আমি যেটা বেলেছি সেটাই ঠিক……”
“তো তুমি নামো এখন,আমি ওয়াশরোমে যাবো…….”
“না…….”
“কি না?সরো তো…..”
“বললাম না চুপ……”

“আরে…..এভাবেই থাকবো?ফ্রেস হতে হবে না?……”
“ওফফ…কত ফ্রেস হওয়া লাগে তোর….এখনও তো চুলই শুকায় নি……হতে হবে না ফ্রেস…….”
“এই তোমার মাথা ঠিক আছে?চুল ভেজা তো কি হয়েছে আবার সাওয়ার নিতে হবে……সরো……”
“কেন সাওয়ার নিতে হবে?দু ঘন্টা আগে তো নিয়েছো…..”
“নিজে এতক্ষণ যেসব করেছেন তার জন্য…..”
“আবার করতে ইচ্ছে করছে…..একবারে ফ্রেস হয়ে নিও……..”

বলেই নৌশিনের গলায় চুমু দিতে লাগে…….নৌশিন গলায় হাত দিয়ে আটকানোর চেষ্ঠা করছে………”সাদাদ প্লিজ প্লিজ জান……আর না….উঠতে হবে আমায়….চার বেজে গেছে মনে হয়,দেখো ঘড়িতে…..”
“উফফফ….কি সমস্যা একটু আদরও করতে পারবো না শান্তিতে???কত বাজে????কি চাই তোমার….”
সাদাদের এমন মুখ দেখে নৌশিন হেঁসে ফেলে……
“বললাম ঘড়ি দেখো……”
“দেখতেছি……..”
সাদাদ পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে ৪.১৩ বাজে…….”মাত্র চার টা তেরো……সকাল হতে এখনও অনেক সময় বাকী….আমি আবারও ডুব দিতে চাই………”

“ইশ….শখ কত!এখন আমি উঠবো,সাওয়ার নিবো দেন নামায পড়বো দেন লম্বা একটা ঘুম দিবো…….”
“আর আমি এখন আদর করবো…….”সাদাদ আবার নৌশিনের গলার দিকে মুখ নিয়ে যায় চুমু খাওয়ার জন্য আর নৌশিন ওর মাথার নিচ থেকে বালিশ এনে ওর মুখের উপর দিয়ে দেয়………..
একটু বিরক্ত নিয়ে সাদাদ বলে “কি হলো এটা??”
“বেশ হলো এবার উঠো…আর আমাকে যেতে দাও…..”
“হপপপপ………”

নৌশিন নিজের মুখের উপর থেকে বালিশ টা সরিয়ে নেয়…..সাদাদের মুখের দিকে তাঁকায়…সাদাদ আগে থেকেই তাঁকিয়ে ছিলো তাই দুজনের চোখাচোখি হয়ে যায়…..”রাগ করে না….প্লিজ উঠো….ফ্রেস হয়ে একটু ঘুমাও……..”
“ঘুম আসলে তো!…….”
“আসবে কালও ঘুমাও নি…আমি রাতে দু ঘন্ঠা ঘুমানোর পরও দিনে অনেকক্ষণ ঘুমিয়েছি….আর তুমি দিনেও কাজের জন্য ঘুমাতে পারো নি……”
“আর একটু পর ছাড়ছি…..”
“চার টা তেরো বাজছে বললা…..আযান দিয়ে দিবে ৪.৪০ এর দিকে…..নামায পড়তে হবে তো……”
সাদাদ একটা দীর্ঘশ্বাস ফেলে……”বেড লাক!!”
“এই কিসের বেড লাক….শুধু রোমান্স করলেই হবে বাকীগুলোও দেখতে হবে সোনা…..”

“কি বললে???”
“কি বললাম…..”
“সোনা!!!!!”
“তো???”
“ভালো লাগলো….একদিন আমি এসএমএসে সোনা বলেছিলাম বলে রাগ করেছিলে তুমি…….”
“হুম…..তাতে কি??তখন আমার ভালো লাগতো না এখন আমি আমার বরকে যা খুশি তাই ডাকতে পারি….”
“আহ্….আই সি!…..আচ্ছা যাই হোক………একটা কথা না বললেই নয়…..”
“কি কথা???”
সাদাদ নৌশিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে জবাব দেয় “ইউ আর সো সেক্সি …….”
নৌশিন সাদাদের পিঠে জোরে খামছে ধরে….”এই ছিঃ…..কি বলছো এইসব….”
“যা সত্যি তাই বলছি……ইউ আর সো সেক্সি……আমি পুরো ই ফিদা হয়ে গেছি এই দু দিনে….এখন তো মনে হচ্ছে রোজ ই করবো…..”

“উনননননন…….সাদাদ, যাও কি সব বলছো?।।।।”
“আউউ…আস্তে খামচি দে না রে ভাই….পিঠ টা একদম শেষ আমার এতো জোরে খামচি দেয় নাকি মানুষ……”
“হুম দেয়….আমি আরও দিবো…..”….নৌশিন জোরে জোরে খামচি দিতে থাকে সাদাদের পিঠে……………
“হপপপ….আমিও কিন্তু শুরু করবো….”
“তাহলে কি আজে বাজে কথা বলছো তখন থেকে….?”
“কিসেরর আজে বাজে কথা জানেমন……তোমার তো পুরো শরীরে মধু ছিটিয়ে রাখা আমার মতো মৌমাছি যে খেয়ে শেষ তো দূরের কথা এখনও এক অংশও বোধহয় শেষ করতে পারি নি……তাই আর কি…..”

“সাদাদদদ……..”
“রোজ রাজি তো???”
“যা….কি সব বলছো তুমি??”
“ওকে রোজ করলে আবার তুমারও প্রব আর আমারও…….যাও ইজি করে দিই,রোজ সবটা করতে হবে না বাট আমায় আদর করতে দিতে হবে রোজ……..আর রোজ কি বলছি আমার যখন মন চায়….চাইলে প্রতিটা সেকেন্ডও…..”
“ধ্যাত…….সরো না প্লিজ…..”
“এতো লজ্জা থাকে কোথায়??সব তো দেখে নিলাম,তেমার সারা শরীরে আমার ঠোঁটের ছোঁয়া লেগে আছে…..স্পর্শ কাতর জায়গায় জিহ্বার লেহন আর…….”…..কথাটা শেষ করতে না দিয়েই নৌশিন সাদাদের মুখে হাত দিয়ে আটকে দেয়……………..
“চুপ……”
সাদাদ হাতটা সরিয়ে নিয়ে বলে “হাত টাও না সেই রকম মিষ্টি….বাট বুক টা সবচেয়ে…..”
নৌশিন লজ্জায় রাঙা হয়ে গেছে একদম……
“প্লিজ সেক্সি লেডি এভাবে লজ্জা পেও না।।।।লাল হয়ে যাও পুরো আমার কামড়ে দিতে ইচ্ছে করে……”
“যাহ্ কি সব ভাষা বলছো তখন থেকে……”

“আমার বউকে আমি বলছি…..আমার বউ কি সানি লিওনির মতো বাজে টাইপ নাকি যে লোকে বলবে??আমার বউ পবিত্র যার সেক্সি উপমা টা শুধু সে আমার জন্য রেখেছে…….”
“সাদাদ তুমিও না পারো বটে….এখন প্লিজ উঠো।।।।”
“হুম…..মহারানী উঠতে তো হবেই আপনি যা নাছোরবান্দা…..তবে একটা আন্সার দিতে হবে…তার পর উঠছি??”
“কিসের আন্সার দিবো….”
“কোয়েস্চেনের…..”
“কি প্রশ্ন??করো…….”
“আমার থেকে তুমি কি পুরো সুখ পাচ্ছো??আই মিন আমি তোমাকে পুরোপুরি তৃপ্তি দিতে পারছি তো???….”
নৌশিন এতক্ষণ সাদাদের মুখের দিকে তাকিয়ে ছিলো কিন্তু সাদাদের এমন প্রশ্নে লজ্জা পেয়ে অন্য দিকে ফিরে তাঁকায়……..
“কি হলো??আন্সার কোথায়….”

নৌশিন নিশ্চুপ…..কি বলার আছে তার সাদাদ যে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ তৃপ্ততা এনে দিয়েছে…….এই কথাটা কি মুখ ফোঁটে বলা যায় এতো সহজে হাজার হোক মেয়ে তো……….
“আই সি….এতো লাজুক…..বেশ!আন্সার মুখে বলতে হবে না…..কোনো ভাবে বুঝিয়ে দাও……….”
সাদাদ নৌশিনকে আলতো করে ধরে রেখেছে বেশি ভর দিয়ে রাখে নি এখন নৌশিনের শরীর উপর………….
নৌশিন কিছুক্ষণ চুপ করে থাকলেও পরক্ষণে সাদাদকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়িয়ে দেয় আর নিজে সাদাদের উপর শুয়ে সাদাদে দুগালে শক্ত দুহাত দিয়ে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়……
শুধু চুমু নয় নৌশিন সাদাদের ঠোঁট এমন ভাবে চুষে নিচ্ছে যে এক সময় সাদাদের জিহ্বাও চুষতে শুরু করে…..সাদাদ ই বা কতক্ষণ সহ্য করবে সে ও নৌশিনের পিঠে আকড়ে ধরে শুষে নিতে থাকে নৌশিনের ঠোঁটের সবটুকু মিষ্টতা……….

সময় পার হয়ে যাচ্ছে……..এতক্ষণ সাদাদকে যে নৌশিন তাড়া দিচ্ছিলো নিজের উপর থেকে সরে যাওয়ার সে এখন সাদাদের উপর শুয়ে মধুর বিষে মরার মতো কাতরাচ্ছে……………..
আযান শেষ হয়ে গেছে প্রায় মিনিট দশেক আগেই…..ক্লান্ত নৌশিন হাঁপিয়ে উঠেছে-ধপাস করে সাদাদের উপর থেকে সরে বিছানায় গাঁ এলিয়ে দেয়……..সাদাদও হাঁপাচ্ছে….
যেভাবে দুজন পাগলের মতো এক আরেক জনের ঠোঁট চেপে ধরেছিলো হাঁপানোর ই কথা….দম নেওয়ার সুযোগ তো লাগতো অবশ্যই…………..

সাদাদ শুয়ে থাকতে থাকতেই শরীর উপর থেকে চাদর সরিয়ে দিয়ে পাশে থাকা টাওয়েল টা প্যাঁচিয়ে নিয়ে নেমে যায় খাট থেকে………ক্লান্ত সাদাদ খেয়াল করে নি যে নৌশিন খাট থেকে নেমে পড়েছে….তখন বুজতে পারে যখন,
নৌশিন ওয়াশরোমের দিকে এক পা বাড়িয়েই আবার পেছন ফিরে তাঁকিয়ে বলে…..”আশা করি পেয়েছেন আপনার উত্তর……”

প্রেমঘোর পর্ব ২৩

…..সাদাদ বালিশ থেকে মাথা উঁচু করে তাঁকায় নৌশিনের দিকে……নৌশিন মুচকি হেঁসে ওয়াশরোমে চলে যায়………..
আর সাদাদও নৌশিনের চলে যাওয়ার দিকে তাঁকিয়ে তৃপ্তির হাঁসি হেঁসে আবারও গা বিছিয়ে দেয় বিছানায়…………..

প্রেমঘোর পর্ব ২৫