প্রিয় বেগম পর্ব ২৮

প্রিয় বেগম পর্ব ২৮
পুষ্পিতা প্রিমা

অপরূপা দ্বিধাগ্রস্তের মতো চেয়ে রইলো। কি করবে এখন সে? পেছনে সম্রাট। যার কাছে সে ধরা পড়তে চায় না এই মুহূর্তে। আর সামনে তার মৃত্যু। এই সন্ন্যাসীরা মূলত শুধুই সন্ন্যাসী নয় সন্ন্যাসীরা একটা যুবতী মেয়েকে তাদের সাথে আটকে রাখবে এটা সম্পূর্ণ অযৌক্তিক। তাদের কাজ যুদ্ধবিগ্রহ নয়। সন্ন্যাসীরা মূলত যুদ্ধ বিগ্রহ থেকে দূরেই থাকে। তারা সারাক্ষণ ধ্যান জ্ঞানে মগ্ন থাকে। সন্ন্যাসী আবার পাশাপাশি যোদ্ধা শব্দদুটো অপরূপার কাছে কেমন বেমানান ঠেকেছিল প্রথম থেকেই। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। অপরূপা তাদের উদ্দেশ্য বুঝতে পারলো প্রায় তিন সপ্তাহ পার হয়ে যাওয়ার পর।

তখন মহিলাদুটোর সাথে গভীর বনের ভেতরে পাখি শিকারে যেত সে। মাঝেমাঝে ভাগ্য সুপ্রসন্ন হলে হরিণ ছানাও শিকার করতো। পুরুষ লোকগুলো অন্যত্র যেত বৃদ্ধ লোকটার আদেশে। অপরূপা তখন ধনুক থেকে তীর ছুঁড়ে পাখি শিকার রপ্ত করে ফেলেছে । পাহাড়ের পাদদেশে ঝর্ণার পানিতে চিংড়ি ধরা, লেক থেকে বড়শীতে মাছ তোলা সব রপ্ত করেছে ওদের দেখে দেখে। ঘোড়ার লাগাম ধরে ছোটা তখনও অতটা সহজ ছিল না। টানা দু সপ্তাহ ধরে ঘোড়ার পিঠে চড়ে লাগাম টানলেও বেশিদূর যেতে পারলো না সে। ঢলে ঢলে পড়ে গেল। হাতের পেশি লাগামের ভার সইতে পারে না যার ফলে লাগাম ছুটে যায়। আর সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে বন্য ঝোপঝাড়ে। হাত পা ছিলে যায়। পা মচকে যায়। সে চিৎকার করে কেঁদে ওঠে মুক্তি চাই তাদের কাছ থেকে। তার দুঃখে গলে না বরঞ্চ তার অদক্ষতায় রুষ্ট হয়ে উঠে মহিলাগুলো। তার দুঃখ-কষ্টে তাদের কিছুই যায় আসে না। বরং সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে টেনে হিঁচড়ে তুলে আবারও ঘোড়ার পিঠে তুলে লাগাম ধরিয়ে দিয়ে বলে,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

‘তোমার খাবার তোমাকেই শিকার করতে হবে।
নয়ত অভুক্ত থাকো। ক্ষিদেয় মরো।’
ক্ষুধার তাড়নায় অপরূপাকে লাগাম টেনে ছুটতে হয়েছে বনেবাদাড়ে। জীবনে একটা পিঁপড়ে মারতে যে মেয়েটি ভয় পেত, শতবার ভাবতো তাকে নিজের প্রাণ রক্ষার নিমিত্তে ধনু ছুঁড়তে হয়েছে বন্য হিংস্র পশুর দিকে। পালা দিয়ে ছুটতে হয়েছে ঘোড়ার পিঠে চড়ে। কি দূর্বিষহ সময়ের মধ্যে দিয়ে গেল একমাত্র সে-ই জানে। কখনো কখনো মনে হয়েছে ওই মহলে থেকে গেলে ভালো হতো। অন্তত এত আঘাত সহ্য করতে হতো না। ক্ষিদের তাড়নায় জন্তু জানোয়ারের সাথে লড়তে হতো না। এই ভয়ংকর অদ্ভুত মানুষগুলোর সাথে থাকতে হতো না।

বৃদ্ধ লোকটা যখনি আগুন ধরায় ধোঁয়ায় কালচে হয়ে উঠে গুহার প্রবেশ পথটা। কুন্ডলী পাকিয়ে ধোঁয়া উপরে উঠতে থাকে। বনজঙ্গলে ছড়িয়ে পড়ে সেই ধোঁয়ার কালিমা। চারপাশে ঘোর অন্ধকার, শাঁ শাঁ বুনো বাতাসের মাঝে কালো কালো ধোঁয়া, বন্য পশুদের ডাক, গর্জন। সাথে তাদের অদ্ভুত শব্দে পঠিত তন্ত্র মন্ত্র আর পশুর হাঁড়গুড় নিয়ে আগুনের কুন্ডলীর চারপাশে নাচানাচি দেখে অপরূপা ভীত হয়। সকাল সন্ধ্যা রাতে তাঁবুর ভেতরে চুপচাপ বসে তাদের তান্ডবলীলা দেখতে থাকে।

প্রায় সময় বন্য শূকর এসে হামলা করে তাঁবুতে। রাতের বেলা সজাগ থাকতে হয়। ঘুম আসে ভোরে। ততক্ষণে আর ঘুমাবার জোঁ নেই। মাংস পোড়া গন্ধে ছেয়ে যায় চারিদিকে। অনিদ্রায়,কঠোর পরিশ্রমে,বারবার আঘাতে আঘাতে, বর্তমান আর ভবিষ্যৎ চিন্তার মর্মাঘাতে অপরূপার নরমতরম কোমল মন শক্ত হয়ে উঠে। বাঁচতে হলে তাকে এখান থেকে পালানোর পথ খুঁজতে হবে। এভাবে বাঁচা যায় না। ভয় পেয়ে, কেঁদেকেটে এদের সহানুভূতি অর্জন করা সম্ভব নয়। বরং সে কান্নাকাটি করলে তারা তার খাওয়া বন্ধ করে দেয়। তাই সে আর ভাঙলো না। ভয় নামক জিনিসটি তলানিতে ঠেকলো ধীরেধীরে।

অপরূপা গোসল সাড়তো ঝর্ণার জলে। ওই লোকগুলো চাউনি লোভাতুর ছিল তাই সে সবসময় সতর্ক থাকতো। সব জায়গায় সে ঘোড়াটিকে নিয়ে যেত। ঘোড়াটির নাম দিয়েছিল সে টিংটিং। তার প্রিয় বন্ধু। তার প্রতি মনিবের অত্যধিক যত্নশীলতায় সে মনিবকে অল্প দিনেই ভালো করে চিনে ফেলেছে। ভালোবেসে ফেলেছে।
অপরূপা দেখলো তার নির্দেশমতো চলতে শুরু করেছে টিংটিং। তাকে দেখামাত্রই শূন্যে পা তুলে নেচে উঠে আনন্দে। তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিলেই অপরূপার কাঁধে মুখ ঘষে আনন্দ জানান দেয় সে। অপরূপা তার গলা জড়িয়ে ধরে আদর কাটে। বিষাদময় জীবনে এত ভয়ংকর মানুষগুলোর মধ্যে টিংটিং তার প্রিয় বন্ধু হয়ে উঠলো। ভরসাস্থল হয়ে উঠলো। যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। টিংটিংকে পেয়ে ভেতরে ভেতরে অপরূপা সাহস সঞ্চয় করলো । লাগাম ধরা আরেকটুখানি মজবুত হয়ে এলেই সে টিংটিংকে নিয়ে পালিয়ে যাবে তাই নানানভাবে পালানোর পথও খুঁজতে লাগলো ফাঁকেফাঁকে। যখন সে কাজে বেরোয়।

চার সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেই যখন তার লাগাম ধরা শক্ত হলো। তখন সকলের জন্য পাখি শিকারের দায়িত্বটা তার কাঁধে এসে পড়লো। কারণ জানতে চাইলে বৃদ্ধ লোকটি হুংকার ছেড়ে বলল, তাকে প্রশিক্ষিত করা হয়েছে কাজে লাগার জন্য। যাতে তারা তাদের কাজে মগ্ন ঘাকতে পারে আর অপরূপা খাবার যোগাড় করে এনে দিতে পারে। তার পেছনে দুজন শুধু তার পাহাড়ারত অবস্থায় থাকবে। কাজ তাকেই করতে হবে।

সকাল বিকাল দুপুরে বনেবাদাড়ে ঘুরে অপরূপা পাখি শিকার করে আনে। এবং মনোরঞ্জনের চেষ্টা করতে থাকে। ফলস্বরূপ কোনো উন্নতি দেখতে পায় না সে। বরঞ্চ এই কাজ সেই কাজ তাকে দিয়ে করানো হয়। কোনো উপয়ান্তর না দেখে সেও তাদের আদেশ পালন করতে থাকে। মাঝে মাঝে ভাবে যদি শেরহাম সুলতান ভুল করে হলেও এই পথে চলে আসতো তাকে খোঁজার জন্য? তার ধ্বংস জেনেও চলে যেত সাথে। শেহজাদ সুলতান তো আসবেন না। তাই শেহজাদের কথা ভাবতে চাইলো না সে। উনি তাকে ভালোবাসে কথাটা তার বিশ্বাস থেকে সেদিনই উঠে গেছে। হয়ত এটাও শেরহাম সুলতানের একটা মিথ্যে। কিন্তু খোদেজার কথাগুলোও ভাবালো তাকে। মহামতি সম্রাট তাকে ভালোবাসে এটা কেমন হাস্যকর ঠেকে আজকাল তার কাছে। উনার ভালোবাসার পেছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল?

সে ভালোবাসা ছাড়া বাঁচতে শিখে যাবে একদিন। এই লোকগুলোর মতো বলতে ইচ্ছে করে ভালোবাসা মনুষ্যজাতির একটা রোগ। তারা সেই রোগ পালন করতে ভালোবাসে। অপরূপা সেই রোগে আর আক্রান্ত হবে না। কিছুতেই না। শেহজাদ সুলতানকে তো ভুলেও না। অমন নিঠুর মানুষদের প্রতি আজন্ম বিষাদ জমে গেছে তার। তারা দুই ভাই ভালোবাসার সংজ্ঞাটাকে কুৎসিত বানিয়ে ফেলেছে। অপরূপা আর মাথা নত করবে না ওই ভালোবাসার কাছে। প্রাণ থাকতে ভুলেও না।

পালানোর পথ খুঁজতে একদিন ভুলপথে হারিয়ে গেল সে। টিংটিংকে নিয়ে ছুটতে ছুটতে পাহাড়ের উপরে উঠে গেল। যেতে যেতে বহুদূরে চলে গেল। দেখলো সেখান হতে নীচের লেকটা দৃশ্যমান। লেকটাকে ঘিরে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। মাথার উপর খোলা আকাশ।
সে যেখানে আছে তার আশেপাশে আগরবাতির সুগন্ধি, নানানরকম ফুলগাছ। এখানে কি কোনো মানুষ থাকে? অপরূপার কৌতূহল হলো। সে আরও খানিকটা পথ এগোতেই দেখতে পেল একটি বিশাল পাথরের উপর জায়নামাজে বসা মোনাজাতরত এক সাদা জোব্বা পড়া বৃদ্ধ। বুক অব্দি লম্বা সাদা দাঁড়ি, লম্বা গোঁফ, সাদা চুল, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ী, গায়ে চাদর, হাতে তজবী ঝুলছে। পাশেই কিছু ফলমূল রাখা, সাথে একটা চাকু, মাটির কলস, একজোড়া চামড়ার জুতো, ধনুক ইত্যাদি ইত্যাদি।

অপরূপা টিংটিংয়ের পিঠ থেকে নেমে গিয়ে রশি ধরে টেনে এগিয়ে গেল মানুষটার দিকে। বৃদ্ধ ঘাড় ফিরিয়ে দেখলেন নীল রঙের লম্বা ঘেরুয়া পোশাকে, সাদা রঙের ঝালরবৃত হিজাব পরিহিত একটি মেয়ে কৌতূহলী চোখে ডানেবামে তাকিয়ে এগিয়ে আসছে। সাহসী,সুকন্যাকে উনি দেখে বিস্মিত চোখে চেয়ে রইলেন। অপরূপা টিংটিংকে গাছের সাথে বেঁধে বৃদ্ধ’র কাছে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, ‘সালাম হুজুর। আমি অপরূপা। খাবারের খোঁজে বেরিয়েছি।’
বৃদ্ধ ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে অপরূপার মাথায় হাত রেখে বললেন,

‘তুমি কি বন্দিনী? ‘
‘কিভাবে জানতে পারলেন?
‘বন্দিনী ছাড়া এদিকে একা একটা মেয়ে এসময় কেন কিভাবে আসবে?’
অপরুপার মনে হলো এই মানুষটা তাকে সাহায্য করতে পারে। তাই সবটা উনাকে খুলে বললো। বলার পর বৃদ্ধ লোকটি জানালো তার মৃত্যু সন্নিকটে। যাদের হাতে সে বন্দী হয়েছে তারা পিশাচের পূজো করে। চাঁদ ডুবে গিয়ে অমাবস্যা নামলেই তাদের প্রয়োজন পড়বে সুন্দরী, রূপবতী, শক্তিশালী,সাহসী,তেজস্বী এক যুবতীর মুন্ডু। তাহলে তাদের শক্তি বৃদ্ধি পাবে। অপরূপাকে প্রথম দেখায় উনার এমনটা সন্দেহ জেগেছিলেন। উনাকে লোকায়তে মানুষ আলী হুজুর নামে চিনতেন। অনেক বছর যাবত এই পাহাড়ে আছেন উনি। উনার ভৃত্য দুটি হাতুড়ি দিয়ে কিছু একটা ভাঙতে ব্যস্ত। উনি আরও জানালেন যে উনার কন্যা এই অশুভ কাজের সাথে লিপ্ত হওয়ায় উনি কন্যাকে অভিশাপ দিয়ে এই পাহাড়ে চলে আসেন। আজও তিনি সেই অশুভ শক্তির ধ্বংসের ধ্যানে মগ্ন থাকেন। তাই বিপদ-আপদের আশঙ্কা পান।

সবটা শোনার পর অপরূপা আঁতকে উঠলো। মৃত্যুভয় তাকে গ্রাস করলো। এখন তার উদ্দেশ্য একটাই । পালানো। যে করেই হোক পালাতে হবে। আর কিছু চায় না সে। একটি শিশি বাড়িয়ে দিয়ে বৃদ্ধ বললেন এই শিশির পানিটুকু তাদের খাবারে মিশিয়ে দিলে তারা কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে যাবে।
অপরূপা শিশিটি তার কোমরের পুটলিতে বেঁধে নিল। কৃতজ্ঞতা জানালো। খেয়াল করলো ঘোড়ার পায়ের আওয়াজ আসছে। বৃদ্ধ বললো
‘তুমি দ্রুত যাও এখান থেকে। আমার সাথে দেখলে ওরা তোমাকে সন্দেহ করবে। তোমাকে হাতে পায়ে বন্দি করার চেষ্টা করবে। ‘

অপরূপা টিংটিংকে নিয়ে পালিয়ে গেল। তার পরের দিন ভোররাতে স্পষ্ট সেকথা শুনতে পেল সে তাদের মুখে। সে ঘুমের ভান ধরে শুয়েছিল তাঁবুর ভেতর। সেই ভয়ংকর বৃদ্ধ লোকটা এও আদেশ দিল যে তাকে এখন থেকে বেশিবেশি করে খাওয়াতে হবে যাতে স্বাস্থ্য ভালো হয়। দেখতে আরও লাবণ্যময়ী হয়ে উঠে।
অপরূপা মনেমনে পণ করলো আজই পালাবে। তারপর শিকারের উদ্দেশ্য বেরিয়ে তার পেছনে পাহাড়ারত মহিলাদুটোকে অজ্ঞান করার পরিকল্পনা সাজালো। ক্ষিদের বাহানায় বন্য গাছের ডাঁসা পেয়ারা পেড়ে নিয়ে গাছতলায় বসলো। সেই পেয়ারায় শিশি থেকে বের করা পানীয়টি মাখিয়ে দিয়ে খেতে দিল। মহিলাগুলো পাখি দেখতে ব্যস্ত ছিল বিধায় অপরূপার সুযোগ হলো। অবিশ্বাস্যর মতো কাজ করলো পানীয়টি। মহিলাদুটো পেয়ারা অর্ধেক খাওয়া শেষ করার আগেই যেখানে ছিল সেখানে ঢলে পড়লো।

আর সুযোগ বুঝে অপরূপা টিংটিংকে নিয়ে পালিয়ে এল। সেই ভরদুপুর থেকে ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে এখন প্রায় রাত। সে আর টিংটএ ক্লান্ত হয়ে নেমে পড়েছিল। কিন্তু এমন পরিস্থিতিতে পড়বে বিলক্ষণেও তা ভাবেনি।
শেহজাদের মুখ ঢাকা ছিল না আজ। ঘোড়ার লাগাম ধরে মুখ ঢাকা সৈন্যগুলো আর সামনে তাদের পিছু করে দাঁড়ানো লম্বাচুলো যুবতী অশ্বারোহীর হাবভাব বুঝার চেষ্টা করলো সে। এই সৈন্যগুলো নিশ্চয়ই ডাকাত? তারা রূপার খোঁজ দিতে পারবে কিন্তু সামনের কন্যাটি কে? কি তার পরিচয়?
রূপনগরের সম্রাটকে কে না চেনে। সন্ন্যাসীরূপী যাদুকরগুলিও চিনতে পারলো শেহজাদকে। চির অবিচল শেহজাদের চৌকস চাহনি দেখে তারা ভড়কে গেল। এ কেমনে বিপদে পড়ে গেল? মেয়েটা যদি সব বলে দেয়?
অপরূপা ততক্ষণে টিংটিংয়ের পিঠে চড়ে বসেছে। লাগাম টান দিতে যাবে তার আগেই শেহজাদের ভারী কন্ঠস্বরটি ধমকের সহিত ভেসে এল।

‘ কারা তোমরা? মুখোশ খোলো। নইলে আঘাত করব। ‘
প্রশ্নটিতে ভড়কে গেল দু’পক্ষই। অপরূপা বিচলিত হয়ে পড়লেও জেদ বজায় রাখলো। ফিরলো না। না মুখ থেকে কাপড় সরালো।
একজন বলে উঠলো,
‘ আমরা সন্ন্যাসী হুজুর। এই কন্যাটি আমাদের ঘোড়া নিয়ে পালাচ্ছে। ‘
অপরূপার ভয় হলো এবার। সত্যিই তো!
টিংটিং তো তার ঘোড়া নয়। কিন্তু টিংটিংকে ছাড়া সে থাকবে কি করে? বড্ড একা হয়ে যাবে। টিংটিং ও তাকে ছাড়া কিভাবে থাকবে। না সে টিংটিংকে ছাড়বে না।
‘সত্যিই কি ঘোড়াটি নিয়ে পালাচ্ছেন আপনি?’
কথাটা অপরূপার উদ্দেশ্যে বলেছে বুঝতে পেরেও অপরূপা চুপ করে থাকলো। সে কথা বললেই যদি কন্ঠস্বর চিনতে পারেন উনি? নাহ সে কথা বলবে না।

অপরূপা লাগাম টেনে টিংটিংকে নিয়ে শেহজাদ আর তার দলবলদের পাশ কাটিয়ে ছুটে গেল। চোখের পলকেই ঘটনাটি ঘটলো তাই সন্ন্যাসীরূপী লোকগুলো অপরূপার পেছনে ছুটলো। শেহজাদ পেছনে ফিরে দেখলো যুবতী ছুটতে ছুটতে চাঁদের আলোর আবছা অন্ধকারে নাই হয়ে গেল।
কাশিমকে আদেশ দিয়ে ঘোড়ার ঘুরিয়ে সেইপথে ছুটে গেল শেহজাদ। সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরপরই সবার চক্ষু ছানাবড়া।
চাঁদের আলোয় ফকফকা হয়ে আছে জায়গাটা। ওই দূরে নদীর কলকল ধ্বনি ভেসে আসছে। গাছের পাতা শনশন বাতাসে দুলছে।
একের পর তীর বিঁধে রয়েছে সৈন্যগুলোর হাতে পায়ে। নীচে ধরাশায়ী অবস্থায় পড়ে রয়েছে তারা।
যন্ত্রণায় সবাই কাতরাছে। শেহজাদ ঘোড়ার পিঠ থেকে নেমে সেখানকার একজনের পোশাক টেনে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলল,

‘ তোমরা ডাকাত? স্বীকার করো। নয়ত প্রাণ রাখবো না। ‘
ততক্ষণে শেহজাদের সৈন্যরা ঘিরে ফেলেছে সবাইকে। একজন কাতর স্বরে বলে উঠলো,
‘ আমরা ডাকাত নই হুজুর। ডাকাত নয়। আমাদের প্রতি সদয় হোন। প্রাণ ভিক্ষা দিন। আমাদের ঘোড়া চায় না। ‘
বহু অনুনয় বিনয়ের পর শেহজাদ তাদের ছেড়ে দিল উপযুক্ত কোনো কারণ না পেয়ে। আর বেশিক্ষণ থাকলে যন্ত্রণায় তারা মারা পড়বে। জান বাঁচা ফরজ হয়ে উঠেছে এখন। তাই তাদের ছেড়ে দিল সে।
পরক্ষণে গুনগুন কান্নার শব্দ ভেসে এল দূর থেকে। শেহজাদ কপাল ভাঁজ করে তাকাতেই কাশিম এসে বলল,
‘ সাহেব ঘোড়ার কাঁধে মাথা রেখে কাঁদছে সেই কন্যাটি। নিশ্চয়ই তার ঘোড়াটি আঘাত পেয়েছে। সৈন্যদের তীর ঘোড়ার গায়ে লেগেছে হয়ত। ‘

শেহজাদ কৌতূহলী পায়ে এগিয়ে গেল। ঘোড়া আর মেয়েটির নিকটে পেছনে গিয়ে দাঁড়াতেই আচম্বিত মেয়েটি দাঁড়িয়ে ধনুক তাক করে ফিরলো তার দিকে। বলল,
‘ প্রাণ নিয়ে নেব আরেক পা এগোলে’।
শেহজাদকে দেখে সাথেসাথেই স্তব্ধ হয়ে গেল সে। শেহজাদ লক্ষ করলো তার কান্নারত চোখদুটো দিয়ে আগুন বর্ষণ হচ্ছে। ঘোড়াটি নিশ্চয়ই তার খুব প্রিয়?
চাঁদের নরম আলোয় দু-জোড়া শান্ত চাউনির মিলন ঘটলো খুব কাছ থেকে। অপরূপার হাত কেঁপে উঠলো। শেহজাদ এসে দাঁড়াবে তা ভাবেনি সে। শেহজাদ কুঞ্চিত কপালে অধিক কৌতূহলী হয়ে তাকিয়েই রইলো। কপালের উপর তার এলোমেলো হয়ে আসা চুল অবিন্যস্ত ভাবে পড়ে রয়েছে। শ্বেতশুভ্র বিবর্ণমুখ আর পিঙ্গলবর্ণ ক্লান্ত চোখদুটিতে কতগুলো নির্ঘুম রাতের স্পষ্ট ছাপ!

মহামতি সম্রাট শেহজাদের এ কেমন পরিণতি হয়েছে!
অপরূপা ধীরেধীরে তীর সরিয়ে পেছনে ফিরে ছুটবে ঠিক তখনি তার মাথায় প্যাঁচানো ওড়না খপ করে ধরতেই খুলে এসে হাতের মুঠোয় বন্দী হলো। টান বেশ জোরে দেয়ায় অপরূপার একঝাঁক কালো চুল ঝপাৎ করে ঝাঁপিয়ে পড়লো পিঠে। কবরীটি কোথায় যেন পড়ে গেল। পা জোড়া থমকে গেল তার। শেহজাদ ওড়নাটি হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে চাপা গলায় ডাকলো,
‘রূপাহ!!’

ক্রোধিত চোখে ফিরে তাকালো অপরূপা। সেই রাগ, ক্রোধ, ক্ষোভ ভোজবাজির মতো এক নিমেষেই মিলিয়ে পিঙ্গলবর্ণ চোখদুটির সাথে দৃষ্টি মিলন হতেই। শেহজাদের হাত থেকে চট করে ওড়না কেড়ে নিতে যেতেই শেহজাদ ওড়নাটি তার গায়ে জড়িয়ে ধরে তাকে কাছে টেনে এনে দু বাহু ঝাঁকিয়ে ফ্যাঁসফ্যাঁসে রুক্ষ গলায় ধমকে বলল,
‘ কোথায় ছিলে তুমি? খোদার কসম এই একমাসে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি। এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমাকে দেখেও পালাচ্ছ? কেন? উত্তর দাও রূপা।

প্রিয় বেগম পর্ব ২৭

ধমকে অপরূপা কেঁপে উঠলো। স্থির চেয়ে রইলো ক্রোধের অনল ঝড়ে পড়া চোখদুটোর দিকে। মনে হলো সম্রাটের এই অবস্থার জন্য সে দায়ী। চোখের কাতরতা, মুখের ব্যঞ্জন, কন্ঠের শীতলতা তাকে আবারও কোনো এক অদৃশ্য মায়ায় শান্ত করিয়ে দিয়েছে। দেখানোর মতো রাগ, ক্রোধ, ক্ষোভ কিছুই সে খুঁজে পাচ্ছে না। আবারও সর্বনাশী গ্রাসে সে তলিয়ে যাচ্ছে।

প্রিয় বেগম পর্ব ২৯