উত্তল তরঙ্গ পর্ব ৩৫
দিশা মনি
নেহা তার বড় আব্বুর সাথে দেখা করে রুমের বাইরে আসলো। নিয়া বাইরে বসেছিল। আরাভ ঠিক নিয়ার পাশেই। আরাভের চোখমুখ শক্ত। একটু পর বিপাসা চৌধুরী ছুটে এসে নেহাকে বললেন,
“তোর বড় আব্বু তোকে কি বলল নেহা? উনি সুস্থ হয়ে যাবেন তো?”
“আল্লাহর উপর ভরসা রাখো বড় আম্মু। উনি ঠিকই সুস্থ হবেন।”
নেহা তার বড় আম্মুকে জানালো না আজমাইন চৌধুরীর জীবনের কালো অধ্যায়ের গল্প। কোন স্ত্রীর পক্ষেই যে এসব মেনে নেয়া সম্ভব না। আরাভ হঠাৎ করে উঠে দাঁড়িয়ে নেহার কাছে এসে বললো,
“আমার সাথে একটু চল, তোর সাথে জরুরি কথা আছে।”
নেহা মাথা নাড়িয়ে চলল আরাভের সাথে। একটু দূরে যেতেই আরাভ নেহার হাত ধরে কান্নায় ভেঙে পড়লো। নেহা অবাক হলো। আরাভ নেহার পায়ের কাছে বসে পড়ে বলল,
“আমি জানি না, তোর কাছে কিভাবে ক্ষমা চাইব। শুধুমাত্র আমার আব্বুর করা অন্যায়ের জন্য তোর পুরো জীবনটা ন*রকে পরিণত হলো।”
আরাভকে টেনে তুললো নেহা। তার কাধে সান্ত্বনার হাত বুলিয়ে দিয়ে বলল,
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
“তুমি এভাবে কেঁদো না আরাভ ভাই। যা হবার তা হয়ে গেছে৷ আমি সবটাকে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছি।”
“কিন্তু আমি যে মানতে পারছি না নেহা। বিনা অপরাধে তোকে এত গুলো বছর এত কষ্ট সহ্য করতে হলো।”
“অতীতের কথা বলে আর লাভ নেই। আমি মানিয়ে নিয়েছি সব। তুমি শুধু আমার একটা কথা রাখো, বড় আম্মু বা নিয়া ওদের এসব কিছু বলো না। এটাই অনুরোধ থাকবে। আমি চাই না, এই বয়সে এসে বড় আম্মু বড় আব্বুর অতীতের এসব কথা জানুক।”
“ঠিক আছে, বলবো না। কিন্তু তার আগে তুই আমায় বল, কে সেই জানোয়ার যে তোর সাথে এত অন্যায় করেছে। আমি ওকে জ্যান্ত পুড়ে মারব।”
“নিজেকে সামলাও আরাভ ভাই। ওনাকে শাস্তি আইন দেবে। তোমায় আইন নিজের হাতে তুলে নিতে হবে না। আর সেই ব্যবস্থা আমি করবো। শুধু বড় আব্বুকে একবার সুস্থ হতে দাও।”
“তুই একা কিভাবে সব করবি?”
“এই লড়াই টা আমার একার। আমার একাই ঐ শয়তানটার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে। সাহসের সঞ্চার করে সেই সব প্রমাণ তুলে ধরতে হবে সবার সামনে।”
“তুই একা নস নেহা। তোর আরাভ ভাই সব পরিস্থিতিতে তোর পাশে আছে।”
আরাভের এই কথায় ভরসা পায় নেহা।
আজকেও স্কুলে নিয়াকে দেখতে পায় নি। এই ঘটনায় ভীষণ তিতিবিরক্ত সে। টানা তিন দিন সে নিয়াকে স্কুলে অনুপস্থিত দেখছে। আহিরা টিফিন টাইমে ক্লাস রুমে বসে টেবিলে জোরে একটা ঘুষি মে*রে বলে,
“নাহ, এবার ঐ আন্টির সাথে আমায় যেকোনো ভাবে দেখা করতেই হবে। নাহলে আমি শান্তি পাচ্ছি না।”
আহিরা ভাবলো, নিয়া স্কুলে না আসলে সে প্রয়োজনে ওদের বাসায় গিয়ে দেখা করবে। যেই ভাবা সেই কাজ, ক্লাস ছুটি হতেই আহিরা ছুটে গেল অফিসরুমে। সেখানে প্রিন্সিপাল ম্যামকে গিয়ে বলল,
“আমাদের ক্লাসের নিয়া আছে না, ওদের বাসার ঠিকানা আমায় দিন তো।”
“ওর ঠিকানা নিয়ে তুমি কি করবে?”
“আপনাকে যা বলছি তাই করুন।”
রেগে বলল আহিরা। প্রিন্সিপাল ম্যাম বিরক্ত হলেন। কিন্তু তিনি জানেন আহিরার বাবা আহির পাটোয়ারীর ক্ষমতা সম্পর্কে। তাই তিনি আর বেশি না ভেবে স্কুলের স্টুডেন্ট ডাটা থেকে সংগ্রহ করে ঠিকানাটা লিখে দিলেন আহিরার হাতে। আহিরা এটা পেয়ে খুশি হয়ে বলল,
“এবার আমি ঐ আন্টিটার সাথে দেখা করে ওনাকে ধন্যবাদ জানাতে পারব।”
নেহা ও নিয়া সবেমাত্র ঢাকায় ফিরল গাজীপুর থেকে। নিয়া কিছুটা ক্লান্ত ছিল তাই ফিরেই ঘুমের কোলে ঢলে পড়ল। নেহা রান্না চাপাতে ব্যস্ত ছিল। আরাভকে ফোন করে সুস্থভাবে পৌঁছানোর খবর দিয়েই সে গ্যাসে রান্না চাপিয়ে দেয়। এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠায় নেহা অবাক হয়। বিড়বিড় করে বলে,
“এই সময় আবার কে এলো?”
কলিং বেল ক্রমাগত বেজে চলায় নেহা আর বেশি ভাবল না। দ্রুত গিয়ে দরজাটা খুলল। আর দরজা খুলেই দেখতে পেল আহিরাকে৷ আহিরাকে দেখে অবাক হয়ে গেল নেহা। হতবাক স্বরে বলল,
“তুমি?!”
আহিরা বলল,
“৩ দিন থেকে তোমাকে খুঁজে চলেছি। কিন্তু তোমার কোন খোঁজ না পেয়ে আমি নিজেই চলে এলাম।”
নেহা বুঝতে পারে না কিভাবে রিয়্যাক্ট করবে। তার মনে ভয় চেপে বসে। সে বলে,
“তোমার আব্বুও কি এসেছে এখানে?”
“আমার পাপার কথা বলছ? না, সে আসেনি। আমি একাই এসেছি।”
“তোমার এভাবে একা আসা ঠিক হয়নি। যদি কোন বিপদ হতো। এত পাকামি করো কেন?”
“উফ..আমাকে আগে ভেতরে ঢুকতে দাও তো। আর এভাবে আমায় বকবে না। আমার বকুনি ভালো লাগে না।”
“শাসন না করে করেই তো তোমার পাপা তোমায় মাথায় তুলেছে। তাই এত পাকামি করার সাহস পাচ্ছ। যদি তুমি আমার মেয়ে হতে তাহলে…”
কথাটা বলতে গিয়েও থেমে গেল নেহা। তার মুখ দিয়ে আর কোন শব্দ বের হলো না। এরমধ্যে আহিরা নেহাকে পাশ কাটিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে বলে,
“তোমাদের বাড়িটা এত ছোট কেন আন্টি? জানো, আমাদের বাড়ি কত বড়।”
নেহা কিছু বলতো পারে না। আহিরা দ্রুত তাদের সোফায় বসে বলে,
“আমার না খুব তৃষ্ণা পেয়েছে। একটু পানি দেবে?”
নেহা পানি নিয়ে এসে আহিরাকে দেয়। আহিরা তৃপ্তি করে পানি খায়। নেহা বলে,
“তুমি এভাবে এসে ঠিক করো নি। চলো তোমায় আমি স্কুলে পৌঁছে দিয়ে আসি। ওনারা তোমায় তোমার পাপার কাছে পৌঁছে দেবে।”
“আমাকে তাড়ানোর জন্য তুমি এত উঠেপড়ে লেগেছ কেন আন্টি? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলেও কি এভাবে আমায় তাড়িয়ে দিতে?”
কথাটা শুনেই নেহার বুক কেপে ওঠে। সে চিৎকার করে বলে,
“তুমি আমার কেউ নও..আমার মেয়ে নও তুমি”
আহিরা কিছুটা ভয় পেয়ে যায়। তার ভীতসন্ত্রস্ত চেহারা দেখে নেহা দমে যায়। মনে মনে বলে,
“নিজেকে সামলা তুই নেহা..তোর ক্ষোভ ঐ আহিরের প্রতি। তোর সাথে যা অন্যায় করেছে ঐ আহির। এই নিষ্পাপ বাচ্চাটার কি দোষ? শুধু এটাই যে ওর গায়ে আহিরের রক্ত বইছে। সে তো তোর নিয়ার গায়েও বইছে৷ নাহ, এই বাচ্চাটার সাথে এত খারাপ ব্যবহার করা ঠিক না।”
এই ভাবনা থেকেই নেহা বলে,
“তোমার পাপা আর মাম্মা তোমার জন্য চিন্তা করছে। চলো তোমায় আমি রেখে আসি।”
“নাহ, আমি যাবো না। আমার তোমার সাথে জরুরি কথা আছে।”
“এত জেদি কেন তুমি?”
“আমি এমনই।”
এমন সময় হঠাৎ করে আহির ছুটে আসে। আহিরাকে স্কুলে নিতে এসে না পেয়ে, প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে যখন সে জানতে পারল আহিরা নিয়ার ঠিকানা চেয়েছে তখন সেও সেই ঠিকানা অনুযায়ী চলে এলো। আবারো নেহার মুখোমুখি হয়ে সে অবাক হলো। নেহাও হাত মুষ্টিবদ্ধ করে আহিরাকে বললো,
“ঐ যে তোমার পাপা চলে এসেছে। চলে যাও ওনার সাথে।”
আহিরা আহিরের দিকে তাকিয়ে বলে,
“পাপা! তুমি কেন এলে?”
আহির এসে আহিরার হাত চেপে বলে,
“অনেক দুষ্টামি হয়েছে আর না। এখনই ফিরে চলো।”
“নো, আমার হাত ছাড়ো। আমি যাব না। আমাকে আন্টিকে থ্যাংকস দিতে হবে।”
“তার কোন প্রয়োজন নেই। চলো বলছি।”
“নো.”
“আহিরা,”
“আমাকে বকা দিচ্ছ? হাউ ডেয়ার ইউ।”
নেহা আহিরকে বলে ওঠে,
উত্তল তরঙ্গ পর্ব ৩৪
“আপনি কি সবকিছু ধ্বংস করতে জন্মেছেন? এমনিতেই বিনা অপরাধে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন..এখন নিজের মেয়েকেও আমার পেছনে লাগিয়ে দিয়েছেন। এসব করে কি বোঝাতে চাইছেন আপনি?”
আহির রেগে বললো,
“আমি ওকে তোমার পেছনে লাগাই নি। তুমি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে চাইছ।”