এমপি তামিম সরকার পর্ব ৬০
কাফাতুন নেছা কবিতা
” এক থাপ্প’ড়ে তোগো মা আমার চাপার দাঁত নড়াইয়া দিছে!”
তামিম নিজের গাল ধরে সুবহার দিকে রাগি দৃষ্টিতে তাকায়! সুবহা ও ভ্রু কুঁচকে তাকায় তামিমের দিকে!! দেখে মনে হচ্ছে দু-জন জনম জনমের একে অপরের শত্রু!!
সুবহা সাকিবের দিকে হাসি মুখে তাকায়…!
” বাবা সাকিব!”
” জে আম্মা!”
” আপনার ভাইকে বলে দেন এখন ও ৪৩ টা থাপ্প’ড় বাকি আছে!”
সুবহার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে সুবহার কোমর চেপে ধরে কাছে মুখ গুঁজে!!
” আমি তো মজা করতাছিলাম বউ! আমরা আমরাই তো! এতো চেতো কেন!”
তামিমের সুবহাকে এতো পাম দেওয়া দেখে পাঁচ জনই খুব কষ্টে নিজেদের হাসি থামায়! যাক শেষ মেষ তামিম সরকার ও কাউকে ভয় পায়!
গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে!! তাদের আসতে প্রায় সন্ধা হয়ে যায়!! সারা রাস্তা তামিম সুবহাকে বখা’টে ছেলেদের মতো উত্তপ্তত করে!! সুবহা না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে তামিমকে আটকাতে!! শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিলো!
থেকে তামিম সুবহার কোমরে চিমটি থেকে শুরু করে সুরসুরি ও দিতে থাকে! সুবহা যতবারই তামিমের হাত সরায়, তামিম ততবারই সুবহাকে আরো বিরক্ত করে!!
গাড়ি সোজা ভিলার ভেতরে দাড়ায়! এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই সুবহার নামার জন্য অপেক্ষা করে।
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
” চলেন আম্মা!”
সুবহা মুচকি হাসি দিয়ে যেতে থাকে! সুবহা মাঝে আর তার চার পাশে পঞ্চ পান্ডব! দেখে মনে হচ্ছে সুবহা নির্বাচনের প্রচারে যাচ্ছে, আর তার সাথে বাকিরা স্লোগান দিতে!
কেউ তামিমের জন্য দাড়ায় ও না!! তামিম হাত ভাজ করে দাড়িয়ে পড়ে! তামিম দাঁড়াতেই সকলে পিছনে ঘুরে তাকায়!!
” মাকে পেয়ে, বাবাকে ভুলে গেলি?”
” সম্পর্কে বদলে গেলো একটি পলকে! ”
” সাকিবের বাচ্চা! ”
” আম্মা…! ”
তামিম তেড়ে আসতেই সাকিব সুবহার পাশে দাড়িয়ে পড়ে!!
” খবরদার!! সরকার সাহেব, আমার ছেলের থেকে দূরে!”
” শা’লার জিন্দেগী! ”
তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়! আর বাকিরা হাসতে থাকে! তামিমকে রাগাতে পেরে সুবহা ও বেশ খুশি হয়!! এতদিনে তার শয়তান সরকার বস মেনেছে!
ভেতরে আসতেই যে যার মতো রুমে চলে যায়! সারাদিনে তাদের উপরে অনেক ধকল গেছে! তামিমের সাথে তাল মিলাতে যেয়ে আজকে সকলের টায়ার পামচার হয়ে গেছে বলা চলে!!
সকলে রুমে যেতেই সুবহা ও তাদের রুমে যেতে থাকে! কিন্তু সুবহার মনে হালকা ভয় ও কাজ করছিলো! হুট করে তামিমকে সে এতো জোড়ে দু’টো চ’ড় দিলো আর তামিম কিছু বললো না! সুবহার মনে একটু হলে ও ভয় চলে আসে। তখন তো সবাই ছিলো তামিমকে জালানোর জন্য! কিন্তু এখন তো সে একা! ভয়ে ভয়ে সুবহা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে!
ভিতরে ঢুকতেই সুবহা দেখে পুরো রুমে অন্ধকার! পা টিপে টিপে সুবহা লাইট অন করতে যাবে ঠিক তখনই তার হাতে হেঁচকা টান পড়ে! দেওয়ালের সাথে শক্ত করে জাপ্টে ধরা হয় সুবহাকে!
অন্ধকারে মাঝে ও তামিমের অস্তিত্ব খুব ভালো ভাবেই টের পায় সুবহা!!
তামিম একটু ঝুঁকে সুবহার গালে কি’স করে! চোখ বন্ধ করে ফেলে সুবহা! শুধু তামিম সুবহা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালো ভাবে অনুভব করতে পারে!! তামিম আবারো সুবহার অন্য গালে ও কি’স করে! তামিম থেমে সুবহার দিকে তাকিয়ে থাকে!! তামিম সুবহার দিকে তাকাতেই সুবহা তামিমের পায়ের উপরে উঠে তার গলা জড়িয়ে ধরে!! খুব শক্ত করে জড়িয়ে ধরে সুবহা তামিমকে! তামিম ও সুবহাকে জড়িয়ে ধরে!!
কিছু ক্ষণ পর তামিম অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে!!
তামিম বুঝতে পারে সুবহা কাঁদছে!!
” কেঁদো না পরী! তোমার চোখের পানি খুবই দামি!”
” আমি খুব ভয় পেয়ে গেছিলাম তামিম! ”
” কেন?”
” এক মুহুর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আপনাকে হারালাম! আমি আপনাকে খুব ভালোবাসি তামিম!”
” আর একবার বলো!”
” আমি আপনাকে খুব ভালোবাসি তামিম! ”
” আর একবার!:'”
” আমি আপনাকে খুব ভালোবাসি তামিম! ”
তামিম ও চোখ বন্ধ করে ফেলে!
” সকাল!”
” হুম!”
” আমার বাচ্চার মা হবা!”
সুবহা হালকা হেঁসে উঠে!
” জ্বী! ”
” আমি কী তোমাকে জোড় করেছি?”
” আমি স্বেচ্ছায় আপনার বাচ্চার মা হতে চাই!”
সুবহা তামিমকে আলগা করে ধরে তার মুখ তামিমের মুখ বরাবর নিয়ে আসে! তামিম ও সুযোগের সত ব্যবহার করে ফেলে!
সুবহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়!পাগলের মতো কি’স করতে থাকে সুবহাকে! সুবহাও তামিমের টি-শার্ট খামচে ধরে! তামিমের সাথে সে ও ওষ্ঠাধরের লড়াইয়ে নেমে পড়ে!
সুবহাকে রেসপন্স করতে দেখে তামিম আরো মত্ত হতে থাকে সুবহার মাঝে! তামিম কোলে তুলে নেই সুবহাকে! সুবহা ও পা দিয়ে তামিমের কোমর পেঁচিয়ে ধরে!!
এক পর্যায়ে তামিম সুবহাকে বিছানায় ছুড়ে ফেলে! নিজের সমস্ত ভার ছেড়ে দেয় সুবহার উপরে!
” তামিম..!”
” আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও পরী!”
তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুবহার মাঝে! সুবহা ও বাঁধা দেয় না তামিমকে! তামিমের গভীর স্পর্শে কেঁপে উঠে সুবহার সর্বাঙ্গ! চুপচাপ সহ্য করে নেই তামিমের দেওয়া ভালোবাসাময় যন্ত্রণা!!
ঘড়ির কাটা বলছে রাত ৯ টা ৪৫ মিনিট!!
তামিম সুবহা একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে!! তামিম থেকে থেকে সুবহাকে কি’স করতে থাকে! সুবহা ও তামিমের সাথে তালে তাল মিলাতে থাকে!!
” পরী!”
” হুম!”
” তুই কবে আমার প্রেমে পড়ছিস?”
” যেদিন পোড়াবাড়িতে প্রথম বার গালে কি’স করে ছিলেন…!”
” ওহ সেদিনই! ”
” নাহ! ওই দিন একটু ফিলিংস জেগেছিল! ”
” তাহলে কবে পড়েছিলি!”
” যেদিন বৃষ্টির মধ্যে সে কালো ছাতার নিচে হুট করে এসে কি’স করেছিলেন…!”
” আচ্ছা! ওই দিন!”
” নাহ! সেদিন আর একটু ফিলিংস জেগেছিলো!”
” প্রেমে কবে পড়লি!”
” যেদিন গু’লি চালিয়ে ছিলেন!”
” ওহ আচ্ছা! গু’লি খাইয়া প্রেমে পড়ছোস!”
” নাহহ! সেদিন আরো ফিলিংস জেগেছিলো!”
” তাহলে তুই প্রেমে কবে পড়ছোস বা’ল?”
সুবহা তামিমের মুখ বরাবর নিজের মুখ নিজ নিয়ে যায়!
এমপি তামিম সরকার পর্ব ৫৯
” যেদিন আমি বলাতেই আপনি গোসল করে রাতে বের হয়েছিলেন উদোম শরীরে!”
” মানে আমার বডি দেখে?”
” জ্বী! ”
” তুই আমার দেহ’কে ভালোবাসোস আমাকে না?”
” জ্বী!”
তামিম খুব অবাক দৃষ্টিতে তাকায় সুবহার দিকে!!
” তোমারে আমি ভালো ভাবছিলাম সুবহা!”
” আপনাকে ও আমি খারাপ ভাব ছিলাম তামিম!”