vilen part 15

vilen part 15
আনু

নিলয় অফিএ মিটিং এর কাজ ফাইল চেক করে সব কাজ সেরে তারপর বাড়ী ফিরে এসে দেখে রোজি বাড়ীতে নেই।
নিলয় মেডদের ডেকে রোজির কথা জিজ্ঞেস করে কিন্তু কেও কিছু বলতে পারে নাহ এটা দেখে রাগে সে তাদের কাজ থেকে বের করে দেয়। নিলয় ভেবেছে রোজি আবার পালিয়ে গিয়েছে।
নিলয় সব জায়গা চেক করে বাহিরে বের হয়। দেখে বাগানে নিচে কেও পরে আছে সে দৌড়ে যায় যেয়ে দেখে এটা আর কেও নাহ রোজি নিলয় এর বুক দক করে ওঠে।
নিলয় : রোজ এই রোজ তুমি এখানে কেনো?
বলতে বলতে রোজিকে ধরে। ধরে দেখে রোজির মাথা ফেটে রক্ত শুকুয়ে গেছে।তরাতারও রুমে নিয়ে নিলয় রোহিদকে ডাকতে থাকে,

নিলয় : রোহিদ, রোহিদ এদিকে আসো?
রোহিদ : জি বস?
নিলয় : ডক্টর কে ডাকো এখনি।
কিছুখন পর একটি মেয়ে ডাক্তার আসে এসে রোজিকে দেখে ব্যান্ডজ করে দেয়। তারপর কিছু কথা বলে তিনি চলে যান।
কিছুখন পর রোজির জ্ঞান ফিরে রোজি দেখে নিলয় রোগে তাকিয়ে আছে।চোখদুটো লাল লাল।কপালের রগ ফুলে ফেপে উঠেছে।হাতের রগ গুলোও ফুলা।
নিলয় : বাহিরে কেনো গিয়েছিলে?
রোজি আমতা আমতা করছে দেখে নিলয় আবার চিৎকার করে,
নিলয় : সাফ সাফ উওর দেও আমতা আমতা করলে খবর আছে।
রোজি সকল কিছু ভেঙে বলে। নিলয় এগুলো শুনে রোজিকে অনেক কিছু বলে।বকা ঝকা করে রোজি তখন থেকেই কাদছে।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

রাতে খাবার খাওয়ার সময় নিলয় রোজির সাথে একটি কথা ও বলে নি। ঘুমানোর সময় রোজিকে বুকে নেয় নি।
পেরিয়েযায় কিছু দিন। রোজি একন সুস্থ। নিলয় এভাবেই চলে।রোজির সাথে কথা বলে নাহ। রোজিকে একপ্রকার এরিয়ে চলে। কারন ছাড়া কথা বলে নাহ নিলয়। রোজি এগুলো দেখে কান্না করছে। নিলয় ঘুমের মধ্যে এই আওয়াজ শুনে উেঠ গিয়ে কাউচে শুয়ে পরে এটা দেখে রোজির আরও খারাপ লাগে।
রোজি প্রায় ১ ঘন্টা এদিক সেদিক করে কিন্তু নিলয়ের বুক ছাড়া ঘুম আসছ নাহ।
তবে রোজি তো দমবার পাএী নায় সে উঠে গিয়ে নিলয় এর কাছে যায় তারপর কাউচে নিলয় এর উপর শুয়ে পরে। নিলয় নিজের উপর বাড়ি কিছু অনুভব করতেই। সে তাকিয়ে দেখে রোজি।
নিলয় : কী হইছে?
রোজি : আপনার বুক ছাড়া আমার ঘুম আসছে নাহ তো।
নিলয় : সরো আমি ঘুমাবো।

রোজি দেখলো নিলয় বেশ চটে আছে তাই রোজি কিছু নাহ বলে নিলয় এর ঠোঁ*টে ঠোঁ*ট ডুবিয়ে দেয়। রোজির এহেন আচরনে নিলয় উঠে বসে রোজিকে নিজের কোলে নেয় নিজের পেট এর উপর রোজিকে বসায়। তারপর বিছানায় শুয়িয়ে নিজেও তার পাশে শুয়ে পরলো। তারপর দুজনে কথা বলতে লাগলো। তারপট তারা দুজন ঘুমের দেশে পারি জমায়।
সকালে ঘুমের থেকে উঠে নিলয় এর আগে রোজি উঠে।
রোজির ভালো লাগছে নাহ এমনি চলতে। নিলয় ঘুম থেকে উঠে ফ্রেস হতে যায়। যখন সে অফিসের জন্যে রেডি হবে তখন রোজি তার কাছে যায় আর বলে,

রোজি : শুনছেন?
নিলয় : বলো?
রোজি : আমার একা একা ভালো লাগে নাহ আমি…..
বলার আগে নিলয় বলে,
নিলয় : তোমার বাবার বাড়ী যাওয়া হবে নাহ!তোমার যেই মীরজাফর বাপ বাবারে আমার বউ নিয়ে আবার পালাবে।
রোজি : কি বল্লেন? শুনুন তো?
তার আগে নিলয় আবার ও বলে,
নিলয় : তোমার বাবার বাড়ী থেকে সেনাবাহিনী,পুলিশ,রেব যা ই আসুক আর তোমায় বাবার বাড়ী যেতে দিবো নাহ!
রোজি : তাহলে আমায় কোথাও ঘুরতে নিয়ে যান?
নিলয় : অফিসে অনেক কাজ জান!
রোজি গাল ফুলিয়ে নিলয় কে বলে,
রোজি : আজ থেকে আমি পাশের ঘরে শুবো,আমার রোজ পিরিয়ড থাকবে এখন থেকে।
নিলয় ভেবাচেকা খেয়ে যায় তার বউ তাকে থ্রেট দিচ্ছে। নিলয় তা আমলে নিলো নাহ। অফিসে চলে গেলো এটা দেখি রোজি আরও গাল ফুলায় কিন্তু নিলয় যাওয়ার পর আরও খারাপ লাগা শুরু হলো।রোজি অনেকখন কাদলো। ছাদে গেলো বাহিরে গেলো কিন্তু ভালো লাগছে নাহ। আবার ঘরে ফিরে কদছে। কাদতে কাদতে রোজি ঘুমিয়ে পরেছে।

নিলয় ৭ টায় বাড়ী ফিরে দেখলো রোজি ঘুমায়। নিলয় গোসল করলো করে রোজির কাছে গেলো গিয়ে রোজিকে দেখলো রোজির চোখ বিজা সে বোঝলো রোজি কাদছে। সে এটাও জানে রোজির সারাদিন বাসায় ভালো লাগে নাহ। কিন্তু নিলয় কী করবে আজ একটা বড় ডিল ছিলো তাই রোজির কথাটা রাখতে পারে নি। তাই ডিল করার মাঝেই নিলয় রোহিদকে বলে মালেশিয়ার ২ টি টিকেট কেটে রেখেছিলো।
রোজিকে রাতে ঘুম থেকে ডেকে তুললো কিন্তু রোজি কথা বলছে নাহ। তাই নিলয় ও কথা বারায়নি। রোজিকে সারপ্রাইজ দিবে বলে।
রাতে খাবার টেবিলে,

নিলয় : রোজ খাবার ফিনিস করো।
রোজি : নাহ,আপনি বেশি করে খান!
নিলয় : রাগাও না আমায়।
রোজি আর কথা বাড়ায় খুদা পেটে সকালের পর কিছু খায় নি তাই খাওয়া শুরু করলো।খাওয়া শেষে দুজন উপরে গেলো গিয়ে নিলয় ফ্রেস হতে গেলো এ সুজুকে রোজি বালিস আর প্রয়েজনিও জিনিস নিয়ে পাশের রুমে গেইট আটকে শুয়ে পরলো।
নিলয় বের হয়ে রোজিকে নাহ পেয়ে ডাকতে লাগলো সে বুঝে গেছে রোজি রাগ করে পাশের রুমে নিলয় ডাক্কা দিলো দেখলো গেইট লক।

নিলয় : রোজ দরজা খুলো।
রোজি : নিশ্চুপ।
নিলয় : থাপড়ে গাল লাল করে দিব।
রোজি : নিশ্চুপ।
নিলয় দেখলো রোজি গেইট খুছে নাহ তাই সে রুমে চলে গেলো।
নিলয় রুমে গিয়ে শুয়ে পরলো কিন্তু রোজিকে ছাড়া ঘুম আসছে নাহ। তাই সে রুম থেকে চাবি নিয়ে রোজির রুম খুলে ডুকে পরলো দেখলো রোজি ঘুমায় নিয়ল কিছু নাহ বলে কোনো হুসিআরি ছাড়া রোজির গেন্জিতে ডুকে পরলো।
রোজি : ছাড়ুন আমায়।
নিলয় : নাহহ I need youu.
রোজি : No.
নিলয় কী আর শোনে সে কিছু না বলে lipp kisss শুরু করে। কখনো ঠোঁটে ঠোঁট। কখনো গলায় মুখ গুজা। রোজি বললো,

রোজি : তাড়াতাড়ি করুন নাহ আমার শরীর জ্বলছে।
নিলয় : জান আজ এতোটুকুতে সীমাবদ্ধ কালকে সব রেকড ভাঙবো কেমন।
তারা এগুলো করতে করতে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়।
সকালে রোজির আগে নিলয় উঠে সব প্যাক করে।রোজিকে ডাকে ডেকে ওঠায় আর বলে,
নিলয় : রোজ রাতে ফ্লাইট।
রোজি : কিিিিিিিি?

vilen part 14

নিলয় : যা যা প্রয়েজন নিয়ে নিও।আমার একটু বাহিরে কাজ আছে।
বলেই নিলয় চলে গেলো। রোজি ও তারাতারি কাজ কাম সেরে রেস্ট নেয়। বিকালে নিলয় বাসায় আসে সন্দায় তারা বের হয়। ফ্লাইটে উঠে তারা পৌছায় মালেশিয়া।

vilen part 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here