vilen part 17
আনু
আজকের সকালটা অন্য রকম চারিদিক খোলামেলা। ২ দিকের থাই দিয়ে অনেক আলো আর বাতাস প্রবেশ করছে। সামনের দিকটা একদম খোলা বাহিরের দমকা ঠান্ডা হাওয়া যেন মন ছুয়ে যায়। কলিজা ঠান্ডা হয়ে যাওয়া বাতাস।
রোজি আর নিলয় ঘুমিয়ে আছে একে অপরকে আষ্টেপৃষ্টে জরীয়ে। তাদের গায়ে কম্ফোটার ছাড়া কিছুই নেই। এমন দমকা বাতাসে আর চারিদিকে পানির স্রোতের শব্দে মন জুড়ে ঘুম আসছে। তাও রোজি আরমোরা ভেঙে উঠার চেষ্টা করছে কিন্তু নিলয় যে ভাবে রোজিকে ধরে শুয়ে আছে রোজি নরতেও পারছে নাহ!
নিলয় ছাড়ছে নাহ দেখে রোজি নিলয়কে আস্তে আস্তে ডাকে,
রোজি : শুনছেন???ছাড়ুন আমায়?
নিলয় তাও রোজিকে ছাড়ে নাহ আরও টেনে নিজের কাছে নেয় এটা দেখে রোজি চিল্লিয়ে ওঠে,
রোজি : কীীীীীীী বল্লাম আমি?
নিলয় : জন ঘুমতে দেও!!
রোজি : আমি ফ্রেস হবো ছাড়ুন আমায় আআআআআ।
নিলয় ছেড়ে দিলো রোজিকে। রোজি উঠে নিলয় এর ডোলাডালা গেন্জিটা পরে নিল যা তার হাটুর সমান। রোজি ওটা পরে নিয়ে ওয়াসরুমে ডুকে পরে একদম গোসল করে কিন্তু সে তো ড্রেস আনে নি। তারপর সে দরজাটা খুলে মাথাটা হালকা বের করে ডাকে,
আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন
রোজি : এইযে শুনছেন,
নিলয় :……..
রোজি : শুনছেন???
নিলয় :………
রোজি : নিলয় শুনছেন??
নিলয় : বলো?
রোজি : আমাকে একটা ড্রেস দিয়ে যান?
নিলয় : দিলে আমার লাভ কী?
রোজি : মানে এখানে লাভ ক্ষতি এর কী আছে??
নিলয় : অনেক কিছু আছে এখন বলো কী দিবে?
রোজি : যা চাইবেন তাই দিবো আগে ড্রেস দিন?
নিলয় কাবার্ড থেকে রোজির ড্রেস বের করে রোজির সামনে যায় আর বলে,
নিলয় : রোজ এই নেও ড্রেস।
রোজি ও কিছু না বুঝে হাত বাড়ায় সেই সময় নিলয় রোজির হাত ধরে বেতরে চলে যায়,
রোজি : আআআআআআআ!!!!!
নিলয় : চুপ এটা আমাদের বাড়ির মতো সাউন্ডপ্রুফ নাহ রোজ সো চুপ করো!!!
রোজি : আপনিিিি আপনিি এখানে এভাবে আ আ আমার জামা আল্লাহ!!!!
রোজি এগুলো বলছে আর নিজেকে হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে নিলয় এগুলো দেখে রোজির হাত ধরে বলে,
নিলয় : জান নিজেকে ঢেকে কী লাভ?
রোজি : লাভ বা ক্ষতি আমি জানি নাহ!
নিলয় : জানো নাহ তো ঢাকছো কেনো? লাভ কী?
রোজি : কীসের লাভ লাভ লাগিয়ে রাখছেন আপনি?
নিলয় : আরে ইডিয়ট তোমার সকল কিছু আমি দেখে ফেলেছি!!! তোমার শরীরের প্রতিটা ভাজ প্রতিটা অংশের মাপ আমি জানি!
রোজি অভাক হয়ে বল্লো,
রোজি : কীীী কীভাবে?
নিলয় : কারণ সকল কিছু আমার হাতে মাপা ।
রোজি লজ্জায় মিয়িয়ে যায় কান দিয়ে গরম ধেয়া বের হচ্ছে। গাল রক্তিম হয়ে আছে। নিলয় বল্লো,
নিলয় : জান লজ্জা পাচ্ছো?
রোজি : চুপ!!!
নিলয় : জাান?
রোজি : আমার জামা দিন প্লিজ?
নিলয় এর কী সেদিকে খেয়াল আছে সেতো রোজিকে স্কেন করতে ব্যাস্ত। রোজি নিলয় এর দিক তাকিয়ে দেখে নিলয় রোজির দিকে তাকিয়ে আছে তার শরীরটা যেনো পরখ করছে এটা দেখে রোজি মগ বড়তি পানি নিলয় এর দিকে ছুড়ে মাড়ে,
নিলয় : কী করলে এটা?
রোজি : আপনি ঘোরে চলে যাচ্ছিলেন তাই🙂।
নিলয় : তবে রেেে।
বলেই রোজিকে জরীয়ে ধরে ওর বেজা চুল গুলো এক হাত দিয়ে টেনে ধরে মাথাটা উচু করেতাকিয়ে থাকে রোজির মুখে বিন্ধু বিন্ধু পানি গড়িয়ে পরছে। রোজির পানিতে বেজা শরীরে কিছুনেই। পানি বেয়ে বেয়ে পরছে মসৃন ত্বক থেকে। নিলয় দৃষ্টি পাল্টে চোখ গেলো রোজির বুকে। নিলয় দেখলো রোজির বুক থেকে পানির স্রোত নামছে। আরও একটু নিচে তাকাতেই নিলয় শুখনো ঢোক গিল্লো। কিছুখন পর,
vilen part 16
রোজি : আহহহহ!
নিলয় ডুব দিলো রোজিতে!!!! অনেকখন পর রোজি বললো,
রোজি : আমার আবার গোসল করতে হবে🙂।
নিলয় : দুজন একসাথে করবো চলো?
রোজি : কীীীী নাহহহহ!!
কে শুনে কার কথা নিলয় রোজিকে কোলে নিয়ে শাওয়ার সেরে নেয় দুজনে।