নীলের হুরপাখি পর্ব ৬

নীলের হুরপাখি পর্ব ৬
কারিমা ইসলাম কেয়া

হুর তরমুজ গুলো জ্বীভ দিয়ে চেঁটে চেটেঁ এটোঁ করতে লাগলো।
হুর দরজাটা আর নক করলো না।দরজাটা আলতো হাতে খুলে ভিতরে গেল।
নীল খাটে আধাশোয়া হয়ে হেলান দিয়ে চোঁখ বুজে আছে।
হুরের মুখে খেলা করছে টক,জ্বাল, মিষ্টি আর কৌতুহলী হাসিঁ।
হুর ঃ নীল,,,ভাই।

নীল সাথে সাথেই তীর্যক চোঁখে চাইল।নীলচে কালো চোঁখে বরাবরের মতোই তীব্র আকাঙ্গা আর গভীর আকর্ষণ।
নীল চোঁখ থেকে চশমাটা খুললো।আজ নীলকে পরিপাটি নয় বড্ড এলোমেলো লাগছে।
হুর ঃ নীল ভাইই তোমার জন্য বড়মা তরমুজ পাঠিয়েছে।
নীল ল্যাবটপটা বন্ধ করে সাইডে রেখে বিছানা থেকে উঠে নিজস্ব হাটাঁর স্টাইলে হেটেঁ সোফায় গিয়ে বসল।
হুর তরমুজ এর প্লেটটা কফি টেবিলে রাখল।খানিকটা পিছিয়ে দাঁড়িয়ে রইল।
নীল তরমুজের লম্বা লম্বা চিরগুলো অদ্ভুত ভঙ্গিতে খেতে লাগলো।খাওয়ার ফলে লাইটের আলোয় চিকচিক করা ফর্সা গলার অ্যাডমাস আপেলটা উঠানামা করতে লাগলো।
হুর ঢোক গিলে চলে যাওয়ার জন্য অগ্রসর হলো।

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

নীল ঃপাখি যাবি না আমার খাওয়া শেষ হলে তারপর যাবি।
হুর কিছু বলার জন্য মুখ খুলতেই,
নীল ঃ উহুমমম একদম নয়, অবাধ্যতা আমার একদমই পছন্দ নয় পাখি,,,।
পাখি,,, ওয়ার্ডটা বড্ড তোলপাড় চালায় হুরের মনে, যেন এটা একটা শব্দ নয় বরং কোনো গভীর সুপ্ত আকুতি।
নীলল খাওয়া শেষে টিস্যু দিয়ে হাত মুছতে লাগলো কিন্তু তার তীক্ষ দৃষ্টি হুরের দিকে।
নীল ঃ উমম নাইচ 2 ফ্লেবার । চকলেট এন্ড ওয়াটারমেলন। এমন ফ্লেবার আমি জীবনে কখনো পাই নি।জ্বীবটা এখনো টলমল করছে সেই তৃপ্তির আকাঙ্গায়।
নীল ঃ আচ্ছা হুরর ওয়াটারমেলন তহ ঠিক আছে কিন্তু চকলেট ফ্লেবার কোথা থেকে আসলো।
হুর ঃ আমি জানিনা

বলেই হুরর দৌঁড়ে যেতে লাগলো।কিন্তু দরজার বাইরে এক পা রাখতেই নীল তাকে ঝটকা দিয়ে দরজা বন্ধ করে দিল।ঝটকাটা এতটাই ঝোড়ালো ছিল যে হুর মেঝেতে পড়ে গেল।
নীল পিছন ফিরে হুরের দিকে এগোতে লাগলো।
নীল ঃ বড্ড জ্বালাচ্ছিস ইদানীং আর পারছি না এবার তকেও জ্বালাতে তীব্র ইচ্ছে জাগছে পাখি,,,,
নীল এক হাটুঁ গেড়ে বসলো,,,,
হুর পিছতে গেলে হুরের কাধ চেপে একদম নিজের কাছে টেনে আনলো।
নীলের এক হাত হুরের কাধে অন্য হাত দিয়ে হুরের খুতনি চেপে উপরে তুললো।
নীল ঃ আমার বাজে ইচ্ছে গুলোকে তীব্র করে এখন পালাচ্ছিলি কেন?
হুর ঃ আ,,মা,,য় যে,তে দিন।আপনা,,কে নাহ কেমন যেন উম্নাদ উম্নাদ দেখাচ্ছে আপনি নিজের মধ্যে নেই।
নীল ঃ তহ তুই ওহ থাকিস নাহ,,,।

নীল নিজের অরেঞ্জের মতো দেখতে ঠোঁট জোড়া হুরের পিংকি ঠোঁটের সাথে মিশিয়ে দিল।
নীল হুরের পিংকি ঠোঁটে জোড়া চুষতে লাগলো নিজের ঠোঁট দিয়ে। দুজনের শ্বাস ইহ গভীর হতে থাকলো, বাধঁ ভাঙ্গা উত্তেজনা আর আকাক্ষার লাভাময় সাগরে।
হুর এখন নিজে ওহ নীলের সাথে ঠোঁট মেলাতে লাগলো। সময়ের সাথে আরো গভীর হলো তাদের চুম্বন।
নীলের অবাধ্য হাত হুরের পিঠে ছুয়ে দিচ্ছে এলোমেলোভাবে।
নীল এবার নিজেকে ছাড়াতে চাইল কিন্তু হুর এখনো নীলেতেই মত্ত।
নীল নিজেকে সরিয়ে নিল।হুর এখনো অস্থির চোঁখে তাকিয়ে আছে।নীল চোঁখের ইশারায় না বোঝাল। তারপর রুম থেকে চলে গেল।হুর এখনো মেঝেতেই বসে আছে।

একি হয়ে গেলো আমার সাথে আর আমি কিছু টেরই পেলাম না।হুর মাথা চেপে ধরে বলল।
হুর নিজের রুমে চলে গেল।রুমে গিয়ে একটা ফুলদানি আছাড় দিয়ে ভেঙ্গে ফেলল।
হুর ঃএটা কিভাবে হলো আমার সাথে, নীল ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে তুবা আপুর সাথে।আর নীল ভাই ইহ বাহ কেনো বারবার আমার কাছে আসে।
নীল ভাই তহ আমায় ভালোবাসে না,ভালোবাসলে তুবা আপুকে না আমায় বিয়ে করত।তারমানে নীল ভাই আমাকে ব্যবহার করছে।
আর আমিই বাহ কেন নীল ভাইকে কাছে টেনে নিচ্ছিলাম। নীল ভাইয়ের প্রতিটা উত্তত নিশ্বাস হাতের এলোমেলো স্পর্শ, পাগলামিতে আমি সারা দিচ্ছিলাম।নীল ভাই কাছে থাকলে কেন আমার শরীরে মস্তিষ্কে ঝড় উঠে, ভয় আর উত্তেজনার এক উত্তল লাভায় আমি হারিয়ে যায়।
নাহ নাহ নাহ এটা হতে পারে না, এটা কখনোই সম্ভব না আমি জানি।নীল ভাইয়ের থেকে আমাকে দূরে থাকবে হবে।

রাত 12 টা নীল বাসায় ফিরে নি তার বন্ধু সাফিন,অনুপম সথেই আছে।
নীল সিগেরেট টানছে
সাফিন ঃ ভাইই এবার থাম প্লিজ আর না এলরেডি তিন প্যাকেট শেষ করে ফেলছিস।
অনুপম ঃ তর এই পাগলামি তকে শেষ করে দিবে একদিন পুরোপুরি দেখে নিস।
নীল ঃ যাকে আমি কখনোই নিজের সাথে জড়াতে চাইনি সবসময় যাকে দূরে রাখতে চেয়েছি সেই কেন আমার হৃদয়ের গভীর ক্ষত ।

তাকে ছেড়ে দেওয়ার কল্পনাও আমার জন্য মৃত্যসমান।একবার তাকে দেখার জন্য কলিজাটা ছিদ্র হয়ে যায়।
আমার এমন কেন হয় অনুপম।আমার জীবনের এত ক্লান্তির মাঝেও সে আমার এক কণা সুখ।
অনুপম আর সাফিন নীলকে সান্তনা দেওয়ার ভাষাটাও হারিয়ে ফেলল এবার।আর কেউ না জানুক অনুপম আর সাফিন জানে নীল কতটা ভালোবাসে হুরকে, হুর হলো নীলের একান্ত দূর্বলতা।
কিন্তু তার এই দূর্বলতায় তাকে হয়তবা একদিন শেষ করে দিবে।

সকাল হয়ে গেছে স্বাভাবিক নিয়মেই সব চলছে সরকার বাড়িতে তবে নীল নেই।
নীল সকালেই ফোন দিয়ে জানিয়েছে সে বন্ধুদের সাথে টুরে গেছে কবে ফিরবে তার ঠিক নেই।
আজ লামীম আর হুরের তাদের নানুবাড়ি যাওয়া দিন।তারা নানুবাড়ি যাবে। হুর আর নিলাসা কলেজ থেকে আসলে।

নীলের হুরপাখি পর্ব ৫

হুর আর নিলাসার ইংলিশ ক্লাস চলছে।অভিক স্যার ক্লাস নিচ্ছে।ক্লাস শেষে অভিক হুর আর নিলাসাকে বলে গেল।যেন তারা ছুটির পর তার সাথে দেখা করে।

নীলের হুরপাখি পর্ব ৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here