এমপি তামিম সরকার পর্ব ৮৯
কাফাতুন নেছা কবিতা
সাকিবের কথায় সকলের টনক নড়ে! আসলেই তো তারা তো ইতিহাস তৈরি করতে যাচ্ছে! মা-ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে!
পরীক্ষার কেন্দ্র থেকে কিছুটা আগে তামিম গাড়ি দাড় করায়! ছয় শয়তান নিজেদের মধ্যে চোখাচোখি করলে ও কারণ বুঝতে পারে না কেন! কিছু ক্ষণ আগে নিজেই তাড়া দিলো! আর এখন নিজেই গাড়ি দাড় করালো! কারণ টা কী?
তামিম গাড়ি থেকে নেমে বাকিদের ও ইশারা করে নামতে! ছয় শয়তান খুশি হয়ে যায়! তারমানে তাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে! এ ছাড়া তো কোনো কারণ দেখছে না তারা এ অসময়ে গাড়ি দাড় করানোর!
ছয় শয়তান অতি আবেগে আপ্লূত হয়ে যায়!
” দেখছোস কইছিলাম না, ভাই আমাগো আব্বা লাগে! হেই জীবনে ও আমাগো ক্ষতি করবো না! এখনই প্রশ্ন দিবো আমাগো!”
”হো সাকিব, ঠিক কইছোস! আহারে, কত বদনাম করলাম ভাইয়ের নামে! ”
” আমার স্বামীটা কত কিউট! শুধু শুধু আপনাদের সাথে আমি ও বদনাম করেছিলাম, কত খারাপ লাগছে এখন!”
সাকিব, মানিক, আর সুবহা প্রচন্ড আফসোস করতে থাকে! কেন তারা তামিমের নামে এতো বদনাম করলো! বাকি তিন জন তখন ও চুপ ছিলে! তামিম প্রশ্ন পেপার ফাঁস করবে এটা মাহির, মফিস আর রফিক মানতেই চাই নি! তারপর বাকি তিন জনের কথা শুনে তারা মোটামুটি সেন্টি খায়!
ছয় শয়তান একসাথে খুশি মনে নেমে পড়ে!
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
গাড়ি থেকে নামতেই সকলের মুখের বাত্তি ফিউজ হয়ে যায়! শুকনো ঢোক গিলে তারা! একজন আরেক জনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়! এই বেইমানি টা করলো কে? তামিমের তো কিছু জানার কথা নয়! প্ল্যান তো একদম সুক্ষ্ম ছিলো! ঘুন অক্ষরে ও কারো জানার কথা নয়! তাহলে?
তামিমের বডি গার্ডরা সাবান আর পানির জগ হাতে দাড়িয়ে থাকে! ছয় শয়তান এক জন আরেক জনের দিকে তাকিয়ে নিজের হাত লুকাতে ব্যস্ত হয়ে যায়!
” এক সিরিয়ালে দাড়া!”
খুব শক্ত ভাবে বলে উঠে তামিম!
তামিমের কথা মতো সকলে এক সিরিয়ালে দাড়িয়ে পড়ে!
” হাত বের কর!”
তামিম হাত বের করার কথা বলতেই সকলে পিছনে হাত লুকায়! আর তামিম ও চটে যায়! তামিমের রাগি ভাবমূর্তি চোখে পড়তেই সকলে এক এক করে হাত বের করে!
আর সামনে সাবান এবং পানি নিয়ে দাড়িয়ে থাকা তামিমের লোকেরা এসে সকালে হাত ঘোষা শুরু করে! পঞ্চ পান্ডবের হাত গার্ডরা, এবং সুবহার হাত তামিম নিজেই!
ভয়ে মাথা নিচু করে রাখে সুবহা! তামিম যে কানের নিচে লাগায়নি এটাই অনেক!
” তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়!”
তামিম সুন্দর মতো সুবহার হাত ঘোষতে থাকে! বাকিরা ও একদম ভোম ভোলা হয়ে যায়! ছয় জন মিলে যে তাদের হাতে কবিদের জন্ম তারিখ + সকল ইনফরমেশন লিখে রেখেছে সেটা তো তামিমের জানার কথা নয়! তারা এতো সুক্ষ্ম ভাবে পরিকল্পনা করেছিলো যে কাক পক্ষির ও জানার কথা নয়! কিন্তু তামিম কীভাবে জানলো!
” মাই ডিয়ার জাউ’রা পোলাপানস! তোমরা যেই স্কুলে এসব ছল চাতুরী শিখেছো , আমি সে সেই স্কুলের হেড মাস্টার! ”
ছয় শয়তানের মুখ একদম শুকিয়ে যায়! তারা যে ধরা পড়বে এটা কল্পনা ও করতে পারেনি! কিন্তু সকলে এটা ভুলে গেছিলো যে সুবহার ফেসবুক পাসওয়ার্ড তামিম জানে! তাই তারা নিজেদের পারসোনাল গ্রুপে কত কত চিটিং করার প্ল্যান বানিয়েছে সবটা তামিমের জানা!
হাত ধুয়ে সুন্দর মতো টিস্যু পেপার দিয়ে সকলের হাত মুছে দেওয়া হয়! তারপর আবার ও গাড়িতে উঠে তাদের কেন্দ্র অব্দি নিয়ে যাওয়া হয়!
কেন্দ্রে মোটামুটি ভির ছিলো! তামিম আর বাইরে বের হয়নি গাড়ি থেকে! ছয় জনকে কড়া হুশিয়ারী দিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়! আর এটা ও বলা হয়, সরকারের ছেলে বলে যদি কোনো এডভান্সটেচ নেওয়ার অপচেষ্টা চালানো হয় তাহলে তাদের হাড্ডি আর মাংস আলাদা করা হবে! ছয় শয়তান মাথা নেড়ে তামিমের কথাতে হ্যাঁ-তে হ্যাঁ মিলিয়ে চুপচাপ পরীক্ষা দিতে চলে আসে!
—- সময় ১০:২০ মিনিট!
ওএমআর শিট পূরন করে সকলে প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকে! সুবহার সিট পড়েছে দুই বেঞ্চ সামনে! পিছনে কালা মানিক! তার পিছনে সাকিব! তার পিছনে মাহির! পাশের লাইনে রফিক এবং মফিস! বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের সাথে পরীক্ষা দিতে হবে এটা ভেবেই লজ্জায় মাথা কা’টা যাচ্ছিল পঞ্চ পান্ডবের! কিন্তু কী করার!
১০:৩০ মিনিটে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়! সকলের সেট আলাদা! প্রশ্ন হাতে নিয়ে সাকিব মানিকের দিকে তাকায়!
” চি চিং ফা’ক!”
” পুরা:ই!”
প্রশ্ন দেখার সাথে সাথে সকলে প্রচন্ড ক্ষেপে যায়! সাকিব উঠে দাড়ায় শিক্ষকে মা:রবে বলে! সাথে সাথে মাহির তাকে আঁটকে দাড়ায়!
” ছাইড়া দে ভাই! আমারে ছাড়! আজকে ওরে বো’ম দিয়ে উড়ামু!”
সাকিবের উত্তেজনা দেখে গার্ডে থাকা তিনজন শিক্ষক মন্ডলি এবং ছাত্র ছাত্রী রা ভয় পেয়ে যায়! কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে এগুলো কে কী বলবে? তাদের বদলি করতে দু সেকেন্ডের ও সময় লাগবে না! জানের ভয় তো সবার থাকে! প্রধানমন্ত্রীর সাথে কে পাঙ্গা নিবে?
” হের কী দোষ বেডা! হেরে মা’রতে যাস ক্যালা?”
” কী প্রশ্ন দিছে বা’ল? কিছুই তো পারিনা!”
” এতে হেই কী করবো! বো চুপচাপ!”
সাকিবকে কোনো রকম শান্ত করে শিক্ষককে সরি বলে সকলে লেখা শুরু করে! কিন্তু কী লেখবে তারা? যেখানে কিছুই জানে না!
সুবহা লিখে হালকা বাকা হয়ে বসে! আর তারটা ফুল কপি করে মানিক! মানিকেরটা ফুল কপি করে সাকিব এবং মাহির! সব শেষে মাহির তার সাইডে রাখে যেটা দেখে রফিক কপি করে! আর রফিকের টা মফিস!
কিন্তু এই কপির চক্করে সকলের একটা ভুল খুব ভালো মতো হয়!
সুবহা ‘ক’ নং প্রশ্নের উত্তরে যেখানে গাজিল নজরুল ইসলাম লেখার কথা তারা ফাজিল নজরুল ইসলাম লেখে দিয়ে আসে! মানিকের এই একটা ভুল সকলে একসাথে করে বসে!
—সময় তখন ৩:৩০ মিনিট!
সরকার বাড়ির গার্ডেনে কান ধরে দাড়িয়ে থাকে ছয় শয়তান! কারণ একটাই! পরীক্ষা দিতে গিয়ে শিক্ষকের সাথে দূরব্যবহার করা! যেটার খরব তামিম ও পাই! তাই শাস্তিস্বরূপ তাদের কান ধরে দাড় করানো হয় রৌদে!
” বল, আমি শপথ করিতাছি যে,! “”
ছয় শয়তান একসাথে বলে উঠে..!
” আমি শপথ করিতাছি যে,! ”
“” জীবনে ও আর ”
” জীবনে ও আর চিটিং করবো না!”
” চিটিং করবো না!”
” করলে আমরা গরু!”
এমপি তামিম সরকার পর্ব ৮৮
ছয় জন কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে!
” জলদি বল!”
” তাহলে আমরা গরু!”