এমপি তামিম সরকার পর্ব ৮৩

এমপি তামিম সরকার পর্ব ৮৩
কাফাতুন নেছা কবিতা

” আজকে তোগো হাড্ডি গু’রা করবো! ”
” ধরতে পারলে তো ভাই!”
” সাকিবের বাচ্চা সবার আগে তোরে পিটা”বো!’
তামিম তার ছয় শয়তানের পিছনে সুবহার সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগায়! আর তার সামনে ছয় জন আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় নিজেকে বাঁচানোর! ছয় জন ছয় দিকে দৌড় লাগায়! পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে!
বরাবরের মতো আজকে ও সাকিব আর মাহির পুলের মধ্যে ঝাপ দেয়! আর রফিক, মফিস গাছে উঠে পড়ে! মানিক আর সুবহা ঝোপের আড়ালে চলে যায়! কালো বোরকা পড়ায় সুবহা একদম মিশে গেছিলো ঝোপের সাথে!

” ভাবি-মা! আইজা যদি ছহীদ হই, আমার কব্বর টা পূর্ব পারের পুকুরের মাঝে দিয়েন!:”
এই অসমায়ে মফিজের এহেন কথা শুনে সুবহার রাগের পারদ ফেটে পড়ে! ইচ্ছে করছিলো তার মাথায় কিছু একটা দিয়ে বা’রি দিতে!
” আপনার মুখে গু পড়ুন! সব সময় ভুলভাল বকেন!”
সুবহার ঝাড়ি শুনে মানিক চুপ হয়ে যায়! কিন্তু একটু পরপর সুবহাকে তার কবর যেনো পূর্ব পারের পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলে যায়!
—তামিম বাগানে এসে দেখে আরো চুলের ও খবর নেই! নাহ! এই ছয় শয়তানকে নিয়ে আর পাড়া গেলো না! কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয়, তাহলে তারা মাথায় চড়ে বসবে!
তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথে গার্ডরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখে! তিনটা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয়! কিছু ক্ষণ পর আয়েশা সরকার এবং তানভীর সরকার ও বাগানে চলে আসে!
তামিমের পাশের দুটো চেয়ারে তারা বসে পরে! তারপর একটা মাইক এনে তামিমের হাতে দিয়ে দেওয়া হয়,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

” মাই ডিয়ার পলাতক বউ এন্ড জাউ’ড়া সন্তান’স, আপনারা কী নিজ ইচ্ছেতে বের হবেন না-কি আমি আমার স্টাইলে বের করবো?”
তামিম মাইক সাইটে রেখে দিয়ে চুপচাপ ঘড়ি দেখতে থাকে!
৩ মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে! মাহির সাকিব ভিজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাড়ায়! মানিক এবং সুবহা ঝোপের আড়াল থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাড়ায়! তার কিছু ক্ষণ পর মফিস এবং রফিক মোটা তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসে!
” কী-রে মানিক জোড়! তোরা এমনে হাটোস ক্যালা?”
শামসুর কথা শুনে মফিস এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়!
” আর কইস না শামসু ভাই, তাড়াহুড়ো কইরা গাছে উঠতে যাইয়া ছাল উঠঠা গেছে গা!”
উপস্থিত সকলে তাদের এই করুন পরিনত দেখে খুব কষ্ঠে মুখের হাসি আঁটকায়! আর তামিম এসে তাদের সামনে দাড়ায়!

” শামসু?”
” এই লন ভাই!”
তামিমের এক ডাকেই শামসু তার হাতে মোটা একটা চ্যালাকাঠ তুলে দেয়! তা দেখে ছয় শয়তানের কলিজার পানি শুকিয়ে আসতে থাকে!
” তোরা পাঁচ জন, এ দিকে আয়!”
তামিমের ডাকে পঞ্চ পান্ডব এসে হাজির হয়!
” উল্টো দিকে ঘোর!”
তামিম তাদের উল্টো দিকে ঘুরতে বলার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পাদদেশ দিয়ে এখন ঝড় তুফান চলবে!
হলো ও তাই! তামিম এক এক করে পাঁচ জনের পঞ্চাদশে লাঠি চার্জ করতে থাকে! খুব জোড়ে জোড়েই তাদের পিছনে মা-রা হচ্ছিল! তাদের চিৎকার শুনে সুবহা শুকনো ঢোক গিলে!
তামিম ওদের মা’রতে থাকে, আর সুবহা পাশ দিয়ে ভালো মানুষের মতো আস্তে আস্তে পা টিপে টিপে যেতে থাকে!
” এই দ্বারা!”
তামিম খুব জোড়ে সুবহাকে পালাতে দেখে চেচিয়ে উঠে! সুবহা তামিমের দিকে তাকিয়ে বোরকা উপরে তুলে খুব জোড়ে দৌড় দেয়! এক দোড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায়!
সুবহার দৌড় দেখে তামিম ও তার পিছু নেয়! তামিমের গতি এতো জোরে ছিলো যে সুবহা দরজা লক করতে পারেনি! তার আগেই তামিম ভিতরে ঢুকে পড়ে! সুবহা পুরো ঘড়ে দৌড়াদৌড়ি শুরু করে!

” এবারের মতো মাফ করে দেন তামিম ভাই!”
” তুই জীবনে মানুষ হবি না! ”
” জীবন আছে যতদিন, ভন্ডামি ততদিন!”
” হাতের কাছে পেয়ে নেই ভন্ডামি ছুটাবো,! তুই আর জীবনে ও ভালো হবি না!”
” হয়ে যাবো স্বামী! এবার হবো!”
” কালকে কালা মানিকের কসম কাটছিলি হলি না তো!”
” ওইটা তো কালা কসম ছিলো! আজকে ধলা কসম কাটলাম!”
” তোরে বিশ্বাস নাই!”
তামিম সুবহার সাথে পুরো রুমে রীতিমতো গোল গোল করে ঘুরতে থাকে! কিন্তু সুবহার গতি কমে না! সে এদিক ওদিক যেতেই থাকে!
এক পর্যায়ে তামিম সুবহাকে ধরে ফেলে! আর বেকায়দায় পড়ে তামিমের হাত সুবহার গা’লে চলে যায়! খানিকটা জোড়েই চ’ড় লাগে তার গালে!
সুবহা গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে! তার চোখে পানি ছলছল করে! তামিম ও একটু আফসোস করে! তার উদ্দেশ্য ছিলো সুবহাকে ভয় দেখানো! সত্যি সত্যি মা-রা নয়! কিন্তু হুট করে তাল সামলাতে না পেরে লেগে গেলো!

সুবহার এমন তাকানো দেখে তামিম ও একটু ভয় পেয়ে বসে! সুবহা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পরে! দৃষ্টি তার একদম সামনে! কোনো কথা নেই মুখে! তামিম সুবহার এমন পাথর মূর্তি ভাব দেখে শুকনো ঢোক গিলে!
সুবহা নড়ে ও না চড়ে ও না! উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে! তামিম এসে সুবহার পাশে বসে! সে কয়েকবার সুবহাকে ডাকে! কিন্তু কোনো সাড়াশব্দ পাইনি!
তামিম ও এবার একটু ভয় পেয়ে বসে! সুবহার কী খুব জোড়ে লেগেছে গালে? কী করবে কিছুই বুঝতে পারে না!
সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হাঁটু রেখে সুবহার গা’লে কষিয়ে চ’ড় মেরেছে এটার পরিনতি যে খুব ভয়ংকর হবে সেটা ভালোই বুঝতে পারছে তামিম!

” দেখো বউ, যে যাকে যত ভালোবাসে, সে তাতে ঠিক ততটাই মা’রে! ”
সুবহা একদম চুপচাপ বসে থাকে!
” ভালো বাসি তাই মে’রেছি!”
সুবহা গাল ধরেই অগ্নি দৃষ্টিতে তামিমের দিকে তাকায়! তারপর হুট করে তামিমের ঘাড় ধরে, তার পিঠে তিনটে চ’ড় চারটে ঘুসি লাগিয়ে বলে!
” ভালো কী আপনি একাই বাসেন? আমি ও বাসি!”

এমপি তামিম সরকার পর্ব ৮২

তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুবহার দিকে তাকায়! সে তো আবেগে বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিলো সুবহাকে, কিন্তু সুবহা যে তার লকিজকে কাজে লাগিয়ে তারই উপরে প্রয়োগ করবে এটা ভুলে ও বুঝতে পারেনি!
তামিম পিঠে হাত দিতে দিতে বলে…!
:’ কিছু কইলেই মা’রে! ”

এমপি তামিম সরকার পর্ব ৮৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here