নীলের হুরপাখি পর্ব ৫

নীলের হুরপাখি পর্ব ৫
কারিমা ইসলাম কেয়া

হুর বেচারা নিজের কথা শেষ করার আগেই
নীল নিজের মুখের ব্রাশ হুরের মুখে পুরে দিল,,,,,
নীল খুব স্বাভাবিক ভঙ্গিতে হুরের দিকে তাকিয়ে আছে যেন এটা কোনো সুইট কাপলের নিত্যদিনের ঘটনা।
হুর মুখ থেকে ব্রাশ টা বের করে নীলের দিকে ছুড়ে মারল।নীল তার ব্রাশটা catch করল।
হুরের ভিষণ ভমি পাচ্ছে সে এখন কথা বলার অবস্থাতে নেই।
ওওওওয়ায়া শব্দ করে হুর মুখ চেপে ধরে
দৌঁড়ে নিজের রুমের দিকে ছুটল।

নীল খুব স্বাভাবিক ভঙ্গিতে ব্রাশটা নিজের মুখে পুরে দাঁত গুলো ব্রাশ করতে লাগল।
নীলের মুখের আবেশে কোনো পরিবর্তন আসলো না।কিন্তু মনে চলছে সেটা নীলই জানে।কেননা মুখ হলো মনের আয়না কথাটা কতটুকু যৌক্তিক কে জানে।
হুর ওয়াসরুমে গিয়ে বমি করতে লাগল।
ছিহ নীল ভাই আপনি এতটুকু জঘন্য ইয়াক,,,,,।
নিলাসাঃ হুর এই হুর রেডি হয়েছিস চল নিচে খেতে যায়।
ওয়াসরুম থেকে আওয়াজ পেতেই নিলাসা ভিতরে উঁকি দিল।

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

নিলাসা ঃহুররর এই হুররর কিরে তর কিহ হলো এভাবে ভমি করছিস কেন।মা-কাকিমা কাউকে ডাকব।
হুর ঃ উহুমমম প্রয়োজন নেই।(হুর ওয়াসরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল)
নিলাসা আয়েশ করে হুরের পিংক কালার বেডে বসল।হুর আয়নার সামনে দাঁড়িয়ে মুখে আলতো হাতে ত্রিম ম্যাসাজ করছে।
নিলাসা ঃকিরে হুর খবর টপর খুশির নাক,,,কি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খালামনি হচ্ছি। (দুষ্টু হেসেঁ হাত নারিয়ে বলল)
হুরঃ নাহ ফুফুমনিইইইই (হুর রাগ দেখিয়ে বলল)
নিলাসা ঃ মানেহহহ
হুর ঃ তোমার বাল,,,,
হুররররর(নিলাসা আঙ্গুল উঁচিয়ে বলল)
কিন্তু হুর কিছু না বলেই নিচে চলে গেল।
খাবার টেবিলে বসতেই সামনাসামনি নীলকে দেখে হুরের গাটা ঘিন ঘিন করতে লাগল।

হুর আর নিলাসা তাদের ফ্রেন্ডদের সাথে কলেজ মাঠে ঘাসের উপর বসে আছে।
এখানে সকলেই তাদের প্রেমিক প্রেমিকাদের নিয়ে গল্প করছে নিলাসা আর হুর অভাগীর মতো তাদের কথা শুনছে।কারণ তারা দুজনেই সিংগেল।
গসিভ শেষে সবাই সবাইকে বিদায় জানিয়ে বাসায়,হোস্টেলে রওনা দিল।
কিন্তু নিলাসার একটু বিশেষ প্রয়োজনে হুর আর নিলাসা ওয়াসরুমে গেল।
ওয়াসরুম থেকে বের হয়ে নিলাসা জামা ঠিক করতে করতে বলল,
হুররে আমার মাঝে মাঝে সাধঁ জাগে আর সবার মতো প্রেম করার। প্রেমের জোয়ারে একটু ভেসেঁ যেতে কিন্তু তুই আর আমি দুই খুঁর কপাল্লা(অভাগী)আমাদেরকে তহ কেউ প্রপোজ ওহ করে নাহ।(কাদোঁ কাদোঁ মুখে বলল)
একটু থেমে আবার বলল,

হুরররর তোর ইচ্ছে জাগে নাহহহ।হুর উওর না দেওয়ায় নিলাসা ঝাকাতে ঝাকাতে বলল,,
হুরর বল তর ইচ্ছে জাগে নাহ,,বলল,,
হুর ঃ হহহ জাগে।তুই প্লিজ আর কাটাঁ গাঁ য়ে নুনের ছিটা দিছ না বইন।(খুব জোরে বলল)
দুজনই নাটকের ভঙ্গিতে কেদেঁ উঠল।
হুর আর নিলাসা দুজন বাসায় ফিরার জন্য বাসার গাড়ির জন্য গেইটের দিকে যাচ্ছে।তখনই পিছন থেকে কেউ ডেকে উঠল,

নিলাসা,,,,,,(অভিক স্যার)
অভিক হুর আর নিলাসার কাছে গিয়ে দাড়াঁলো।
অভিক ঃনিলাসা, হুর আজ আমার বার্ডডে সো চকলেট।
হুর ঃ কিন্তু আমাদের কাছে তহ আপনাকে দেওয়ার মতো গিফ্ট নেই।
অভিক ঃ ইটস ওকে। কিছু চাইনা আমার তোমার থেকে।
নিলাসা ঃ বাট স্যার আমরা এভাবে নিতে পারব না সরি।(আমতা আমতা করে)
অভিক ঃ ঠিক আছে তাহলে গিফ্ট হিসেবে নাহয় আমার চকলেট টা নাও এটাই আমার জন্য বেস্ট উপহার হবে।
নিলাসা আর কিছু না বলে হাত বাড়ালো। নিলাসার হাতে চকলেট দেওয়ার সময় আলতো টাচস লাগলো অভিকের হাতের সাথে।

নিলাসা আর হুর গাড়িতে উঠতে গিয়ে দেখল আজ ড্রাইবার না লামীম এসেছ।
নিলাসা আর হুর বরাবরই দুজন একসাথে বসতে পছন্দ করে।তারা দুজন বেক সিটে বসল।
নিলাসা ঃ এই যায় বলিস হুর অভিক স্যার কিন্তু হ্যানসাম আছে।বেশ কিউট।
হুর ঃ হুমম তর জন্য এমনই একটা দুলাভাই খুজে দিব নাকি।
নিলাসা ঃ খারাপ হয় নাহ।
দুজনই ফিসফিস করে কথা বলে হাসঁতে লাগল।

নীলের হুরপাখি পর্ব ৪

সন্ধ্যা হয়ে গেছে।নীল এখন বাসায়ই।
হুর নিচে হলরুমে বসে টিভি দেখছে।
নীলের মা রুহানি প্লেটে করে তরমুজ কেটে ছেলেকে দিতে যাচ্ছিল।মাঝে শাশুড়ী ডাকায় হুরকে পাঠালো।
হুর নীলের ঘরে ডুকার আগে সকালের ঘটনাটা মাথায় এলো। সাথে সাথে তার মাথায় খেলল দুষ্টো বুদ্ধি।
হুর তরমুজ গুলো জ্বীভ দিয়ে চেটেঁ চেটেঁ এটোঁ করতে লাগলো।

নীলের হুরপাখি পর্ব ৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here