পাতা বাহার পর্ব ৩২(২)
বেলা শেখ
সকাল বেলা।পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। অরুণ সরকার পুরো ফরমাল ড্রেসআপে। আজ অফিস জলদি যেতে পারবে। অরুণ রুমে প্রবেশ করে। ভোর বিছানায় দাঁড়িয়ে আর পাতা তার টাই বাঁধার চেষ্টা করছে। তাকে দেখে পাতা বলল,
-” ভোরের আব্বু দেখুন তো? আমি লাগাতে পারছি না। আপনিই টাই টা বেঁধে দিন!”
বলেই সরে যায়। অরুণ টাই বেঁধে কলার ঠিক করে দেয়। পাতার হাত থেকে স্কুলের আইডি কার্ড গলায় ঝুলিয়ে দিয়ে ছেলের কপালে চুমু খায়। বিছানায় বসিয়ে দিয়ে নিজে হাঁটু মুড়ে বসে মুজো, শু পড়িয়ে দিলো। এখন সে পুরোপুরি রেডি! অরুণ আড়চোখে পাতার দিকে তাকিয়ে বলল,
-” এভাবেই যাবে?”
পাতা নিজের দিকে তাকায়। রাতে পরিহিত সেই সালোয়ার ও হাঁটুর একটু উপরে টপস। গলায় ছোট ওড়না ঝুলছে। মাথার চুল গুলোও এলোমেলো। পাতা ড্রেসিন টেবিলের আয়নায় নিজেকে দেখে হতাশ। পুরাই কাজের বেডি।
-” এভাবে গেলে পুলিশ পাবনায় ছেড়ে আসবে!”
অরুণ গম্ভীর গলায় হুকুম দিলো,
-” তাহলে রেডি হয়ে আসো। ফাস্ট!”
পাতা মুখ গোমড়া করে বলল,
-” কি পড়ে যাবো?”
-” কাপড়ের অভাব পাতাবাহার? এক কাজ করো আমার একটা স্যুট পড়ে নাও!”
পাতা আহম্মকের মতো করে চায়। অথচ অরুণ স্বাভাবিক। ভোর হেসে বলল,
-” হ্যা আম্মু পড়ে নাও! কিন্তু আব্বুর স্যুট তোমার লাগবে?”
অরুণ ভোরের দিকে তাকিয়ে বলল,
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
-” আমি যখন বাচ্চা ছিলাম তখনকার অনেক ড্রেস, স্যুট আছে। সেগুলো ফিট হলেও হতে পারে!”
ভোর অবাক সুরে বলল,
-” আব্বু তুমি বাচ্চা ছিলে?”
অরুণ ভোরের দিকে চায় শান্ত দৃষ্টিতে। পাতা বাবা ছেলের দিকে চায়। তার মজা উড়াচ্ছে।
-” আমি কি পাগল?”
-” না। পাগলি! পাগল তো ছেলেরা হয়!”
ভোরের কিউট জবাবে পাতার ফেস কাঁদো কাঁদো হয়ে যায়।
-” তুমি আমায় পাগল বলতে পারলে ভোর সোনা?”
ভোর পিট পিট করে চেয়ে পাতার কোমড় জড়িয়ে ধরে বলল,
-” আমি বলি নি তো। তুমি তো আমার ভালো সোনা ময়না আম্মু!”
অরুণ হাত ঘড়িতে সময় দেখে ধমকের সুরে বলে,
-” দু’ জনের মেলোড্রামা শেষ হলে রেডি হয়ে আসুন!”
পাতা তবুও দাঁড়িয়ে থাকে। ভোর বাবার মতো গম্ভীর গলায় বলল,
-” আব্বু তুমি আমার আম্মুকে বকছো কেন?সবাই শুধু আম্মুকে বকে!”
অরুণের কপালে ভাঁজ পড়ে।
-” কে কে বকে?”
-” শুধু আপনিই বকেন! সকাল বিকেল দুপুর সবসময়!’
পাতা বুকে হাত গুটিয়ে গাল ফুলিয়ে বলে। অরুণ তার দিকে চায়।
-” কথা ঘুরাচ্ছো কেন? আর কে বকে তোমায়?এই ভোর তুমিই বলো?”
ভোর বাবার দিকে চায়। দাদি বকে আম্মুকে, চাচ্চুও। ওই নানি আন্টি না বকলেও দাদিকে দিয়ে বকা শোনাতো! কিন্তু সে বাবাকে বলবে না। আব্বু যদি দাদির সাথে ফাইট করে! তাহলে তো তার কষ্ট হবে। সে পাতার দিকে চায় আড়চোখে। পাতা ভোরের দিকে তাকিয়ে শান্ত গলায় অরুণের উদ্দেশ্যে বলল,
-” কে বকবে? আপনি ছাড়া কেউ বকে না। মা একটু আকটু শাসন করে ,আম্মুর মতো। ভালো লাগে আমার। আর আরিয়ান ভাইয়ের সাথে ঝগড়া লাগে না ? সেটাই বলছে। ছাড়ুন তো ছেলের কথা!”
অভিজ্ঞতায় ভরপুর অরুণের বুঝতে অসুবিধা হয় না। আদুরিও বলছিলো পাতা ভয় পায় ছোটমাকে। দূরে দূরে থাকে। আর সেও লক্ষ্য করেছে। রুবি ও পাতা দুজনের প্রতি ভিন্ন আচরণ! হবে না আপন ও সৎ পার্থক্য আছে তো। তবে অরুণ কিছু বলবে না। একবার সে এসবের প্রত্যক্ষ সাক্ষী হোক ছেড়ে কথা বলবে না। এখন কিছু বললে পাতাকেই ভূল বুঝতে পারে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে,
-” পাতাবাহার রেডি হয়ে নাও!”
-” স্কুলে টিচারদের ড্রেস কোড এক। এখন আমার শাড়িটা তো বাড়িতে। প্যাক করতে ভুলে গিয়েছিলাম!”
-” দ্যাটস গুড! শাড়ি পড়ে আর যাবেও না স্কুলে। সালোয়ার কামিজ পেয়ে যাবে কাল। আজ নরমাল ড্রেস পড়ে নাও!”
পাতার ভ্রু কুঁচকে যায়।
-” শাড়িতে কি সমস্যা?”
অরুণ ছেলেকে কোলে নিয়ে দরজায় যেতে যেতে জবাব দেয়,
-” যেটা বলছি সেটা করো! আমরা ড্রয়িংরুমে অপেক্ষায়!”
পাতা প্রায় আধাঘণ্টা সময় নিয়ে তৈরি হয়ে ঘর থেকে বের হয়। এক হাতে স্টুডেন্টসদের এক্সামের খাতা অপর হাতে নতুন ভ্যানিটি ব্যাগ। বিয়ের পর একদিন সে ,নাক উঁচু ম্যানারলেস লোকটা ও ভোর শপিং মলে গিয়েছিল। সেদিন অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। আর বেশিরভাগই তার জন্য কিনেছে লোকটা। একগাদা শাড়ি সহ প্রয়োজনীয় জিনিস, হিলস, স্কার্ফ, ঘড়ি, টুকটাক অনেক কিছু সেখানে শ্যাম্পু কন্ডিশনার থেকে শুরু করে মেয়েলী প্রয়োজনীয় সব এমনকি কাজল, লিপস্টিক,মেকাপ সামগ্রীও। পাতা কোনো কিছুতেই মানা করে নি। বিয়ে করেছে আর বউকে শপিং করিয়ে দেবে না।
কোন জিনিস একটা কেনে নি লোকটা। এই যেমন ভ্যানিটি ব্যাগই বিভিন্ন ডিজাইনের সাতটা। পাতা শুধু মুচকি হেসে লোকটার পিছু পিছু ঘুরেছিল ভোরের হাত ধরে। নতুন নতুন জিনিসপত্র কিনতে,শপিং করতে কার না ভালো লাগে। এতো বড় শপিং মলে সব সুন্দর ইউনিক কালেকশনের জিনিস পত্র দেখে পাতার মনে হচ্ছিল সব ব্যাগে পুরে নিয়ে আসতে। পাতা মিটিমিটি হাসতে হাসতে যাচ্ছিল কিন্তু সামনে শাশুড়িকে দেখে হাসি গায়েব হয়ে যায়। আমতা আমতা করে কিছু বলবে এর আগে আসমা বেগম গম্ভীর গলায় বলল,
-” স্কুলে যাচ্ছো?”
-” জি মা!”
-” ভালো! কিন্তু এসব কি পড়েছো?”
পাতা মাথা নিচু করে নিজেদের দিকে চায়। দুই কানি নামানো গোল কুর্তা পড়েছে সাথে লেডিস জিন্স। মাথায় স্কার্ফ এক পাশে ওড়না ঝুলছে। আসমা বেগম নিচে ড্রয়িং রুমে অরুণ ভোরকে একবার দেখে নিয়ে খানিকটা নিচু গলায় বলল,
-” ছোট বাচ্চা তুমি? এমনিতেই অরুণের থেকে বয়স কম! দেখতে বাচ্চা বাচ্চা লাগে। এসব পড়লে আরো ছোট লাগবে।”
পাতা ঠাহর করতে পারল না প্রশংসা করলো নাকি মজা উড়াল। পঁচিশ পড়েছে তার চার মাস হলো। ছোট বাচ্চা লাগছে? সে মিনমিন করে বলল,
-” মা রুবি আপুও তো পড়ে!”
বলেই মনে হলো বলা ঠিক হলো না। আবার কি না মনে করে। আসমা বেগম বলল,
-” রুবির বিয়ের সাত আট বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চাও আছে। কিন্তু তুমি তো নতুন বউ তাই না? শাড়ি টারি পড়ে একটু সেজে ধেজে নতুন বউয়ের মতো থাকবে তা না। কিশোরী মেয়েদের মতো ড্রেস পড়ছো!’
পাতা আড়চোখে শাশুড়ির দিকে তাকিয়ে নিচে অবস্থানরত স্বামী ছেলের দিকে চায়। অপেক্ষায় আছে তার। আসমা বেগম সেটা লক্ষ্য করে আরেকটু নিচু গলায় বললেন,
-” নতুন বউ তুমি শাড়ি টাড়ি পড়ে একটু সেজে স্বামীর সামনে ঘুরঘুর করবে। নিজের আঁচলে বেঁধে নেবে ধীর ধীরে। তা না! এখন শাশুড়ি হয়ে এসব শিখিয়ে দিবো নাকি?”
“দিলে মন্দ হয়না” মনে মনে আওড়িয়ে ভাবে আইডিয়া মন্দ নয়। আরে সে শাড়ি পড়ে সেজেগুজে আয়নায় নিজেকে দেখেই শ খানেক ক্রাশ ট্রাশ খেয়ে বসে সেখানে জামাই তো গড়াগড়ি খাওয়ার কথা।
আসমা বেগম পাতাকে চুপ করে থাকতে দেখে বিরক্ত হয়। বিয়ের পরের সময়টা স্বামী স্ত্রীর জন্য মধুমাস। অনেক মধুর স্মৃতি বিজড়িত হবে এই সময়ে। অথচ গাধা মেয়েটা! সেও ভালোভাবে বুঝিয়ে বলতে পারছে না। বললে যদি ভাবে যে ভোরকে বাবার থেকে দূরে সরিয়ে রাখার জন্য কুমন্ত্রনা দিচ্ছে। সেও তো এক মেয়ে। তার ঘরেও একটা মেয়ে আছে। আর পাতার সময়টা এককালে সেও পেরিয়ে এসেছে। এখন হয়তোবা সম্পর্কটা মিষ্টি মধুর মনে হচ্ছে। ধীরে ধীরে সময় গড়াবে তিক্ততা সৃষ্টি হতে কতক্ষণ।
আর অনিক সরকারের সাথে তার বিয়েটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম বিয়েটা টিকে নি। সেও প্রথম প্রথম সম্পর্কটাকে মন থেকে মেনে নিয়েছিল। অরুণ কেও নিজ ছেলের মতন ভালোবাসতো। কিন্তু হঠাৎ সব বদলাতে শুরু করে। অনিক সরকারের অরুণের প্রতি অবাধ ভালোবাসা, কেয়ার, শাসন, ধমক। বলতে গেলে ছেলেকে নিয়েই তার সব চিন্তা ভাবনা। আসমা বেগম কোথাও ছিল হয়তো অল্প অল্প। তার খুব কষ্ট লাগতো, মন বিষিয়ে উঠতো। অরুণকে কেমন যেন তৃতীয় ব্যক্তি মনে হতো। থাক অতীতের স্মৃতি চারণ। আসমা বেগম খানিকটা মায়া নিয়ে পাতার দিকে চায়। মেয়েটার প্রথম বিয়ে। স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে হয়তো অগাধ। সেই স্বপ্ন পূর্ণ হবে তো আদতে?
আসমা বেগম পাতার উদ্দেশ্যে বলেন,
-” শোন বড় বউ? সময় খুবই মূল্যবান সম্পদ। যে সময় একবার চলে যায় তা কখনো ফিরে আসে না। নিজের সম্পর্কে এফোর্ড দিবে সর্বোচ্চ। নিজের ভালোলাগা, পছন্দ,আশা আকাঙ্ক্ষাকে , নিজেকে! ভূলে যাবে না। তুমি নিজের জন্য কিছু না করলে অন্যরা তা করে দেবে না। দিলেও তোমার মনমতো নাও হতে পারে। নিজেকে রেসপেক্ট না করতে জানলে অন্যের থেকে আশা করাটা বোকামি হবে। ভোরকে ভালোবেসো ,খেয়াল রেখো যত্ন করো সাথে নিজেরও! আর হ্যাঁ এসব কিশোরী সাজা বাদ দাও আইন্দা দেখলে তোমার আলমারিতে আগুন লাগিয়ে দিবো!”
বলে চলে যায়। পাতা পিট পিট করে চায় যাওয়ার দিকে। শাশুড়ির কিছু কিছু কথা সে বুঝতে পেরেছে। পাতা এই মহিলাকে বোঝে না। তাকে শাসন করে বেশ! কখনো মনে হয় এটা তার ভালোর জন্যই। আবার কখনো মনে হয় রুবি ও তাকে ভিন্ন নজরে দেখছে। এখন কার মনে কি আছে উপর ওয়ালাই ভালো জানেন। পাতা ভাবনা পেছনে ঠেলে সিঁড়ি বেয়ে নিচে নামে। অরুণ পাতার দিকে গম্ভীর মুখ চেয়ে। পাতা এদিকে ওদিকে নজর ঘোরায়। দেড়ির জন্য ঝাড়ি না দেয়। অরুণ ঝাড়ি দেয় না। সে দেখেছে ছোটমা আর পাতাবাহার কথা বলছিল উপড়ে। সে শান্ত গলায় বলল,
-” কি বলল ছোটমা?”
-” আপনাকে কেন বলবো? হুহ!”
পাতার ত্যাড়া তীক্ষ্ণ জবাবে অরুণের মেজাজ বিগড়ে যায়। খানিকটা বেয়াদবির আভাস পেল যেন।
-” এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দেব বেয়াদব! বন্ধু লাগি আমি তোমার? বড়দের সম্মান দিতে জানো না! সাধারণ প্রশ্ন করেছি বলবে না, ভদ্র ভাবে না করো। এভাবে মুখের উপর বেয়াদবি করার কি দরকার?”
ধমকে পাতা ভোর কেঁপে উঠলো। পাতার নাকের পাটা ফুলে ফুলে ওঠে। ঠোঁট জোড়া ভেঙে আসতে চায়। সে তো ওভাবে বলে নি। ঠাট্টার ছলেই বলেছে যেন এটা নিয়ে কথা উঠে, প্রসঙ্গ পাল্টে যায়। অথচ লোকটা বেয়াদব বলে দিল। সে নিজেকে সামলে বলল,
-” স্যরি আমি ওভাবে বলি নি।”
অরুণ গম্ভীর মুখে পাতার দিকে তাকিয়ে থাকে। হাতে খাতার বান্ডিল দেখে বলল,
-” ওগুলো?”
পাতা মাথা নিচু করে খাতার দিকে চায়।
-” বাচ্চাদের এক্সামের খাতা। পরশু রেজাল্ট হবে অথচ দেখা হয় নি। কিছু আমি রেখেছি বাকি গুলো ফ্রেন্ডকে দেব ও দেখবে।”
অরুণ আর দেড়ি করে না। ভোরের স্কুল ব্যাগ কাঁধে তুলে পাতার হাত থেকে খাতার বান্ডিলটা নিয়ে হাঁটা দেয়। ভোর গম্ভীর মুখে পাতার হাত ধরে বাবার পিছনে হাঁটতে থাকে।
গাড়ির ভেতরে পিনপিন নীরবতা।গাড়ির ইঞ্জিন,হর্ণ ও আশেপাশের গাড়িঘোড়ার আওয়াজ ভেসে আসে। ড্রাইভার রঞ্জু গাড়ি ড্রাইভ করছে স্বাভাবিক বেগে। আজ আভারির উপস্থিতি নেই ফ্রন্টসিটে। পেছনে অরুণ, পাতা, মাঝখানে ভোর পাতার দিকে ঘেঁষে বাহুতে মাথা ঠেকিয়ে আছে। মুখটা বড়দের মতো গম্ভীর। পাতা স্বাভাবিকভাবেই বসে, তবে তার মনটা বেশ খারাপ। লোকটা এভাবে ধমক দিতে পারলো ছেলেটার সামনে। লজ্জায় তার চোখে পানি চলে আসে। খোলা জানালার দিকে মুখ করে অলক্ষ্যে মুছে নেয়।অরুণ মোবাইল হাতে ফেসবুকে স্ক্রল করছে। তবে আড়চোখে পাশে মানব মানবীর গোমড়া মুখ নজর এড়ায় নি। সে ফেসবুকে সার্চ করে একটা ফানি ভিডিও বের করে। ভোরের দিকে তাক করে বলে,
-” আব্বু দেখো কতো মজার ভিডিও!”
ভোর আড়চোখে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিল। অরুণ এগিয়ে এসে তার সম্মুখে ফোন রাখে। ভোর ঝটকা মেরে সরিয়ে দিল।ফলাফল স্বরূপ ফোনটা পড়ে যায় হাত থেকে। পাতা চোখ বড় বড় করে ফোনের দিকে চায়। অরুণ ফোনটা তুলে ঝাড়ি দিল একটা।
-” কি হয়েছে টাকি হ্যাঁ? অনেকক্ষণ হলো সহ্য করছি!”
ভোর অরুণের দিকে ফোঁস ফোঁস করে বলল,
-” তুমি আম্মুকে অনেক জোড়ে বকেছো! আম্মু কষ্ট পেয়েছে! তোমার সাথে কথা নেই!”
আর বলতে পারে না কান্নায় গলার স্বর রোধ হয়ে আসে তার। আম্মুর মলিন মুখ দেখে তার কষ্ট হয়। পাতা অবাক হয় বেশ। ভোরকে তুলে নিজের কোলে বসায়। অরুণ মা ছেলের দিকে ফ্যাল ফ্যাল করে চায়। বকলো কাকে আর চোখের জল ফেলছে কে? সাথে অবাকও হয়। ছেলেটা এ কয়দিনে পাতাবাহারকে বেশ ভালোবেসে ফেলেছে। পাতা ওড়না দিয়ে ভোরের গাল মুখ নাক মুছে দিলো। বুকে জড়িয়ে বলল,
-” আরে কাঁদছো কেন? আমি তোমায় বলেছি যে আমি কষ্ট পেয়েছি! আমি একটুও কষ্ট পাই নি। এরকম ধমক ঝাড়ি কতো শুনেছি। এমনকি দাদির হাতে লাঠির পেটা খেয়েও দাঁত বের করে হেসেছি আমি ও কাওছার ভাই।”
বলে হাসলো পাতা। কিন্তু ভোর হাসলো না। পাতার গলা জড়িয়ে আড়চোখে বাবার দিকে চায়। অরুণও তাকিয়ে ছিল বলে চোখাচোখি হয়। সে পাতার হাসিমুখ ও ছেলের ক্রন্দনরত মুখ দেখে বলল,
-” ভালো। ছেলে ও ছেলের আম্মু একটিমে হয়ে আমাকে ভুলে গেছে! আমিও টিম বানাবো..”
তাকে আর বলতে না দিয়ে ভোর বলে উঠলো,
-” আম্মুকে স্যরি বলো?”
অরুণ ছেলের দিকে চায় শান্ত চোখে। পাতা না না করে বলে,
-” ভোর সোনা স্যরি কেন বলবে? নিজেদের মধ্যে কেউ স্যরি বলে নাকি! আর আমার ভুল ছিল, বেয়াদবি করেছি তাই বকেছে। তুমি একটু হাসো তো? তোমার আব্বুর মতো গম্ভীর মুখ বানিয়ে রেখেছো কেন? ভোরকে হাসি খুশি থাকলেই ভালো লাগে!”
অরুণ আড়চোখে পাতার চোখের দিকে চায়। পাপড়িগুলো ভিজে। ভোর হাসে না। পাতার কোল থেকে নেমে অরুণের কোলে বসে।অরুণের বাম হাতের তালু মুখে পুরে শক্ত করে কামড় বসায়। অরুণ কিছু বলে না, না হাত সরানোর কোনো চেষ্টা করে। তবে পাতা হাত সরিয়ে ভোরকে খানিক শক্ত করে বলল,
-” ভোর এসব কি? এর আগেও তুমি উনাকে আঘাত করেছো! এটা ঠিক না। তোমার আব্বু তোমার গুরুজন। তাকে আঘাত করা ঠিক?”
ভোর মাথা নাড়ল ঠিক না। তাই সে কামড় দেয়া জায়গায় হাত বুলিয়ে চুমু খেয়ে সরে আসতে নিলে অরুণ ছেলেকে আটকায়। শান্ত নরম গলায় বলল,
-” ভুল হয়েছে আমার। স্যরি পাতাবাহার!”
ভোরের গোমড়া মুখে হাসি ফুটে উঠলো। বাবার গলা জড়িয়ে ধরে চুমু খায় গালে। অরুণ পাতার দিকে চায়। পাতাও তার দিকে। স্যরি বলল! কিন্তু বাধ্য হয়ে। তবে পাতা কিছু বলে না, ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। অরুণ হাত বাড়িয়ে পাতার ফুলো গালে আঙ্গুল দাবিয়ে দেয়। পাতা ব্যাথা পায় না একটুও বরং একটু কেঁপে উঠল কি? তবে তার ইচ্ছে করে ভোরের মতো আঙ্গুলটায় শক্ত করে একটা কামড় বসিয়ে চুমু খেতে।
ব্যস্ত রাস্তা। গাড়ি ঘোড়া রিকশা ছুটে চলছে অনবরত। গাড়ির হর্ন বাজছে । বাচ্চারা ছুটোছুটি করে রাস্তা পাড় হয়ে স্কুলে প্রবেশ করছে। ছোট ছোট বাচ্চা গলায় আইডি কার্ড ও পানির বোতল ঝুলছে। সাদা শার্ট ও কালো হাফ প্যান্ট, মেয়েটা শার্ট ও স্কার্ট পড়ে, সাদা মুজো ও শু পড়ে কাঁধে বড় ব্যাগ ঝুলিয়ে বাবা অথবা মায়ের হাত ধরে হাঁটছে সকলে। কেউ কেউ বাবার কোলে চড়ে যাচ্ছে। স্কুল সামনে হওয়ার দরূণ এই রাস্তায় জ্যাম লাগে সকাল বেলা। গেট বরাবর একটা জেব্রাক্রসিং আছে। রাস্তার দু ধারে ফুটপাত বন্দি নানা রকম দোকানির কর্মসূচিতে। কেউ ঝালমুড়ি, শরবত, আইসক্রিম, ফুচকা ইত্যাদির দোকান। তবে একটা জিনিস ভালো সেটা হচ্ছে স্কুলের ভিতরে এসব এলাও না। স্কুলের আঙিনায় বাচ্চাদের জন্যে একটা দোকান আছে। তবে সেটা ক্লাস চলাকালীন বন্ধ থাকে। টিফিন পিরিয়ডে ও স্কুল শুরু ছুটির আগ মুহূর্তে খোলে। অরুণের গাড়ি জ্যামে আটকে।
পাতা ও ভোরকে নামিয়ে দিয়েছে। ওই তো যাচ্ছে। আগে তো সেই নামিয়ে দিয়ে ক্লাসে বসিয়ে তবেই ফিরতো। কিন্তু আজ সে তার আম্মুর হাত ধরে নাচতে নাচতে যাচ্ছে হাসিমুখে। ব্যাগটা পাতার কাছে। জ্যাম ছেড়ে গাড়ি যায়। ইউ টার্ন নিয়ে স্কুলের সামনের অপর রাস্তায় আসে। পাশের সিটে তাকাতেই নজরে আসে একটা ব্যাগ। অরুণের কপালে ভাঁজ পড়ে ব্যাগে টিফিন বক্স। এটাতো সেই বানিয়ে এনে দিয়েছে পাতাবাহারকে। লাঞ্চের জন্য! মেয়েটি ফেলে গেলো? অরুণ বক্স হাতে নেয়। ড্রাইভারকে বলে গাড়ি থামায়। রাস্তা পার হয়ে গেট পেরিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে। সোজা টিচার্স রুমের উদ্দেশ্যে যায়। ভোরের ক্লাসরুমও ওইদিকেই। টিচার্স রুমের সামনে দিয়েও আসা যায়। অরুণ মাঠ পেরিয়ে বারান্দায় যায়।
পাতাকে নজরে আসে। ওই তো দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। দুই পা এগিয়ে গেলেই অরুণের পা থেমে যায়। পাতা একটা ছেলের সাথে কথা বলছে। অরুণ চেনে ছেলেটাকে। স্কুলেরই টিচার। সেই হিসেবে পাতাবাহারের কলিগ। কথা বলতেই পারে কিন্তু!ওভাবে হেসে হেসে!! পাতা ছেলেটার দিকে খাতার বান্ডিল বাড়িয়ে দিল। ছেলেটা হাসিমুখে নিয়ে কিছু বলল। পাতা খিলখিলিয়ে হেসে উঠলো। অরুণের দন্ত কপাটি কটমট করে ওঠে। হাতের ব্যাগটা শক্ত করে ধরে পা চালালো হনহনিয়ে। এই তার ফ্রেন্ড! যে এতো গুলো খাতা দেখবে একদিনে। ভালো খুবই ভালো।
-” তাড়াহুড়ো করে দেখো না যেন! ভালোভাবে দেখো খাতাগুলো!”
সৈয়দ হেসে পাতাকে বলল,
-” যথা আজ্ঞা ম্যাডাম পাতা অরুণ সরকার!”
পাতা মুচকি হেসে চোখ রাঙায়। সৈয়দ হেসেই মজার সুরে বলল,
-” যাই বলো আমি কিন্তু বলেছিলাম রাজি হয়ে যাও জুনিয়র পার্টনার ওতটাও ওড না! ট্রাই করতে পারো! কিন্তু তুমি তো তোয়াক্কাই করলে না। এখন বুড়ো বেডারে নিয়ে সারাজীবন কাটাতে হবে। কষ্ট কষ্ট আফসোস!!”
পাতা মুচকি হাসে। ছেলেটার সাথে স্কুলে আসার পর থেকেই পরিচয়। একসাথেই জয়েন করেছিল। খুবই ফ্রেন্ডলি হাসিখুশি একটা ছেলে। মনটাও ভালো হয়তোবা।
-” বুড়ো নয় মোটেও। তোমার থেকে যথেষ্ট হ্যান্ডসাম ও হাট্টাকাট্টা দেখতে। তোমাকে তো হালকা বাতাসেই খুঁজে পাওয়া যাবে না। কোন না কোন গাছের সাথে লকটে থাকবে!”
সৈয়দ হেসে উঠলো সামনে দেখিয়ে বলল,
-” পিছনে দেখো আসছে তোমার হ্যান্ডসাম হাট্টাকাট্টা জামাই। তোমার জামাই মুখ খানি দেখো? মনে হচ্ছে নিমপাতা মুখে নিয়ে আছে। একটু মিষ্টি মুখ করিয়ে দাও বেশি করে আসছি টা টা!”
বলেই চলে যায় সামনে তারপর রুমে ঢুকে দরজা চেপে দেয়। পাতা পিছনে চায়। অরুণ গম্ভীর মুখে পাতার সামনে দাঁড়ালো।বেশি দূরত্বে না কাছ ঘেঁষেই। পাতা আশেপাশে দেখে। ছোট ছোট কিছু বাচ্চারা গলাগাটি করে ক্লাসে যাচ্ছে। পাতা চাপা স্বরে বলল,
-” কি হয়েছে? কিছু বলবেন?”
অরুণ ব্যাগটা বাড়িয়ে দেয়।
-‘ মন কোথায় থাকে?”
পাতা হাতে নিলো।
-” মনে ছিলো না। আর আসলে আজ টিফিন পিরিয়ডেই ছুটি নিবো তাই আর কি!”
অরুণ ভ্রু কুটিতে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো,
-” ছুটি কেন?”
-” এতো গুলো খাতা দেখতে হবে না। তাই শেষ হলে হয়!”
-” কেন আপনার বন্ধু নিলো তো!”
বন্ধু কথাটা একটু টেনে বললো। পাতা বুঝতে পারলো কি?
-” সৈয়দকে অর্ধেক দিয়েছি। বাকি অর্ধেক বাড়িতেই ওগুলো আমি দেখবো!”
অরুণ কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাতা উশখুশ করে। লোকটা যাচ্ছে না কেন? বাকি টিচার্সরা দেখলে মজা উড়াবে অনেক। সে শুধু ঘার এদিকে ওদিকে করে দেখছে কেউ আসছে কি না। অরুণ পাতার অস্থিরতা লক্ষ্য করে গম্ভীর মুখে বলল,
-” আমি দাঁড়িয়ে আছি বলে অস্থির হচ্ছো? ওই ছেলেটার সাথে তো হাসিখুশি কথা বলছিলে!!”
পাতা তড়িঘড়ি অরুণের দিকে ফিরে। কি বললো? অরুণ সরাসরি পাতার চোখের দিকে চেয়ে। পাতাও চোখ রাখে। জেলাসি!!! বাব্বাহ অরুণ সরকার তার বউকে নিয়ে জেলাস!! অরুণ কণ্ঠস্বর খাদে নামিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
-” পাতাবাহার? তোমার দাঁত গুলো খুব সুন্দর! ছোট ছোট, একদম সাদা! অনেক স্ট্রং তাই না? এরকম অন্য লোকের সাথে হাসাহাসি করলে একটাও থাকবে না। থাঁপড়ে ফেলে দেবো! আমি মোটেও ভালো মানুষ নই! আমার হাতটা বেশিই চলে কি না!!”
পাতার মুখটা রঙহীন হয়ে যায়। কথায় কথায় ‘থাপ্পড় মেরে কানে তালা ঝুলিয়ে দেবো’! আরে শালার জামাই বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? একটু মিষ্টি করে বলতে পারিস না! পাতা কিছু বলে না। অন্য সময় হলে পায়ে পা লাগিয়ে তর্ক করতো। কিন্তু লোকটা সকালে ছেলের সামনে কিভাবে বকলো! পাতার নীরবতা দেখে অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটাকি এখনো তার উপর রেগে? অরুণ ঘার ডলে হাত দিয়ে। টিচার্স রুমের দিকে চায়। দরজা বন্ধ। পেছনেও কেউ নেই দু একটা বাচ্চা আসছে। অরুণ পাতার কাঁধ ধরে ঝুঁকে তড়িৎ বেগে থুতনিটা মুখে পুরে কামড় বসালো। জোড়ে না, আবার আস্তেও না। সময় নেয় না পরপর ছোট ছোট দুটো চুমু বসিয়ে সরে আসে। আশেপাশের ছোট বাচ্চা গুলো মিটিমিটি হাসছে। অরুণ খেয়াল করে কিন্তু মাথায় নেয় না। বড় বড় পা ফেলে চলে যায় গম্ভীর মুখে। বাচ্চারা গুসু্য ফু্সুর করে।
পাতা মুর্তির মতো দাঁড়িয়ে। কি হয়ে গেল? তিনটা বাচ্চা; দুটো মেয়ে ও একটা ছেলে ক্লাস ওয়ানের। পাতা চেনে তাদের। মিটমিটে হেসে পাতাকে সালাম জানিয়ে পাশ কাটিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। পাতা এখনো দাঁড়িয়ে। ডান হাত বাড়িয়ে থুতনিতে ছোঁয়, ভেজা ভেজা। আচ্ছা তার মাথা ঘুরছে কেন? লোকটা কামড়ে চুমু খেলো নাকি রক্ত চুষে রক্তশূন্যতায় ফেলে দিয়ে গেলো কে জানে!। পাতা চোখ পিটপিট করে। বাগান বিলাসে আচ্ছাদিত বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে অরুণ সরকারকে একবার দেখে। ওইতো পকেটে হাত পুরে মাঠের রোদের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হনহন করে। পাতার অধরকোণে ফুলের কলি ফোটে মিষ্টি হাসির ডালে ডালে। মনটা নেচে ওঠে তালে তালে। থুতনিতে রাখা হাতটা ঠোঁটের ভাঁজে রেখে সময় নিয়ে চুম্বন করে। আহা! আকাশে বাতাসে চল সখি উড়ে যাই তোর ডানা মেলে রে!!
প্লে ও নার্সারির রুম পাশাপাশি। নিচের ফ্লোরে টিচার্স রুমের পাশে। এর উপরে ক্লাস ওয়ান ও টুয়ের বাচ্চারা। ভোর ক্লাসে বসে আছে কর্নারের ফাস্ট ব্রেঞ্চে। সে একাই কিছু বই পাশে রেখে রোহানের জন্য জায়গা আটকে রেখেছে। রোহান এখনো আসে নি। ক্লাসে আরো অনেক বাচ্চা। সবাই এসেছে বোধহয়। রবিন, সানা, তাহসান, মেরি, টয়া ভোরের সামনে দাঁড়ায়। তাহসান ক্লাসের ক্যাপ্টেন। অনেক দুষ্টু সবাইকে বকবে ও মারবে ধরে ধরে। তবে ভোরকে কখনো মারার সাহস পায়নি। মাঝে মাঝে ক্লাসে কথা বলার জন্য বকে। ভোর সবাইকে দেখেও কিছু বলে না। পেন্সিল পেপার বের করে অ আ লিখতে থাকে। মেরি তার পেন্সিল কেড়ে নেয়। ভোরগম্ভীর মুখে বলল,
-” মেরি আমার পেন্সিল দাও আমি লিখছি দেখতে পারছো না?”
-” সে তো দেখতেই পাচ্ছি। আমলা যে এসেছি সেটা তুমি দেখতে পালছো না?”
মেরির কথায় ভোরের হাসি পায়। সেও ব্যঙ্গ করে বলে,
-” পালছি! মেলি”
বলেই হেসে দিল। মেরি রেগে পেন্সিল দিয়ে ব্রেঞ্চে মারলো পেন্সিলটা ভেঙ্গে যায়; মেরি ভাবে নি ভেঙে যাবে। ভোর নিজের ভাঙ্গা পেন্সিল দেখে রেগে বলল,
-” কি করলে তুমি এটা? আমার পেন্সিল ভাঙলে কেন বাজে মেয়ে!”
বাজে বলায় মেরিও রেগে মারতে গেলে সানা আটকায়। তাহসান ভোরকে বলে,
-” ওকে বাজে মেয়ে বললে কেন? আমি স্যারকে বলে দেবো তোমায় পানিশমেন্ট দিবে!”
-” আমিও বলে দেব যে ও আমার পেন্সিল ভেঙে ফেলছে।”
সবাই দমে যায়। রবিন ভোরের পাশে বসে হেসে বলল,
-” শুনলাম মিস পাতা নাকি তোর মা হয়ে গেছে?”
ভোর কপালে ভাঁজ ফেলে গাল ফুলায়। ওরা জানলো কিভাবে? ভালোই হয়েছে জেনেছে।
-” আম্মু হয় আমার!”
-” একই তো! আচ্ছা তোর আসল মা তোদের সাথে থাকে না কেন?”
তাহসানের কথা ভোরের ভালো লাগে না। তাই সে জবাব দেয় না। চুপ করে থাকে। টয়া বলে,
-” ভোর তোমার আসল মা তোমায় ভালোবাসে না?”
ভোরের মুখশ্রী বাবার মতো গম্ভীর হয়। রেগে বলল,
-” বাসে। অনেক ভালো বাসে। শুধু আমাদের সাথে থাকে না!”
রবিন হেসে বলল,
-” ভালোবাসলে তোর সাথে থাকে না কেন? আর তোর আব্বুই বা মিস পাতাকে আম্মু বানালো কেন?”
ভোর কিছু বলে না। মেরি হেসে ব্যঙ্গ করে বলল,
-” আম্মু! মিস তো ওল সৎ আম্মু হয়। আমি শুনেছি সৎ আম্মু অনেক খালাপ হয়। ভ্যাম্পায়ালেল মতো । অনেক মালে কাজ কলায়। খেতে দেয় না।”
ভোর মেরির দিকে রেগে চায়। রাগের দরূণ তার গাল জোড়া লাল হয়ে গেছে। চোখ জোড়া টলমল করছে নোনাজলে। ভোর কিছু বলতে পারে না রাগের দরূণ শুধু জোরে জোরে শ্বাস টানছে। স্যার চলে আসায় সবাই যার যার সিটে বসে পড়লো। দাঁড়িয়ে স্যারকে সালাম দিলো। ভোরও তার ব্যাতিক্রম নয়। ব্যাগ হাতরে রুমাল বের করে নাক মুখ মুছে নেয়। স্যারের পিছনে রোহানকে আসতে দেখে খানিকটা খুশি হলেও মুখ গোমড়া করেই রাখে। রোহান বসে পড়লো ভোরের পাশে। স্যার থাকায় কিছু বলতে পারে না। রোল কল শেষ হলে স্যার হোমওয়ার্ক দেখতে শুরু করে। রোহান তার ও ভোরের হোমওয়ার্ক দিয়ে এসে ভোরকে ফিসফিস করে বলল,
-” কি হয়েছে ভোর? রাগ করে আছিস কেন?”
-” এমনি!”
-” এই পাতা মিস সত্যিই তোর আম্মু হয়ে গেছে?”
-” তুই কি করে জানলি?”
ভোরের প্রশ্নে রোহান হেসে বলল,
-” আমি কেন সব্বাই জানে! মিস এখন তোদের সাথেই থাকে?”
ভোর মুচকি হেসে মাথা নাড়ল। রোহান আরো ফিসফিস করে বলে,
-” তোকে অনেক আদর করে? ভালোবাসে? খাইয়ে দেয়? ঘুম পাড়িয়ে দেয়?’
ভোর উৎসাহ নিয়ে জবাব দেয়,
-” হ্যাঁ! অন্নেক আদর করে ভালোবাসে। খাইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, আমার সাথে খেলে, আমাকে স্কুল ড্রেসও পড়িয়ে দিয়েছে!”
রোহান হাসে। স্যার সবাইকে শান্ত হতে বলায় দুই বন্ধু চুপ করে ক্লাসে মনোযোগ দিল। পরপর সবগুলো ক্লাস শেষ হয় একটা বাদে। আজ পাতার ক্লাস ছিলো না। লাস্ট ক্লাসে কথার মাঝে রোহান ভোরকে বলল,
-“ভোর মিস তো তোর সৎ আম্মু! আর আমি শুনেছি সৎ আম্মু বেশি ভালো হয় না। বাচ্চাকে মারে, বকে ,ভালোবাসে না, কাজ করায়। কখনো কখনো তো খেতেও দেয় না। আর বাবাকেও নিজের দিকে করে নেয়!”
ভোরের নাকের পাটা আবার ফুলে ওঠে। আঁখি যুগল ভরে ওঠার সাথে সাথে নাসা গহ্বরও ভরে ওঠে। ভোর নাক ডলে কান্না আটকে থেমে থেমে বললো,
-“আমার আম্মু আমার আম্মুই । সৎ নয় আম্মু। সে আমাকে খুব ভালোবাসে। আদর করে খাইয়ে দেয় বুকে নিয়ে ঘুম পাড়ায়। একটুও বকে না। মারা তো অন্নেক দূরে। তুই আর এমন বলবি না বলে দিলাম!”
ক্লাসের ঘন্টা বেজে যায়। টিচার ক্লাস থেকে বেরিয়ে গেলে ভোর বইখাতা পেন্সিল এলোমেলো করে ব্যাগে পুরে উঠে আসে ব্যাগ কাঁধে নিয়ে। মেরির সিটের সামনে দাঁড়ালো। মেরি মধ্যের সেকেন্ড ব্রেঞ্চে বসে নিজের বই খাতা গোছাচ্ছিল। ভোরকে দেখে বলল,
-” কি চাই?”
ভোর কিছু না বলে ওর পেন্সিলটা নিয়ে দুই হাতের সাহায্যে মট করে ভেঙ্গে ফেলে দিলো।
-” আমার আম্মু সৎ না। আমাকে মারেও না, বকেও না অনেক অনেক আদর করে। তোর মায়ের থেকেও বেশি।”
বলে দৌড়ে ক্লাসরুম থেকে বেরোলো। টিচার্স রুমে গিয়ে উঁকি ঝুঁকি দিলো। এক ম্যাডামকে জিজ্ঞেস করলো,
-” আম্মু কোথায়?”
ম্যাডাম না বুঝলে ভোর সংশোধন করে বলল,
-” পাতা মিস কোথায় মিস?'”
-” ক্লাস ফোরে ক্লাস ছিল বোধহয়। সেখানেই হবে কেন?”
-” এমনি!”
বলে বারান্দা পেড়িয়ে মাঠে নামে। ক্লাস থ্রী, ফোর ও ফাইফের ভবন টিচার্স রুমের উলম্ব বরাবর। ভোর দৌড়ে সেথায় যায়। নিচের বাম দিকে ক্লাসে উঁকি দিলো। পাতা ক্লাসের ছাত্রদের ম্যাথ বুঝিয়ে দিচ্ছে। ঘন্টা পড়লেও শেষ হয় নি। ভোরকে উঁকি দিতে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে কি! ভোর দৌড়ে একপ্রকার জোর করেই পাতার কোলে উঠলো। পাতা খানিকটা হতভম্ব। ক্লাস চলাকালীন এভাবে ভোরের দৌড়ে আসা!!
-” কি হয়েছে ভোর সোনা?”
ভোর কিছু বলে না। শক্ত করে তার আম্মুকে জড়িয়ে বিড়বিড় করে আম্মু আম্মু জপতে থাকে। ক্লাসের সব ছাত্র কানাঘুষো করছে একে অপরের সাথে। পাতা তাদের উদ্দেশ্যে বলল,
-” স্টুডেন্টস ইউ ক্যান গো নাও! আই উইল এক্সপ্লেইন দা ইকুয়েশন ট্যু ইয়ু নেক্সট ক্লাস ইনশাআল্লাহ!
সবাই চলে যায় একে একে। পাতা ভোরকে ক্লাসরুমের হাই ব্রেঞ্চে বসিয়ে কপালে চুমু খেয়ে আদুরে গলায় বলল,
-” কি হয়েছে বলবে না?”
পাতা বাহার পর্ব ৩২
ভোর পাতার দিকে তাকিয়ে বলল,
-” কিছু হয় নি আম্মু। আই মিসড ইউ সো মাচ! তাই!”
পাতা মুচকি হেসে ভোরের গাল টেনে দেয়। ভোর মিষ্টি করে হাসলো।