মন ফাগুন পর্ব ৩১

মন ফাগুন পর্ব ৩১
তাইয়্যেবা বিনতে কেয়া

মিহি রুমে বসে থাকে নিহান তার স্টাডি রুমে রয়েছে সেখানে সে তার রাজনীতির বিষয়ে কাজ করছে। মিহির সাথে খুব একটা কথা বলে নাই সেইজন্য মিহির মন খুব খারাপ। রাত যখন প্রায় অনেকটা তখন মিহি যায় নিহানের রুমে গিয়ে দেখে এখনো লাইট জ্বালিয়ে কাজ করছে নিহান। মিহি বলে –
-” নিহান আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিলো। আপনি কি অনেক বিজি?
মিহির কথায় নিহান তার ল্যাপটপ থেকে মুখ তুলে দরজার সামনে তাকিয়ে দেখে মিহি দাঁড়িয়ে রয়েছে। নিহান বলে –
-” হুম আমি অনেক বিজি কাজ করছি এখন সামনে নিবার্চন রয়েছে সেটাতো আপনি জানেন মিহি। পরে সকালে কথা বলব আর আমার আর আপনার মধ্যে কথা বলার বা কি আছে “।
“- আপনি কি ঘুমাতে আসবেন না নিহান?
-” না এখন ঘুমাতে ইচ্ছে করছে না আর আজকে থেকে এই রুমে থাকবো আমি।এখন আপনি যান মিহি আমার কাজে বিরক্ত করবেন না “।

নিহানের কথাটা এইবার মিহিকে বেশ কষ্ট দেয় আগে কখনো নিহান মিহির সাথে এইরকম করে কথা বলে নাই তবে আজকে কোনো বলছে৷ আর নিহান এই রুমে থাকলে মিহি ঘুম কি করে আসবে নিহানকে না দেখলে মিহির ঘুম আসে না এখন। তাই মিহি এইবার রুমের ভিতরে গিয়ে নিহানের সামনে দাঁড়ায় আর ওর হাত থেকে ল্যাপটপটা নিয়ে নেয় আর বলে –
-” নিহান আপনার সাথে আমার কথা আছে সেটা কি আপনি বুঝতে পারছেন না সমস্যা কি আপনার। আর এই মিহিকে ইগনোর করার চেষ্টা একদম করবেন না চুপচাপ আমার কথা শুনবেন আর পরে গিয়ে ওই রুমে ঘুমাবেন “।
মিহির এইরকম কাজের নিহান একটু অবাক হলে ও বেশি কথা বলে না সে মিহির দিকে না তাকিয়ে বসা থেকে উঠে যেতে থাকে৷ তখন মিহি নিহানের হাত ধরে ফেলে আর ওর কোলে বসে যায় নিহান বলে –
“- কি করছেন এইসব মিহি উঠুন। কেউ দেখে ফেলবে আর আপনার সাথে আমার দুইদিন পর ডিভোর্স হয়ে যাবে তাই এখন এতো কাছে আসা ঠিক নয় “।
নিহানের কোনো কথা মিহি শুনে না সে বলে –

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

-” মিস্টার নিহান এতো ভয় কোনো করেন আপনি আর যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে আপনি আমার জামাই তাই আপনার কাছে আসার অধিকার আমার আছে। আর এইসব কোনো ডিভোর্স হবে না আমাদের মধ্যে বুঝতে পারলেন।মিহি শুধু এই নিহান শিকদারের বউ অন্য কারো নয় “.
মিহির কথা শুনে নিহান একটু হাসে সে যানতো মিহি ও তাকে ভালোবাসে তাকে ছাড়া থাকতে পারবে না মিহি। নিহান এইবার মিহির কমোড় জড়িয়ে ধরে ওকে কাছে নিয়ে আসে আর সুন্দর করে ওর দুই গালে হাত রেখে বলে –
“- সত্যি কি এই মিহির উপর শুধু আমার অধিকার রয়েছে? তাহলে মিহি কোনো অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে?

“- আরে ওই ইয়াসিনের সাথে শুধু দেখা করতে গিয়েছি বিয়ে করে ফেলি নাই তো। ওই ইয়াসিনকে আমি ভালোাসি না আমি আপনাকে পছন্দ করি নিহান “।
“- কিন্তু এই কথাটা আমার বিশ্বাস হচ্ছে মিহি। আজকে যেমন আপনার আব্বুর ভয়ে ওই ইয়াসিনের সাথে দেখা করতে গিয়েছিলেন হতে পারে একদিন আপনার আব্বুর ভয়ে ওকে বিয়ে করে ফেলবেন।
নিহানের কথা শুনে মিহি ভাবে সত্যি কথা বলেছে নিহান তার আব্বুর ভয়ে যদি সত্যি তাকে বিয়ে করতে হয় তখন।এখন সময় হয়ে গেছে তার পরিবারকে আসল ঘটনা জানানো দরকার পরে আরো দেরি হয়ে যেতে পারে। মিহি বলে

-” হুম নিহান আপনার কথা ঠিক তাই কালকে আমি আর আপনি আমার বাবার বাড়িতে যাবো। সেখানে গিয়ে আব্বুর সামনে আপনার হাত ধরে বলবো এই হলো নিহান শিকদার আমার জামাই। আমি নিহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না “।
মিহির কথা শুনে নিহান হাসে আর বলে –
“- সত্যি বলতে পারবেন এই কথা আপনার আব্বুর সামনে?
“- হুম অবশ্যই পারব কিন্তু নিহান সামনে নিবার্চন তাই আপনি অনেক বিজি থাকবেন৷ তাহলে কি যেতে পারবেন কালকে আপনি?
“- এই নিহান সবসময় তার মিহির জন্য ফ্রি থাকে। আর নিবার্চনের এখনো যথেষ্ট দেরি রয়েছে তাই কালকে যেতে পারব সমস্যা হবে না। আর নিহান শিকদার তার বউয়ের জন্য সবকিছু করতে পারে “।
মিহি খুশি হয়ে নিহানকে জড়িয়ে ধরে মিহি জানে না নিহানের জন্য তার মনে কি ফিলিংস রয়েছে তবে নিহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না সে। নিহান তার জীবনে প্রথম আর শেষ পুরুষ হয়ে থাকবে নিহান আর মিহি তাদের রুমে চলে যায় সেখানে গিয়ে শুয়ে পড়ে। মিহি যখন শুয়ে পড়ে তখন নিহান ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। আর বলে –

“- আচ্ছা মিহি যদি আপনার আব্বু আমাদে বিয়ে মেনে নেয় তাহলে আমরা আবার বিয়ে করব। পুরো শহর যানবে আজকে নিহান নেহাল শিকদারের বিয়ে আর তার বউ হবে এই চুন্নি মিহি “।
“- নিহান একদম আমাকে চুন্নি বলবেন না। সেইদিন যদি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে না আসতাম তাহলে আজকে আপনার বউ হয়ে থেকে যেতাম না বুঝতে পারলেন?
“- হুম বুঝতে পেরেছি চুন্নি বউ “।
মিহি একটু রাগী দৃষ্টিতে নিহানের দিকে দেখে নিহান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সকাল হয়ে যায় মিহি গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে আর নিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসে। নিহান এসে মিহিকে জড়িয়ে ধরে আর বলে –

“- মিহি শুনন না আমরা বরং কয়েকদিন এখানে থেকে পরে আপনার বাবার বাড়িতে যায়। এতোদিন পর আপনি আমার কাছে এসেছেন একটু সময় কাটাতে চাই আপনার সাথে “।
“- একদন না নিহান একসাথে সময় কাটানোর জন্য বাকি জীবন পড়ে রয়েছে কিন্তু এখন বাসায় যেতে হবে। না হলে দেখা যাবে আব্বু ইয়াসিনের সাথে আমার বিয়ে সব ঠিক করে দিবে।
“- আচ্ছা আপনার আব্বুকে দেখে এতো ভয় কোনো পান আপনি মিহি। আমার শশুড় কি এতো খারাপ না কি যেহেতু আমার বউ এতো মিষ্টি তাহলে শশুড় নিশ্চয়ই খুব ভালো হবে”।

মন ফাগুন পর্ব ৩০

নিহানের কথা শুনে মিহি হাসে নিহান যদি জানতো মিহির বাবা কেমন তাহলে এই কথা বলতো না। একবার শুধু মিহির বাবার সাথে দেখা হোক সব বুঝতে পারবে কত ধানে কতো চাল মিহি বলে –
“- নিহান আপনার শশুড় কেমন সেটা আপনি ওখানে গেলে দেখতে পারবেন। একবার আমার বাপের রাগ দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমার বাপ কেমন? আপনাকে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি আমি চলুন শশুড় না অশুড় বাড়ি সামনে থেকে যম দেখবেন “।

মন ফাগুন পর্ব ৩২