সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৪১
neelarahman
সায়মন এদিক ওদিক তাকিয়ে বলল ,”ঐ পাশে চল এ পাশে অনেক ছেলে ।এখানে তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাঁত কেলিয়ে হাসছে।”
রিমা বলল ,”আসলে আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি ?আমি তো কাউকে দেখে হাসছি না ।”
সায়মন বলল ,”এটাও আমার সমস্যা তোকে দেখে আরেক জন হাসবে কেন ?তোকে দেখে হাসার অধিকার কারো নাই ।তুই আমার সাথে ওই পাশে চল ।আমি যেখানে থাকবো সেখানেই তুই থাকবি ।একা একা কোথাও যাওয়ার চেষ্টা করবি পা দুটো ভে*ঙে তোর হাতে ধরিয়ে দিব আমি।”
বলেই রিমার হাত ধরে আর একটু সামনে নিরিবিলি জায়গায় নিয়ে গেল সাইমন।
এদিকে সাদাফের আসলে ওয়াশরুম পেয়েছে কিন্তু কোনভাবেই নূর ছাড়ছে না ।সাদাফ বললো,”নূর কি শুরু করেছিস বাচ্চাদের মতো ?আমি যাব আর আসবো ।সবাই কি বলবে বলতো তোকে যদি আমি সত্যি সত্যি ওয়াশরুমে নিয়ে যাই?”নীলা রহমান
নুর ও নাছোর বান্দা ।নুর আজকে সাদাফ কে ছাড়বেই না ।একতো সাবা আপু অনেক সুন্দর করে সেজেগুজে এসেছে তার উপরে নূর বাসা থেকে নিজে নিজে প্রমিস করে এসেছে আজকে সাদাফ কে এক সেকেন্ডের জন্য একা ছাড়বে না।
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
তাই আমতা আমতা করে বলল ,”আমি দরজা পর্যন্ত যাব কিন্তু তারপর আপনাকে এখান থেকে আমি একা ছাড়বো না ।সবাই কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে যেন খেয়ে ফেলবে খেয়ে ফেলবে এরকম দৃষ্টিতে।”
সাদাফ বিরক্ত হয়ে বলল ,”তুই তো সারাদিন খেয়ে কুল পাস না তোর চোখ দিয়ে তো মনে হয় আমাকে সারাদিন ভরা খেতেই থাকিস আরেকজন খাবে কিভাবে ?”
নুর বলল ,”আমি চোখ দিয়ে খাই ?মানে ?আর তাছাড়া ভুলে যাবেন না আমি আপনার প্রতি বেশি পাশের রুমে থাকি আমার অধিকার আপনার উপর সবথেকে বেশি।”
“কি প্রতিবেশী তাই আমাকে খাওয়ার অধিকার তোর বেশি ?মানে কি বললি তুই এটা।
আমি কি কোন খাবার যে আমাকে তুই খাবি না কে খাবে এটা নিয়ে আলোচনা করছিস?
ঠিক আছে চল ওয়াশরুম পর্যন্ত চল ।আমার ওয়াশ রুমে যেতে হবে ।”
বলেই নূরের হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল।
ওয়াশরুম পর্যন্ত এসে সাদাফ নূরের থেকে হাত ছাড়িয়ে বলল ,”এবার খুশি ?তাহলে এবার চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি এক পা ও নড়বি না। আমি যাব আর আসবো।”
নূর মাথা নাড়িয়ে সম্মতি জানালে সাদাফ ওয়াশরুমের ভিতরে গেল।
পাঁচ মিনিট পর বের হয়ে দেখল নূর কার সাথে যেন হেসে হেসে কথা বলছে ।একটা ছেলে দাঁড়িয়ে নূরের সাথে কথা বলছে ।সাদাফ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো ।নুর সাদাফ কে দেখে আবার সাদাফের হাত খপ করে ধরে ফেলল। লীলা রহমান
সাদাফ জানতে চাইলো ছেলেটিকে ?নূর বলল ,”আমি তো চিনি না এ অনুষ্ঠানে এসেছে। বলল আমাকে নাকি পরীর মত লাগছে।”
সাদাফ চট করে তাকালো ছেলেটির দিকে ।ছেলেটি আমতা আমতা করে বলল ,”আসলে না মেয়েটি আসলে অনেক সুন্দর তাই বলছিলাম আরকি ।এই প্রোগ্রামের সবচাইতে সুন্দরী পরীর মত মেয়েটি হচ্ছে নুর। আপনি কি ওনার বড় ভাই ?”
সাদাফের উদ্দেশ্যে জানতে চাইলো ছেলেটি।
সাদাফ নুরের হাত টি শক্ত করে ধরল ।তারপর বলল না। আমি এই পরীর মত মেয়েটির চাচাতো ভাই আপন ভাই না।
বলেই নূরের হাত ধরে একটু দূরে যেখানে কেও নেই সেখানে নিয়ে গেল।
নিয়ে নূরকে বকাঝকা করতে লাগলো ।”কেন একটি আগন্তুক- অপরিচিত লোকের সাথে কথা বলছিলি হাসছিলি? তুই চিনিস ওই ছেলেকে আমি বের হতে দেরি হলে তোর সাথে যদি খারাপ কিছু করত ?ওয়াশরুমের ওখানে নিরিবিলিতে কেন হেসে হেসে কথা বলছিলি ,চিনিস তুই এই ছেলেকে?”
নুর মাথা নাড়িয়ে না বুঝালো। তারপর কাঁদো কাঁদো হয়ে বলল ,”আমি কি করবো ?উনি তো এসে আমার সাথে ইচ্ছে করে কথা বললেন। কেউ কথা বলতে আসলে বুঝি তার সাথে খারাপ ব্যবহার করে?”
সাদাফের মেজাজ অনেক গরম হয়ে গিয়েছে ।নূরের দিকে তাকিয়ে বলল ,”সারাদিন তো আমার হাত ধরেছিলি কারণ কেউ আমার দিকে তাকিয়ে ছিল এজন্য ।তুই কেন তাহলে আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছিলি ?তোকে পরীর মত বলেছে আর তুই গলে গিয়েছিস তাই না?”
নুর মাত্র কিছু একটা বলবে তার আগেই সাদাফ নূরের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চে*পে ধরে নুরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল।
নুর সাথে সাথে সাদাফের শার্টের কলার দুটো ধরে সরাতে চেষ্টা করল ।কিন্তু সাদাফ খুব উ*গ্রভাবে নূরের ঠোঁটে চুমু খাচ্ছে ।কোনভাবেই নিজের রা*গকে নি*য়ন্ত্রণ করতে পারছে না সাদাফ ।কেও একজন সুন্দর বললেই তার সাথে হেসে হেসে কথা বলতে হবে এজন্য সমস্ত রা*গ সমস্ত অভিমান যেন নূরের ঠোটের উপরে দিতে লাগলো সাদাফ।
নূরের কোমল ঠোঁট সাদাফের এই উ*গ্রতা যেন নিতে পারছিল না ।নূরের চোখ বেয়ে দুই ফোটা জল গড়িয়ে পরল ।সাদাফ নিজের হাতের আদলে অনুভব করলো নুরের চোখের পানি।সাদাফ ধীরে ধীরে উ*গ্রতা কমিয়ে দিল ।নুরের ঠোঁট ছেড়ে নুরের দিকে তাকালো দেখল নূরের নিচে চটি অস্বাভাবিক ফুলে গিয়েছে লাল হয়ে আছে সাদাফ নিজের উপরে নিজের ভীষণ রাগ হলো । উপরের দিকে তাকিয়ে বড় একটি দীর্ঘশ্বাস ছাড়লো।
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ৪০
তারপর আবার খুব সুন্দর করে আদরের সাথে নূরের ঠোটে ঠোঁট মিশিয়ে ধীরে ধীরে চু*মু খেতে লাগলো সাদাফ।
নূর এবার যেন খামচে ধরল সাদাফের কলারসহ গলার কাছটায় ।কয়েকটা জায়গায় সাদাফের নুরের হাতের নখ লেগে ছুলে গেল।
