আমার তুমি পর্ব ২২

আমার তুমি পর্ব ২২
তানিশা সুলতানা

সায়ান দুই হাতে নিজের চুল টানছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে তুলতুলকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে। বেচারি তুলতুল ঘাপটি মেরে সায়ানের বুকে মাথা রেখে পড়ে আছে। মাঝে মাঝে মাথা তুলছে শুধু বমি করার জন্য।
“ইচ্ছে করছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই।
সায়ান দাঁত কটমট করে বলে।
” এমন করেন কেন? আমার বমি পেলে আমি কি করবো?
গাল ফুলিয়ে বলে তুলতুল।
“কি আর করবি আমার ওপর বমি করে দিবি।
চিবিয়ে চিবিয়ে বলে সায়ান।
” ঠিক আছে। আবার বমি আসলে আপনার ওপর করবো।
“নাহহহহহহ একদম না।
একদম গলা টিপে মেরে ফেলবো।
তুলতুল মুখ টিপে হাসে।
মাঝখানে তুলতুল বসেছে এক পাশে পাখি আরেক পাশে সায়ান।

প্রথমে পাখি একাই বসেছিলো তুলতুলের পাশে। সায়ান ড্রাইভারের পাশে বসেছিলো। গাড়ি ছাড়তেই তুলতুল গড়গড় করল বমি করে দেয় পাখির ওপর। চিল্লায়ে ওঠে পাখি। ডাইভার গাড়ি থামায়।
পাখির সারা শরীর বমিতে মাখামাখি। এমনিতেই পাখি ভীষণ খুতখুতে টাইপের। তারপর আবার বমি। এবার নিজেরই বমি পাচ্ছে।
কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে না ফ্রেশও হতে পারবে না। এয়ারপোর্টে গিয়েই কিছু ব্যবস্থা করতে হবে।
তুলতুল দুই বার বমি করার পরে এবার পাখিও বমি করে দেয়।
সায়ান এসে তুলতুলের পাশে বসে।
তুলতুল বমি করে অস্থির হয়ে গাড়ি ছিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ছিলো। সায়ান তুলতুলের পাশে বসাতে তুলতুল সায়ানকে এক গালে জড়িয়ে বুকের ওপর মাথা রাখে।
পাখি নাকে টিস্যু চেপে চোখ মুখ খিঁচে বন্ধ করে আছে।
সায়ান দাঁত কটমট করে তুলতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুলতুলের মুখের সামনে পলিথিন ধরে আছে। বলা তো যায় না আবার সায়ানের ওপরও বমি করে দিতে পারে। রিক্স নেবে না সায়ান।
প্রায় আধ ঘন্টা করে ওরা এয়ারপোর্টে এসে পৌছায়। পাখি নেমেই এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

সায়ান তুলতুলকে পানি খাওয়ায়। মুখ পরিষ্কার করে দেয়। ওড়নাটা ভিজে গেছে। তুলতুলের ওড়নাটা গাড়ির পেছনে রেখে দেয় সায়ান। তুলতুল সায়ানের দিকে আড়চোখে তাকাচ্ছে শুধু। সায়ানের চোখে মুখে বিরক্তির ছাপ। তুলতুল মুখ বাঁকায়।
“ঢং দেখে বাঁচি না।
তুলতুল মুখ বাঁকিয়ে বিরবির করে বলে।
“আর একবার মুখ বাঁকালে মুখ একদম ভেঙে দেবো। ইডিয়েট
” খুব লাগছে না তাই না বাবু? আপনার আদরের পাখির ওপর বমি করেছি বলে?
আমি কি ইচ্ছে করে করেছি না কী? আমি কি পাগল? হঠাৎ করে হয়ে গেছে।
“নামবি তুই? না কি এখানে রেখেই চলে যাবো?
তুলতুল গটগট করে নেমে যায়।
সায়ান লাগেজ খুলে তুলতুলের জন্য অন্য ওড়না আনে।
” এই নে
তুলতুল ওড়না গায়ে জড়িয়ে নেয়।
“ইচ্ছে করছে খু*ন করে ফেলি।
দাঁতে দাঁত চেপে বলে সায়ান। তুলতুল ভেংচি কাটে।
” ইসসসস একটু সেবা করেছে তাই কেমন মেজাজ দেখাচ্ছে। তুলতুল ঋণ রাখে না। আপনি অসুস্থ হলে সেবা করে দেবো।ইকুয়েক ইকুয়েল
বলে তুলতুল হাঁটতে থাকে।
“ইডিয়েট
সায়ান বিরবির করে বলে।

জীবনে প্রথমবার এয়ারপোর্টে এসেছে পিক না তুললে হয়? ফটাফট কয়েকটা পিক তুলে নেয় তুলতুল। সায়ান একটু দুরে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। এদিক সেদিক তাকাচ্ছে আর একটু পরপর হাহহহহহ বলে শ্বাস ছাড়ছে।
তুলতুল ফটাফট সায়ানের কয়েকটা পিক তুলে নেয়৷ ফেসবুকে আপলোড দেবে বলে। ক্যাপশন দেবে “জামাইয়ের সাথে হানিমুনে যাচ্ছি”
ফ্রেন্ড লিস্টের সবাই একদম হা হয়ে যাবে।
পাখি রাগে ফুসতে ফুসতে আসে। ড্রেস পাল্টে অন্য ড্রেস পড়ে এসেছে। মুখটা ধুয়েছে আবার মেকআপ করার টাইম পায় নি। তাই এখন নেচারাল চেহারাটা দেখা যাচ্ছে।
সায়ান দুই মিনিট তাকিয়ে থেকে পাখিকে চিনতে পারে। প্রথমে তো ভয়ই পেয়ো গেছিলো। ভাবছিলো এরকম ধৈই ধৈই করে কে আসছে? তারপর ভালো ভাবে তাকিয়ে বুঝতে পারে এটা পাখি। ভীষণ অবাক হয়ে গেছিলো সায়ান। এতদিন দেখে এসেছে ফর্সা পাখিকে। আর আজকেই পাখি কালো হয়ে গেলো?

মনে মনে বলো “মেক আপের কি গুণ”
হালকা কাশি দিয়ে নিজেকে স্বাভাবিক করে সায়ান।
“তুমি কি ওকে বলে দেবে এটা ও একদম ঠিক করে নি। আমার মেকআপ ড্রেস সব নষ্ট করে দিয়েছে। পাপা সিঙ্গাপুর থেকে এনে দিলো ড্রেসটা।
পাখি নেকা কান্না করে বলে।
” কুল ডাইন।
বকে দিয়েছি। বেচারি ইচ্ছে করে
করে নি।
সায়ান পাখির হাত ধরে বলে।
পাখি এখনো রাগে ফুঁসতে।
“ওই মেয়েটা একদম বজ্জাতের হাড্ডি। কিন্তু তুমি আজ ওর হয়ে সাফাই গাইছো কেনো? প্রেমে পড়ে গেছো না কি?
সন্দেহীন দৃষ্টিতে তাকিয়ে বলে পাখি।
সায়ান অপ্রস্তুত হয়ে পড়ে।
” দেরি হয়ে যাচ্ছে চলো
পাখির হাত ধরে হাঁটা শুরু করে সায়ান। পাখি ভ্রু কুচকে সায়ানের দিকে তাকিয়ে আছে।
সায়ান আর পাখি আগে আগে হাঁটছে আর তুলতুল পেছন পেছন হাঁটছে আর চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পাখির মুখটা এখনো দেখেনি তুলতুল।
হঠাৎ করে একটা পুলিশের সাথে ধাক্কা খায় তুলতুল। হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয় তুলতুল

” কোন কানা রে? মেয়ে দেখলেই নিকনিক শুরু হয়ে যায়? ধাক্কা দিতে ইচ্ছে কর
সামনে তাকাতেই তুলতুলের চোখ দুটো বড়বড় হয়ে যায়। সামনে একটা পুলিশ দাঁড়িয়ে আছে।
পুলিশটা চোখ বড়বড় করে তাকিয়ে আছে তুলতুলের দিকে। তুলতুল কানে দুই হাত দিয়ে মুখ কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে।
“এতোগুলো সরি পুলিশ ভাইয়া। আমি আসলে বুঝতে পারি নি আপনি।
পুলিশটা কিছু না বলেই তুলতুলের দিকে তাকিয়ে আছে।
” আসলে হয়েছে কি হয়েছে বলুন তো?
আমি তো খুব ভালো মেয়ে, চেহারাটা দেখো ভোলাভালা মনে হয়। তাই আমি ভাবছিলাম কেউ হয়ত ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছে।
পুলিশটা এবার বুকে হাত গুঁজে দাঁড়ায়। তুলতুল পুলিশ টার হাবভাব বুঝতে পারছে না। গালে হাত দিয়ে কিছুখন ভাবে।
তারপর আইডিয়া করে নিশ্চয় কালা। শুনতে পায় না। একটু হাসে তুলতুল।
তারপর হাত নারিয়ে ইশারায় সরি বোঝায়।
“আমি কালা না। শুনতে পাই।
গম্ভীর গলায় বলেন উনি। তুলতুল একটা শুকনো ঢোক গিলে। এতোদিন ধরে একটা হনুমানের সাথে বসবাস করছি কখনো এতোটা ভয় পায় নি। এখন তো মনে হচ্ছে আমি অঙ্গান হয়ে যাবো।

” ইডিয়েট এখানে দাঁড়িয়ে আছিস কেন?
সায়ান কর্কশ গলার বলে।
সায়ানকে দেখে তুলতুলের জানে পানি আসে।
“আসি ভাইয়া এতোগুলো সরি। প্লিজ আমার নামে থানায় ডাইরি করিয়েন না। ভালো থাকবেন।
বলেই সায়ানের হাত ধরে এক দৌড়ে চলে যায় তুলতুল।
পুলিশটি মুচকি হাসে।
” মেয়েটা একটু বেশিই চঞ্চল। বাট বেশ মিষ্টি।

শান লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি পড়েছে। কানে হেডফোন গুঁজে “লালালা লিলালা লা”
গানটা শুনছে আর মাথা নারাচ্ছে চেয়ারে বসে।
ইশা বই বুকে জড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে দেখছে। কি দারুণ লাগছে ওর ফিউচার বফকে।
ফোন নিয়ে এসেছে ইশা। শানের ফেসবুক আইডি এখনো পায় নি। এখন ফেসবুকে এস হয়ে রিলেশনশিপ স্ট্যাটাস দেবে।
শানের পেছনে দাঁড়ায় ইশা।
শান এবার হাত পা নারিয়ে নাচতে থাকে। ইশা ভিডিও করছে।
হঠাৎ করে শানের হাত গিয়ে পড়ে ইশার মাথায়। সাথে সাথে চমকে ওঠে শান। ইশা কোনো রকমে ফোন বন্ধ করে কোমরে গুঁজে নেয়।
শান হেডফোন খুলে পেছনে তাকিয়ে ইশাকে দেখে চোখ বড়বড় করে ফেলে।
“ততততুমি এখানে?
শান নিজের দিকে এক বার তাকিয়ে বলে।
ইশা মুচকি হাসে। বুঝতে পারে লুঙ্গি পড়েছে বলে লজ্জা পাচ্ছে।

” আর লজ্জা পেতে হবে না। আমি আপনাকে প্রতিদিনই লুঙ্গি পড়তে দেখি।
এক গাল হেসে বলে ইশা।
শান চমকে ওঠে।
“কককি বললে তুমি? লুঙ্গি পড়তে দেখো মানে?
উত্তেজিত হয়ে বলে শান। মানসম্মান কি তাহলে সব শেষ?
” ইয়ে মানে থুক্কু লুঙ্গি পড়তে দেখি না। আপনি লুঙ্গি পড়ে যখন বেলকনি দিয়ে হাঁটেন আর নাচেন ওই টা দেখি।
মাথা নিচু করে বলে ইশা।
শান ভীষণ লজ্জা পায়। ছি ছি ছি এখন কিভাবে মুখ দেখাবে মেয়েটাকে।
“বাবা বলেছে আজ থেকে প্রতিদিন আপনার কাছে আসতে।
আমতা আমতা করে বলে ইশা।
” মানে? কেনো?
ভ্রু কুচকে বলে শান।
“ইংলিস পড়তে।
” আচ্ছা
বসো
ইশা খাটের ওপর বই রাখে।
“কাল আপনাকে প্রপোজ করলাম কিছু বললেন না তো?
” কি বলবো?
“আমিও তোমাকে ভালোবাসি।
” কেনো বলবো?
“আমি তো সিনেমায় দেখেছি। কোনো মেয়ে ছেলেকে ভালোবাসি বললে ছেলেরা তো তাই বলে।
” আমি বলবো না।
শান গম্ভীর গলায় বলে।

আমার তুমি পর্ব ২১

“কেনো?
” কাঁদো কাঁদো ফেস করে বলে ইশা।
“আমি যে সবাইকে বলে ফেলেছি আপনার সাথে আমি রিলেশনশিপ এ আছি। এখন তে ফোন নিয়ে এসেছি আপনার সাথে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দেবো বলে।
শান চোখ বড়বড় করে তাকায়।
” সবাই মানে?
“সবাই মানে মা বাবা দাদা ভাইয়া আপনার মা মোট কথা আমাদের আশেপাশে যতবাড়ি আছে সব বাড়ির মানুষদের বলেছি।
এখন শুধু তুলতুল ভাবি আর সায়ান ভাইয়া বাকি আছে।
ইশা বলে।
শান মাথায় হাত দিয়ে বসে পড়ে।
এবার মাকে কি বলবো আমি?

আমার তুমি পর্ব ২৩

1 COMMENT

  1. Story ta onak onak onak sundor hoicha… keep it up api… r next part ar jonno wait korche ????????

Comments are closed.