আমার তুমি পর্ব ২৮

আমার তুমি পর্ব ২৮
তানিশা সুলতানা

“ভাইয়া আপুর কোমর জড়িয়ে আপুর দিকে রোমান্টিক একটা লুক দিন।
তুলতুল চোখ থেকে ক্যামেরা সরিয়ে এক গাল হেসে বলে। সায়ান চোয়াল শক্ত করে তুলতুলের দিকে তাকায়।
কফি খাওয়া শেষ হতেই ধরে বেধে নিয়ে এসেছে পার্কে। পাশাপাশি দাঁড় করিয়েছে সায়ান আর পাখিকে।
পাখি লাজুক হেসে কানের পিঠে চুল গুঁজে। তুহিন তুলতুলকে দেখতে ব্যস্ত আর সুমন এক পাশে গালে হাত দিয়ে বসে ওদের তামাশা দেখছে।
” কি হলো ভাইয়া? দেখিয়ে দিতে হবে না কি?
ছোট ছোট চোখ করে সায়ানের দিকে তাকিয়ে বলে তুলতুল।
সায়ান সরু চোখে তুলতুলের দিকে তাকায়। ভ্রু কুচকে যায় সায়ানের। তুলতুলের চোখের কোনে পানি চিকচিক করছে। হেসে হেসে কথা বলছে ঠিকই কিন্তু কথার ভাজেই কষ্ট প্রকাশ পাচ্ছে।

তৃপ্তির হাসি হাসে সায়ান। ঠোঁট কামড়ে পাখির দিকে এক পলক তাকায়।
“গ্রেট, আমার বউয়ের কষ্ট হচ্ছে। তাহলে তো রোমান্টিক লুক দিতেই হবে।
বাঁকা হেসে পাখির কোমর জড়িয়ে ধরে সায়ান। পাখি চমকে ওঠে। এটার জন্য মোটেও প্রস্তুত ছিলো না।
তুলতুলের বুকের বা পাশে চিনচিন ব্যাথা করছে। এতখনে আটকে রাখা কান্না এখন আটকাতে কঠিন হয়ে পড়ছে। চোখের অবাধ্য পানি গুলো গড়িয়ে পড়তে চাইছে।
মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে একটা ছবি তুলে দেয় তুলতুল।
পাখি এখনো সায়ানের দিকে তাকিয়ে আছে। সায়ান রোমান্টিক লুক দিতে জানে না। তাই সে চোখ বন্ধ করে আছে।
তুলতুল ঠাস করে ক্যামেরা ফেলে দেয়। চমকে ওঠে সায়ান আর পাখি। সুমন ঠাস করে পড়ে যায়। আসলে ও খুব মনোযোগ দিয়ে ছবি তোলা দেখছিলো। হঠাৎ বিটকে শব্দে চমকে ওঠে। হাতের ওপর ভর দিয়ে বসায় ঠাস করে পড়ে যায়।
তুলতুল গাল ফুলিয়ে এগিয়ে আসে সায়ানদের দিকে।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

” নষ্ট ক্যামেরা। ছবি ওঠে না।
বুকে হাত গুঁজে বলে তুলতুল।
পাখি ভ্যাবেচেকা খেয়ে যায়। কারণ এটা পাখির নতুন ক্যামেরা।
সায়ান ঠোঁট কামড়ে হাসে। গা জ্বলে ওঠে তুলতুলের। ইচ্ছে করছে উঁচু বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দিতে। শালা বজ্জাত। কি কিউট করে নিকনিক করছিলো।
“আমার ফোনের ক্যামেরা মারাক্তক ভালো
এটা দিয়ে তুলে দে।
সায়ান পকেট থেকে ফোন বের করে তুলতুলের দিকে এগিয়ে দিয়ে বলে।
চোখ পাকিয়ে তাকায় তুলতুল সায়ানের দিকে।
” ফোনটা নষ্ট করার ইচ্ছে হয়েছে?
দাঁতে দাঁত চেপে বলে তুলতুল। সায়ান তারাহুরো করে ফোন পকেটে পুরে নেয়। নতুন কিনেছে ফোনটা। এটা ভাঙার ইচ্ছে নেই।
“এবার আমি কিভাবে পিক তুলবো?
পাখি নেকা কান্না করে বলে।
” ও লে সোনা বাবু লে

তুলতুল পাখির গাল টেনে বলে। তুলতুল রেগে পাখির হাত সরিয়ে দেয়।
“বজ্জাত মেয়ে তুমি ইচ্ছে করে ক্যামেরা ভেঙেছো।
পাখি রাগে ফুঁসতে ফুঁসতে বলে।
” এতোখন পরে বুঝলে?
লিজেন্ড হতে পারবে না দেখি।
মুচকি হেসে বলে তুলতুল।
“কিছুখনের জন্য ধার দিয়েছিলাম বর টাকে। সারাজীবনের জন্য দেয় নি।
ভেংচি কেটে বলে তুলতুল।
” আগে বলবি তো?
তাহলে আর কফি খেয়ে সময় নষ্ট করতাম না। কিছুখনের জন্য হওয়া বউকে একটু আদর করে দিতাম।
বাঁকা হেসে বলে সায়ান।
তুলতুল সায়ানের দিকে তাকিয়ে মেকি হাসে।
“যে যেমন তার ইচ্ছে গুলোও তেমন।
ইস্টুপিট
বিরবির করে বলে তুলতুল।

” ভাংবে তবু মচকাবে না ইডিয়েট একটা।
সায়ান মনে মনে বলে।
তুলতুল সায়ানের দিকে তাকিয়ে চলে যায়।
“সায়ান তুমি কি ওকে মেনে নিয়েছো?
রেগে বলে পাখি।
” মেনে আবার নিলাম না কবে? জাস্ট রেগে আছি। রাগ কমছে না
জাস্ট এটাই।
সায়ান স্বাভাবিক ভাবে বলে সায়ান।
“ইটস নট ফেয়ার সায়ান। ওই মেয়েটা তোমার সাথে কি কি করেছো ভুলে গেছো তুমি? কি করে ভুলতে পারো তুমি? তোমার কি কোনো আত্নমর্যাদা নেই?
সরিয়ে দাও মেয়েটাকে। তুমি আমাকে ডিজার্ভ করো। ওই মেয়েটা তোমার লেভেলেরই না।
সায়ানের কাঁধে হাত রেখে বলে পাখি।
সায়ান পাখির দিকে ফিরে মুচকি হাসে।

” অসম্মান করবা না একদম। ও যা করেছে আমার সাথে করেছে। তোমার সাথে না। আমি বুঝে নেবো। ভালো হলেও ও আমার বউ। খারাপ হলেও ও আমারই বউ।
তাছাড়া তোমরা দুজনই মেয়ে। অচেনা একটা শহর। কতো সুন্দর জায়গাটা। এখানে বারোটা ছেলের সাথে এসেছো। বারো জনের মধ্যে একজন মাএ মেয়ে আছে।
আমার তো মনে তোমাদের মাঝে ভালো বন্ধুত্ব হওয়া উচিৎ। দুজনই এনজয় করবে, ঘুরে ফিরে পরিবেশটা উপভোগ করবে, ছবি তুলবে। সুন্দর কিছু স্মৃতি সাথে নিয়ে বাংলাদেশ ফিরবে।
পাখি তুলতুল তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বউ। ভাবি বলবে৷ আর সম্মান করবে কেমন?
পাখির গালে ছোট একটু হাত বুলিয়ে মিষ্টি হেসে বলে সায়ান।
পাখি ছলছল চোখে তাকিয়ে আছে সায়ানের দিকে।
“রুমে যাও। রেস্ট নাও। সকালে আবার জার্নি করতে হবে। আসছি।
সায়ান পাখির মাথায় হাত বুলিয়ে চলে যায়।
পাখি হাঁটু মুরে বসে থাকে।

” তুমি কি বোঝে না সায়ান ভালোবেসে ফেলেছি তোমাকে? ছেলে মেয়ে কখনোই বেস্টফ্রেন্ড হয় না। খুব ভালোবাসি তোমায়। কি এমন আছে ওই মেয়েটার মাঝে? ওই মেয়েটা তোমাকে এতো কষ্ট দিলো তবুও তুমি তার পেছনেই ছুটছো। কেনো সায়ান?
আমি কি করে এটা হতে দেবো???
তুলতুল রুমে ঢুকে এক জগতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। সায়ান আসবে আর সায়ানের গায়ে ছুঁড়ে মারবে। সায়ানের লাগেজ তুহিনের রুমে রেখে এসেছে।
এখন ভিড়িয়ে দিলেই হয়।
বেচারা সারা রাগ ঠান্ডায় বরফ হয়ে যাবে। আর ওই বরফেই তুলতুলের মন শান্ত হবে। বজ্জাত লোক। হনুমান। শিয়াল। সাহস কতবড় বড়ে বউ থাকতেও অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করে। ইচ্ছে করছে সারা মুখে চুলকাইলি লেপ্টে দিতে৷। কিন্তু এখানে তো আর চুনকালি পাওয়া যাবে না। তাই আপাতত পানি দিয়েই কাজ চালাতে হবে।
সায়ান ফোনে কথা বলতে বলতে রুম ঢুকে আর সাথে সাথে এক জগ ঠান্ডা পানি এসে পড়ে সায়ানের গায়ে। চমকে ওঠে সায়ান। ফোনটা কেটে বিছানায় ফেলে সায়ান।
তুলতুল বিশ্ব জয়ের হাসি দেয়। ভাব দেখিয়ে টিশার্টের গলা ঝাঁকিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে নেয়।
সায়ান তুলতুলের হাত ধরে। ভ্রু কুচকে তাকায় তুলতুল।

“বলছিলাম না মার্চ করবেন না? যে কেউ আমাকে মার্চ করুক এটা আমার বিরক্ত লাগে। সো ডোন্ট টাচ মি।
তুলতুল চোখ পাকিয়ে সায়ানের দিকে তাকিয়ে বলে।
“তাই না কি?
তুই ভাব দেখিয়ে ডোন্ট টাচ মি না বললে তোকে টাচ করতাম না
তোকে টাচ করতে আমার বইয়েই গেছে। আমার পাখি আছে।
বলে সায়ান।
তুলতুল হাত মুচরা মুচরি করে ছাড়ানোর জন্য।
” ভিজিয়ে দিলি আর তোকে এমনি এমনি ছেড়ে দেবো?
বাঁকা হেসে বলে সায়ান।
তুলতুল মিষ্টি করে হাসে।
“নো পবলেম

এক জগ পানি এনে আমাকে ভিজিয়ে দিয়ে রিভেঞ্জ নিন। বারণ করছে কে?
এমনিতেই আমি এখন গোছল করবো।
সায়ান ভ্রু কুচকে তাকায়। গন্ডগোল তো কিছু একটা আছে। পুরো রুমে চোখ বুলায় সায়ান। সবই তো ঠিক আছে। কিন্তু লাগেজ একটা। লাগেজ তো দুটো থাকার কথা। এখানে শুধু সায়ানের লাগেজ তুলতুলেরটা কই গেলো?
সায়ান তুলতুলের মুখের দিকে তাকায়।
মেয়েটা হাসছে। এবার সায়ান ফিক করে হেসে ফেলে। তুলতুলের হাসি বন্ধ হয়ে যায়। কপালে ভাজ ফেলে সায়ানের দিকে তাকায়। পাগলের মতো হাসছে কেনো?
” কাম অন তুলতুল
একটু তো চালাক হ।
এতো বোকা আর বলদ কেনো তুই?
তুলতুলের হাত ছেড়ে দিয়ে বলে সায়ান।
তুলতুল কোমড়ের হাত দিয়ে দাঁড়ায়।
“বলদ কেনো বললেন?
সায়ান তুলতুলের কোমর জড়িয়ে ধরে।
” ওয়েট বেবি

কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে সায়ান। চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয় তুলতুল। বুক টিপটিপ করছে। ভয়ে গলা শুকিয়ে আসছে। সায়ান কি বুঝে গেলো? এখন কি হবে? নিশ্চিত পিটানি খেতে হবে।
তুলতুল ভাবনার মাঝেই নিজেকে শূন্যে অনুভব করে। পড়ে যাওয়ার ভয়ে সায়ানের গলা জড়িয়ে ধরে। ছোট ছোট চোখ করে সায়ানের দিকে তাকায়। সায়ানের ঠোঁটের কোনে এখনো হাসি ঝুলছে।
“আজকে তুই শেষ তুলতুল।
তুলতুল একদম শক্ত করে সায়ানের গলা জড়িয়ে ধরে। যাতে সায়ান ওকে ফেলে দিতে না পারে। ফেলে দিলেই কোমরটা ভেঙে যাবে।
বাথটাবে পানি ভরাই ছিলো। সায়ান তুলতুলকে আস্তে করে বাথটাবের শুয়িয়ে দেয়। নাক মুখে পানি উঠে যায় তুলতুলের। হুরমুর করে সায়ানের গলা ছেড়ে বাথটাব শক্ত করে ধরে মুখটা পানি থেকে ওপরে তুলে।
কাশতে থাকে তুলতুল কয়েক সেকেন্ডই অনেকটা পানি খেয়ে ফেলছে।
সায়ান বুকে হাত গুঁজে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে।
” বজ্জাত লোক একটা। এইভাবে প্রতিশোধ নিতে হয়? আমারই ভুল হয় এই হনুমানকে শাস্তি দিতে গেছিলাম। আমি তো ভুলেই গেছিলাম একে একটা থাপ্পড় দিলে আমার দশটা খেতে হবে।

তুলতুল বিরবির করে নিজে নিজেকে গালি দেয়।
শার্টের বোতাম খুলতে থাকে।
তুলতুল বড়বড় চোখ করে তাকায়।
“এএএএ কককি কককরছেন? বোতাম খখুলছেন কেনো?
তুতলিয়ে বলে তুলতুল।
সায়ান উওর দেয় না। শার্ট খুলে বালতিতে রাখে। শার্টের নিচে সেন্ডো গেঞ্জি ছিলো। তুলতুল হাঁপ ছেড়ে বাঁচে।
সায়ান জুতো খুলে বাথটাবের ভেতর নামে। সায়ানকে নামতে দেখে তুলতুল উঠে আসতে নেয়।
তুলতুল উঠে আসতে নেয়। সায়ান হাত ধরে টান দেয়। একদম সায়ানের বুকের ওপর হুমড়ি খেয়ে পড়ে। সায়ানের গলা ওবদি পানির নিচে। আবারও পানি খায়।
তুলতুল অগ্নি দৃষ্টিতে তাকায় সায়ানের দিকে।
সায়ান আরও একটু শক্ত করে আকড়ে ধরে তুলতুলকে।
” ভুল করে তোর লাগেজ টাই রেখে এসেছিস তুহিনের রুমে। এবার তুই কি করবি?
ফিসফিস করে বলে সায়ান। বড়বড় চোখ করে তাকায় তুলতুল। এতো বড় ভুল করলো কি করে? সায়ান ঠিলই বলেছে। একদম বলদ তুলতুল।
এবার কি হবে?

সায়ানের দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকায় তুলতুল। সায়ান ফিক করে হেসে ফেলে।
“বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান
এই বার তোমার আমি বধিবো পরাণ”
ফিসফিস করে বলা কথা গুলো মারাক্তক। হার্ট জোরে জোরে লাফাচ্ছে তুলতুলের। উঠতেও পারছে না। এই লোকটা না ছাড়লে এখান থেকে উঠে দাঁড়ানো অসম্ভব। সায়ান তুলতুলের ভীতু লাজুক মুখটার দিকে তাকিয়ে একটু হাসে।
আজকে শাড়ি পড়ার পর থেকে মেয়েটাকে অন্য রকম লাগছে। ঘোর লেগে যাচ্ছে। তাই তো শাড়িটা খুলে দিলো। এখনো কিছু নিষিদ্ধ ইচ্ছে মনে জেগে উঠছে। কিন্তু ইচ্ছে গুলোর প্রাধান্য পাওয়ার সময় এটা না। এই সময়টা ইচ্ছে গুলোকে দমিয়ে রাখার।
তুলতুলের কানে একটা কামড় দিয়ে উঠে যায় সায়ান। তুলতুল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। এই লোকটা আজকে একটু বেশিই চিপে যাচ্ছে। পবলেম কি এর?
মনে মনে বলে তুলতুল।
সায়ান শিশ বাজাতে বাজাতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়।
তুলতুল কপালে হাত দিয়ে ওখানেই বসে থাকে।

আমার তুমি পর্ব ২৭

ঠান্ডায় হাত পা শিতল হয়ে আসছে। রাত আনুমানিক সাতটা কি আটটা বাজবে হয়ত।
উঠে ভেজা শরীর নিয়ে ওয়াশরুমে পায়চারি করছে। সারা রাত এভাবে থাকবে কি করে? সায়ান তো আস্ত হনুমান ওনার মনে কোনো দয়া মায়া নেই। কি করবে তুলতুল এখন?
কেউ তো একটু সাহায্য করতে এসো?
কিন্তু এই অচেনা শহরে কেউ আসবে না।
দীর্ঘ শ্বাস ফেলে তুলতুল। গ
হঠাৎ করে তুলতুলের চোখ যায় দরজার ওপর একটা সাদা শার্ট রাখা।
শার্টটা হাতে নেয় তুলতুল।
এটা পড়লে কেমন হয়? কিন্তু এটা পড়ে সায়ানের সামনে দাঁড়াবো কেমনে?

আমার তুমি পর্ব ২৯