তোলপাড় সিজন ২ পর্ব ৭+৮

তোলপাড় সিজন ২ পর্ব ৭+৮
শান্তনা আক্তার

‘আপু তুই এতো তাড়াতাড়ি চলে এলি যে?’
রিমিকে দেখামাত্র তিয়াসা বলল। রিমি কোনো উত্তর না দিয়ে টেবিলের পাশে থাকা একটা চেয়ার টেনে বসলো। রিমির চোখে মুখে চিন্তার ছাপ উপচে পড়ছে। তিয়াসা সেটা বেশ বুঝতে পারলো। গ্লাসে পানি ঢেলে রিমির দিকে এগিয়ে দিয়ে বলল, ‘পানি খেয়ে বলতো কি হয়েছে।’

রিমি এক নিশ্বাসে পুরো পানি খেয়ে নিল। তারপর বলল, ‘তুই ঠিকই বলেছিলি। ওই আহসান ছিল।’
‘তুই গতকাল যাকে ছদ্মবেশী,মক্কেল বলেছিলি সে?’
‘হুম সে। আর মনে করাস নাতো কি বলেছিলাম, না বলেছিলাম সেটা।’
‘মনে করালে কি আর না করালেই বা কি? যা হওয়ার হয়ে গেছে। তুই ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছিলি অপমান করে। এসব কি কেউ ভুলে যায় নাকি?’

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

‘যায়না বলেই তো টেনশন হচ্ছে।’
‘এখন টেনশন হচ্ছে তাইনা? আগে মনে ছিলনা? কতবার বললাম উনিই আহসান ভাইয়া। নাহ! আপনি তো মানবেন না মানে মানবেনই না। আপনি তো ৯৯% সিওর ছিলেন। কি হলো সেই সিওরিটির?’
‘বল যত পারিস বল। কিন্তু তাও আমাকে বাঁচা বোন। আমার ছোট কিউট বোন।’
‘এখন তো কত কি বলবি। আচ্ছা বাদ দিলাম। অসহায়দের কিছু বলে লাভ নেই। এখন ভাবতে হবে আহসান ভাইয়াকে কিভাবে সরি বলা যায়।’

‘হুম ভাব। আমার মাথা চলছে না সত্যি।’
‘তুই একটা কাজ কর।’
‘কি কাজ? বল?’
‘ভাইয়ার নাম্বারে ফোন দে। তোর কাছে তো ভাইয়ার নাম্বার আছে।’
‘কি বলছিস? আমার সাহস হবে না কথা বলার। তুই বল।’
‘আমি মনে হয় গন্ডগোল বাধিয়েছি? যে বাধিয়েছে সেই কথা বলবে। আমি পারবো না।’
‘কি বলবো আমি? আমার কি সেই মুখ আছে?’

‘মানুষ মাত্রই ভুল। তুই বলবি, আপনি মিথ্যে কেন বলেছিলেন যে আপনি একজন সেলসম্যান? এইজন্যই তো সব ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি যদি আগে থেকেই বলতেন আপনি আহসান তাহলে এতো কিছু হতোই না। বুঝলি? আমি যেভাবে বলেছি, ঠিক সেভাবে তুইও লাইন বাই লাইন বলবি ফোন দিয়ে।’
‘হ্যাঁ তাইতো। ভুল তো আমার নয়। কেউ যদি পরিচয় না দেয় তাহলে এতে আমার কি দোষ? আমি প্রথমে যা দেখেছি বা জেনেছি, সেটাই তো বিশ্বাস করেছি।’

‘এটা তুই আর আমি ভাবছি। কিন্তু আহসান ভাইয়া তো ভাবছে না। উনি বড়লোক মানুষ। অপমান কিভাবে নিয়েছে সেটা তো আমাদের মতো মানুষ বুঝবে না। তাদের আত্মসম্মান অনেক বেশি। বুঝলি?’
‘হুম জানি রে। এবার তাহলে ফোন দেই নাকি?’
‘আবার জিজ্ঞেস করছিস? জলদি দে।’

রিমির ফোনেই সেভ করে রেখেছিল আহসানের নাম্বারটা পাওনাদার নামে। রিমি সেই নাম্বারটায় কল দিল৷ কিন্তু রিসিভ হলো না। বেশ কয়েকবার ট্রাই করলো। কিন্তু সেই একই রেজাল্ট। রিমিও যেন থামছে না। কলের উপর কল দিয়েই চলেছে। শেষে নাম্বার টা সুইচ অফ বলল৷ রিমি যেন এবার ভয়ে কেঁদেই দিল। তাই দেখে তিয়াসা জিজ্ঞেস করলো,
‘তুই কাঁদছিস কেন হুম? ফোন ধরছে না?’
‘না, সুইচ অফ বলছে।'(কান্নাজড়িত কন্ঠে)

‘কেন কেটে দিল? নিশ্চয়ই তোর নাম্বার দেখে প্রচুর রাগ হয় তার। তোর করা অপমানগুলো মনে পড়ে যায়৷ তাই রেগে মেগে ফোনই বন্ধ করে ফেলছে।’
‘হুম এখন?’
‘এখন আর কিছুই করার নেই। তুই এখন আর ফোন দিসনা। রাতে দিস। আর নইলে আব্বু আম্মু কালকে তো চলে আসছে। আব্বুর নাম্বারটা দিয়ে ফোন দিস। সেটা তো আর চেনে না।’

‘হুম, কিন্তু আমার নাম্বারটাও তো চেনার কথা না। আমি তো দেইনি নাম্বার।’
‘চিনে হয়তো। নইলে ফোন কেন ধরলো না? এগুলো সব এখন বাদ। তুই বল আমার কলেজে ক্লাস কবে থেকে শুরু হবে।’
‘আমি আছি আমার জ্বালায়, আর তুই ক্লাস নিয়ে পড়ে আছিস?’
‘তো কি করবো? কত স্বপ্ন কলেজে যাওয়ার।’
‘আমি শুনিনি। আজ তো ভার্সিটিতেই যাইনি তাই আর শোনা হয়নি। আর তুই আপাতত এসব ভুলে ভাবতে থাক আমি এই বিপদ থেকে কিভাবে বাঁচবো।’

আহসান আজ খুব টায়ার্ড। হসপিটালের উদ্বোধন কাজের চাপে আজ ভালোভাবে ঘাড় নাড়াতেও পারেনি। সময়ের অভাব। তাই বারবার ফোন আসছিল বলে ফোনই অফ করে রেখেছে। বাড়িতে ঢোকার সময় ফোন অন করে নিয়েছে। এখন নিজের রুমে এসে কললিস্ট চেক করছে। প্রথম নাম্বারটা অচেনা লাগলো বলে ফোন রিসিভ করেনি। কিন্তু এখন কেন জানি নাম্বার টা খুব ভাবাচ্ছে আহসানকে। ফ্রেশ হয়ে এসে আননোন নাম্বার টায় কলব্যাক করবে বলে ওয়াশরুমে গেল। ফিরে এসে ফোন হাতে নিতেই ওয়াচম্যানের কল আসলো। আহসান রিসিভ করতেই গেটের ওয়াচম্যান বলে ওঠে,

‘স্যার আমি দুঃখিত আপনাকে ফোন দিয়ে বিরক্ত করায়।’
‘ইট’স ওকে। আপনি বলুন কি হয়েছে? ফোন দিলেন কেন আমায়?’
‘স্যার আজ একটা মেয়ে আসছিল আপনার খোঁজে।’
‘মেয়ে? তার নাম জানেন কি? আমার খোঁজে কেনোই বা এসেছে?’
‘সেটা তো বলেনি স্যার৷ কিন্তু স্যার মেয়েটা কোনো ডাকাতের থেকে কম না।’
‘হোয়াট! বাড়িতে ডাকাত এসেছিল?’
‘হ্যাঁ স্যার। সেরকমই কিছু।’

‘কি করেছে এসে? বাড়ির মধ্যে ঢুকেছিল কি?’
‘না তা পারেনি। আমি থাকতে কারো সাহস হয় নাকি এই তালুকদার বাড়িতে ঢোকার!’
‘বুঝলাম, কিন্তু মেয়ে ডাকাতটি কি করতে এসেছিল? আর আমার খোঁজে এসেছে। ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। ক্লেয়ার করে বলুন। আর আপনি কিভাবে বুঝলেন মেয়েটি ডাকাত?’
‘ডাকাতই তো। চোখের সামনে আপনার কার্ড ডাকাতি কইরা পালাইছে।’
‘কার্ড! আজব! এটা ডাকাতি করার কি আছে?’
‘জানি না। মেয়েটা বলল আপনার সাথে দেখা করবে। আমি কত বললাম আপনি বাসায় নাই। তাও যায়না। বলে দেখা করা খুব জরুরী।’

‘তারপর?’
‘তারপর আপনার কার্ড চাইলো। বলল আপনার মুখ দেখলেই কাজ হয়ে যাবে। আমি দেইনাই বলে ছিনতাই করে পালালো কার্ডটি। আপনার কোনো সমস্যা হতে পারে। আপনি থানায় ডাইরি করতে পারেন।’
‘আচ্ছা দেখছি আমি। আপনি এই কথাটা কাউকে জানাবেন না। তাহলে সবাই টেনশন করতে পারে। আর আপনার এই গাফিলতির কারনে আপনাকে জব থেকে বের করে দিতেও পারে।’
‘এমন কইরেন না স্যার। আচ্ছা আমি কাউকে জানাবো না তাহলে।’
আহসান ভাবতে লাগলো কে হতে পারে মেয়েটি। আহসানকে বেশিক্ষণ ভাবতে হয়নি। আহসান চট করে ধরে ফেলল কে হতে পারে মেয়েটি।

‘আমার মুখ দেখলেই মেয়েটির কাজ হয়ে যাবে। এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর রিমিই। ও ছাড়া কেউ না। আমি নিশ্চিত মেয়েটি রিমিই। আসল আহসানের খোঁজ পেতে রিমিই ইনভেস্টিগেট করতে এসেছিল। হুম, মেয়েটি সত্যিই খুব চঞ্চল। এতক্ষণে নিশ্চয়ই আমার আসল পরিচয় জেনে গেছে। বিশ্বাস করেছে আমিই আহসান। নিজের ভুলও মেবি বুঝতে পেরেছে। তাছাড়া দোষ তো মেয়েটার না। ওতো জানতো না আমি ডেয়ার নিয়ে সেদিন মধ্যবিত্ত সেজে রাস্তায় বেড়িয়েছিলাম।

রিমির কথাতেও লজিক আছে। রাতারাতি কোনো এক সেলসম্যান আহসান তালুকদার হয়ে যেতে পারেনা। তাই আমি দোষটা ওকে দেবনা। জেনে শুনে তো কিছু করেনি ও। তবে যাই হোকনা কেন, আমার এখন করণীয় হচ্ছে রিমির সাথে ছোট একটা নাটক করা। একটু নাকানিচুবানি খাওয়ানো যাক ওকে। মজাই হবে। আমার তো ভাবতেই অন্যরকম লাগছে। সর্বপ্রথম আমাকে একটু কঠোর হতে হবে। এমন ভাব দেখাতে হবে যেন আমি রিমির উপর প্রচন্ডভাবে রেগে আছি। অ্যাক্টিং টা ভালো করে করলেই হয়ে গেল। এসব কথার মাঝে আহসানের ফোনে ক্রিংক্রিং শব্দে রিং বেজে ওঠে।

আহসান দেখলো সেই আননোন নাম্বারটা থেকে কল এসেছে, যেই নাম্বার টা থেকে আজ অনেকবার কল এসেছিল।
‘ওপ্স আমি তো ভুলে গিয়েছিলাম এই নাম্বারে আমার কল দেওয়ার কথা ছিল।’ আহসান কল রিসিভ করার আগেই কেটে যায় বলে নিজেই কলব্যাক করলো। করেই প্রশ্ন,
‘কে বলছেন? আপনি নন্সটপ আমাকে কল দিয়েই যাচ্ছেন! কেন?’

আহসান কথাটা বেশ ঝাড়ি মেরে বলল। ওদিকে রিমির কলিজায় পানি নেই আহসানের ধমক খেয়ে। রিমি কি বলবে ভেবে পাচ্ছে না বলে কানের কাছ থেকে ফোনটা সরিয়ে ফেলল এবং হাত দিয়ে স্পিকার চেপে ধরল। তাই দেখে তিয়াসা বলল, ‘কি বলছে রে আপু?’
রিমি গলার স্বর ছোট করে বলল, ‘আমাকে ধমক দিচ্ছে রে। বারবার কল দিয়েছি বলে খুব বিরক্ত আহসান।’
‘ও, তুই বল তুই রিমি। আর ওনাকে কিছু বলার সুযোগ দিবি না। গটগট করে সব বলে ফেল এই লিস্ট টা দেখে।’ তিয়াসা একটা লিস্ট মেলে ধরল। আহসানকে কি বলবে না বলবে তার একটা লিস্ট সাজিয়ে লিখে দিয়েছে তিয়াসা। যাতে রিমি কথার মাঝে বেঝে বা থেমে না যায়। ওদিকে আহসান হ্যালো হ্যালো করে যাচ্ছে কোনো প্রতুত্তর না পেয়ে। রিমি নিজেকে সিরিয়াস করে ফোনটা আবার কানে ধরে মুখ খুলল,

১।আমি রিমি বলছি।
২।আমি সরি বলছি।
৩।সরি বলার কারণ আমি জেনে বুঝে আপনাকে আজে বাজে কথা বলিনি।
৪।অপমান করে বের করে দেওয়ার জন্য আমি খুবই লজ্জিত। বিশ্বাস করুন আমি সত্যিই বুঝতে পারিনি আপনি আহসান।
৫।আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন
৬।সবকিছু একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান।
৭।আমি আপনার টাকাটা দু একদিনের অন্তর অন্তত দিয়ে দেব।
৮।আমাকে প্লিজ খারাপ ভাববেন না।
৯।মনে কষ্ট নিয়েন না।
১০।আমাকে নিয়ে যত খারাপ ভাবনা তৈরি হয়েছে আপনার মনে,তা ভুলে যান দয়া করে। পরিশেষে আবারও সরি সরি সরি। হাজারটা সরি। রিমি দম না ছেড়ে একনাগাড়ে সবগুলো পয়েন্ট বলে দিল৷ তারপর গিয়ে বড় করে শ্বাস নিয়ে ছেড়ে দিল।
এদিকে আহসান রিমির একনাগাড়ে বলা কথাগুলো শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আহসান এক সেকেন্ডও সময় পেলনা কিছু বলার। রিমি থেমে যাওয়ায় এবার গিয়ে সুযোগ পেল বলার।

‘আচ্ছা আপনি কি এক্সাম এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নাকি?’
‘কেন?’
‘যেভাবে ১,২,৩….পয়েন্ট আউট করে বললেন, তাতে তাই মনে হচ্ছে আমার।’
‘কি করবো বলুন? আমি তো অন্যায় করে ফেলেছি।’
‘তা ঠিক। তবে এটাকে অন্যায় বলে না। এটাকে সাংঘাতিক বড় ধরনের অন্যায় বলে।’
‘ঠিক বলেছেন। আমি গুরুতর অন্যায় করে ফেলেছি।’

‘হুম তাতো করেছেনই। তবে আমি তুমি থেকে আপনিতে কিভাবে ট্রান্সফার হলাম? গতকাল অবধি তো তুমিতে ছিলাম।’
‘গতকাল তো আপনি আহসান ছিলেন না তাই তুমিতে ছিলেন। এটার জন্যও সরি। আপনি খুব বড় মাপের মানুষ। আপনাকে তুমি করে বলার জন্যেও সরি।’
‘এটা তাহলে ১১ নাম্বার তালিকায় অন্তর্ভুক্ত?’
‘হ্যাঁ, মানে না।’
‘হ্যাঁ মানে না! প্রথম জানলাম।’

‘আপনি এতো কয়েশ্চেন কেন করছেন? সরি টা এক্সেপ্ট করুন না।’
‘না সেটা ওতো সোজা না বুঝলেন?’
‘তাহলে কিভাবে সোজা হবে?’
‘শাস্তি পেতে হবে। অন্যায় যেহেতু করেছেন, আসামি সেহেতু হয়েছেন। এবার কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে।’
‘কাঠগড়ায়! কেন আমি কি কাউকে খুন করেছি নাকি যে কাঠগড়ায় উঠবো?’
‘শুধু খুন না করলেও তো মানুষ কাঠগড়ায় দাঁড়ায়। ক্রাইম শুধু খুন নয়। মামলার তো নানান রুপ,ধরণ,ধারা আছে। জানেন না সেগুলো?’

‘তো আমি কোনটা করেছি বলবেন প্লিজ?’
‘আমার মন,ঘুম,শান্তি চুরি করেছেন আপনি। এটা কি কোনো বড় ধরনের ক্রাইম থেকে কম নাকি?’ কথাটা আহসান মনে মনে বলল। মুখে প্রকাশ করল না।
‘বলুন আমি কোন ক্রাইম করেছি?’
‘ছিনতাই, ডাকাতি,চুরি। এইসব করেছেন।’
‘আমি আবার কখন করলাম এসব? আপনি মিথ্যে কেন বলছেন আমার নামে?’
‘মিথ্যে বলছি? এই আহসান তালুকদার কখনো মিথ্যে বলে না।’
‘তাই নাকি? তাহলে আপনি যে সেলসম্যান এটা কে বলেছিল? আপনার ভুত?’
‘সেটা এক লম্বা কাহিনি। আপনি একটা কাজ করুন। পয়েন্ট ১২ অ্যাড করে নিন।’
‘কেন?’

‘গতকাল আমার কথা না শোনার জন্য। আমি কেন ছদ্মবেশ ধরেছিলাম, কেন নিজের পরিচয় সেলসম্যান হিসেবে দিয়েছিলাম তা শোনার আগেই আপনি আমাকে বের করে দিয়েছিলেন। এখন দোষটা তো আমার নয়। আপনি যদি ঠান্ডা মাথায় শুনতেন তাহলে এই প্রশ্নটা আজ করতেন না।’

‘জানি সব কিছুর মূলে আমি রয়েছি। কিন্তু কথা সেটা না। আমি সব দোষ নিজের ঘাড়েই নিলাম। তবে আমি ছিনতাই,ডাকাতি,চুরি করেছি! এটা মানতে পারলাম না। আমি কি এমন ছিনতাই না ডাকাতি,চুরি করেছি বলতে পারেন?’
‘আবার জিজ্ঞেস করছেন? আপনি আজ আমার বাড়ির সামনে এসে আমার বাড়ির ওয়াচম্যানের পকেট ছিনতাই করে পালাননি? সিসি ক্যামেরায় কিন্তু স্পষ্ট উঠে আছে সেটা। তাই অস্বীকার করার প্রশ্নই জাগে না।’

‘আমি কি এমন ছিনতাই করেছি?’
‘টাকা পয়সা ছাড়া আর কি ছিনতাই করে মানুষ?’
‘নাউজুবিল্লাহ! দারোয়ান আঙ্কেলটা বলেনি আমি কি ছিনতাই করেছি?’
‘গ্রেট! তাহলে নিজের মুখে স্বীকার করছেন আপনি যে ছিনতাইকারী।’
‘হ্যাঁ স্বীকার করছি। তবে আমি আপনার কার্ড ছিনতাই করেছিলাম। টাকা পয়সা নয়। সেসব ভাবিও না কখনো আমি।’
‘ছিনতাই তো ছিনতাই। এটা ক্রাইমের আন্ডারে পড়ে৷ তাই আপনাকে জেলে তো যেতেই হয়।’

‘আজব তো? সামান্য কার্ড নিয়েছি বলে এতো বড় শাস্তি? আমি ইচ্ছে করে ছিনতাই করেছি নাকি? আপনাদের বাড়ির দারোয়ান টা খুবই পঁচা। সোজা কথায় মানার পাত্র নয়। উনি যদি সুন্দর করে আমার হাতে কার্ডটি তুলে দিতেন, তাহলে এতো কিছু কি হতো?’
‘সেটা আমি জানি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই পানিশমেন্ট তো পেতে হবেই।’

তোলপাড় সিজন ২ পর্ব ৫+৬

‘আপনি প্লিজ আমাকে এতো বড় শাস্তি দিয়েন না। আমার এখনো বিয়ে হয়নি। নাতি নাতনির মুখ দেখিনি। তাদের বিয়েতে কোমড়ভাঙ্গা নাচ নাচিনি। জীবনে কতকিছু দেখা বাকি আছে। এখন আমি জেলে যেতে চাইনা।’
‘হোয়াট! আর ইউ ক্রেজি?’
‘তাতো জানি না। তবে আমাকে অন্য কোনো শাস্তি দিন। আপনি চাইলে আমাকে শাস্তির কয়েকটা নমুনা বলুন। আমি সিলেক্ট করে বলছি কোনটা গ্রহণযোগ্য।’
‘ওকে আপনি তাহলে আমার সাথে দেখা করুন। সামনাসামনি দেখা করে ফয়সালা করা যাক আপনাকে কি শাস্তি দেওয়া যাবে।’
‘ওকে, তবে পুলিশ নিয়ে আসবেন নাতো?’

‘না ভয় পাওয়ার কিছু নেই। আমি একাই আসবো।’
‘ঠিক আছে তাহলে আমি রাজি। কোথায় দেখা করবেন?’
‘ইমম, আমি তো তেমন কিছু চিনিনা এখানকার। তাই আপনিই বলুন।’
‘আচ্ছা আপনি তাহলে ওই জায়গায় আসুন তারপর ভাবা যাবে।’
‘ওই জায়গা বলতে কোন জায়গা?’

‘যেখানে প্রথম দেখা হয়েছিল সেই জায়গা।’
‘ওকে ডান। কাল কখন আসবেন আপনি?’
‘আমি ভার্সিটির ক্লাস শেষ করে আসবো। এই ধরুন ১২টার দিকে।’
‘ওকে অপেক্ষায় থাকবো।’

তোলপাড় সিজন ২ পর্ব ৯+১০