বর্ষণের সেই রাতে সিজন ২ পর্ব ৪৩

বর্ষণের সেই রাতে সিজন ২ পর্ব ৪৩
লেখিকা: অনিমা কোতয়াল

আদ্রিয়ান অনিমাকে কোলে করে নিয়ে এসে সোজা বিছানায় বসিয়ে দিল। অনিমা বোকার মত তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। হুট করে এতো রাতে এভাবে তুলে নিয়ে আসার মানে কী? আদ্রিয়ান অনিমার দিকে ঝুকে একটু শক্ত কন্ঠে বলল,

” একদম নরবেনা। ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে থাকো!”
অনিমাও ভদ্র মেয়ের মত মাথা নেড়ে সম্মতি জানালো। কারণ দেখেই মনে হচ্ছে এই ছেলে রেগে আছে। পাগল খেপানোটা ঠিক হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে রাগল কেন? এসব ভাবতে ভাবতেই অনিমা তাকিয়ে দেখে আদ্রিয়ান দরজা বন্ধ করে দিয়ে আবার ওর দিকেই আসছে। অনিমা ভ্রু কুচকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে যে কী হচ্ছে।

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

আদ্রিয়ন অনিমা পাশে বসে খাটের দিকে হেলান দিয়ে তাকাল অনিমার দিকে। অনিমা এখনও আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। আর ও ঠিক কী করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। কিছু একটা করেছে ও কিন্তু সেটা কী? আদ্রিয়ান কিছুক্ষণ অনিমার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই ওর হাত ধরে একটানে নিজের বুকের ওপর এনে ফেলল।

অনিমা চোখ বড়বড় করে করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ওর দুই হাত আদ্রিয়ানের বুকের ওপর। এরকম আচমকা আক্রমণ আশা করেনি ও। ও ব্যাপারটা বুঝতে পেরে সরে আসতে চাইলে আদ্রিয়ান ওর কোমর চেপে ধরে ওকে কাছে টেনে আনল। আদ্রিয়ানের চোখেমুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অনিমা শুকনো একটা ঢোক গিলল। আদ্রিয়ান অনিমার চোখে চোখ রেখে শক্ত কন্ঠে বলল,

” দূরে যাচ্ছো কেন? আমি কাছে থাকলে ভালোলাগেনা? দুনিয়াতে সবার জন্যে তোমার সময় আছে। তোমার বন্ধুদের জন্যে আছে, আমার বাবা-মায়ের জন্যে আছে, আমার বোনে ইভেন অভ্রর জন্যেও তোমার কাছে সময় আছে। শুধু আমার জন্যে নেই। মানে, আমার দিকে তাকানোর সময়টাও তোমার নেই। আর এদিকে তোমার একটু কাছে থাকার জন্যে আমি ছটফট করি আর তুমি শুধু দূরে বাহানা খুঁজে বেড়াও।”

অনিমা মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। কাঁপাকাঁপা কন্ঠে বলল,
” আমার কী দোষ। বাড়িতে সবাই আছে। সবার সাথে কথা বলতে হয়। এরপর মামনীকে রান্নায় হেল্প করা, বাবাকে চা দেওয়া, জাবি…”
অনিমাকে থামিয়ে দিয়ে আদ্রিয়ান ঝাঝালো কন্ঠে বলল,

” হ্যাঁ সেটাইতো বললাম। সবাই তোমার কাছে ইম্পর্টেন্ট শুধু আমি বাদে। আমার প্রতি তোমার কোন রেসপন্সিব্লিটি নেই, কোন হোপও নেই। বিয়েটাও তো আমি তোমাকে একপ্রকার জোর করেই করেছিলাম রাইট? সো এটাই এসপেক্টেড।”
বলে অনিমাকে একপ্রকার ঠেলেই নিজের থেকে সরিয়ে দিল। অনিমা অবাক চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। অসহায় গলায় বলল,

” আপনি সামান্য একটা বিষয় নিয়ে এভাবে কথা বলছেন কেন?”
আদ্রিয়ান তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল,
” সামান্য? হ্যাঁ তোমার কাছেতো আমার সবকিছুই সামান্য। এখন কাছে আছি। সবসময় তোমার আশেপাশে ঘুরঘুর করছি। তাই সবই সামান্য মনে হচ্ছে। হাত বাড়ালেই তো পেয়ে যাচ্ছো আমাকে। যেদিন তোমার সাথে থাকবনা, হারিয়ে যাব সেদিন বুঝতে পারবে।”
অনিমা চমকে উঠল আদ্রিয়ানের কথা শুনে। অবাক কন্ঠে বলল,

” কী বলছেন অাপনি এসব?'”
আদ্রিয়ান হেসে উঠে দাঁড়িয়ে বলল,
” তোমার তাতে আর কী যায় আসে বল? সবাই আছে তো! এদের সাথে থেকে ভুলেই যাবে আদ্রিয়ান নামক কেউ তোমার জীবনে ছিল।”

কথাটা বলে আদ্রিয়ান হেটে ব্যালকনিতে চলে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে মাঝারি গতিতে। বাজ পরছে না আজ। অনিমা ঠায় বসে আছে ওখানে। আদ্রিয়ান যে ওর ওপর অভিমান করেছে বেশ বুঝতে পারছে। ওতো বুঝতে পারেনি আদ্রিয়ান এতোটা কষ্ট পাবে। ওকে একটু বুঝিয়ে বললেও তো হতো। এভাবে কথা বলে কেউ? অাদ্রিয়ান রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। বৃষ্টির ঝাপটায় হালকা ভিজে যাচ্ছে ও। কিন্তু তাতে ওর কোন ভ্রূক্ষেপ নেই। কিছুক্ষণ পর অনিমা এসে পেছন থেকে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। প্রথমবার আদ্রিয়ান ছাড়াতে চাইলে অনিমা আরও শক্ত করে ধরে রাখল। আদ্রিয়ান কোন রিঅ্যাক্ট করল না। অনিমা আস্যে করে বলল,

” সরি।”
আদ্রিয়ান তবুও কিছু বললনা। একটুপর আদ্রিয়ান খেয়াল করল যে অনিমা কাঁদছে। সেটা দেখে আদ্রিয়ান চমকে উঠল। দ্রুত অনিমাকে ছাড়িয়ে ঘুরে তাকাল অনিমার দিকে। অনিমা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদ্রিয়ান অনিমার থুতনি ধরে মুখ উঁচু করে ধরে বলল,
” এভাবে কাঁদছো কেন?”
অনিমা নাক টানতে টানতে ভাঙা গলায় বলল,
” আপনি কীকরে বললেন যে আমি আপনাকে ভুলে যাবো? এতোটা স্বার্থপর ভাবেন আমাকে?”
আদ্রিয়ান সযত্নে অনিমার চোখের জল মুছে দিয়ে নিজের বুকে টেনে নিয়ে বলল,

” সত্যিই ভুলবেনা?”
” আপনি এসব থাকব না, হারিয়ে যাবো এসব কথা বলবেন না। আমার ভালোলাগে না।”
” আচ্ছা বাবা বলবনা। কান্না করোনা প্লিজ।”
অনিমা কিচ্ছু না বলে আদ্রিয়ানের বুকের সাথে একদম মিশে রইল। আদ্রিয়ানও আরও শক্ত করে জড়িয়ে ধরল অনিমাকে। বাইরে থেকে আসা বৃষ্টির ঝাপটায় দুজনেই অনেকটা ভিজে গেছে। বেশ অনেকটা সমো এভাবেই কেটে গেল। আদ্রিয়ান বলল,

” কাল আমায় ফিরতে হবে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। স্টেজ শো আর রেকর্ডিং ও আছে। সো আই হ্যাভ টু গো!”
অনিমা অবাক হয়ে আদ্রিয়ানকে ছেড়ে ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল,
” কালকেই?”
” হুম।”
” আর আমি?”
আদ্রিয়ান গম্ভীর কন্ঠে বলল,
” বাবা-মা তোমাকে এখন ছাড়বেনা। আমি পরে তোমাকে নিয়ে যাবো।”
” হুম।”

বলে অনিমা মাথা নিচু করে ফেলল। অনিমার যে মন খারাপ হয়ে গেছে সেটা আদ্রিয়ান বুঝতে পারছে। তাই কোমর ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল,
” আরে কয়েকটা দিন তো। এখানে তো সবাই আছে। সারাদিন এমনিই কেটে যাবে। রাতেতো আমি আছিই ফোন করার জন্যে।”
অনিমা মাথায় তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার নাক টেনে দিয়ে বলল,
” এবার মিষ্টি হাসিটা একটু দেখাও। মনটা শান্ত করি! আমার কিউট বউটার সুইট হাসি না দেখলে আমার দিনই কাটেনা।”

অনিমা একটু হেসে মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান অনিমার কপালে চুমু দিয়ে বলল?
” দ্যাটস লাইক মাই লেডি।”
অনিমা বেশ লজ্জা পেল। মাথা তুলে তাকাচ্ছেনা আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার অনিমার কানের কাছে মুখ এনে বলল,
” এভাবে লজ্জা পেওনা লজ্জাবতী। নিজেকে সামলে রাখতে ভীষণ অসুবিধা হয়।”
অনিমা হেসে দিয়ে আদ্রিয়ানের বুকে একটা কিল মেরে টিশার্ট খামচে ধরে আদ্রিয়ানের বুকে মুখ লুকিয়ে ফেলল। আদ্রিয়ানও নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল অনিমাকে যেন আজ ছেড়ে দিলে আর কখনও ধরতে পারবেনা।

সকালবেলা অনিমা সবার জন্যে কফি করে একে একে সবাইকে দিচ্ছে। আদ্রিয়ান এখনো নামেনি। সবাইকে কফি দিয়ে আদ্রিয়ান ডাকতে যাবে। অনিমা দেখল রিক সদর দরজার দিকে দাঁড়িয়ে আছে। অনিমার একদমই ইচ্ছে করছেনা রিকের কাছে গিয়ে এখন ওকে কফি দিতে। কিন্তু আপাতত ওকেই দিতে হবে কিছু করার নেই। ও রিকের কাছে গিয়ে বলল,

” আপনার কফি।”
রিক কফিটা হাতে নিয়ে বলল,
” একটা কথা জিজ্ঞেস করব?”
অনিমা ভ্রু কুচকে ফেলে বলল,
” কী কথা?”
” আদ্রিয়ান আর তোমার মধ্যে কী সব ঠিক আছে?”
” ঠিক না থাকার তো কিছু নেই?”
রিক ইতস্তত করে বলল,

” না মানে, তোমরা এখনও একরুমে থাকোনা তাই___”
অনিমা রাগী কন্ঠে বলে উঠল,
” সেটা আমাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। আপনাকে এ বিষয় কোনরকম এক্সপ্লিনেশন দিতে আমি বাধ্য নই। আপনার সেই অধিকারও নেই।”
রিক স্হির দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল,
” একসময় তুমি আমাকে নিজের বেস্টফ্রেন্ড বলতে। আর আজ বলছ অধিকার নেই?”
অনিমা আহত গলায় বলল,
” আমার সেই সম্বোধনের মর্যাদা আপনি রাখতে পারেননি মিস্টার চৌধুরী। যারা আগাগোড়া সবটাই মিথ্যে দিয়ে ভরা। সে আর যাই হোক বন্ধু হতে পারেনা।”

কথাটা বলে অনিমা আর দাঁড়াল না ওখানে। রিক অনিমার যাওয়ার দিকে তাকিয়ে গরম কফি মগটার ওপর দিয়ে নিজের হাত চেপে ধরল। রাগ, অভিমান, কষ্টের মিশ্র অনুভূতি হচ্ছে ওর মধ্যে। কী হয়েছিল, কী হচ্ছে, কিছুই জানেনা ও। হ্যাঁ ও অনিমার সাথে মিসবিহেভ করেছে কিছুদিন। কিন্তু সেটাতো পরে। অনিমার হঠাৎ বদল ও মানতে পারেনি তাই। কিন্তু অনিমা এমন একটা ভাবে কথা বলছে যাতে করে মনে হচ্ছে বিশাল কোন পাপ করে ফেলেছে। এগুলো কী অনিমার কোন নাটক ওকে ইগনোর করার জন্যে। না-কি এমন কিছু আছে যা ও জানেনা।

কিছুক্ষণের মধ্যেই আদ্রিয়ান নিচে নেমে এলো। একবার ফ্রেশট্রেশ হয়েই নিচে এসছে। অনিমা কফি নিয়ে গেছিল ওপরে। ওপর থেকে কফি খেয়েই এসছে। এখন একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে সবাই। ব্রেকফাস্ট টেবিলে মানিক আবরার বললেন,
” আদ্রিয়ান কখন বেড় হচ্ছো তুমি?”
আদ্রিয়ান খাবার চিবুতে চিবুতে বলল,
” এগারোটার নাগাদ বেড় হয়ে যাবো বাবা।”
আদ্রিয়ানের যাওয়ার কথা শুনে অনিমার মন আবার খারাপ হয়ে গেল। মিসেস রিমা মুখ গোমড়া করে বলল,

” কদিন হল এলি? এখনই আবার যেতে হবে। কী এতো কাজ সত্যিই বুঝিনা। অনি কিন্তু এখানেই থাকছে আপাতত। ছুটি শেষ হওয়ার আগে নেওয়ার কথা ভুলেও ভাববি না।”
আদ্রিয়ান হেসে দিয়ে বলল,
” জানি আমি সেটা। তোমাদের আদরের ব‍ৌমাকে সেজন্যই রেখে যাচ্ছি।”
জাবিন আড়চোখে একবার অভ্রর দিকে তাকিয়ে বলল,
” তো তুই কী একাই যাবি?”
আদ্রিয়ান ভ্রু কুচকে বলল,

” আমি আর অভ্র যাবো। আমি গেলে ওও আর থাকবে কেন?”
জাবিন আর কিছু বলল না খাওয়ায় মনোযোগ দিল। অভ্র জাবিনের দিকে কয়েকসেকেন্ড তাকিয়ে থেকে নিজেও খেতে লাগল। রিক কিছুই বলছেনা চুপচাপ খাচ্ছে শুধু।
আদ্রিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর অনিমা গোমড়া মুখ করে দাঁড়িয়ে আছে। শেষে টিশার্টের ওপর দিকে জ্যাকেটটা পরিয়ে দিল অনিমা আদ্রিয়ানকে। আদ্রিয়ান অনিমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান নরম কন্ঠে বলল,

বর্ষণের সেই রাতে সিজন ২ পর্ব ৪২

” জানপাখি।”
অনিমা আদ্রিয়ানের দিকে ছলছলে চোখে তাকাল। আদ্রিয়ান ওর দুই বাহুতে হাত রেখে বলল,
” যাওয়ার সময় একদম কাঁদবে না। চলে আসব তো। আর এখানেতো তুমি একা নও! সবাই আছে তোমার সাথে।”
অনিমা অসহায়ভাবে কাঁদোকাঁদো কন্ঠে বলল,
” তাড়াতাড়ি ফিরে আসবেন তো?”
আদ্রিয়ান মুচকি হেসে বলল,

” আরে পাগলি জাস্ট তিন থেকে চারদিনের কাজ। তাছাড়াও আসতেতো হবেই। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব হুম? মৃত্যুছাড়া আমাদের আলাদা করার ক্ষমতা কারোর নেই।”
অনিমা সাথেসাথেই জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। নিঃশব্দে চোখে জল ফেলছে ও। ইচ্ছে করছে লোকটাকে ধরে বেঁধে রেখে দিতে। আদ্রিয়ানও আলতো হাতে ওকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিল।
নিচে গিয়ে সবার কাজ থেকে বিদায় নিল আদ্রিয়ান। রিকের কাছে গিয়ে বলল,

” থাক, আসছি আমি।”
রিক মুচকি হেসে বলল,
” তাড়াতাড়ি চলে আসিস।”
আদ্রিয়ান যাওয়ার সময় অনিমার ইচ্ছে করছিল আরেকবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরতে। কিন্তু সবার সামনে আর সম্ভব হয়নি। শুধু অসহায় চোখে তাকিয়ে ছিল ওর যাওয়ার দিকে। আর বুক চিড়ে বেড়িয়ে এসছিল দীর্ঘশ্বাস।

বর্ষণের সেই রাতে সিজন ২ পর্ব ৪৪