মহাপ্রস্থান পর্ব ২৪

মহাপ্রস্থান পর্ব ২৪
মুন্নি আক্তার প্রিয়া

ঝাপসা দৃষ্টিতে চোখ মেলে তাকায় আরশান। স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছে না। চোখ-মুখ লাল হয়ে আছে। মাথা ঝিমঝিম করছে। শরীরটাও তেমন সুস্থ লাগছে না। সে একটু নড়েচড়ে বসতে গিয়ে খেয়াল করল নড়ার সুযোগ তার নেই। খুব শক্ত দড়ি দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে। সে এবার বার দু’য়েক মাথা ঝাঁকিয়ে ভালো করে তাকাল। আস্তে আস্তে সামনের সবকিছু স্পষ্ট হচ্ছে। বেশ ক’জন সামনে দাঁড়ানো। এরা কারা? হাতে কী? ব’ন্দু’ক? সে বড়ো করে দম নিল। পৃথুলার কথা মাথায় আসতেই এবার সে উত্তেজিত হয়ে ওঠে। পাশে তাকিয়ে দেখতে পায় শিমুলকেও তার মতো বেঁধে রাখা হয়েছে। মুখও বাঁধা। শুধুমাত্র তার মুখটাই খোলা। কিন্তু এখানে পৃথুলা নেই। সে সমস্ত শক্তি সঞ্চয় করে ডাকল,

“পৃথুলা! কে, কে আছে এখানে?”
এবার তিনজন মাঝ বয়সী লোক এগিয়ে এলো সামনে। তাদের মুখে ভয়ংকর মুখোশ। আরশানের সামনে এসে এক এক করে তিনজনেই মুখোশ খুলে ফেলে। এদের মধ্যে একজনকে সে চেনে। দেশ’দ্রো’হী’র লোক এরা! একজন হেসে বলল,
“অফিসার কি ভয় পেলেন নাকি?”
আরশান আরও চমকে যায়। তিনজন এবার তিনটা চেয়ারে বসে বলে,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

“আপনি যে সরকারের লোক ঐটা আমরা জানি। দেশরক্ষার দায়িত্ব নিছেন ভালো কথা। তাই বইলা আপনার সত্যিকারের পরিচয় জানব না ভাবছেন? ছদ্মবেশে থাকলেই কি আর পরিচয় লুকানো যায় স্যার? আপনার দলে তো আরও নয়জন সদস্য আছে। ভুল না হলে আপনারা এগারোজন সদস্যের একটা টিম। যারা আমাদের ধরার জন্য উন্মুখ হয়ে আছেন। ঠিক বলছি কিনা স্যার?”
আরশান চুপ করে রইল। সামনের লোকটির বলা সব কথাই সত্য। কিন্তু এরা এতকিছু জানে কী করে? সে সব কথা এড়িয়ে গিয়ে মুখ খুলেই বলল,

“পৃথুলা কোথায়?”
লোক তিনজন সমস্বরে হেসে উঠল। একজন বলল,
“তার জন্য এত উতলা ক্যান স্যার?”
“আমি জানতে চেয়েছি পৃথুলা কোথায়!”
আরশানের চিৎকার শুনে ওরা টিটকারির সুরে বলে,

“আরে বাপরে! আমগো হাতের মুঠোয় আইসাও দেখি সাহস একটুও কমে নাই। স্যারের বুঝি জীবনের মায়া নাই?”
এরপর একজন পাহারা দেওয়া একটা ছেলেকে চোখ দ্বারা ইশারা করলে ছেলেটি মুখ বাঁধা অবস্থায় পৃথুলাকে নিয়ে আসে। আরশানের পাশের অন্য একটা চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে দেয়। আরশান যেন জানে পানি ফিরে পেয়েছে এমনভাবে বলল,

“পৃথু! ঠিক আছো তুমি?”
“উঁহু স্যার। উনি তো পৃথুলা না। শীলা। এডভোকেট শীলা চৌধুরী।”
আরশান বিস্ময় নিয়ে তাকায়। শীলার লাইভ অনুযায়ী তো এখন শীলার দেশের বাইরে থাকার কথা। তাহলে এখানে কেন সে? আরশান এবার উত্তেজিত হয়ে জানতে চায়,
“পৃথু কোথায়? ওকে কি আপনারা পাননি?”
“দাঁড়ান স্যার। এত ব্যস্ত হইয়েন না।
মামনি, আসো তো একটু।”

পাশের কক্ষ থেকে পৃথুলা বেরিয়ে আসে। তার কপালে এবং ঘাড়ে আঘাতের চিহ্ন। পানিতে ঝাপ দেওয়ার পর পাথরের সাথে লেগে এমন হয়েছিল। পৃথুলা আসার পর একজন উঠে গিয়ে পৃথুলাকে বসতে দিল। আরশান এবং শিমুলের বিস্ময় কাটছে না। ওরা পৃথুলাকে এত সম্মান দিচ্ছে কেন? আর মামনি ডেকেই বা কেন সম্বোধন করল?
পৃথুলা মেজাজ দেখিয়ে গলা চড়িয়ে লোকগুলোকে বলল,

“বলেছি না আমাকে এখন ডাকবে না? আমি একটু রেস্ট নেব।”
“রাগ কইরো না মামনি। স্যার তোমারে একটু দেখার জন্য পাগল হইয়া গেছে। কী জাদু করছ তারে?”
পৃথুলা আরশানের দিকে তাকাল বিক্ষিপ্ত দৃষ্টিতে। কাঠকাঠ গলায় বলল,
“আমাকে নিয়েই ম’রা’র জন্য নদীতে ঝাপ দিতে হলো?”
আরশান কী বলবে বুঝতে পারছে না। পৃথুলা উত্তরের অপেক্ষা না করে লোকগুলোকে বলল,

“সব ইনফরমেশন পাঠিয়ে দিয়েছ না?”
“জি মামনি। এতক্ষণে ওরা হয়তো এয়ারপোর্টে পৌঁছাইয়া গেছে। একহাতে ইনফরমেশন দেবে আরেক হাতে টাকা নেবে।”
“হিমেলকে পাঠিয়েছ তো সাথে?”
“ও এয়ারপোর্ট গিয়ে ওদের সাথে একত্রিত হবে।”
“আমাদের ফ্লাইট কখন?”
“আজ রাতেই।”
“পৃথু তুমি!” আরশানের অস্পষ্ট শব্দ।
পৃথুলা চেয়ার ছেড়ে উঠে এলো। আরশানের সামনে ঝুঁকে বলল,

“হ্যাঁ, আমি। আমিও দে’শ’দ্রো’হীর একজন।”
“অসম্ভব! এসব মিথ্যে।”
“কোনোটাই মিথ্যে নয় ডিয়ার। তুমি আগে যা দেখেছ সেসব মিথ্যে ছিল। এখন যা দেখছ সেটাই সত্যি।”
“আমি কীভাবে এগুলো বিশ্বাস করব পৃথু? তুমি কেন দে’শ’দ্রো’হীর সদস্য হতে যাবে?”
“কারণ আমি এই দেশকে ভালোবাসি না। ঘৃণা করি এই দেশ ও দেশের মানুষকে।”
“কেন? দেশের সাথে তোমার কীসের শত্রুতা?”
“অনেক, অনেক শত্রুতা।”

“আমি এসব বিশ্বাস করতে পারছি না।”
“বিশ্বাস করা না করা তোমার ব্যাপার।”
“আমি কী করে বিশ্বাস করব পৃথু বলতে পারো? যেই সহজ-সরল নারী চরিত্রকে এতদিন ধরে আমি দেখে আসছি, সেই নারী কিনা দে’শ’দ্রো’হীর সদস্য।”
পৃথুলা নিশ্চুপ।
আরশান অনুনয় করে বলে,

“আমার ভালোবাসার দোহাই, এসব আমায় বিশ্বাস করতে বোলো না। কিছু একটা ভুল এখানে আছে বলো? ওরা তোমাকে বাধ্য করছে এইসব নাটক করতে তাই না?”
পৃথুলাসহ বাকিরা উচ্চস্বরে হাসা শুরু করে। আরশান, শিমুল এবং শীলা তিনজন স্থবির হয়ে আছে। পৃথুলা ফের আগের স্থানে বসে বলল,

“তোমার সাথে আমার ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। যা ছিল সবটাই মাইন্ড গেইম। তুমি বিশ্বাস করো বা না করো সত্যি এটাই যে, আমিও দে’শ’দ্রো’হী। এবং এই কথাটা বলতে একটুও আমার মুখে বাঁধে না। আমি স্বস্তি পাই।”
“আমি এসব নিতে পারছি না। তুমি কেন দে’শ’দ্রো’হীর লোক হতে যাবে? প্লিজ সবকিছু খোলাশা করো। কী শত্রুতা তোমার নিজের দেশের সাথে? কেন এত ক্ষোভ?”
পৃথুলা হাত ঘড়িতে সময় দেখল। এরপর চুপ করে রইল অনেকক্ষণ। সম্ভবত সে আরশানের প্রশ্নের উত্তর দেবে। ওর সঙ্গে থাকা তিনজন লোক বাদে বাকি সবাইকে পৃথুলা বাইরে গিয়ে দাঁড়ানোর নির্দেশ দিল।

দোলা ল্যাপটপ নিয়ে মূর্তির ন্যায় বসে আছে। নিজেকে জ্ঞানশূন্য লাগছে। সে আদৌ পৃথিবীতে অবস্থানরত আছে নাকি অন্য কোনো গ্রহে তার বসবাস সে বুঝতে পারছে না। যাকে সে একটু একটু করে ভালোবেসে এতটা পথ পাড়ি দিয়েছে সেই মানুষটা…! দোলার চোখে পানিতে টইটুম্বুর। ল্যাপটপের স্ক্রিনে হিমেলের ছবি। সঙ্গে হিমেলের সব ইনফরমেশন। উপরমহল থেকে অর্ডার এসেছে হিমেলকে ধরতে এয়ারপোর্ট যাওয়ার জন্য। চুল মুষ্টিবদ্ধ করে ধরে সে হাউমাউ করে কান্না শুরু করে। কাকে ধরার জন্য সে এয়ারপোর্ট যাবে? হিমেলকে? যে কিনা নিজের স্বামী! নাকি একজন দে’শ’দ্রো’হীকে ধরতে যাবে সে?

আচানক পেছন থেকে একটা আওয়াজ আসতেই দোলা ঘাড় ঘুরিয়ে তাকায়। হিমেল দাঁড়িয়ে আছে। তার চোখ-মুখ শক্ত। ল্যাপটপের দিকে তার দৃষ্টি আটকে আছে। দোলার শাড়ির অবস্থা এলোমেলো। সে উন্মাদের ন্যায় এগিয়ে এলো হিমেলের কাছে। শার্টের কলার চেপে ধরে বলল,
“এসব কী হিমেল? এগুলো তো সত্যি নয় বলো? কেউ নিশ্চয়ই তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”
দোলার হাত সরিয়ে দিয়ে হিমেল রুদ্ধশ্বাসে বলল,

“এটাই সত্যি।”
দোলা তৎক্ষণাৎ কোনো কথা বলতে পারল না। চোখ থেকে তখনো পানি গড়িয়ে পড়ছে। সে এক পা, দু’পা করে পিছিয়ে যায়। স্বগতোক্তি করে বলে,
“এর মানে…”
“এর মানে আমিও দে’শ’দ্রো’হী।”
দোলা সজোরে টেবিলের ওপর থেকে জগটা ছুঁড়ে মারল নিচে। চিৎকার করে বলল,
“এগুলো সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। কেন মিথ্যে বলছ তুমি আমায়?”
হিমেল এবার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দোলার দিকে। দোলা কাঁদতে কাঁদতে বলছে,

“আমায় ভালোবাসা, বিয়ে এসবও কি মিথ্যে হিমেল? বলো না! এসবও কি মিথ্যে?”
“হ্যাঁ!” হিমেলের অকপটে স্বীকারোক্তি।
দোলা দপ করে ফ্লোরে বসে পড়ে। শরীর অসাড় হয়ে আসছে। এতটা অসহায় লাগছে তার নিজেকে। হিমেল আগের ন্যায় শক্ত থেকেই বলল,
“তোমায় ভালোবাসা, বিয়ে করা, সংসার করা সবকিছুই পরিকল্পনার একটা অংশ ছিল। দেশের ইনফরমেশনসহ বিভিন্ন তথ্য জানার জন্য তোমার কাছাকাছি যাওয়াটা দরকার ছিল। আর এজন্যই…”

“আর এজন্যই তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছ? আমাকে বিয়ে করেছ?”
বলেই উচ্চস্বরে হাসা শুরু করে দোলা। কখনো হাসছে তো, কখনো কাঁদছে সে। বিলাপ করে বলছে,
“আমি ভেবেছিলাম, আমি তোমাকে নিজ স্বার্থে ব্যবহার করেছিলাম। কিন্তু এখন তো দেখছি সবকিছু উলটো। রাফসানকে ভোলার জন্য তোমায় বিয়ে করতে রাজি হয়েছিলাম। জানিনা কীভাবে সত্যিই তোমায় ভালোবেসে ফেললাম। আর সত্যি ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে কোন সত্যের মুখোমুখি এনে দাঁড় করালে হিমেল?”

হিমেল উত্তর দিল না। তার ফোন বাজছে। তাকে যেতে হবে। সে ঘর থেকে একটা ব্যাগ নিয়ে এলো। যাওয়ার পূর্বে বলল,
“জানি, আমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। কিন্তু তবুও! যদি পারো আমাকে ক্ষমা করে দিও।”
দোলা দৌঁড়ে এসে পথ আগলে দাঁড়াল হিমেলের। ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে ফেলে শক্ত করে জড়িয়ে ধরল। হাউমাউ করে কান্না করতে করতে বলল,

“যেও না হিমেল। প্লিজ যেও না! তোমাকে ছাড়া আমি থাকতে পারব না। বাঁচতে পারব না। আমি তোমাকে ভালোবাসি হিমেল। আমি তোমাকে ভালোবাসি।”
“এতকিছুর পরও?”
“হ্যাঁ, এতকিছুর পরও আমার শুধু তোমাকেই চাই। তুমি যেও না। আমি সবকিছু সামলে নেব। তোমাকে নির্দোষ প্রমাণ করব। চলে যাব আমরা অন্য কোথাও।”
হিমেল হেসে ফেলে। দোলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল,

“সবকিছু এত সহজ নয়। তাছাড়া তুমি আমায় ভালোবাসো তাই অন্ধ হতে পারো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না।”
দোলা ফের এগিয়ে আসে। হিমেলের হাত জড়িয়ে ধরে কেঁদেকেটে একই কথা বলে,
“তুমি শুধু একবার বলো এসব মিথ্যে। তুমি দেশ’দ্রো’হী নও। তুমি শুধু আমার হিমেল। আমার ভালোবাসা তুমি।”
হিমেল বলে,

মহাপ্রস্থান পর্ব ২৩

“কেন সত্যিটা মানতে চাইছ না? সত্যি এটাই। তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। সবটাই ছিল আমার অভিনয়। আমার কাজ শেষ। আমাকে যেতে হবে।”
“দাঁড়াও হিমেল। তুমি এমনটা করতে পারো না।”
হিমেল দাঁড়ায় না। চলে যাওয়ার জন্য উদ্যত হয়। দোলা তার ইউনিফরম থেকে পিস্তল এনে বলে,
“হিমেল দাঁড়াও। আমি কিন্তু গু’লি করতে বাধ্য হব।”
হিমেল তবুও দাঁড়ায় না। দোলা ধীরে ধীরে ট্রিগারে চাপ দিতে শুরু করে।

মহাপ্রস্থান পর্ব ২৫