শেষটা সুন্দর সিজন ২ পর্ব ১০

শেষটা সুন্দর সিজন ২ পর্ব ১০
জান্নাতুল ফারিয়া প্রত্যাশা

‘কী দরকার ছিল সারাজকে সভাপতি বানানোর?’
‘আপনিও এভাবে বলছেন, মেহুল?’
রাবীর বিষন্ন গলায় শুধাল। মেহুল নিশ্বাস ছেড়ে বলল,
‘না বলে উপায় আছে? এখন এসবের জন্য তো আপনাদের সম্পর্কটা খারাপ হচ্ছে। সেটা কী ঠিক, বলুন?’

‘আহা, এত অবুঝ কেন আপনারা? সভাপতি মানে আহামরি কিছু না। আমার দলের কাজের গুরুভার নিবে সে, এইটুকুই। ওকে তো আমি আর নির্বাচনে দাঁড় করিয়ে দেইনি। সারাজ নিজ থেকেই বলছিল, ও আমার অফিসে কাজ করতে চায়। সেইজন্যই ভাবলাম, ওর যেহেতু ইচ্ছা আছে তখন ওকে আমি আমার সাথে রাখি। অন্তত, আমার কাজের হিসাবগুলো তো রাখতে পারবে। এছাড়া আর কিছুই না। অথচ, এক সভাপতি হওয়া নিয়ে তোমাদের একেক জনের চিন্তার শেষ নেই। বুঝে না বুঝে অযথা চিন্তা করছ। তবে ভবিষ্যতে ও যদি চাই, তবে অবশ্যই নির্বাচনে দাঁড়াবে। আমি নিজে ওকে সাহায্য করব। ও বড়ো হয়েছে, ওর ও একটা স্বাধীনতা আছে। সাদ ওর উপর কিছু চাপিয়ে দিতে পারে না। এটা অন্যায়।’

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

মেহুল দীর্ঘশ্বাস ফেলল। পুরোনো দিনের সেই কুৎসিত দিনগুলোর কথা মনে পড়ল তার। কী ভয়ানক শত্রুতা ছিল দুই বন্ধুর মাঝে। এখনও সেসব ভাবলে ভয় হয়। তাই বর্তমানের এই ঘটনাগুলো বড্ড ভাবেচ্ছে তাকে। ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আবার নতুন করে কোনো ঝামেলা না হয়।
রাবীর মেহুলের চিন্তিত মুখের দিকে চেয়ে বলল,
‘চিন্তা করছেন কেন? কিচ্ছু হবে না। আমি আছি তো।’
মেহুল মলিন সুরে বলল,

‘চিন্তা কী আর এমনি এমনি হয়? সেই অতীতের কথা মনে পড়লে এখনও ভয় হয়। আমি চাই না সেই দিনগুলো আবার আসুক। তাই প্লিজ, ঝামেলা তৈরি হবে এমন কোনো কাজ করবেন না; আর না সারাজকে করতে দিবেন। সাদরাজ ভাইয়া যখন চাইছেন না, তবে থাক। আপনিও ওকে বুঝিয়ে বলুন।’

‘ও কোনো বাচ্চা নয় যে, বুঝিয়ে বললেই বুঝে যাবে। ও এখন যথেষ্ঠ ম্যাচিউর। নিজের ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা ওর আছে। আমি তুমি বুঝিয়ে কোনো লাভ হবে না। ওর কাছে যেটা সঠিক মনে হবে, ও সেটাই করবে।’
রাবীরের ক্ষিপ্ত সুরের বিপরীতে মেহুল আর প্রত্যুত্তর করার সাহস পেল না। তাই নিরস মুখে সেখান থেকে উঠে চলে গেল রান্নাঘরে।

রুম জুড়ে পুতুলের পায়চারি চলছে। সারাজ ভাইয়ের চোখ মুখ ভীষণ বিধ্বস্ত লাগছিল তখন। ভীষণ কষ্ট পেয়েছিলেন হয়তো। ইশ, সাদরাজ চাচ্চু কীভাবে কথা শুনালেন। কেউ সারাজ ভাইকে একটুও বুঝল না। সবারই তো একটা স্বপ্ন থাকে। উনার স্বপ্ন না হয় রাজনীতি করবে। তাতে খারাপ কী?

সারাজের জন্য পুতুলের ভীষণ কষ্ট হচ্ছে। ফোনটা হাতে নিয়ে ভাবছে একবার কল দিবে কিনা। সারাজ ভাইয়ের মুড এখন অফ। কল দিলে যদি উল্টো ধমক দিয়ে বসে? তাতে কী? একটা ধমকই তো দিবে। ওসব ছোট খাটো ধমক খাওয়ার অভ্যাস আছে তার।

অবাধ্য মনের প্ররোচনায় পড়ে পুতুল সত্যি সত্যিই কল দিয়ে বসল। কলটা রিসিভও হলো সঙ্গে সঙ্গে। অবাক হলো পুতুল। লোকটা কি ফোনটা হাতে নিয়েই বসে ছিলেন নাকি?
ফোনের অপর পাশটা একদম নিরব। থেমে থেমে নিশ্বাসের শব্দই কানে ঠেকছে কেবল। পুতুলও ইতস্তত বোধ করছে। কল তো দিয়ে ফেলেছে। এবার কী বলবে? সান্তনা দিবে, নাকি আশ্বাস? পুতুল কথা পাচ্ছে না। ঠোঁট কামড়ে ভেবে চলছে কেবল। ওপাশ থেকে তখন ভারী গলার স্বর ভেসে আসে,

‘কিরে, নিশ্বাসের শব্দ শোনানোর জন্যই কল দিয়েছিস?’
নড়ে চড়ে উঠে পুতুল। উদ্বেগ নিয়ে বলে,
‘তোমার খুব কষ্ট হচ্ছে, সারাজ ভাই?’
‘কেন, কষ্ট হবে কেন?’
‘না, সাদরাজ চাচ্চু না তখন বকলেন তোমায়। এখন নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছো, তাই না?’

‘উঁহু। কষ্ট কেন পাব? আমি তো অন্যায় কিছু করেনি। আমি যা করেছি, আমার চোখে সেটা সঠিক। আর সেই জন্য কেউ আমাকে কিছু বললে সেটা আমার একদম গায়ে লাগবে না।’
সারাজের কন্ঠে স্পষ্ট প্রতিবাদ। যেন কথাগুলো সে পুতুলকে না সাদরাজকে বলছে। পুতুল তপ্ত শ্বাস ছাড়ল। সারাজ একপল চুপ থেকে বলল,

‘রাখছি।’
‘সারাজ ভাই?’
আটকে গেল সারাজ। ফোনটা আবারও কানে লাগাল। মেয়েটা কেন যে এত আকুতিভরা কন্ঠে ডাকে, কে জানে। সে মৃদু আওয়াজে বলল,
‘হু।’
‘আর কেউ থাকুক বা না থাকুক, আমি তোমার পাশে সবসময়ই থাকব।’

পুতুলের এইটুকু এক বাক্যে সঙ্গে সঙ্গেই সারাজের মনে প্রশান্তি বয়ে গেল। নিমিষেই সব রাগ, ক্ষোভ, দুঃখ মন থেকে হাওয়া হয়ে গেল যেন। মেয়েটা আসলেই ম্যাজিক জানে। নয়তো তার এইটুকু একটা কথাতেই সারাজের মন ভালো হয়ে যেত না। সারাজকে নিরব দেখে পুতুল পুনরায় বলল,
‘আমি সত্যি বলছি। আমি সবসময় তোমার পাশে থাকব।’

সারাজ হাসে। সেই হাসি নিঃশব্দ। তারপর বলে,
‘যদি পরিস্থিতি পাশে থাকতে না দেয়?’
পুতুল শক্ত গলায় বলে,
‘দুনিয়া উল্টে গেলেও তোমার পাশ থেকে আমাকে কেউ সরাতে পারবে না।’
কী জোর এই কথার মাঝে! সারাজ অবাক হয়। মেয়েটা তার ব্যাপারে এত কঠোর? কই, আগে তো কখনও এভাবে বলেনি। সবসময় তো কেবল ঝগড়াই করে গেছে। সারাজ তখন কন্ঠ খাদে নামিয়ে ডেকে উঠে,

‘পুতুল।’
বুকের ভেতরে কেমন যেন করে উঠল পুতুলের। এভাবে কেন ডাকছে? এই কন্ঠস্বর মোটেও স্বাভাবিক না। ভীষণ রকম অস্বাভাবিক ঠেকছে তার। পুতুল জিভ দিয়ে ঠোঁট ভেজায়। এখন আর গলা থেকে শব্দ বের হচ্ছে না। এর মাঝেই সারাজ আবার বলে উঠে,

‘তোকে যে আমার পাশে থাকতেই হবে, পুতুল। সবসময় থাকতে হবে। আজীবন থাকতে হবে। থাকবিনা, পুতুল?’
কী তৃষ্ণার্ত এই স্বর। পুতুলের মনে ঝড় বইছে। “থাকবিনা পুতুল?” হ্যাঁ, থাকবে তো। কেন থাকবে না? আজীবন সে সারাজের পাশে থাকবে। এক চুলও নড়বে না। কখনও না।

কিন্তু এই কথাটাই সে সারাজকে বলতে পারছে না। শব্দগুলো গলায় আটকে যাচ্ছে। অনেক কষ্ট করেও সেগুলো আওড়াতে পারছে না। পুতুল বিরক্ত হচ্ছে নিজের উপর। কেন পারছে না কথাগুলো বলতে? কীসের এত জড়তা তার? যেখানে সারাজ ভাই চাইছে, সেখানে সে কেন বলতে পারছে না?
পুতুলের অবস্থা ফোনের অপর পাশে থেকেও ঠিক আন্দাজ করতে পারছে সারাজ। তার ভারী নিশ্বাসের শব্দ যে কানে বারবার বারি খাচ্ছে। ঠোঁট ছড়িয়ে হাসল সারাজ। মেয়েটা অল্পতেই যা অস্থির হয়ে উঠে। এই মেয়েকে বাগে পেতে তাকে বেশ বেগ পোহাতে হবে।

কলটা যে কবেই কেটে গিয়েছে সেই খেয়ালই নেই পুতুলের। সে এখনও কথা বলার চেষ্টা চালাচ্ছে। তখন হঠাৎ মনে হলো, সব কেমন যেন নিস্তব্ধ। কোনো শব্দ নেই। ফোনটা কান থেকে সরিয়ে দেখল, কলটা কেটে রয়েছে। আষাঢ়ের মেঘ জমে পুতুলের চোখে মুখে। আজ যে অন্য এক সারাজকে পেয়েছিল সে। আরেকটু কথা বললে কী এমন ক্ষতি হতো?

এই সারাজকে তো সচরাচর দেখে না সে। সবসময় যাকে দেখে, সে তো রাগী, গম্ভীর, রগচটা সারাজ। তবে আজকে তার সারাজ ভাই ছিল অন্যরকম। বেশ একটা প্রেমিক প্রেমিক ভাব ছিল তার মাঝে। তখন চট করে একটা প্রশ্ন এল পুতুলের মাথায়, “আচ্ছা, সারাজ ভাইও আবার তার প্রেমে পড়ে যাননি তো?” নিজের করা প্রশ্নে নিজেই লজ্জায় মরিয়া হয়ে উঠল যেন। সত্যিই কি এমন কিছু? এইজন্যই সারাজ ভাই তার সাথে এভাবে কথা বলছিলেন? ইশ, লজ্জায় পুতুলের গাল নাক সঙ্গে সঙ্গেই লাল হয়ে উঠে।

‘আব্বু, আসব?’
বিছানায় চোখ বুজে শুয়ে ছিল সাদরাজ। ছেলের গলা পেয়ে উঠে বসে। গম্ভীর স্বরে জবাবে বলে,
‘আয়।’
সারাজ রুমে প্রবেশ করে। ঠিক বাবার পাশে গিয়ে বসে। সাদরাজের চোখ মুখ থমথমে। সারাজ জোরে নিশ্বাস ফেলে। এদিক ওদিক চেয়ে কী যেন ভাবে। সাদরাজ ঘাড় ঘুরিয়ে চেয়ে বলে,

‘কিছু বলবি?’
সারাজ বাবার চোখে চোখ রাখে। প্রশ্ন করে,
‘আমার উপর এখনও রেগে আছো?’
সাদরাজ মুখ ঘুরিয়ে নেয়। নাকের পাটা ফুলিয়ে বলে,
‘না।’

‘বললেই হলো। আমি তো বেশ বুঝতে পারছি, তুমি যে রেগে আছো।’
‘বুঝতেই যখন পারছো, তখন জিজ্ঞেস করছো কেন?’
সারাজ উত্তর দিল না। কয়েক পল নিরব থেকে বলল,

‘আব্বু, প্লিজ মেনে নাও না। তুমি এমন করলে আমাকে কে বুঝবে, বলো? সবসময় তো আমার সব কাজে পাশে থেকেছো। তবে আজ কেন এই বিরোধিতা? আমি তোমাকে প্রমিস করে বলছি, আমি রাজনীতিকে কখনও কোনো খারাপ কাজে ব্যবহার করব না। এইটুকু ভরসাও কি তোমার ছেলের উপর নেই, আব্বু?’
সাদরাজের কপালে ভাঁজ পড়ল। তীক্ষ্ণ চোখে চাইল সে। ক্ষিপ্ত সুরে বলল,

‘আবার সেই একই কথা। এই ভূত তোমার মাথা থেকে সহজে নামবে না দেখছি। শোনো, কালই তুমি আমার অফিসে জয়েন করবে। আর তুমি যদি আমার পুরো দায়িত্ব নিয়ে আমার অফিস একা সামলাতে পারো, তবেই আমি তোমাকে রাজনীতি করার অনুমতি দিব; তার আগে না।’

শেষটা সুন্দর সিজন ২ পর্ব ৯

খুশিতে ঝলমলিয়ে উঠে সারাজের চোখ মুখ। বাবাকে জড়িয়ে ধরে বলে,
‘ঠিক আছে, আব্বু। তুমি যা বলবে তাই হবে।’
সাদরাজও খুশি হয়। ভাবে, “তোমাকে আটকানোর সমস্ত কাজ আমি করে ফেলেছি, সারাজ। এখন তোমার মাথা থেকে এই রাজনীতির ভূত নামবেই। তুমি নিজেই বাধ্য হবে সেটাকে ঝেরে ফেলতে।”

শেষটা সুন্দর সিজন ২ পর্ব ১১