হৃদয়হরণী পর্ব ৩

হৃদয়হরণী পর্ব ৩
তানিশা সুলতানা

সাদি এক মনে ফোন দেখে যাচ্ছে। পাশে উসখুস করতে থাকা ছোঁয়াকে সে এখন পর্যন্ত খেয়াল করে নি। এদিকে ছোঁয়া অস্বস্তিতে ভুগছে। সাদির মুখোমুখি হবে না বলে শহর ছাড়ছে। তবুও মুখোমুখি হতে হলো?
বাই এনি চান্স তারা কি এক বাড়িতেই যাচ্ছে?

ছোঁয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। গায়ের ওড়নাটাও শত্রুতা করলো। ফট করে কাঁধ থেকে পড়ে গেলো। মাথা চুলকাচ্ছে পিঠ চুলকাচ্ছে মুখে চুল উঁড়ে এসে বিরবির করছে।
হাত অকেজো হলে যা হয় আর কি।
হাত দিয়ে ওড়নাটাও ওঠাতে পারছে না। পিঠের চুলকামি বেরেই চলেছে। নিজের ওপর বিরক্ত হয় ছোঁয়া। বিরবির করে নিজেকে কয়েকটা গালি দেয়।
কিন্তু গালিতে কি আর চুলকানি কমে?

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

ছোঁয়ার নরাচরা দেখে সাদি বুঝতে পারে তার পাশে কেউ আছে। সে ফোন থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির ভেতরকার লাইট জ্বালিয়ে দেয়। ছোঁয়া চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। সাদি অবাক হয়েছে বেশ। তবে প্রকাশ করলো না চোখ ফিরিয়ে নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে আবারও ফোন হাতে নেয়। তার চতুর মস্তিষ্ক এটুকু বুঝতে পেরেছে যে ছোঁয়া তার জন্য শহর ছেড়েছে।
ছোঁয়া পিটপিট করে চোখ খুলে দেখে সাদি আবারও ফোনে মগ্ন হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোঁয়া। বুকের ভেতর থেকে টিপটিপ শব্দ বেরিয়ে আসছে। ঢোক চিপতে গিয়ে মনে পড়ে তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে।

সে জোরে জোরে শ্বাস টানতে থাকে।
সিফাত ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে এক পলক তাকানোর চেষ্টা করে বলে
“আর ইউ ওকে বোনু?
” পানি খাবো। পিঠ চুলকাচ্ছে। মাথা চুলকাচ্ছে। অস্বস্তি হচ্ছে। ভালো লাগছে না। কখনো পৌঁছাবো?
ছোঁয়ার কন্ঠ অস্বস্তি এবং বিরক্তিতে ভরপুর।

সিফাত পানির বোতল নিয়ে সাদির কোলের মধ্যে ফেলে। ভ্রু কুচকে সাদি তাকায় সিফাতের দিকে।
“সিপি খুলে খাইয়ে দে একটু। হাত পুরেছে ওর।
সাদি বিরক্ত হয়। চোখ মুখ কুঁচকে ছোঁয়ার দিকে এগিয়ে বসে। ফোন রাখে পাশের সিটে।
ছোঁয়ার হাত পা মৃদু কাঁপতে থাকে। লোকটার গা থেকে কড়া পারফিউমের গন্ধ আসছে। না তাকিয়েও বুঝতে পারে লোকটা তার খুব কাছে।

গলা কাঁপছে ছোঁয়ার। ” পানি খাবো না” বলার সাহসটুকুও পাচ্ছে না। জীবনে প্রথমবার লোকটার ঘ্রাণ কাছ থেকে নিতে পারলো। এতোটা কাছাকাছি প্রথমবার আসলো। লোকটা তো ছোঁয়ার কাছে আকাশের চাঁদ। যাকে সারাজীবন দূর থেকেই দেখে গেছে। সামনে থেকে কখনো তাকানোর সাহস হয়ে ওঠে নি৷

হঠাৎ ছোঁয়া অনুভব করো তার পড়ে যাওয়া ওড়নাটা আস্তে আস্তে তার শরীর থেকে চলে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। হাত পায়ের কাঁপন বাড়তে থাকে। যখন তখন বেহুশ হয়ে যাবে ছোঁয়া।
সাদি ছোঁয়ার গলায় পেঁচিয়ে দেয় ওড়নাটা। একটুও টাচ করে নি ছোঁয়ার শরীরে। শুধুমাত্র দুই আগুল দিয়ে ঝুঁটি বাঁধা চুলগুলো তুলে চুলের নিচ দিয়ে ওড়না দিয়েছে৷ যাতে আবার না পড়ে যায়।

ছোঁয়া এবার আস্তে আস্তে চোখ খুলে। সাদি সিপি খুলে ছোঁয়ার মুখের সামনে ধরে।
ছোঁয়া মাথা উঁচু করে হা করে। সাদি একটু পানি ঢেলে দেয়। আশ্চর্য একদম ছোঁয়ার মুখের মাপে পানি ঢেলেছে। একটুও কম না বেশিও না।

তিন চার ঢোক খেয়ে ছোঁয়া আর হা করে না। এতে সাদি বুঝে যায় সে আর পানি খাবে না। তাই সিপি আটকে বোতল রেখে আবারও ফোন হাতে নেয়। সরে বসে না।
ছোঁয়া একদম দরজার সাথে লেগে বসে থাকে। তার কাঁপন এখনো কমে নি। স্বাভাবিক হতে পারছে না সে। নিজের ওপর নিজেই বিরক্ত হয় ছোঁয়া। আশ্চর্য এতো কাঁপা-কাঁপির কি আছে?
কে উনি?

ওনাকে দেখে কেনো কাঁপবো?
ছোঁয়ার চোখ দুটো ঘুরেফিরে পাশে তাকাতে চাচ্ছে। এতো কাছ থেকে লোকটা দেখতে কেমন হবে?
প্রশ্নটা মনের মধ্যে উঁকি দিয়ে ওঠে। বেসামাল মনটাকে শান্ত করতে ব্যস্ত ছোঁয়া। এই লোকটা মরিচীকা। তার প্রতি মায়া বাড়ালে দুঃখ অপমান আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যাবে না।

চোখ বন্ধ করতেই থাপ্পড়ের কথা মনে পড়ে ছোঁয়ার। চোখ মুখ শক্ত করতে গিয়ে পারে না। কারণ ছোঁয়ার চোখ পড়ে সাদির হাতের দিকে। লোমে আবৃত শক্তপোক্ত পুরুষালি ফর্সা হাত। হাতের নখগুলো ধবধবে সাদা।
লোকটার হাতে এতো ঘন লোম। নিশ্চয় বুকের এরকম আকর্ষণীয় লোম আছে।
নিজের ভাবনাতে নিজেই লজ্জা পায় ছোঁয়া। গাল গুলো লালা হয়ে ওঠে। বুকটা অস্বাভাবিক ভাবে কাঁপছে।
হাত দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে হাতে ব্যাথা পায়। দাঁতে দাঁত চেপে সহ্য করতে গিয়েও পারে না। আহহ শব্দ করে ওঠে।

সাদি পাশে তাকায়।
ছোঁয়ার কান্ডে বিরক্ত হয়ে তার মুখ থেকে এতোখনে একটা বুলি বের হয়
“ইডিয়েট
মধুপুর পৌঁছাতে পৌঁছাতে রাত ১১ টা বেজে যায়। জার্নিতে ছোঁয়ার ঘুম পায়। কিন্তু আশ্চর্য আজকে ঘুম পায় নি। পাবে কি করে? পাশেই যে ঘুম উড়ানোর মেশিন বসে আছে।
গাড়ি থামতেই সাদি নিজের ব্যাগ হাতে নেমে যায়।
এবং বাড়িতে ঢুকে যায়।

খাওয়া শেষে বাড়ির সবাই টিভি দেখতে বসেছে। এটা প্রতিদিনকার স্বভাব। খাওয়া শেষে সবাই এক সাথে একটুখানি আড্ডা দিবে টিভি দেখবে তারপর ঘুমাতে যাবে।
সাদি সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সবার চোখ পড়ে সাদির দিকে। সাবিনা খুশিতে কেঁদে ফেলে। দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে

“আব্বা হঠাৎ চলে আসলি যে?
সাদি মায়ের চোখের পানি মুছিয়ে দেয়।
মমতা বেগম হাত পান খাওয়া লাল দাঁত গুলো বের করে একটু হেসে বলে
“দাদাভাই কাছে আয়। কতোদিন দেহি না তোরে।
তিনি ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। নাহলে নিজেই যেতো।
তুষার চৌধুরী ছেলের দিকে তাকিয়েই আছে। কথা বের হচ্ছে না মুখ থেকে। ছেলেটা বাড়ি থেকে যাওয়ার পরে একটা কল পর্যন্ত করে নি৷ কারো ফোন তোলে নি।

পরি এক দৌড়ে সাদির কাছে যায়। সাদি কোলে তুলে নেয় পরিকে এবং নিজের রুমে চলে যায়।
সকলেই হতাশ হয়।
সিমি সকলের থমথমে মুখ দেখে বলে ওঠে
” আমি ভাবছি ভাইয়াকে বিয়ে করিয়ে দাও। দুষ্টু মিষ্টি একটা বউ চলে আসলে সে ঠিক বদলে যাবে৷
সিমির কথায় হেসে ওঠে তুষার।

“এই না হলো আমার মা। একদম ঠিক বলেছিস। কাল থেকেই মেয়ে দেখা শুরু করে দিবো।
তখনই এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া। দৌড়ে এসে সাবিনাকে জাপ্টে ধরে
” বড় মা আমি চলে এসেছি।
সাবিনা ছোঁয়াকে ছাড়িয়ে ছোঁয়ার হাতে দুটো টেনে দেখতে থাকে।
আহারে সুন্দর নরম তুলতুলে হাতটার কি অবস্থা।

সিমি বোনের কাছে আসে। মুহুর্তেই বাড়ির পরিবেশ হাসিখুশি হয়ে যায়। ছোঁয়া মানেই অন্য রকম প্রশান্তি। সে তার কথায় সবাইকে হাসিয়ে ছেড়েছে। এটাই তার স্বভাব।
সকলের সাথে গল্প করার পরে ছোঁয়া চলে যায় নিজের রুমের দিকে।
তার একটা রুম বরাদ্দ করা আছে। সেই রুমেই চলে যায় সে।

হৃদয়হরণী পর্ব ২

রুমে ঢুকে পা দিয়ে দরজা বন্ধ করে পেছন ফিরতেই ছোঁয়া চিৎকার করে ওঠে।
কারণ সাদি টাওয়াল পড়ে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র।
শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। গাড়িতেই ভাবছিলো বুকের লোমের কথা। আর এখনই তা দেখে ফেললো।
ছোঁয়া চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে আছে৷ রুম থেকে বের হওয়ার কথা ভুলে গেছে সে।

হৃদয়হরণী পর্ব ৪