এই অবেলায় তুমি পর্ব ১১

এই অবেলায় তুমি পর্ব ১১
Sabihatul Sabha

ইরিনঃ এই নূর আর কতক্ষন?
নূরঃ আর পাঁচ মিনিট দুস্ত আসতেছি।
ইরিনঃ তুই সব সময় দেরি করছ।তোর সাজগোজ করতে এতক্ষন লাগে!!
নূরঃ বকবক না করে সামনে তাকা। রাস্তায় না দাঁড়িয়ে বাসায় গেলেই তো পারতি। আচ্ছা চল রিক্সা দেখ।
ইরিনঃদুস্ত সামনে দেখ!! ওওহহ আল্লাহ এতো কিউট পুলা। হোয়াইট কালারের শার্ট, কালো প্যান্ট, দামি ঘড়ি। কতো হ্যান্ডসাম,স্টাইলিশ যেমন বডি তেমন লম্বা আর গায়ের রং তো মাশাল্লাহ সব মিলিয়ে ইয়ায়য়য়য়য়য়য়য়য় বড় ক্রাশ খাইছি দুস্ত!!….

নূরঃ আর কাউকেই পাস নাই তুই এই সাদা হনুমানের উপরেও ক্রাশ খাইলি।
ইরিনঃ ভুল কি বলছি। তুই একবার ভালো করে দেখ। কত সুন্দর ছেলে।ক্রাশ খাওয়ার মতই।
নূরঃ ওই লুচ্চি দিনে কয়টার উপর ক্রাশ খাস তুই।দিনে বারো ঘন্টায় চব্বিশটা ক্রাশ খাস।
ইরিনঃ থুর থাম তুই, সব গুলার থেকে এটা বেশি সুন্দর।
নূর বিরক্ত হয়ে বললো,”হয়েছে হয়েছে ক্রাশ খাইস পড়ে। আগে রিক্সা দেখ। কলেজ যাওয়া দরকার। (লাস্টে কিনা রুদ্র ভাইয়ার উপরে ও ক্রাশ খাইলো এই মাইয়া)

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

আজ এখনো মাহি আসেনি। আদিবা অনেকক্ষন মাহির জন্য দাঁড়িয়ে থেকে ভার্সিটির গেইটে ঢুকলো। মোবাইল ও নেই যে ফোন দিয়ে জিজ্ঞেস করবে কোথায় আছে।মামি যে মোবাইল নিয়ে গেছে অনেক বার মোবাইলটার কথা জিজ্ঞেস করতে গিয়েও ফিরে এসেছে। যদি রেগে আবার মারে।মোবািলটা মাহি ওকে ওর বার্থডের দিন গিফট করে ছিলো।এই একটা মেয়ে যাকে দেখলে ওর বাঁচতে ইচ্ছে হয়। যে ওকে বাঁচার ইচ্ছে জোগায়। হঠাৎ ওর সামনে চার-পাঁচটা সিনিয়র ভাইয়া এসে ধারালো।

একটা ছেলে আদিবার চারপাশ ঘুরে ধারালো।
আদিবা ভয়ে ভয়ে সালাম দিলো…
আদিবাঃ কিছু বলবেন ভাইয়া!!?
একটা ছেলে বলে উঠলো, ” আহা আপু,ওহহ না সুন্দরী আপু। তুমি বেশি ভয় পেয়ো না।তোমাকে বেশি কষ্ট দেবো না।ওই যে দেখছো কালো শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে একটা কিস করবে।

আদিবাঃ প্লিজ ভাইয়া।আমি ওইরকম মেয়ে না। আমাকে ক্লাসে যেতে দিন প্লিজ। আমি এটা করতে পারবো না ভাইয়া।
আরেকটা ছেলে বলে উঠলো, ” আরে আরে সোনামণি তুমি কান্না করছো কেনো? তোমাকে কি কেউ বকেছে নাকি মেরেছে?তুমি তোমার কাজ কমপ্লিট করো আর ক্লাসে চলে যাও।
আদিবাঃ এটা আমি করতে পারবো না।
~সিনিয়রদের মুখের উপর কথা বলছো।ভয় করছে না। আমাদের কথা না শুনলে একদিন ও এই ভার্সিটিতে টিকতে পারবে না।

আদিবা এইবার ভীষণ ভয় পেয়ে গেলো, সত্যি যদি ওরা কিছু করে তাই মিনমিনিয়ে বললো, “যাচ্ছি ভাইয়া”
ছেলেটা উল্টো দিকে ফিরে আছে তাই মুখ দেখা যাচ্ছে না। আদিবা ভাবলো মুখ দেখে কি করবো কিস করে উল্টো দিকে দিবো দৌড়। এক দৌড়ে ক্লাসে চলে যাবো।

তারপর আবারো পিছন ফিরে ছেলেগুলোর দিকে তাকালো ওরা এই দিকেই তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে।
আদিবা ছেলেটার পিছনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একপা এগিয়ে গালে কিস করে দিলো।ভয়ে বুক ধুকপুক করছে।এই প্রথম কোনো ছেলেকে কিস করেছে দৌড় দিবে তো দূরের কথা, মনে হচ্ছে হাত পা অচল হয়ে গেছে। এখন যে তার দৌড়ে পালানোর দরকার সেটাই ভুলে গেছে।
হঠাৎ ছেলেটা ওর দিকে চোখ বড় বড় করে তাকালো।ছেলেটার মুখ দেখে আদিবা ভয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে যেতে নিলে ছেলেটা দু’হাতে আগলে নেয় ওর দুর্বল শরীর টাকে।

নূর আর ইরিন ক্লাসে বসে আছে। হঠাৎ নূরের মাথায় আসলো আজ ও আর ক্লাস করবে না। আজকে সিনেমা দেখতে যাবে।
নূরঃ এই ইরিন আজ আর ক্লাস করবো না চল!!..
ইরিনঃ মাথা ঠিক আছে তোর। ক্লাস করবি না। তাহলে কেনো আসছোস? আর এখন কই যাবি?
নূরঃ সিনেমা দেখতে যাবো..

ইরিনঃ বেশি কথা না বলে চুপচাপ বসে থাক। কিসের সিনেমা!! আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে।
নূরঃ আচ্ছা তুই আমাকে একটা কথা বল এতো ক্লাস ক্লাস কেনো করিস?এতো পড়াশোনা করে কি লাভ হবে! একদিন তো মরেই যাবি…
ইরিনঃ কই থেকে এই কথাগুলা পাস তুই?
নূরঃ বেশি কথা না বলে চল।
“হেই গার্লস, তোমরা ফাস্ট ইয়ারের না??

নূর আর ইরিন থমকে দাঁড়ালো।পিছন ফিরে দেখলো ফায়াজ বুকে হাত গুঁজে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।
নূরঃ জ্বি স্যার,আমরা ফাস্ট ইয়ারের।আসসালামু আলাইকুম স্যার।কেমন আছেন স্যার?আপনার শরীর মন দুইটাই ভালো আছে তো স্যার?

ফায়াজ ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে নূরের দিকে হয়তো মনে মনে ভাবছে, এ আবার কোন ধরনের কুশল বিনিময়!!
ইরিন নূরকে ফিসফিস করে বলে,”ইসস স্যারের মতো যদি আমার একটা বর থাকতো!কতো সুন্দর হতো।
নূরের রাগে গা জ্বলে যাচ্ছে। এই মেয়ে যাকে দেখে তার উপরেই ক্রাশ খায়।আর এখন কি না যাকে জিজু বানানোর প্লেন করে রেখেছে তার উপরেও নজর দিলো। কিন্তু এই কি সেই ফায়াজ? ওফ্ফ এখনো আপুকে পিকটা দেখানো হয়নি বলে মন খারাপ করলো তারপর কিছুটা রেগেই উচ্চ সুরেই বলে উঠলো, “এই লুচ্চি মাইয়া একদম আমার জিজুর দিকে নজর দিবি না। বলে নিজেই ভেবাচেকা খেয়ে গেলো ইইস এটা কি বলে ফেললো তাও স্যারের সামনে।”

ইরিন হা করে একবার নূরের দিকে আরেক বার ফায়াজের দিকে তাকাচ্ছে।
ফায়াজ চোখ ছোটো ছোটো করে বললো,”ওয়ালাইকুম আসসালাম,এখন তো ক্লাস টাইম কোথায় যাচ্ছো তোমরা?
ইরিনঃজ্বি স্যার,বলতেই নূর ওকে হালকা করে চিমটি কাটলো।
ইরিন আবার বলে উঠলো, ” জ্বি স্যার আমরা তো ক্লাসেই যাচ্ছি। বলে ক্লাসের ভেতর চলে গেলো।”

শুভ ভাই বাইকের উপর বসে আছে। খুব রেগে আছেন উনি।শুভ ভাই হলেন এই কলেজের ভি.পি আর এক কথায় এই এলাকার মাস্তান, মাফিয়া গেং এর লিডারের সাথে উনার উঠা বসা।উনাকে ভয়ে সবাই শুভ ভাই বলে ডাকে।উনাকে চিনে না এমন কেউ নেই। কিন্তু আজ উনি নিজেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে একটা সাধারণ মেয়ের জন্য। মেয়েটার কতো বড় কলিজা যে কি না তার আদরের ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছে।সেই হাত আজ ওর ভেঙে দিবে!।

শুভ ভাই এদিক ওদিকে তাকাচ্ছেন। হঠাৎ উনার চোখ আটকে গেলো একটা মেয়ের উপর, “মেয়েটি অসম্ভব কিউট আর সুন্দরী দেখতে।ফর্সা গায়ের রং, হাইট 5,5,চুলগুলো কোমরের নিচ পর্যন্ত, পরনে লং গ্রাউন ড্রেস গলায় স্কার্ফ।”
তখনি পাশ থেকে একটা ছেলে বলে উঠলো, ” বস ওই তো এই মেয়েটা!!”
ছেলেটার ডাকে হুঁশ ফিরে শুভ ভাইয়ের। উনি বলে উঠে, “কোন মেয়েটা?”
~বস কালো জামা পরা মাইয়াডা।
শুভ ভাই অবাক হয়ে বলে আবার ভালো করে দেখে বল!?
~হ ভাই এইডা ওই।

শুভ ভাই গিয়ে নূরের সামনে দাঁড়ালো।
নূর ভ্রু কুঁচকে বলে উঠলো, ” কি হলো রাস্তা আটকে দাড়িয়েছেন কেনো?”
শুভ ভাই নূরকে ঘুরে ঘুরে দেখা শুরু করলো।
নূরঃ কি ভাই! আমাকে কি দেখতে চিড়িয়াখানার কোনো প্রাণির মতো লাগছে যে ঘুরে ঘুরে দেখছেন?
শুভ ভাই নূরের সামনে দাঁড়ালো তারপর বললো,” দেখতে তো নিস্পাপ বাচ্চা মেয়ে মনে হয়। কিন্তু তেজ দেকলে তো বাব্বাহ্!! আমি শুভ ভাই, এই এলাকার মানুষের হার্টবিট কাঁপানো শুভ ভাই, ভয় পেয়ে গেলাম কথার কি তেজ!!
নূরঃ ফাজলামো করেন। সামনে থেকে সরে দাঁড়ান!!…

শুভঃ তুমি জানো আমি কে???
নূরঃ আপনি কে সেটা যেনে আমার লাভ কি?
শুভঃ সব কিছুতে লাভ লস হিসেব করতে নেই বোকা মেয়ে। এবার মেইন কথায় আসি…তুমি আমার ভাইকে কেনো মেরেছো?
নূরঃ ওওহ আচ্ছা! তাহলে ওই বেয়াদব ছেলেটা আপনার ভাই।
শুভঃ ঠিক করে কথা বলো।তুমি যানো তুমি কার সাথে কথা বলছো? কার ভাইয়ের গায়ে হাত তুলেছো?আমি চাইলে এক্ষনি তোমাকে এই কলেজ থেকে বের করে দিতে পারি!!

নূরঃ কলেজটা কি আপনার বাবার দেওয়া সম্পত্তি। আর বারবার বলছেন আপনি কে? আপনি কে? আপনি কে সেটা আমার জানার দরকার নেই। আমার সামনে আপনি একজন সাধারণ মানুষ বাঁধে আর কিছুই না। এর বাহিরে আপনার আরো হাজারটা পরিচয় থাকতে পারে। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আপনার ভাই অন্যায় করেছে তাই মেরেছি!!
শুভঃ আমার ভাইয়ের অন্যায়টা কি? আর আমার ভাই অন্যায় করলে আমার কাছে বলতে। তুমি নিজে মেরে কাজটা একদম ঠিক করোনি।

নূরঃ বিষয়টা যখন একটা মেয়ের সম্মানের তখন কি আপনি হিরোদের মতো আসবেন সেই আশায় প্রতিবাদ না করে বসে থাকবো আপনার জন্য। আপনাদের পাওয়া যায় যত সব ফালতু কাজের সময়। ভালো কাজের সময়,আপনাদের খুঁজেও পাওয়া যায় না।আপনার ভাইকে জিজ্ঞেস করবেন কেনো আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছি।? আর সাবধান করে দিবেন, দ্বিতীয় বার যদি কোনো মেয়েকে এমন করতে দেখি আবার হাত তুলতে আমি দ্বিতীয় বার ভাববো না!!।বলেই শুভ ভাইকে পাশ কাটিয়ে ইরিনকে নিয়ে চলে গেলো নূর।

পাশ থেকে একটা ছেলে রাগে গজ গজ করে বলে উঠলো, ” দেখেছেন ভাই কি তেজ মেয়েটার।”
শুভ ভাই বলে উঠলো, ” মেয়েটি কেরে খুজ লাগা।বাসা কই? থাকে কোথায়? কলেজে এতো সুন্দর, সাহসী মেয়ে আছে আর আমি জানিনা।”
~ভাই ভুলেও এই মেয়ের দিকে নজর দিয়েন না। ওই দিন ছোট ভাইয়েরে যেই মাইর দিছে যদি দেখতেন।এই মেয়ে খুবই ডেঞ্জারাস!!
শুভঃ এই প্রথম কোনো মেয়েকে এতো ভালো লাগলো সে যতই ডেঞ্জারাস হোক না কেনো। আমি তো তাকে আমার করেই ছারবো।

~বস এই মেয়ে আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছে।!!
শুভঃ এই মেয়ে বলতে যেনো দ্বিতীয় বার না শুনি”ভাবি” বলবি।
~ওকে বস শুধু ভাবি না! ডেঞ্জারাস ভাবি…
শুভঃ হুম তোদের ডেঞ্জারাস শুভ ভাইয়ের ডেঞ্জারাস বউ।এবার ডিটেইলস বের কর গিয়ে যা…
(শুভ ভাই দেখতে গায়ের রং কালো হলেও হাসিটা মারাত্মক সুন্দর। উনার একটা ভালো দিক হলো উনি মেয়েদের প্রতি আসক্ত না। মেয়েদের দিকে খারাপ নজরে কখনো তাকান না। তার এই ভালো দিকের জন্য অনেক মেয়েই উনাকে খুব পছন্দ করতো।কিন্তু কেউ ভয়ে বলার সাহস পায়নি।)
নূর ইরিনের হাত দরে গেইট থেকে বের হয়ে বললো,” কি রে এবার ও বল এই পুলার উপর তোর ক্রাশ নামের বাঁশ খাইছস।”

ইরিনঃ সত্যি কইতে দুস্ত হাসিটা মারাত্মক সুন্দর। ক্রাশের উপরে কিছু থাকলে সেটাই খাইছি।
নূর ইরিনের কথা শুনে কপাল চাপরে বললো” তুই আর ভালা হবি না।তোর ভবিষ্যৎ জামার কথা ভেবে আমার খুব মায়া হচ্ছে। আহারে বেচারার কপালে যে কি আছে!!

রুদ্র নার্সের সাথে কথা বলে কেবিনে ডোকে। তখনি চোখে পরে ফায়াজ পায়ের উপর পা তুলে ওর চেয়ারে বসে আছে।
ফায়াজ কে এভাবে বসে থাকতে দেখে রুদ্র হেসে বলে উঠলো, “কি রে তুই কখন আসলি?”
ফায়াজঃ একটু আগে আসলাম।
রুদ্রঃ ভালো করেছিস! আম্মু তোর কথা বলতেছিলো চল আমার সাথে। আজ আমাদের বাসায় যাবি!
ফায়াজঃ আজ না…অন্য দিন যাবো।
রুদ্রঃ আজ কিন্তু আমি কোনো কথা শুনছি না। আজ আমার সাথে যেতেই হবে।

ফায়াজ কে নিয়ে রুদ্র ওদের বাসায় এসেছে অনেকক্ষন হলো।রুদ্রের বাসার সবাই ফায়াজ কে নিয়ে ভেস্ত হয়ে পরলো। ফায়াজের মনে হচ্ছে সে নতুন জামাই প্রথম শশুর বাড়িতে এসেছে আর সবাই তাকে নিয়ে ভেস্ত হয়ে পরেছে।
রুদ্র এসে বললো,” তোমাদের যা আদর যত্ন করা বাকি আছে পরে করো। আমি এখন ফায়াজকে নিয়ে উপরে গেলাম।
রিদয় মাঝারে! রেখেছি তোমারে!

তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে…
এই দুটি চোখে! আমার স্বপ্ন জমেছে।
অশান্ত এ মন ছুটে যায় তরি কাছে
আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা
তুমি ছাড়া এ জীবনটা আমার বড় একেলা
তোমায় পেলে এ জীবনে আর তো কিছু চাই না
সারা জীবন থাকবো পাশে তোমায় ছেড়ে যাবো না
ম্যাঁ হু তেরা মাহি তো মেরি আশিকি
সব কুছ ওদ য়া কারলিয়া
তুমছে পেয়ার কারে গী….

ফায়াজ এবার ফিক করে হেসে দিলো। আর মাহি চমকে পিছন ফিরে তাকালো।
ফায়াজঃ এতো বড় মেয়ে বেডের উপর এভাবে লাফাচ্ছ কেনো?আর তোমার এই গান শুনে নিশ্চয়ই রুমের দেওয়াল গুলোও বলছে। ছেড়ে দে বইন কেঁদে বাঁচি তাও তোর মুখ বন্ধ কর বলে ফায়াজ আবার শব্দ করে হাসা শুরু করলো।

এই অবেলায় তুমি পর্ব ১০

সামনের দেওয়াল টপকে বাড়ি থেকে বের হলো নূর।আল্লাহ প্লিজ এবারের মতো বাচায় দাও আর কোনো দিন ও বাসা থেকে চুড়ি করে বের হবো না।
আশেপাশে ভালো করে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। হঠাৎ পেছন থেকে একটা পুরুষালি কন্ঠ বেসে আসলো।”চুড়ি করে কোথায় যাচ্ছো?”

এই অবেলায় তুমি পর্ব ১২