তুমি হৃদয়ে লুকানো প্রেম পর্ব ৮

তুমি হৃদয়ে লুকানো প্রেম পর্ব ৮
তাহিরাহ্ ইরাজ

তমসায় আবৃত ধরিত্রী। কক্ষ জুড়ে পায়চারি করছে দুয়া। অস্থিরতা ছড়িয়ে রন্ধ্রে রন্ধ্রে। সে ভাবতেই পারছে না চোখে দেখা দৃশ্য ভুল কি করে হতে পারে? সে স্পষ্ট দেখেছে তূর্ণ ভাইয়া এবং এক কিশোরী কন্যা একসাথে! দু’জনের হাতে হাত। কাছাকাছি দাঁড়িয়ে।

” উফ্! এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তূর্ণ ভাইয়া কি করে এক পিচ্চি মেয়ের সাথে? উঁহু। উঁহু। নিশ্চয়ই আমার বুঝতে ভুল হচ্ছে। তূর্ণ ভাইয়া মানুষটা হয়তো ত্যা ড়া তবে চরিত্রহীন নয়। তার চরিত্র যে একদম ঝকঝকে তকতকে তা এলাকার সব্বাই খুব ভালো করেই জানে। আ আমিও জানি। তাহলে ওখানে হচ্ছিলো টা কি? তূর্ণ ভাইয়াকে জিজ্ঞেস করবো? ”

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

বিছানায় বসলো দুয়া। নিজের কথায় নিজেই আপত্তি জানালো।
” নো ওয়ে। তূর্ণ ভাইয়া যে ত্যা ড়া লোক! সোজাসাপ্টা উত্তর কোনোকালেই দেবে না। উল্টো তিলকে তাল বানিয়ে ফেলবে। তাহলে এখন উপায় কি? ”
ভাবনায় পড়ে গেল মেয়েটা। ভেবে চলেছে। ভেবে চলেছে। প্রশ্নের উত্তর না পেলে তার যে অস্থিরতা কমবে না। উল্টো রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই যে করেই হোক প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে।

” ইয়েস! পেয়ে গেছি। এত সহজ উপায় আমার মাথায় আগে এলো না কেন? আমি বোধহয় দিন দিন গাধা হয়ে যাচ্ছি। ওপস্! গাধা নয়। গাধি। ওটা তো মেল ভার্সন! ”
একাকী মৃদু হেসে উঠলো মেয়েটা। তখনই বাহির হতে শোনা গেল মায়ের কণ্ঠ।
” দুয়া! ডিনার করতে আসো। ”
” আসছি। ”
সামান্য উঁচু কণ্ঠে মা’কে জানালো মেয়েটা। সমস্ত অস্থিরতা একপাশ করে নিজেকে সামলিয়ে নিলো। অতঃপর ফ্যান অফ করে পা বাড়ালো ডাইনিং রুমের দিকে।

অন্ধকারাচ্ছন্ন কক্ষ। বিছানায় শুয়ে এক মধ্যবয়স্ক নারী। চক্ষু বন্ধ করে বিশ্রাম নিচ্ছে। জানালার পর্দা সামান্য সরিয়ে রাখা। চন্দ্রের মৃদু আলো জানালা গলিয়ে কক্ষে প্রবেশ করছে। হঠাৎ ভেজানো দরজা উন্মুক্ত হলো। দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো এক মানব। বাঁ হাতে জ্বালিয়ে দিলো কক্ষের আলো। মুহুর্তের মধ্যেই আলোকিত হলো চারিদিক। চোখের ওপর আলো পড়ায় কিঞ্চিৎ বিরক্ত হলো শুয়ে থাকা নারী। চোখমুখ কুঁচকে ফেললো। বিন্দুমাত্র বিলম্ব না করে তার দিকে ছুটে গেল সুদর্শন মানবটি। বসলো শিয়রে। মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে কণ্ঠে ডেকে উঠলো,

” মা! তোমার এখন কি অবস্থা? খারাপ লাগছে? ”
মুচকি হাসলেন নারীটি। আস্তে করে চোখ মেলে তাকালেন। ছেলেকে দেখে তৃপ্ত হলো ওনার হৃদয়। ক্ষীণ স্বরে বললেন,
” আমি ঠিক আছি বাবা। অস্থির হোস না। ”
” তুমি অসুস্থ হয়ে পড়েছিলে মা। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ অবধি করোনি! তুমি জানো তানুর মুখে তোমার অসুস্থতার কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল? আমার শ্বাসরোধ হয়ে আসছিল। ”
নারীটি আশ্বস্ত করতে বললো,

” এখন সব ঠিক আছে। ”
ছেলেটা কপট রাগ দেখিয়ে বললো,
” তুমি সবসময় নিজের অবহেলা করো কেন? তুমি জানো না তুমি ছাড়া আমাদের দুই ভাইবোনের আপন কেউ নেই? ত্ তোমার কিছু হলে আ আমাদের কি হবে?”
শেষোক্ত কথাটা বলতে গিয়ে কণ্ঠ কিঞ্চিৎ কম্পিত হলো। ছেলের মানসিক অবস্থা বুঝতে পেরে নারীটি ছেলের বাম গালে হাত রাখলো।

” আল্লাহ্ আছে তো। কিছু হবে না। এখন অনেক হয়েছে। আর মন খারাপ করতে হবে না। অফিস থেকে ক্লান্ত শরীরে ফিরেছিস। যা রুমে যা। ফ্রেশ হয়ে নে। তানুটাও না? আস্ত বোকা। ছেলেটা ফিরতে না ফিরতেই ঘাবড়ে দিলো। ”
মায়ের ললাটে চুমু এঁকে ছেলেটা বললো,
” তানু ভুল কিছু করেনি। একদম ঠিক কাজ ই করেছে। নইলে আমি তো জানতেই পারতাম না তুমি আজ অসুস্থ হয়ে পড়েছিলে। ”

” তোকে কি এমনি এমনি জানাতে নিষেধ করেছি? জানতে পারলে তো কাজকর্ম ফেলে দিয়ে ছুটে আসতি। ওটা কি ঠিক হতো? ”
” নিশ্চয়ই ঠিক হতো। আমার কাছে সবার আগে আমার জন্মদাত্রী মা। তারপর জাগতিক সবকিছু। ”
তৃপ্তিময় হাসলেন নারীটি।
” তাই? আচ্ছা ঠিক আছে বাবা। এখন যা তো। রুমে যা। ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে খাবার দিচ্ছি। ”
তৎক্ষণাৎ আপত্তি জানালো ছেলেটা।

” একদম নয়। তুমি এখন চুপচাপ রেস্ট নেবে। আমি তোমার খাবার নিয়ে আসছি। মা ছেলে একসাথে খাবো। ”
” বা রে! আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? ”
দরজায় তাকালো দু’জনে। তানুকে দেখে মুচকি হাসলো তারা। ছেলেটা বললো,
” হাঁ। তোকে তো বুড়িগঙ্গার তীরে কুড়িয়ে পেয়েছিলাম। ভুলে গেছিস? ”
” ভাইয়া! ”
মেয়েটার মলিন বদন দেখে হেসে উঠলো তারা দু’জনে। ছেলেটা আর দুষ্টুমি না করে ডান হাত বাড়িয়ে দিলো। কাছে আহ্বান করতেই ছুটে এলো তানু। আছড়ে পড়লো ভাইয়ের বুকে। তা দেখে সন্তুষ্ট চিত্তে হাসলেন নারীটি।

অপরাহ্ণের শেষ প্রহর। শুভ্র রঙা সমতল দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে দুই বোন। দুয়া’র হাতে বাদামের ছোট্ট ঠোঙা। তা থেকে বাদাম নিয়ে খোসা ছাড়াতে ব্যস্ত তৃষা। মুখে তিনটি বাদাম ঢুকিয়ে শুধালো,
” আর কতক্ষণ দাঁড়াই থাকবো? পায়ের তলা তো ক্ষয় হয়ে যাচ্ছে। ”
দুয়া ভ্রু কুঁচকে বললো,

” মাত্র পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছিস। এতেই পায়ের তলা ক্ষয় হয়ে যাচ্ছে? ”
” ইয়াহ বেবি। আমার আবার পেডিকিউর মেনিকিউর করা কোমল কোমল ফর্সা পা। দু মিনিট দাঁড়ালেই ‘ক্ষ’ তে ক্ষয় হতে শুরু করে। ”
ফিক করে হেসে উঠলো দুয়া। তৃষা এবার সামান্য সিরিয়াস হলো। শুধালো,
” কাজটা কি ঠিক হচ্ছে দুয়া? আই মিন ভাইয়া জানলে? আমরা কিন্তু শুধু শুধু জাসুসি করছি। ”
বাদাম মুখে পুরে দুয়া জবাব দিলো,

” শুধু শুধু কোথায়? আমার মনে প্রশ্ন জেগেছে। তার সমাধান দরকার। আমি আবার অহেতুক সন্দেহ করার লোক নই। জানিস ই তো। ”
” হ তুমি তো লেডি শার্লু থুক্কু শার্লক হোমস। সামান্য খটকা লাগলেই আমারে ওয়াটসন বানাইয়া মাঠে নাইমা পড়ো। ”
” তো কি করবো বল? তুই তো আমার ওয়ান অ্যান্ড অনলি চিরসাথি। ”
” আসতাগফিরুল্লাহ্! শেষমেষ চিরসাথি! ওই মাইয়া তোরে আবার স** ভূতে ধরে নাই তো? ”
এমন বি শ্রী কথা শুনে নাকমুখ কুঁচকে ফেলল দুয়া। বাজে একটা গা লি দিতে গিয়েও দিলো না। কেননা ওদের আকাঙ্ক্ষিত মানুষ চলে এসেছে।

” ওই যে এসে পড়েছে। ”
দুয়ার ইশারা মোতাবেক বাম পাশে তাকালো তৃষা। দেখলো রিয়া আসছে। ষোড়শী কিশোরী কন্যা রিয়া। দেখতে মাশাআল্লাহ্! নজরকাড়া! তাই বলে আদ্রিয়ান আয়মান তূর্ণ! নো নো নো। ঘাড় থেকে ভূত ছাড়ালো দুয়া। দু’জনে হাসি হাসি মুখ করে এগিয়ে গেল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোচিং থেকে ফিরছিল রিয়া। হঠাৎ সম্মুখে দুই পড়শীকে দেখে ঈষৎ চমকালো!

” আ আসসালামু আলাইকুম আপু। তোমরা? ”
” ওয়া আলাইকুমুস সালাম। ইয়েস বেবি আমরা। কেমন আছিস বল? এক সপ্তাহ বাদে দেখা! ”
তৃষার কথা শুনে মেয়েটা মৃদু হাসলো।
” আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তোমরা ভালো আছো? ”
দুয়া মিষ্টি হাসি উপহার দিয়ে বললো,

” হাঁ আমরাও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। কোচিং থেকে ফিরলে বুঝি? ”
” হাঁ। ”
” পড়াশোনা কেমন চলছে বল? ”
তৃষার প্রশ্ন শুনে দুয়া মনে মনে হাসলো। কার মুখে কেমনতর প্রশ্ন! ভাবা যায়?
” ভালো চলছে। ”
দুয়া এবার আর ইতিউতি না করে সোজাসুজি বললো,
” রিয়া তোর সাথে আমাদের একটু দরকারি কথা ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। চল কোথাও গিয়ে একটু বসি। ”

কথাটা শুনে রিয়া একটু অপ্রস্তুত হলো। তবে প্রতিবেশী বড় আপুদের কথা অমান্য করলো না। ওদের সঙ্গে চললো। মিনিট পাঁচেক দূরত্বে ছোটোখাটো একটা পার্ক। মূলত জগিং এরিয়া হিসেবে পরিচিত এই পার্কটি। বিকেলবেলা কেউ কেউ সময় কাটাতে আসে। এখন অবশ্য লোকসমাগম সামান্য। ওরা ফাঁকা দেখে একটি বেঞ্চে বসলো। রিয়া ওদের দিকে জিজ্ঞাসু নয়নে তাকিয়ে। দুয়া গলা খাঁকারি দিয়ে প্রশ্ন করলো,

” গতকাল দুপুরে কি হয়েছিল রিয়া? ”
প্রশ্নটা শুনেই মেয়েটার মুখখানি কেমন ফ্যাকাশে হয়ে গেল। যা ওদের দুজনের চক্ষু এড়ালো না।
” কি ব্যাপার রে? কাল দুপুরের কথা শুনে তোর মুখখানি কাগজের মতো ফর্সা হয়ে গেল কেন? এনি প্রবলেম? ”
তৃষা প্রশ্ন করতেই দুয়া এবার নরম কণ্ঠে বললো,
” রিয়া কি হয়েছে আপু? কোনো সমস্যা হলে আমাদের বল। তৃষা, আমি আছি তো। ঠিক সমাধান করে দেবো।বল। ”
রিয়া কাঁপা কাঁপা গলায় বললো,

” আ আসলে.. ”
” হুঁ? বল। ” দুয়া জিজ্ঞাসু নয়নে তাকিয়ে।
” কাল দুপুরে.. ”
কিশোরী মেয়েটি ভীত হয়ে পড়ছে। কেমন ঘেমে যাচ্ছে। দুয়া আরো মোলায়েম স্বরে ওর হাতের ওপর হাত রেখে বললো,
” দুপুরে তূর্ণ ভাইয়া তোর সাথে কি করছিল রিয়া? নির্দ্বিধায় আমাদের কাছে বলতে পারিস। মনে কর এই মুহূর্তে আমরা তূর্ণ ভাইয়ার বোন নই। শুধুমাত্র তোর প্রতিবেশী। শুভাকাঙ্ক্ষী। নির্দ্বিধায় আমাদের বলতে পারিস। বল না কি হয়েছিল? ”
” ভাইয়া? ”

তৃষা আর বলতে পারলো না। সম্মুখে থাকা মেয়েটার অক্ষিকোল সিক্ত দেখে দু’জনেই হকচকিয়ে গেল।
” আরে আরে কাঁদছিস কেন? এই রিয়া? ” তৃষা ঘাবড়ে গিয়েছে।
দুয়া আলতো করে মেয়েটার ভেজা দু কপোল মুছে দিলো। মাথায় হাত বুলিয়ে দিলো কিছুক্ষণ। আস্তে ধীরে স্বাভাবিক হলো রিয়া। নিজেকে ধাতস্থ করে মৃদু স্বরে থেমে থেমে বলতে লাগলো গতকালের সেই অঘটন!

অপরাহ্ন প্রহর। আজ কোচিং একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। বান্ধবীর সঙ্গে হেঁটে বাড়ির পথে চলছে রিয়া। দু’জনে গল্প করতে করতে অনেকটা পথ পাড়ি দিলো। বান্ধবী তার গন্তব্যে পৌঁছে গিয়েছে। তাকে বিদায় জানিয়ে একাকী পথ চলতে লাগলো রিয়া। কয়েক কদম এগোতেই মেয়েটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লো। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আড্ডায় মগ্ন তিন চারজন বখাটে টাইপ ছেলেপেলে। এলাকায় তাদের বেশ দুর্নাম রয়েছে। ভালো ঘরের বখে যাওয়া সন্তান ওরা। রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিং করে বেড়ায়। আজ একাকী এদের সামনে পড়ে ভীত হলো মেয়েলি হৃদয়। রিয়া দ্রুত পায়ে তাদের পাশ কাটিয়ে যেতে লাগলো। কিন্তু আফসোস! ঠিক ওদের নজরে পড়ে গেল।

” ও রিয়া! ও রিয়া! ”
গানের সুরে পেছন হতে ডেকে উঠলো একজন। রিয়া থমকে গেল। এক পল দাঁড়িয়ে দোয়া পড়তে পড়তে পুনরায় পা চালালো। অবশ্য লাভ হলো না। দ্রুত গতিতে ওর সম্মুখে এসে দাঁড়ালো চারজন।
” ও রিয়া! ডাক দিয়েছি তোমায়। ও রিয়া! তুমি শুনতে কি পাও না? ”
পুনরায় সুরে সুরে বললো। রিয়া ভেজা কণ্ঠে বললো,
” আ আমাকে যেতে দিন। আম্মু অ অপেক্ষা করছে। ”

” যাবে তো সোনা। আগে একটু ভাইয়াদের সাথে কথা বলো। আলাপ করো। ভাল্লাগবে। ”
নরম হৃদয়ের অধিকারিণী মেয়েটি প্রচুর ভীতসন্ত্রস্ত হয়ে পড়লো। তার সুযোগ নিলো ওরা। ইচ্ছেমতো বাজে কথা, বি শ্রী ইশারা করতে লাগলো। ঠিক সে মুহূর্তে বাম পাশে এসে দাঁড়ালো একটি শুভ্র রঙা গাড়ি। হঠাৎ গাড়ি দেখে ওরা কিছুটা হকচকিয়ে গেল। রিয়া বিপদের মূহুর্তে গাড়ি দেখে কিছুটা সাহস সঞ্চয় করে কয়েক কদম সরে গেল। মনে মনে স্রষ্টার নিকটে সাহায্য প্রার্থনা করতে লাগলো। প্রার্থনা বুঝি কাজে দিলো। খুলে গেল গাড়ির দ্বার। বেরিয়ে এলো ফর্মাল পোশাকধারী সুদর্শন আদ্রিয়ান আয়মান তূর্ণ! ছেলেগুলো তূর্ণকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো।

” এ! হাহ্! ভাবলাম কে না কে? ”
একজন বিদ্রুপের স্বরে বলে উঠলো। শৌর্যের সহিত জমিনের বুকে কদম ফেলে ওদের ঠিক মুখোমুখি হলো তূর্ণ। শীতল কণ্ঠে শুধালো,
” এখানে কি হচ্ছে? ”
একটা ছেলে কিছু বলবার পূর্বেই রিয়া ভেজা কণ্ঠে ডেকে উঠলো,
” ভাইয়া! ”

ওকে লক্ষ্য করতেই সবটা স্পষ্ট হলো। তূর্ণ রাগান্বিত চাহনিতে তাকালো চারজনের দিকে। একজন সালাম দিলো।
” আসসালামু আলাইকুম ভাই। ভার্সিটি থেকে আসছেন নাকি? কেমন আছেন বলেন? ভালো তো? ”
” মেয়েটাকে সসম্মানে যেতে দে। ” শীতলতা বিরাজমান কণ্ঠে।
” হাঁ ভাই যাবে তো। ও-ই টুকটাক আলাপচারিতা করছিলাম। পাড়াতো ভাই কিনা। দায়িত্ব আছে তো। ” বললো আরেকজন।

” হাঁ ভাই। আপনি যান। আমরা নিজ দায়িত্বে ওরে পৌঁছে দিয়ে আসবো। ”
তূর্ণ গম্ভীর স্বরে বললো,
” দায়িত্ববান হওয়া ভালো। তবে চরিত্রহীন নয়। ”
এতেই তেঁতে উঠলো একজন।

” চরিত্রহীন? কারে চরিত্রহীন বললেন? নিজের চরিত্রের নাই ঠিক। খালাতো বোনের সাথে অনবরত রাসলী* ”
আর বলা হলো না। শক্তপোক্ত এক থা|প্পড়ে মাটিতে ছিটকে পড়লো ছেলেটা। হকচকিয়ে গেল বাকিরা। তূর্ণ নিজস্ব ভাবমূর্তি বজায় রেখে আঙুল তাক করে অত্যন্ত গাম্ভীর্যের সহিত শাসনের স্বরে বললো,
” সবাইকে নিজেদের মতো চরিত্রহীন ভাববি না। এখনো সময় আছে। শুধরে যা। নারীরা মায়ের জাত। সম্মান দিতে শেখ। নইলে একসময় তোদের পাপের ফল তোদের ঘরের মা-বোনদের না পেতে হয়। ”

তুমি হৃদয়ে লুকানো প্রেম পর্ব ৭

ছেলেটা এখনো হতবিহ্বল! ভাবতেই পারছে না সদা সর্বদা শান্তশিষ্ট, ঠাণ্ডা মেজাজের আদ্রিয়ান আয়মান তূর্ণ কিনা তাকে চ ড় মা”রলো! তা-ও আবার এক চ’ড়েই দাঁত নড়ে উঠেছে! অবিশ্বাস্য! ছেলেটার ধ্যান ভঙ্গ হলো তূর্ণ’র শীতলতম হুমকিতে। আঙ্গুল নাড়িয়ে ওদের প্রস্থান করার আদেশ করছে তূর্ণ! হতবিহ্বল ছেলেটাকে ওর বন্ধুরা জাপটে ধরে দ্রুত পায়ে সেথা হতে প্রস্থান করলো। ওরা এখনো ঘোরের মধ্যে। তূর্ণ’র এই নতুন অবতার বিশ্বাস ই করতে পারছে না।
তূর্ণ এবার পাশ ফিরে তাকালো। রিয়া মাথা নিচু করে কেঁদে চলেছে।

তুমি হৃদয়ে লুকানো প্রেম পর্ব ৯