মন বিনিময় পর্ব ২৫

মন বিনিময় পর্ব ২৫
তাসফিয়া হাসান তুরফা

ড্রয়িংরুমে নীরবতা বিরাজমান। বাড়ির অন্য সদস্যরা যথেষ্ট চেস্টা করেছেন সীমা বেগমকে থামানোর তবুও তিনি কারও কথা শুনেননি। একনাগাড়ে প্রশ্ন করতে লেগে গেছেন রাহিতাকে।
“নাম কি তোমার?”
“রাহিতা”
“বয়স কত?”
“২১ বছর”
“তাহলে তো স্বপ্নিলের চেয়ে অনেক ছোট। তো সংসার কেমন চলছে?”
“মাত্রই তো শুরু করলাম, খালামনি”

বিরক্তিভাব চেপে যথাসম্ভব শান্ত কণ্ঠে উত্তর দেয় রাহিতা৷ সীমা বেগমের সাথে কথা শুরু হওয়ার কিছুক্ষণের মাঝেই যেন হাপিয়ে উঠেছে সে৷ কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই মহিলার কারণ উনি এখনো নিজের মতো সেই যে প্রশ্ন করা শুরু করেছেন, থামার নাম যেন নিচ্ছেন না। মুখে রীতিমতো ট্রেন ছুটছে তার। একটু পর যখন থেমে গেলেন, রাহিতা ভাবলো এবার বোধহয় ভাগ্য সহায় হয়েছে কিন্তু ঠিক সে সময় সীমা বেগম দম নিয়ে আবারো অনর্গল প্রশ্ন করা শুরু করলেন। অতঃপর কিছুটা বিরক্ত হয়ে রাহিতা বাধ্য হয়ে বললো,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

—এক এক করে প্রশ্ন করুন না, খালামনি? এতগুলোর উত্তর একসাথে কিভাবে দেবো?
কথাটি যথাসম্ভব নম্রভাবে হাসিমুখেই বলে রাহিতা। কিন্তু এতে সীমা বেগমকে খানিকটা খুশি দেখালো। মনে হলো যেন এতক্ষণ এমনকিছু শুনারই অপেক্ষা করছিলেন তিনি। রাহিতার এ কথায় তিনি আকাশ থেকে পড়লেন এমন ভাব ধরে দিলারা বেগমকে উদ্দেশ্য করে বলেন,

—শুনলি তোর ছেলের বউয়ের কথা? বিয়ে হতে না হতেই এভাবে মুখ চলছে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানা নেই। অথচ বাকিদিন তো এখনো পড়েই আছে!
সীমা বেগমের কথা শুনে রাহিতা তাজ্জব বনে গেলো। সামান্য এটুক কথা বলেছে আর উনি সরাসরি বলে দিলেন সে বড়দের সাথে কথা বলার ম্যানার জানেনা? আশ্চর্য! রাহিতা উত্তর দিবে এমন সময় দিলারা বেগম চোখের ইশারায় ওকে থামতে নির্দেশ দিলেন। বোনের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন,

—আমার জানামতে রাহিতা তো খারাপ কিছুই বলেনি। তুই একসাথে এতগুলো প্রশ্ন করেছিস বিধায় ও তোকে আস্তেধীরে প্রশ্ন করতে বলেছে, তাও যথেষ্ট বিনয়ের সাথে। তাহলে এতে তোকে অসম্মান করারই বা কি হলো?
—ওহ। এখন তো ছেলের বউয়ের কথাই ঠিক লাগবে তোর। বোনের কথা তো এখন আর ভালো লাগবেনা। আমার মেয়ে যখন বেচে ছিলো তখন তো ঠিকি আমার সাথে খাতির ছিলো তোর। মেয়েটা আমার যাওয়ার বছর না ঘুরতেই তুই আরেকজনকে ঘরে তুলে তার জন্য নিজের বোনকে সবার সামনে এভাবে বলছিস? এত দরদ এই দুইদিনের মেয়ের জন্য?

—মুখ সামলে কথা বল, সীমা। তুই যাকে দুইদিনের মেয়ে বলছিস সে আমার একমাত্র পুত্রবধূ। আমার বাড়ির মেয়ের মতোই দেখি আমি ওকে। আর তোর সাথে আমার সম্পর্ক নস্টের জন্য দায়ী কে ঠিক করে বল তো? আমি না তুই?
এবার দিলারা বেগমের কথায় সীমা বেগম বেজায় চটে গেলেন। এতদিনের চাপা ক্ষো’ভ যেন টগবগিয়ে উপচে পড়লো। খানিকটা উচ্চস্বরেই চিল্লিয়ে বলে উঠলেন,

—তো আমি আর কি করবো বল? নিজের মেয়ে মরার এক মাস না পেরোতেই যদি কেউ হুট করে খবর পায় তার মেয়ের না-হওয়া হবু শাশুড়ি ছেলের বিয়ে দিয়ে ফেলেছে তাহলে তার সাথে কথা বলতে মন চাইবে আমার? তুই আমার জায়গায় থাকলে কি করতি বল? এত সহজে সবকিছু ভুলে মেনে নিতে পারতি? উত্তর দে!

কথা বলার মাঝখানে মৃত মেয়ের স্মরণে আঁচলে মুখ চেপে কেদে ফেলেন সীমা বেগম। তার কথা শুনে এবার দিলারা বেগম খানিকটা নরম হলেন, এ কাজের জন্য তিনি মনে মনে খানিকটা অনুশোচনা বোধ করলেও তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন এ সিদ্ধান্তটা নিয়ে তিনি কোনোরুপ ভুল করেন নি। স্বপ্নিলের সেই সময় যে পরিস্থিতি ছিল তাতে ওকে রাহিতার সাথে বিয়ে দিয়ে তিনি সঠিক কাজ করেছেন। এর জন্য যত কথাই শুনতে হোক তিনি কখনো কিছু মনে করবেন না। এরপর বোনের কাধে হাত দিয়ে নরম সুরে বললেন,

—আমি জানি তোর খারাপ লেগেছে, কস্ট পেয়েছিস তুই। পাওয়াটাই স্বাভাবিক, বরং সব তাড়াতাড়ি মেনে নিলেই অস্বাভাবিক লাগতো। কিন্তু তুই নিজের পরিস্থিতিটাই দেখলি শুধু, একবার আমার দিক থেকেও বিষয়টা ভেবে দেখ? আনিকা যাওয়ার পর স্বপ্নিল কতটা পাগল ছিল তুই কি জানতিনা? মেয়েটা যাওয়ার পর আমার ছেলের কি অবস্থা হয়েছিলো তুই কি জানিস না? তখন মা হয়ে আমি যদি ওর ভালোর কথা চিন্তা করে ওকে বিয়ে দিই এটা কি খারাপ কিছু? জীবন তো কারও জন্য থেমে থাকেনা। স্মৃতিকে আকড়ে ধরে আর কতদিনই বা চলবে কেউ?
দিলারা বেগমের কথায় সীমা বেগম খানিকটা শান্ত হলেও তার আক্ষে’প কমলোনা পুরোপুরি। কাধ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে বললেন,

—এতকিছু আমি বুঝতে চাইনা। আর কি বলছিলি যেন তুই? আনিকা চলে যাওয়ার পর স্বপ্নিলের কি অবস্থা হয়েছিলো? এসব কথা অন্য কাউকে শুনাতে আসবি। আমাকে নয় বুঝেছিস? আরে ও কখনো আমার মেয়েকে ভালোবাসেনি। যদি বাসতো তবে ওর মরার পর মাসখানেক না পেরোতেই আরেকজনকে ঘরে তুলতোনা!
এতটুকু কথা শেষ করে সীমা বেগম হঠাৎ ফুসে উঠে তেড়ে গেলেন রাহিতার দিকে। অবাক নয়নে এতক্ষণ দু’বোনের ঝগড়া দেখা রাহিতা হুট করে সীমা বেগমকে নিজের দিক আসতে দেখে খানিকটা ভড়কে যায়। সে কিছু বলার আগেই সীমা বেগম রাহিতার দিকে আংগুল তাক করে বলে উঠেন,

—সব দোষ এই মেয়ের। কি এমন আছে এর মধ্যে হ্যাঁ? যে স্বপ্নিল আমার মেয়ের জন্য এতদিন পাগল ছিলো সে হুট করে একে দেখে রাতারাতি মন বদলে ফেললো? এই মেয়ে, কি এমন করেছো তুমি? বলো?
—আমি এসবের মধ্যে কি করে আসলাম, খালামনি? এখানে কি সত্যিই আমার দোষ আছে বলুন?
হতাশ মুখে উত্তর দেয় রাহিতা। সে বুঝেছে সীমা বেগম এখন নিজের হুশে নেই, এতদিন বুকের মধ্যে তিল তিল করে জন্মানো রাগক্ষোভ যখন একসাথে বের হয় তখন মানুষ আর নিজের মাঝে থাকেনা, সে যেন এক অন্য সত্ত্বায় পরিণত হয়। সীমা বেগমের ক্ষেত্রেও বিষয়টা হয়েছে ঠিক তাই! রাহিতার কথা শুনে উনি বিনিময়ে বলেন,

—বাহ, এখনো মুখে মুখে তর্ক করছো? তুমি তো ভারী নির্লজ্জ মেয়ে।
মহিলার কথায় এবার রাগ চাপে রাহিতার অন্তরে। এতক্ষণ সে নতুনবউ হিসেবে ভদ্রতার খাতিরে যথেষ্ট বিচক্ষণভাবে উত্তর দিচ্ছিলো, ভেবেছিল মেয়ের শোকে শোকাহত এক মা তার কস্ট প্রকাশ করছে সবার সামনে তাইতো সে চুপ করে সব শুনে যাচ্ছিলো। কিন্তু এবার তো তিনি নির্দ্বিধায় ওকে নির্লজ্জ বলে দিলেন। এখন যে তাকে যোগ্য উত্তর দিতেই হবে। চোখমুখ শক্ত করে রাহিতা উত্তর দেওয়ার জন্য মুখ খুলছিলো সে সময় নিশ্চুপ কক্ষে স্বপ্নিলের ভারী কণ্ঠের আওয়াজ প্রতিফলিত হয়,

—আমার জানামতে ও নির্লজ্জ রকমের কোনোকিছুই করেনি। বরং তুমিই ওকে অযথা যাচ্ছেতাই বলে অপমান করছো, খালামনি। বাড়িতে নতুন কেউ আসলে কি আমরা তার সাথে এভাবে কথা বলি?
স্বপ্নিলের কথা শুনে সেদিক তাকায় রাহিতা। একিসাথে রুমে থাকা সকলের চোখ ঘুরে যায় সেদিকে। অথচ এতকিছুর পরেও স্বপ্নিল নির্বিকার। অত্যন্ত ধীরস্থিরভাবে পকেটে দু’হাত গলিয়ে রুমে প্রবেশ করে সে। ওকে আসতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসেন সীমা বেগম। সেভাবেই বলেন,

—বাব্বাহ! এত অল্প সময়েই বউয়ের প্রতি কি টান! ভাবা যায়? আমি তো অযথাই মেয়ের দোষ দিচ্ছিলাম। আসল সমস্যা দেখি তোর মাঝে আছে!
সীমা বেগমের খোটামূলক কথার পরেও ভাবলেশহীন রয় স্বপ্নিল। বরং তার ঠোঁটের কোণে এক সূক্ষ্ম বাকা হাসির দেখা পাওয়া যায়।

—উহু, ভুল বললে। সমস্যা আমার বা রাহিতা কারও মাঝেই না। আসল সমস্যাটা কার মধ্যে জানো? তোমার মধ্যে। নিজের দৃষ্টিভংগি বদলাও দেখবে আমরা ও আমাদের পরিস্থিতি দুটোই স্বাভাবিক লাগবে তোমার কাছে, খালামনি!
—খুব তো নিজের ও বউয়ের সাফাই গাইছিস। তো কবে থেকে হলো এত পরিবর্তন?

—আমি সত্যিটা বলছি জাস্ট। এটাকে এখন তুমি যদি সাফাই গাওয়া মনে করো তবে আমার কিছু বলার নেই। আর রইলো কথা পরিবর্তনের, বিয়ে যখন করেছি তখন আমার বউয়ের সম্মান রক্ষার দায়িত্বটাও তো আমারই। তাইনা? রাহিতাকে কেউ ভালোমন্দ বলবে এটা আমি সহ্য করবোনা। ও অনেক ভালো একটা মেয়ে, খালামনি। আমার বউ বলে বলছিনা, ক’দিন ওর সাথে মিশে দেখো তুমি নিজেও তোমার মতবাদ বদলাতে বাধ্য হবে!

স্বপ্নিলের কণ্ঠস্বর অনড়। বিন্দুমাত্র কাপছেনা গলা, ওর ভেতর ও বাহিরের স্বচ্ছতা ওর কথা-আচরণে অত্যন্ত স্পষ্ট। এমনকি স্বপ্নিলের এমন স্বতঃস্ফূর্ত আচরণে সীমা বেগমের পাশাপাশি বিস্মিত হয়েছে রাহিতা নিজেও! ঠোঁটের কোণে ভেসে উঠলো এক দীর্ঘ প্রতিক্ষীত হাসি। তৃপ্তির হাসি ফুটে উঠলো স্বপ্নিলের মায়ের মুখেও। এতক্ষণে সীমা বেগম আরও কিছু বলবেন ততক্ষণে সবার চিল্লানোর আওয়াজে ড্রয়িংরুমে এসে পড়েন স্বপ্নিলের নানি। তাকে দেখে থেমে গেলেন সীমা বেগম। সবার দিক চেয়ে স্বপ্নিলের নানি বলে উঠলো,

—এই, কি শুরু করেছিস তোরা এই রাতের বেলা? এতগুলা মানুষ থাকতেও কিসের ঝগড়া লাগে? তোরা থামাতে পারিস না? এই রাকিব, বাকিদের কথা না হয় বাদ দিলাম, তুইও কি দেখতে বসে ছিলি?
স্বপ্নিলের ছোটমামাকে উদ্দেশ্য করে বললেন তিনি। বিনিময়ে ছোটমামা মাথা চুলকে বললেন,
—দুই আপা-ই আমার চেয়ে বড়, আম্মা। আমি ছোট হয়ে কিভাবে তাদের থামাই? যদিও চেস্টা করেছি তবু আমার কথা সীমা আপা শুনেনি।

ছেলের কথা শুনে এবার সীমা বেগমের দিকে দৃষ্টি নিক্ষে’প করেন স্বপ্নিলের নানি। এবার চাচির সামনে ধরা পড়ে যাওয়ায় খানিকটা বিব্রতবোধ করেন সীমা বেগম। সেদিক লক্ষ্য করে স্বপ্নিলের নানি শীতল কণ্ঠে বললেন,
—এগুলো কি, সীমা? বিয়ে খেতে আসছিস ভালো করে বিয়ে খা, মজা কর। কেন পুরনো কথা মনে করে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইছিস, মা?

এবার চাচির কথা শুনে আর কিছু বলেন না সীমা বেগম। নীরবে প্রস্থান করেন ড্রয়িংরুম থেকে। এদিকে এতকিছু শেষে যেন হাফ ছেড়ে বাচে রাহিতা। এতক্ষণ দমবন্ধ অনুভব হচ্ছিলো তার। সম্পর্কের তিক্ততা এমন এক জিনিস যা কখনো কারও কাম্য নয়। সম্পর্ক টক-ঝাল-মিস্টি থাকলেই মানায়, তেতো নয়। এতকিছু চোখের সামনে ঘটতে দেখে, সবকিছু শুনে ভার হয়ে আসে সরল রাহিতার মন।

মন বিনিময় পর্ব ২৪ (২)

সেও চুপচাপ চলে আসে নিজেদের রুমে। বেশ কিছুক্ষণ অতিক্রম হয়, অতঃপর স্বপ্নিল আসে। খট করে দরজা লাগিয়ে দিয়ে নিষ্পলক চেয়ে রয় বিছানায় বসে থাকা রাহিতার দিকে। এগিয়ে এসে রুমে থাকা একটা চেয়ার টেনে রাহিতার পাশে বসে। অত্যন্ত শান্ত গলায় রাহিতার চোখের দিক চেয়ে বলে,
“কিছু জরুরি কথা আছে তোমার সাথে!”

মন বিনিময় পর্ব ২৬