মায়াবতী পর্ব ৪১

মায়াবতী পর্ব ৪১
তানিশা সুলতানা

এতোটা খুশি অথৈ জীবনেও হয় নাই। আজকে সে তার দুটো প্রিয় মানুষকে পাশে পাবে। কতোদিন পরে দেখতে পারবে। ছুঁতে পারবে। সময়টা যেনো আজকে অথৈয়ের। তন্নিকে আনতে যাবে শুনে সে খুশিতে লাফিয়ে ওঠে। বাবা মাকে পইপই করে বলে দিয়েছে তন্নিকে কয়েকদিন রেখে দেওয়ার জন্য এখানে।
আশার মুখে জবাব নেই। তিনি জানে তন্নিকে সহজে আনা যাবে না। তন্নিকে আনতে গেলে তারেক আর ইতির কাছে ক্ষমা চাইতে হবে। নিজে ছোট হতে হবে। এই কথা তার ছেলে মেয়েরা জানলে ভীষণ কষ্ট পাবে। মন উঠিয়ে নেবেআশা বেগমের ওপর থেকে।

অর্ণবের থেকে তন্নির বাসার ঠিকানা নেয় আনোয়ার। সে ভীষণ খুশি। এইভাবেই তো সম্পর্ক স্বাভাবিক করতে হবে।
ইতি বেগম অনেক কিছু রান্না করে ফেলে।তারা যেমনই হোক মেয়ের শশুড় বাড়ির লোক বলে কথা। তন্নি মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে।
কাজ করতে করতে ইতি বেগম বলে ফেলে

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

“তোর বাবা তোকে নিয়ে একটু বেশিই আদিখ্যেতা দেখায়। তার যে একটা ছেলে আছে সেদিকে তার কোনো মনই নেই। এটা কি ঠিক তুই বল?
তন্নির হাসি মুখটা চুপসে যায়। সে মায়ের দিকে তাকায়। মায়ের চিন্তা ভাবনা বরাবরই অন্য রকম।
” মা বাবা আমাদের দুজনকেই ভালোবাসে।
“ভালোবাসে? আমি তো দেখি না।

” তুমি ভাইকে বেশি ভালোবাসো। বাবা আমাকে। তুমি দুজনকে সমান চোখে দেখে দেখো বাবাও সমান চোখে দেখবে
ইতি রেগে যায়। ইদানীং মেয়েটার মুখে খই ফুটেছে। একটা কথাও মাটিতে পরতে দেয় না। সব কথার জবাব যেনো তার প্রস্তুত ছিলো।
“মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস তুই।
” চুপ করে থাকলে সবাই অসহায় ভাবে মা। শুধু আঘাত করতে এগিয়ে আসে।
ইতি আর কথা বলে না। চুপচাপ কাজ করতে থাকে।
সাড়ে বারোটার পরে আনোয়ার আর আশা চলে আসে তন্নিদের বাড়িতে। তন্নি তাদের শরবত দেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে।

তারেক কল করে। তন্নি আশার কাছে ফোন দেয়। তন্নি চায় তার শাশুড়ীমা বাবার থেকে ক্ষমা চাক। তার বাবা অপমান ডিজার্ভ করে না।
আনোয়ার চুপচাপ বসে আছে।
আশা ফোঁস করে শ্বাস টেনে বলে ওঠে
“আপনার মেয়ে আজকে না গেলে আমার মেয়ের জীবনটা নষ্ট হবে।আমার ছেলে সবটা উলটপালট করে দিবে। তন্নির যাওয়াটা ভীষণ জরুরি।
তারেক কথা বলে না।
আশা আবারও বলে ওঠে

” আমার মেয়েটা কোনো দোষ করে নি। তার জন্য মেয়েটার জীবন নষ্ট করবেন না।
“আগে ভাবা উচিত ছিলো আপনার।
” ক্ষমা চাইছি আমি। ভুল হয়ে গেছে। আপনি বললে আপনার মেয়ের পা ধরেও ক্ষমা চাইতে পারি। দোষ তো আমার।
আশার চোখে পানি চলে আসে।
“আমার মেয়ের নরম মন। সে আপনার অপমানের কথা মনেও রাখে নি৷
তন্নি যাক। যতই রাত হোক আমার মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন৷
বলেই তারেক কল কেটে দেয়।

ইতি বেগম বিরক্ত। কেনো যেতে দিতে চাইছে? এতো অপমান ভুলে গেলো? যেমন মেয়ে নিলজ্জ তেমনই বাপ নিলজ্জ।
ইতি মুখ বাঁকিয়ে তন্নিকে বলে
” তোর বাবা তো নিলজ্জ। তুই ও এখন নিলজ্জের মতো ওনাদের পেছন পেছন যাবি। ভুলে গেলি কি করে ওনাদের জন্য বাড়ি ছেড়েছি আমরা। এই মহিলা আমাকে আর তোর বাবাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে৷
আশা মাথা নিচু করে ফেলে। আনোয়ারও অপমানিত হয়। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে বলে
“চুপ থাকার চেয়ে বড় অপমান এই দুনিয়াতে নেই।

একদিন হলেও উনি আমাকে ভালোবেসেছে। আদর করে খাইয়েছে৷ ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি লজ্জিত। আর কি?
রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়। আর রাগ মাটি করতে পারলে সম্পর্ক সুন্দর হয়। আমার বাবা বলে।
ইতি মুখ বাঁকিয়ে চলে যেতে নেয়। আনোয়ার বলে ওঠে
” আপনাকেও আমাদের সাথে যেতে হবে।
ইতি তেঁতে উঠে বলে

“আপনার বাড়িতে আমি কখনো পা ও ফেলবো না। আপনাদের মতো বড়লোক আমি পায়ের তলায় রাখি। আমাকে অপমান করেছিলেন। আমি সহজে ভুলে যাবো? বাপ মেয়ের মতো নির্লজ্জ আমি না।
বলেই ইতি চলে যায়।
আশা দীর্ঘ শ্বাস ফেলে। ছেলেমেয়ে কোথায় এনে দাঁড় করালো তাকে। মায়ের সম্মানের কথা একবারও ভাবলো না? মায়ে অপমান করালো ওরা?
সব দোষ এই তন্নির। তার সুখের সংসারে আগুন লাগিয়েছে এই মেয়েটা।
আনোয়ার তন্নিকে বলে

” মা রেডি হয়ে এসো। অথৈ তোমাকে ছাড়া বিয়েই করবে না। তোমায় খুব ভালোবাসে মেয়েটা। তোমার জন্য সব করতে পারে। নিজের ভাইয়ের সাথেও ঝামেলা করেছে। তার জন্য হলেও তোমার যাওয়া উচিত।
তন্নি কথা বলে না চুপচাপ রুমে চলে যায়। সে যাবে তার অথৈয়ের জন্য। একটু আত্মসম্মানবোধ বিসর্জন দিলে যদি কিছু আপন মানুষদের আবারও আগের রূপে ফিরে পাওয়া যায় তাতে ক্ষতি কি? বলুক না সবাই নির্লজ্জ। ভালোবাসায় একটু নির্লজ্জ হতেই হয়। ভালোবাসার মানুষদের একটুখানি সুখ দেওয়ার জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়াই যায়।

অথৈ শুধু দরজার দিকে তাকাচ্ছে। কখন আসবে তার তন্নি? তন্নির সাথে ম্যাচিং করে শাড়ি পরবে আজকে। অর্ণব তিন জনের জন্যই শাড়ি কিনে এনেছে৷ আবার সাগরের বাবাও শাড়ি গহনা পাঠিয়েছে।
অর্ণব সোফায় বসে ফোন ঘাটছে। সাগররা রওনা দিয়েছে৷ তন্নি কখন আসবে?
গতকাল সাজানো বাসর এখনো একই ভাবে আছে৷ ফুল গুলোও শুকাই নি।
অথৈকে এতো ছটফট করতে দেখে অর্ণব বিরক্ত হয়।

“ওই তেলাপোকা আমার বউ আসলে একদম সাথে সাথে ঘেসবি না। আমাকে প্রাইভেসি দিবি।
অথৈ মুখ বাঁকিয়ে অর্ণবের পাশে গিয়ে বসে।
” তোর বউ আসছে না। আমার জান আসছে। আমি তো ভেবেই ফেলেছি আজকে আমি আর তন্নি থাকবো। সারা রাত দুজন গল্প করবো। ইসস কতোদিন পরে
অর্ণবের হাত থেকে ঠাসস করে ফোনটা পড়ে যায়। সে বড়বড় চোখ কটে তাকিয়ে আছে অথৈয়ের দিকে। যেনো অথৈ কোনো বড়ধরণের ক্রাইম করে ফেলেছে
অথৈ ভেংচি কাটে।

“তোর এই হাবাগোবা রিয়াকশন আমার সামনে দেখাবি না।
তন্নি আমার মানে আমারই।
” তোকে বিয়েই দিচ্ছি প্রাইভেসির আশায়।
তখনই গাড়ির শব্দ হয়। অথৈ শাড়ি উঁচু করে এক দৌড় দেয়। এক দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আর ভেতর থেকে বেরিয়ে আসে সাগর। অথৈ লজ্জায় মাথা নিচু করে ফেলে। সালমা হেসে ফেলে।
“বর দেখতে বউ সবার আগে চলে আসছে?
লজ্জায় অথৈয়ের মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। অর্ণবও এগিয়ে এসেছিলো। সে অথৈয়ের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ।
সাগর গম্ভীর গলায় বলে

” এতো দৌড়া দৌড়ি করার কি আছে? পড়ে গিয়ে হাত পা ভাঙার ইচ্ছে না কি?
অর্ণব এগিয়ে এসে অথৈয়ের মাথায় টোকা দেয়।
তারপর বলে
“ওর বর হাত ভেঙে মাথায় ব্যান্ডেজ করে আছে। তাই ওরও ইচ্ছে হইছে পা ভেঙে বরের পাশে বসে থাকার। তাই না টিমটিম?

সালমা হেসে ফেলে। অথৈ চিমটি কাটে অর্ণবের হাতে৷
সাগর গম্ভীর চোখে অথৈয়ের দিকে তাকিয়ে হাঁটতে থাকে।
তখনই আরেকটা গাড়ি চলে আসে। সেখান থেকে বেরিয়ে আসে আনোয়ার তারপর বের হয় তন্নি।
অথৈ তন্নিকে দেখে দৌড় যায়। জাপ্টে জড়িয়ে ধরে তন্নিকে। ফুঁপিয়ে কেঁদে ওঠে অথৈ৷

” আমি ভেবেছিলাম তুই আসবি না।
কাঁদতে কাঁদতে বলতে থাকে অথৈ।
তন্নি অথৈয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। চোখের পানি মুছিয়ে দেয়।
“তোর জন্য আমাকে আসতেই হতো জান।
আশা বড়বড় পা ফেলে ভেতরে চলে যায়। আনোয়ার বউয়ের পেছনে যায়।
অথৈয়ের কান্না থামতেই অর্ণব গিয়ে পেছনে দাঁড়ায়।

“ইডিয়েটের মতো কান্না না করে ভেতরে যা। সাগর তোর জন্য ওয়েট করছে।
” তন্নি চল
তন্নির হাত ধরে বলে অথৈ।
অর্ণব তন্নির আরেকটা হাত ধরে
“তুই যা
ও আসছে।
অথৈ ছোট ছোট চোখ করো তাকায় অর্ণবের দিকে।

” প্রাইভেসি?
অর্ণব হেসে অথৈয়ের কপালে চুমু দিয়ে দেয়।
“আমার কাজী নজরুল ইসলাম।
তোর বাচ্চার নাম ঠিক করে দিবোনি আমি।
অথৈ হাসতে হাসতে চলে যায়।
তন্নি আলতো করে থাপ্পড় দেয় অর্ণবের পিঠে

মায়াবতী পর্ব ৪০

” অজাত
অর্ণব হুট করে কোলে তুলে নেয় তন্নিকে। তন্নি বড়বড় চোখ করে খাঁমচে ধরে অর্ণবের শার্টের কলার।
“এই এই তাতানের পাপা নামিয়ে দিন। কেউ দেখে ফেলবে প্লিজ।
অর্ণব তন্নির নাকে নিজের নাক ঘসে
” অনির মাম্মা একটু রোমান্টিক হও। এভাবে জীবন চলছে না।
তন্নি চুল টেনে দেয় অর্ণবের।
“শয়তানের নানা

মায়াবতী পর্ব ৪২