হারিয়েছি নাম পরিচয় পর্ব ১৬

হারিয়েছি নাম পরিচয় পর্ব ১৬
লেখিকাঃ দিশা মনি

মেঘলার চট্টগ্রাম মেডিকেল কলেজে একবছর পেরিয়ে গেছে। এখন পড়াশোনাতেই খুব ব্যস্ত হয়ে পড়েছে সে। মাঝে মাঝে রোদেলার সাথে আর নিজের মা-বাবার সাথে কথা বলে। অন্য কোন দিকে তাকানোর সময় তার নেই। মেঘলা নিজের অতীত যথাসম্ভব ভুলে থাকার চেষ্টা করে। রিফাত নামের কেউ যে তার জিবনে ছিল এটা মনেই করতে চায়না।

মেঘলার এখন আখির সাথে খুব ভাব হয়ে গেছে। তাদের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। একমাত্র আখিকেই সে নিজের অতীত জিবনের সবকিছু বলেছে।
আজ ক্লাস শেষে আখির সাথে হোস্টেলে ফিরছিল মেঘলা। বিভিন্নরকম আলাপ আলোচনা করছিল। এমন সময় একটা ছেলে এসে তাদের সামনে দাড়ায়। ছেলেটিকে দেখে আখি বলে,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

‘ভাইয়া তুই। এতবছর পর বোনের কথা মনে পড়ল।’
আরিয়ান মুচকি হেসে বলে,
‘প্রতিদিনই তো তোকে ফোন করে খোজখবর নেই। জানিস তো আমি কতটা বিজি মানুষ। আজ সুযোগ পেয়েই তোর সাথে দেখা করতে এলাম।’
আখি মেঘলাকে বলে,

‘তোকে আমার ভাইয়ার কথা বলেছিলাম না মেঘ। এই হলো আমার ভাইয়া আরিয়ান খান। তোর কাছে তো আমার ভাইয়ার গানের প্রশংসাও করেছিলাম। গিটারে সুর তুলে অনেক সুন্দর গান গাইতে পারে আমার ভাইয়া।’
আরিয়ান মেঘলার দিকে তাকিয়ে বলে,
‘হ্যালো মেঘলা। কেমন আছ?’
‘আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া।’

‘আখি আমি এখানে একটা হোটেলে উঠেছি। আমার কিছু কাজে এখানে আসতে হয়েছে। একটা গানের প্রতিযোগিতার অডিশনে। তো তুই যা এখন। পরে আবার দেখা করে নিব।’
আখি মেঘলাকে নিয়ে চলে যায়। আরিয়ান মেঘলার দিকে তাকিয়ে বলে,

‘ভাগ্য আবার আমাদের দেখা করিয়ে দিল। এক বছর আগে বাসে তোমার সাথে দেখা হয়েছিল। সেদিন তোমার মিষ্টি ব্যবহার দেখে মুগ্ধ হয়েছিলাম। একবছর ধরে নিজের মনে রেখে দিয়েছিলাম তোমায়। আশায় ছিলাম একদিন ঠিকই দেখা হবে আমাদের। আজ দেখা হয়েও গেল। অবশ্য আখির সাথে অনেক আগেই তোমার ছবি দেখেছিলাম ফেসবুকে। সাহস করে কিছু বলতে পারিনি। তবে এবার আমি সাহস করে এসেছি। দেখি তোমার মন জয় করতে পারি কিনা।’

মেঘলাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আখি। কি কারণে এভাবে সাজিয়ে দিচ্ছে সেটা মেঘলার ঠিক বোধগম্য হচ্ছে না। আর থাকতে না পেরে জিজ্ঞেসা করেই ফেলে,
‘আমাকে এভাবে সাজাচ্ছ কেন?’
আখি মৃদু হেসে বলে,

‘আজ তোমাকে নিয়ে একটু বাইরে যাব। এখানে আসছি থেকে দেখছি তুমি কিরকম একঘেয়ে জিবন কা’টাচ্ছ। মানুষ লাইফটাকে কত সুন্দর ভাবে ইনজয় করে। এই যে চট্টগ্রাম দেখছ এখানে ঘোরার জন্য কত সুন্দর স্থান আছে জানো না? প্রকৃতিটাকে ইনজয় করতে শিখ দেখবে অনেক ভালো লাগবে৷ আজ আমার ভাইয়ার অডিশন। সেখানে যাই চলো। তাছাড়া আজ তো আমাদের তেমন গুরুত্বপূর্ণ ক্লাসও নেই।’

মেঘলা প্রথমে যেতে চাচ্ছিল না। আখি অনেক জোরাজোরি করলে তারপর গিয়ে রাজি হয়। মেঘলা আজ কালো রংয়ের একটি চুড়িদার পড়েছিল। খুব সুন্দর লাগছিল তাকে দেখে। আখি মেঘলাকে নিয়ে যায় আরিয়ানের অডিশনের ওখানে।

পুরো স্টেজ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। কত মানুষ এসেছে অডিশন দিতে। মেঘলা আখির সাথে দর্শকদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। একজন লোক অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিল। এই অডিশনের প্রধান বিচারক হিসেবে রয়েছে বিখ্যাত গায়ক আরমান খান।

মুন্নি চট্টগ্রামে এসে নামে। ঘড়ি বের করে দেখে সময় প্রায় হয়ে এসেছে। দ্রুত একটি সিএনজি নিয়ে সেখানে উঠে পড়ে মুন্নি।

‘উফ দেরি হয়ে গেল। সব হয়েছে আম্মুর জন্য। আম্মুকে রাজি করাতেই আমার সময় শেষ হয়ে গেল। আমাকে একা আসতেই দিতে চাচ্ছিল না। আমি কি আর ছোট আছি নাকি? এইচএসসি পাস করে ভার্সিটিতে অনার্স ফাস্ট ইয়ারে পড়ি। আমার আরমানের সাথে দেখা করার সু্যোগ কিভাবে মিস করি? সেইজন্য তো অডিশনে নাম লিখিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে এলাম। চান্স পাই বা না পাই, কাছ থেকে আরমানকে তো দেখতে পাবো।’
অডিশন এখনো চলছে। একের পর এক প্রতিযোগি এসে গান বলছে। মেঘলার মনটা খুব ভালো হয়ে যায় গানগুলো শুনে।

এমন সময় আরিয়ানকে স্টেজে ডাকা হয়। আরিয়ান তার গিটার নিয়ে স্টেজে উঠে পড়ে। তাকে গান গাইতে বলা হয়। আরিয়ান গিটারে সুর তুলতে তুলতে খুব সুন্দর একটি গান বলতে থাকে।
❝তুমি না ডাকলে আসবোনা
কাছে না এসে ভালোবাসবো না
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়
নাকি চলে যাওয়ার বাহানা বানায়
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,

ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।❞
মেঘলাকে মনে করেই গানটি গায় আরিয়ান। মেঘলা বসে বসে গানটি শোনে এবং গানের মাঝেই হারিয়ে যায়। কেন জানি হঠাৎ করে তার রিফাতের কথা খুব মনে পড়ে। রিফাতের কথা মনে আসতেই মেঘলা ভাবতে থাকে,
‘না আমি আর ওনার কথা ভাবব না। যার কাছে আমার কোন মূল্য নেই তাকে নিয়ে আমিও ভাবব না।’
আরিয়ানের গানটি শেষ হলে সে স্টেজ থেকে নেমে যায়।

আরিয়ানের পর মুন্নিকে স্টেজে ডাকা হয়। মুন্নি নামটা শুনেই মেঘলার মুন্নির কথা মনে পড়ে। নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলে,

‘মুন্নি এখানে কিভাবে আসবে। নিশ্চয়ই এখন ভার্সিটিতে পড়ে মেয়েটা। পৃথিবীতে একই নামে কত মানুষ আছে।’
মুন্নি হাফাতে হাফাতে অডিশনের স্থলে চলে আসে। স্টেজে উঠে আরমান খানের দিকে হা করে তাকিয়ে থাকে। নিজের ক্রাশকে নিজের চোখের সামনে দেখলে যে কিরকম অনুভূতি হয় সেটা বলে বোঝানো সম্ভব না। মুন্নি একধ্যানে শুধু আরমান খানের দিকেই তাকিয়ে থাকে।

সঞ্চালক তাকে গান বলতে বললে তার হুশ ফেরে৷ মেঘলা হতবাক হয়ে মুন্নির দিকে তাকায়। সে ভাবছিল যে মুন্নি এখানে কিভাবে এলো? মুন্নি এসেছে তারমানে কি রিফাতও এসেছে? মেঘলা মনে মনে বলে,
‘রিফাত আসলেও বা কি। এতদিনে মনে হয় ফাবিহাকে বিয়েও করে নিয়েছে। থাক আমি আর ওদের নিয়ে ভাবব না।’

মুন্নি সঞ্চালকের কথায় গাইতে শুরু করে,
❝তু আতাহে ছিনেমে
যাব যাব সাছে ভারতি হু
তেরে দিল কি গালিয়ো ছে
ম্যায় হার রোজ গুজার তি হু
হাওয়া কি জেইসে
চালতা হ্যায় তু
ম্যায় রেত কি জেসি উড়তি হু
কন তুঝে ইউ পেয়ার কারেগা
জেইসে ম্যায় কারতি হু❞

পুরো গানটাই আরমানের দিকে তাকিয়ে বলে। মুন্নিকে এভাবে আরমানের দিকে গান বলতে দেখে ফেলে মেঘলা।
‘মেয়েটা ভার্সিটিতে উঠেও পাগলই রয়ে গেল।’
গান শেষ করে স্টেজ থেকে নামে মুন্নি। আরো কিছু প্রতিযোগি তাদের গান পরিবেশন করে। সবশেষে, সঞ্চালক আরমান খানকে কিছু বলতে বলেন। আরমান খান প্রতিযোগিদের প্রশংসা করে এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।

সঞ্চালক আরমানকে অডিশনে যারা চান্স পেয়েছে তাদের নাম বলতে বলল। সবার বুক কাপছে৷ মুন্নিও একটু একটু ভয় পাচ্ছে। যদিওবা সে এই অডিশনে শুধুমাত্র আরমানের জন্য এসেছিল কিন্তু এখন সে চায় তার আইডলের মতো একজন সিঙ্গার হতে। তাই মুন্নি প্রার্থনা করতে থাকবে যেন সে টিকে যায়।
আরমান খান একে একে উত্তির্ন হওয়া প্রতিযোগীদের নাম ধরে ডাকতে থাকে।

আরিয়ানের নাম নিতেই আরিয়ান স্টেজে চলে যায়। আরিয়ান স্টেজে উঠতেই আখি খুশি হয়ে যায়।
‘দেখলি তো মেঘ আমার ভাইয়া কত টেলেন্টেড। এত এত মানুষের মধ্যে চান্স পেয়ে গেল। আমি তো আগে থেকেই জানতাম আমার ভাইয়া চান্স পাবে। দেখবি এই প্রতিযোগিতার মূল মঞ্চে গিয়েও আমার ভাইয়াও জয়ী হবে ইনশাআল্লাহ। ‘

মেঘলার মুন্নির জন্য মন আকুপাকু করতে থাকে। মেয়েটা কত শখ করে এসেছে। অনেকের নাম নিলেও মুন্নির নাম নেয়নি। তাই মেঘলার চিন্তা হচ্ছিল মুন্নির জন্য।

মুন্নি ভেবে নিয়েছিল সে বুঝি চান্সই পাবে না। ঠিক সেই সময়েই আরমান খান মুন্নির নাম ধরে ডাকে। মুন্নি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। একেই তো নিজের ক্রাশের মুখে নিজের নাম শুনেছে তার উপর এই প্রতিযোগিতার মূল মঞ্চে উঠতেও পেরেছে। মুন্নি খুশিতে লাফিয়ে ওঠে। মেঘলাও খুশি হয় মুন্নির এই সাফল্যে।
মুন্নি দৌড়ে গিয়ে স্টেজে ওঠে। আরমান খান প্রতিযোগিদের অনুপ্রেরণা জোগায় এবং পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানায়।

হারিয়েছি নাম পরিচয় পর্ব ১৫

আরিয়ান স্টেজ থেকে নেমে আখি ও মেঘলার কাছে আসে। আখি নিজের ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। মেঘলার আরিয়ানের গানের প্রশংসা করে। মেঘলার মুখে প্রশংসা শুনে আরিয়ানের মন গার্ডেন গার্ডেন হয়ে যায়।
মুন্নি স্টেজ থেকে নামতেই নজর যায় মেঘলার উপর। সে চিৎকার করে বলে ওঠে,
‘ভাবি তুমি এখানে,,’

হারিয়েছি নাম পরিচয় পর্ব ১৭